Bartaman Patrika
আমরা মেয়েরা
 

দুই নারী সংগ্রামী সংসারী

বাঘের খপ্পর থেকে বেঁচে ফিরেছেন স্বামী। বাধ্য হয়ে সংসারের হাল ধরেছেন স্ত্রী। সুন্দরবনের প্রত্যন্ত দুই গ্রাম্যবধূর লড়াইয়ের কাহিনি লিখলেন স্বরলিপি ভট্টাচার্য।  
 
রোদ মরে আসা দুপুর। ঝড়খালির পিচের রাস্তায় মাঝেমধ্যে দু-একটা সাইকেল। এ বাঁক, ও বাঁক পেরিয়ে পৌঁছলাম কবিতা মণ্ডলের বাড়ি। পরিচ্ছন্ন উঠোনে কিছু বেয়ারা শুকনো পাতা ইতিউতি খেলা করছে। তিন ধাপ সিঁড়ি পেরিয়ে ইট বের করা বাড়ির সদর দরজা। শেষ দুপুরে হাট করে খোলা। মেঝেতে মাদুর। একটানা আওয়াজ করে চলছে টেবিল ফ্যান। আর ভেসে আসছে বাংলা সিরিয়ালের চেনা শব্দ। ক্লান্ত কবিতা ঘুমিয়ে পড়েছিলেন। অচেনা মানুষের ডাকে উঠলেন। সিঁড়িতে বসার জন্য পেতে দিলেন ছোট মাদুর। ‘মোবাইল চলতেছিল, আমি ঘুমিয়ে পড়ছিলাম’, পান খাওয়া দাঁতে বললেন কবিতা। 
খোলা চুল, শাঁখা সিঁদুর— আর পাঁচজন বাঙালি গৃহিণীর সঙ্গে কবিতার পার্থক্য নেই। পার্থক্য নেই সুন্দরবন লাগোয়া গ্রামগুলির গৃহবধূদের সঙ্গেও। জলে কুমির, ডাঙায় বাঘ নিয়ে তাঁদের বাস। সংসারে নিত্য অভাবের আনাগোনা। এর মধ্যেও যখন পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে বাঘে ধরে, তখন দৈনন্দিনের লড়াই আরও কঠিন হয়ে যায়। ঠিক যেমন হয়েছে কবিতারও।

বাঘের খপ্পরে
বাংলাদেশের মেয়ে কবিতা। বিয়ের পর স্বামী খগেন মণ্ডলের সঙ্গে চলে আসেন ঝড়খালি। সে প্রায় ২৫ বছর বা তারও আগের কথা। সেসব আর ভালো করে মনেও পড়ে না তাঁর। বছর চারেক আগে খগেনকে বাঘে ধরে। নদীর ধারে জাল ফেলে মাছ ধরতেন খগেন। আর তাতেই এল বিপদ। ‘বিয়ের পর প্রথম এখানে এসে ভয় ভয় করত। বাঘে ধরা লোককে দেখতে গিয়েছি কতবার! তখন পাকা রাস্তাও ছিল না। মাটির রাস্তা। বাঘ খাঁচায় ধরেছিল, দেখেছি। খাঁচার ভিতর থেকেই থাবা মেরেছিল একটা ছেলেকে। আমার স্বামী নদীর সাইডে মাছ ধরার জন্য ফাঁস ফাঁস জাল পাতত। সেই জাল পাততে গিয়েই বাঘে ধরেছিল। সেদিন ছয়জন লোক ছিল। ওকে ছেড়ে দিল। ভাগ্যের ব্যাপার! আর একজনকে ধরে নিয়ে গিয়েছিল সেদিনই। যাকে ধরে নিয়ে গিয়েছিল তার বউ ছিল না। একটা মেয়ে আর একটা ছেলে ছিল। বউ আগে মারা গিয়েছিল। ছেলেটা বাংলাদেশে আছে, মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে’, পড়ন্ত বিকেলে দাওয়ায় বসে সেদিনের ঘটনা শোনাচ্ছিলেন কবিতা। 

সংসার সীমান্তে
বহু ধার দেনা করে খগেনের চিকিৎসার ব্যবস্থা করেছেন কবিতা। কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে অচল হয়ে পড়লে সংসার তো চলে না। দু’বেলা খাওয়াও জুটত না তাঁদের। কোনওদিন রোজগার করবেন, এমনটা ভাবেনইনি কবিতা। বাধ্য হয়ে রোজগারের সন্ধানে বেরতে হয় তাঁকে। ‘সরকার থেকে কিছু দিয়েছে। গ্রামের লোকের থেকে ধার নিয়েছি। ওরা বলল, ‘ঋণ কী করে শোধ করবা? চোখে তো দেখতি পায় না স্বামী।’ আমাকে এটাও বলল, ‘চলো দুটো রান্না করতে তো পারবা। দুটো পাতা তো তুলে দিতে পারবা’। খগেন কিছুটা সুস্থ হওয়ার পর গত দু’বছর ধরে স্থানীয় প্রাথমিক স্কুলে মিড ডে মিলের কাজ করে সংসার চালাচ্ছেন কবিতা। দুই মেয়ে এক ছেলে দম্পতির। বড়মেয়ে বিয়ের পর সোনারপুরে থেকে লোকের বাড়ি কাজ করে। তার ছেলে অর্থাৎ নাতি থাকে কবিতার কাছে। ছোট মেয়ে স্নাতক স্তরের পড়া শেষ করেছে। ‘একটু সুস্থ হওয়ার পরে উনি বাইরে চাষের কাজে যান। টুকটাক ওতেই যা চলে। আর আয় করার লোক নেই। ছেলের বিয়ে দিলাম। বউ নিয়ে হাঁটা দিল। আমার স্বামী এক চোখে দেখে না। আমি বলি ধার শোধ হওয়া পর্যন্ত কাজ করো, তারপর বসে খাবে,’ বলতে বলতে গলা ধরে আসে কবিতার। 
বাড়ির পাশেই খাল। তারপরই বিদ্যেধরী নদী। নাতিকে নিয়ে একাই ঘর আগলে থাকেন, বাঘের ভয় করে না? ম্লান হেসে জবাব দিলেন, ‘এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর কোনও অসুবিধে হয় না। আগে বাঘ নদীর দিক দিয়ে উঠত। এখন আর ওঠে না। মানুষজন বসবাস করছে তো। বাঘ এখন কম আসে।’ 

নতুন জীবন
সত্যিই তো, ভয় পেলে চলবে কেন? শিয়রে শমন যাঁদের, বাঘের চোখে চোখ রেখে লড়াই করা তো তাঁদের বেঁচে থাকার আর এক নাম। কুলতলি থানার অন্তর্গত ভুবনেশ্বরী পঞ্চায়েতের ভুরভুরিয়া গ্রামের জ্যোৎস্না শী তেমনই এক সাহসিনীর নাম। কবিতার মতোই সাধারণ ঘরের বউ। সাহসে ভর করে তিনিই স্বামীকে দিয়েছেন নতুন জীবন। 

বাঘের সঙ্গে কুস্তি
২০২১-এর ৩ এপ্রিলের কথা বলতে গিয়ে এখনও জ্যোৎস্নার গলা কেঁপে ওঠে। বাঘের সঙ্গে খালি হাতে কুস্তি করে স্বামী শঙ্কর শীকে বাঁচিয়েছিলেন তিনি। ‘সেদিন ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। শনিবার ছিল। নৌকো দাঁড় বেয়ে এক, দেড় ঘণ্টা যেতে হয়েছিল। কাঁকড়া ধরতে গিয়েছিলাম। কাঁকড়া ধরার জাল ফেলে দিয়েছি নৌকোতে বসে বসেই। ছোট্ট খাল। উনি বললেন, তুমি নৌকোয় বসে থাকো। আমি গিয়ে দেখে আসি কেউ যদি ওখানে জাল ফেলে, সেদিন তাহলে আর আমাদের কাঁকড়া হবে না। আমি বললাম, দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। উনি তখন সামনে সামনে গেলেন, আমি পিছনে। খানিকটা গিয়ে বললেন, চলো কেউ মনে হয় ফেলেনি। আমরা তাহলে খালে জাল ফেলি। আমরা জাল নিতে ফিরছি, উল্টো হয়ে। আমি তখন সামনে, উনি আমার পিছনে পড়ে গিয়েছেন। তখন জঙ্গলের ভিতর থেকে বাঘ ঝাঁপ দিয়েছে। বুঝতে পারিনি ঝোপের কাছে বাঘ বসেছিল’, বললেন জ্যোৎস্না।
‘আমি ঘুরে দেখি ওঁকে বাঘ কামড় দিয়েছে। মাথাটাই কামড় দেবে ভেবেছিল। কিন্তু কাঁধে কামড় মেরেছে। টেনে নিয়ে যাবে। আমি তখন ঘুরে বাঘের কাঁধের উপর বসে আধ ঘণ্টা কুস্তি করেছি। কিছুতেই ছাড়ছে না। এমন কামড় মারছে ওকে নিয়ে পালিয়ে যাবে। আর আমিও ছাড়ানোর চেষ্টা করছি। যখন কিছুতেই হয় না বাঘের কানের মধ্যে আঙুল ঢুকিয়ে টান দিয়েছি। তখন ছেড়ে সামনে দাঁড়িয়ে গর্জন করছে। ওঁকে টেনে তখন পাঁজা করে তুলেছি কোনওরকমে’, বলতে বলতেই কেঁদে ফেললেন জ্যোৎস্না। 

হাল ছেড়ো না
কোনওমতে খালের মুখের একটি ভটভটি ধরে পাড়ে ফেরেন জ্যোৎস্না। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। তারপর একে একে কলকাতার দু’টি বেসরকারি হাসপাতালে শঙ্করকে নিয়ে গিয়েছিলেন। সব জায়গাতেই এক উত্তর। ‘এই রোগী বাঁচবে না!’ কিন্তু হাল ছাড়েননি জ্যোৎস্না। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে গিয়েছেন প্রতিনিয়ত। ‘আমি বাঘ মারিনি। কানে আঙুল দিয়ে ছাড়িয়েছি। মা ক্ষমতা দিয়েছিল। আমার হাতে কোনও অস্ত্র ছিল না। ওকে আমি বাঁচাবই। বাঁ দিকের কাঁধটা পচে গিয়েছিল। গলার কাছের হাড়টা ভেঙে দিয়েছিল। এখনও যন্ত্রণা আছে। ডাক্তার বলেছে এখনও তিন বছর ওষুধ খাওয়াতে হবে। না হলে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবে একবছর ওষুধ খেয়েছে’, বললেন জ্যোৎস্না। সরকারি সাহায্য পেয়েছেন কিছুটা। বেসরকারি উদ্যোগেও কিছু সাহায্য পেয়েছে এই পরিবার। কিন্তু রোগীর চিকিৎসা করে, দৈনন্দিনের সংসার চালানোর জন্য তা যথেষ্ট নয়। তবুও হাল ছাড়তে নারাজ জ্যোৎস্না। বাঘের মুখ থেকে ছাড়িয়ে এনেছেন স্বামীকে। তাঁকে ধরে রাখার চেষ্টা তো তাঁকে করতেই হবে।
জ্যোৎস্নার পরিবারে বাঘের আক্রমণ এ প্রথমবার নয়। ‘আমার দুই মেয়ে। বড় জামাইকেও বাঘে ধরেছিল। তাকে আর বাঁচাতে পারিনি। বড় মেয়ের বিয়ে দিয়েছি আবার। নাতনি আমার কাছেই থাকে। ছোট মেয়ের বিয়ে হয়নি’, ক্লান্ত স্বরে বললেন তিনি। মেয়ের সর্বনাশ তিনি আটকাতে পারেননি। পরিবারের কর্তার সে সর্বনাশ জ্যোৎস্না হতে দেবেন না। সীমানার শেষপ্রান্তে পড়ে থাকা কবিতা, জ্যোৎস্নাদের এটাই জীবন। এটাই দৈনন্দিন। এটাই লড়াই করে বাঁচা। আর এটাই সংসার। 
 
27th  August, 2022
দেবী দুর্গা ও নবপত্রিকা

নবপত্রিকা দেবী দুর্গারই রূপ। তাঁর পূজার মাধ্যমে আমরা দেবীরই আরাধনা করি। আবার তাঁকেই লোকাচারে কলাবউ হিসেবে কল্পনা করা হয়। নবপত্রিকার মাহাত্ম্য ও গুরুত্ব বিশ্লেষণে নন্দিনী ভৌমিক। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

01st  October, 2022
‘দায়িত্ব সামলেও 
স্বপ্নপূরণ করা যায়’

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বৌদি ক্যান্টিন’ থেকে পুজোর ভোজ সার্ভ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রান্না দিয়ে স্বপ্নপূরণের গল্প শোনালেন স্বরলিপি ভট্টাচার্য-কে। বিশদ

01st  October, 2022
৩৫৩ বছর পার করল 
ভোজেশ্বর পাল চৌধুরী বাড়ির পুজো

মাতৃ আরাধনার রীতিনীতি কিন্তু এক এক জায়গায় এক এক রকম। বাড়ির পুজোর কথা বলতে গেলে যৌথ পরিবার ভেঙেছে। মহিলারা আর অন্তঃপুরবাসিনী নন। ঘরের বাইরেও তাঁদের কর্মজগৎ হয়েছে। বাইরের জগতে পা রেখেছেন তাঁরা। বিশদ

01st  October, 2022
দুর্গাপুজোর  মাহাত্ম্য

দুর্গাপুজোয় মহাস্নান, পুজো, বলিদান আর হোম এই চারটি অনুষ্ঠান সমন্বিত হয় বলেই এই পুজোকে মহাপুজো বলা হয়। বিশ্লেষণ করলেন  চৈতন্যময় নন্দ।
বিশদ

24th  September, 2022
নারীর হাতে 
ঢাকের বোল

ঢাকে কাঠি পড়লেই পুজোর আনন্দে মেতে ওঠে মন। কিন্তু এই বোল কি শুধুই পুরুষের হাতে খোলে? মোটেও না। মহিলারাও রয়েছেন এই পেশায়। তাঁদের কথায় কমলিনী চক্রবর্তী। বিশদ

17th  September, 2022
মায়ের যতনে

দুর্গামূর্তির গায়ে মাটির প্রলেপ পড়ে গিয়েছে। এবার রং আর সাজগোজ বাকি। বিশেষজ্ঞদের মতামত নিয়ে মায়ের সাজ বিষয়ে জানালেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

10th  September, 2022
আমি তোমারই মাটির কন্যা

হাত দু’টি যেন বিরাম পায় না তাঁর। বলা ভালো, তিনিই তাদের বিরাম দেন না। ঈশ্বরকে সাকার করেন অদিতি চক্রবর্তী, করেন আরও অসংখ্য কাজ। শারদোৎসবের আগে তাঁর সঙ্গে কথায় অন্বেষা দত্ত।
বিশদ

03rd  September, 2022
এখন মেয়েরা

মহিলাদের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রদেশ পর্যটন দপ্তর। মহিলাদের স্বনির্ভরতার উদ্দেশ্যে তারা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের হোম স্টে শুরু করেছে। এই ধরনের হোম স্টে মূলত মহিলা দ্বারা পরিচালিত। শুধু তা-ই নয়, হোম স্টে সংলগ্ন কিছু হ্যান্ডিক্র্যাফট বাজারও শুরু করেছে মধ্যপ্রদেশ পর্যটন দপ্তর। বিশদ

27th  August, 2022
শিশুদের নিয়ে শিশুদের জন্য

নন্দনা সেন। অনাথ ও গরিব শিশুদের দেখভালের কাজে সক্রিয় সবসময়। ‘ফর বেটার টুমরো’ প্রকল্পের সঙ্গে যুক্ত তিনি। একটি সাক্ষাৎকারে কাজ নিয়ে তাঁর অনুভূতির কথা জানালেন কমলিনী চক্রবর্তীকে।
বিশদ

20th  August, 2022
বন্দুকবাজ মেয়ে

হুগলি জেলার ছোট্ট এক মফস্সল থেকে উড়ান শুরু বঙ্গতনয়া মেহুলি ঘোষের। ২০২২-এ শ্যুটিং বিশ্বকাপে সোনা জয়। এখন লক্ষ্য প্যারিস ওলিম্পিকস। তাঁর সঙ্গে আলাপচারিতায় মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

20th  August, 2022
বিপ্লবীদের প্রেরণার  উজ্জ্বল
অগ্নিশিখা শ্রীমা সারদা দেবী

বিপ্লবী ছেলেদের আগলে রেখেছিলেন মা সারদা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লিখছেন পূর্বা সেনগুপ্ত। বিশদ

13th  August, 2022
বীণা দাস
সশস্ত্র সংগ্রামের বিপ্লবী নেত্রী 

 

১৯৩২ খ্রিস্টাব্দের ৬ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বক্তৃতা দিতে উঠেছেন অবিভক্ত বাংলার তৎকালীন রাজ্যপাল স্যার ফ্রান্সিস স্টানলি জ্যাকসন। সেই জ্যাকসন যিনি ক্রিকেটার হিসাবে কুড়িটা টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ডকে অনেক জয়ের মুকুট পরিয়েছিলেন। বিশদ

13th  August, 2022
গণেশ জননী

১৪ বছর বয়স থেকে হাতি ধরতে ওস্তাদ। আজও হাতির সঙ্গেই কাটে অধিকাংশ সময়। ‘ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে’-র আগে জঙ্গুলে জীবনের দীর্ঘ কাহিনি ভাগ করে নিলেন পার্বতী বড়ুয়া। লিখেছেন স্বরলিপি ভট্টাচার্য।   বিশদ

06th  August, 2022
এখন মেয়েরা
 

নানা রূপে নারকেল: নারকেল দিয়ে তেল বানিয়ে তা থেকে নানারকম প্রসাধনী বানান বিদিশা বসু। পাশাপাশি নারকেলের খোলা দিয়ে বানিয়ে ফেলেন অন্দরসজ্জার বিভিন্ন সামগ্রী।  বিশদ

06th  August, 2022
একনজরে
থিমের পুজো এবার নজর কাড়ছে গঙ্গারামপুর শহরের বাসিন্দাদের। শহরে বিগ বাজেটের পুজো উদ্যোক্তারা থিম পুজোর উপর ভর করে একে অপরকে টেক্কা দিচ্ছে। শিল্পীদের ভাবনায় তৈরি হয়েছে এসব থিম। গঙ্গারামপুর জ্বলন্ত অগ্নি সঙ্ঘ ক্লাবের এবারের ৪৭তম বর্ষের পুজোর থিম নারী। ...

শুক্রবার আইএসএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। বুধবার কোচি পৌঁছনোর কথা ইভান গঞ্জালেস-শৌভিক চক্রবর্তীদের। ইস্ট বেঙ্গলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার কোচ ...

ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে আনা খসড়া নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। তবে অবিলম্বে আলোচনার মাধ্যমে হিংসা বন্ধের দাবি জানিয়েছে ভারত।  ...

আগস্ট থেকে শুরু হয়েছিল একটু একটু করে দাম কমা। অক্টোবরেও রেশনে কেরোসিনের দাম কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এ মাসে কেরোসিনের যে ‘ইস্যু প্রাইস’ নির্ধারণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অহিংস দিবস
ভারতে গান্ধী জয়ন্তী
পথশিশু দিবস 
১৭৯০: মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি শুরু হয়
১৮১৪: সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের জন্ম
১৮৬৬: হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দর জন্ম
১৮৬৮: কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়
১৮৬৯: মহাত্মা গান্ধীর জন্ম
১৮৮৯: অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম
১৯০৪: দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম
১৯০৬: শিল্পী রাজা রবি বর্মার মৃত্যু
১৯১৭: কবি অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু
১৯২৪: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহের জন্ম
১৯৫০ - কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জন্ম
১৯৬২: ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারার জন্ম
১৯৭২: মুম্বই তথা তৎকালিন বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়
১৯৯৬ : মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮০.৭৮ টাকা ৮২.৫৩ টাকা
পাউন্ড ৮৯.৫৪ টাকা ৯২.৭৬ টাকা
ইউরো ৭৮.৫৬ টাকা ৮১.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৬,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৬,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২।  সপ্তমী ৩৩/১০ রাত্রি ৬/৪৮। মূলা নক্ষত্র ৫০/৫১ রাত্রি ১/৫৩। সূর্যোদয় ৫/৩১/৫২, সূর্যাস্ত ৫/২০/৩২। অমৃতযোগ দিবা ৩/১৯ গতে ৮/৪০ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৭ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৪৬ গতে ৪/৩৩ মধ্যে। বারবেলা ৯/৫৮ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। 
১৫ আশ্বিন, ১৪২৯, রবিবার, ২ অক্টোবর, ২০২২। সপ্তমী রাত্রি ৬/২২। মূলা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/৩২, সূর্যাস্ত ৫/২২। অমৃতযোগ দিবা ৬/২৬ গতে ৮/৪২ মধ্যে ও ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৪ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৮ মধ্যে ও ২/১৮ গতে ৫/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩১ গতে ৪/১৬ মধ্যে। 
৫ রবিউল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি
দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষে ‘বর্তমান’-এর সকল ...বিশদ

04:00:00 AM

সাংসদ পদ ছাড়লেন খাড়্গে
কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা ...বিশদ

01-10-2022 - 02:42:50 PM

দিল্লিতে পিইউসি ছাড়া মিলবে না তেল
২৫ অক্টোবরের পর থেকে দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র  ছাড়া দিল্লিতে পাওয়া ...বিশদ

01-10-2022 - 02:32:37 PM

চিকিৎসক নীলরতন সরকার ও সঙ্গিতজ্ঞ শচীনদেব বর্মণের জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী অরূপ রায়

01-10-2022 - 01:21:00 PM

ভারতে বন্ধ করা হল পাকিস্তানি সরকারের টুইটার অ্যাকাউন্ট

01-10-2022 - 12:54:30 PM

ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
ইরান থেকে তেল কেনার জন্য একটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ ...বিশদ

01-10-2022 - 12:42:02 PM