Bartaman Patrika
আমরা মেয়েরা
 

এবার ভার্চুয়াল শারদোৎসব 

পুজোর দিনে নিজের দেশ, নিজের শহর থেকে দূরে থাকার যন্ত্রণা রয়েছে ঠিকই। তবু পরবাসেও আনন্দময়ীর সঙ্গ খুঁজে নিয়েছেন বিলেতবাসী মৌসুমী চট্টোপাধ্যায়। লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটির এই ফেলো জানালেন তাঁর পুজোর অভিজ্ঞতার কথা।


ইউকে এসেছিলাম ২০১৫ সালের মার্চ মাসে। এসেছিলাম স্বামী আর বছর চারেকের ছোট্ট ছেলেকে নিয়ে কাজের সূত্রে। এসে ঠিকমতো বাড়ি গুছিয়ে, স্বামীর চাকরি আর ছেলের স্কুল সামলে উঠতে উঠতেই দেখি পুজোর সময় এসে হাজির। সদ্য দেশ ছেড়ে এসে স্বাভাবিকভাবেই খুব মনখারাপ। কলকাতার পুজো মিস করছি। তখনই আমরা আশপাশের পুজোর ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করেছিলাম। আমার উৎসাহ ছিল সবথেকে বেশি। দুর্গাপুজো কিছুতেই মিস করা যাবে না। ইন্টারনেটে দেখে আর ছেলের স্কুলের আর এক বাঙালি পরিবারের সঙ্গে আলাপ হওয়ার সূত্রে জানতে পারি যে ইংল্যান্ডের রেডিং শহরে একটা বেশ বড় দুর্গাপুজো হয়, সেটাই বার্কশায়ার অঞ্চলের অন্যতম সেরা উৎসব। তারপর আর অপেক্ষা করতে হয়নি। একে-ওকে জিজ্ঞেস করে ষষ্ঠীর দিন সকাল সকাল একদম পুজোর জায়গায় চলে গেলাম। পরিচয়পর্ব সেরে সবার সঙ্গে মণ্ডপসজ্জার কাজে হাত লাগিয়েছিলাম। রেডিংয়ে বেঙ্গলি কালচারাল সোসাইটির (বিসিএস) সঙ্গে আমার যোগসূত্রের এটাই ছিল প্রথম ধাপ।
এরপর আমার নিজের আগ্রহ আর বিসিএসের পুজো কমিটির সদস্যদের আন্তরিক ব্যবহার এই পুজোর সঙ্গে আমার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া ঠেকাতে পারেনি। সবাইকে কাছে টেনে নেওয়া আন্তরিক এই পুজো কিন্তু বেশিদিনের নয়। ২০১৩ সালে রেডিংয়ে বেঙ্গলি কালচারাল সোসাইটির সদস্যরা প্রথম এই দুর্গাপুজো শুরু করেন। এই পুজোর প্রধান আকর্ষণ, বিরাট জনসমাগম। ২০১৯ সালের তথ্য অনুযায়ী অন্তত ছ’হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন এই পুজোয়।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর আমার পুজো কেটেছে হইহই করে। বিসিএস-এর বন্ধুদের সঙ্গে শাড়ি, সাজগোজ, সেলফি, গল্প, ভুড়িভোজ, পুজোর জোগাড়ে হাত লাগানো, মালা গাঁথা, আর সবাই মিলে গোল করে বসে আড্ডা। সবচেয়ে ভালো লাগা ২০১৬ সালে আমার ছেলের বটুক পুজো ঘিরে। সাবেকি পুজোর রীতি মেনে অষ্টমী তিথিতে কুমারীরূপী চিন্ময়ী মা দুর্গার পুজো হয়। আর তার সঙ্গে বালকরূপী শিবশক্তিকে বটুক পুজো করা হয়। এই পুজো থেকে আর একটা দারুণ প্রাপ্তি আমার স্কুলের বান্ধবীকে ফিরে পাওয়া। এতগুলো বছর পরে বিদেশের ব্যস্ত জীবনে সারা বছর দেখা না হলেও পুজো উপলক্ষে দুই স্কুলফ্রেন্ডের দেখা আর আড্ডা হয় প্রতি বছরই।
এবার আসি এই পুজোর বিশেষত্বে। দেশের বাইরে থেকেও একদম শুদ্ধ দেশীয় মতে সন্ধিপুজো, অঞ্জলি, ধুনুচি নাচ, দেবীবরণ, সিঁদুর খেলা, প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, ট্যালেন্ট শো, ফ্যাশন শো সব মিলিয়ে কলকাতার যে কোনও বড় পুজোকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই পুজো। প্রতি বছর থাকে স্কুল এগজিবিশন ও নানা কেনাকাটার স্টল। ছোটদের জন্য নানারকম শিক্ষামূলক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থাও থাকে। আর থাকে বিভিন্ন খাবারের স্টল। এখানকার স্টলগুলোয় নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, স্ট্রিট ফুড, খাঁটি বাঙালি খানা, মোগলাই, কলকাতা স্টাইলে রোল, চপ, কাবাব, বিরিয়ানি, মিষ্টি ও আরও নানা ধরনের জিভে জল আনা খাবার থাকে। তাই আমাদের রসনাতৃপ্তিতে কোনও অসুবিধেই নেই। বিগত ছ’বছর ধরে রেডিং শারদোৎসব বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাইকে উৎসবের আনন্দে মাতিয়ে রেখেছে। ফি বছর প্রধান অতিথি হিসেবে নানা বিশিষ্টজন যেমন, পার্লামেন্ট মেম্বার বা লোকাল অথরিটির প্রতিনিধিরা এই পুজোয় যোগ দেন। এছাড়া আছে মায়ের ভোগ বিতরণ ও দু’বেলা পাত পেতে ভুড়িভোজ।
এত কিছুর মধ্যেও আমার দুর্গাপুজো শুধু রেডিংয়ে সীমাবদ্ধ নয়। কলকাতার মতো প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার সুবিধা এই দেশে নাই থাকুক, কিন্তু আশপাশের আরও কিছু পুজো বেশ জমজমাট করে দেয় আমার পুজোর রুটিন। কীরকম? ২০১৯-এর হিসেব অনুযায়ী শুধু লন্ডন ও তার আশপাশের পুজোর সংখ্যা প্রায় ২৫ (গোটা ইউনাইটেড কিংডমে দুর্গাপুজোর সংখ্যা ছড়িয়েছিটিয়ে প্রায় ৬১)। এর মধ্যে কিছু পুজো কমিটি উইকেন্ড দেখে পুজো করে, কিছু আবার একদম দেশের সময় অনুযায়ী। এরকম একবার বিসিএসের পুজো হইহই করে কাটানোর পরে সপ্তাহাম্তে আমরা লন্ডন পুজোপরিক্রমায় গিয়েছিলাম। ভীষণ মজা হয়েছিল। সে বছর আমার মা-বাবাও কলকাতা থেকে এসেছিলেন। সবাই মিলে প্রায় দু’সপ্তাহ পুজোর আনন্দে মেতেছিলাম। আমাদের সেবারের তালিকায় ছিল রয়্যাল বার্কশায়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো, হন্সলো প্রবাসী পুজো, লন্ডন শারদোৎসব— এমন নানা পুজো। এছাড়া প্রায় ৩০ মাইলের মধ্যে স্লাওয়ের নতুন পুজো আমার খুব পছন্দের।
তবে এবার বিশ্বব্যাপী অতিমারীর প্রকোপে আমরা সবাই গৃহবন্দি। নিত্যনতুন নিয়মের সৌজন্যে ইউকে-তে প্রায় সবরকম জনসমাগম বন্ধ। শেষবেলায় এল নতুন রেগুলেশন। কোনও জায়গায় ছ’জনের বেশি জমায়েত কোনওভাবেই করা যাবে না।
দুর্গাপুজো তো জনসমাগম ছাড়া সম্ভবই নয়। তাহলে কী উপায়?
আমাদের বিসিএসের পুজো আরও কিছু ইউকে পুজোকমিটির সঙ্গে একমত হয়ে জনসমাবেশের নতুন আইন মেনে পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। জনস্বার্থে স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে নিউ নর্মাল অনুযায়ী আমাদের পুজো হবে ভার্চুয়াল ফোরামে। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানো।
কিন্তু তাতে কী? প্রবাসীদের উৎসাহ অবশ্য কিছু কমেনি। রেডিং শারদোৎসবের পুজো হবে ২১ থেকে ২৫ অক্টোবর, ২০২০। নিয়ম মেনে আমাদের পুরোহিতেরা পুজো করবেন নিজ নিজ বাড়িতেই। পুজো অনলাইনে লাইভস্ট্রিম করা হবে সদস্যদের জন্য। আর হ্যাঁ, মায়ের ভোগও পাওয়া যাবে অগ্রিম বুকিং করে!
জোর কদমে কালচারাল প্রোগ্রামের মহড়া চলছে, সেটাও লাইভস্ট্রিম করেই দেখানো হবে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমার মতো অগুনতি প্রবাসী বাঙালি অধীর আগ্রহে পুজোর দিন গুনছে। দেশের পুজোর খবর ও আপডেটের দিকেও তাকিয়ে আছি আমরা। প্রার্থনা করব, আনন্দময়ীর আগমনে পৃথিবীর সব রোগ, দুঃখ, ভয়, গ্লানি যেন দূর হয়। আসছে বছর আবার এসো মা, এক সুন্দর করোনামুক্ত পৃথিবীতে।
অনুলিখন: অন্বেষা দত্ত
(দুর্গার ছবি: অরিজিৎকমল মান্না) 
03rd  October, 2020
দুর্গা দুর্গতিনাশিনী
চৈতন্যময় নন্দ

দুর্গ বা সংকট হতে যিনি সকলকে উদ্ধার করেন তিনিই দুর্গা। বাংলার মাতৃদুর্গা সারা ভারতে নানা মূর্তিতে অধিষ্ঠিতা, ভিন্ন ভিন্ন নামে পরিচিতা। পুরীধামে তিনি পূজিতা বিমলা নামে, গুজরাতে ‘অম্বা’ ‘হিঙ্গলা’ ও ‘রুদ্রাণী’ নামে, বিন্ধ্যচলে বিন্ধ্যাবাসিনী, কুরুক্ষেত্রে ভদ্রকালী, বৃন্দাবনে কাত্যায়নী, কামরূপে কামাখ্যা, জম্মুতে বৈষ্ণোদেবী, কন্যা কুমারিকায় কন্যাকুমারী, বারাণসীতে অন্নপূর্ণা, বিজয়ওয়াড়ায় কনকদুর্গা, বৈদ্যনাথে জয়দুর্গা, রাজস্থানে ভবানী আর হিমালয়ে নন্দা।  বিশদ

17th  October, 2020
মায়ের মূর্তি গড়েন কুমোরটুলির কন্যারা 

মাঝে মাত্র চারটে দিন। তারপরেই দুর্গাষষ্ঠী। কুমোরটুলির পোটো পাড়ায় এখন ব্যস্ততা অনেকটাই। কোনও প্রতিমার গায়ে রঙের শেষ প্রলেপ পড়ছে, কেউ বা শাড়ি গয়না পরে মণ্ডপের পথে রওনা দেওয়ার জন্য রেডি। চলুন আজ এমন কয়েকজন মৃৎশিল্পীর সঙ্গে আলাপ করা যাক, যাঁরা প্রথা ভেঙে প্রবেশ করেছিলেন এই পেশায়। হ্যাঁ, আমাদের গন্তব্য আজ কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীদের ওয়ার্কশপ।   বিশদ

17th  October, 2020
পুজোয় দেবী ‘বাক্সবন্দিনী’ 

প্রবাসে এবছর পুজোটাই হারিয়ে গেল! ছেঁড়া তমসুক হাতে নিয়ে বাস্তুহারার মতো নিথর হয়ে রইল ‘চালের প্রতিমা’! আমাদের এই অবরুদ্ধ ‘কালের প্রতিমা’! লিখেছেন শুভঙ্কর মুখোপাধ্যায় 
বিশদ

10th  October, 2020
মেয়ের হাতে মাতৃবন্দনা 

দুর্গাপুজো নারীর শক্তি রূপের আরাধনা। তবু সেই পুজোর পৌরোহিত্যে মেয়েরাই বাদ! কেন? অনিতা মুখোপাধ্যায় ও নন্দিনী ভৌমিক, দুই মহিলা পুরোহিতের সঙ্গে কথা বলে উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

10th  October, 2020
গানে মোর কোন ইন্দ্রধনু 

আগামী কাল ৯০ বছরে পা দিচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতায় সুমন গুপ্ত।আগামী কাল আপনি ৮৯ পার করে ৯০-এ পড়ছেন। কেমন লাগছে?
বিশদ

03rd  October, 2020
ঢাকে বোল তোলেন মহিলারা

নিজে হাতে ঢাক বাজিয়ে এখন পুরুষদের পাশাপাশি নেচে উঠছেন মেয়েরাও। পুজো প্যান্ডেলে তাই মহিলা ঢাকিদের কদর বাড়ছে। মহিলাদের কাঁধে উঠছে শৌখিন ঢাক। লিখেছেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

26th  September, 2020
বাঁধাগতটা বদলানো দরকার

মেয়েদের প্রথা ভাঙা পেশা ঢাক শিল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়াল যমুনা ঢাকি। চরিত্রটিতে অভিনয়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনালেন শ্বেতা ভট্টাচার্য। বিশদ

26th  September, 2020
নারী-উন্নয়নই আমার লক্ষ্য: সুনীরা চামারিয়া 

ফিকি (এফএলও)-র চেয়ারপার্সন সুনীরা চামারিয়া জানালেন সমাজে মেয়েদের অবস্থার পরিবর্তন করাই তাঁর অন্যতম উদ্দেশ্য। কিন্তু কীভাবে? তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনায় কমলিনী চক্রবর্তী।   বিশদ

19th  September, 2020
ব্যাঘ্রবাহিনীর কন্যা তিনি 

সিংহের ওপরে মা দুর্গাকে দেখেছেন তো অনেকেই। কিন্তু বাঘের ওপরে আসীন মা? উত্তর কলকাতার কুণ্ডুবাড়িতে গেলে দর্শন পাবেন ব্যাঘ্রবাহিনী দুর্গার। করোনা সংকটে এই বছর জাঁকজমক কিছুটা কম হলেও পুজো হচ্ছে। এবার তাঁদের শারদোৎসব ১২ বছরে পা দিচ্ছে। বাঘের সঙ্গে মা দুর্গার মেলবন্ধনের গল্পটা শোনালেন বাড়ির গিন্নি সুচন্দ্রা কুণ্ডু। লিখেছেন অন্বেষা দত্ত।  বিশদ

19th  September, 2020
 রন্ধনে লক্ষ্মীলাভ

ঘরে রেঁধে বেড়েই ক্ষান্ত দেননি তাঁরা। বরং নিজেদের হেঁশেল থেকেই শুরু করেছেন ব্যবসা। তেমনই কিছু ঘরোয়া রন্ধন ব্যবসায়ীর কথা শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

12th  September, 2020
 বাঙালির ঘরের মেয়ে দুর্গা

মহালয়ার শুভক্ষণ সমাগত। সপ্তাহ পার হলেই পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। লোকবিশ্বাসে দেবী আরাধনার সূচনা হয়ে যায় মহালয়ার দিন থেকেই । লিখেছেন পূর্বা সেনগুপ্ত। বিশদ

12th  September, 2020
 এখন মেয়েরা

 জনপ্রিয় ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং সম্প্রতি তাঁর উপবাসের কথা প্রকাশ করেছেন। তিনি উপবাসের রুটিন শুরু করেছিলেন ১২ ঘণ্টা দিয়ে, সেটা বাড়াতে বাড়াতে এখন ৪০ ঘণ্টায় পৌঁছে গিয়েছে। ২ দিনের কাছাকাছি সময় তিনি কিচ্ছুটি খান না! কেবল জল আর অন্য কোনও পানীয় এই ৪০ ঘণ্টার উপবাসে তাঁর সঙ্গী। বিশদ

12th  September, 2020
মায়েদের ভালো রাখতে 

অন্তঃসত্ত্বা মায়েদের পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের যথাযথ পুষ্টি না হলে সন্তানের বৃদ্ধিও ঠিকমতো হবে না। তাই এই অবস্থায় কী কী বিষয় খেয়াল রাখবেন, তা নিয়ে বিশদ জানালেন গাইনোকলজিস্ট অভিনিবেশ চট্টোপাধ্যায়।  বিশদ

05th  September, 2020
ছোটবেলা থেকেই গড়ে দিতে হবে মেয়েদের স্বাস্থ্য 

শৈশব থেকেই কন্যাসন্তানের ডায়েটে গুরুত্ব দিতে হবে। কারণ সে-ই পরবর্তীতে সংসারের কর্ত্রী, ভাবী মা। তার স্বাস্থ্যের ভিত মজবুত হওয়া দরকার। লাইফস্টাইল ও ডায়েট কনসালট্যান্ট রূপশ্রী চক্রবর্তীর পরামর্শ শোনাচ্ছেন সোমা লাহিড়ী।  বিশদ

05th  September, 2020
একনজরে
বংশপরম্পরায় আজও মহানায়ক উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী প্রতিমা তৈরি করে চলেছেন কুমোরটুলির একটি নির্দিষ্ট শিল্পী পরিবার। পটুয়াপাড়ার ৪০/১, বনমালি সরকার স্ট্রিটে মৃৎশিল্পী জয়ন্ত পালের ঘরে জোরকদমে ...

করোনা আবহেও লক্ষ্মীর আরাধনার বাজেটে খামতি পড়েনি। এমনকী বাইরে থেকে চাঁদা আদায়ও নয়। গ্রামবাসীরাই বছরভর মাটির ভাঁড়ে যে টাকা জমিয়েছেন, তাতেই হচ্ছে পুজোর আয়োজন। ...

সংবাদদাতা, পতিরাম: ১৯৩৩ সালের ২৮ অক্টোবর। অবিভক্ত ভারতের হিলি স্টেশনে দার্জিলিং মেলে লুটপাট চালিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। দেশের স্বাধীনতা আন্দোলনের কাজে লেগেছিল সেই ‘লুটের টাকা’।   ...

‘দরওয়াজা বন্ধ’ করেই অনুশীলন করাতে পছন্দ করেন এটিকে মোহন বাগানের হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। গতবার সল্টলেক স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস মাঠে এরকমই চিত্র দেখা গিয়েছিল। এবার গোয়াতে আইএসএলের প্রস্তুতি নিচ্ছেন প্রণয়-প্রবীররা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্ট্রোক দিবস
১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৪.৪৭ টাকা ৯৭.৮৪ টাকা
ইউরো ৮৫.২৮ টাকা ৮৮.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৮৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী ২৩/৫২ দিবা ৩/১৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৫/৪১ দিবা ১২/০। সূর্যোদয় ৫/৪৩/১৬, সূর্যাস্ত ৪/৫৭/৩০। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।
১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৫ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: কর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃষ: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
বিশ্ব স্ট্রোক দিবস ১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার ১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ...বিশদ

04:28:18 PM

আইপিএল: কেকেআর-কে ৬ উইকেটে হারাল সিএসকে 

11:14:20 PM

আইপিএল: চেন্নাই ১২১/৩ (১৫ ওভার) 

10:43:26 PM

আইপিএল: চেন্নাই ৮৮/১ (১১ ওভার) 

10:19:05 PM

আইপিএল: চেন্নাই ৩৭/০ (৫ ওভার) 

09:51:13 PM