Bartaman Patrika
 

কতই রঙ্গ আছে প্রেমের দুনিয়ায় 
কাঁটা গাছে ফুটলো ফুল

 সারা বিশ্বেই ফরাসি কমেডির এক অমোঘ আকর্ষণ রয়েছে। বিশেষ করে সে নাটক যদি হয় ‘ফ্লেউর দ্য ক্যাকটাস’। যার রচয়িতাদ্বয় হলেন প্যারি ব্যারিলেট এবং জাঁ পিয়ের গ্রেডি। এই নাটক সেই দেশের মঞ্চে অভিনীত হতে শুরু করেছিল ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর। টানা দু’বছর ১২৫০ রজনী অভিনীত হয়েছিল এ নাটক রয়্যাল থিয়েটারে। সেই কাহিনী নিয়ে আমেরিকায় নির্মিত হল ‘ক্যাকটাস ফ্লাওয়ার’ ছবিটি। মুক্তি পায় ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর। অভিনয়ে ছিলেন ইনগ্রিড বার্গম্যান, গোল্ডি হন এবং ওয়াল্টার ম্যাথাউ। সুপারহিট কমেডি ছবি। সেই গল্প নিয়ে হিন্দিতে নির্মিত হল ছবি ‘ম্যায়নে প্যার কিউ কিয়া’ (২০০৫)। এতে অভিনয় করলেন সলমন খান, সুস্মিতা সেন ও ক্যাটারিনা কাইফ। সে ছবিও সুপারহিট। তারপর হলিউডে ২০১১ সালে ফের এই গল্প নিয়েই হয় আরও একটি সিনেমা। যার নাম ‘জাস্ট গো ফর ইট’। এই ঘটনা প্রমাণ করছে এমন অনাবিল হাস্যরসের ছবি দেশে বিদেশে সমাদৃত।
সেই গল্পের নাট্যরূপ বাংলায় পাওয়া গেল। নাম ‘কাঁটা গাছে ফুটলো ফুল।’ কুশীলব প্রযোজিত এ নাটকের পরিচালক রুণু চৌধুরী। নাট্যরূপ দিয়েছেন উৎপল ঝা। কী আছে এই মজার গল্পে সেটা একটু দেখে নেয়া যাক। দাঁতের নামকরা ডাক্তার জয়দীপ সামন্ত দায়হীন প্রেম চালিয়ে যাওয়ার জন্য তাঁর চেয়ে বয়সে অনেক ছোট রিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ছলনার আশ্রয় নেন। তিনি জানান যে তিনি বিবাহিত। তাঁর দুটি সন্তানও আছে। কিন্তু এই বিবাহে তিনি তৃপ্ত নন। তাই তিনি রিয়াকে ভালোবেসে নতুন করে সংসার পাততে চান। দু’জনের মধ্যে ডেটিং চলতে থাকে। সর্বদা কথা দিয়ে কথা রাখতে পারেন না বলে জয়দীপের উপর অভিমান করে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন রিয়া। কিন্তু এ যাত্রায় তাঁকে বাঁচালেন পাশের ফ্ল্যাটের অবিবাহিত সঙ্গীতপিপাসু এক সুদর্শন যুবক, যার নাম অর্ক। প্রথমে দু’জনের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়। তবে পরে দু’জনের বন্ধুত্ব হতেও সময় লাগে না। পাশাপাশি ডাক্তার সামন্তের চেম্বার দক্ষ হাতে সামলান মিস জয়তী সেন। রোগীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, হিসাবপত্র রাখা, ফোন ধরা, ডাক্তারবাবুকে নানান কাজে সাহায্য করা, এ সব ব্যাপারে মিস সেনের কোনও তুলনা নেই। সময়মতো বিয়ে করতে পারেননি, কারণ যাঁকে ভালোবেসেছিলেন তিনি বিবাহিত। কারও ঘর ভাঙতে তিনি চান না। এদিকে ডাক্তারবাবুর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রিয়া শর্ত দেন, তিনি একবার মিসেস সামন্তের সঙ্গে কথা বলবেন। জয়দীপ যেখানে বিয়েই করেননি সেখানে মিসেস সামন্ত আসবে কোথা থেকে! অগত্যা জয়ন্তী সেনকে মিসেস সামন্ত হয়ে আসতে হল। বিধাতা পুরুষ অলক্ষ্যে হাসছেন নিশ্চয়ই! এখানেও শেষ নয়, মিসেস সামন্তরূপী জয়তী সেন তাঁর জীবনে নতুন এক পুরুষ পেয়ে গিয়েছেন এ কথা শুনে রিয়া সেই পুরুষটিকেও একবার দেখতে চাইলেন। সে মানুষ কোথায় পাওয়া যাবে? অগত্যা জয়দীপের ন্যাংটো বয়সের বন্ধু এবং বর্তমানে তাঁর রোগীও বটে সেই চঞ্চলকে মিসেস সামন্তের নতুন প্রেমিক রূপে আনা হল। মিথ্যে দিয়েই যেখানে ফাঁদ পাতার চেষ্টা, সেখানে একটার পর একটা মিথ্যে ছলনার আশ্রয় নেওয়া ছাড়া জয়দীপের করারও কিছু ছিল না। শ্যাম রাখি না কুল রাখি বোধ হয় একেই বলে। বাকিটা মঞ্চে দেখার জন্য আর বিস্তারে গেলাম না।
সমগ্র নাটকে চারটে সেট সাজানো হয়েছে। রিয়ার বেডরুম, ডাক্তার সামন্তের চেম্বার, রিয়ার সিডি বিক্রির শো-রুম, রঙিন এক রেস্টুরেন্ট। মঞ্চ ভাবনার ক্ষেত্রে দেবাঞ্জন সুর এবং মঞ্চ নির্মাণের ক্ষেত্রে মদন হালদারের প্রশংসা করতেই হয়। আলো-আঁধারির কাজে সৌমেন চক্রবর্তীরও প্রশংসাই প্রাপ্য। এমন নাটকে গানের তেমন সুযোগ থাকে না। তবে সঙ্গীত পরিচালক পিলু ভট্টাচার্যের সুরে প্রথম গানটি ‘কচি কচি দাঁতে লাগে শিরশিরানি’ শুনতে ভালোই লাগে।
এই নাটকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল দলগত অভিনয় নৈপুণ্য। কমেডি নাটকে অভিনয় সহজ নয়। কিন্তু শিল্পীরা তাঁদের চরিত্র রূপায়ণে যথেষ্ট যত্নশীল ছিলেন। প্রথমেই উল্লেখ করতে হয় ডাক্তার জয়দীপ সামন্ত চরিত্রের রূপকার শৌভিক মজুমদারের কথা। একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যের মধ্যে জড়িয়ে পড়ে যে অসহায় অবস্থা, তাকে বাস্তবায়িত করেছেন শৌভিক। মিস জয়তী সেনের চরিত্রে পাপিয়া বন্দ্যোপাধ্যায় অপূর্ব। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল, অন্যদিকে ডাক্তার সামন্তের প্রতিও দুর্বল, এই দুটি দিকই তিনি মূর্ত করে তুলেছেন তাঁর অভিনয়ে। রিয়ার চরিত্রে শ্রেয়া মুখোপাধ্যায় আগাগোড়া প্রাণোচ্ছল। একই কথা প্রযোজ্য অর্ক চরিত্রের অভিনেতা মিঠুন রায় সম্পর্কেও। এই দু’জনের ছোট ছোট খুনসুটি দর্শকেরা উপভোগ করেছেন। চঞ্চলের চরিত্রাভিনেতা দেবাঞ্জন সুর দর্শকদের হাসাবার সুযোগ পেয়েছেন, সে কাজটি তিনি করেছেনও আন্তরিকভাবে। ডাক্তারের দুই পেশেন্ট মিসেস মজুমদার এবং সর্দারজি। এই দুই চরিত্রে শিখা চট্টোপাধ্যায় এবং প্রতীপ মুখোপাধ্যায়ও হাস্যরস জমিয়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। অন্যদের অভিনয়ও মানানসই। এই উপভোগ্য প্রযোজনার প্রধান কৃতিত্ব অবশ্যই পরিচালক রুণু চৌধুরীর। এক-একটি দৃশ্যকে অযথা দীর্ঘ না করে আয়তন ঠিক রেখে যে সামঞ্জস্য তিনি বজায় রেখেছেন তার প্রশংসা করতেই হয়। হাসির নাটকে হাসিটা ধরে রাখা এক দুরূহ কাজ। সেই কাজে তিনি সফল। প্রথমার্ধেই রস নিষ্পত্তি ঘটে গিয়েছে, তাই দ্বিতীয়ার্ধের প্রতি তেমন টান না থাকারই কথা। কিন্তু অভিনয় দিয়ে সেই জায়গা ভরাট করেছেন পরিচালক। এ জন্য তিনি অবশ্যই ধন্যবাদার্হ।
ড. শঙ্কর ঘোষ
30th  November, 2019
দীনবন্ধু, গিরিশ ও শম্ভু মিত্র পুরস্কার প্রদান
পুরস্কার মূল্য দান করলেন ব্রাত্য

  পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির যৌথ উদ্যোগে, প্রতি বছরের মত এবারেও জমে উঠেছে ‘ঊনবিংশ নাট্যমেলা’। ১১ দিন ব্যাপী এই নাট্যোৎসবে কলকাতাসহ বিভিন্ন জেলার ২৩০টির মতো নাট্যদল তাদের প্রযোজনাকে মঞ্চস্থ করার সুযোগ পেয়েছে।
বিশদ

30th  November, 2019
 ছাতার নীচে বাঁচা

ভারি বর্ষার এক রাত। তুমুল ঝড়ে ভেঙ্গে গেল এক ব্যাঙের ছাতা। তাহলে উপায়? মাথাটাকে যে বাঁচাতে হবে! অতএব দুর্যোগের মধ্যেই সে বেরিয়ে পড়ল অন্য ছাতার খোঁজে। সে আসলে ব্যাঙ নয়। ব্যাঙরূপী কূপমন্ডক এক মানুষ। কিন্তু সে তো এই সমাজের জীব। কাজেই ছাতা যে তার চাই-ই। সমাজের কোন মানুষটি তাকে দেবে ছাতার আশ্রয়?
বিশদ

30th  November, 2019
সায়কের বর্ষপূর্তি উৎসব

 ৪৬ বছর অতিক্রম করল নাট্যদল সায়ক। সেই উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও একটি নাট্য উৎসবের আয়োজন করেছে তারা। অ্যাকাডেমি প্রেক্ষাগৃহে আগামী ১ ও ২ ডিসেম্বর মোট ৩টি নাটক মঞ্চস্থ হবে। বিশদ

30th  November, 2019
 থেসপিয়ানসের রৌপ্যজয়ন্তী

থেসপিয়ানস তাদের রৌপ্য জয়ন্তী উপলক্ষে গত ২৩ নভেম্বর স্টার থিয়েটারে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। মঞ্চস্থ হয় তাদের নতুন নাটক ‘বিসর্জন’। এরপর বিভিন্ন ক্ষেত্রের গুণি মানুষদের সম্মাননা জ্ঞাপন করা হয়।
বিশদ

30th  November, 2019
  সরস্বতী নাট্যোৎসব

  সম্প্রতি কলকাতার তপন থিয়েটারে পাঁচদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল ‘নেতাজিনগর সরস্বতী নাট্যশালা’। এবারের এই ‘সরস্বতী নাট্যোৎসব’এ পাঁচদিন ধরে মোট ১৭টি প্রযোজনা মঞ্চস্থ করে কলকাতা সহ জেলার বিভিন্ন নাট্যদল। বিশদ

30th  November, 2019
প্রেমের মাঝে এক ফোঁটা বিষ

১৯৯৮ সালে ভৈরব গঙ্গোপাধ্যায়ের অকালপ্রয়াণের পর, তাঁর সুযোগ্য পুত্র মেঘদূত গঙ্গোপাধ্যায় নিজের কাঁধেই তুলে নেন ভৈরব অপেরার দায়িত্বভার। এই অপেরার ব্যাটন এখন মেঘদূতের হাতে। প্রথম বছর মেঘদূত গঙ্গোপাধ্যায় লিখলেন ‘সাদা কাগজের বউ’। বিশদ

30th  November, 2019
প্রেমের মাঝে এক ফোঁটা বিষ 

১৯৯৮ সালে ভৈরব গঙ্গোপাধ্যায়ের অকালপ্রয়াণের পর, তাঁর সুযোগ্য পুত্র মেঘদূত গঙ্গোপাধ্যায় নিজের কাঁধেই তুলে নেন ভৈরব অপেরার দায়িত্বভার। এই অপেরার ব্যাটন এখন মেঘদূতের হাতে। তিনি তাঁর বিখ্যাত পিতৃদেবের পরম্পরা বজায় রেখেছেন।  
বিশদ

23rd  November, 2019
থেসপিয়ানসের রৌপ্যজয়ন্তী 

থেসপিয়ানস নাট্যগোষ্ঠীর পথ চলা শুরু ১৯৯৪ সালে। কয়েকজন নাট্যপ্রেমী তরুণ-তরুণী নিজেদের মতো করে নাট্যচর্চা করবে বলে দলটি গড়ে তোলে। কোনও বিশেষ ঘরানায় আটকে না থেকে সবার থেকে শিক্ষাগ্রহণ করে নিজেদের গড়ে তোলাই ছিল তাদের উদ্দেশ্য।  
বিশদ

23rd  November, 2019
কতই রঙ্গ আছে প্রেমের দুনিয়ায় 

সারা বিশ্বেই ফরাসি কমেডির এক অমোঘ আকর্ষণ রয়েছে। বিশেষ করে সে নাটক যদি হয় ‘ফ্লেউর দ্য ক্যাকটাস’। যার রচয়িতাদ্বয় হলেন প্যারি ব্যারিলেট এবং জাঁ পিয়ের গ্রেডি। এই নাটক সেই দেশের মঞ্চে অভিনীত হতে শুরু করেছিল ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর। টানা দু’বছর ১২৫০ রজনী অভিনীত হয়েছিল এ নাটক রয়্যাল থিয়েটারে।  
বিশদ

23rd  November, 2019
মুকুন্দদাস ও তাঁর স্বদেশি যাত্রা

চারণকবি মুকুন্দদাসের ব্রত ছিল পালাগানের মধ্যে দিয়ে দেশবাসীকে পরাধীনতার বিরুদ্ধে জাগিয়ে তোলা। মুকুন্দদাস ও তাঁর স্বদেশি যাত্রা নিয়ে লিখেছেন সন্দীপন বিশ্বাস।  বিশদ

23rd  November, 2019
 রং ছড়ালো ইন্দ্ররঙ মহোৎসব

সাতরঙা রামধনুর মতোই রঙের জেল্লা ছড়িয়ে সমাপ্ত হল তৃতীয় ইন্দ্ররঙ মহোৎসব। অনুষ্ঠানের জাঁকজমকে, নাট্যজগতের নক্ষত্রদের উপস্থিতিতে এবং সর্বোপরি প্রতিযোগিতায় বিজেতাদের প্রাপ্ত পুরস্কারের আর্থিক মূল্যের দিক থেকে যে কোনও সর্বভারতীয় প্রতিযোগিতামূলক নাট্যোৎসবকে টেক্কা দিয়েছে এই উৎসব।
বিশদ

16th  November, 2019
 এই দেশ এই সময় এই মৃত্যু উপত্যকা

সম্প্রতি মঞ্চস্থ হল পূর্বরঙ্গ নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’। বলা যায়, কাব্যনাট্য। যে নাটকের বিষয় ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে আধুনিক ভারতবর্ষ – পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটের হাত ধরে বদলে বদলে যাওয়া অনুভূতি, মনুষ্যত্ব আর রাজনীতি। বিশদ

16th  November, 2019
  রাজ্য বাচিক উৎসব

 বাচিক আর্টিস্ট ফোরাম গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর এই দু’দিন ধরে রবীন্দ্র ওকাকুরা ভবনে উদযাপন করল রাজ্য বাচিক উৎসব। উৎসবের উদ্বোধন করেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পরে বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা আবৃত্তি ও বাচিক অভিনয় পরিবেশন করেন।
বিশদ

16th  November, 2019
পূর্বরঙ্গের পাঁচঅধ্যায়

পাঁচটি মেয়ে। কোনও এক সময়ে এরা পরস্পরের বন্ধু ছিল। সময়ের বহমানতায় তারা ছিটকে পড়েছিল একদি ওদিক। সামাজিক সংযোগ মাধ্যমের দৌলতে ফের তারা খুঁজে পায় একে অপরকে। তাদের অন্দরের কাহিনী থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। বিশদ

16th  November, 2019

Pages: 12345

একনজরে
 নয়াদিল্লি, ২ ডিসেম্বর (পিটিআই): কমিশন এজেন্টের কাছ থেকে ১০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগের সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঘটনাটি উত্তপ্রদেশের প্রতাপগড় জেলার কুন্দা সাব পোস্ট অফিসের। ...

সংবাদদাতা, বিষ্ণুপুর: কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা, সংশোধিত বেতনক্রম চালু সহ মোট ৯ দফা দাবিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা সোমবার বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। এদিন সকাল ১০টা থেকে অফিসের সামনে শিক্ষকরা ধর্নায় বসেন। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর খরচের ৯০ শতাংশ আগে কেন্দ্রীয় সরকার দিত। এখন দিচ্ছে ৪০ শতাংশ। ফলে রাজ্য সরকারকে দিতে হচ্ছে বাকি ৬০ শতাংশ টাকা। পরিস্থিতি এরকম হলেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালিয়ে যাবে বলে সোমবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ...

সংবাদদাতা, গাজোল: শীত এখনও সেভাবে না পড়লেও মাল্টার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে মালদহে। অনেকটা কমলালেবুর মতোই দেখতে এই ফল বিগত দুয়েকবছর ধরে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব এইডস দিবস
১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণে চূড়ান্ত অনুমোদন দিলেন জাপানের সম্রাট হিরোহিতো
১৯৫৪: সমাজকর্মী মেধা পাটেকরের জন্ম
১৯৬৩: ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষিত হল নাগাল্যাণ্ড
১৯৬৫: প্রতিষ্ঠিত হল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)
১৯৭৪: স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালিনীর মৃত্যু
১৯৮০: ক্রিকেটার মহম্মদ কাইফের জন্ম
১৯৯৭: বিহারের লক্ষ্মণপুর-বাথে অঞ্চলে ৬৩জন নিম্নবর্গীয়কে খুন করল রণবীর সেনা
১৯৯৯: গায়ক শান্তিদেব ঘোষের মৃত্যু

01st  December, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯১.০৫ টাকা ৯৪.৩৪ টাকা
ইউরো ৭৭.৬১ টাকা ৮০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৫১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ ১৪২৬, ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ৪২/৫৩ রাত্রি ১১/১৪। ধনিষ্ঠা ২০/২৯ দিবা ২/১৭। সূ উ ৬/৪/৫৩, অ ৪/৪৭/২৯, অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/২৭ গতে ৮/২০ মধ্যে পুনঃ ৯/১৩ গতে ১১/৫২ মধ্যে পুনঃ ১/৩৯ গতে ৩/২৫ মধ্যে পুনঃ ৫/৫২ গতে উদয়াবধি, বারবেলা ৭/২৫ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৭ মধ্যে, কালরাত্রি ৬/২৭ গতে ৮/৬ মধ্যে। 
১৬ অগ্রহায়ণ ১৪২৬, ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, সপ্তমী ৪২/৪৮/৩২ রাত্রি ১১/১৩/৪৯। ধনিষ্ঠা ২২/৪৯/২৩ দিবা ৩/১৪/৯, সূ উ ৬/৬/২৪, অ ৪/৪৭/৫২, অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৭/৪২ গতে ১১/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৮/২৬ মধ্যে ও ৯/২০ গতে ১২/১ মধ্যে ও ১/৪৯ গতে ৩/৩৬ মধ্যে ও ৫/২৪ গতে ৬/৭ মধ্যে, কালবেলা ১২/৪৭/১৯ গতে ২/৭/৩০ মধ্যে, কালরাত্রি ৬/২৭/৪১ গতে ৮/৭/৩০ মধ্যে। 
৫ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। বৃষ: বন্ধুস্থানীয় কোনও ব্যক্তির সাহায্যে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব প্রতিবন্ধী দিবস১৮৮২: চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম১৮৮৯: বিপ্লবী ক্ষুদিরাম বসুর ...বিশদ

07:03:20 PM

শহরে এটিএম জালিয়াতি, আরও ১৪টি অভিযোগ দায়ের 
যাদবপুরের পর এবার চারু মার্কেট থানা এলাকা। শহরে ফের জাঁকিয়ে ...বিশদ

05:13:00 PM

বাংলায় এনআরসি হবে না, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা যাবে না: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

04:06:10 PM

বুলবুল: রাজ্যকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র
বুলবুল-এ ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র। রাজ্যকে ...বিশদ

03:42:00 PM

আগামী ২ দিন বসবে না বিধানসভা অধিবেশন
রাজভবনে আটকে রয়েছে বিল । সেখান থেকে বিল না আসায় ...বিশদ

03:36:00 PM