Bartaman Patrika
আমরা মেয়েরা
 

চিন্তাধারা পাল্টাক পুরুষ,
বাধাহীন হবে নারীর উন্নয়ন

নানা সাফল্য সত্ত্বেও মেয়েরা এখনও সমাজে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’। মেয়েদের উন্নতির জন্য সব স্তরেই সামাজিক ভাবনার বদল দরকার। কীভাবে সেই বদল আনা যায় সে বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’-এর প্রধান অনুরাধা কাপুর। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।

‘সোচ বদলো, বাত বদলেগি’— অর্থাৎ চিন্তাধারা বদলালে তবেই মেয়েদের সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটবে। কাদের চিন্তাধারা? পুরুষের। পুরুষতান্ত্রিক সমাজের। এবার পুরুষের মাধ্যমে মহিলাদের উন্নত করার উদ্যোগ নিয়েছে নারীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বয়ম’। অনুরাধা কাপুর সংস্থাটির প্রতিষ্ঠাতা-অধিকর্তা। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন তিনি।  তাঁর মতে, মেয়েদের উত্তরণের জন্য সামাজিক মনোভাবের বদল প্রয়োজন। অনুরাধা বললেন, জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গসাম্য না এলে সমাজে মেয়েরা মাথা উঁচু করে স্বাধীন জীবনযাপন করতে পারবে না। ফলে নারী-স্বাধীনতার প্রথম ধাপই লিঙ্গসাম্য। অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা এবং আধুনিক মনোভাব সত্ত্বেও মেয়েরা লিঙ্গবৈষম্যের শিকার হয়। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। আর তা একমাত্র সামাজিক চিন্তাধারা বদলের মাধ্যমেই সম্ভব।   
 সমাজে যখন নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আলোচনাসভা হচ্ছে তখন লিঙ্গসাম্য কি আদৌ প্রাসঙ্গিক?
 অবশ্যই প্রাসঙ্গিক। আসলে আমাদের দেশের একটা বড় সমস্যা হল এখানে সর্বত্র একইরকম মনোভাব বা চিন্তাধারা বিরাজ করে না। কোথাও হয়তো নারী উন্নয়ন নিয়ে আলোচনা হয়, কিন্তু সমগ্র সমাজের সেটা চিত্র নয়। কোথাও কোথাও মেয়েরা এখনও বৈষম্যের অন্ধকারে পড়ে আছে। ফলে সেই সমাজের চিন্তাধারা বদলানো দরকার। আর তাই আমাদের এই প্রয়াস।
 সামাজিক এই চিন্তাধারা বদলের জন্য পুরুষের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
 পুরুষের ভূমিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রাম বা শহরতলিতে তো বটেই, এমনকী, শহরের বহু অঞ্চলেও পুরুষতান্ত্রিকতা থেকেই গিয়েছে। সেক্ষেত্রে মেয়েরা সবসময়ই পুরুষের অধীনে। ফলে পুরুষের মানসিকতা না বদলালে মেয়েদের উন্নয়ন অসম্ভব। তাই আমাদের এই কর্মসূচি মূলত পুরুষ ও পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশ্যে। তাদেরই বুঝতে হবে যে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। এবং নারী উন্নয়নের মাধ্যমেই সামাজিক উন্নতি সম্ভব। 
 সমাজের বদল কীভাবে সম্ভব?
 পুরুষতান্ত্রিকতা ও সেই ধরনের চিন্তাধারা পাল্টালেই সামাজিক বদল আসবে। আমাদের সমাজে এখনও মেয়েদের ‘দায়’ মনে করা হয়। পুত্রের আশায় বারবার সন্তানসম্ভবা হতে হয় নারীকে। স্থাবর সম্পত্তি আজও বহু পরিবারেই শুধু ছেলেকে দিয়ে যান বাবা মা। অস্থাবর সম্পত্তি ভাগের বেলাতেও প্রচুর বৈষম্য লক্ষ করা যায়। আর গ্রামে, শহরতলিতে, এমনকী, শহুরে পরিবারেও অনেক ক্ষেত্রেই মেয়ের বিয়ের সময় যৌতুক দিতে হয় বাবাকে। ‘কন্যাদায়গ্রস্ত পিতা’ এই শব্দবন্ধটি আজও বহুল প্রচলিত। এরপরও বলবেন মেয়েরা বৈষম্যের শিকার নয়?
 আপনার কী মনে হয়, মেয়েদের ওপর বৈষম্য সমাজের কোন কোন স্তরে সবচেয়ে বেশি?
 আমার তো মনে হয় সমাজের সব স্তরেই লিঙ্গবৈষম্য আছে। তার তারতম্য অবশ্যই আছে। কিন্তু কোনও স্তরেই মেয়েরা সম্পূর্ণ স্বাধীন নয়। সমাজের কোথাও মেয়েরা পুরুষের সমকক্ষ নয়। অশিক্ষিত বা অল্পশিক্ষিত সমাজে হয়তো বৈষম্য বেশি মাত্রায় প্রকট, কিন্তু সমাজের উচ্চস্তরের শিক্ষিত পরিবারেও কন্যা অপেক্ষা পুত্রের কদর বেশি। এবং এই চিন্তাধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যুগ বদলাচ্ছে, জীবন পাল্টাচ্ছে, তবু চিন্তাধারার বদল হচ্ছে না। তাই সেই চিন্তাধারা বা ‘সোচ’ বদলানোর জন্যই আমাদের এই কর্মসূচির আয়োজন।
 আপনাদের গবেষণা অনুযায়ী এই বৈষম্যের উৎস কোথায়?
 আসলে এটা একটা ‘প্রিকন্ডিশনড নোশন’। অর্থাৎ মেয়েরা পুরুষের অধীনে এবং পুরুষ আসলে পরিবারের চালকশক্তি— এই ধারণাটা আমাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছে। ছেলেদের ওপরেও কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ছোট থেকেই তাকে ‘বীর’ হতে শেখানো হয়। কাঁদলে তার মা-ই ধমকে বলেন, ‘মেয়েদের মতো কাঁদছিস কেন?’ ফলে সে একদম অল্প বয়সেই বুঝে যায় যে তাকে শক্ত হতে হবে, আবেগ দেখানো চলবে না। অতএব তার চরিত্রে উচ্ছ্বাস থাকবে না, দুঃখ পেলেও তা চেপে যেতে হবে। কেননা, এসবই চারিত্রিক দুর্বলতার লক্ষণ। উল্টোদিকে মেয়েদের কান্নাকাটি, অতিরিক্ত উচ্ছ্বাস সবই চরিত্রের সঙ্গে মানিয়ে যায়। তারাও ছোট থেকেই বাবার ওপর নির্ভর করতে দেখে মায়েদের। ফলে অন্যের ওপর নির্ভরতার বীজ মেয়েদের মনে একদম অল্প বয়সেই বপন করা হয়। আমরা এই স্টিরিওটাইপগুলো ভেঙে দিতে চাই। গতানুগতিকতার বাইরেও যে একটা পৃথিবী আছে, একটা সমাজ আছে— সেটাই পুরুষ ও নারী উভয়ের সম্মুখে তুলে ধরতে চাই। 
 মেয়েদের পাশাপাশি কি ছেলেদেরও শিক্ষিত করে তুলবে স্বয়মের এই উদ্যোগ?
 অবশ্যই। দেখুন, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। আগেও বলেছি সেখানে পুরুষের চিন্তাধারা যতক্ষণ না বদলাবে, ততক্ষণ সমাজের পরিবর্তন অসম্ভব। ফলে প্রাথমিকভাবে পুরুষদের শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের এই উদ্যোগের মাধ্যমে। সত্যি বলতে কী, আমরা এবার ছেলেদের নিয়েই কাজ করছি। 
 কীরকম? আর একটু বিস্তারিত বলুন না।
 আমাদের উদ্যোগে শেখানো হচ্ছে মেয়েরা পুরুষের পরিপূরক। ফলে মেয়েদের শেখানো হবে তারা ছেলেদের সমকক্ষ। পুরুষও যে মেয়েদেরই সমকক্ষ, তা ভাবতে শেখানো হবে ছেলেদের। আমি বিশ্বাস করি চিন্তাধারার এই পরিবর্তনের মাধ্যমে ছেলেদের জীবনও বদলানো যাবে। আমাদের পরিকাঠামোর মধ্যেই এমন বদল দেখা গিয়েছে। যেমন যে স্তরের নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা সক্রিয় হয়েছি, সেখানে পুরুষের জীবনেও আমূল পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তন অবশ্যই ভালোর জন্য। এবার আমরা দু’টি ছবি তৈরি করেছি এই উদ্যোগের জন্য। প্রতিটিতে পুরুষকে উন্নতমনস্ক হিসেবে দেখানো হয়েছে। এবং সেই উন্নত চিন্তাধারাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। 
 সমাজে এই যে বৈষম্য তার জন্য মেয়েরা কি নিজেরাও খানিকটা দায়ী?
 আমার তা মনে হয় না। বরং বলব সমাজই এর জন্য দায়ী। কারণ মেয়েদের কখনও পুরুষের সমকক্ষ ভাবাই হয় না। সবসময় পুরুষের অধীনে রাখা হয় তাদের। এবং এইভাবে তাদের মনেও এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছে যে ঘরে-বাইরে সর্বত্র পুরুষই চালকশক্তি আর মেয়েরা তাদের অধীনে। কিন্তু সামাজিক চিন্তার পরিবর্তন এনে দেখুন, মেয়েদের জীবনটাই বদলে যাবে।
 সমাজে একটা ধারণা রয়েছে, মেয়েরা নাকি দায়িত্ব নিতে অক্ষম...।
 এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আমাদের অক্লান্ত লড়াই। সমাজ ভেবে নিল মেয়েরা দায়িত্ব নিতে অক্ষম আর ব্যস, ওমনি মেয়েরা অক্ষম হয়ে গেল! মেয়েদের কাঁধে একবার দায়িত্ব দিয়েই দেখা হোক না, মেয়েরা তা সামলাতে পারে কি না? না পারলে তখন তাদের দিকে আঙুল তুলবেন। কিন্তু আমরা তো আগে থেকেই গতানুগতিক চিন্তাভাবনার শিকার হয়ে রয়েছি। আরে মেয়েরা যদি দায়িত্ব নিতে না-ই পারবে তাহলে সংসার সামলে রোজগার করছে কীভাবে? শুধু তা-ই নয়, সংসারের খুঁটিনাটি সব দায়িত্ব এতদিন ধরে মেয়েরা পালনই বা করছে কীভাবে? ফলে ওই দায়িত্ব নিতে না পারার ‘অপবাদ’ আসলে মেয়েদের দমিয়ে রাখার কৌশল।
 গতানুগতিকতা বদলের মাধ্যমে পুরুষের জীবন কীভাবে বদলাচ্ছে?
 গতানুগতিক শক্ত চরিত্রের বর্মটা ছেলেদের গা থেকে খুলে দিয়ে দেখেছি তারা একটা স্বাভাবিক পারিবারিক সম্পর্কের মধ্যে প্রবেশ করছে। যেমন, একটি ছেলে তার মাকে বাড়িতে রান্নার লোকের ভূমিকায় দেখেই অভ্যস্ত ছিল। সেও তার মায়ের সঙ্গে সেভাবেই ব্যবহার করত। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সে বুঝতে পেরেছে যে মায়ের ভূমিকা সংসারে শুধুই রান্না নয়। বরং তিনি রান্না করেন বলেই সে খেয়ে-পরে বেঁচে আছে। চিন্তাধারার এই পরিবর্তনের কারণেই আজ তার নিজের মায়ের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে। সে মায়ের সঙ্গে সময় কাটায়, তার সারাদিনের খোঁজখবর নেয়, নিজের কাজ নিয়ে আলোচনা করে। এর ফলে শুধু বাড়ির মহিলাটিরই নয়, ছেলেটির জীবনও কিন্তু উন্নত হয়েছে। এইভাবেই গতানুগতিকতা বদলের সঙ্গে সঙ্গে নারী এবং পুরুষ দু’জনের জীবনই বদলানো সম্ভব।
 সামাজিক কোন স্তর থেকে পুরুষ ও মহিলাদের বেছে  নেন আপনারা?
 সমাজের সর্বস্তরেই আমাদের বিস্তার রয়েছে। যেখানে প্রয়োজন হয়, আমরা সেখানেই হাজির হয়ে যাই।
 আপনাদের উদ্যোগে পুরুষরা কীভাবে কাজ করছে?
 পুরুষদের চিন্তাধারার বদল হচ্ছে। তারপর তারাই বিভিন্ন কর্মশালার আয়োজন করছে, কিছু ক্ষেত্রে ছোট ছোট গ্রুপ তৈরি করে পুরুষরা কিছু সেমিনারের আয়োজন করছে। এইভাবে সামাজিক চিন্তাধারার বদলের পিছনে পুরুষদের সক্রিয় ভূমিকা রয়েছে। পরবর্তীতে আরও বেশিমাত্রায় তাদের সক্রিয় অবদান থাকবে বলেই আমার বিশ্বাস। 
পয়লা বৈশাখের আগে এই উদ্যোগ শুরু করেছি। এরপর সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগ আমরা এগিয়ে নিয়ে যাব। এবং সেই কর্মশালায় পুরুষরাও আমাদের পাশে থাকবে বলেই আমার বিশ্বাস। কারণ মহিলাদের উন্নতির জন্য পুরুষের সক্রিয় অবদান খুবই জরুরি। আমি বিশ্বাস করি এই পৃথিবীর উন্নতির জন্য পুরুষ ও মহিলা সমদায়িত্বের অধিকারী। তাই শুধুই মেয়েদের মানসিক গঠন ও চিন্তাধারার পরিবর্তন আনলে চলবে না, পাশাপাশি পুরুষদের চিন্তারও উন্নতি দরকার। তবেই না সমাজ এগবে! 
 
17th  April, 2021
রত্নগর্ভা হয়েই থেমে নেই 
চৈতালি শান্তা প্রিয়াঙ্কা

তাঁদের প্রত্যেকের সন্তান অল্প বয়সেই সাফল্যের ছোঁয়া পেয়েছে জীবনে। তার পিছনে মায়েদের অবদান কতটা? মাদার্স ডে উপলক্ষে সেই মায়েদের কথা লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

08th  May, 2021
তুমি মায়ের মতোই ভালো

করোনাকালের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মায়ের মতো যত্ন দেওয়ার চেষ্টা করছেন চার কন্যা। তাঁদের কথা লিখেছেন রজত চক্রবর্তী। বিশদ

08th  May, 2021
চোখের আড়ালেই থাকে তাদের শ্রম

শ্রমিক ধর্মঘট অথবা আন্দোলন। আট ঘণ্টা শ্রমের দাবি। শব্দগুলো সব আমাদের চেনা ও জানা। মে দিবস কী, তা কাউকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয় না। কিন্তু হতাশার বিষয় একটাই, আট ঘণ্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের সেই আন্দোলনের ১৩৫ বছর পেরিয়ে গিয়েছে, অথচ শ্রমিক বলতে এখনও আমরা শুধু পুরুষদের কথাই ভাবি। বিশদ

01st  May, 2021
গাড়ি চালিয়ে ভাগ্য জয় অনীতার

ইন্দোরের এক নিম্নবিত্ত পরিবারে অনীতা বর্মার জন্ম। অভাব আর অনটনের মাঝে তাঁকে পড়াশোনা শেখানোর স্বপ্নও দেখতে পারেননি বাবা মা। অল্প বয়সেই বরং মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন দিনমজুরের সঙ্গে। কিন্তু বিয়ের পরেও বিধি বাম। বিশদ

01st  May, 2021
ইট কাঠ কংক্রিটের শ্রমিক ফতিমা

ব্রাজিলের মেয়ে ফতিমা ওয়েলহ্যাম গতানুগতিক পেশায় যেতে চাননি কখনওই। তাঁর বরাবরই শখ ছিল দু’হাত কাজে লাগিয়ে রোজগার করবেন। তাই ২০০৮ সালে নির্মাণ শ্রমিকের কাজ শেখায় মন দিলেন। বিশদ

01st  May, 2021
দুই চাকার 
মেকানিক যমুনা

স্বামী শিল্পী। তবু সচ্ছলতা নেই তাঁর জীবনে। স্বামীর রোজগারের কোনও ঠিকঠিকানা নেই। কখনও কাজ পান, কখনও পান না। আর না পেলে সংসার চালানোই কঠিন হয়ে ওঠে ইন্দোর নিবাসী যমুনা সাগোরের। তিনি ছিলেন গৃহবধূ। কিন্তু নিদারুণ দারিদ্র্যর হাত থেকে বাঁচার জন্য একদিন পথে নেমে পড়লেন। বিশদ

01st  May, 2021
টাইগার প্রিন্সেস লতিকা

নয়ের দশকের গোড়ার দিকেও চিত্রটা বেশ অন্যরকম ছিল। মেয়েরা ততদিনে অনেকাংশেই ঘর সামলে রোজগেরে হয়ে উঠেছিল বটে, কিন্তু সেই রোজগারের কিছু নির্দিষ্ট গণ্ডি ছিল। সেই গণ্ডিগুলো আজও যে খুব একটা বদলে গিয়েছে তা নয়, তবু মেয়েরা নিজেদের কর্মদক্ষতার কারণে এখন নির্দিষ্ট বেড়া ডিঙিয়ে অনেকক্ষেত্রেই নিজেদের প্রমাণ করেছেন। বিশদ

24th  April, 2021
ভিমিও লিডার অঞ্জলি সুদ

অঞ্জলি সুদ-এর ধরনধারণ বরাবরই একটু ভিন্ন। ছোট থেকে তিনি বড্ড একরোখা। নিজে যা করবেন বলে মনে করেন সেটা করেই ছাড়েন। শুধুমাত্র ঝোঁকের বশে তিনি ম্যাসাচুসেটস বোর্ডিং স্কুলে ভর্তি হয়ে গিয়েছিলেন ১৪ বছর বয়সে। বিশদ

24th  April, 2021
ফোর্বসের মহিলা ইন্দ্রা নুয়ি

পেপসির তিনি সিইও ছিলেন। এখন অ্যামাজন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরের অন্যতম। তিনি ইন্দ্রা নুয়ি। ভারতীয় এই মহিলার জন্ম চেন্নাইতে। সেখানকার স্কুলেই পড়েছেন। তারপর ১৯৭৮ সালে ম্যানেজমেন্ট পড়ার জন্য মার্কিন দেশে পাড়ি জমান। সেখানেই শুরু হয় তাঁর পেশাদারি জীবন। বিশদ

24th  April, 2021
পাপড়ি জৈনের ভিন্ন ভাবনা

ফ্যাশন শো তো অনেক দেখেছেন, কিন্তু স্পেশাল চাইল্ডদের নিয়ে ফ্যাশন শো দেখেছেন কি? ডিজাইনার পাপড়ি জৈন সেই কাজ঩঩টিই করেছেন। গত ১৪ মার্চ, স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের সঙ্গে তিনি মঞ্চস্থ করেছেন এক বিশেষ ধরনের ফ্যাশন শো। বিশদ

24th  April, 2021
তিন দেশে  বাল্যবিবাহ রোধ

ইন্দোনেশিয়া, মিশর ও তানজানিয়া এতদিনে নারী স্বাধীনতার মর্ম বুঝেছে। সম্প্রতি এই দেশগুলির সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এখানে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এমনকী, মেয়েদের শিক্ষা, স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রসার ও প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত। বিশদ

17th  April, 2021
মঙ্গল অভিযানে কোমর
বেঁধেছেন বারবারা ব্রাউন

নাসার মার্স মিশনের প্রধান পদে রয়েছে আফ্রো-মার্কিন নারী বারবারা ব্রাউন। স্পেস সায়েন্স নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা। বস্তুত, স্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় রীতিমতো দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহের তাপমাত্রা, সেখানে যাওয়ার উপযুক্ত স্পেসক্রাফ্টের অন্দরসজ্জার নকশা ইত্যাদি নিয়ে তাঁর সাম্প্রতিক আগ্রহ। বিশদ

17th  April, 2021
টেসি টমাসের আকাশছোঁয়া সাফল্য

‘টেসি টমাসের নাম বলিউডের যে কোনও অভিনেতার চেয়ে অনেক বেশি ছড়ানো উচিত। তাঁর উজ্জ্বল মুখই হয়ে উঠবে নতুন প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা।’— এমন কথাই বলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। টেসি টমাস ‘অগ্নিপুত্রী’ নামেই বেশি পরিচিত। বিশদ

17th  April, 2021
একনজরে
করোনার সংক্রমণ এড়িয়ে সুরক্ষিতভাবে বাড়িতে বসেই গয়না কেনার সুযোগ করে দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে থাকছে হরেক অফারও। ...

শিলিগুড়িতে ফের ভাঙন ধরল বামফ্রন্টে। বিধানসভা ভোটে অশোক ভট্টাচার্যের ভরাডুবির দু’সপ্তাহের মধ্যে বুধবার বামফ্রন্ট ত্যাগ করলেন দুই নেতা। তাঁরা হলেন আরএসপির রামভজন মাহাত ও সিপিএমের ...

বাড়ির উঠোনে বেড়া দিয়ে ঘেরা ছোট্ট ঘর। সেখানে রান্না করছিলেন গৃহবধূ দীপালি সর্দার। পাশের মাটির ঘরের নিকনো বারান্দায় রাখা ফোন হঠাৎই বেজে উঠল। রান্না ফেলে ...

করোনা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠুভাবে রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু
১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু
১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৮৫৭: ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক রোনাল্ড রসের জন্ম
১৯১৮: নৃত্যশিল্পী বালাসরস্বতীর জন্ম
১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৬: আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা আধ্যাত্মিক নেতা শ্রীশ্রী রবিশঙ্করের জন্ম
১৯৬২: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সর্বপল্লি রাধাকৃষ্ণাণ
১৯৬৭: ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন জাকির হোসেন
১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশদ্ভূত এলিসনের অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয়
২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ
২০০৫ - বিশিষ্ট সঙ্গীতিশিল্পী উৎপলা সেনের মৃত্যু
২০১১: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৬৭ টাকা ৭৪.৬৮ টাকা
পাউন্ড ১০১.৯৯ টাকা ১০৫.৫১ টাকা
ইউরো ৮৭.৪৯ টাকা ৯০.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া অহোরাত্র। রোহিণী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/১৪, সূর্যাস্ত ৬/৪/৩৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২৯ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১। দ্বিতীয়া রাত্রি ৩/৩৬। রোহিণী নক্ষত্র শেষরাত্রি ৪/৮। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৬ মধ্যে। 
৩০ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
কলকাতার পর এবার হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল আজ ...বিশদ

07:43:56 PM

দুর্গাপুরে  দিদিকে গুলি, অভিযুক্ত ভাই
দুর্গাপুরে  দিদিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আজ, ...বিশদ

05:17:18 PM

ধনেখালিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিহারের দম্পতির
স্ত্রী জ্যোতিকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি আসছিলেন বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা সৌরভ ...বিশদ

04:07:09 PM

স্টাফ স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও
রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশাল’ ট্রেনে এবার থেকে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। ...বিশদ

03:35:34 PM

গঙ্গায় মৃতদেহ ভেসে আসতে পারে, শুরু নজরদারি
উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে অসংখ্য মৃতদেহ। আশঙ্কা, ...বিশদ

03:29:57 PM

পিছিয়ে গেল পরীক্ষা
করোনার জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা। ইউপিএসসি-র প্রিলিমিনারি হওয়ার ...বিশদ

03:17:14 PM