Bartaman Patrika
আমরা মেয়েরা
 

বাইক অভিযানে মেতেছেন মেয়েরা 

মেয়েরাও এখন বাইকের নেশায় মত্ত। মহিলা বাইক বাহিনী নিয়ে কলকাতায় শুরু হয়েছে লেডি বাইকার ক্লাব। বাইক চড়ে বিভিন্ন অভিযানেও বেড়িয়ে পড়েন মেয়েরা। খবরে কমলিনী চক্রবর্তী।

মহিলা বাইক চালক! তাও আবার বাইকে সওয়ার হয়ে অ্যাডভেঞ্চার যাত্রা? হ্যাঁ, মাত্র এক যুগ আগেও মেয়েদের এমন নেশার কথা শুনলে চোখ কপালে উঠত অনেকেরই। পুরুষতান্ত্রিক সমাজ তো রীতিমতো নাক সিঁটকে তাকাত তাদের দিকে। আর লোকলজ্জার ভয়ে নিজেদের শখ বা নেশা দমিয়ে রাখত মেয়েরা।
কিন্তু ঢের হয়েছে, আর নয়। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তাই মেয়েরা এখন নিজেদের শখ মেটাতে বেপরোয়া। আজ এমন দুই মহিলার সঙ্গে আলাপ করব, যাঁরা প্রথাগত পেশার বাইরে বেরিয়ে নিছক শখে জীবনে এনেছেন অন্যরকম গতি। এঁরা মহিলা বাইকার। বাইক বাহিনীও রয়েছে এঁদের।

কলকাতায় প্রথম লেডি বাইকার ক্লাব
‘বাইক চালানোর মধ্যে একটা অন্য ধরনের স্বাধীনতার অনুভূতি রয়েছে। সেই স্বাধীনতার প্রতি এক অমোঘ টান ছোটবেলা থেকেই অনুভব করতাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাইক চালানোর নেশাটা পেয়ে বসেছিল আমাকে। তাছাড়া শুধুই যে এক উন্মাদনা তাও নয়, রাস্তাঘাটে বাইক চালানোর অনেক সুবিধাও আছে। এই সব সাত-পাঁচ ভেবে নিজের বাইকটা কিনেই ফেলেছিলাম। তারপর বাইক চালানোর নেশাটা সমাজের অন্যান্য মেয়ের মধ্যে চাড়িয়ে দিতে ২০১১ সালে শুরু করে দিলাম ‘লেডি বাইকার’ ক্লাব। কলকাতার মহিলা বাইকারদের একমাত্র ক্লাব এটি।’ জানালেন রাইমা সামুই। লেডি বাইকার ক্লাবের অন্যতম প্রবর্তক। এই ক্লাবের চলার পথে রাইমার পাশে ছিলেন তাঁর বন্ধু মহুয়া পোলে।
ক্লাবটা শুরু হয়েছিল নিছকই শখ পূরণের তাগিদে। যেসব মহিলা বাইক চালাতে ভালোবাসেন, তাঁদের এক ছাদের তলায় আনতে চেয়েছিলেন রাইমা ও মহুয়া। এর সঙ্গে ছিল ভ্রমণের প্রতি এক অদম্য টান। বাইক নিয়ে বেড়িয়ে পড়ার নেশা। কোথায় যাবেন, কীভাবে যাবেন এইসব আলোচনা হতো লেডি বাইকার ক্লাবের মিটিংয়ে।

মেয়েরাই পারে
তবে বিগত প্রায় দশ বছরেও সদস্য সংখ্যা খুব একটা বাড়েনি। ‘মেয়েরা এখনও বৃত্তের বাইরে বেরতে ততটা অভ্যস্ত নয়। তবু কয়েকজন যে আমাদের ডাকে এগিয়ে এসেছেন এটাই আশার দিক।’ বললেন মহুয়া। ক্লাবের আর এক সদস্য নিলোফার ইয়াসমিন বলেন, তাঁদের ক্লাবে যে শুধু আড্ডা আর ভ্রমণের গল্প করা হয়, তা কিন্তু নয়। বরং মেয়েদের অন্য ধরনের চিন্তায় নিযুক্ত করতেও তাঁদের ক্লাব সদা প্রস্তুত। শুধু পুরুষবন্ধুটির কাঁধে হাত রেখে বাইকের পিছনে চড়ে ঘুরে বেড়ানোর দিন ফুরিয়েছে। এখন সামনে থেকে হাল ধরার সময়। মেয়েরা নিজেরাই পারে জীবনের স্টিয়ারিং হুইলটা নিজের ইচ্ছেমতো ঘুরিয়ে দিতে। শুধু একটু সাহসের প্রয়োজন।
‘বাইক চালানো মানেই যে বিপদ ডেকে আনা তা নয়। বরং বাইকের সঙ্গে জীবনে একটা নতুন ছন্দ আনা যায়।’ বললেন রাইমা। তাঁদের ক্লাবে সাবধানে বাইক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিটি সদস্যকে। তবে এই ক্লাবে নাম লেখাতে গেলে বাইক চালাতে জানতে হবে। নতুন করে বাইক চালানোর শিক্ষা এখানে দেওয়া হয় না।

বেড়ানোর টানে
‘আমরা লেডি বাইকার ক্লাব থেকে নানা ধরনের ছোট-বড় ভ্রমণের আয়োজন করি।’ বললেন রাইমা। এখনও পর্যন্ত মোট পঞ্চাশটি বাইক ভ্রমণ করেছেন ক্লাবের মহিলা বাইক বাহিনী। বাইকের ইচ্ছে ডানায় চড়ে তাঁরা উত্তরে লাদাখ থেকে দক্ষিণে রামেশ্বর পর্যন্ত পাড়ি দিয়েছেন। এছাড়া, মন্দারমনি, বাঁকুড়ার মতো ছোটখাট ভ্রমণ তো এঁদের হাতের পাঁচ। তবে এই ধরনের অভিযানে বেরনোর আগে বহুদিন নিয়ম মেনে বাইক প্র্যাকটিস পর্ব চলে। রোড সেফটির সবরকম পাঠ না নিয়ে কেউ অভিযানে বেরতে পারেন না। লেডি বাইকার ক্লাবের মিটিংগুলো সবই হয় রাস্তায়, খোলা আকাশের নীচে। ‘আকাশ আর মাটির সাহচর্য আমাদের আলাদা এক স্বাধীনতার স্বাদ দেয়।’ জানালেন মহুয়া।

ক্যান্ডিডার অভিযান
২০১৮ সালে সবাইকে তাক লাগিয়ে একা বাইক অভিযানে সুদূর অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন ভারতের মেয়ে ক্যান্ডিডা লুইস। বললেন একেবারে ছোট থেকেই বাইক চড়তে ভালবাসতেন তিনি। কিন্তু সেই ভালোবাসাটা যে এমন নেশায় পরিণত হবে কে জানত? অথচ এই নেশার জন্যই মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়ে পথে নেমেছেন। শুরু করেছেন নিজস্ব ট্রাভেল অ্যাডভেঞ্চার কোম্পানি। সেখানে তিনি ট্যুর ডিজাইনার। ট্যুর প্ল্যানার না বলে নিজেকে ডিজাইনার বলেন কেন? প্রশ্ন শুনে ক্যান্ডিডা বললেন, শুধু ভ্রমণ পরিকল্পনা নয়, আরও অনেক কিছু করেন তিনি তাঁর বাইক বাহিনীর ভ্রমণগুলোকে কেন্দ্র করে। তাই নিজেকে প্ল্যানার না বলে বলেন ডিজাইনার। কেমন সেই ট্যুর ডিজাইন? ক্যান্ডিডার কথায়, ‘যে কোনও ভ্রমণেরই আদিতে থাকে জায়গা নির্বাচন। কিন্তু বাইক নিয়ে কোথাও যেতে হলে রাস্তার বিস্তারিত সন্ধান করতে হয়। কোন রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া নিরাপদ, সে বিষয়ে পড়াশোনা করতে হয়। এছাড়াও বড় ট্যুরের ক্ষেত্রে রয়েছে রাত্রিবাসের ভাবনা চিন্তা। এই সব কিছুই ট্যুর ডিজাইনের অন্তর্ভুক্ত।’ আর এই চিন্তাগুলো একে একে সাজিয়ে ভ্রমণের ব্যবস্থা করেন বলেই তিনি ট্যুর প্ল্যানার নন, ডিজাইনার। ক্যান্ডিডার নিজস্ব বাহনটি বাজাজ ডমিনিয়র। বাইকটির একটা গালভারী নামও রয়েছে, স্কাই। ‘স্কাই বা আকাশ অর্থাৎ বাঁধনহীন স্বাধীনতা। তাই আমার বাহনের নাম দিয়েছি স্কাই।’ হাসতে হাসতে বললেন ক্যান্ডিডা।

ভারত থেকে অস্ট্রেলিয়া
ক্যান্ডিডার যাত্রাটা শুরু হয়েছিল বেঙ্গালুরু থেকে। তারপর একে একে ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া পেরিয়ে তিনি পৌঁছন অস্ট্রেলিয়া। গোটা সফরে লেগেছিল আট মাস। ক্যান্ডিডা বললেন, ‘সফরকালে মানুষের ভালোবাসা অভিভূত করেছে। দেশ থেকে দেশান্তরে পাড়ি দিয়েছি একা। কোথাও পৌঁছেছি মধ্যরাতে, কোথাও বা কাকভোরে। তবু সীমান্ত পেরতে বাধা পাইনি। বরং সেখানে পদস্থ অফিসারদের ব্যবহারে মুগ্ধ হয়েছি। মহিলা বলে আলাদা সুবিধে পেয়েছি। পৃথিবী এতটা এগিয়ে গিয়েছে ভেবে মনে মনে গর্বিতও হয়েছি।’

একা একা
হঠাৎ বাইকের নেশাটা পেয়ে বসল কেন? প্রশ্ন করলাম ক্যান্ডিডাকে। বললেন, ‘আমার একা বেড়াতে ভালো লাগে। কিন্তু সে পথে অনেক সময় বাধার মুখোমুখি হয়েছি। কটূক্তি শুনেছি। সহযাত্রীরা অসহযোগিতা করেছেন। তখন ভাবলাম একা এবং স্বয়ংসম্পূর্ণ ভ্রমণ কীভাবে করা যায়। সেই ভাবনা থেকেই বাইকে চড়ে অভিযানে বেরনোর কথা মাথায় আসে। ক্রমশ এটা নেশায় পরিণত হয়েছে।’ শুধু নিজে বেরিয়েই ক্ষান্ত নন ক্যান্ডিডা। অন্যান্য মহিলা নিয়ে দল বেঁধে বাইক অভিযান করেন তিনি। বললেন, বাইকের নেশাটা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চান। বাঁধন ছেঁড়া এই নেশার টানে পথে নেমেছেন ক্যান্ডিডা। তিনি চান সেই ভ্রমণ সুখে অন্যদেরও অংশীদার করতে। এভাবেই যদি মেয়েদের সামনে নতুন দিগন্ত বিস্তার করতে পারেন, তাহলে ক্ষতি কী?
প্রথমা কয়েকজন ভারতীয় নারী

পুরুষ-শাসিত সমাজের নানা বাধাকে পাশ কাটিয়ে নিজের প্রতিভাকে স্ফূরিত করতে পেরেছিলেন এমনই কয়েকজন প্রথমা নারীর কথা বলি আপনাদের।   বিশদ

এখন মেয়েরা 

গানের সুরে কলকাতার সঙ্গে লন্ডনের এক অন্যরকম যোগাযোগ তৈরি হল। ভারতীয় মার্গ সঙ্গীত ও দক্ষিণী থেকে রবি ঠাকুরের গানে ডিপ্লোমা করার পরেও লোকসঙ্গীতের প্রতি এক গভীর টান অনুভব করেন শিল্পী সোমা দাস।  বিশদ

বৃদ্ধের প্রতি কিশোরীর মানবিকতা 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জর্জটাউনে একটি ছোট্ট মুদি-দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে যান প্রবীণ বাসিন্দা লেন ম্যাককিল। করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার কারণে বাড়ি থেকে খুব বেশি েবর হতে পারছিলেন না লেন। রোজগারের পথও বন্ধ। 
বিশদ

01st  August, 2020
এই প্রথম মহাকাশে লোক
পাঠানোর নেতৃত্বে নারী 

এই প্রথম মাির্কন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবাহী মহাকাশযান (হিউম্যান স্পেসফ্লাইট) পরিচালনার নেতৃত্ব দেবেন এক নারী। নাসার হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশনস মিশনের (এইচইও) প্রধান হিসেবে ক্যাথি লুয়েডার্সকে নিয়োগ করায় এক ইতিহাস তৈরি হয়েছে। 
বিশদ

01st  August, 2020
অমলাশঙ্কর ও তাঁর বাহাদুর নাতনি 

চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। পৌত্রী শ্রীনন্দাশঙ্করের স্মৃতিচারণায় উঠে এলেন এক অন্য অমলা। সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী। 
বিশদ

01st  August, 2020
পূরাণে ইতিহাসে রাখিবন্ধন 

চৈতন্যময় নন্দ: শ্রাবণী পূর্ণিমায় রাধাগোবিন্দের ঝুলনযাত্রার সঙ্গেই এসে পড়ে আর একটি উৎসব, রাখিবন্ধন। রাখিবন্ধন শুধুই ব্রত-অনুষ্ঠান নয়, এটা ভাই-বোনের নাড়ির সম্বন্ধের প্রকাশ। ভাই ও বোনের মধ্যে চিরন্তন ভালোবাসা স্নেহের সম্পর্কই স্বাভাবিক। 
বিশদ

01st  August, 2020
পথেই মুক্তির খোঁজ 

দুই ছেলেকে নিয়ে সংসার মানসী মৃধার। স্বামী মারা গিয়েছেন। অন্যদিকে শ্বশুর-শাশুড়ি, দুই মেয়ে আর স্বামীকে নিয়ে থাকেন মিতু দে। ওঁদের জীবনটা হঠাৎ আরও কঠিন করে দিয়েছে লকডাউন। আনলক পর্বে আবার স্টিয়ারিং হাতে রাস্তায় ওঁরা। দু’জনেই ক্যাবচালিকা। কেমন করে কাটছে দিন, শুনলেন অন্বেষা দত্ত। 
বিশদ

25th  July, 2020
বৃদ্ধ মা-বাবার সেবা বেশি করেন মেয়েরাই 

যাঁরা বিশ্বাস করেন, শুধু পুত্রই আপনার বৃদ্ধ বয়সের ভরসা হয়ে উঠবেন, তাঁদের বলি, এই ধারণাটি ভুল প্রমাণিত করেছে ‘আমেরিকান সোশিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন’। মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অবসর গবেষণা বিভাগের মাধ্যমে ২৬ হাজার পঞ্চাশোর্ধ্ব মানুষের ওপর গবেষণা চালায় এই সংস্থা।  বিশদ

25th  July, 2020
করোনা ভাইরাস ও জুন আলমেডা  

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ববাসীর ত্রস্ত। গত বছর ডিসেম্বর চীনের উহান শহরে মানুষের শরীরে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়। তবে তার বহু আগে, ১৯৬৪ সালে, একজন মহিলা গবেষক এই ভাইরাসটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেছিলেন। কোভিড-১৯ সেই করোনা ভাইরাসেরই একটি প্রজাতি।   বিশদ

25th  July, 2020
দত্তক সন্তানের ক্ষেত্রে
ছেলের চেয়ে মেয়েরই বেশি কদর? 

অনেকে নাকি কালো মেয়ে দত্তক নেওয়ার ইচ্ছাও পোষণ করেন। তাহলে কি বদলে যাচ্ছে সমাজ? পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তাধারায়? এই প্রশ্নের উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী।  বিশদ

25th  July, 2020
স্টান্ট ওম্যান: পর্দার আড়ালে মেয়েদের ভেলকি 

সিনেমায় স্টান্টের কথা শুনলেই বিভিন্ন নায়কের স্ক্রিন জুড়ে লম্ফঝম্প ভেসে ওঠে চোখের সামনে। আর সেই সঙ্গে মনে উঁকি দিয়ে যায় কিছু স্টান্ট ম্যানের নাম। কিন্তু নায়িকাদের দৌড়-ঝাঁপ? সে কথা কেউ ভাবেন না। তাই স্টান্ট ওম্যানরাও আড়ালেই থেকে যান। এমনই কয়েকজন দুঃসাহসী মহিলার কথা শোনালেন সুমিত তালুকদার। পর্দার আড়ালে থেকেও যাঁরা স্মরণীয় হয়ে রয়েছেন। 
বিশদ

18th  July, 2020
আত্মবিশ্বাসই আমার চরিত্রের বিশেষত্ব: শ্রুতি দাস 

গ্রামের মেয়ে নয়নের সঙ্গে বিয়ে হয় দীপ্তর। নয়ন নাকি ভূত ও ভবিষ্যৎ দেখতে পায়! তাই দীপ্তকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্যই তার রক্ষাকবচ হিসাবে নিয়ে আসা হয় নয়নকে। ক্রমশ নয়নের প্রতি ভালোবাসা জেগে ওঠে দীপ্তর। এবং শেষ পর্যন্ত শত্রুদের হাত থেকে দীপ্তকে রক্ষা করে ত্রিনয়নী রূপী নয়ন। শুধু তাই নয়, নিজের অলৌকিক ক্ষমতা কাজে লাগিয়ে পুলিশকেও সাহায্য করতে এগিয়ে আসে সে। এই নিয়েই এগিয়ে চলেছে জি বাংলার মেগা ধারাবাহিক ত্রিনয়নী। আজ আমরা নয়ন তথা শ্রুতি দাসের মুখোমুখি। ................ 
বিশদ

18th  July, 2020
প্রথম নারী হিসেবে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদে 

ক্যাথরিন ডি সুলিভান একজন দুঃসাহসী নারী। মহাকাশে কিংবা মহাসাগরে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি প্রস্তুত। বয়স ৬৮ হলেও, তার মনোবল ও ইচ্ছেশক্তি এখনও প্রবল। তাই তো মহাকাশের পর এবার সমুদ্রেও নতুন রেকর্ড গড়তে পেরেছেন। 
বিশদ

18th  July, 2020
বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানী 

নিম গাছের ছালের নির্যাসের মধ্যেই কি রয়েছে করোনা ভাইরাস মোকাবিলা করার উপাদান? ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের এক অধ্যাপিকার গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনা ভাইরাস আটকাতে সক্ষম হয়েছে।  
বিশদ

18th  July, 2020
একনজরে
  বোর্ডের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) হাতে পাওয়ার পরেই ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া শুরু করে দিল আইপিএলের দলগুলি। ...

মাকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল ১৭ বছরের এক কিশোরকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর সংলগ্ন আঁখিরাপাড়া এলাকায়।  ...

করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পর খড়্গপুর রেল হাসপাতালের এক চিকিৎসক ফের করোনায় আক্রান্ত হলেন।   ...

 করোনার আগ্রাসন এখন নবান্নের মূল প্রবেশদ্বার থেকে ১৪তলা পর্যন্ত। একের পর এক আধিকারিক, পুলিস অফিসার, হাউসকিপিং স্টাফ এবং গাড়ির চালক ঘায়েল হচ্ছেন এই ভাইরাসের ছোবলে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য আসবে। হিসেব করে চললে তেমন আর্থিক সমস্যায় পড়তে হবে না। ব্যবসায় উন্নতি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম
১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম
১৯৭৫: গীতিকার ও কবি প্রণব রায়ের মৃত্যু
১৯৭৭: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৮১- সুইস টেনিস খেলোয়ান রজার ফেডরারের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৬ টাকা ৭৬.৮৮ টাকা
পাউন্ড ৯৫.৮৩ টাকা ১০০.৯৯ টাকা
ইউরো ৮৬.৪৮ টাকা ৯১.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৬,৯৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৪,০৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৪,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৫,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৫,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ শ্রাবণ ১৪২৭, শনিবার, ৮ আগস্ট ২০২০, পঞ্চমী ৫৭/৪১ রাত্রি ৪/১৯। উত্তরভাদ্রপদনক্ষত্র ২৭/২৩ অপঃ ৪/১২। সূর্যোদয় ৫/১৪/৩৫, সূর্যাস্ত ৬/৯/৫১। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১২/৫৯ মধ্যে। রাত্রি ৮/২৩ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩২ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৪৫। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১৯ গতে ২/৫৬ মধ্যে পুনঃ ৪/৩৩ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।।
২৩ শ্রাবণ ১৪২৭, শনিবার, ৮ আগস্ট ২০২০, পঞ্চমী রাত্রি ২/৩২। উত্তরভাদ্রপদনক্ষত্র দিবা ৩/৪৯। সূর্যোদয় ৫/১৪, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১২/৫৮ মধ্যে এবং রাত্রি ৯/২০ গতে ১০/৩৪ মধ্যে ও ১২/৩ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/২০ গতে ২/৫৮ মধ্যে ও ৪/৩৫ গতে ৬/১৩ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৪ মধ্যে।
১৭ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: ব্যবসায় উন্নতি হবে। বৃষ: কাজে বিশেষ সাফল্য। মিথুন: কর্মে একাধিক ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম১৯৭৫: গীতিকার ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল
রাজ্যে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট ২০০৫ ...বিশদ

09:06:41 PM

কাজিরাঙ্গায় শিকারির গুলিতে মৃত গণ্ডার 
অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে আজ সকালে একটি মৃত গণ্ডার উদ্ধার করা ...বিশদ

04:35:00 PM

গুজরাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন 
 গুজরাতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগল। আজ শনিবার ঘটনাটি ...বিশদ

03:59:00 PM

কেরলে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২৩ জন যাত্রী হাসপাতাল থেকে মুক্ত 
কেরলে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২৩ জন যাত্রীকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ...বিশদ

03:45:00 PM