Bartaman Patrika
 

গা ছমছম কী হয় কী হয়!
রহস্য নাটকের সার্থক মঞ্চায়ন

নাটক: ইঁদুরকল
প্রযোজনা: শৌভনিক
পরিচালনা: চন্দন দাশ

সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিমবঙ্গ। প্রচণ্ড ঝড়জলের এক রাত। কার্শিয়াংয়ের এক সদ্য চালু হওয়া হোটেল ড্রিমল্যান্ডে একে একে জড়ো হয় রহস্যময় কয়েকজন বোর্ডার। একজন নাকউঁচু মহিলা মিস কাজল দত্ত, যিনি অবসরপ্রাপ্ত সরকারি অফিসার। এক সাংবাদিক গোপাল বোস এবং ওএনজিসি’র কর্মচারী মিস্টার জ্যোতির্ময় ব্যানার্জি। হোটেলটির মালিক শিল্পী চৌধুরী এবং তাঁর স্বামী অবসরপ্রাপ্ত সেনা অফিসার সুরজিৎ চৌধুরী। ঝড়ের তাণ্ডব যখন সকলের মনে ভয় ধরিয়ে দিচ্ছে তখনই হঠাৎ সেই হোটেলে এসে হাজির হয় এক আগন্তুক, অমর চ্যাটার্জি। চোখে সারাক্ষণ কালো চশমা পরে থাকা অমর বলে, দার্জিলিং যাওয়ার পথে তার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এখানে এসে উঠেছে। এরপর আসে একটি ফোন কল। দার্জিলিং জেলার পুলিস সুপারের ফোন। তিনি বলেন, একটি খুনের মামলার তদন্ত করতে এক পুলিস অফিসারকে পাঠানো হচ্ছে হোটেল ড্রিমল্যান্ডে। তাঁকে যেন সর্বতোভাবে সাহায্য করা হয়। এই বলেই লাইনটা কেটে দেন। এই ফোনের খানিকক্ষণ পর হোটেলে এসে ওঠেন স্পেশাল ব্রাঞ্চের অফিসার অসিত ঘোষ।
অসিত ঘোষ জানান, দার্জিলিংয়ের একটি হোটেলে এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি নোটবুক। তাতে দার্জিলিংয়ের ওই হোটেলের নাম ছাড়াও কার্শিয়াংয়ের হোটেল ড্রিমল্যান্ডের নামও রয়েছে। তাছাড়া নিহত মহিলার শরীরে মিলেছে একটি কাগজ। তাতে লেখা, এক নম্বর, বাকি আরও দুই। যে মহিলাকে খুন করা হয়েছে তিনি সদ্য জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তিনটি অনাথ শিশুর সঙ্গে নিষ্ঠুর অত্যাচার করেছিলেন ওই মহিলা ও তাঁর স্বামী। তাঁদের অত্যাচারে ছোট দুটি শিশুর মৃত্যু হয়। সেই অপরাধেই জেল হয়েছিল তাঁদের মহিলার স্বামী জেলে থাকাকালীনই মারা যান। আর মহিলা খুন হলেন জেল থেকে ছাড়া পেয়ে হোটেলে এসে উঠে। অসিত ঘোষের ধারণা, হোটেল ড্রিমল্যান্ডেই রয়েছে বাকি দু’জন যাঁদের ওপর প্রাণঘাতী হামলা চালাতে পারে খুনি। কিন্তু কারা সেই দু’জন? খুনিই বা কে? অসিত ঘোষ হোটেলে আসার পরই সব ফোন বিকল হয়ে যায়। সামনের ব্রিজটিও ভেঙে পড়ে। অর্থাৎ হোটেল ড্রিমল্যান্ড মূল ভুখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। গা ছমছমে গোয়েন্দা গল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় মঞ্চে।
নাটকের নাম ‘ইঁদুরকল’। বিশ্বের সেরা গোয়েন্দা কাহিনীকার আগাথা ক্রিস্টির লেখা ‘মাউসট্র্যাপ’ অবলম্বনে এই নাটক লিখেছিলেন অসিত ঘোষ। ৪০০ রজনী অতিক্রম করেও রমরম করে চলছে এই নাটক মুক্ত অঙ্গন রঙ্গালয়ে। অবশ্য এখন আর নিয়মিত শো হয় না এই নাটকের। মূলত শীতকালে এই নাটকের কিছু শো প্রতিবছরই করে থাকে শৌভনিক নাট্যদল। এই বছরও যা করেছিল। সেরকমই একটি দেখার সুযোগ মিলেছিল সম্প্রতি।
পাঠকের অবগতির জন্য জানিয়ে দিই, আগাথা ক্রিস্টির মূল লেখাটি নিয়ে ৬০ বছরেরও বেশি সময় ধরে লন্ডনের বিখ্যাত ওয়েস্ট এন্ডের সেন্ট মার্টিনস থিয়েটারে রমরম করে চলছে ‘মাউসট্র্যাপ’ নাটকটি। ১৯৫২ সালে নাটকটির প্রথম শো হয়েছিল। আগাথা ক্রিস্টি সরাসরি নাটক হিসেবেই লিখেছিলেন এটি। তবে সেটি ছিল রেডিও নাটক। নাম ছিল ‘থ্রি ব্লাইন্ড মাইস’। পরে এটি মঞ্চায়িত হয়। প্রযোজকের সঙ্গে আগাথা ক্রিস্টির চুক্তি হয়, যতদিন নাটকটি চলবে ততদিন এটিকে গল্প আকারে প্রকাশ করা চলবে না এবং এর সিনেমা সত্ত্বও বিক্রি করা চলবে না। ফলে মার্কিন মুলুক ছাড়া কোথাও এই কাহিনীর গল্পরূপ মেলে না এবং এখনও পর্যন্ত মূল লেখাটি থেকে কোনওরকম সিনেমা নির্মিত হয়নি। ব্যতিক্রম প্রেমেন্দ্র মিত্র পরিচালিত বাংলা সিনেমা ‘চুপি চুপি আসে’। যেটি সরাসরি এই কাহিনী অবলম্বনেই তৈরি। আমাদের দুর্ভাগ্য যে লন্ডনের ওয়েস্ট এন্ড ডিস্ট্রিক্ট কিংবা আমেরিকার ব্রডওয়ে রমরম করে চললেও কলকাতার ব্যবসায়িক থিয়েটারের কেন্দ্র হাতিবাগান থিয়েটার পাড়া কবেই চাটিবাটি গুটিয়ে ফেলেছে। না হলে, হয়তো এখানেও রেকর্ড সৃষ্টি করে চলতে পারত ‘ইঁদুরকল’-এর মতো নাটক।
যাই হোক ফিরে আসি নাটকের আলোচনায়। ‘ইঁদুরকল’-এর প্রথমদিকের পরিচালক ছিলেন নাটককার অসিত ঘোষ স্বয়ং। সেটা ১৯৮০ সাল। ২০১১ সালে এই নাটকটির পুনর্মঞ্চায়ন হয়। তখন নির্দেশকের দায়িত্ব নেন চন্দন দাশ। মুখ্য ভূমিকাভিনেতাও তিনিই। এই নাটকটি যখন ১৯৮০ সালে প্রথম মঞ্চায়িত হয় তখন এর আলোক পরিকল্পনা গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছিল। নাটকের খুনের দৃশ্যগুলিতে খুনির শুধুমাত্র জুতো, গ্লাভস, টুপি আর মাফলার দৃশ্যমান হতো। বাকি সবকিছু হয়ে যেত অদৃশ্য। সেই অলোক পরিকল্পনা করেছিলেন স্বরূপ মুখোপাধ্যায়। নবপর্যায়ে আলোক পরিকল্পনা করেছেন বাবলু সরকার। তবে স্বরূপবাবুর আলোর মায়ায় রচনা করা বিখ্যাত সেই দৃশ্যগুলি এখনও দেখা যায়। অভিনয়ে পুলিস অফিসারের ভূমিকায় চন্দন দাশ তাঁর সংলাপক্ষেপণ, বাচনভঙ্গি, ম্যানারিজম সব দিয়ে একেবারে জমিয়ে দিয়েছেন। সাংবাদিক গোপাল বোসের ভূমিকায় শিবাজী দাশগুপ্তও খুব ভালো। তাঁর বাঙাল ডায়লেক্ট, সামান্য অতি অভিনয়, নিখুঁত টাইমিং দিয়ে হাসির হররা ছুটিয়ে গোয়েন্দা গল্পের দমচাপা উৎকণ্ঠা কাটিয়ে দিয়েছেন। করবী সেনগুপ্তের ভূমিকায় মৈত্রেয়ী মুখোপাধ্যায়, সুরজিৎ চৌধুরীর ভূমিকায় প্রেমাঙ্কুর চক্রবর্তী, অমর চ্যাটার্জির ভূমিকায় অনির্বাণ পারিয়া, জ্যোতির্ময় ব্যানার্জির ভূমিকায় স্বপন চক্রবর্তী সবাই যথাযথ। শিল্পী চৌধুরীর ভূমিকায় সুতপা চক্রবর্তী সামান্য উচ্চকিত অভিনয় করেছেন তবে তা খুব খারাপ লাগেনি। কিন্তু যথেষ্ট হতাশ করেছেন পুলিস অফিসারের চরিত্রে দেবব্রত মজুমদার এবং সহকারী পুলিস অফিসারের চরিত্রে অনুপ খান। তাঁদের অভিনয়ের মান দলের বাকিদের তুলনায় বেশ নীচের দিকেই। তার ফলে নাটকের দ্বিতীয় দৃশ্যটি বেশ জোলো লাগে।
নাটকের শেষটা বলা যাবে না। তবে বলে রাখি, নাটকের শুরুটাই বেশ রহস্যময়, গা ছমছমে। দর্শককে বাধ্য করে দম বন্ধ করে গোটা নাটকটা দেখতে। এর কৃতিত্ব অবশ্যই পরিচালকের প্রাপ্য। মুক্ত অঙ্গন রঙ্গালয়ের মতো ছোট মঞ্চে একটি দোতলা বাড়ির সেট বানানো মুখের কথা নয়। এই মঞ্চ পরিকল্পনা সেই ৮০ সাল থেকে একই আছে। যার পরিকল্পনা করেছিলেন পান্নালাল মৈত্র। বানিয়েছেন অজিত রায়। বাবলু সরকারে আলো প্রায় মাখনের মতো। যেখানে যেমন হলে ভালো হবে সেটাই করেছেন নিখুঁতভাবে। আবহতে প্রচুর স্টক ব্যবহার করা হয়েছে, তবে সেগুলি সুপ্রযুক্ত। আবহভাবনা চন্দন দাশের। শব্দ প্রক্ষেপনের কাজটিও নিখ্মুতভাবে সেরেছেন সৌমেন দত্ত। সব মিলিয়ে ‘ইঁদুরকল’ গোয়েন্দাগল্পের সার্থক মঞ্চায়ন।
স্বস্তিনাথ শাস্ত্রী 
07th  March, 2020
গিরিশ মঞ্চে সাজাহান 

গোপীমোহন সব পেয়েছিল আসর সম্প্রতি গিরিশ মঞ্চে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সাজাহান নাটকটি মঞ্চস্থ করল। উপলক্ষ ছিল তাদের ৬৬তম বর্ষ উদযাপন। সাজাহানের চরিত্রে অভিনয় করেন সুব্রত ভট্টাচার্য।  বিশদ

14th  March, 2020
রামধনু নাট্যোৎসব 

বরানগর রামধনু নাট্যোৎসব এবার তৃতীয় বর্ষে পা রাখল। আগামী শুক্রবার ২০ মার্চ বরানগর রবীন্দ্রভবনে দুপুর ১২টায় এই উৎসবের উদ্বোধন করবেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব গৌতম মুখোপাধ্যায়। নাট্যোৎসবটি চলবে ২২ মার্চ পর্যন্ত। মোট ১৬টি নাট্যদল এবার এই উৎসবে অংশ নিচ্ছে, তারমধ্যে বেশিরভাগই মফস্সলের। 
বিশদ

14th  March, 2020
পুশকিনের জীবন নিয়ে নাটক 

আগামী ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস। দু’শো বছর আগে ওইদিনই জন্ম হয়েছিল বিশ্ববন্দিত রাশিয়ান কবি আলেকজান্দার পুশকিনের। আর তাঁর জীবনদীপ নেভে মাত্র ৩৭ বছর বয়সে। জারের রাজকর্মচারী দান্তেসের সঙ্গে ডুয়েল লড়তে গিয়ে নিহত হন পুশকিন। অনেকে বলেন মৃত্যু, অনেকে বলেন হত্যা।  
বিশদ

14th  March, 2020
আনন্দজীবন নাট্যোৎসব

দিনাজপুর কৃষ্টি আয়োজিত সাতদিনের আনন্দজীবন নাট্যোৎসব হয়ে গেল কুশমন্ডিতে। ২০ থেকে ২৬ জানুয়ারি এই উৎসবে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদিনই দিনাজপুরের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আগত দলগুলির একটি করে নাটক মঞ্চস্থ হয়। উৎসবের প্রথমদিনে স্থানীয় বিধায়ক নর্মদা রায় প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন।  
বিশদ

14th  March, 2020
এ নাটক এক সমকালীন দলিল যা দর্শককে ভাবায় 

সময়টা বড়ই ভয়ঙ্কর। ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতির কারবারিরা যে যার মত করে ঘুঁটি সাজাতে তৎপর। ধর্ম নামক বস্তুটিকে সামনে রেখে চলছে গরিব-বড়লোকের শ্রেণীবিন্যাস আর চিরকালীন সংঘাত। ঠিক এই সময়ে দাঁড়িয়ে ‘কালিন্দী নাট্যসৃজন’-এর নতুন প্রযোজনা ‘মন সারানি’ চমকে দেয়।
বিশদ

14th  March, 2020
কমলকুমারের গল্পের দুঃসাহসিক মঞ্চায়ন 

কমলকুমার মজুমদারকে ‘দুঃসাহসী লেখক’ বলে অভিহীত করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর বাক্যগঠন, শব্দ, ক্রিয়াপদ, কমা, পূর্ণচ্ছেদের ব্যবহার সবই ছিল চলতি রীতির থেকে আলাদা। এমনকী আলাদা ছিল তাঁর ভাষাও। সাধুভাষার ব্যবহার, অপ্রচলিত শব্দের ব্যবহার তাঁর লেখাকে করে তুলেছিল অন্য সবার থেকে আলাদা, ফলে হয়তো দুরূহও।  
বিশদ

14th  March, 2020
নান্দীকারের নাট্যোৎসব একটি প্রতিবেদন 

অ্যাকাডেমি অব ফাইন আর্টস মঞ্চে নান্দীকারের ছত্রিশতম নাট্যমেলা অনুষ্ঠিত হল গত ডিসেম্বর মাসের ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত। নান্দীকারের সুনাম অক্ষুণ্ণ রেখেই সমাপ্ত হল তাদের এই নাট্যোৎসব। 
বিশদ

07th  March, 2020
প্রসেনিয়ামের থিয়েটার ফেস্টিভ্যাল 

প্রসেনিয়াম’স আর্ট সেন্টার ও বিভাবন যৌথ উদ্যোগে গত ১৩ থেকে ১৭ নভেম্বর এক থিয়েটার উৎসবের আয়োজন করে। তাদের নিজস্ব সেন্টারে আয়োজিত এই উৎসবে ১১টি নাট্যদলের থিয়েটার মঞ্চস্থ হয়। 
বিশদ

07th  March, 2020
দ্বাদশ থিয়েলাইট নাট্যোৎসব 

থিয়েলাইট নাট্যদলের নাট্যোৎসব এবছর বারোয় পা দেবে। বিগত বছরগুলিতে এই উৎসব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জেলায় করা হতো। এবছর সেই ধারায় ব্যতিক্রম ঘটতে চলেছে। এবছর উৎসব হবে কলকাতাতেই।  
বিশদ

07th  March, 2020
সাথী হারা ভালোবাসা ফিরিয়ে দেয় যাত্রার স্বাদ 

২৪তম যাত্রা উৎসব হয়ে গেল ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। এই উৎসবের উল্লেখযোগ্য যাত্রাপালা ছিল বিশ্বভারতী অপেরার প্রযোজনায় ‘সাথী-হারা ভালোবাসা’। আর পাঁচটি প্রেম কাহিনীর মতোই একটি রোমান্টিক প্রেমের গল্প এটি। ভালোবাসার জন্য একজন মানুষ সবকিছুই করতে পারে।  
বিশদ

07th  March, 2020
এনএসডি-র আদিরঙ মাতিয়ে দিল দ্বারোন্দা 

ইউক্যালিপটাসের সুউচ্চ গাছগুলোর মাথায় মেঘমুক্ত পশ্চিমাকাশে ধ্রুবতারাটা জ্বলজ্বল করছিল। শেষ লগ্নে এসেও শীত তার দাপট জানান দিচ্ছে তীব্র হিমেল হাওয়ায়। তবু বোলপুরের দ্বারোন্দা গ্রামের মুক্ত প্রান্তরে মানুষের ভিড় কম নয়। চলছে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘আদিরঙ’ অর্থাৎ আদিবাসী রঙ্গোৎসব।  
বিশদ

22nd  February, 2020
প্রেমের ঘেরাটোপে শয়তানের পদচারণা 

আ কনফেশন অব সাইকোফেনিক— আলোচনাটা এভাবে শুরু করা যায়। জালের ঘেরাটোপের মধ্যে শুরু হয় নাটক। একটি অন্তরঙ্গ ঘরে, কুলকুল জলের শব্দে, জালের মধ্যে গাঢ় বেগুনি আলোয় ভেসে ওঠে কতকগুলি বিমূর্ত হাত। একপাশে যুগল অন্তরঙ্গ হয়ে চুম্বনরত ও তাদের ঘিরে পুলিসবেশী ডাক্তার ও নার্সের পদচারণা।  
বিশদ

22nd  February, 2020
ভাষা দিবসে এনআরসি বিরোধী নাট্য 

শুধুমাত্র মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে একটা দেশ স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পেরেছিল। তারই স্বীকৃতি স্বরূপ ইউনেসকো ২১ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করে। যা গোটা বিশ্বে পালিত হয়। 
বিশদ

22nd  February, 2020
বাংলাদেশের নাটকের উৎসব 

এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ। বাংলাদেশের মুক্তিসূর্য সেই মুজিবার রহমানকে শ্রদ্ধা জানাতে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে বসছে বাংলাদেশের একগুচ্ছ নাটকের আসর। মোট সাতটি দল আসছে বাংলাদেশ থেকে। দলগুলি হল থিয়েটার ফ্যাক্টরি।
বিশদ

22nd  February, 2020

Pages: 12345

একনজরে
করোনা আবহেও লক্ষ্মীর আরাধনার বাজেটে খামতি পড়েনি। এমনকী বাইরে থেকে চাঁদা আদায়ও নয়। গ্রামবাসীরাই বছরভর মাটির ভাঁড়ে যে টাকা জমিয়েছেন, তাতেই হচ্ছে পুজোর আয়োজন। ...

‘দরওয়াজা বন্ধ’ করেই অনুশীলন করাতে পছন্দ করেন এটিকে মোহন বাগানের হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। গতবার সল্টলেক স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস মাঠে এরকমই চিত্র দেখা গিয়েছিল। এবার গোয়াতে আইএসএলের প্রস্তুতি নিচ্ছেন প্রণয়-প্রবীররা। ...

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভুয়ো ভাউচার ছাপিয়ে ময়নার শ্রীকণ্ঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগ উঠল সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর সমবায় সমিতির সম্পাদক সুবোধচন্দ্র মাইতি ম্যানেজার সোমনাথ দাসের বিরুদ্ধে ময়না থানায় এফআইআর করেছেন।   ...

ট্যুইটারে লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানো হচ্ছে। এনিয়ে ভারতের যৌথ সংসদীয় কমিটির প্রশ্নের মুখে ট্যুইটার ইন্ডিয়া। তাদের তরফে বিষয়টি নিয়ে এই মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করা হয়। যার উত্তরে সংশ্লিষ্ট কমিটিকে ট্যুইটার ইন্ডিয়া জানিয়েছে, এ ব্যাপারে তারা ভারতের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্ট্রোক দিবস
১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৪.৪৭ টাকা ৯৭.৮৪ টাকা
ইউরো ৮৫.২৮ টাকা ৮৮.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৮৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী ২৩/৫২ দিবা ৩/১৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৫/৪১ দিবা ১২/০। সূর্যোদয় ৫/৪৩/১৬, সূর্যাস্ত ৪/৫৭/৩০। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।
১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৫ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: কর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃষ: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
বিশ্ব স্ট্রোক দিবস ১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার ১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ...বিশদ

04:28:18 PM

আইপিএল: কেকেআর-কে ৬ উইকেটে হারাল সিএসকে 

11:14:20 PM

আইপিএল: চেন্নাই ১২১/৩ (১৫ ওভার) 

10:43:26 PM

আইপিএল: চেন্নাই ৮৮/১ (১১ ওভার) 

10:19:05 PM

আইপিএল: চেন্নাই ৩৭/০ (৫ ওভার) 

09:51:13 PM