মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
যে গ্রন্থের পঁচিশতম সংস্করণ হতে চলেছে সেটি যে হৃদয় হরণকারী হবে সে তো বলাই বাহুল্য। কিন্তু আমার ক্ষেত্রে যা হল, বইটি হাতে পাওয়া মাত্র পাতা ওল্টাচ্ছিলাম কখন যে পড়তে শুরু করেছি বুঝতেই পারিনি। হঠাৎ পা’টা টনটন করায় সম্বিৎ ফিরল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পড়তে একান্ন পাতায় পৌঁছে গিয়েছি। স্বপ্নের শহর প্যারিস যেন আমার চোখের সামনে। কেমন নেশা লেগে গেল। অফিস থেকে বাড়ি ফিরেই পাড়ি দিলাম মানবসাগর তীরে। সাহিত্যিক শংকরের লেখনীর সূত্র ধরে ঘুরে বেড়ালাম প্যারিসের বড় ছোট রাস্তায়, মেট্রো রেলে, এমনকী অলিতে গলিতে। লেখকের কথায়, ‘এখানকার ছোট ছোট গলির বাড়িগুলো আমাকে উত্তর কলকাতার বনেদি বাড়িগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। সেই সরু সরু বারান্দা, সেই একই ধরনের জানালা। শতখানেক বছর আগে কলকাতা এইভাবে যে প্যারিসের স্থাপত্য টুকলিফাই করেছিল তা আমার জানা ছিল না।’
সাম্য-মৈত্রী-স্বাধীনতার জন্মভূমি ফ্রান্স, নব নব চিন্তাধারার পবিত্র তীর্থভূমি। স্বামী বিবেকানন্দের উপলব্ধি উল্লেখ করে বইটি লিখতে শুরু করেছেন শংকর। স্বামীজি লিখেছিলেন, ‘এই প্যারিস নগরী যে ইউরোপী সভ্যতা গঙ্গার গোমুখ। এ বিরাট রাজধানী মর্তের অমরাবতী, সদানন্দনগরী।’ শতবর্ষ পেরিয়ে প্যারিসে পৌঁছে একই কথা মনে হয়েছে লেখকের। তাই লিখেছেন এই আনন্দনগরী কারও মনে দূরত্ব সৃষ্টি করে না। পরকে আপন করে নিতে এ শহরের তুলনা নেই। শুধু চিত্র, ভাস্কর্য, সাহিত্য, শিল্প, স্থাপত্য নয়, প্যারিসের ব্যবসা-বাণিজ্য, অফিস-কাছারি, রীতি-নীতি, ধর্মপালন, মানুষজনের ব্যবহার— সব কিছুই ছবির মতো এঁকেছেন শংকর। মাঝে মাঝে এসেছে আমাদের দেশ, চরিত্র ও যাপন চিত্রের সঙ্গে তুলনাও। বলা যায়, ফরাসি আয়নায় নিজেকে আবিষ্কারের পথ খুঁজেছেন শংকর। পড়তে পড়তে পাঠকও লেখকের সহযাত্রী হয়ে পথ হাঁটবেন প্যারিসের। বইটির প্রকাশক দে’জ পাবলিশিং। দাম ৩০০ টাকা।
কতক লেখক শতক লেখক
এই মুহূর্তে বাংলা সাহিত্যে গবেষণাধর্মী কাজ যাঁরা করছেন নিঃসন্দেহে তাঁদের মধ্যে প্রথম সারিতে আছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে শিশু কিশোর সাহিত্যে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। নিজে তাদের জন্য লেখেন। আবার বাংলা সাহিত্যের প্রথম কাল থেকে যাঁরা শিশু কিশোরদের জন্য লিখেছেন, তাঁদের জীবন ও সাহিত্য নিয়ে একটি গবেষণাভিত্তিক কাজ করছেন পার্থজিৎ। সেই কাজটিকে যথেষ্ট মর্যাদা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন শিশু-কিশোর আকাদেমি। অত্যন্ত যত্নের সঙ্গে তারা প্রকাশ করেছে ‘কতক লেখক শতক লেখক’ গ্রন্থটি।
‘পাখি সব করে রব রাতি পোহাইল’-র কবি মদনমোহন তর্কালঙ্কারকে দিয়ে শুরু হয়েছে গ্রন্থটি। লেখক ভূমিকায় লিখেছেন, ‘অন্তত দেড় শতাধিক সাহিত্য ব্যক্তিত্বের কথা ক্রমান্বয়ে আসবে এ বইতে।’ প্রথম খণ্ডে ৫৯ জন শিশু-কিশোর সাহিত্যিকের কর্মময় জীবন কথা রয়েছে। বিশুদ্ধ ছোটদের লেখকরা তো আছেনই, রয়েছেন বড়দের লেখকদের ছোটদের সাহিত্যে অবাধ বিচরণের কথাও। তথ্যসমৃদ্ধ লেখা হলেও পার্থজিতের প্রাঞ্জল ভাষা ও সাবলীল লেখন-শৈলী বইটিকে সুখপাঠ্য করে তুলেছে। শুধু অনুসন্ধিৎসু গবেষক নয়, সাধারণ পাঠক, এমনকী কিশোরদেরও এই বই পড়তে ভালো লাগবে। প্রকাশক শিশু কিশোর আকাদেমি। দাম ৩৫০ টাকা।