Bartaman Patrika
বিকিকিনি
 

ডিজাইনার কী বলছেন? 

পুজোর ফ্যাশন ট্রেন্ড নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

 ১৯৯৭-২০১৯ জার্নি কেমন ছিল?
 খুব এক্সাইটিং। দুঃখ, কষ্ট, আনন্দ, আত্মত্যাগ, কঠিন পরিশ্রম সবটাই মিলিয়ে মিশিয়ে।
 বিয়ের পর আপনার কেরিয়ার শুরু হয়। সেটা কীভাবে সম্ভব হল?
 ১৯৯৫-তে আমার বিয়ে হয়। আমার শ্বশুরবাড়ি একটি রক্ষণশীল ব্যবসায়ী পরিবার। ফলে ফ্যাশন ডিজাইনিংকে নিয়ে কীভাবে পেশা করা যায়, সে সম্পর্কে গাইড করার আমাকে কেউ ছিল না। বাধা-সমর্থন পাশাপাশি এসেছে।
 ছোটবেলার থেকেই কী ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল?
 একেবারেই নয়। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। জয়েন্ট এন্ট্রান্সে ডাক্তারিতে সুযোগ পাই। কিন্তু বিশেষ কারণে বিবি কলেজ বটানি অর্নাস নিয়ে ভর্তি হই। গ্র্যাজুয়েশন করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ার জন্য পরীক্ষা দিলাম। সুযোগ পেলাম। সেই সময় কাগজে ফ্যাশন ডিজাইনিং কোর্সের বিজ্ঞাপন দেখে বিড়লা ইনস্টিটিউট অফ লিবারেল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস-এ ভর্তি হই। ১৯৯৭’তে এমবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পাশ করি।
 এই পেশায় আসার পেছনে আপনার শাশুড়ি মা অনুপ্রেরণা ছিল এমন কথা শোনা যায়...
 একদম ঠিক। বেশিরভাগ শাশুড়ি মা পুত্রবধূর অ্যাচিভমেন্টে খুশি হন না। কিন্তু উনি গর্ববোধ করতেন, উনি আমার শুধু শাশুড়ি মা নন, প্রিয় বান্ধবী ছিলেন। আমার স্বামী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা পছন্দ করতেন না। এমনকী মুম্বই-এ সেটেলড হয়ে বলিউডে কাজ করি সেটাও চাননি। আবার এমনও হয়েছে মে মাসের দুপুরে চড়া রোদে দিল্লিতে অটোয় চড়ে আমার স্বামী আমাকে সঙ্গে নিয়ে বিভিন্ন শপিং মলে পোশাক সাপ্লাইয়ের জন্য ঘুরে বেরিয়েছেন।
 শ্রীদেবীকে পোশাক পরিয়ে আপনি লাইমলাইটে আসেন। তবুও আপনাকে সেভাবে জাতীয় স্তরে পাওয়া গেল না কেন?
 আমার মনে হয় বেশি করে দিল্লি, মুম্বইতে গিয়ে কাজ করলে ভালো হতো। সেজন্য ওখানে গিয়ে থাকতে হতো। সিনেমার কাজ থেকে তো বেশি প্রচার হয়। শ্যুটিং স্পটে ডিজাইনারকে থাকার জরুরি। প্রয়োজনে ওয়ার্কশপে কাজ করাতেও হয়। কিন্তু কলকাতা ছাড়া অন্য শহরে আমার তো কোনও ওয়ার্কশপ নেই। পরিচালক ও ডিজাইনারের কো-অর্ডিনেশন খুব জরুরি। তবুও ‘কই মেরে দিল সে পুছে’, ভায়া দার্জিলিং ইত্যাদি ছবিতে কাজ করেছি।
 বাংলা ছবিতে প্রথম ফ্যাশন ডিজাইনার আপনি...
 একদম ঠিক। আমার হাতেখড়ি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি দিয়ে। ছবিতে ঋতুর জন্য পাঁচ-ছ’টা কসটিউম আমি করেছিলাম। সেই থেকে শুরু। একজন নতুন ডিজাইনারের ওপর আস্থা রেখে ঋতুপর্ণা আমাকে দায়িত্ব দেন। সেজন্য আজও ওঁর কাছে আমি কৃতজ্ঞ। এরপর ভেঙ্কটেশ ফিল্মসের বন্ধন-এর জন্য কসটিউম করি। কম বেশি প্রায় ১৫টি বাংলা ছবিতে এরপর কাজ করেছি।
 আপনি এক সময়ে মিঠুন চক্রবর্তীর একচেটিয়া পোশাক তৈরি করতেন...
 ওঁর মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা যে আমার পোশাক পরতেন তার জন্য কৃতজ্ঞতার শেষ নেই। কাজের মাধ্যমে পরিচিত হলেও আজ উনি আমার পরিবারের একজন। ওঁর বড় ছেলে মিমো যখন সিনেমায় আসতে চলেছে তখন ওঁর মুম্বইয়ের বাড়ি যাই। দাদা নিজের হাতে আমাকে রান্না করে খাওয়ান। আজও ওঁর সঙ্গে যোগাযোগ আছে।
 এখন আপনাকে ছবিতে কসটিউম করতে দেখা যায় না কেন?
 এখন আমি অনেক সিলেকটিভ। কারণ একটা সময়ে অনেক ছবির থেকে আমি টাকা পাইনি। তাই সিদ্ধান্ত নিয়েছি ভালো ছবি এবং উপযুক্ত পারিশ্রমিক পেলেই কাজ করব নচেৎ নয়। আমি সম্প্রতি মধুর ভাণ্ডারকর এবং গৌরাঙ্গ জালান প্রযোজিত ছবি অভিযাত্রিক-এ কসটিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছি। ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। এটি হবে আমার প্রথম পিরিয়ড ফিল্ম। খুব চ্যালেঞ্জিং। মধুর ভাণ্ডারকর এই ছবির একজন নিবেদক। ফলে এই প্রজেক্ট আমার কাছে স্বপ্নের মতো। ওঁর ‘ফ্যাশন’ ছবি দেখে আমরা ডিজাইনাররা অনুপ্রাণিত হয়েছিলাম।
 ফ্যাশন ডিজাইনার হতে গেলে ডিজাইনিং নিয়ে পড়া জরুরি?
 পড়াশোনা খুব দরকার। নামী ইনস্টিটিউট না হলেও বেসিক জ্ঞান অর্জনের জন্য একটা ইনস্টিটিউটে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা খুব প্রয়োজন। কীভাবে কাটিং হয়, কালার ব্লেন্ডিং কীভাবে করা হয় এবং কোন কোন ক্ষেত্রে কী ধরনের কালার পছন্দ করতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা উচিত।
 আপনার চোখে স্টাইলিশ পার্সন কে?
 মনীষা কৈরালা। ওঁর সাজপোশাক অন্যরকম। চকচকে কিছু পরেন না।
 এবারে পুজোর ট্রেন্ড কী?
 লং অথবা শর্ট কুর্তার সঙ্গে সারারা চলবে। সঙ্গে থাকবে দোপাট্টা। আবার নানারকম কাটসের ধোতি প্যান্টের সঙ্গে কেপ বা হালকা জ্যাকেটও ইন। এছাড়া পালাজো, গাউনও চলবে। ট্রাডিশনস এবং স্টিচ এই দু’রকমের শাড়ি চলবে। সঙ্গে বিভিন্ন ধরনের বোটনেক, কলার দেওয়া ব্লাউজ তাকে সঙ্গত করবে। এতো গেল মেয়েদের কথা। ছেলেদের ক্ষেত্রে প্যান্টের সঙ্গে শর্ট কুর্তা ও মোদি কোট যেমন চলবে তেমনি ধুতির সঙ্গে কুর্তা তার ওপরেও মোদি কোট ফ্যাশন বাজার মাত করবে।
 এবার কী ধরনের কালার ইন?
 অরেঞ্জ ইজ আ নিউ ব্যাক। অরেঞ্জ ছাড়াও নবরাত্রি রেড, ব্লু, অফ হোয়াইট ইত্যাদি কালার চলবে। অ্যাকোয়া, মিন্ট প্রিন্ট ইন্টারন্যাশনাল ফ্যাশন জগতে খুব ইন।
 আপনি পুজোতে কী ধরনের কালেকশন আনলেন?
 মেয়েদের জন্য নিয়মিত যা করি সেটাই আছে। লাইটওয়েট কটনের ওপর খুব বেশি এমব্রয়ডারি নয় প্রিন্ট, ইক্কত ইত্যাদির মিশেল রয়েছে। পোশাকে কাটসের ওপর কাজ করেছি। পুরুষদের জন্য কুর্তা, ধোতি, পাটিয়ালা, মোদি কোট করেছি।
 আপনার সিগনেচার স্টাইল...
 ইন্ডিয়ান আর্ট অ্যান্ড ক্রাফট, সেইসঙ্গে কালার নিয়ে কাজ করতে ভালোবাসি। পোশাকে ইন্দোওয়েস্টার্ন কাটস থাকে। ফ্যাব্রিকের ক্ষেত্রে হ্যান্ডলুম, লিনেন, জুট কটন এবং কটন ফ্যাব্রিক নিয়ে কাজ করি। মধুবনি আমার ইউএসপি। বন্ধেজ, কলমকারি নিয়েও কাজ করি।
 ফ্যাশনের কী ধরনের বিবর্তন চোখে পড়ে?
 যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী নিজেকে আজকাল মেনটেন করেন। মানুষ এখন ফ্যাশন সম্পর্কে অনেক বেশি সচেতন।
 রাজনৈতিক দলে যোগদানের পর কান পাতলে শোনা যায় এখন আপনার কাজে ভাটা পড়েছে।
 (জোরে হেসে) এই কথা আমার কানেও এসেছে। এত বছর ধরে যাদের সঙ্গে কাজ করে আজ আমি অগ্নিমিত্রা পল ইয়েছি। তারা সবাই আছেন। আমার স্টুডিওতে বসে যাঁরা কাজ করতেন সবাই আছেন। কারিগর বাড়াই বা কমাইনি। এটা মনে হয় একদল মানুষের ধারণা।
 ভবিষ্যৎ পরিকল্পনা কী?
 ফ্যাশনের মাধ্যমে মহিলাদের যাতে স্বনির্ভর করতে পারি সেই কাজ শুরু করেছি। সুন্দরবনে একটা প্রজেক্টে কাজ করছি। ১৫০ জন মহিলাকে কাজ শেখানোর টার্গেট নিয়েছি। দুঃস্থ মহিলারা কাজ শিখছেন। সেখানে মাঝে মাঝে যাই। এটাকে বড় আকারে নিয়ে যাওয়ার জন্যই রাজনীতিতে আসা।
 একদিকে ডিজাইনিং অন্যদিকে রাজনীতি দলের কাজকর্ম দু’য়ের সমতা কীভাবে বজায় রাখছেন?
 এই মুহূর্তে যে বিশাল ব্যস্ত হয়ে পড়েছি তা কিন্তু নয়। ডিজাইনিং হল আমার শিকড়। আজ আমি অগ্নিমিত্রা হয়েছি ডিজাইনিংয়ের জন্য। সেটাকে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। দুটো দিক যাতে সমানভাবে মেনটেন করতে পারি সেই চেষ্টাই করছি।
 আগে একটি ব্র্যান্ডের জুয়েলারি ডিজাইন করতেন। এই নিয়ে নতুন কোনও পরিকল্পনা আছে কী?
 যদি আবার কোনও ভালো ব্র্যান্ড থেকে অফার আসে অবশ্যই করব।
সাক্ষাৎকার: চৈতালি দত্ত 
05th  October, 2019
টুকরো খবর 

বামচামসের লাউঞ্জার্স
পুজো উপলক্ষে রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের বামচামস ব্র্যান্ড লাউঞ্জার্সের একটি নতুন কালেকশন নিয়ে এসেছে। এটি পুরুষ ও বালকদের জন্য তৈরি করা হয়েছে। কটন ফ্যাব্রিকে তৈরি এই কালেকশন খুবই আরামদায়ক।  
বিশদ

05th  October, 2019
পুজোর সুগন্ধি 

আকাশে বাতাসে না হলেও মানুষের মনে দোলা লেগে গিয়েছে। গড়িয়াহাট আর শ্যামবাজারের ফুটপাত মানুষে মানুষে ছয়লাপ। চলছে পুজোর কেনাকাটা। শাড়ি, জামা, জুতো হাজার পসরা নিয়ে হাজির নামীদামি দোকানগুলি। তার সঙ্গে তো অবশ্যই চাই সুগন্ধি!
বিশদ

28th  September, 2019
টুকরো খবর 

দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় টাইটান রাগা তাদের এক্সক্লুসিভ ফ্যাসেটস কালেকশন নিয়ে এসেছে। গত ২৪ সেপ্টেম্বর কালেকশনটি উদ্বোধন করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন টাইটান ওয়াচেসের রিজিওনাল বিজনেস ম্যানেজার জয়কিষণ মেহতা।  বিশদ

28th  September, 2019
 টুকরো খবর

 ফাস্টট্র্যাকের স্পেস কালেকশন: দেশের অন্যতম স্টাইলিশ ঘড়ি প্রস্তুতকারী সংস্থা ফাস্টট্র্যাক একটি আকর্ষণীয় রেঞ্জ নিয়ে এসেছে। মহাকাশ ও চন্দ্রগ্রহণে অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি ডিজাইন করা হয়েছে। মহাকাশ ও চন্দ্রগ্রহণ নিয়ে অল্পবয়সি ছেলে-মেয়েদের আগ্রহের কথা মাথায় রেখে ঘড়িগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
বিশদ

21st  September, 2019
 পুজোয় বাংলার তাঁতের বিকল্প নেই

 এ প্রজন্মের মেয়েরা যাতে তাঁতে সাগ্রহে হাত বাড়ান তার জন্য নতুন ধরনের তাঁত বুনছেন শিল্পীরা। তেমনই তাঁতের শাড়ির খবরে সোমা লাহিড়ী। বিশদ

21st  September, 2019
 পুজোয় তানিষ্কের প্রচারাভিযান

 বাঙালির বড় উৎসব দুর্গা পুজো উপলক্ষে তানিষ্ক একটি সুন্দর টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছে। সংস্থার তৈরি অত্যাধুনিক ডিজাইনের ঐশানি কালেকশনের প্রতিটি আইটেমকে এই বিজ্ঞাপনে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।
বিশদ

21st  September, 2019
 প্রদর্শনী সংবাদ

   কলেজস্ট্রিটের বর্ণপরিচয় মল-এ চলছে ষষ্ঠ হস্তশিল্প ও বর্ণপরিচয় মেলা। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে বাংলার পাশাপাশি ওপার বাংলার শিল্পীরাও অংশগ্রহণ করেন। হস্ত ও বস্ত্রশিল্পের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা। জামদানি বা টাঙ্গাইলের পাশাপাশি নকশি কাঁথার চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে। বিশদ

21st  September, 2019
 বিশেষ খবর

  ওঙ্কারনাথ মিশন ইনস্টিটিউট অফ কালচার: সম্প্রতি ডানলপের মহামিলন মঠে ওঙ্কারনাথ মিশনের পক্ষ থেকে ওঙ্কারনাথ ইনস্টিটিউট অফ কালচারের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশদ

21st  September, 2019
জমেছে পুজোর কেনাকাটা 

বুটিকগুলোতে যেমন প্রদর্শনীর আয়োজন, শোরুমগুলোও নতুন সাজে সেজেছে। খবরে সোমা লাহিড়ী ও চৈতালি দত্ত। 
বিশদ

14th  September, 2019
খাদির পুজো কালেকশন 

হাতে গোনা কয়েকটা দিন, তারপর শুরু হবে পুজোর সাজগোজ। আর এই সময় যদি একটু ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায়। তবে তো একটার জায়গায় তিনটে শাড়ি হলে মন্দ নয়। খাদি মানে কিন্তু সেই পুরনো বাবা-জেঠুদের জামা বা দিদিমা, মায়ের শাড়ি এই ধারণা এবার মাথা থেকে একেবারে বের করে দিন।  বিশদ

14th  September, 2019
টুকরো খবর 

অ্যাক্রোপলিস মলের ডেভলপার মার্লিন গ্রুপ শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে দশজন মহিলা ব্যবসায়ীর সম্ভার সাজিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। গত ৭ সেপ্টেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দেবাশিস সেন, মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা ও ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা।   বিশদ

14th  September, 2019
বাংলার  তাঁতের হাট

সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে চলছে বাংলার তাঁতের হাট ২০১৯। খবরে পাপিয়া মণ্ডল।
বিশদ

07th  September, 2019
 পদ্মা-গঙ্গার ইলিশ উৎসব

 প্রতি বছরের মতো এবারও বিধায়ক পরেশ পালের উদ্যোগে ও পূর্ব কলকাতা সুভাষ মেলার সহযোগিতায় গত ২৫ আগস্ট অনুষ্ঠিত হল পদ্মা গঙ্গার ইলিশ উৎসব। কাঁকুড়গাছি এপিসি পার্ক সেজে উঠেছিল উৎসবের সাজে। পরেশবাবু জানালেন এবার পনেরো বছরে পড়ল এই ইলিশ উৎসব।
বিশদ

07th  September, 2019
 লোরেটো স্কুলে মিস রেনবো কনটেস্ট

 সম্প্রতি ম্যাক্স ফ্যাশনের সঙ্গে যৌথ উদ্যোগে লোরেটো ডে স্কুল, বউবাজার ‘লোরেটো রেনবো হোমস ২০১৯’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। লোরেটো ডে স্কুল, বউবাজারের প্রতিভাবান ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
বিশদ

07th  September, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হঠাৎ হাজির হলেন ম্যাথু স্যামুয়েল। বুধবার সকালে তিনি নিজেই চলে আসেন এখানে। তাঁর দাবি, আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্যই তিনি এসেছেন। ...

জম্মু, ৯ অক্টোবর (পিটিআই): আরও একবার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান। বুধবার পুঞ্চের কৃষ্ণঘাঁটি ও বালাকোট সেক্টরে সারারাত ধরে গুলি চালায় পাক সেনা। ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি তারা সীমান্তবর্তী গ্রামগুলিকেও টার্গেট করে। ...

বিএনএ, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে পাশাপাশি দেখা গিয়েছে দিদি-মোদির ফ্লেক্স। পুজো প্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র রাজ্য সভাপতি দিলিপ ঘোষের অভিনন্দনজ্ঞাপক ফ্লেক্সের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জলপারইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন ...

স্টকহোম, ৯ অক্টোবর (এপি ও এএফপি): লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির স্বীকৃতি। ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আমেরিকার জন গুডএনাফ, ব্রিটেনের স্ট্যানলি হোয়াটিংহ্যাম ও জাপানের আরিকা ইয়োশিনো। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে একথা জানানো হল।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: গজল গায়ক জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৫.৩৯ টাকা ৮৮.৫৪ টাকা
ইউরো ৭৬.৬০ টাকা ৭৯.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৩ রাত্রি ৭/৫২। শতভিষা ৫১/৩৮ রাত্রি ২/১৪। সূ উ ৫/৩৪/৩৩, অ ৫/১৩/১৭, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ২/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে উদয়াবধি, বারবেলা ২/১৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২২ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৭/৪২ রাত্রি ৭/৫৩/৫২। শতভিষা ৫৪/১৮/১৬ রাত্রি ৩/১৮/৫, সূ উ ৫/৩৪/৪৭, অ ৫/১৪/৪৭, অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ১/১৩ গতে ২/৪৪ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৫ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৫ মধ্যে, বারবেলা ৩/৪৭/১৭ গতে ৫/১৪/৪৭ মধ্যে, কালবেলা ২/১৯/৪৭ গতে ৩/৪৭/১৭ মধ্যে, কালরাত্রি ১১/২৪/৪৭ গতে ১২/৫৭/১৭ মধ্যে। 
মোসলেম: ১০ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: ব্যবসায় যুক্ত হলে ভালো। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় বেশি বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
মানসিক স্বাস্থ্য দিবস১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু ...বিশদ

07:03:20 PM

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পাবেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা

05:15:00 PM

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: ভারত ২৭৩/৩ 

04:43:00 PM

সিউড়ি বাজারপাড়ায় পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল, চাঞ্চল্য 

04:27:12 PM

মুর্শিদাবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ 
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে ...বিশদ

03:34:00 PM