Bartaman Patrika
আমরা মেয়েরা
 

মায়ের পুজোয় মেয়েরা

শুভমস্তু সংস্থার চার মহিলা পুরোহিত এবার দুর্গাপুজোর আসর সাজিয়ে বসছেন। ৬৬ পল্লির দুর্গাপুজোয় পৌরোহিত্য করবেন তাঁরা। আগামিকাল খুঁটি পুজোর মাধ্যমে সেই কাজের শুভারম্ভ। তার ঠিক আগেই নিজেদের পুজোপদ্ধতি ও নতুন চমকের কথা জানালেন নন্দিনী ভৌমিক। তাঁর সঙ্গে কথায় কমলিনী চক্রবর্তী।

শুভমস্তুর চার কন্যা এবার দুর্গা পুজোর কাজে হাত দিলেন। ৬৬ পল্লির দুর্গাপুজোয় পৌরোহিত্য করবেন তাঁরা। শুভমস্তু সংগঠনটিকে মহিলাদের পৌরোহিত্যে অংশগ্রহণের ক্ষেত্রে পথপ্রদর্শক বললে হয়তো ভুল হবে না। পথপ্রদর্শক এই অর্থে যে, পৌরোহিত্যের সংজ্ঞাটাই বেশ একটু বদলে দিয়েছেন তাঁরা। ধার্মিক অনুষ্ঠান মানে যে শুধু মন্ত্রপাঠ নয়, তার সঙ্গেই জড়িয়ে রয়েছে সামাজিক আরও নানা প্রথা, গান ও পুরাণের গল্প— তা-ই স্পষ্ট করেছেন এই সংস্থার মহিলা পুরোহিতরা। 
গত বছর দুর্গাপুজোর ঠিক আগেই কথা হয়েছিল নন্দিনী ভৌমিকের সঙ্গে। শুভমস্তুর চার কন্যার অন্যতম তিনি।  দুর্গাপুজোয় পৌরোহিত্য বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তখন বলেছিলেন, ‘মায়ের বুঝি এখনও ইচ্ছে নয় যে তাঁর পুজোয় আমরা পৌরোহিত্য করি। তাই সরস্বতী পুজোর কাজ টুকটাক করলেও দুর্গাপুজোয় এখনও হাত দিইনি।’ তারপর একটা গোটা বছর গড়িয়ে গিয়েছে। আগামী দুর্গাপুজো আসন্ন। আর ইতিমধ্যেই নতুন চমক। ৬৬ পল্লির পুজোয় পৌরোহিত্য করবে শুভমস্তু। হঠাৎ এমন সিদ্ধান্ত? প্রশ্ন করলাম নন্দিনীকে। তিনি বললেন, ‘আমরা শুভমস্তুর কন্যারা, রুমা, নন্দিনী, সেমন্তী, পৌলোমী— কখনওই ভাবিনি দুর্গাপুজোয় পৌরোহিত্য করব। বরং নিজেদের সামাজিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম। কিন্তু ওই যে বললাম, মায়ের হয়তো এবছর খুব ইচ্ছে হয়েছে মেয়ের হাতে পুজো পাওয়ার। তাই তাঁরই ইচ্ছায় আমরা মেয়েরা দুর্গাপুজোয় হাত দিয়েছি।’ শুভমস্তুর কাজের মাধ্যমে একটা সামাজিক সংস্কার শুরু করেছিলেন এই চার মহিলা। সেই সংস্কারমূলক কাজেই আবদ্ধ থাকতে চেয়েছিলেন তাঁরা। নন্দিনী বললেন, ‘সমাজ বদলানো তো মুখের কথা নয়, তার জন্য প্রচুর পরিশ্রম ও অধ্যবসায় লাগে। আমরা সেই অধ্যবসায় নিয়ে কাজে নেমেছি।’ তাঁরা মনে করেন মানুষের মধ্যেই ভগবানের বাস। ফলে সামাজিক অনুষ্ঠান, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদিতে পৌরোহিত্য করতে পারলেই ঈশ্বরের সেবা করা সম্ভব। তার জন্য আলাদা করে দুর্গাপুজো করতেই হবে এমন কোনও কথা নেই। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলে ফেললেন তাঁরা। আসলে গত বছর দ্বাদশীর দিন ৬৬ পল্লির পুরোহিত মহাশয় মারা যান। তারপর পুজো কমিটি যোগাযোগ করে নন্দিনীর সঙ্গে। কিন্তু তিনি তো নিজের সিদ্ধান্তে অনড়। যুক্তি দিয়ে বললেন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই তাঁরা ঈশ্বরের সেবা করতে আগ্রহী। কিন্তু অপর পক্ষও নাছোড়বান্দা। তাঁরা বললেন বারোয়ারি দুর্গাপুজোও একরকম সামাজিক অনুষ্ঠানই বটে। অতএব পুজোর কাজে হাত দিলে তাঁদের সিদ্ধান্ত থেকে মোটেও সরে যাওয়া হবে না। 
‘দুর্গাপুজোয় পৌরোহিত্য করা মানেই প্রবল পড়াশোনা করা। সেই কারণেই আমাদের একটু দ্বিধা ছিল। আর সেই পড়াশোনাটাকেই ট্রাম্পকার্ড করে শুভমস্তুর টিমকে রাজি করিয়ে ফেললেন ৬৬ পল্লির উদ্যোক্তারা।’ বললেন নন্দিনী। কথায় কথায় নন্দিনীর গবেষণার প্রতি টান ও মনোযোগের দিকটি উঠে এসেছিল। আর সেই তাসটাই খেলে দিলেন পুজো কমিটির প্রেসিডেন্ট। বললেন, ‘আপনি যখন পড়াশোনা করতে এতই ভালোবাসেন, তখন আগামী এক বছর না হয় দুর্গাপুজো নিয়েই পড়াশোনা করুন। দুর্গাপুজোর বিভিন্ন দিক বিষয়ে গবেষণা করুন। সেগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিন। বাকি কাজ তো পরেও হতে পারে। কিন্তু মায়ের যখন এতই ইচ্ছে মেয়েদের হাতে পুজো পাওয়ার তখন সেই কাজটা তো তুচ্ছ করা চলে না।’ কথার মারপ্যাঁচে নন্দিনী ও তাঁর দলের অন্যরাও দেখলেন তাঁরা নিজেদের অজান্তেই ‘হ্যাঁ’ বলে ফেলেছেন! 
শুভমস্তুর যে কোনও কাজেই মূল চিত্রনাট্য বা স্ক্রিপ্ট লেখেন নন্দিনী। তাই তিনিই মূলত গবেষণার কাজটা করেন। কেমনভাবে সাজাবেন অনুষ্ঠান, তার কাঠামোটাও গড়ে ফেলেন তিনি। সেই কাঠামোর উপর মাটি ও রঙের প্রলেপ লাগান বাকিরা। সেমন্তী ও পৌলোমীর গান আর রুমার মন্ত্রের জোগানে অনুষ্ঠান এক অনন্য মাত্রা পায়। এক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে। প্রচুর পড়াশোনার মাধ্যমে চিত্রনাট্যের সিংহভাগ পরিকল্পনা ইতিমধ্যেই ছকে ফেলেছেন নন্দিনী। তবে এবার যে অন্যরকম দুর্গাপুজোর আয়োজন সে বিষয়ে তিনি আহ্বায়কদের প্রথমেই জানিয়ে দিয়েছিলেন। নন্দিনীর কথায়, ‘যে কোনও অনুষ্ঠানই আমরা একটা অন্য ঘরানায় করি। পুজোতেও তার ব্যতিক্রম যে হবে না তা প্রথমেই জানালাম পুজো কমিটির সদস্যদের। আমার কথায় সঙ্গে সঙ্গেই রাজি হলেন তাঁরা। বললেন এই ভিন্ন ধারার পুজোর আয়োজনের আশাতেই নাকি তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’ অতএব কাজে সম্পূর্ণ স্বাধীনতা তাঁরা প্রথম থেকেই পেয়ে গিয়েছিলেন। পুজোর মূল দিকগুলো থাকবে কি না, এই নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছিল। নন্দিনী বললেন পুজোর সব অনুষ্ঠান বজায় রেখেই তাঁরা পরিকল্পনা করেছেন। চিত্রনাট্যও সাজিয়েছেন সেই অনুযায়ী। তাতে ষষ্ঠীর বোধন, সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণের সন্ধি পুজো এবং দশমীর বিসর্জন পুজো সবই থাকবে। তবে আয়োজনে নতুনত্বের ছোঁয়া দেবেন তাঁরা। 
এদিকে অক্টোবর মিটলে তো বিয়ের মরশুম। নভেম্বর, ডিসেম্বর তো বিয়ের ঠেলায় দম ফেলারও সময় পান না তাঁরা। আর তার ঠিক আগেই দুর্গা পুজো । অতএব কঠিন পরীক্ষা। কিন্তু সব কাজই সহজ হয়ে গেল ক্রমশ। মা দুর্গাই বুঝি সুগম করে দিলেন তাঁদের পথ। দুর্গা বোধে মগ্ন হয়ে উঠলেন তাঁরা চারজনই। এবং ক্রমশ পুজোর পদ্ধতি, ধারা, নতুন পন্থা সবই যেন জলের মতো স্পষ্ট  ভেসে উঠতে শুরু করল তাঁদের চোখের সামনে। কোথায় মন্ত্র পড়া হবে, কোন মন্ত্র কীভাবে বোঝানো হবে, কোথায় মন্ত্রের সঙ্গে গানের সঙ্গত থাকবে, সবই স্বচ্ছভাবে ভেবে ফেলতে শুরু করলেন নন্দিনী। এবং গানের ব্যবহার, মন্ত্রের সঙ্গে গানের সামঞ্জস্য, মন্ত্রের সহজ ব্যাখ্যা সবই ধাপে ধাপে মিলে যেতে লাগল। এক অসম্ভব স্নিগ্ধ ভাবে মন ভরে উঠতে লাগল এবং তাঁরা বুঝতে পারলেন এই কাজের জন্য তাঁরা প্রস্তুত। 
পুজোর সংকলন প্রসঙ্গেও একটু খোলসা করেই বললেন নন্দিনী। তাঁর কথায়, ‘অনেকেই জিজ্ঞেস করেন, কোন মতে পুজো হচ্ছে। এই ‘মত’ শব্দটায় আমাদের আপত্তি রয়েছে। আমরা মনে করি মত একটাই— হিন্দু মত। আমাদের পুরাণ খুবই সমৃদ্ধ। পৌরাণিক কাহিনিগুলো একত্রিত করে তারই থেকে একটা সংকলন করা হয়েছে। এবং সেই সংকলনে মন্ত্র যেমন রয়েছে তেমনই সহজে কিছু গল্পও বলা হয়েছে। আর মন্ত্র ও গল্পের সঙ্গে যুক্ত হয়েছে সংগীত।’ গান না থাকলে পুরো ব্যাপারটাই ভীষণ শুষ্কং কাষ্ঠং হয়ে যাবে বলে মনে করেন নন্দিনী।   গানের মাধ্যমে পুজো পদ্ধতিতে এক অন্য মাধুর্য আসবে বলে জানালেন তাঁরা। একটা নাটকীয় ভাব আনা হবে গানে, গল্পে। প্রাচীন সাহিত্যের ওপর ভর করে, পুজোর প্রতিটি আঙ্গিক রক্ষা করে নতুনভাবে সাজানো হবে শুভমস্তুর প্রথম দুর্গাপুজোটিকে।   খুবই আন্তরিকভাবে পুজো প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাঁরা। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে পুজো করবেন তাঁরা। ফলে পুজো প্রক্রিয়াটা খুব দীর্ঘ হবে না। কিন্তু তাতে বোঝানোর ব্যাপারটা অসম্ভব স্পষ্ট হয়ে ওঠে। মন্ত্রে উচ্চারণ, তার সঙ্গে গানের মিলন সবই ভীষণ অন্য ধরনের একটা আবহ সৃষ্টি করবে। ফলে গোটা অনুষ্ঠানটাই ভিন্ন স্বাদ বহন করবে শ্রোতা ও দর্শকদের কাছে। 
তাঁরা পুজোটাকে, তার সমস্ত আঙ্গিককে উপলদ্ধি করবেন। পুজোর মতো পুজো হবে আর প্যান্ডেলের সামনে লোকে নিজেদের মতো গল্প করবে, এমনটা শুভমস্তুর কাজে কখনওই সম্ভব নয়। আন্তরিকতার সঙ্গে শিক্ষার এক অসামান্য মেলবন্ধন ঘটবে শুভমস্তুর দুর্গাপুজোয়। নন্দিনীর কথায়, ‘আমাদের কবি, মনীষীরা  ঋষির মতো কবিতা লিখে গিয়েছেন, তার সুরও অনবদ্য। সেইগুলোকেও কাজে লাগিয়ে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। তবে দুর্গাপুজোয় মন্ত্রের প্রাবল্য বেশি। ফলে সেগুলোকে অটুট রেখে গানের সংখ্যা কমানো হয়েছে ঠিকই। কিন্তু তাই বলে তার প্রাধান্য কিছু কমেনি।’
সন্ধ্যারতিটাকেই এক অনন্য মাত্রা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুভমস্তুর তরফে। এই চিত্তাকর্ষক সন্ধ্যারতিকে সম্পূর্ণ রূপে মনোমুগ্ধকর করতে তাই নিয়ম মতো রিহার্সালও দিচ্ছেন তাঁরা। আর থাকছে চণ্ডীপাঠের নতুনত্ব। সেখানে সংস্কৃতের পাশাপাশি বাংলার ব্যবহার উল্লেখযোগ্য। লোককে বোঝানো যখন উদ্দেশ্য, তাঁদের কাছে ব্যাপারটা সহজ করে তুলে ধরা যখন কাম্য তখন শুধু সংস্কৃতই বা কেন? বাংলা কেন নয়? আমাদের  মাতৃভাষায় চণ্ডীপাঠ হলে তা গল্পের মতো লোকের মনে গেঁথে যাবে।  তাঁরা দুর্গাপুজোর মাহাত্ম্য উপলব্ধি করতে পারবেন। এবং পুজোপদ্ধতি তাঁদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। 
ফলে এই সব দিক ভেবেই এবার ৬৬ পল্লিতে এক নতুন ধরনের দুর্গাপুজোর আয়োজন করেছে শুভমস্তু। সেখানে স্ত্রী আচারের প্রাধান্য থাকবে, মন্ত্রের গুরুত্ব থাকবে, পুজো পদ্ধতি বজায় থাকবে অথচ অনুষ্ঠানে একটা নতুনত্ব ধরা পড়বে। পুজোর মাধ্যমে সামাজিক এক উত্তরণ ঘটানো হবে। সবাই দেখবেন নারী শক্তির শুভ উদ্‌যাপন। দশভুজার আরাধনায় জীবন্ত দশভুজারা এক নতুন ধরনের নজির গড়ে তুলবেন যা সাবেকি নিয়মগুলোকেই নবরূপে উপস্থাপন করবে। আর তাঁদের এই পুজো পদ্ধতি হয়ে উঠবে চিরন্তন।              
21st  August, 2021
সারদা মিশনে 
মাতৃপুজো

শ্রীশ্রীমা সারদার পুজো বিষয়ে আলোচনায় প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা।  বিশদ

25th  September, 2021
এখন মেয়েরা

এমকিউর ফার্মাসিউটিক্যাল কোম্পানির শীর্ষে রয়েছেন তিনি। অঙ্কে তাঁর ভীষণ দখল। আবার মহিলাকেন্দ্রিক বিষয় নিয়েও তাঁর চিন্তার অন্ত নেই। তিনি নমিতা থাপার। এমকিউর ফার্মার তিনি এগজিকিউটিভ ডিরেক্টর। হেল্থ কেয়ারে কাজ করার সুবাদে নমিতা মহিলাদের স্বাস্থ্য ও চিকিৎসার অভাব খুব কাছ থেকে দেখেছেন। বিশদ

25th  September, 2021
দুর্গাপুজোর  মহোৎসবে 
মেয়েরা

প্রায় দু’শো বছর ছুঁই ছুঁই লাহাবাড়ির দুর্গা পুজো। মহাপুজোর প্রস্তুতিতে মাতোয়ারা হয়ে ওঠে বাড়ির মেয়ে বউরা। পুজোর পুরনো ও নতুন গল্প নিয়ে কলম ধরলেন লাহাবাড়ির কন্যা সুস্মেলী দত্ত।
বিশদ

18th  September, 2021
এখন মেয়েরা

জন্ম থেকেই কানে শুনতে পান না জোহানা লুৎজ। জার্মানির এই কন্যাটি তাই স্বপ্নেও কখনও ভাবেননি তিনি নাসা-র বিজ্ঞানী হয়ে উঠবেন। অথচ লুৎজ হয়ে উঠলেন নাসার প্রথম এবং একমাত্র বধির বিজ্ঞানী। কিন্তু কেমন করে ঘটল এই অভাবনীয় ঘটনা? বিশদ

18th  September, 2021
গানে গানে 
নারী শক্তি

৩০ বছর ধরে বাউল গানের সাধনা করছেন রিনা দাস বাউল। মহিলাদের নিয়ে গান লেখেন তিনি। সমাজে নারী শক্তির প্রচার ও প্রসারই তাঁর লক্ষ্য। বাউল সঙ্গীত, বিদেশে বাউল গানের অনুষ্ঠান ও নিজের গানের ভাষা বিষয়ে তাঁর সঙ্গে খোলামেলা আড্ডায় কমলিনী চক্রবর্তী। বিশদ

11th  September, 2021
এখন মেয়েরা

আনা এলিজাবেথ জর্জ হলেন কেরলের এক হোম বেকার। ওনাম উৎসবে এক অভিনব কাজ করে বসলেন তিনি। গোটা একটা শাড়ির ডিজাইনে বানিয়ে ফেললেন ধোসা! অবশ্য এই খাবারকে ধোসা না বলে বরং এডিবল শাড়ি নামেই বিক্রি করেছেন। বিশদ

11th  September, 2021
‘আমি একরোখা একগুঁয়ে,
শেষ দেখে তবে ছাড়ব’

ভারতীয় প্রাণিবিজ্ঞান সর্বেক্ষণ (জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, জেডএসআই)-এর শীর্ষ পদে প্রথম মহিলা মুখ তিনি। বাধার অদৃশ্য সেই ‘কাচের দেওয়াল’ ভাঙতে মহিলারা লড়াই করেন প্রতিনিয়ত। তিনি অনায়াসে সেটা ভেঙে দিতে পেরেছেন। কিন্তু চলার পথটা কেমন ছিল? জেডএসআই-এর প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আলাপচারিতায় অন্বেষা দত্ত। বিশদ

04th  September, 2021
নির্যাতনের বিরুদ্ধে 
মেঘার লড়াই

মিমির বয়স তখন তেরো। বাবা, মা, কাকা কাকিমা ও খুড়তুতো দাদা মিলে তাদের বড় সংসার। কাকাকে ভীষণ ভয় পেত মিমি। অথচ কাকা তো ভীষণ ভালোবাসেন তাকে। দেখতে পেলেই জড়িয়ে ধরেন। চুমু খান। তবু মিনি ধারে পাশে ঘেঁষতে চায় না। মা এই নিয়ে বকাবকি করলে একদিন মায়ের কাছে সব কথা খুলে বলেছিল সে। বিশদ

04th  September, 2021
লোকঐতিহ্যই
আবাহনের মন্ত্র

 বিদেশে থেকেও ভারতীয় নারীর ক্ষমতায়নের জন্য সক্রিয় তিনি। সাধারণ মহিলাদের হাতে তৈরি নানা সামগ্রী যাতে প্রচারের আলো পায়, তার জন্য চেষ্টা করছেন তিন বছর ধরে। কেমব্রিজের বাসিন্দা তনিমা পাল -এর সঙ্গে কথায় অন্বেষা দত্ত। বিশদ

28th  August, 2021
এখন মেয়েরা

জারা বাদারফোর্ড আধা ব্রিটিশ আধা বেলজিয়ান। মাত্র ১৯ বছর বয়সেই সে নাকি খবরের শিরোনামে! বাবা ও মা দু’জনেই পাইলট। তাই ছোট থেকেই প্লেন ওড়ানোর নেশা তাঁকে পেয়ে বসেছিল। প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি নিয়ম মতো। তারপর অপেক্ষায় ছিলেন প্রাপ্তবয়স্ক হওয়ার। বিশদ

28th  August, 2021
এখন মেয়েরা

দিব্যা গোপিনাথ একজন সাধারণ মেয়ে। হঠাৎই তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। আর তাঁকে বিখ্যাত করে তুলেছে একটি লার্নিং অ্যাপ। বাইজু’স অ্যাপের কথা বলছি। দিব্যা তাঁর স্বামীর সঙ্গে মিলে এই অ্যাপটি তৈরি করেছেন। বরাবরই পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলেন। বিশেষত অঙ্ক আর বিজ্ঞান। বিশদ

21st  August, 2021
প্রগতি এখন হাতের মুঠোয়

নারীপ্রগতি কি শুধুই অলীক কল্পনা? নাকি প্রগতির পথে ক্রমশ এগিয়ে চলেছে মেয়েরা? নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম-এর ডিরেক্টর অনুরাধা কাপুর-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

14th  August, 2021
পৃথিবীর  অর্ধেক আকাশ

নারীর স্বাধীনতা না থাকলে দেশ স্বাধীন হয় না। এই ধারণা আমাদের দেশের একাংশ মানুষের। বিশ্লেষণ করলেন শুভঙ্কর মুখোপাধ্যায়। বিশদ

14th  August, 2021
বাঙালি মেয়ের
সুড়ঙ্গ সন্ধান

কলকাতার মেয়ে অ্যানি সিংহ রায়ের নামটি খবরের শিরোনামে পৌঁছেছিল পেশাগত কারণে। তিনিই ভারতের একমাত্র মহিলা টানেল ইঞ্জিনিয়ার। মাটি কেটে সুড়ঙ্গ খোঁড়েন! পাতালরেলের লাইন বসান। এই কাজে একমাত্র মহিলা হওয়ায় বহু ব্যঙ্গ-বিদ্রুপের শিকারও হতে হয়েছে তাঁকে। বিশদ

07th  August, 2021
একনজরে
রাজ্যের শস্যভাণ্ডার পূর্ব বর্ধমানে চিন্তা বাড়াচ্ছে ‘শস্য গ্যাং’এর দাপট। জেলার বিভিন্ন গোডাউন থেকে শস্য লুটের ঘটনায় ঘুম উবেছে পুলিসের। গত ১০দিনের ব্যবধানে জেলায় দুই জায়গায় ...

শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার ঘোষণা হবে, আর তাতে বাঙালি বিজ্ঞানীদের রমরমা থাকবে না, এমন ছবি বহু বছর দেখা যায়নি। এবারের ১১ জন পুরস্কার প্রাপকদের তালিকাতেও রয়েছেন চারজন বাঙালি। ...

ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টানায়। শিকাগো থেকে সিয়াটেলের মধ্যে রেল পরিষেবা প্রদানকারী আমট্রাক কর্পোরেশনের ট্রেনটিতে মোট ১৪১ জন যাত্রী ও ১৬ জন ক্রু ছিলেন। ...

লেসলি ক্লিভলিকে গোলরক্ষক কোচ নিযুক্ত করল এসসি ইস্ট বেঙ্গল। তিনি এর আগে চেলসিতে কাজ করেছেন। ক্লিভলির উয়েফা ‘এ’ লাইসেন্স রয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের সাফল্যে গর্ব বোধ। আর্থিক অগ্রগতি হবে। কর্মে বিনিয়োগ বৃদ্ধি। ঘাড়, মাথায় যন্ত্রণা বৃদ্ধিতে বিব্রত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব পর্যটন দিবস
১৯৫৮ - ভারতীয় হিসাবে প্রথম মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯০৭ - বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের জন্ম
১৮৩৩: বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের মৃত্যু
১৯৩২: ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়ার জন্ম
২০০৮: প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম)  
গহনা সোনা (১০ (গ্রাম)  
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম)  
রূপার বাট (প্রতি কেজি)  
রূপা খুচরো (প্রতি কেজি)  
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

 ১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী ২৫/৩৩ দিবা ৩/৪৪। রোহিণী নক্ষত্র ৩০/২৮ সন্ধ্যা ৫/৪২। সূর্যোদয় ৫/৩০/২১, সূর্যাস্ত ৫/২৫/১১। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ৮/৪০ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/৪৯ গতে ১১/৪ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/২৭ গতে ৩/৫৬ মধ্যে। কালরাত্রি ৯/৫৭ গতে ১১/২৭ মধ্যে। 
১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী দিবা ১/৮। রোহিণী নক্ষত্র অপরাহ্ন ৪/২৭। সূর্যোদয় ৫/৩০, সূর্যাস্ত ৫/২৭। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৪১ গতে ১০/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩৭ গতে ১০/৫৭ মধ্যে ও ২/১৭ গতে ৩/৭ মধ্যে। কালবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে ও ২/২৮ গতে ৩/৫৮ মধ্যে। কালরাত্রি ৯/৫৮ গতে ১১/২৯ মধ্যে।
 ১৯ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২১ : রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের

11:06:59 PM

আইপিএল ২০২১ : হায়দরাবাদ : ৯১/১ (১০ ওভার)

10:14:16 PM

আইপিএল ২০২১ : সানরাইজার্স হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ১৬৫ রান

09:38:30 PM

আইপিএল ২০২১ : রাজস্থান ৮১/৩ (১১ ওভার)

08:27:31 PM

গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ...বিশদ

08:25:56 PM

কয়লাপাচার কাণ্ডে গ্রেপ্তার লালা ঘনিষ্ঠ ৪ অভিযুক্ত
আজ, সোমবার কয়লাপাচার কাণ্ডে লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠ ৪ ...বিশদ

05:31:00 PM