Bartaman Patrika
আমরা মেয়েরা
 

কমলা রঙের দিনগুলি 

সম্ভাব্য মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস তিন নম্বরে হলেও অশ্বেতাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে তিনিই প্রথম। পেশায় আইনজীবী এবং সুবক্তা কমলা আদালতের চোখা সওয়ালের মতোই রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সমান তালে তর্ক করেন। তবু আমেরিকার সুশীল সমাজ কমলাকে স্রেফ একজন ‘ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী’ হিসেবে দেখছে না। বরং আমেরিকা তাঁকে দেখে প্রশ্ন করছে ‘আর ইউ ফ্রম ইন্ডিয়া’? কমলা কি ‘অতিথিবৎসল’ আমেরিকাকে, ‘বহুজাতিবাদ’-এর আমেরিকাকে চিরস্থায়ী করতে পারবেন? প্রশ্ন তুললেন শুভঙ্কর মুখোপাধ্যায়।

দিনের প্রথম আলোটুকু এমনই হয়। তাতে বেলাভূমির এক অনাদরে পড়ে থাকা ঝিনুকও মুক্তোর মতো ঝকঝক করে। এরপর সাগরের ঢেউ এসে সেই ঝিনুক শিকার করে নিয়ে যায়। আবার আর এক ঢেউয়ের পিঠে চেপে সৈকতে ফিরে আসে সে। সেই কমলা রঙের সকালে এমন মজার লুকোচুরি খেলা দেখে একটি বছর নয়-দশের বালিকা হাততালি দিয়ে ওঠে। দুই বিনুনি করা চুল দুলিয়ে সে বলে, ‘দাদু, ম্যাজিক’! দাদু তখন তাঁর এই একরত্তি নাতনিকে বলেন, ‘সমুদ্র তো জীবনের মতোই রে দিদি, সে যেমন অনেক কিছু নেয়, তেমনি সব কিছু ফেরতও দেয়।’
সেই যে বালিকা, অনেক অনেক বড় হয়েও সে সেই সব সকালগুলি ভোলেনি। কমলা হ্যারিসকে এখনও নাম ধরে পিছু ডাকে সেই ‘কমলা রঙের দিনগুলি’! কমলার দাদু পি ভি গোপালন ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং পরে স্বাধীন ভারতের দুঁদে আমলা। আপসহীন আদর্শপরায়ণ ব্যক্তি হিসেবে সুনাম ছিল তাঁর। নাতনিকে বেশি কাছে পাননি তিনি। কিন্তু মেয়ে, কমলার মা শ্যামলাকে নিজের মনের মতো করে মানুষ করেছিলেন। শ্যামলা দেশ ছেড়ে আমেরিকাতে আসেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। সেখানেই আদর্শের উত্তরাধিকার তাঁকে ঠেলে দেয় সেই সময়ের আমেরিকার নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের অগ্নিবলয়ে। মেধাবী বিজ্ঞানী শ্যামলা হয়ে ওঠেন সামাজিক সুবিচার আন্দোলনের এগিয়ে থাকা মুখ। মিছিলেই তাঁর পরিচয় হয় জামাইকার কৃতী যুবক ডোনাল্ড হ্যারিসের সঙ্গে। এভাবেই দু’জনের প্রণয় ও পরিণয়। এবং তাঁদের ঘর আলো করে জন্ম নেয় কমলা ও মায়া।
কয়েক বছরের মধ্যেই অবশ্য শ্যামলার একক লড়াকু জীবন শুরু হয়, ডোনাল্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর। কমলার বয়স তখন সবে ছয়। একই সঙ্গে ‘বাবা ও মা’ শ্যামলা অনেক কষ্ট করে বড় করে তুলেছিলেন দুই কন্যাকে। তাই শুধু তাঁর জ্যেষ্ঠা কন্যাটি নন, মায়াও সব সময় বলেন, ‘এখন আপনারা যে কমলাকে দেখছেন, সে আসলে শ্যামলার নতুন প্রজন্ম। দিদি প্রকৃত অর্থেই মায়ের আত্মজা’! শত ব্যস্ততার মধ্যেও দু’বছরে একবার দুই মেয়েকে নিয়ে আমেরিকা থেকে ‘বাপের বাড়ি’ চেন্নাই যেতেন শ্যামলা। আর তখনই প্রতিদিন বড় নাতনিকে ‘নীল সাগরের কমলা সকাল’ দেখাতে নিয়ে যেতেন গোপালন। দাদু এবং মায়ের কাছ থেকেই সারা পৃথিবীর ইতিহাস ভূগোলের শিক্ষা পেয়েছিলেন কমলা। তাঁদের কাছ থেকেই কমলা দীক্ষা নিয়েছিলেন স্বাধীনতা, সুবিচার ও সাম্যের। রাজনীতি করতে গিয়ে সংসারটুকু করার সময় পর্যন্ত পাননি কমলা। বছর ছয়েক আগে, পঞ্চাশ বছর বয়সে সাদা আমেরিকান ডগলাস এমহফকে বিয়ে করেন তিনি। তাই, ‘আমাকে নয়, আমার ইতিহাসকে জানুন’, এই কথাটা খুব দৃঢ়তার সঙ্গে বলেন কমলা।
এই কমলাকেই ‘ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে বেছে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ঐতিহাসিক ঘটনাই বটে। আমেরিকার সালতামামিতে ‘সম্ভাব্য মহিলা ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে কমলা তিন নম্বর, ওই অভিধায় অশ্বেতাঙ্গ মহিলা হিসেবে তিনিই প্রথম, এবং অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবেও প্রথম। পেশায় আইনজীবী এবং সুবক্তা কমলা আদালতের চোখা সওয়ালের মতোই রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সমান তালে তর্ক করেন। ঘাড় ঝাঁকিয়ে তেজি সুরে কথা বলেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে। এ ব্যাপারে কমলা এক্কেবারে ‘মায়ের মেয়ে’!
যদিও ডেমোক্র্যাটিকদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে কিছুদিন আগেই বাইডেনের কাছে হেরেছেন কমলা। সেই বাইডেনই আবার ‘ভোটে জিততে’ তাঁকে দলে টেনে নিয়েছেন। কিন্তু তাতে কতটা সুফল ফলবে, তা বলা মুশকিল। রিপাবলিকানরা বলছে বটে যে, কৃষ্ণাঙ্গ ও ভারতীয়-মার্কিনদের ভোট টানতেই বাইডেন শিখণ্ডী খাড়া করেছেন কমলাকে। যদিও ওই দুই সম্প্রদায়ের কারও কাছেই কমলা ‘বিকল্পহীন পছন্দ’ নন। সেটা অবশ্য অযোগ্যতার কারণে নয়, বরং কমলার রাজনীতির কলাকৌশলের কিছু ত্রুটির পরিণামে। কিন্তু সেই নির্বাচনী চালচিত্রের বাইরে, আমেরিকার সুশীল সমাজ কমলাকে স্রেফ একজন ‘ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী’ হিসেবে দেখছে না। বরং তারা কমলাকে বিবেচনা করছে সমকালের মার্কিন মুলুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সামাজিক প্রশ্নচিহ্ন হিসেবে! কী সেটা? কমলার হাতে যেহেতু মেহেন্দির রং, যেহেতু কাঁটাচামচ ছেড়ে তিনি হাত দিয়ে ইদলি-দোসা খান, সেহেতু ‘শ্বেতমৌলবাদী’ আমেরিকা তাঁকে প্রশ্ন করতেই পারে, ‘আর ইউ ফ্রম ইন্ডিয়া?’ অথচ কমলা জন্মসূত্রে আমেরিকান নাগরিক, বিবাহসূত্রেও। তবু ওই ‘ইন্ডিয়া’ ব্যাপারটা এসেই যাচ্ছে, কারণ এখনকার আমেরিকায় ‘চামড়ার রং’ করোনার মতোই একটা জঘন্যতম সংক্রমণ! এবং কমলা এক্ষেত্রে ‘কোমরবিড’, কারণ তিনি না-এশিয়ান, না-আফ্রিকান, না-আমেরিকান। তাঁর একটাই পরিচয়, তিনি অভিবাসী। এই ‘অভিবাসী’ শব্দটা বাস্তবে উদ্বাস্তু বা শরণার্থীর সমতুল।
মোদ্দা কথাটা হল, কমলা ভাইস প্রেসিডেন্ট হবেন, কি হবেন না, সেটা হালের আমেরিকার সমাজজীবনে তেমন কোনও আহামরি ব্যাপার নয়। তার চেয়ে অনেক বৃহত্তর সমীকরণ হল, কমলা কি ‘অতিথিবৎসল’ আমেরিকাকে, ‘বহুজাতিবাদ’-এর আমেরিকাকে চিরস্থায়ী করতে পারবেন? নাকি তাঁর গায়ের রং দেখে ভাবীকালের আমেরিকা কমলাকে প্রশ্ন করবে, ‘হোয়্যার আর ইউ ফ্রম’?  
22nd  August, 2020
চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
  বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী 

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সাবিত্রী জিন্দাল এই উপমার আদর্শ উদাহরণ। ফোর্বসের প্রকাশিত তালিকায় ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৩৫৫০ কোটি মার্কিন ডলার। বিশদ

06th  April, 2024
স্বেচ্ছামৃত্যুর আবেদনে ডাচ তরুণী

জোরায়া টের বেকের বয়স ২৮। নেদারল্যান্ডসের একটি ছোট গ্রামে থাকেন। এই ডাচ তরুণী আইনের সাহায্য নিয়ে নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছুক। এমন খবর শিরোনামে আসতেই জোরায়াকে নিয়ে হইচই শুরু হয়েছে নানা মহলে। বিশদ

06th  April, 2024
তর্ক-বিতর্ক: বাচ্চার মোবাইল আসক্তির জন্য

চলছে নতুন বিভাগ ‘তর্ক বিতর্ক’। সন্তানের মোবাইল ব্যবহারের নেপথ্যে বাবা-মা। — এই মতের পক্ষে ও বিপক্ষে পাঠকদের মতামত বেছে নিয়েছি আমরা। পরের পর্বে আপনিও জানাতে পারেন আপনার মতামত। বিশদ

30th  March, 2024
স্টেথো গলায় দেশের প্রথম নারী

অখ্যাত গ্রামে ততোধিক অখ্যাত জীবন থেকে উঠে এসেছিলেন তিনি। স্বামীর উৎসাহ আর নিজের জেদ সম্বল করে নজির গড়লেন ডাঃ আনন্দীবাই গোপালরাও জোশি। দেশের প্রথম মহিলা ডাক্তার। কাল তাঁর জন্মদিন। ফিরে দেখলেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

30th  March, 2024
আফগান মেয়েদের পাশে

আফগানিস্তানের বাসিন্দা সোলা মাহফুজের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় ২০০৭ সালে। তখন যদিও তালিবানের শাসন নয়। তাঁর এখনও মনে পড়ে, একদল লোক বাড়ির দরজায় এসে বাবাকে শাসিয়ে গিয়েছিল মেয়েকে স্কুলে পাঠালে মুখে অ্যাসিড ঢেলে দেবে নয়তো অপহরণ করবে। বিশদ

30th  March, 2024
নারী উন্নয়নে চামির লড়াই

চামি মুর্মু। বয়স ৫২। ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওয়ান জেলার বাসিন্দা। গত ৩৬ বছর ধরে সমাজকর্মী হিসেবে কাজ করছেন। আশপাশের প্রায় ৫০০ গ্রামে ২৮ লক্ষ গাছ লাগিয়েছেন তিনি। চলতি বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি।  বিশদ

30th  March, 2024
আও খেলো মশান হোলি...

মথুরা, শান্তিনিকেতনের সঙ্গে বারাণসীর হোলিখেলার চরিত্রগত কোনও মিল নেই। কাশীতে শিব নিজেই চিতাভস্ম নিয়ে তাঁর অনুচরদের সঙ্গে হোলিখেলায় মেতে ওঠেন। লিখেছেন সন্দীপন বিশ্বাস।
বিশদ

23rd  March, 2024
খেয়াল থাক শিশুর শখে

সন্তানের পছন্দ ও শখকে উদ্ভট অভ্যেস ভাবছেন? ভুল করছেন না তো কোথাও? লিখেছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

23rd  March, 2024
বৃদ্ধ বাবা-মায়ের যত্নে এই প্রজন্ম উদাসীন

চলছে নতুন বিভাগ ‘তর্ক বিতর্ক’। বয়স্ক মা-বাবার খেয়াল রাখে না এখনকার প্রজন্ম— এই মতের পক্ষে ও বিপক্ষে পাঠকদের লেখা বেছে নিয়েছি আমরা। পরের পর্বে আপনিও জানাতে পারেন আপনার মতামত। বিশদ

16th  March, 2024
একনজরে
১৩ দিনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে চারটি জনসভা ও  একটি রোড শো করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সভা করে গিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ...

প্রথম দফার ভোটে প্রচার পর্ব শেষ হয়েছে বুধবার বিকেলেই। অথচ পশ্চিমবঙ্গের তিনটি আসনের জন্য দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। অদ্ভুতভাবে বাংলার প্রথম দফার ভোটে ব্রাত্য রইলেন হিন্দুত্বের ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ। ...

আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। এবার বেলারুশ সীমান্তবর্তী চেরনিহিভ শহরের একটি আটতলা ভবনকে নিশানা করে মিসাইল ছোড়ে পুতিনের দেশ। এই হামলায় ১৩ জন সাধারণ নাগরিক ...

আটের দশকের শেষ দিক। নাইজেরিয়া থেকে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন দীর্ঘদেহী মিডিও। নাম এমেকা এজুগো। পরবর্তীতে ১৯৯৪ বিশ্বকাপে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। ময়দানের তিন প্রধানের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

রাজনীতিক ও পেশাদারদের ব্যস্ততা বাড়বে। বয়স্করা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধনযোগ আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ঐতিহ্য দিবস
১৮০৯: ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্ম
১৮৫৩: এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়
১৮৮৮: সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের জন্ম
১৯১৬: অভিনেত্রী ললিতা পাওয়ারের জন্ম
১৯৩০: ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে
১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু
১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শালের জন্ম
১৯৬২: অভিনেত্রী পুনম ধিলনের জন্ম
১৯৬৩: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফিল সিমন্সের জন্ম
১৯৭১: কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন
১৯৮০: জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে
১৯৮১: সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী তথা বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম সেই নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু
১৯৮৬:  স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষের মৃত্যু
১৯৯২: ক্রিকেটার কেএল রাহুলের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৭.৪৮ টাকা ৮৯.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  April, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী ৩০/৩৫ অপরাহ্ন ৫/৩২। অশ্লেষা নক্ষত্র ৬/৩৮ দিবা ৭/৫৭। সূর্যোদয় ৫/১৭/৪৩। সূর্যাস্ত ৫/৫৪/১৬। অমৃতযোগ রাত্রি ১২/৪৪ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১/০ মধ্যে। 
৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী রাত্রি ৭/৫। অশ্লেষা নক্ষত্র দিবা ৯/৫২। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৬ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৭ গতে ১/২ মধ্যে। 
৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা

10:32:12 AM

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকল

10:32:00 AM

চাঁচলে রক্তাক্ত তৃণমূল সমর্থক
সরকারি সাব মার্সিবলকে নিজের সম্পত্তি বলে দাবি কংগ্রেস পরিবারের। তৃণমূল ...বিশদ

10:31:41 AM

দেউলটির পানিত্রাসে নিবার্চনী প্রচারে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, সঙ্গে রয়েছেন আমতার বিধায়ক সুকান্ত পাল

10:27:26 AM

বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ
জামুরিয়া থানার বাগদিহা সিদ্ধপুর গ্রামে বিজেপি নেতা কাজল গড়ায়ের বাড়িতে ...বিশদ

10:25:07 AM

জামুড়িয়ায় রামনবমীর র‌্যালিতে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া

10:22:23 AM