Bartaman Patrika
 

থিয়েটার পাড়ার গপ্পো
‘দুর্গাদাস বাঁড়ুজ্জে দুটো হবে না’ 

পেশাদারি বিভিন্ন মঞ্চে প্রায় চুয়াল্লিশটি নাটকে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন শিল্পী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি থিয়েটারের টানেই বর্ধিষ্ণু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও, নাট্যমঞ্চকেই আপন করে নিয়েছিলেন। উইংস-এর আড়াল থেকে সেই সুদর্শন নটকে প্রত্যক্ষ করলেন ড. শঙ্কর ঘোষ।
কী মঞ্চে, কী চলচ্চিত্রে তখন দাপিয়ে বেড়াচ্ছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অপরূপ রূপলাবণ্য, গৌরকান্তি। দর্শকদের আকর্ষণ করতেন সহজেই। মঞ্চে তিনি অত্যন্ত সমাদৃত এক নায়ক। পেশাদারি রঙ্গমঞ্চে নিয়মিত অভিনয় করলেও কি শিল্পীদের নিজের সাধ আহ্লাদ কিছু থাকবে না। শনিবার, রবিবারের শোয়ের পর দুর্গাদাসবাবু দেওঘরে গেলেন। কারণ তার আগেই বাড়ির লোকজনদের সেখানে পাঠিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। তাঁর দেওঘরে যাওয়ার কারণ পরিবারবর্গকে দেওঘর থেকে কলকাতায় ফিরিয়ে আনা। দেওঘর স্টেশনে পরিবারের লোকজনদের নিয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে রেলের কয়েকজন কর্মচারী দুর্গাদাসের কাছে উপস্থিত হলেন এবং তাঁরাই তদ্বির করে দুর্গাদাসবাবুর কলকাতায় ফেরার টিকিট কিনিয়ে দেওয়া থেকে আরম্ভ করে সবরকমের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেদিলেন। যে ট্রেনে দুর্গাদাসবাবু কলকাতায় ফিরছিলেন সেই ট্রেনে একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট খালি ছিল। রেলের কর্মচারীরা সেই গাড়িতে দুর্গাদাসবাবুর কলকাতায় ফেরার ব্যবস্থা করে দিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে রেলগাড়িতে চেপে বসলেন দুর্গাদাসবাবু। গাড়ি ছেড়ে দিল। কিন্তু তখন কে জানত যে ওই কম্পার্টমেন্টটি বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত রিজার্ভ ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জনাব এ কে ফজলুল হক সাহেবের জন্য। অনেকটা পথ আরামে কাটিয়ে দুর্গাদাসবাবুর ঝঞ্ঝাট হল বর্ধমানে এসে।
ট্রেনটি বর্ধমান স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতেই রাজকর্মচারীরা ব্যস্তভাবে হক সাহেবের চিহ্নিত গাড়িটি খুঁজতে লাগলেন। কিন্তু বহু অনুসন্ধানের পরেও তারা কম্পার্টমেন্টের হদিশ করতে না পেরে শেষে রেল কর্মচারীদের শরণাপন্ন হলেন। কিছুক্ষণের মধ্যে ওই কম্পার্টমেন্টের সন্ধান পাওয়া গেল। রেল কর্মচারীরা দুর্গাদাসবাবুকে এসে অনুরোধ জানালেন কম্পার্টমেন্টটি খালি করে দেওয়ার জন্য, দুর্গাদাসবাবু রাজি হলেন না। বললেন, ‘রিজার্ভের লেবেল কোথায়?’ সত্যি কোনও লেবেল তাতে অঁটা ছিল না। দুর্গাদাসবাবুকে সন্তুষ্ট করার জন্য রেল কর্মচারীরা লেবেলটি দেওঘর থেকেই অপসারণ করে তাঁর হাতে তুলে দিয়েছিলেন। দুর্গাদাসবাবু জেদ ধরে বসে রইলেন। ফজলুল হক সাহেব দূর থেকে সব কিছুই লক্ষ করছিলেন। তিনি চিনতেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজেই অপর একটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে বসলেন।
যখন জোর-জবরদস্তি চলছিল দুর্গাদাসবাবুকে নামানোর জন্য, তখন সশব্দে দুর্গাদাসবাবু বলেছিলেন, ‘এক প্রধানমন্ত্রীর জায়গায় আর একজন প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু দুর্গাদাস বাঁডুয্যে আর দুটো হবে না।’ কথাটা হয়তো তিনি নেশার ঘোরেই বলেছিলেন, কিন্তু এটা তো সত্যি কথা যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আর দুটো হয়নি।
সেই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এত মদ খেতেন যে মুমূর্ষু হয়ে পড়লেন। পেশাদারি রঙ্গমঞ্চের দর্শকেরা প্রায় পাগল হয়ে উঠেছিলেন দুর্গাদাসকে মঞ্চে আর দেখতে না পেয়ে। সেই বরেণ্য শিল্পীর মৃত্যুর আটদিন আগে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে ডাঃ বিধানচন্দ্র রায়কে আনা হল দুর্গাবাবুকে পরীক্ষা করানোর জন্য। ডাঃ রায় যথা সময়ে হাজির হলেন। তিনি শিল্পীকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করে বললেন, ‘মদ আপনার দেহে বিষের কাজ করেছে।’ দুর্গাদাসবাবু ভাবলেশহীন ভাবে বললেন, ‘তা হবে। তবে মদ এখন আমি ছেড়ে দিয়েছি।’ কথার পৃষ্ঠে কথা। দুর্গাদাসবাবুকে ডাঃ রায় বললেন, ‘কিন্তু সে আর ক’দিন? আরও আগে ছাড়তে পারলে ভালো হতো। বিয়ার খান তো?’ দুর্গাদাসবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। ডাঃ রায় গম্ভীর হয়ে গেলেন। বললেন, ‘বিয়ারটাও মদেরই অঙ্গ। কোনও সোডা লেমনেড নয়। এটাও আপনাকে ছাড়তে হবে।’
ডাঃ বিধানচন্দ্র রায়ের কথায় দুর্গাদাসবাবু বিরক্ত হলেন। বললেন, ‘উপদেশ চাই না। চাই প্রেসক্রিপশন। আপনি ডাক্তার আর আমি রোগী। পারেন তো কাগজে প্রেসক্রিপশন করুন। জীবনে বহু উপদেশ শুনেছি। বাবা, কাকার উপদেশ কোনওদিন কানে তুলিনি। আজও তুলব না।’ দুর্গাদাসবাবুর এই কথায় ডাঃ রায় মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। গৃহচিকিৎসকের সামনে বললেন, ‘প্রেসক্রিপশন করা নিরর্থক। কোনও ওষুধেই আর কিছু হবে না। তবে দুঃখ এই যে, একজন প্রতিভাধর শিল্পীকে যখন দেখতে এলাম তখন আর আমার করার কিছু নেই। তিলে তিলে নিজেকেই তিনি শেষ করেছেন।’
ডাঃ রায়ের ফিজ দিতে গেলেন ম্যানেজার বিজয় মুখোপাধ্যায়। ডাঃ রায় সেই ফিজের টাকা ফিরিয়ে দিলেন বিজয়বাবুকে। শুধু বললেন, ‘একটা প্রতিভার অপমৃত্যু দেখে গেলাম। এর জন্য ফি দিতে হবে না। যদি কিছু করতে পারতাম বা তার উপায় থাকত তা হলে না হয় ফিজ নিতাম।’ এরপর আর কোনও কথা না বলে ডাঃ বিধানচন্দ্র রায় ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এই ঘটনার কয়েকদিন পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এই মানুষটি স্টার থিয়েটারে প্রথম অবতরণ করেন ১৯২৩ সালের ৩০ জুন ‘কর্ণার্জুন’ নাটকের মধ্য দিয়ে। ওই নাটকে পরবর্তীকালে কখনও কর্ণ, কখনও বা অর্জুন চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বনামধন্যা অভিনেত্রী নীহারবালা দুর্গাদাসের জনপ্রিয়তা প্রসঙ্গে উইংসের আড়ালে কৌতুক করে বলতেন, ‘হাততালি আমরা অনেকেই পাই। কিন্তু সোনার চুড়ির উচ্ছ্বসিত হাততালি একমাত্র দুর্গাদাই পেয়ে থাকেন।’ রঙমহল থিয়েটারে (৭৬/১ বিধান সরণী) ‘স্বামী-স্ত্রী’ নাটকটি দর্শকদের মধ্যে বিপুল চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং ওই নাটকে ললিত চরিত্রে দুর্গাদাসের অভিনয় তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। তিনি শেষ অভিনয় করেন শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘কাঁটা ও কমল’ নাটকে। চলচ্চিত্রে বিদ্যাপতি, প্রিয় বান্ধবী, ভাগ্যচক্র, চিরকুমার সভা সহ কয়েকটি ছবিতে কাজ করলেও তাঁর প্রথম প্রেম অবশ্যই থিয়েটার। পেশাদার রঙ্গমঞ্চগুলিতে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে নিজের একটা জায়গা করে নিয়েছিলেন। পান-দোষ না থাকলে তিনি দর্শকদের যে আরও কিছু স্মরণীয় নাট্যাভিনয় দেখিয়ে যেতে পারতেন, তা নির্দ্বিধায় বলা চলে। 
02nd  November, 2019
 রং ছড়ালো ইন্দ্ররঙ মহোৎসব

সাতরঙা রামধনুর মতোই রঙের জেল্লা ছড়িয়ে সমাপ্ত হল তৃতীয় ইন্দ্ররঙ মহোৎসব। অনুষ্ঠানের জাঁকজমকে, নাট্যজগতের নক্ষত্রদের উপস্থিতিতে এবং সর্বোপরি প্রতিযোগিতায় বিজেতাদের প্রাপ্ত পুরস্কারের আর্থিক মূল্যের দিক থেকে যে কোনও সর্বভারতীয় প্রতিযোগিতামূলক নাট্যোৎসবকে টেক্কা দিয়েছে এই উৎসব।
বিশদ

16th  November, 2019
 এই দেশ এই সময় এই মৃত্যু উপত্যকা

সম্প্রতি মঞ্চস্থ হল পূর্বরঙ্গ নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’। বলা যায়, কাব্যনাট্য। যে নাটকের বিষয় ১৬০০ খ্রিষ্টাব্দ থেকে আধুনিক ভারতবর্ষ – পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটের হাত ধরে বদলে বদলে যাওয়া অনুভূতি, মনুষ্যত্ব আর রাজনীতি। বিশদ

16th  November, 2019
  রাজ্য বাচিক উৎসব

 বাচিক আর্টিস্ট ফোরাম গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর এই দু’দিন ধরে রবীন্দ্র ওকাকুরা ভবনে উদযাপন করল রাজ্য বাচিক উৎসব। উৎসবের উদ্বোধন করেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পরে বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা আবৃত্তি ও বাচিক অভিনয় পরিবেশন করেন।
বিশদ

16th  November, 2019
পূর্বরঙ্গের পাঁচঅধ্যায়

পাঁচটি মেয়ে। কোনও এক সময়ে এরা পরস্পরের বন্ধু ছিল। সময়ের বহমানতায় তারা ছিটকে পড়েছিল একদি ওদিক। সামাজিক সংযোগ মাধ্যমের দৌলতে ফের তারা খুঁজে পায় একে অপরকে। তাদের অন্দরের কাহিনী থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। বিশদ

16th  November, 2019
  সরস্বতী নাট্যোৎসব ২০১৯

 নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আয়োজিত নাট্যোৎসব শুরু হতে চলেছে তপন থিয়েটারে আগামী ২০ নভেম্বর থেকে, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। পাঁচদিন ব্যাপী এই নাট্যোৎসবে মোট ১৭টি নাটক মঞ্চস্থ হবে। অংশগ্রহণকারী দলগুলি নাট্যজগতে যথেষ্ট পরিচিত। বিশদ

16th  November, 2019

জিয়নকাঠির উৎসব



  রানিকুঠী জিয়নকাঠি নাট্যদল আগামী ১৫-১৭ নভেম্বর, এই তিনদিন ধরে একটি নাট্যোৎসবের আয়োজন করেছে। নাট্যোৎসবটি হবে চন্দননগরের রবীন্দ্রভবনে। এই নাট্যোৎসবে অংশ নেবে বিভিন্ন জেলার নাট্যদলগুলি। বিশদ

16th  November, 2019
শুকনো কাঠে যষ্ঠিমধুর স্বাদ 

সম্প্রতি বাঁশদ্রোণী শিল্পন শিশিরমঞ্চে মঞ্চস্থ করল তাঁদের সাম্প্রতিক নাটক ‘জৈষ্ঠীমধু’। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নাটক অবলম্বনে নির্মিত সম্পূর্ণ হাস্যরসাত্মক এই নাটকের সম্পাদনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন সীমিকা রায়। 
বিশদ

09th  November, 2019
দর্শককে আয়নার সামনে দাঁড়ানোর চৈতন্য দেয় এ নাটক 

মানুষই মানুষকে খোঁজে। মানুষই মানুষের কাছে আশ্রয় চায়, মানুষই মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু যখন সময় বয়ে যায় হাতের আঙুলের ফাঁক দিয়ে, মানুষকে হতে হয় পরিস্থিতির শিকার। টানাপোড়েনের সুতো, মরে যাওয়া সম্পর্ককে বয়ে নিয়ে বেড়ানোর যন্ত্রণায় অনবরত হতে হয় ক্ষতবিক্ষত। তখনও কিন্তু মহাকাল নির্মেদ মোহহীনভাবেই বাজিয়ে চলে ঘটনার ঘণ্টা।
বিশদ

09th  November, 2019
গেমপ্ল্যানের প্রত্যাশা 

সালটা ১৯৮৯। চন্দ্রা দস্তিদার একটি নাটক লিখেছিলেন – প্রত্যাশা। পরিচালনা করেছিলেন জোছন দস্তিদার। ১৯৯১ সালে প্রথম মঞ্চস্থ হয়েছিল সে নাটক। দীর্ঘ তিন দশক বাদে আবার ‘প্রত্যাশা’কে ফিরিয়ে আনলেন জোছন-চন্দ্রার সুযোগ্য কন্যা খেয়ালি দস্তিদার। নাটকটি প্রথম মঞ্চস্থ হতে চলেছে ২৩ নভেম্বর, সন্ধে ৭টায়, জিডি বিড়লা সভাঘরে। 
বিশদ

09th  November, 2019
খুব আফশোস হয় উত্তমকুমারের মঞ্চাভিনয়
দেখতে পারলাম না: কুলভূষণ খারবান্দা

কুলভূষণ খারবান্দা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মুণ্ডিত মস্তক ভয়ংকর এক ভিলেন শাকালের ছবি। রমেশ সিপ্পির ‘শান’ ছবিতে এই ভিলেনের চরিত্রে অভিনয় করেই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান সর্বভারতীয় দর্শকের কাছে। কিন্তু ক’জন জানেন যে তাঁর অভিনয়ের হাতেখড়ি নাটকের মঞ্চেই! নাটকই তাঁর প্রথম প্রেম! এই কলকাতাতেই কেটেছে তাঁর জীবনের কয়েকটি বছর। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম সফল অভিনেতা। ফিল্মের ব্যস্ততা স্বত্বেও যখনই সুযোগ পেয়েছেন, স্টেজে ফিরে ফিরে এসেছেন। এসেছেন নাটকের টানে। যেমন সম্প্রতি ‘পদাতিক’এর ‘আত্মকথা’র হাত ধরে মঞ্চে এবং এই কলকাতায়। রিহার্সালের টাইট সিডিউলের ফাঁকে কিছুটা সময় বের করে আলাপচারিতায় মাতলেন অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। 
বিশদ

09th  November, 2019
অর্ঘ্যের দশম লোকরঙ্গ নাট্যোৎসব 

কসবা অর্ঘ্য নাট্যদলের দশম বার্ষিক নাট্যোৎসব ‘লোকরঙ্গ ২০১৯’ শুরু হতে চলেছে আগামী ৮ নভেম্বর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। অ্যাকাডেমি মঞ্চে নীলাঞ্জন মিশ্রের গান দিয়ে শুরু হবে উৎসব।  বিশদ

02nd  November, 2019
থিয়েলাইটের জন্মোৎসব 

উনিশ পেরিয়ে কুড়ি বছরে পা দিল নাট্যসংস্থা থিয়েলাইট। এই উপলক্ষে তারা গত ২০ জুন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের লেডি রানু মুখোপাধ্যায় মঞ্চে আয়োজন করেছিল এক অনুষ্ঠানের।   বিশদ

02nd  November, 2019
একলা একটা অর্জুন গাছ আর ব্যাঙথুপী 

আধুনিক বিশ্ব ধীরে ধীরে উষ্ণায়ণের করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল সবুজায়ন। ‘একটি গাছ একটি প্রাণ’, ‘গাছ লাগান প্রাণ বাঁচান’, ‘সবুজ বাঁচান’ — সরকারি বিজ্ঞাপন হোর্ডিংয়েই সীমাবদ্ধ।  বিশদ

02nd  November, 2019
যাত্রাশিল্প ও টেলিপাড়ার
অ ন্দ র কা হি নী 

নান্দীপটের নাটক ‘আবৃত্ত’কে জড়িয়ে রেখেছে যাত্রা। এক সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে আর এক শিল্পকে স্মরণ করা। প্রায় ভগ্নপ্রায় এক বাড়ি। যে বাড়ির বাসিন্দা মাত্র চারটি প্রাণী। এক বৃদ্ধ, এক বৃদ্ধা এবং তাঁদের সন্তানসম দুই তরুণ-তরুণী। চারজনকে একত্রিত করে একসঙ্গে বেঁধে রেখেছে যাত্রা।   বিশদ

02nd  November, 2019

Pages: 12345

একনজরে
জীবানন্দ বসু, কলকাতা: ভোট যে বড় বালাই। তাই বছর ঘুরতে না ঘুরতেই নীতি, আদর্শ বা পরিকল্পনাকে আপাতত শিকেয় তুলে নিজেদের অবস্থান নিয়ে কার্যত ‘ডিগবাজি’ খেল ...

 দীপ্তিমান মুখোপাধ্যায়। হাওড়া: এবার আর ব্লক অফিসে নয়, গ্রাম পঞ্চায়েতস্তরে জেলা প্রশাসনের সমস্ত বিভাগকে নিয়ে গিয়ে বৈঠক করতে হবে জেলাশাসকদের। বছরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত তিন থেকে চারবার যাতে এই বৈঠক করা হয়, তা নিশ্চিত করতে হবে। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেট্রোপলিটন এলাকায় লজিস্টিকস বা পণ্য পরিবহণ ও মজুত রাখা সংক্রান্ত পরিকাঠামো গড়তে উৎসাহী বিশ্ব ব্যাঙ্ক। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে তাদের। ওই প্রকল্পের মাস্টার প্ল্যান আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে বলে শনিবার দাবি ...

ইন্দোর, ১৬ নভেম্বর: ইনিংস জয়ের হ্যাটট্রিক করে ফেলল ‘টিম ইন্ডিয়া’। গত সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ইনিংসের ব্যবধানে জিতেছিল কোহলি বাহিনী। সাফল্য ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় আগ্রহ বাড়বে। মনোমতো বিষয় নিয়ে পঠন-পাঠন হবে। ব্যবসা স্থান শুভ। পৈতৃক ব্যবসায় যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০২ টাকা ৭৩.৫৬ টাকা
পাউন্ড ৯০.০৫ টাকা ৯৪.৯০ টাকা
ইউরো ৭৭.১৩ টাকা ৮১.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ কার্তিক ১৪২৬, ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, পঞ্চমী ৩১/১৫ রাত্রি ৬/২৩। পুনর্বসু ৪২/৪৪ রাত্রি ১০/৫৯। সূ উ ৫/৫৪/৩, অ ৪/৪৮/৫৭, অমৃতযোগ দিবা ৬/৩৭ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৩৮। রাত্রি ৭/২৬ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ১/৩৩ মধ্যে পুনঃ ২/২৪ গতে উদয়াবধি, বারবেলা ১০/০ গতে ১২/৪৩ মধ্যে, কালরাত্রি ১২/৫৯ গতে ২/৩৯ মধ্যে।
৩০ কার্তিক ১৪২৬, ১৭ নভেম্বর ২০১৯, রবিবার, পঞ্চমী ২৮/২৫/৫০ সন্ধ্যা ৫/১৭/৫৯। পুনর্বসু ৪১/৫৬/২২ রাত্রি ১০/৪২/১২, সূ উ ৫/৫৫/৩৯, অ ৪/৪৯/১৪, অমৃতযোগ দিবা ৬/৫০ গতে ৮/৫৭ মধ্যে ও ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৭/২৭ গতে ৯/১৪ মধ্যে ১১/৫৩ গতে ১/৪০ মধ্যে ও ২/৩৩ গতে ৫/৫৭ মধ্যে, বারবেলা ১০/০/৪৫ গতে ১১/২২/২৬ মধ্যে, কালবেলা ১১/২২/২৬ গতে ১২/৪৪/৮ মধ্যে, কালরাত্রি ১/০/৪৫ গতে ২/৩৯/৩ মধ্যে।
১৯ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: পৈতৃক ব্যবসায় যুক্ত হলে ভালো হবে। বৃষ: কর্মপ্রার্থীদের সুখবর ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
আন্তর্জাতিক ছাত্র দিবস১৫২৫ - সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট ...বিশদ

07:03:20 PM

সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 

04:12:19 PM

জম্মু ও কাশ্মীরের আমিরাবাদ গ্রামে ট্রাকে আগুন লাগাল জঙ্গিরা 

03:21:29 PM

আইসিসি টেস্ট বোলারদের তালিকায় প্রথম দশে স্থান পেলেন মহঃ সামি 

03:21:00 PM

ইকো পার্কে জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের 

03:11:00 PM