Bartaman Patrika
 

তাপসদাকে আজ
বড় প্রয়োজন ছিল

 তাঁকে বলা হত আলোর জাদুকর। আলোকশিল্পী হিসেবে বিশ্বজোড়া তাঁর খ্যাতি। গত ১১ সেপ্টেম্বর ছিল সেই প্রয়াত তাপস সেনের জন্মদিন। তাঁকে কাছ থেকে দেখার সুবাদে স্মৃতিচারণ করলেন প্রকাশ ভট্টাচার্য।

তাপস সেন পৃথিবী বিখ্যাত আলোকশিল্পী, আলোর যাদুকর। থিয়েটার করতে আসার পর এই নামটা প্রায়ই শুনতাম। দূর থেকে তাঁকে দেখতাম.. শুনতাম তিনি খুব রাগী। সেটা ১৯৮৯-৯০ সাল, সুযোগ এল তাঁকে কাছ থেকে দেখবার। আমরা, অর্থাৎ নান্দীপট সেবার ‘শ্বেতসন্ত্রাস’ নাটক প্রযোজনা করবে, নির্দেশনা করবেন বিভাস চক্রবর্তী। বিভাসদা বললেন, এই নাটকে আলো করবেন তাপস সেন, তোমরা তাপসদাকে গিয়ে বলো। সেই প্রথম আমরা তাপসদার নাকতলার বাড়িতে গেলাম। কিন্তু নান্দীপট শুনে খুব একটা আগ্রহ দেখালেন না, নাটকটিও তাঁর খুব একটা পছন্দ হলো না। উনি বললেন, দেখো আমরা যুদ্ধের ভয়াবহতা কী তা দেখিনি। তাই এ নাটক এখানে দর্শকদের ভালো লাগবে না। তবু, বিভাস (চক্রবর্তী) নির্দেশনা দেবে যখন, আমি কাজ করব। তবে আমি যেদিন যেদিন রিহার্সালে যাব, তোমরা আমার ড্রাইভারের কাছে গাড়ির তেলের টাকা দিয়ে দেবে। এছাড়া উনি কোনও পারিশ্রমিকের কথা বললেন না।
শুরু হলো মহলা... উনি অ্যাকাডেমিতে স্টেজ রিহার্সালে এলেন। আমাদের পরিশ্রম ও ব্যবহারে উনি কখন যেন আমাদের অভিবাবক হয়ে গেলেন। ওই নাটকে মঞ্চ ও পোশাকের দায়িত্বে ছিলেন মনু দত্ত। কিন্তু রিহার্সালের সময় মনুদার অনেক কাজই অসম্পূর্ণ ছিল। এদিকে আমাদের টাকা ও সময় চলে যাচ্ছে। উনি একদিন প্রচণ্ড রেগে গেলেন। বললেন, একটা কাগজ দাও তো। উনি ওখানে বসেই মনুদাকে চিঠি লিখলেন খুব কড়া ভাষায়... ‘এই ছেলেগুলো টাকা ধার করে বহু কষ্ট করে একটা ভালো কাজ করার চেষ্টা করছে, অ্যাকাডেমি ভাড়া নিয়ে রিহার্সাল দিচ্ছে, আমি, বিভাস বসে আছি আর তোমার দেখা নেই!!’ তারপরেই মনুদা তাড়াতাড়ি সব কাজ ফেলে আমাদের কাজ শেষ করলেন।
তারপর তখন ‘শ্বেত সন্ত্রাস’ নাটক নেমে গেছে, চারিদিকে খুব প্রশংসা হচ্ছে, বেশ কিছু ‘কল-শো’ ও হচ্ছে। এই সময়, একদিন টিভিতে তাপস সেনের সাক্ষাৎকার অনুষ্ঠান। সাক্ষাৎকারে উনি আমাদের সম্বন্ধে খুব প্রশংসা করলেন। সেটি আমাদের পরম প্রাপ্তি।
এর কিছুদিন পর শুনলাম তাপসদা অসুস্থ। দলের পাঁচুগোপালের বাইক ছিল। ওকে সঙ্গে নিয়ে একদিন খুব সকালে তাপসদার বাড়িতে গিয়ে হাজির হলাম। উদ্দেশ্য, তাপসদা তো আমাদের থেকে কোনও টাকা নেননি, এই সময়ে যদি কিছু টাকা ওনাকে দেওয়া যায়। বাড়ি গিয়ে দরজায় বেল বাজাতেই স্বয়ং তাপসদা দরজা খুলে দিলেন এবং ফিস ফিস করে বললেন ভেতরে আসতে। তখন বাড়ির সবাই ঘুমোচ্ছে। তাই কারোও যাতে অসুবিধা না হয় সেইজন্য একটা টেবিল ল্যাম্প জ্বেলে সদ্য বিদেশ থেকে আনা একটি বই পড়ছিলেন। আমরা কিছু বলার আগেই উনি ঐ বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে বিদেশে আলোর ব্যাপারে নতুন কী কী আবিষ্কার হয়েছে , তা বোঝাতে লাগলেন। কখন যে তিন ঘন্টা পেরিয়ে গিয়েছে তা আমরা বুঝতেই পারিনি। সেদিন আমার আর অফিস যাওয়া হলো না, কিন্তু যা শিখলাম, তা আজও আমার চলার পথের পাথেয় হয়ে আছে। চলে আসার সময় যখন একটা খাম ওনার হাতে দিলাম, উনি বললেন- এটা কী? আমরা বললাম সামান্য কিছু টাকা আছে ওতে। আমরা এইটুকুই দিতে পারছি। তাপসদা খুব রেগে গেলেন। বললেন, আমি কি তোমাদের কাছে টাকা চেয়েছি? কত কষ্ট করে তোমরা থিয়েটার করো আমি দেখিনি? আমরা বললাম শ্বেতসন্ত্রাস প্রযোজনা করে আমরা সব ধার মেটাতে পেরেছি। এই সামান্য টাকা আপনাকে প্রণামী হিসাবে দিচ্ছি। আর আপনার এখন শরীর খারাপ, এখন তো দরকার। তখন উনি সেই টাকা গ্রহণ করলেন। এই আমাদের তাপসদা।
উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, স্নেহ করতেন, তার একটা ঘটনা বলি। একদিন সকালে আমি বাজারে গিয়েছি। তখন তো মোবাইল ফোনের চল ছিল না। বাজার থেকে আসতে আমার স্ত্রী (রিংকু) বলল, তাপসদা ল্যান্ডলাইনে ফোন করেছিলেন, তুমি এখনই ওনাকে ফোন করো। আমি তো ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ফোন করলাম। উনি বললেন, ‘শোনো, তুমি তো জানো আমি নালন্দায় গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলো বিভাস (চক্রবর্তী), প্রণব বসু (ফোটোগ্রাফার) ও আরও দুজন। তা আসার সময় গাড়িতে আমার শরীর খারাপ হয়ে যায়। আমার বমি, পায়খানা হয়। কাপড়চোপড় সব নষ্ট হয়ে যায়। তারপর নতুন পাজামা, পাঞ্জাবি কিনে বাড়ি এসেছি। বুঝলাম তাপসদার শরীর খুব খারাপ। বললাম, আমি এখনই যাচ্ছি আপনার কাছে। উনি বললেন, ‘তুমি আসবে কী ! আমি এখনই বোম্বে যাচ্ছি, দুপুর ৩টেয় ফ্লাইট। এই হচ্ছে তাপসদা। কাজপাগল, সরল, সাধারণ এক মানুষ, যিনি বিশ্ববিখ্যাত আলোকশিল্পী।
আরও একবার। তাপসদার শরীর তখন খুব খারাপ, ক্যাথিটার নিয়ে চলতে হয়। ওনাকে মৌলালির কাছে একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বলেছেন ওনার সারা শরীর স্ক্যান করতে হবে। আমি, জয় (তাপসদার ছেলে) আর সৌমেন রায়চৌধুরী নার্সিংহোম থেকে ওনাকে ‘ইকো’ –তে নিয়ে এলাম স্ক্যান করাবো বলে। ২টো বেজে গিয়েছে। উনিও বেশ কষ্ট পাচ্ছেন। বারবার আমাদের বলছেন, ‘আর কতক্ষণ?’ আমরাও স্টাফেদের তাড়া দিচ্ছি, কিন্তু দেরি হচ্ছেই। এরপর প্রায় ৩টের সময় তাপসদাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হলো। তার শরীর থেকে সমস্ত ফরেন এলিমেন্টস খুলে ফেলতে হবে। এমন কি ক্যাথিটারও। ওটা খুলতে উনি খুব কষ্ট পেলেন, চিৎকার করলেন, রাগ করলেন। অবশেষে স্ক্যান হলো। উনি তো তখন প্রচণ্ড উত্তেজিত কষ্ট পেয়ে। আমাদের খুব বকলেন, যন্ত্রণায় ছটফট করছিলেন। বহু কষ্টে ওনাকে ঠান্ডা করে গাড়িতে নিয়ে গিয়ে বসালাম। বললাম, চলুন, আপনাকে নার্সিংহোমে পৌঁছে দিয়ে আসি। উনি বললেন, ‘না, আমি এখন যাবো না। আমাকে তোমরা অ্যাকাডেমিতে নিয়ে চলো। আজ নান্দীকারের ‘চোখ গেলো’ নাটকের দ্বিতীয় অভিনয়। এর আগের শো-তে লাইটের অনেক গন্ডগোল হয়েছে, সেগুলো ঠিক করতে হবে। আমি না গেলে চলবে না। যন্ত্রণা কাতর তাপসদা অ্যাকাডেমিতে এলেন, সমস্ত আলো ঠিকমতো অ্যাডজাস্ট করে, ভালো করে বুঝিয়ে তারপর নার্সিংহোমে ফিরলেন। এসব এখন ভাবাই যায় না। নাটকের প্রতি, কাজের প্রতি কী ভীষণ দায়িত্ববোধ! তাই তো তাঁর জগৎজোড়া নাম।
একবার নাট্য অ্যাকাডেমিতে আলোর বিষয়ে একটি প্রশিক্ষণ শিবির হবে। প্রশিক্ষক তাপস সেন। সবাইকে আবেদন করার জন্য বিজ্ঞাপন দেওয়া হলো। সেই বিজ্ঞাপন দেখে আমিও আবেদন করলাম। যথাসময়ে ইন্টারভিউতে ডাকা হলো। ইন্টারভিউ নিয়েছিলেন কুমার রায়, বিভাস চক্রবর্তী ও তাপসদা স্বয়ং। আমাকে দেখে তাপসদা বললেন, ‘তুমি এসেছো কেন?’ আমি বললাম, শিখতে চাই। সত্যি কথা, নাটকের আলোর কাজ শেখার আমার খুব ইচ্ছে প্রথম থেকেই ছিল। নানা রকম প্রশ্ন হলো। সবশেষে বেশ কিছু পেইন্টিংয়ের ফোটো স্লাইড প্রোজেক্টরে দেখানো হলো এবং বলতে বলা হলো কোনটা কার আঁকা? বেশ কিছু পারলাম না। তখন উনি বললেন, নাটকে আলোর কাজ করতে হলে, বিশ্বের বিখ্যাত সব শিল্পীর আঁকা পেইন্টিং দেখা অভ্যাস করো। তাহলে বুঝতে পারবে কীভাবে কীভাবে লাইট দিয়ে স্টেজ ডেপ্থ বোঝান যায়। আমাদের দুর্ভাগ্য, সেই ওয়ার্কশপ নাট্য অ্যাকাডেমি করতে পারলেন না। তাপসদা খুব রাগ করেছিলেন এই ওয়ার্কশপটা না হওয়াতে। উনি একটা মঞ্চ চেয়েছিলেন সাতদিনের জন্য, আর কিছু না। সেটা হলে আজ আমরা আরও খানিকটা শিক্ষিত হতে পারতাম। এইরকম শিক্ষক পেয়েও আমরা সেই সুযোগ হারালাম।
তাপসদার মতো শিক্ষক, সহানুভূতিশীল অথচ দৃঢ়চেতা মানুষ আজ বড় বিরল। তাপসদাকে আজ বড় প্রয়োজন।
14th  September, 2019
গিরিশ মঞ্চে সাজাহান 

গোপীমোহন সব পেয়েছিল আসর সম্প্রতি গিরিশ মঞ্চে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সাজাহান নাটকটি মঞ্চস্থ করল। উপলক্ষ ছিল তাদের ৬৬তম বর্ষ উদযাপন। সাজাহানের চরিত্রে অভিনয় করেন সুব্রত ভট্টাচার্য।  বিশদ

14th  March, 2020
রামধনু নাট্যোৎসব 

বরানগর রামধনু নাট্যোৎসব এবার তৃতীয় বর্ষে পা রাখল। আগামী শুক্রবার ২০ মার্চ বরানগর রবীন্দ্রভবনে দুপুর ১২টায় এই উৎসবের উদ্বোধন করবেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব গৌতম মুখোপাধ্যায়। নাট্যোৎসবটি চলবে ২২ মার্চ পর্যন্ত। মোট ১৬টি নাট্যদল এবার এই উৎসবে অংশ নিচ্ছে, তারমধ্যে বেশিরভাগই মফস্সলের। 
বিশদ

14th  March, 2020
পুশকিনের জীবন নিয়ে নাটক 

আগামী ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস। দু’শো বছর আগে ওইদিনই জন্ম হয়েছিল বিশ্ববন্দিত রাশিয়ান কবি আলেকজান্দার পুশকিনের। আর তাঁর জীবনদীপ নেভে মাত্র ৩৭ বছর বয়সে। জারের রাজকর্মচারী দান্তেসের সঙ্গে ডুয়েল লড়তে গিয়ে নিহত হন পুশকিন। অনেকে বলেন মৃত্যু, অনেকে বলেন হত্যা।  
বিশদ

14th  March, 2020
আনন্দজীবন নাট্যোৎসব

দিনাজপুর কৃষ্টি আয়োজিত সাতদিনের আনন্দজীবন নাট্যোৎসব হয়ে গেল কুশমন্ডিতে। ২০ থেকে ২৬ জানুয়ারি এই উৎসবে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদিনই দিনাজপুরের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আগত দলগুলির একটি করে নাটক মঞ্চস্থ হয়। উৎসবের প্রথমদিনে স্থানীয় বিধায়ক নর্মদা রায় প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন।  
বিশদ

14th  March, 2020
এ নাটক এক সমকালীন দলিল যা দর্শককে ভাবায় 

সময়টা বড়ই ভয়ঙ্কর। ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতির কারবারিরা যে যার মত করে ঘুঁটি সাজাতে তৎপর। ধর্ম নামক বস্তুটিকে সামনে রেখে চলছে গরিব-বড়লোকের শ্রেণীবিন্যাস আর চিরকালীন সংঘাত। ঠিক এই সময়ে দাঁড়িয়ে ‘কালিন্দী নাট্যসৃজন’-এর নতুন প্রযোজনা ‘মন সারানি’ চমকে দেয়।
বিশদ

14th  March, 2020
কমলকুমারের গল্পের দুঃসাহসিক মঞ্চায়ন 

কমলকুমার মজুমদারকে ‘দুঃসাহসী লেখক’ বলে অভিহীত করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর বাক্যগঠন, শব্দ, ক্রিয়াপদ, কমা, পূর্ণচ্ছেদের ব্যবহার সবই ছিল চলতি রীতির থেকে আলাদা। এমনকী আলাদা ছিল তাঁর ভাষাও। সাধুভাষার ব্যবহার, অপ্রচলিত শব্দের ব্যবহার তাঁর লেখাকে করে তুলেছিল অন্য সবার থেকে আলাদা, ফলে হয়তো দুরূহও।  
বিশদ

14th  March, 2020
নান্দীকারের নাট্যোৎসব একটি প্রতিবেদন 

অ্যাকাডেমি অব ফাইন আর্টস মঞ্চে নান্দীকারের ছত্রিশতম নাট্যমেলা অনুষ্ঠিত হল গত ডিসেম্বর মাসের ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত। নান্দীকারের সুনাম অক্ষুণ্ণ রেখেই সমাপ্ত হল তাদের এই নাট্যোৎসব। 
বিশদ

07th  March, 2020
প্রসেনিয়ামের থিয়েটার ফেস্টিভ্যাল 

প্রসেনিয়াম’স আর্ট সেন্টার ও বিভাবন যৌথ উদ্যোগে গত ১৩ থেকে ১৭ নভেম্বর এক থিয়েটার উৎসবের আয়োজন করে। তাদের নিজস্ব সেন্টারে আয়োজিত এই উৎসবে ১১টি নাট্যদলের থিয়েটার মঞ্চস্থ হয়। 
বিশদ

07th  March, 2020
দ্বাদশ থিয়েলাইট নাট্যোৎসব 

থিয়েলাইট নাট্যদলের নাট্যোৎসব এবছর বারোয় পা দেবে। বিগত বছরগুলিতে এই উৎসব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জেলায় করা হতো। এবছর সেই ধারায় ব্যতিক্রম ঘটতে চলেছে। এবছর উৎসব হবে কলকাতাতেই।  
বিশদ

07th  March, 2020
সাথী হারা ভালোবাসা ফিরিয়ে দেয় যাত্রার স্বাদ 

২৪তম যাত্রা উৎসব হয়ে গেল ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। এই উৎসবের উল্লেখযোগ্য যাত্রাপালা ছিল বিশ্বভারতী অপেরার প্রযোজনায় ‘সাথী-হারা ভালোবাসা’। আর পাঁচটি প্রেম কাহিনীর মতোই একটি রোমান্টিক প্রেমের গল্প এটি। ভালোবাসার জন্য একজন মানুষ সবকিছুই করতে পারে।  
বিশদ

07th  March, 2020
গা ছমছম কী হয় কী হয়!
রহস্য নাটকের সার্থক মঞ্চায়ন

সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিমবঙ্গ। প্রচণ্ড ঝড়জলের এক রাত। কার্শিয়াংয়ের এক সদ্য চালু হওয়া হোটেল ড্রিমল্যান্ডে একে একে জড়ো হয় রহস্যময় কয়েকজন বোর্ডার। একজন নাকউঁচু মহিলা মিস কাজল দত্ত, যিনি অবসরপ্রাপ্ত সরকারি অফিসার। 
বিশদ

07th  March, 2020
এনএসডি-র আদিরঙ মাতিয়ে দিল দ্বারোন্দা 

ইউক্যালিপটাসের সুউচ্চ গাছগুলোর মাথায় মেঘমুক্ত পশ্চিমাকাশে ধ্রুবতারাটা জ্বলজ্বল করছিল। শেষ লগ্নে এসেও শীত তার দাপট জানান দিচ্ছে তীব্র হিমেল হাওয়ায়। তবু বোলপুরের দ্বারোন্দা গ্রামের মুক্ত প্রান্তরে মানুষের ভিড় কম নয়। চলছে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘আদিরঙ’ অর্থাৎ আদিবাসী রঙ্গোৎসব।  
বিশদ

22nd  February, 2020
প্রেমের ঘেরাটোপে শয়তানের পদচারণা 

আ কনফেশন অব সাইকোফেনিক— আলোচনাটা এভাবে শুরু করা যায়। জালের ঘেরাটোপের মধ্যে শুরু হয় নাটক। একটি অন্তরঙ্গ ঘরে, কুলকুল জলের শব্দে, জালের মধ্যে গাঢ় বেগুনি আলোয় ভেসে ওঠে কতকগুলি বিমূর্ত হাত। একপাশে যুগল অন্তরঙ্গ হয়ে চুম্বনরত ও তাদের ঘিরে পুলিসবেশী ডাক্তার ও নার্সের পদচারণা।  
বিশদ

22nd  February, 2020
ভাষা দিবসে এনআরসি বিরোধী নাট্য 

শুধুমাত্র মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে একটা দেশ স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পেরেছিল। তারই স্বীকৃতি স্বরূপ ইউনেসকো ২১ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করে। যা গোটা বিশ্বে পালিত হয়। 
বিশদ

22nd  February, 2020

Pages: 12345

একনজরে
লক্ষ্য মহিলা ভোট নিজেদের দিকে আনা। সেই লক্ষ্যে সন্দেশখালির মহিলাদের সামনের সারিতে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পকে নিয়ে প্রচারের কৌশল তারা ভোঁতা করতে উদ্যত হয়েছে ...

ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক তথা বিরোধী নেতা আলেক্সেই নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি মারা যান। জেলের ভিতর সেই মৃত্যু নিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দার মুখে পড়েছেন পুতিন। ...

একাধিক মামলায় তিনি ছিলেন পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’। জানুয়ারিতেই তাঁর নামে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। শেষপর্যন্ত, থাইল্যান্ডে ধরা পড়লেন নয়ডার স্ক্র্যাপ মাফিয়া তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রবি কানা। ...

কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM