Bartaman Patrika
আমরা মেয়েরা
 

শুধু লোকাচারে বিয়েকে
বেঁধে ফেললেই বিপদ

একটি বিবাহবিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সৌমিত্র শইকিয়া রায় দিয়েছেন, হিন্দু এয়োস্ত্রীর শাঁখা-সিঁদুরে ভূষিত না থাকার অর্থ নিজেকে ‘অবিবাহিত’ মনে করা। এই রায় কি আদৌ সমর্থনযোগ্য? বিশ্লেষণ করলেন সমাজতত্ত্ববিদ বুলা ভদ্র।

শাঁখা, সিঁদুর লোকাচার মাত্র
বিবাহিত মানেই শাঁখা-সিঁদুরে ভূষিত! কে বলল এমন কথা? আইনে তো কোথাও বিবাহের এমন সংজ্ঞা নেই। অথচ আশ্চর্য ব্যাপার, দু’জন বিচারপতি সম্প্রতি এমনই বিস্ফোরক একটি রায় দিয়েছেন। তাঁদের বক্তব্য, যে নারী বিয়ের পরে শাঁখা-সিঁদুর পরতে অস্বীকার করেন, তিনি আসলে নিজেকে অবিবাহিত মনে করেন। কিন্তু শাঁখা-পলা-লোহা-সিঁদুর ইত্যাদি বিবাহের লোকাচার। যা এলাকাভিত্তিক। তাছাড়া পুরাণকে যদি মান্যতা দিই, তাহলে এই যে বিয়ের ক্ষেত্রে শাঁখা-সিঁদুরের এত গুরুত্ব দেওয়া হল, সেই গুরুত্ব তো পুরাণে কোথাও পাওয়া যায় না! সীতা বা দ্রৌপদীর হাতে শাঁখা বা কপালে সিঁদুরের কোনও উল্লেখ পাওয়া যায়নি। তাহলে হঠাৎ আজ একবিংশ শতাব্দীতে এসে এই বাহ্যিক লোকাচারগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? আর এর সঙ্গে বিবাহবিচ্ছেদের সম্পর্কই বা কী? এই প্রশ্নগুলো বারবার মনে ঘুরপাক খাচ্ছে।
বিবাহ দু’জন মানুষের মধ্যে ভালোবাসা ও সম্মানের একটি বন্ধন। সেই ভালোবাসা বা সম্মান যতদিন অটুট থাকে, বিবাহও ততদিনই টিকে থাকে। নয়তো তা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছয়। ঠিক যেমন হয়েছিল অসমের দম্পতি ভাস্কর দাস ও তাঁর স্ত্রী রেণু দাসের ক্ষেত্রে। এর মধ্যে হঠাৎ কিছু লোকাচারকে টেনে এনে গোটা ব্যাপারটা খুব লঘু করে দেওয়া হয়েছে। এতে বিবাহের প্রাসঙ্গিকতা হারিয়ে গিয়েছে।

বিবাহের চিহ্ন কি শুধুই মেয়েরা বহন করবেন?
চিহ্ন বহন করার কথাই যদি ওঠে, তাহলে তা স্ত্রী-ই বা একা তা বহন করবেন কেন? স্বামীর কি কোনও দায়িত্বই নেই নিজেকে বিবাহিত দেখানোর? কই তাঁর বেলা তো কোনও চিহ্নের প্রসঙ্গ ওঠে না! আমরা মেয়েরা অনেক সংগ্রামের পর পুরুষের সমমর্যাদা পেয়েছি। হঠাৎ সেই মর্যাদা মেয়েদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অধিকারই বা বিচারপতি মহাশয় পেলেন কী করে? আর আইনের কথা যদি ওঠে, তাহলে বলি, আইন তো শুধুই রেজিস্ট্রি করা বিয়েকে স্বীকৃত বলে মানে। হিন্দুমতে অগ্নিদেবকে সাক্ষী করে বিয়ের তো আইনি স্বীকৃতি নেই। বিচারপতি মহাশয় কি রায় দেওয়ার সময় এই কথাগুলো ভুলে গিয়েছিলেন? বিয়ে দেখানোর জিনিস নয়, অনুভবের জিনিস। একটি পবিত্র বন্ধন। কিন্তু তাকে কিছু লোকাচারের বেড়াজালে আটকে ফেললে বিবাহ নামক প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট হয়।

অপ্রাসঙ্গিক, তবু উদ্দেশ্যবিহীন নয়
বিবাহিত হলে শাঁখা-সিঁদুরে তার প্রমাণ দিতে হবে এমন মন্তব্য বিবাহবিচ্ছেদের একটা মামলার ক্ষেত্রে নেহাতই অপ্রাসঙ্গিক। তাই বলে এই মন্তব্যকে ফালতু বলে উড়িয়ে দেবেন না। অপ্রাসঙ্গিক হলেও এই মন্তব্য কিন্তু একটুও উদ্দেশ্যবিহীন নয়। এর নেপথ্যে গুরুতর উদ্দেশ্য রয়েছে। মেয়েদের পিছনে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। মেয়েদের খারাপ প্রতিপন্ন করার উদ্দেশ্য। নতুনভাবে মেয়েদের সমাজে হেনস্থা করার উদ্দেশ্য। তাঁদের গায়ে ‘খারাপ মেয়ে’-র তকমা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য। মেয়েরা যে লড়াই করে সামাজিক মর্যাদা পাওয়ার চেষ্টা করেন, সেই মর্যাদা খর্ব করার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যগুলোর মধ্যেই এক অশুভ ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি। আইনের কাজ আমাদের সুরক্ষিত রাখা। কিন্তু এমন আইন যদি কায়েম হয়, তাহলে মেয়েদের সুরক্ষার মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুলবে অচিরেই। তাছাড়া এই শাঁখা-সিঁদুরের মাধ্যমে যদি বিচারপতি মহাশয় কোনও বিশেষ রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করে থাকেন, তাহলে বলি,শাঁখা-সিঁদুর পরার মধ্যে কিন্তু হিন্দুত্বের নিদর্শন স্পষ্ট নয়। কারণ রাজস্থান, গুজরাত সহ উত্তর ভারতে বা গোটা দক্ষিণ ভারতে কোথাও বিবাহের চিহ্ন হিসেবে শাঁখা বা সিঁদুরের স্বীকৃতি নেই। অথচ তাঁরা সবাই হিন্দু। অতএব শাঁখা-সিঁদুর নিতান্তই কিছু লোকাচার যা হিন্দু বাঙালিদের মধ্যে প্রচলিত।

পদবী বদল ও চিহ্ন বহন
বিয়ের পর স্ত্রী যে স্বামীর পদবী ধারণ করেন, তারও কিন্তু কোনও আইন নেই। আইনে কোথাও বলা নেই বিয়ের পর মেয়েদের পদবী বদলাতে হবে। একইভাবে বিয়ের পর কোনও চিহ্নকে বহনের কথাও আইনে কোথাও বলা হয়নি। ফলে বিয়ের প্রসঙ্গে শাঁখা-সিঁদুরের উল্লেখ নেহাতই অপ্রাসঙ্গিক। মহিলাদের অধিকার সুরক্ষায় গত চল্লিশ বছর ধরে বিভিন্ন আইন তৈরি করা হয়েছে। প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে মেয়েরা সেই অধিকারগুলো পেয়েছেন। লড়াই করে পাওয়া সেই অধিকার আইনের মাধ্যমেই তাঁদের থেকে ছিনিয়ে নেওয়ার মধ্যে অশনিসঙ্কেত লক্ষ করা যায়। আইনের চোখে নারী এবং পুরুষ সমমর্যাদা সম্পন্ন। কিন্তু এমন একটা রায়ের মাধ্যমে নারীকে যে বহু বছর পিছিয়ে দেওয়া হল, সে খেয়াল বিচারপতির আছে কি? তাঁর একটা বেপরোয়া মন্তব্যের ফল কত সুদূরপ্রসারী হতে পারে সে কথা তিনি একবারও ভাবলেন না!

জনস্বার্থ ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত
এই রায়ের মাধ্যমে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত। ফলে আদালতের উচিত অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। না হলে মেয়েদের উপর অত্যাচার আরও বেড়ে যাবে। যাঁরা পুরুষতন্ত্রের ধ্বজা ওড়াতে চান, তাঁরা আরও নির্লজ্জভাবে তা ওড়াতে সক্ষম হবেন। যাঁরা পুরুষতন্ত্রের দোহাই দিয়ে নারীকে অবদমন করতে চান, তাঁরা এবার আইনের সমর্থন পেয়ে অবদমনের মাত্রা আরও বাড়িয়ে দেবেন। আইনি পরিভাষায় ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ বলে একটা কথা আছে। অর্থাৎ জনস্বার্থ রক্ষায় আইনের নতুন পদক্ষেপ। অনেক সময় এমন কিছু মামলা আদালতে ওঠে যার পক্ষে কোনও দৃঢ় আইন থাকে না। তখন আইনের নতুন ব্যাখ্যা দেওয়ার অধিকার বিচারপতির থাকে। তবে আইনের এমন ব্যাখ্যা জনস্বার্থ রক্ষার জন্যই তিনি করতে পারেন। এটাকে বলা হয় প্রগতিশীল আইন। এক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। অর্থাৎ বিচারক এমন আইন জারি করে বসলেন, যাতে জনস্বার্থ রক্ষার বদলে তা ক্ষতিগ্রস্ত হল। ফলে ‘প্রগতি’-র বদলে ‘প্রতিক্রিয়া’ তৈরি হল। মেয়েদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তাঁদের আবার সেই মধ্যযুগে ঠেলে দেওয়া হল। এমন পদক্ষেপের তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এবং তা আইনের মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয়।

মেয়েরা কি আজও পুরুষের সম্পত্তি?
ভাবতে খারাপ লাগে এত উন্নতি সত্ত্বেও আজও মেয়েদের গুণের বিচার হয় না। বিয়ের পর তিনি শাঁখা না পরলে, ঘোমটা না টানলে প্রশ্ন ওঠে। কই নারীর কর্মকৃতিত্বের কথা তো কেউ বলে না! আসলে পুরুষ এখনও মেয়েদের ‘সম্পত্তি’ হিসেবে ভাবতে বা দেখতেই অভ্যস্ত। সেখানে বিবাহের চিহ্ন থাকার মানে এই সম্পত্তির ওপর কোনও নির্দিষ্ট পুরুষের অধিকার রয়েছে। অতএব তাকে ছুঁতে গেলে বিপদ হতে পারে। আর বিবাহের চিহ্ন না থাকলে সে সম্পত্তি বারোয়ারি। অতএব তা একটু ভক্ষণ করতে দ্বিধা নেই। হয়তো নারী অপেক্ষা পুরুষের এই শ্রেষ্ঠত্ব কায়েম করার ইচ্ছা বা ‘সুপিরিয়রিটি কমপ্লেক্স’ মূলত একটা হীনম্মন্যতা থেকেই তৈরি হয়। নারীকে বিভিন্ন নিয়মের মধ্যে বেঁধে রাখতে না পারলে তিনি তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফেলবেন অনায়াসে, মনে মনে এই ভয়টাই বোধহয় পুরুষ পান। কিন্তু তাই বলে নারীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। এই রায়ের বিরুদ্ধেই জনস্বার্থ মামলা হওয়া উচিত।
সাক্ষাৎকারের ভিত্তিতে লিখেছেন কমলিনী চক্রবর্তী
11th  July, 2020
বৃদ্ধের প্রতি কিশোরীর মানবিকতা 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জর্জটাউনে একটি ছোট্ট মুদি-দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে যান প্রবীণ বাসিন্দা লেন ম্যাককিল। করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার কারণে বাড়ি থেকে খুব বেশি েবর হতে পারছিলেন না লেন। রোজগারের পথও বন্ধ। 
বিশদ

এই প্রথম মহাকাশে লোক
পাঠানোর নেতৃত্বে নারী 

এই প্রথম মাির্কন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবাহী মহাকাশযান (হিউম্যান স্পেসফ্লাইট) পরিচালনার নেতৃত্ব দেবেন এক নারী। নাসার হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশনস মিশনের (এইচইও) প্রধান হিসেবে ক্যাথি লুয়েডার্সকে নিয়োগ করায় এক ইতিহাস তৈরি হয়েছে। 
বিশদ

অমলাশঙ্কর ও তাঁর বাহাদুর নাতনি 

চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। পৌত্রী শ্রীনন্দাশঙ্করের স্মৃতিচারণায় উঠে এলেন এক অন্য অমলা। সাক্ষাৎকারে কমলিনী চক্রবর্তী। 
বিশদ

পূরাণে ইতিহাসে রাখিবন্ধন 

চৈতন্যময় নন্দ: শ্রাবণী পূর্ণিমায় রাধাগোবিন্দের ঝুলনযাত্রার সঙ্গেই এসে পড়ে আর একটি উৎসব, রাখিবন্ধন। রাখিবন্ধন শুধুই ব্রত-অনুষ্ঠান নয়, এটা ভাই-বোনের নাড়ির সম্বন্ধের প্রকাশ। ভাই ও বোনের মধ্যে চিরন্তন ভালোবাসা স্নেহের সম্পর্কই স্বাভাবিক। 
বিশদ

পথেই মুক্তির খোঁজ 

দুই ছেলেকে নিয়ে সংসার মানসী মৃধার। স্বামী মারা গিয়েছেন। অন্যদিকে শ্বশুর-শাশুড়ি, দুই মেয়ে আর স্বামীকে নিয়ে থাকেন মিতু দে। ওঁদের জীবনটা হঠাৎ আরও কঠিন করে দিয়েছে লকডাউন। আনলক পর্বে আবার স্টিয়ারিং হাতে রাস্তায় ওঁরা। দু’জনেই ক্যাবচালিকা। কেমন করে কাটছে দিন, শুনলেন অন্বেষা দত্ত। 
বিশদ

25th  July, 2020
বৃদ্ধ মা-বাবার সেবা বেশি করেন মেয়েরাই 

যাঁরা বিশ্বাস করেন, শুধু পুত্রই আপনার বৃদ্ধ বয়সের ভরসা হয়ে উঠবেন, তাঁদের বলি, এই ধারণাটি ভুল প্রমাণিত করেছে ‘আমেরিকান সোশিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন’। মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অবসর গবেষণা বিভাগের মাধ্যমে ২৬ হাজার পঞ্চাশোর্ধ্ব মানুষের ওপর গবেষণা চালায় এই সংস্থা।  বিশদ

25th  July, 2020
করোনা ভাইরাস ও জুন আলমেডা  

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ববাসীর ত্রস্ত। গত বছর ডিসেম্বর চীনের উহান শহরে মানুষের শরীরে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়। তবে তার বহু আগে, ১৯৬৪ সালে, একজন মহিলা গবেষক এই ভাইরাসটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেছিলেন। কোভিড-১৯ সেই করোনা ভাইরাসেরই একটি প্রজাতি।   বিশদ

25th  July, 2020
দত্তক সন্তানের ক্ষেত্রে
ছেলের চেয়ে মেয়েরই বেশি কদর? 

অনেকে নাকি কালো মেয়ে দত্তক নেওয়ার ইচ্ছাও পোষণ করেন। তাহলে কি বদলে যাচ্ছে সমাজ? পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তাধারায়? এই প্রশ্নের উত্তর খুঁজলেন কমলিনী চক্রবর্তী।  বিশদ

25th  July, 2020
স্টান্ট ওম্যান: পর্দার আড়ালে মেয়েদের ভেলকি 

সিনেমায় স্টান্টের কথা শুনলেই বিভিন্ন নায়কের স্ক্রিন জুড়ে লম্ফঝম্প ভেসে ওঠে চোখের সামনে। আর সেই সঙ্গে মনে উঁকি দিয়ে যায় কিছু স্টান্ট ম্যানের নাম। কিন্তু নায়িকাদের দৌড়-ঝাঁপ? সে কথা কেউ ভাবেন না। তাই স্টান্ট ওম্যানরাও আড়ালেই থেকে যান। এমনই কয়েকজন দুঃসাহসী মহিলার কথা শোনালেন সুমিত তালুকদার। পর্দার আড়ালে থেকেও যাঁরা স্মরণীয় হয়ে রয়েছেন। 
বিশদ

18th  July, 2020
আত্মবিশ্বাসই আমার চরিত্রের বিশেষত্ব: শ্রুতি দাস 

গ্রামের মেয়ে নয়নের সঙ্গে বিয়ে হয় দীপ্তর। নয়ন নাকি ভূত ও ভবিষ্যৎ দেখতে পায়! তাই দীপ্তকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্যই তার রক্ষাকবচ হিসাবে নিয়ে আসা হয় নয়নকে। ক্রমশ নয়নের প্রতি ভালোবাসা জেগে ওঠে দীপ্তর। এবং শেষ পর্যন্ত শত্রুদের হাত থেকে দীপ্তকে রক্ষা করে ত্রিনয়নী রূপী নয়ন। শুধু তাই নয়, নিজের অলৌকিক ক্ষমতা কাজে লাগিয়ে পুলিশকেও সাহায্য করতে এগিয়ে আসে সে। এই নিয়েই এগিয়ে চলেছে জি বাংলার মেগা ধারাবাহিক ত্রিনয়নী। আজ আমরা নয়ন তথা শ্রুতি দাসের মুখোমুখি। ................ 
বিশদ

18th  July, 2020
প্রথম নারী হিসেবে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদে 

ক্যাথরিন ডি সুলিভান একজন দুঃসাহসী নারী। মহাকাশে কিংবা মহাসাগরে যে কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি প্রস্তুত। বয়স ৬৮ হলেও, তার মনোবল ও ইচ্ছেশক্তি এখনও প্রবল। তাই তো মহাকাশের পর এবার সমুদ্রেও নতুন রেকর্ড গড়তে পেরেছেন। 
বিশদ

18th  July, 2020
বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানী 

নিম গাছের ছালের নির্যাসের মধ্যেই কি রয়েছে করোনা ভাইরাস মোকাবিলা করার উপাদান? ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের এক অধ্যাপিকার গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। নিম গাছের ছালের নির্যাস ইঁদুরের শরীরে করোনা ভাইরাস আটকাতে সক্ষম হয়েছে।  
বিশদ

18th  July, 2020
নাম বদলালে কালোর
কদর হবে নাকি ?

এত উন্নতি। তবু আজও নারীর রূপের বিচার হয়, গুণের কদর হয় না। তাই তো কালো মেয়ের বাবা- মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কোনও প্রসাধনী সামগ্রীর নাম পাল্টে গেলে সেই মেয়েদের ভাগ্য বদলাবে কি? প্রশ্ন তুললেন অন্বেষা দত্ত।
বিশদ

11th  July, 2020
এমসিসির প্রথম
মহিলা-প্রেসিডেন্ট 

ঐতিহ্যবাহী মেরিলেবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম মহিলা-প্রেসিডেন্ট হতে চলেছেন ক্লেয়ার কনর। ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে বসতে চলেছেন।
বিশদ

11th  July, 2020
একনজরে
ওয়াশিংটন: ক্ষমতা দেখাতে পুরো বিশ্বকে নিজেদের নাগালের মধ্যে আনতে উঠেপড়ে লেগেছে চীন। এবার তাদের আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এই ভাষাতেই চীনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।   ...

নয়াদিল্লি: একটা সময় ছিল যখন ক্রিকেট দুনিয়া তারিয়ে উপভোগ করত বাইশগজে তাঁদের ব্যাট-বলের লড়াই। একদিকে ব্রেট লি। গতির আগুনে যিনি বিপক্ষের ব্যাটিংকে ছারখার করে দিতেন। ...

সংবাদদাতা, ঘাটাল: ভাইয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘাটাল থানার পান্না গ্রামে এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবকের নাম অনুপ পাল।   ...

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা কবে, তা নিয়ে শুক্রবারও সুপ্রিম কোর্টে ফয়সালা হল না। আগামী ১০ আগস্ট ফের শুনানি হবে।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিতর্ক-বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম-পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থোপার্জনের সুযোগ।প্রতিকার: অন্ধ ব্যক্তিকে সাদা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৭৪- অক্সিজেনের আবিষ্কার করেন যোশেফ প্রিস্টলি
১৮৪৬ - বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু
১৯২০ – স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলকের মৃত্যু
১৯২০- অসহযোগ আন্দোলন শুরু করলেন মহাত্মা গান্ধী
১৯২৪ -ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ফ্রাঙ্ক ওরেলের জন্ম
১৯৩২- অভিনেত্রী মীনাকুমারীর জন্ম
১৯৫৬- ক্রিকেটার অরুণলালের জন্ম।
১৯৯৯- সাহিত্যিক নীরদ সি চৌধুরির মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৯৪ টাকা ৭৫.৬৫ টাকা
পাউন্ড ৯৬.৫৩ টাকা ৯৯.৯০ টাকা
ইউরো ৮৭.৪০ টাকা ৯০.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ শ্রাবণ ১৪২৭, শনিবার, ১ আগস্ট ২০২০, ত্রয়োদশী ৪১/৪৮ রাত্রি ৯/৫৫। মূলানক্ষত্র ৪/২ দিবা ৬/৪৮। সূর্যোদয় ৫/১১/৪৮, সূর্যাস্ত ৬/১৩/৫৮। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে। রাত্রি ৮/২৬ গতে ১০/৩৭ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩২ মধ্যে পুনঃ ২/১৬ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫০ মধ্যে পুনঃ ১/২০ গতে ২/৫৮ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৬ মধ্যে পুনঃ ৩/৫০ গতে উদয়াবধি। 
১৬ শ্রাবণ ১৪২৭, শনিবার, ১ আগস্ট ২০২০, ত্রয়োদশী রাত্রি ৯/৪৮। মূলানক্ষত্র দিবা ৭/৫৩। সূর্যোদয় ৫/১১, সূর্যাস্ত ৬/১৭। অমৃতযোগ দিবা ৯/৩০ গতে ১/২ মধ্যে এবং রাত্রি ৮/২৯ গতে ১০/৩৮ মধ্যে ও ১২/৪ গতে ১/৩০ মধ্যে ও ২/১৩ গতে ৩/৩৯ ম঩ধ্যে। কালবেলা ৬/৪৯ মধ্যে ও ১/২২গতে ৩/০ মধ্যে ও ৪/৩৯ গতে ৬/১৭ মধ্যে। কালরাত্রি ৭/৩৯ মধ্যে ও ৩/৪৯ গতে ৫/১১ মধ্যে।  
১০ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: নানা উপায়ে অর্থোপার্জনের সুযোগ। বৃষ: কর্মক্ষেত্রে উচ্চাশাপূরণ। মিথুন: গুরুজনের স্বাস্থ্যোন্নতি। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৭৭৪- অক্সিজেনের আবিষ্কার করেন যোশেফ প্রিস্টলি১৮৪৬ - বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ...বিশদ

07:03:20 PM

করোনা: রাজ্যে আক্রান্ত আরও ২৫৮৯ জন  
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮৯ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:42:26 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৯,৬০১ জন, মৃত ৩২২ 

08:41:24 PM

কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৫,১৭২ জন, মৃত ৯৮ 

07:56:50 PM

করোনা: কেরলে নতুন করে আক্রান্ত আরও ১১২৯, মোট আক্রান্ত ১০৮৬২ 

07:50:00 PM