Bartaman Patrika
আমরা মেয়েরা
 

ব্যাঘ্রবাহিনীর কন্যা তিনি 

সিংহের ওপরে মা দুর্গাকে দেখেছেন তো অনেকেই। কিন্তু বাঘের ওপরে আসীন মা? উত্তর কলকাতার কুণ্ডুবাড়িতে গেলে দর্শন পাবেন ব্যাঘ্রবাহিনী দুর্গার। করোনা সংকটে এই বছর জাঁকজমক কিছুটা কম হলেও পুজো হচ্ছে। এবার তাঁদের শারদোৎসব ১২ বছরে পা দিচ্ছে। বাঘের সঙ্গে মা দুর্গার মেলবন্ধনের গল্পটা শোনালেন বাড়ির গিন্নি সুচন্দ্রা কুণ্ডু। লিখেছেন অন্বেষা দত্ত।
জঙ্গল পাগল দম্পতি
স্বামী জয়দীপ কুণ্ডু এবং তিনি জঙ্গল বলতে পাগল। সুচন্দ্রা নিজেই জানালেন সে কথা। তাঁর দাবি, আক্ষরিক অর্থেই ঘরের খেয়ে বনের মোষ তাড়ান তাঁরা। দুই পশুপ্রেমীর জীবনে আর একটা প্যাশন হল দুর্গাপুজো। এই দুই মিলে কেটে যায় তাঁদের জীবন। সেলুলয়েডের বিভিন্ন চরিত্রে মাঝেমধ্যেই জয়দীপবাবুকে দেখা যায়। তাই সিনেমার ভালোলাগাটাও রয়েছে দু’জনের। কিন্তু বাকি শখ-আহ্লাদ ইত্যাদি সব বাঘ বাহাদুরকে ঘিরেই। বাঘ আর পুজোটা মিলল কীভাবে, বলছিলেন সুচন্দ্রা। পাড়ার পুজোয় কাজ করতে করতে কর্তার হল পুজোর খেয়াল। দুর্গা নিয়ে পড়াশোনা করে গিন্নির মাথাতেও ছিল ওই রকম কোনও একটা ভাবনা। দু’টো মিলে গিয়েছিল এক তারে। পুজো সংক্রান্ত পুরস্কার ইত্যাদির সঙ্গেও জড়িত ছিলেন একসময়ে। এ তো গেল পুজোর গল্প। জঙ্গলের সঙ্গে সুচন্দ্রার সখ্য তৈরি হয়েছিল ছোটবেলা থেকেই। মামার বাড়ি ছিল পালামৌতে। সেখান থেকেই তৈরি হয়ে যায় নাড়ির টান। তিনি নিজে বলেন, ‘বুদ্ধদেব গুহ বা জিম করবেট বা ন্যাশনাল জিওগ্রাফিক পড়ে আমি জঙ্গল বুঝিনি। হাতেকলমে জেনেছি। জঙ্গল আমার রক্ত, মেরুদণ্ড দুই-ই বলতে পারেন।’ এরপর তার সঙ্গে জু‌ড়ল দুর্গা। বিভিন্ন সম্প্রদায় ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে সুচন্দ্রা বুঝেছিলেন, দুর্গা শক্তির আধার। তাই তার সঙ্গে বাঘের সাদৃশ্য পাওয়াই তো স্বাভাবিক।
ধর্ম নয়, শক্তিই আরাধ্য
‘আমি আস্তিক নই। ধর্ম, সংস্কার কিছু মানি না। আমার বাড়িতে পুজো হয় বলে ভাববেন না তার সঙ্গে খুব ধার্মিক কোনও যোগ আছে। পুরোহিত মশাই নিয়ম মেনে পুজো করেন। তার বাইরে সব ধর্মের মানুষ আমার পুজোয় স্বাগত,’ বলেন কুণ্ডুবাড়ির গিন্নি। প্রকৃতির আদিশক্তিতে তাঁরা বিশ্বাসী, নাস্তিকতা ও আস্তিকতার ঠিক মাঝখানে তাঁদের অবস্থান। দুর্গা যে আমাদের লোকসংস্কৃতিরই অঙ্গ, ব্রাহ্মণ্যবাদ তাকে আটকে ফেলার যত চেষ্টাই করুক না কেন, দুর্গা বাংলার ঘরের মেয়ে—‌ এই তথ্যগুলো জানার পরেই সুচন্দ্রা সরে আসেন আস্তিক ভাবনাচিন্তা থেকে। তাই দুর্গাপুজো তাঁর কাছে প্রকৃতির পুজো। ‘নবপত্রিকাতেও যে ন’টা দেশজ গাছের উল্লেখ (হলুদ, কচু ইত্যাদি) রয়েছে, সেগুলো খাদ্যের মূল উপাদান। সেই নবপত্রিকাকে আমরা গণেশের বউ বানিয়ে ফেললাম। কলা-বউ নয়, আমার কাছে সেও দুর্গা। আর এই দুর্গার বাহন আমাদের কাছে বাঘ। তাতেই তিনি আসেন,’ বলেন সুচন্দ্রা। তিনি জানান, নবপত্রিকার ন’টি গাছের আদলে যেহেতু মা থাকেন, তাই তাঁদের কাছে মা দুর্গা বিশ্বপালিকা। তাঁদের কাছে ঈশ্বর বাঘ ও প্রকৃতি, তাই পুজোয় মহিষাসুরমর্দিনীও ব্যাঘ্রবাহিনী। আত্মীয়স্বজনের চেয়ে বন্ধুবান্ধবের সংখ্যাই তাঁদের বেশি। পুজোর সূত্রেই তৈরি হয়েছে এমন অনেক সম্পর্ক। তাঁদের নিয়েই পুজো শুরু ২০০৯ সালে। তখন পুজোর অ-আ-ক-খ কিছুই জানতেন না সুচন্দ্রা। দশ হাতে মায়ের মূর্তি আসে, জানা ছিল এইটুকুই। তবে পুজো করতে গিয়ে ধীরে ধীরে তাঁর দুর্গাকে জানার শুরু আরও নিবিড়ভাবে।
এবার চিন্তা
সারা বছর বহু বন্ধুবান্ধব এই পুজোর অপেক্ষায় বসে থাকেন। কুণ্ডুবাড়িতে এবার তাঁদের পা আদৌ পড়বে কি না, সেটা নিয়েই আপাতত ভাবনায় সুচন্দ্রারা। বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বন্ধুরা। সংকট শেষ হবে কবে, দিন গুনছেন সবাই। কুণ্ডুবাড়ির মূর্তি তৈরি করেন যিনি, তিনি মুর্শিদাবাদে থাকেন। তিনিও কবে পৌঁছতে পারবেন, তাই নিয়ে তৈরি হয়েছে সংশয়। সব উদ্বেগের মধ্যে পুজো এবার ছোট করেই ভাবতে হচ্ছে তাঁদের, জানালেন সুচন্দ্রা। ‘এবার হয়তো সবাইকে টানতে পারব না। কিন্তু কাছাকাছি যেসব বন্ধু রয়েছেন, যাঁরা আত্মীয়সম, থাকবেন তাঁরা।’ পুজো ঘরোয়া হলেও আনন্দের খামতি রাখতে চান না। কিন্তু এবার পুজোর মন্ত্রের চেয়েও তাঁদের নজর বেশি থাকবে স্যানিটাইজেশনের দিকে, বললেন কুণ্ডু-ঘরণী। কারণ তিনি মনে করেন, পুজো যতই নিয়ন্ত্রিত হোক, কেউ এলে তিনি তাঁকে ফিরিয়ে দিতে পারবেন না। আবার কেউ অসুস্থ হয়ে পড়ুক, সেটাও কাম্য নয়। আর সেই জন্য নিজেরাও সাবধান, সুস্থ থাকতে চান। পুজো মাটি হয়ে যাক, কোনও অবস্থাতেই কাম্য নয়। সুচন্দ্রা বলেছেন, ‘এবার ভোগের বন্দোবস্ত করা সম্ভব হবে না। কিন্তু ব্যাঘ্রবাহিনীকে দেখা থেকে কাউকে বঞ্চিত করতে পারব না। টেকনোলজির জোরে এখন বিশ্ব জুড়ে বন্ধুদের কাছে পৌঁছে যাওয়া যাবে। সেটা একটা ভরসা। আড্ডা সেভাবেই হবে।’ বাড়িতে এমনিতেই ঠাকুরমশাই এবং তাঁর পরিবার সবাই মিলে ২০-২৫ জন পুজোয় থাকেন। তাই তাঁরা প্রোটোকল মেনে প্রতিমার সামনে ৫-৬ জনের বেশি জমায়েত করতে দেবেন না।
বন্যপ্রাণ সংরক্ষণ
পুজোর সঙ্গে চলছে সমাজসেবার কাজও। তাঁদের বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা ‘শের’ প্রতি বছর সুন্দরবনে দুঃস্থদের সাহায্য করে। তাঁদের লক্ষ্য, বাঘে-মানুষে বেঁচে থাকুক সবাই। বাঘের বনের কাছাকাছি বাস যাঁদের, তাঁদের পাশে থাকে এই সংস্থা। তাঁদের বাচ্চাদের নতুন জামা দিয়ে আসেন তাঁরা। দক্ষিণবঙ্গে হাতির কনফ্লিক্ট জোনে থাকেন যাঁরা, তাঁরাও এই সংস্থার কাছ থেকে সাহায্য পান। সুচন্দ্রা বলেন, ‘পুজোটা সবার জন্য। এই কাজগুলোও আমাদের পুজোর অঙ্গ। এবারও সেটা হবে। বন্যপ্রাণ বেঁচে থাকলে সবাই থাকবে। জঙ্গল ভালো থাক। এটা যেন আমরা না ভুলে যাই। উমপুনের পরেও আমরা গিয়েছি। তাছা‌ড়া প্রতি বছর সুন্দরবন বা হুগলির কোনও আদিবাসী পাড়ার ছোট ছেলের দলকে নিয়ে আসি। পুজোয় ঘোরাই ওদের। বড় ২০টা পুজো দেখিয়ে আমার বাড়ি ষষ্ঠীর ভোগ খেয়ে তারা চলে যায়। সেটা এবার আর কোনওভাবেই সম্ভব হবে না। তাই মন খারাপ। আশা করছি, সামনের বছর আবার সেটা পারব।’ বরাবরই পরিবেশবান্ধব পুজো করেন তাঁরা। দেবীর সাজ হয় বাংলার প্রায় ভুলে যাওয়া শোলার ডাঁটি দিয়ে। যা সম্পূর্ণ বায়ো ডিগ্রেডেবল। সাজের ছত্রে ছত্রে থাকে বন্যপ্রাণী। বাঘের পাশাপাশি হাতি, প্রজাপতি, পাখি, মাছ ও বাস্তুতন্ত্রের আরও অনেকে। দুর্গার সঙ্গে পুজো হয় তাঁদেরও। বন্যপ্রাণ সংরক্ষণের আদলেই তাঁদের উৎসব উদযাপন। এবার অবশ্য ছোট্ট মাটির প্রতিমা করতে হচ্ছে, যাতে পুরোটা সহজে সামলাতে পারেন। প্রার্থনা, এই দুঃসময় শেষ হোক দ্রুত।  
19th  September, 2020
দুর্গা দুর্গতিনাশিনী
চৈতন্যময় নন্দ

দুর্গ বা সংকট হতে যিনি সকলকে উদ্ধার করেন তিনিই দুর্গা। বাংলার মাতৃদুর্গা সারা ভারতে নানা মূর্তিতে অধিষ্ঠিতা, ভিন্ন ভিন্ন নামে পরিচিতা। পুরীধামে তিনি পূজিতা বিমলা নামে, গুজরাতে ‘অম্বা’ ‘হিঙ্গলা’ ও ‘রুদ্রাণী’ নামে, বিন্ধ্যচলে বিন্ধ্যাবাসিনী, কুরুক্ষেত্রে ভদ্রকালী, বৃন্দাবনে কাত্যায়নী, কামরূপে কামাখ্যা, জম্মুতে বৈষ্ণোদেবী, কন্যা কুমারিকায় কন্যাকুমারী, বারাণসীতে অন্নপূর্ণা, বিজয়ওয়াড়ায় কনকদুর্গা, বৈদ্যনাথে জয়দুর্গা, রাজস্থানে ভবানী আর হিমালয়ে নন্দা।  বিশদ

17th  October, 2020
মায়ের মূর্তি গড়েন কুমোরটুলির কন্যারা 

মাঝে মাত্র চারটে দিন। তারপরেই দুর্গাষষ্ঠী। কুমোরটুলির পোটো পাড়ায় এখন ব্যস্ততা অনেকটাই। কোনও প্রতিমার গায়ে রঙের শেষ প্রলেপ পড়ছে, কেউ বা শাড়ি গয়না পরে মণ্ডপের পথে রওনা দেওয়ার জন্য রেডি। চলুন আজ এমন কয়েকজন মৃৎশিল্পীর সঙ্গে আলাপ করা যাক, যাঁরা প্রথা ভেঙে প্রবেশ করেছিলেন এই পেশায়। হ্যাঁ, আমাদের গন্তব্য আজ কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীদের ওয়ার্কশপ।   বিশদ

17th  October, 2020
পুজোয় দেবী ‘বাক্সবন্দিনী’ 

প্রবাসে এবছর পুজোটাই হারিয়ে গেল! ছেঁড়া তমসুক হাতে নিয়ে বাস্তুহারার মতো নিথর হয়ে রইল ‘চালের প্রতিমা’! আমাদের এই অবরুদ্ধ ‘কালের প্রতিমা’! লিখেছেন শুভঙ্কর মুখোপাধ্যায় 
বিশদ

10th  October, 2020
মেয়ের হাতে মাতৃবন্দনা 

দুর্গাপুজো নারীর শক্তি রূপের আরাধনা। তবু সেই পুজোর পৌরোহিত্যে মেয়েরাই বাদ! কেন? অনিতা মুখোপাধ্যায় ও নন্দিনী ভৌমিক, দুই মহিলা পুরোহিতের সঙ্গে কথা বলে উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

10th  October, 2020
এবার ভার্চুয়াল শারদোৎসব 

পুজোর দিনে নিজের দেশ, নিজের শহর থেকে দূরে থাকার যন্ত্রণা রয়েছে ঠিকই। তবু পরবাসেও আনন্দময়ীর সঙ্গ খুঁজে নিয়েছেন বিলেতবাসী মৌসুমী চট্টোপাধ্যায়। লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটির এই ফেলো জানালেন তাঁর পুজোর অভিজ্ঞতার কথা।
বিশদ

03rd  October, 2020
গানে মোর কোন ইন্দ্রধনু 

আগামী কাল ৯০ বছরে পা দিচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতায় সুমন গুপ্ত।আগামী কাল আপনি ৮৯ পার করে ৯০-এ পড়ছেন। কেমন লাগছে?
বিশদ

03rd  October, 2020
ঢাকে বোল তোলেন মহিলারা

নিজে হাতে ঢাক বাজিয়ে এখন পুরুষদের পাশাপাশি নেচে উঠছেন মেয়েরাও। পুজো প্যান্ডেলে তাই মহিলা ঢাকিদের কদর বাড়ছে। মহিলাদের কাঁধে উঠছে শৌখিন ঢাক। লিখেছেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

26th  September, 2020
বাঁধাগতটা বদলানো দরকার

মেয়েদের প্রথা ভাঙা পেশা ঢাক শিল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়াল যমুনা ঢাকি। চরিত্রটিতে অভিনয়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনালেন শ্বেতা ভট্টাচার্য। বিশদ

26th  September, 2020
নারী-উন্নয়নই আমার লক্ষ্য: সুনীরা চামারিয়া 

ফিকি (এফএলও)-র চেয়ারপার্সন সুনীরা চামারিয়া জানালেন সমাজে মেয়েদের অবস্থার পরিবর্তন করাই তাঁর অন্যতম উদ্দেশ্য। কিন্তু কীভাবে? তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনায় কমলিনী চক্রবর্তী।   বিশদ

19th  September, 2020
 রন্ধনে লক্ষ্মীলাভ

ঘরে রেঁধে বেড়েই ক্ষান্ত দেননি তাঁরা। বরং নিজেদের হেঁশেল থেকেই শুরু করেছেন ব্যবসা। তেমনই কিছু ঘরোয়া রন্ধন ব্যবসায়ীর কথা শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

12th  September, 2020
 বাঙালির ঘরের মেয়ে দুর্গা

মহালয়ার শুভক্ষণ সমাগত। সপ্তাহ পার হলেই পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। লোকবিশ্বাসে দেবী আরাধনার সূচনা হয়ে যায় মহালয়ার দিন থেকেই । লিখেছেন পূর্বা সেনগুপ্ত। বিশদ

12th  September, 2020
 এখন মেয়েরা

 জনপ্রিয় ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং সম্প্রতি তাঁর উপবাসের কথা প্রকাশ করেছেন। তিনি উপবাসের রুটিন শুরু করেছিলেন ১২ ঘণ্টা দিয়ে, সেটা বাড়াতে বাড়াতে এখন ৪০ ঘণ্টায় পৌঁছে গিয়েছে। ২ দিনের কাছাকাছি সময় তিনি কিচ্ছুটি খান না! কেবল জল আর অন্য কোনও পানীয় এই ৪০ ঘণ্টার উপবাসে তাঁর সঙ্গী। বিশদ

12th  September, 2020
মায়েদের ভালো রাখতে 

অন্তঃসত্ত্বা মায়েদের পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের যথাযথ পুষ্টি না হলে সন্তানের বৃদ্ধিও ঠিকমতো হবে না। তাই এই অবস্থায় কী কী বিষয় খেয়াল রাখবেন, তা নিয়ে বিশদ জানালেন গাইনোকলজিস্ট অভিনিবেশ চট্টোপাধ্যায়।  বিশদ

05th  September, 2020
ছোটবেলা থেকেই গড়ে দিতে হবে মেয়েদের স্বাস্থ্য 

শৈশব থেকেই কন্যাসন্তানের ডায়েটে গুরুত্ব দিতে হবে। কারণ সে-ই পরবর্তীতে সংসারের কর্ত্রী, ভাবী মা। তার স্বাস্থ্যের ভিত মজবুত হওয়া দরকার। লাইফস্টাইল ও ডায়েট কনসালট্যান্ট রূপশ্রী চক্রবর্তীর পরামর্শ শোনাচ্ছেন সোমা লাহিড়ী।  বিশদ

05th  September, 2020
একনজরে
‘দরওয়াজা বন্ধ’ করেই অনুশীলন করাতে পছন্দ করেন এটিকে মোহন বাগানের হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাস। গতবার সল্টলেক স্টেডিয়ামের সংলগ্ন প্র্যাকটিস মাঠে এরকমই চিত্র দেখা গিয়েছিল। এবার গোয়াতে আইএসএলের প্রস্তুতি নিচ্ছেন প্রণয়-প্রবীররা। ...

ট্যুইটারে লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানো হচ্ছে। এনিয়ে ভারতের যৌথ সংসদীয় কমিটির প্রশ্নের মুখে ট্যুইটার ইন্ডিয়া। তাদের তরফে বিষয়টি নিয়ে এই মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করা হয়। যার উত্তরে সংশ্লিষ্ট কমিটিকে ট্যুইটার ইন্ডিয়া জানিয়েছে, এ ব্যাপারে তারা ভারতের ...

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে দুই মুসলিম দেশের কাছে বড় ধাক্কা খেল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ইরানে কালা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিল ইমরান খানের সরকার। এমনকী, সৌদি আরবের রিয়াধেও সেই ...

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভুয়ো ভাউচার ছাপিয়ে ময়নার শ্রীকণ্ঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাৎতের অভিযোগ উঠল সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর সমবায় সমিতির সম্পাদক সুবোধচন্দ্র মাইতি ম্যানেজার সোমনাথ দাসের বিরুদ্ধে ময়না থানায় এফআইআর করেছেন।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব স্ট্রোক দিবস
১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার
১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথু হেডের জন্ম
১৯৮১: অভিনেত্রী রীমা সেনের জন্ম
১৯৮৫: বক্সার বিজেন্দর সিংয়ের জন্ম
১৯৮৮: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৯: ওড়িশায় ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু
২০০৫: দিল্লিতে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬২জনের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৪.৪৭ টাকা ৯৭.৮৪ টাকা
ইউরো ৮৫.২৮ টাকা ৮৮.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১,৮১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,৮৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী ২৩/৫২ দিবা ৩/১৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র ১৫/৪১ দিবা ১২/০। সূর্যোদয় ৫/৪৩/১৬, সূর্যাস্ত ৪/৫৭/৩০। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৫/৪৮ গতে ৯/১৩ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।
১২ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ত্রয়োদশী দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ১/১২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৫ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: কর্মরতদের উপার্জনের ক্ষেত্রে কোনও বাধা নেই। বৃষ: শেয়ার বা ফাটকায় বিনিয়োগ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
বিশ্ব স্ট্রোক দিবস ১৯৬৯: ইন্টারনেটের আগের স্তর আরপানেটের আবিষ্কার ১৯৭১: অস্ট্রেলিয় ক্রিকেটার ...বিশদ

04:28:18 PM

আইপিএল: কেকেআর-কে ৬ উইকেটে হারাল সিএসকে 

11:14:20 PM

আইপিএল: চেন্নাই ১২১/৩ (১৫ ওভার) 

10:43:26 PM

আইপিএল: চেন্নাই ৮৮/১ (১১ ওভার) 

10:19:05 PM

আইপিএল: চেন্নাই ৩৭/০ (৫ ওভার) 

09:51:13 PM