Bartaman Patrika
আমরা মেয়েরা
 

প্রগতি এখন হাতের মুঠোয়

নারীপ্রগতি কি শুধুই অলীক কল্পনা? নাকি প্রগতির পথে ক্রমশ এগিয়ে চলেছে মেয়েরা? নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম-এর ডিরেক্টর অনুরাধা কাপুর-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী।

সুষমা রায়চৌধুরীর জীবনটা শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম দিয়ে। দেশ গড়ার স্বপ্নে    বিভোর হয়ে জীবন বাজি রেখেছিলেন তিনি। ক্রমশ দেশ স্বাধীন হল। কিন্তু জীবন তাঁর অন্য খাতে বয়ে গেল। বিবাহ, সংসার, সন্তানের পর আর রাজনীতি করেননি সক্রিয়ভাবে। বরং স্কুল শিক্ষিকা হয়ে নিজের অর্জিত মূল্যবোধ আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৯৬। তবে বয়স তাঁর কাছে নিছকই সংখ্যা। মনে-প্রাণে তিনি চিরকালই অাধুনিক, প্রগতিশীল।  
বছর ৪০ আগের কথা। এক স্বনামধন্য সাহিত্যিকের নিয়মভঙ্গ অনুষ্ঠানে তাঁর শোকস্তব্ধ স্ত্রী নীহারিকার পাশে খেতে বসেছিলেন সুষমা। বৈধব্যের নিয়ম অনুযায়ী নীহারিকার পাতে নিরামিষ খাবার পরিবেশন করা হলে সুষমা প্রায় জোর করেই নিজের ভাগের আমিষ পদটি তাঁর পাতে তুলে দিয়ে বলেছিলেন, ‘আজ আমরা একসঙ্গে খাব। এবং আমি যা খাব, আপনিও তা-ই খাবেন।’ মনে মনে এতটাই প্রগতিশীল ছিলেন সুষমা। 
এখন প্রশ্ন হল স্বাধীনতার ৭৪ বছর পর নারীপ্রগতি বা নারী মনের আধুনিকতা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে? সে বিষয়ে কথা হচ্ছিল নারীদের জন্য কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম-এর অধিকর্তা অনুরাধা কাপুরের সঙ্গে। তিনি বললেন নারী জীবনে সমগ্র একটা উন্নতি অবশ্যই ঘটেছে। এবং সেই উন্নতি নারী প্রগতিরই সাক্ষ্যস্বরূপ। এখন সমাজের সব স্তরেই মেয়েরা অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠছে। পারিবারিক হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এগুলো সবই হচ্ছে নারীপ্রগতির কারণে। আর নারীপ্রগতি হয়েছে বলেই সমাজের দেখার চোখটাও অনেকটা বদলে গিয়েছে। মেয়েরা এখন নিজেদের অধিকারের বিষয়ে সচেতন। সেই অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার জন্যও তারা প্রস্তুত। প্রয়োজনে নিজেদের অধিকারের জন্য তারা লড়াই করতেও পিছপা হয় না। ফলে মেয়েদের এই যে আচরণগত তফাত এটাই নারীপ্রগতির আসল হাতিয়ার হয়ে উঠেছে। এবং সেই প্রগতি ক্রমবর্ধমান। 
নারী চরিত্রের এই পরিবর্তন কিন্তু একদিনে হয়নি। আস্তে আস্তে মেয়েরা নিজেদের চরিত্র বদলে ফেলেছে। একটা সময় ছিল, গত শতাব্দীর ছয় বা সাতের দশক নাগাদ, যখন মেয়েদের ওপর অত্যাচারটা সমাজে স্বাভাবিক ঘটনা হিসেবেই গণ্য হতো। কিন্তু ক্রমশ নারী অত্যাচারের বিরুদ্ধে সরব হতে শুরু করল। সহ্য করতে করতে হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মেয়েদের। অথবা নিজেদের বুদ্ধি এবং বিবেচনার দ্বারা তারা বুঝতে পেরেছিল যে, সমাজকে ও পুরুষতন্ত্রকে পেয়ে বসতে দিলে তা ক্রমশই মাথায় চড়ে বসবে। ফলে নিজের অধিকার ভিক্ষে করে নয়, অনুদান হিসেবেও নয় বরং লড়াই করে ছিনিয়ে নিতে হবে। 
আরও একটা জিনিস হয়েছিল, দিনে দিনে মেয়েরা লজ্জার বেড়া ডিঙিয়ে যেতে সক্ষম হয়েছিল। লোকলজ্জার ভয় যেই মুহূর্তে মেয়েদের গা থেকে খসে পড়ল, তখনই তারা নিজেদের অধিকারগুলো পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। আর মেয়েদের এই অধিকারের লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বিষয়ে বিভিন্ন আইন তৈরি হল। সেইসব আইনের সাহায্য নিয়ে মেয়েরা প্রগতির পথে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে। কেমন সেই নারী সুরক্ষা আইন? অনুরাধা বললেন, সমাজে মেয়েদের বিরুদ্ধে যত অত্যাচার হয়েছে ততই তা আটকানোর জন্য আইনও তৈরি হয়েছে। পারিবারিক হিংসা আইন, ধর্ষণের বিরুদ্ধে আইন বা সামাজিক নির্যাতনের বিরুদ্ধে আইন— এমন বহু আইন রয়েছে নারীর সুরক্ষায়। এই আইনগুলো কিন্তু বরাবর আমাদের সমাজে ছিল না। বরং নারীর সামাজিক উন্নতির প্রতীক হিসেবে এই আইনগুলো স্বাধীনতা পরবর্তী ভারতে ক্রমশ তৈরি হয়েছে। 
মেয়েদের মানসিকতার বদলের কারণেই এই আইনগুলো ক্রমশ তৈরি হয়। মেয়েরাও যে মানুষ, সেই ধারণা তারা নিজেরাই তৈরি করেছে। তাদের আচরণের দ্বারা নিজেদের অস্তিত্ব সমাজের চোখে     আঙুল দিয়ে দেখিয়েছে। এর ফলে শুধুই যে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন তৈরি হয়েছে বা সমাজের মনোভাব বদলেছে তা-ই নয়, নারীর সমগ্র অস্তিত্বই   উন্নত হয়েছে। যেমন পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার, একক মাতৃত্বের অধিকার— এগুলোও ক্রমশ আইন হয়ে উঠেছে এবং মেয়েদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করেন নারীমনের আধুনিকতাই সমাজে মেয়েদের অবস্থান উন্নত করেছে। 
নারীর সচেতনতার প্রসঙ্গে শিক্ষার বড় ভূমিকার কথাও জানালেন অনুরাধা। তাঁর মতে, মেয়েরা যখন পড়াশোনা শিখেছে তখনই তাদের সচেতনতার পরিধিটা প্রসারিত হয়েছে। এবং তারা নিজেদের অধিকার পাওয়ার পথে পা বাড়িয়েছে। শিক্ষার কারণে বিবেচনাও বেড়েছে। একটা বোধ তৈরি হয়েছে পারিপার্শ্বিক সমাজ সংক্রান্ত বিষয়ে। ফলে মেয়েরা বুঝতে শিখেছে যে পারিবারিক হিংসা আসলে তাদের লজ্জা নয়। বরং যে নির্যাতন করছে তার লজ্জা। অতএব সেই হিংসা সহ্য না করে বরং তার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। শিক্ষাই মেয়েদের সচেতন করেছে। এবং সেই সচেতনতা থেকেই তারা অধিকারের জন্য লড়াই শুরু করেছে। 
মেয়েদের এই সচেতনতার পিছনে কি অর্থকরী স্বাধীনতা বা রোজগারের কোনও ভূমিকা আছে? অনুরাধা কিন্তু তা মনে করেন না। তাঁর মতে সচেতনতা একটা মানসিক স্থিতি। সেটা যে সবসময় রোজগার থেকে আসে তা নয়। স্বয়মে কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন স্তরের মহিলাদের নিয়ে কাজ করেন। এবং সেই সূত্রে দেখেছেন সমাজের একেবারে নিম্নস্তরের মহিলাদের মধ্যেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আছে। আবার তথাকথিত উচ্চবিত্তরা অত্যাচারের প্রতিবাদ করতে সংকোচ বোধ করে লোকলজ্জার ভয়ে। ফলে কে যে অন্যায়ের প্রতিবাদ করবে, আর কে ভয়ে পিছিয়ে আসবে তা সম্পূর্ণ ব্যক্তিবিশেষে ভিন্ন। অনেক সময় পরিস্থিতিও মেয়েদের রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। অন্যায় 
যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মেয়েরা আর চুপ করে থাকতে পারে না। প্রতিবাদে সরব হয়। 
সমগ্র নারী জাতি অবশ্যই অনেকটা এগিয়েছে। তবে এখনও পথ চলা অনেক     বাকি। স্বাধীনতার ৭৪ বছর পরেও তাই নারী প্রকৃত অর্থে ‘স্বাধীন’ নয়। তবে আশার কথা এই যে, ‘মেয়েমানুষ’-এর খোলস ছেড়ে ‘মানুষ’ হয়ে ওঠার পথে ক্রমশ এগিয়ে চলেছে মেয়েরা। সচেতনতা ও চেতনার মাধ্যমে সমাজে   নিজেদের অস্তিত্ব তারা আরও উন্নত করবে এটাই আশা। ফলে  প্রগতি তাদের হাতের মুঠোয়।
14th  August, 2021
সারদা মিশনে 
মাতৃপুজো

শ্রীশ্রীমা সারদার পুজো বিষয়ে আলোচনায় প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা।  বিশদ

25th  September, 2021
এখন মেয়েরা

এমকিউর ফার্মাসিউটিক্যাল কোম্পানির শীর্ষে রয়েছেন তিনি। অঙ্কে তাঁর ভীষণ দখল। আবার মহিলাকেন্দ্রিক বিষয় নিয়েও তাঁর চিন্তার অন্ত নেই। তিনি নমিতা থাপার। এমকিউর ফার্মার তিনি এগজিকিউটিভ ডিরেক্টর। হেল্থ কেয়ারে কাজ করার সুবাদে নমিতা মহিলাদের স্বাস্থ্য ও চিকিৎসার অভাব খুব কাছ থেকে দেখেছেন। বিশদ

25th  September, 2021
দুর্গাপুজোর  মহোৎসবে 
মেয়েরা

প্রায় দু’শো বছর ছুঁই ছুঁই লাহাবাড়ির দুর্গা পুজো। মহাপুজোর প্রস্তুতিতে মাতোয়ারা হয়ে ওঠে বাড়ির মেয়ে বউরা। পুজোর পুরনো ও নতুন গল্প নিয়ে কলম ধরলেন লাহাবাড়ির কন্যা সুস্মেলী দত্ত।
বিশদ

18th  September, 2021
এখন মেয়েরা

জন্ম থেকেই কানে শুনতে পান না জোহানা লুৎজ। জার্মানির এই কন্যাটি তাই স্বপ্নেও কখনও ভাবেননি তিনি নাসা-র বিজ্ঞানী হয়ে উঠবেন। অথচ লুৎজ হয়ে উঠলেন নাসার প্রথম এবং একমাত্র বধির বিজ্ঞানী। কিন্তু কেমন করে ঘটল এই অভাবনীয় ঘটনা? বিশদ

18th  September, 2021
গানে গানে 
নারী শক্তি

৩০ বছর ধরে বাউল গানের সাধনা করছেন রিনা দাস বাউল। মহিলাদের নিয়ে গান লেখেন তিনি। সমাজে নারী শক্তির প্রচার ও প্রসারই তাঁর লক্ষ্য। বাউল সঙ্গীত, বিদেশে বাউল গানের অনুষ্ঠান ও নিজের গানের ভাষা বিষয়ে তাঁর সঙ্গে খোলামেলা আড্ডায় কমলিনী চক্রবর্তী। বিশদ

11th  September, 2021
এখন মেয়েরা

আনা এলিজাবেথ জর্জ হলেন কেরলের এক হোম বেকার। ওনাম উৎসবে এক অভিনব কাজ করে বসলেন তিনি। গোটা একটা শাড়ির ডিজাইনে বানিয়ে ফেললেন ধোসা! অবশ্য এই খাবারকে ধোসা না বলে বরং এডিবল শাড়ি নামেই বিক্রি করেছেন। বিশদ

11th  September, 2021
‘আমি একরোখা একগুঁয়ে,
শেষ দেখে তবে ছাড়ব’

ভারতীয় প্রাণিবিজ্ঞান সর্বেক্ষণ (জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, জেডএসআই)-এর শীর্ষ পদে প্রথম মহিলা মুখ তিনি। বাধার অদৃশ্য সেই ‘কাচের দেওয়াল’ ভাঙতে মহিলারা লড়াই করেন প্রতিনিয়ত। তিনি অনায়াসে সেটা ভেঙে দিতে পেরেছেন। কিন্তু চলার পথটা কেমন ছিল? জেডএসআই-এর প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আলাপচারিতায় অন্বেষা দত্ত। বিশদ

04th  September, 2021
নির্যাতনের বিরুদ্ধে 
মেঘার লড়াই

মিমির বয়স তখন তেরো। বাবা, মা, কাকা কাকিমা ও খুড়তুতো দাদা মিলে তাদের বড় সংসার। কাকাকে ভীষণ ভয় পেত মিমি। অথচ কাকা তো ভীষণ ভালোবাসেন তাকে। দেখতে পেলেই জড়িয়ে ধরেন। চুমু খান। তবু মিনি ধারে পাশে ঘেঁষতে চায় না। মা এই নিয়ে বকাবকি করলে একদিন মায়ের কাছে সব কথা খুলে বলেছিল সে। বিশদ

04th  September, 2021
লোকঐতিহ্যই
আবাহনের মন্ত্র

 বিদেশে থেকেও ভারতীয় নারীর ক্ষমতায়নের জন্য সক্রিয় তিনি। সাধারণ মহিলাদের হাতে তৈরি নানা সামগ্রী যাতে প্রচারের আলো পায়, তার জন্য চেষ্টা করছেন তিন বছর ধরে। কেমব্রিজের বাসিন্দা তনিমা পাল -এর সঙ্গে কথায় অন্বেষা দত্ত। বিশদ

28th  August, 2021
এখন মেয়েরা

জারা বাদারফোর্ড আধা ব্রিটিশ আধা বেলজিয়ান। মাত্র ১৯ বছর বয়সেই সে নাকি খবরের শিরোনামে! বাবা ও মা দু’জনেই পাইলট। তাই ছোট থেকেই প্লেন ওড়ানোর নেশা তাঁকে পেয়ে বসেছিল। প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি নিয়ম মতো। তারপর অপেক্ষায় ছিলেন প্রাপ্তবয়স্ক হওয়ার। বিশদ

28th  August, 2021
মায়ের পুজোয় মেয়েরা

শুভমস্তু সংস্থার চার মহিলা পুরোহিত এবার দুর্গাপুজোর আসর সাজিয়ে বসছেন। ৬৬ পল্লির দুর্গাপুজোয় পৌরোহিত্য করবেন তাঁরা। আগামিকাল খুঁটি পুজোর মাধ্যমে সেই কাজের শুভারম্ভ। তার ঠিক আগেই নিজেদের পুজোপদ্ধতি ও নতুন চমকের কথা জানালেন নন্দিনী ভৌমিক। তাঁর সঙ্গে কথায় কমলিনী চক্রবর্তী। বিশদ

21st  August, 2021
এখন মেয়েরা

দিব্যা গোপিনাথ একজন সাধারণ মেয়ে। হঠাৎই তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। আর তাঁকে বিখ্যাত করে তুলেছে একটি লার্নিং অ্যাপ। বাইজু’স অ্যাপের কথা বলছি। দিব্যা তাঁর স্বামীর সঙ্গে মিলে এই অ্যাপটি তৈরি করেছেন। বরাবরই পড়াশোনার প্রতি আকৃষ্ট ছিলেন। বিশেষত অঙ্ক আর বিজ্ঞান। বিশদ

21st  August, 2021
পৃথিবীর  অর্ধেক আকাশ

নারীর স্বাধীনতা না থাকলে দেশ স্বাধীন হয় না। এই ধারণা আমাদের দেশের একাংশ মানুষের। বিশ্লেষণ করলেন শুভঙ্কর মুখোপাধ্যায়। বিশদ

14th  August, 2021
বাঙালি মেয়ের
সুড়ঙ্গ সন্ধান

কলকাতার মেয়ে অ্যানি সিংহ রায়ের নামটি খবরের শিরোনামে পৌঁছেছিল পেশাগত কারণে। তিনিই ভারতের একমাত্র মহিলা টানেল ইঞ্জিনিয়ার। মাটি কেটে সুড়ঙ্গ খোঁড়েন! পাতালরেলের লাইন বসান। এই কাজে একমাত্র মহিলা হওয়ায় বহু ব্যঙ্গ-বিদ্রুপের শিকারও হতে হয়েছে তাঁকে। বিশদ

07th  August, 2021
একনজরে
ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসে পুলিসের জালে ধরা পড়ল তিন পাচারকারী। ক্রেতা সেজে রবিবার ভোরে বালুরঘাটের অমৃতখণ্ডের কামারপাড়া থেকে ৮০০০ ইয়াবা সহ তিন জনকে পুলিস ...

ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টানায়। শিকাগো থেকে সিয়াটেলের মধ্যে রেল পরিষেবা প্রদানকারী আমট্রাক কর্পোরেশনের ট্রেনটিতে মোট ১৪১ জন যাত্রী ও ১৬ জন ক্রু ছিলেন। ...

লোকসভা এবং রাজ্যসভায় দলের সদস্য সংখ্যার বিচারে একাধিক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সভাপতির পদ ধরে রাখা কংগ্রেসের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ...

লেসলি ক্লিভলিকে গোলরক্ষক কোচ নিযুক্ত করল এসসি ইস্ট বেঙ্গল। তিনি এর আগে চেলসিতে কাজ করেছেন। ক্লিভলির উয়েফা ‘এ’ লাইসেন্স রয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের সাফল্যে গর্ব বোধ। আর্থিক অগ্রগতি হবে। কর্মে বিনিয়োগ বৃদ্ধি। ঘাড়, মাথায় যন্ত্রণা বৃদ্ধিতে বিব্রত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব পর্যটন দিবস
১৯৫৮ - ভারতীয় হিসাবে প্রথম মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯০৭ - বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের জন্ম
১৮৩৩: বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের মৃত্যু
১৯৩২: ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়ার জন্ম
২০০৮: প্রখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম)  
গহনা সোনা (১০ (গ্রাম)  
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম)  
রূপার বাট (প্রতি কেজি)  
রূপা খুচরো (প্রতি কেজি)  
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

 ১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী ২৫/৩৩ দিবা ৩/৪৪। রোহিণী নক্ষত্র ৩০/২৮ সন্ধ্যা ৫/৪২। সূর্যোদয় ৫/৩০/২১, সূর্যাস্ত ৫/২৫/১১। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে পুনঃ ৮/৪০ গতে ১১/৪ মধ্যে। রাত্রি ৭/৪৯ গতে ১১/৪ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/২৭ গতে ৩/৫৬ মধ্যে। কালরাত্রি ৯/৫৭ গতে ১১/২৭ মধ্যে। 
১০ আশ্বিন ১৪২৮, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। ষষ্ঠী দিবা ১/৮। রোহিণী নক্ষত্র অপরাহ্ন ৪/২৭। সূর্যোদয় ৫/৩০, সূর্যাস্ত ৫/২৭। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৪১ গতে ১০/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩৭ গতে ১০/৫৭ মধ্যে ও ২/১৭ গতে ৩/৭ মধ্যে। কালবেলা ৭/০ গতে ৮/২৯ মধ্যে ও ২/২৮ গতে ৩/৫৮ মধ্যে। কালরাত্রি ৯/৫৮ গতে ১১/২৯ মধ্যে।
 ১৯ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২১ : রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের

11:06:59 PM

আইপিএল ২০২১ : হায়দরাবাদ : ৯১/১ (১০ ওভার)

10:14:16 PM

আইপিএল ২০২১ : সানরাইজার্স হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ১৬৫ রান

09:38:30 PM

আইপিএল ২০২১ : রাজস্থান ৮১/৩ (১১ ওভার)

08:27:31 PM

গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ...বিশদ

08:25:56 PM

কয়লাপাচার কাণ্ডে গ্রেপ্তার লালা ঘনিষ্ঠ ৪ অভিযুক্ত
আজ, সোমবার কয়লাপাচার কাণ্ডে লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠ ৪ ...বিশদ

05:31:00 PM