Bartaman Patrika
আমরা মেয়েরা
 

তুমি মায়ের মতোই ভালো

করোনাকালের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মায়ের মতো যত্ন দেওয়ার চেষ্টা করছেন চার কন্যা। তাঁদের কথা লিখেছেন রজত চক্রবর্তী।
 
‘দিদি একটু দেখো!’
‘স্যাচুরেশন কত?’
‘অক্সিজেন নিয়ে ৯৫।’
‘সরকারি না বেসরকারি?’
‘কথা বলে নিই...।’
‘ঠিক আছে তুই সরকারি রেজিস্ট্রেশনটা কর। আমি মডারেট ও ভালো ট্রিটমেন্ট হয়, এমন নার্সিংহোম দেখছি।’
‘ওকে দিদি।’
পিং পিং করে শব্দের পর শব্দ ভেসে উঠছে ল্যাপটপ ও মোবাইলের স্ক্রিনে। নেলপলিশ করা আঙুলগুলো বিরামহীন কি-বোর্ডের উপর ঘুরে  বেড়াচ্ছে। হাওড়ার সালকিয়ার সদ্য কলেজ পেরনো মনোনীতা কাঁড়ার এক কোভিড আক্রান্তের বেডের ব্যবস্থা করার জন্য আপ্রাণ লড়াই করছে। ওপাশে সুপর্ণা ঘোষ রায় সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট। কেউ কাউকে চেনে না। শুধু ওই দলগত হোয়াটস‌অ্যাপে মুখটা চেনা। সালকিয়ায় বসে মনোনীতা যুক্ত হয়ে পড়েছে দাদা-দিদিদের হাত ধরে মানুষের হাত ধরার এক অজানা যজ্ঞে। বারাসতে ওয়ার্ক ফ্রম হোমের ফাঁকে ফাঁকে সুপর্ণা সারাদিন বিভিন্ন প্রান্তে কোভিড আক্রান্তদের কাছে পৌঁছে দিচ্ছে বেডের কথা, অক্সিজেনের সংবাদ, খাবার, ওষুধ।
‘অদিতিদি একটু দেখবে!’
‘হ্যাঁ, বল।’
‘ব্যারাকপুরে বৃদ্ধ দম্পতিকে...।’
‘যোগাযোগ কর। নম্বর দে ওঁদের...।’
‘Anybody from Barrackpore, need help for elderly...’ পোস্ট করল আর এক গ্রুপে।
কিছুক্ষণ বাদেই স্ক্রিনে ‘হ্যাঁ বলুন!’
‘এক দম্পতিকে রান্না করা খাবার পৌঁছে দিতে হবে দিদি। তুমি পারবে! তোমার এলাকায়।’
‘আমি রান্না করে দেব, কেউ একজন নিয়ে পৌঁছে দিক। আমি তো পারব না ভাই...।’
‘না না, দিদি তুমি এটুকু যে করলে সেটাই অনেক। একটি ছেলে তোমাকে ফোন করে নিয়ে আসবে, ওইই পৌঁছে দেবে। একা থাকো, সাবধানে দিদি।’
খড়দহের শিক্ষিকা অদিতি বন্দ্যোপাধ্যায় কবে যে কীভাবে ডোমজুড়ে অ্যানিমেশনের ছাত্রী তনিমা মণ্ডলের প্রিয় দিদি হয়ে উঠল, আবার ব্যারাকপুরের কাজরীদি কবে যে যুক্ত হয়ে গেল অদিতিদের সঙ্গে, কেউ জানে না। বারাসতের দেবযানী ভট্টাচার্য এখন শুধু তাকিয়ে দেখে টালিগঞ্জের দেবলীনার গোল লাবণ্যমাখা ছবিটির নীচে সবুজ ফুটকি আলোটা জ্বলছে কি না। ওই আলোটা জ্বলা মানেই ভরসার খবর। শুশ্রূষার বার্তা চলে যাবে বঙ্গের কোণে কোণে। কারও কাছে অক্সিজেনের ফোন নম্বর। শুধু ফোন নম্বর দিয়ে দেওয়াই নয়। সেই ফোন আদৌ চালু কি না, আদৌ সেই ফোন নম্বর থেকে আর্ত কোনও সাহায্য পাবে কি না, ফোন করে দেখে নিচ্ছে সেটাও। সঠিক সাহায্য পাওয়ার পরেই তনিমা স্টেটাস দিল, ‘resolved’ বা ‘done’। তার সঙ্গে লাভ সাইন। তারপরেই ‘thank u aditidi’ ভেসে ওঠে স্ক্রিনে। কেউ ধন্যবাদ দিলেই ‘ধুসস্’ লিখে দেওয়া তার অভ্যাস। টের পাওয়া যায় গালে খুশির টোল গড়িয়ে পড়ছে। কার জন্য খুশি? সম্পূর্ণ অচেনা-অজানা একটি মানুষ হয়তো একটা বেড পেলেন, হয়তো একটু অক্সিজেন পেলেন, হয়তো বাড়িতে শুয়ে শুয়ে খাবার পেলেন, ওষুধ পেলেন। তার জন্যই খুশি ছড়িয়ে পড়ে। তৃপ্তির হাওয়া টুংটাং করে বার্তা বয়ে চলে যায় চন্দননগর, বর্ধমান, ডানকুনি, শ্রীরামপুর, হাওড়ার বিভিন্ন প্রান্তে।
এক একটা দল তৈরি করে রিসোর্স পুলের ডেটাবেস তৈরি করেছে এরা। শামিল হয়েছেন ডাক্তারবাবুদের একটি বিশাল দল। পুলে রয়েছেন তাঁরাও। টেলি-কনসালটেন্সি করানো  হচ্ছে আক্রান্তদের। কিছু আঙুল কি-বোর্ডে খুঁজে চলেছে অবিরাম সঞ্জীবনী। বুলিয়ে দিতে চাইছে অসহায় আতঙ্কগ্রস্ত সারি সারি মুখের উপর আশ্বাসের পরশ।
অবিবাহিত চাকরিরত মেয়েদের সঙ্গে এই কাজে নেমে পড়েন গৃহবধূও! নৈহাটির তমালিকা পাত্র বললেন, ‘আমি রোজ ছ’জনের রান্না করে দিই। পাড়ার ছেলেরা দিয়ে আসে দু’টি পরিবারের জন্য। সেখানে সবার কোভিড!’ চন্দননগরের সমাদৃতা দত্ত পেশাগতভাবে সঙ্গীতশিল্পী। এখন খুঁজে চলেছেন মোবাইল স্ক্রিনে কোথায় কার আর্তির পোস্ট! যদি কিছু করা যায়! গৃহবধূ তানিয়া বন্দ্যোপাধ্যায় আপ্রাণ খুঁজে চলেছেন একটা ফোন নম্বর। একটা হাত, যে পৌঁছে দেবে বিদেশে থাকা বন্ধুর বৃদ্ধ বাবা-মায়ের কাছে প্রয়োজনীয় ওষুধ। মোবাইলে প্রেসক্রিপশনের ছবির দিকে তাকিয়ে রয়েছে সে নিরুপায় চোখে। স্বাগতার এক বছরের ছেলে আর্য আবার বারবার হাত বোলাচ্ছে ল্যাপটপের উপর। ওকে সামলে স্বাগতা কোন্নগরের একজনের কাছে পৌঁছে দিচ্ছে অক্সিজেনের ফোন নম্বর।
মা যে তারাই। ‘মা’ শব্দটি আসলে একটি বোধ। এই বোধ কখনও জাগ্রত হয় আধুনিকা তরুণীর মনে কখনও বা বৃদ্ধা মহিলার মস্তিষ্কে। মায়েরা হাত বাড়িয়ে দিলেই অন্য একটা হাত এসে তা ধরে ফেলে। না বাড়ালে তো শুধু নিজের দু’টি হাতই পড়ে থাকে! আর মায়েরা হাত বাড়িয়ে দিলে অযুত-নিযুত হাত এগিয়ে এসে তৈরি করে এক অনন্য মানববন্ধন । মানুষের পাশে দাঁড়ানোর মানবতার মহোৎসব মায়ের ডাকেই থাকে। দেশমাতৃকা যে আজ হাঁপাচ্ছে শুদ্ধ বাতাসের জন্য। তাই মানব-মায়েরা নেমে পড়েছে আন্তঃসম্পর্কিত অন্তর্জালে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে। সুস্থ হোক দেশমাতা। সকল মায়ের হৃদয়ে আজ এইটুকুই চাহিদা।
তাই তো সকালে উঠেই ঘুম চোখে ল্যাপটপ খুলে বসে তনিমা। ফোন চেক করে। হোয়াটস‌অ্যাপে: no need of bed... he is no more...। গুম হয়ে যায়। ‘অথচ কালই যে আন্টির সঙ্গে কথা বলে সরকারি-বেসরকারি সব জায়গায় অনেক রাত অবধি চেষ্টা করে গিয়েছি একটা ভেন্টিলেশন সহ বেডের জন্য।  আশ্বাস পাওয়া গিয়েছিল, জুনিয়র ডাক্তার সাম্যর কাছ থেকে। বলল, কাল সকালে ফাঁকা হবে। আন্টিকে চিনি না। শুধু হোয়াটসঅ্যাপে ফর্সা হাসিমুখ...।’ 
গুম হয়ে বসেই থাকে তনিমা। জানলায় একটি শালিক ডাকাডাকি করছে। ফেসবুকে স্ট্যাটাস দেয়,  I’ve failed. I’ve failed.
সায়নদা ফোন করে, ‘আমরা সবটা পারব না তনি, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে চেষ্টা করতে পারি মাত্র। ওরকম গভীরভাবে জড়িয়ে গেলে হবে না। আমাদের টিম বসে গেলে যে 
ক’জন যেটুকু সাহায্য পাচ্ছেন, তাও পাবেন না।’
‘টিম’। কত কত টিম কাজ করছে। এঁরা সংঘবদ্ধ হয়েছেন সংবেদ নামে একটি ছাতার তলায়। সেখানে কেউ কাউকে চিনতেন না, চেনেনও না পুরোপুরি। তবু অচেনা মুখগুলো একটাই মন্ত্রে ঐক্যবদ্ধ— উই শ্যাল ওভারকাম। মনখারাপ ঝেড়ে তাই উঠে পড়ে তনিমা। যোগাযোগ করে বারাসতের দেবযানীর সঙ্গে। সেখান থেকে তরঙ্গে তরঙ্গে শুশ্রূষার খবর পৌঁছে যায় দিকে দিকে। 
পিং পিং। মনোনীতা আবার ক্লান্ত হাতে বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে নেয় হাতে। মেসেজ— ‘আপনাকে আমি চিনি না। কিন্তু আমার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন, অক্সিজেন চালু হয়েছে, অনেকটা সুস্থ...। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাই তো আমাদের অক্সিজেন।’
চোখের কোণ দিয়ে তৃপ্তির নোনা জল গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে। সেই জলে নিশ্চিত বসুন্ধরা সুস্থ সুন্দর সবুজ হয়ে উঠবে। এই আশায় বুক বেঁধেছি আমরা সবাই। সাহায্যের জন্য যোগাযোগ করতে চাইলে ফেসবুকে টাইপ করুন: #সংবেদ।
08th  May, 2021
রত্নগর্ভা হয়েই থেমে নেই 
চৈতালি শান্তা প্রিয়াঙ্কা

তাঁদের প্রত্যেকের সন্তান অল্প বয়সেই সাফল্যের ছোঁয়া পেয়েছে জীবনে। তার পিছনে মায়েদের অবদান কতটা? মাদার্স ডে উপলক্ষে সেই মায়েদের কথা লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

08th  May, 2021
চোখের আড়ালেই থাকে তাদের শ্রম

শ্রমিক ধর্মঘট অথবা আন্দোলন। আট ঘণ্টা শ্রমের দাবি। শব্দগুলো সব আমাদের চেনা ও জানা। মে দিবস কী, তা কাউকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয় না। কিন্তু হতাশার বিষয় একটাই, আট ঘণ্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের সেই আন্দোলনের ১৩৫ বছর পেরিয়ে গিয়েছে, অথচ শ্রমিক বলতে এখনও আমরা শুধু পুরুষদের কথাই ভাবি। বিশদ

01st  May, 2021
গাড়ি চালিয়ে ভাগ্য জয় অনীতার

ইন্দোরের এক নিম্নবিত্ত পরিবারে অনীতা বর্মার জন্ম। অভাব আর অনটনের মাঝে তাঁকে পড়াশোনা শেখানোর স্বপ্নও দেখতে পারেননি বাবা মা। অল্প বয়সেই বরং মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন দিনমজুরের সঙ্গে। কিন্তু বিয়ের পরেও বিধি বাম। বিশদ

01st  May, 2021
ইট কাঠ কংক্রিটের শ্রমিক ফতিমা

ব্রাজিলের মেয়ে ফতিমা ওয়েলহ্যাম গতানুগতিক পেশায় যেতে চাননি কখনওই। তাঁর বরাবরই শখ ছিল দু’হাত কাজে লাগিয়ে রোজগার করবেন। তাই ২০০৮ সালে নির্মাণ শ্রমিকের কাজ শেখায় মন দিলেন। বিশদ

01st  May, 2021
দুই চাকার 
মেকানিক যমুনা

স্বামী শিল্পী। তবু সচ্ছলতা নেই তাঁর জীবনে। স্বামীর রোজগারের কোনও ঠিকঠিকানা নেই। কখনও কাজ পান, কখনও পান না। আর না পেলে সংসার চালানোই কঠিন হয়ে ওঠে ইন্দোর নিবাসী যমুনা সাগোরের। তিনি ছিলেন গৃহবধূ। কিন্তু নিদারুণ দারিদ্র্যর হাত থেকে বাঁচার জন্য একদিন পথে নেমে পড়লেন। বিশদ

01st  May, 2021
টাইগার প্রিন্সেস লতিকা

নয়ের দশকের গোড়ার দিকেও চিত্রটা বেশ অন্যরকম ছিল। মেয়েরা ততদিনে অনেকাংশেই ঘর সামলে রোজগেরে হয়ে উঠেছিল বটে, কিন্তু সেই রোজগারের কিছু নির্দিষ্ট গণ্ডি ছিল। সেই গণ্ডিগুলো আজও যে খুব একটা বদলে গিয়েছে তা নয়, তবু মেয়েরা নিজেদের কর্মদক্ষতার কারণে এখন নির্দিষ্ট বেড়া ডিঙিয়ে অনেকক্ষেত্রেই নিজেদের প্রমাণ করেছেন। বিশদ

24th  April, 2021
ভিমিও লিডার অঞ্জলি সুদ

অঞ্জলি সুদ-এর ধরনধারণ বরাবরই একটু ভিন্ন। ছোট থেকে তিনি বড্ড একরোখা। নিজে যা করবেন বলে মনে করেন সেটা করেই ছাড়েন। শুধুমাত্র ঝোঁকের বশে তিনি ম্যাসাচুসেটস বোর্ডিং স্কুলে ভর্তি হয়ে গিয়েছিলেন ১৪ বছর বয়সে। বিশদ

24th  April, 2021
ফোর্বসের মহিলা ইন্দ্রা নুয়ি

পেপসির তিনি সিইও ছিলেন। এখন অ্যামাজন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরের অন্যতম। তিনি ইন্দ্রা নুয়ি। ভারতীয় এই মহিলার জন্ম চেন্নাইতে। সেখানকার স্কুলেই পড়েছেন। তারপর ১৯৭৮ সালে ম্যানেজমেন্ট পড়ার জন্য মার্কিন দেশে পাড়ি জমান। সেখানেই শুরু হয় তাঁর পেশাদারি জীবন। বিশদ

24th  April, 2021
পাপড়ি জৈনের ভিন্ন ভাবনা

ফ্যাশন শো তো অনেক দেখেছেন, কিন্তু স্পেশাল চাইল্ডদের নিয়ে ফ্যাশন শো দেখেছেন কি? ডিজাইনার পাপড়ি জৈন সেই কাজ঩঩টিই করেছেন। গত ১৪ মার্চ, স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের সঙ্গে তিনি মঞ্চস্থ করেছেন এক বিশেষ ধরনের ফ্যাশন শো। বিশদ

24th  April, 2021
চিন্তাধারা পাল্টাক পুরুষ,
বাধাহীন হবে নারীর উন্নয়ন

নানা সাফল্য সত্ত্বেও মেয়েরা এখনও সমাজে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’। মেয়েদের উন্নতির জন্য সব স্তরেই সামাজিক ভাবনার বদল দরকার। কীভাবে সেই বদল আনা যায় সে বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’-এর প্রধান অনুরাধা কাপুর। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

17th  April, 2021
তিন দেশে  বাল্যবিবাহ রোধ

ইন্দোনেশিয়া, মিশর ও তানজানিয়া এতদিনে নারী স্বাধীনতার মর্ম বুঝেছে। সম্প্রতি এই দেশগুলির সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এখানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এমনকী, মেয়েদের শিক্ষা, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রসার ও প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত। বিশদ

17th  April, 2021
মঙ্গল অভিযানে কোমর
বেঁধেছেন বারবারা ব্রাউন

নাসার মার্স মিশনের প্রধান পদে রয়েছে আফ্রো-মার্কিন নারী বারবারা ব্রাউন। স্পেস সায়েন্স নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা। বস্তুত, স্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় রীতিমতো দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহের তাপমাত্রা, সেখানে যাওয়ার উপযুক্ত স্পেসক্রাফ্টের অন্দরসজ্জার নকশা ইত্যাদি নিয়ে তাঁর সাম্প্রতিক আগ্রহ। বিশদ

17th  April, 2021
টেসি টমাসের আকাশছোঁয়া সাফল্য

‘টেসি টমাসের নাম বলিউডের যে কোনও অভিনেতার চেয়ে অনেক বেশি ছড়ানো উচিত। তাঁর উজ্জ্বল মুখই হয়ে উঠবে নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা।’— এমন কথাই বলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। টেসি টমাস ‘অগ্নিপুত্রী’ নামেই বেশি পরিচিত। বিশদ

17th  April, 2021
একনজরে
শেষ পর্যন্ত বিস্তর টানাপোড়েনের পর আলোচনায় বসতে চেয়ে শ্রী সিমেন্ট কর্তারা বুধবার চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাবকে। ওই চিঠিতে এসসি ইস্ট বেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার বলেছেন, ‘অবিলম্বে আলোচ্য বিষয়গুলি জানান।’ ...

বাড়ির উঠোনে বেড়া দিয়ে ঘেরা ছোট্ট ঘর। সেখানে রান্না করছিলেন গৃহবধূ দীপালি সর্দার। পাশের মাটির ঘরের নিকনো বারান্দায় রাখা ফোন হঠাৎই বেজে উঠল। রান্না ফেলে ...

করোনার সংক্রমণ এড়িয়ে সুরক্ষিতভাবে বাড়িতে বসেই গয়না কেনার সুযোগ করে দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে থাকছে হরেক অফারও। ...

করোনা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠুভাবে রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু
১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু
১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৮৫৭: ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ড রসের জন্ম
১৯১৮: নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্ম
১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৬: আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের জন্ম
১৯৬২: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
১৯৬৭: ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জাকির হোসেন
১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসনের অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয়
২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ
২০০৫ - বিশিষ্ট সঙ্গীতিশিল্পী উৎপলা সেনের মৃত্যু
২০১১: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৭ টাকা ৭৪.৬৮ টাকা
পাউন্ড ১০১.৯৯ টাকা ১০৫.৫১ টাকা
ইউরো ৮৭.৪৯ টাকা ৯০.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া অহোরাত্র। রোহিণী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/১৪, সূর্যাস্ত ৬/৪/৩৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া রাত্রি ৩/৩৬। রোহিণী নক্ষত্র শেষরাত্রি ৪/৮। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
কলকাতার পর এবার হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল আজ ...বিশদ

07:43:56 PM

দুর্গাপুরে  দিদিকে গুলি, অভিযুক্ত ভাই
দুর্গাপুরে  দিদিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আজ, ...বিশদ

05:17:18 PM

ধনেখালিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিহারের দম্পতির
স্ত্রী জ্যোতিকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি আসছিলেন বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা সৌরভ ...বিশদ

04:07:09 PM

স্টাফ স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও
রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেনে এবার থেকে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। ...বিশদ

03:35:34 PM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে, শুরু নজরদারি
উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। আশঙ্কা, ...বিশদ

03:29:57 PM

পিছিয়ে গেল পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি-র প্রিলিমিনারি হওয়ার ...বিশদ

03:17:14 PM