Bartaman Patrika
 

শাড়ির সঙ্গে বুটজুতো পরে কলেজে যেতেন

 প্রথম যখন দেখি, নান্দীকার তখন রঙ্গনায়। নাটক চলছে নিয়মিত ‘তিন পসরার পালা’, ‘নাট্যকারের সন্ধানে ছ’টি চরিত্র’, ‘শের আফগান’, ‘মঞ্জরি আমের মঞ্জরী’ ও ‘নটী বিনোদিনী’। প্রায় সব নাটকেই প্রধান চরিত্রে কেয়া চক্রবর্তী। এইরকম একসময় আমার নান্দীকারে যোগদান। ব্যাকস্টেজের কাজে যুক্ত হলাম। আর প্রথম দেখলাম কেয়া চক্রবর্তীকে। ক’দিনের মধ্যেই তিনি হয়ে উঠলেন আমার ‘কেয়াদি’।
কেয়াদিকে দেখতাম কী প্রচণ্ড প্রাণশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেন সব ধরনের কাজে। সমস্ত বিষয়কেই নিতেন সিরিয়াসলি, কোনওদিন কোনও কাজে আলগাভাব দেখিনি। সেই সময় একদিন দলের জেনারেল মিটিং চলছে, তর্ক-বিতর্ক সেখানে। অজিতদা (অজিতেশ বন্দ্যোপাধ্যায়) সহ দলের বাকিরা এক কথা বলছেন কেয়াদি অন্য কথা। নানা তর্ক-বিতর্কের মধ্যে সেই মিটিং অ্যাডজরনড্‌ হল। পরেরদিন দেখি কেয়াদি মিটিংয়ে আসছেন রিকশয় করে। রিকশ ভর্তি বই। তাঁর যুক্তি যে অকাট্য তার রেফারেন্স হিসাবে এই বইগুলি নিয়ে এসেছেন এবং সেই মিটিংয়ে প্রমাণ করলেন তাঁর যুক্তি অকাট্য। সবাই মানলেন বা মানতে বাধ্য হলেন।
‘নটী বিনোদিনী’ তখন করছেন মঞ্জুদি (ভট্টাচার্য) যদিও পরে মঞ্জুদি নান্দীকার ছেড়ে যাওয়ার পর কেয়াদিই এই চরিত্রটি করতেন। যেদিনের কথা বলছি, কেয়াদি তখন এ নাটকে অভিনয় করতেন না। তখন মঞ্জুদিই করতেন। কিন্তু কেয়াদি সর্বক্ষণ সাহায্য করছেন মঞ্জুদিকে। সুন্দর করে চুল বেঁধে দিয়ে বা পোশাক ঠিকমতো পরিয়ে বা স্টেজে ঢোকার আগে রিক্যুইজিশন এগিয়ে দিয়ে। কেয়াদির থেকেই শেখা, থিয়েটারের কোনও কাজই ছোট নয়। সেই কাজটিও আনন্দের সঙ্গেই করতে হয়, দরদ দিয়ে।
পরবর্তীকালে কেয়াদিকে দেখেছি ডবল শো (তিনটে ও সাড়ে ছ’টা) করে একটুও ক্লান্ত না হয়ে পরের দিনের অ্যাডভার্টাইজের ম্যাটার করছেন রঙ্গনার সিঁড়িতে বসে কিশোর সুধাংশুকে সঙ্গে নিয়ে। প্রধান অভিনেত্রী ছাড়াও দলের বিজ্ঞাপনের কাজটিও তিনি দেখতেন, কারণ দল এই দায়িত্বটি তাঁকেই দিয়েছিল।
থিয়েটার নিয়ে কেয়াদি কতটা সিরিয়াস ছিলেন কয়েকটা ঘটনার কথা বলে তার উদাহরণ দেওয়ার চেষ্টা করব।
তখন নান্দীকারে ‘ভালোমানুষ’ নাটকের মহলা শুরু হয়েছে। নান্দীকারের ওই ছোট্ট ঘরে বিখ্যাত নৃত্যশিল্পী শম্ভু ভট্টাচার্য আট ঘোড়ার নাচের মহলা দিতেন। কেয়াদিকে ভালোমানুষ নাটকে দুটি চরিত্রে অভিনয় করতে হতো। শান্তা ও শান্তাপ্রসাদ। একজন মহিলা ও অপরজন পুরুষ। পুরুষ চরিত্রে অভিনয় করতে হলে তার হাঁটা, চলা, কথাবলার ধরন একদম আলাদা করতে হবে। কেয়াদি তখন শাড়ির সঙ্গে বুটজুতো পরতে শুরু করলেন। ওইভাবেই তিনি কলেজে পড়াতেও যেতেন। যাতে স্টেজে হাঁটাচলা করার সময়ে জড়তা না থাকে। আর সেই সময়ে উনি খৈনি খাওয়াও শুরু করলেন। স্টেজে তামাক খেতে হবে যে! নান্দীকারের রাধুদা (রাধারমন তপাদার) খৈনি খেতেন। তাঁর থেকে লুকিয়ে লুকিয়ে খৈনি নিতেন কেয়াদি। এমনই ছিলেন কেয়াদি। থিয়েটার নিয়ে ভীষণ সিরিয়াস। নান্দীকারের জন্য সব করতে পারতেন।
কেয়াদির মায়ের (লাবণ্য চক্রবর্তী) প্রথম পেসমেকারটি বসবে যেদিন সেদিনই রঙ্গনায় ‘ভালোমানুষ’-এর ডবল শো। এই নাটকে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। এক পুরুষ এবং এক নারীর চরিত্রে। শান্তা ও শান্তাপ্রসাদ। কেয়াদি হন্তদন্ত হয়ে এলেন রঙ্গনায়। মায়ের অপারেশনের পর। বিধ্বস্ত কেয়াদি হলে ঢুকলেন আর প্রথম বেল বাজল নাটকের। মুহূর্তের মধ্যে কেয়াদি পাল্টে গেলেন। মেকআপ ও ড্রেস পরে কেয়াদি শান্তা ও শান্তাপ্রসাদ হয়ে গেলেন। একেই বোধহয় বলে নিষ্ঠা। এই নিষ্ঠা অভাবিত। অথচ সেই কাজটিই করলেন কত সহজে কত মসৃণভাবে। কয়েক মিনিট বাদে পর্দা উঠল। কেয়াদি হয়ে গেলেন শান্তা।
কেয়াদি ভালোবাসতে জানতেন। ভালোবেসে সবাইকে টেনে নিতেন অন্তরের অন্তঃস্থলে। আমাদের মতো জুনিয়রদের আগলে রাখতেন বড়দির মতো। আমাদের কেউ বকলে তিনি লড়ে যেতেন আমাদের হয়ে। আমরা তখন নির্বাক, মুখে কোনও কথা নেই। আমাদের হয়ে দাদাদের ভৎর্সনা করতে এতটুকু দেরি করতেন না।
শুধু আমাদের জন্যই না পথশিশুদের জন্য তাঁর আবেগ ছিল দেখার মতো। কত শিশুকে যে পড়ার ব্যবস্থা করেছেন, তাদের যতটা সম্ভব আদর দিয়েছেন, সীমিত ক্ষমতার মধ্যেও।
ভালো মানুষ না হলে বোধহয় ঠিকঠাক ভালো থিয়েটার করা যায় না, এরকমই ভাবতেন কেয়াদি। কেয়াদি শিখিয়েছিলেন, ভালো মানুষ হবে। আজও এই বয়সে এসেও সেই কথা মনে হয়, হয়তো কোথাও একটা চেষ্টাও থেকে যায় ভালো মানুষ হবার।
আমার চোখে কেয়াদি ছিলেন এক সম্পূর্ণা মানবী। ৫ আগস্ট তাঁর জন্মদিন। তাঁকে শতকোটি প্রণাম। তিনি ভালো থাকুন, যে লোকেই থাকুন না কেন।
 ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
03rd  August, 2019
গিরিশ মঞ্চে সাজাহান 

গোপীমোহন সব পেয়েছিল আসর সম্প্রতি গিরিশ মঞ্চে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সাজাহান নাটকটি মঞ্চস্থ করল। উপলক্ষ ছিল তাদের ৬৬তম বর্ষ উদযাপন। সাজাহানের চরিত্রে অভিনয় করেন সুব্রত ভট্টাচার্য।  বিশদ

14th  March, 2020
রামধনু নাট্যোৎসব 

বরানগর রামধনু নাট্যোৎসব এবার তৃতীয় বর্ষে পা রাখল। আগামী শুক্রবার ২০ মার্চ বরানগর রবীন্দ্রভবনে দুপুর ১২টায় এই উৎসবের উদ্বোধন করবেন বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব গৌতম মুখোপাধ্যায়। নাট্যোৎসবটি চলবে ২২ মার্চ পর্যন্ত। মোট ১৬টি নাট্যদল এবার এই উৎসবে অংশ নিচ্ছে, তারমধ্যে বেশিরভাগই মফস্সলের। 
বিশদ

14th  March, 2020
পুশকিনের জীবন নিয়ে নাটক 

আগামী ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস। দু’শো বছর আগে ওইদিনই জন্ম হয়েছিল বিশ্ববন্দিত রাশিয়ান কবি আলেকজান্দার পুশকিনের। আর তাঁর জীবনদীপ নেভে মাত্র ৩৭ বছর বয়সে। জারের রাজকর্মচারী দান্তেসের সঙ্গে ডুয়েল লড়তে গিয়ে নিহত হন পুশকিন। অনেকে বলেন মৃত্যু, অনেকে বলেন হত্যা।  
বিশদ

14th  March, 2020
আনন্দজীবন নাট্যোৎসব

দিনাজপুর কৃষ্টি আয়োজিত সাতদিনের আনন্দজীবন নাট্যোৎসব হয়ে গেল কুশমন্ডিতে। ২০ থেকে ২৬ জানুয়ারি এই উৎসবে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদিনই দিনাজপুরের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আগত দলগুলির একটি করে নাটক মঞ্চস্থ হয়। উৎসবের প্রথমদিনে স্থানীয় বিধায়ক নর্মদা রায় প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন।  
বিশদ

14th  March, 2020
এ নাটক এক সমকালীন দলিল যা দর্শককে ভাবায় 

সময়টা বড়ই ভয়ঙ্কর। ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতির কারবারিরা যে যার মত করে ঘুঁটি সাজাতে তৎপর। ধর্ম নামক বস্তুটিকে সামনে রেখে চলছে গরিব-বড়লোকের শ্রেণীবিন্যাস আর চিরকালীন সংঘাত। ঠিক এই সময়ে দাঁড়িয়ে ‘কালিন্দী নাট্যসৃজন’-এর নতুন প্রযোজনা ‘মন সারানি’ চমকে দেয়।
বিশদ

14th  March, 2020
কমলকুমারের গল্পের দুঃসাহসিক মঞ্চায়ন 

কমলকুমার মজুমদারকে ‘দুঃসাহসী লেখক’ বলে অভিহীত করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর বাক্যগঠন, শব্দ, ক্রিয়াপদ, কমা, পূর্ণচ্ছেদের ব্যবহার সবই ছিল চলতি রীতির থেকে আলাদা। এমনকী আলাদা ছিল তাঁর ভাষাও। সাধুভাষার ব্যবহার, অপ্রচলিত শব্দের ব্যবহার তাঁর লেখাকে করে তুলেছিল অন্য সবার থেকে আলাদা, ফলে হয়তো দুরূহও।  
বিশদ

14th  March, 2020
নান্দীকারের নাট্যোৎসব একটি প্রতিবেদন 

অ্যাকাডেমি অব ফাইন আর্টস মঞ্চে নান্দীকারের ছত্রিশতম নাট্যমেলা অনুষ্ঠিত হল গত ডিসেম্বর মাসের ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত। নান্দীকারের সুনাম অক্ষুণ্ণ রেখেই সমাপ্ত হল তাদের এই নাট্যোৎসব। 
বিশদ

07th  March, 2020
প্রসেনিয়ামের থিয়েটার ফেস্টিভ্যাল 

প্রসেনিয়াম’স আর্ট সেন্টার ও বিভাবন যৌথ উদ্যোগে গত ১৩ থেকে ১৭ নভেম্বর এক থিয়েটার উৎসবের আয়োজন করে। তাদের নিজস্ব সেন্টারে আয়োজিত এই উৎসবে ১১টি নাট্যদলের থিয়েটার মঞ্চস্থ হয়। 
বিশদ

07th  March, 2020
দ্বাদশ থিয়েলাইট নাট্যোৎসব 

থিয়েলাইট নাট্যদলের নাট্যোৎসব এবছর বারোয় পা দেবে। বিগত বছরগুলিতে এই উৎসব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জেলায় করা হতো। এবছর সেই ধারায় ব্যতিক্রম ঘটতে চলেছে। এবছর উৎসব হবে কলকাতাতেই।  
বিশদ

07th  March, 2020
সাথী হারা ভালোবাসা ফিরিয়ে দেয় যাত্রার স্বাদ 

২৪তম যাত্রা উৎসব হয়ে গেল ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। এই উৎসবের উল্লেখযোগ্য যাত্রাপালা ছিল বিশ্বভারতী অপেরার প্রযোজনায় ‘সাথী-হারা ভালোবাসা’। আর পাঁচটি প্রেম কাহিনীর মতোই একটি রোমান্টিক প্রেমের গল্প এটি। ভালোবাসার জন্য একজন মানুষ সবকিছুই করতে পারে।  
বিশদ

07th  March, 2020
গা ছমছম কী হয় কী হয়!
রহস্য নাটকের সার্থক মঞ্চায়ন

সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিমবঙ্গ। প্রচণ্ড ঝড়জলের এক রাত। কার্শিয়াংয়ের এক সদ্য চালু হওয়া হোটেল ড্রিমল্যান্ডে একে একে জড়ো হয় রহস্যময় কয়েকজন বোর্ডার। একজন নাকউঁচু মহিলা মিস কাজল দত্ত, যিনি অবসরপ্রাপ্ত সরকারি অফিসার। 
বিশদ

07th  March, 2020
এনএসডি-র আদিরঙ মাতিয়ে দিল দ্বারোন্দা 

ইউক্যালিপটাসের সুউচ্চ গাছগুলোর মাথায় মেঘমুক্ত পশ্চিমাকাশে ধ্রুবতারাটা জ্বলজ্বল করছিল। শেষ লগ্নে এসেও শীত তার দাপট জানান দিচ্ছে তীব্র হিমেল হাওয়ায়। তবু বোলপুরের দ্বারোন্দা গ্রামের মুক্ত প্রান্তরে মানুষের ভিড় কম নয়। চলছে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘আদিরঙ’ অর্থাৎ আদিবাসী রঙ্গোৎসব।  
বিশদ

22nd  February, 2020
প্রেমের ঘেরাটোপে শয়তানের পদচারণা 

আ কনফেশন অব সাইকোফেনিক— আলোচনাটা এভাবে শুরু করা যায়। জালের ঘেরাটোপের মধ্যে শুরু হয় নাটক। একটি অন্তরঙ্গ ঘরে, কুলকুল জলের শব্দে, জালের মধ্যে গাঢ় বেগুনি আলোয় ভেসে ওঠে কতকগুলি বিমূর্ত হাত। একপাশে যুগল অন্তরঙ্গ হয়ে চুম্বনরত ও তাদের ঘিরে পুলিসবেশী ডাক্তার ও নার্সের পদচারণা।  
বিশদ

22nd  February, 2020
ভাষা দিবসে এনআরসি বিরোধী নাট্য 

শুধুমাত্র মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে একটা দেশ স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পেরেছিল। তারই স্বীকৃতি স্বরূপ ইউনেসকো ২১ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করে। যা গোটা বিশ্বে পালিত হয়। 
বিশদ

22nd  February, 2020

Pages: 12345

একনজরে
বিজেপি সহ তামাম বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল। জনসংযোগই হোক বা তারকা প্রচারককে নিয়ে প্রার্থীর বর্ণাঢ্য রোড শো—সবেতেই থাকছে সেই ...

আট ম্যাচে পাঁচটা পরাজয়। প্লে-অফের পথ ক্রমশ কঠিন হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে ...

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন নাইমা খাতুন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর চেয়ারে বসলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর অনুমোদনের পরই ...

কেউ আছেন পাঁচ বছর, কেউ বা দশ। তাঁরা প্রত্যেকেই বারুইপুরের ‘আপনজন’ হোমের আবাসিক। প্রত্যেকেই প্রবীণ নাগরিক। তাঁদের অনেকেই পরিবার থেকে দূরে থাকেন। মাঝেমধ্যে কেউ কেউ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। আইটি কর্মীদের শুভ। মানসিক চঞ্চলতার জন্য বিদ্যাচর্চায় বাধা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 
১০৬১: ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়
১২৭১ : মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
১৯২৬:  যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার
১৯৪২: মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু
১৯৪৫ :সোভিয়েত সেনাবাহিনী  বার্লিনে প্রবেশ করে
১৯৫৬: লোকশিল্পী তিজ্জনবাইয়ের জন্ম
১৯৭২: চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু
১৯৭৩: ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম
১৯৮৭: বরুণ ধাওয়ানের জন্ম
২০১১: ধর্মগুরু শ্রীসত্য সাঁইবাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯০ টাকা ৮৩.৯৯ টাকা
পাউন্ড ১০১.৮৯ টাকা ১০৪.৫০ টাকা
ইউরো ৮৭.৯৯ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। পূর্ণিমা ০/১৫ প্রাতঃ ৫/১৯। স্বাতী নক্ষত্র ৪৬/৩০ রাত্রি ১২/৪১। সূর্যোদয় ৫/১৩/০, সূর্যাস্ত ৫/৫৬/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৫ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/২৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২৩ গতে ৩/৪৭ মধ্যে। 
১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। প্রতিপদ অহোরাত্র। স্বাতী নক্ষত্র রাত্রি ১২/১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২২ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২২ গতে ৫/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৫ গতে ১০/০ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৫ গতে ৩/৪৯ মধ্যে। 
১৪ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বক্তৃতা দিতে দিতে জ্ঞান হারালেন নীতিন গাদকারি
নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে দিতে আচমকাই জ্ঞান হারালেন কেন্দ্রীয় সড়ক ...বিশদ

04:41:33 PM

দেবাংশুর প্রচারে উত্তেজনা
নন্দীগ্রামের ভেকুটিয়ায় তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচারের সময় ...বিশদ

04:28:51 PM

বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

04:08:00 PM

২৮ এপ্রিল, রবিবার অবধি রাজ্যে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি, জানাল আবহাওয়া দপ্তর

03:45:13 PM

বহরমপুরে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

03:03:21 PM

এই নির্বাচনে বিজেপি জিতলে আর দেশে নির্বাচন হবে না: মমতা

02:49:42 PM