Bartaman Patrika
আমরা মেয়েরা
 

নারীর স্বভাব 

একটা প্রচলিত ধারণা আছে যে, মেয়েদের মনে নাকি জিলিপির প্যাঁচ। মেয়ে মানেই কূট-কচালিতে সিদ্ধহস্ত। সুযোগ পেলেই কমবয়েসি বিবাহিত মেয়েরা স্বামী-শ্বশুরবাড়ির নিেন্দ করে। আর বয়স্ক শাশুড়িরা সময় পেলেই বাড়ির বউয়ের নিন্দে-মন্দ করে। মেয়েদের সম্পর্কে এই ধারণা নিয়েই আমাদের সমাজ এখনও চলেছে। সেই সমাজের চিন্তাধারা অনুযায়ী কর্মহীন অলস মহিলারা এক জায়গায় মিলিত হলেই তাদের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে পরনিন্দা পরচর্চা। অর্থাৎ মেয়েদের মন সবসময় কারও না কারও খুঁত ধরার জন্য ব্যাকুল হয়ে থাকে। কয়েকটি ঘটনার মাধ্যমে মেয়েদের এই স্বভাবগত বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করা হল।
ঘটনা এক: রুমির বাচ্চার মুখেভাতের পর ও কিছুদিন বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতেই ছিল। আর রুমির বর কর্মস্থলে ফিরে গিয়েছিল। বাচ্চাকে যেহেতু রেখে এসেছে, তাই বরের প্রাণ সেখানেই পড়ে থাকত। প্রায় ঘণ্টায় ঘণ্টায় বাচ্চার খোঁজ নেওয়ার জন্য রুমির বর রুমিকে ফোন করত। এটা দেখে রুমির শাশুড়ি গেলেন চটে। তিনি তাঁর ছেলেকে বলে বসেন, ‘কীরে ছেলে পেয়ে মাকে ভুলে গেলি?’।
ঘটনা দুই: রিঙ্কির বাড়িতে যখনই দুই ননদ আসে তখনই তার শাশুড়ি আর ননদরা মিলে গুজুর গুজুর, ফুসুর ফুসুর করেই চলে। আর রিঙ্কি সামনে গেলেই সবাই হঠাৎ চুপ করে যায়। এদিকে রিঙ্কির ছোট ননদের শাশুড়ি নাকি এতই খারাপ যে তিনি ছেলে আর তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। রিঙ্কির ননদরা একদিকে ভাই-বউয়ের নামে কুৎসা রটায় আবার অন্যদিকে নিজের শাশুড়ির নামে বদনাম করে। একদিন রিঙ্কি এই নিয়ে নিজের শ্বাশুড়িকে প্রশ্ন করলে তিনি বললেন বয়সকালে তাঁর মেয়েরাই তাঁর ভরসা হবে এ বিষয়ে তিনি নিশ্চিত। এসব দেখে দেখে রিঙ্কির এদের প্রতি ঘেন্না ধরে গেছে।
ঘটনা তিন: বিয়ের কয়েক মাসের মাথায় বাপের বাড়ি এসেছে সুমিতা। বিয়ের আগে একটু মোটাসোটা ছিল সে। কিন্তু এখন বেশ রোগা হয়েছে। আসলে ওর বরের চাপে পড়ে নিয়মিত যোগাসন করছে এখন। তাই চেহারার এত পরিবর্তন। কিন্তু এই রোগা হওয়াটা পাড়ার কাকিমার চোখে ধরা পড়তেই তিনি বলে বসলেন, ‘কী রে বরে খেতে-টেতে দেয় না নাকি?’ সুমিতার রাগ হলেও মায়ের শিক্ষার কারণে কিছু বলেনি।
উপরের বাস্তব ঘটনাগুলোর মাধ্যমে মেয়েদের স্বভাবের বিভিন্ন দিক তুলে ধরা হল। অস্বাভাবিক অধিকারবোধ, হিংসা, টোন-টিটকিরি কেটে আনন্দ পাওয়া ইত্যাদি নিয়েই তাদের জীবন।
আগেকার দিনে মেয়েদের জীবন একটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল। স্বামী এবং সংসার এই ছিল তাদের পুরো জগৎ। এই জগতে থাকার কারণে তারা বাইরের জগতের সম্বন্ধে অবগত ছিল না। তাই তাদের আলোচনার পরিধিও কম ছিল। তখন সুযোগ পেলেই তারা নিজের আনন্দের জন্য আর পাঁচজন মহিলার সঙ্গে নিন্দে-মন্দর ঝাঁপি খুলে বসত। আর সেই ঝাঁপি থেকে একে একে পাড়ার কেচ্ছা, নিজের ছেলের বউয়ের খারাপ স্বভাব, মেয়ের শাশুড়ির শয়তানি, ছেলের ওপর অধিকারবোধ সব কিছু বেরিয়ে আসত।
শুধু বাস্তবে নয়, সাহিত্যেও এই ধরনের মহিলাদের দেখা পাওয়া যায়। শরৎচন্দ্রের অরক্ষণীয়া উপন্যাসে জ্ঞানদাকে বিয়ে দিতে না পারার জন্য তার মাকে হাজার রকম কথার সম্মুখীন হতে হয়েছিল। এছাড়াও গৃহদাহ, চোখের বালি সহ হাল আমলের বহু উপন্যাস বা গল্পে আমরা মেয়েদেরকে সাংসারিক কূট-কচালি বা নিন্দে-মন্দ অথবা নিজস্ব অধিকার সচেতন জীব হিসেবেই দেখতে পাই। এক্ষেত্রে বর্তমান মেগা ধারাবাহিকগুলোও কোনও অংশে পিছিয়ে নেই।
আগেকার দিনের পর্দানসিন মেয়েদের কোনও জগৎ না থাকার কারণে ধরে নেওয়া যেতেই পারে যে, তারা নিজেদেরকে ভালো রাখার জন্য পরনিন্দা পরচর্চা থেকে শুরু করে অন্যের প্রতি হিংসা, অন্যকে কটু কথা শুনিয়ে আনন্দ লাভ প্রভৃতি কাজে মেতে থাকত। কিন্তু বর্তমান যুগের মেয়েরা কাজের সুবাদে বাইরে বের হচ্ছে, বাইরের পৃথিবীকে দেখতে পাচ্ছে। স্থল, জল আর আকাশকে নিজের হাতের মুঠোর মধ্যে নিতে সক্ষম হচ্ছে। তবুও তাদের মধ্যে এখনও অধিকারবোধ, হিংসা, পরনিন্দা করার প্রবৃত্তি প্রবল। এতটা শিক্ষিত হওয়ার পরেও মেয়েদের এরকম স্বভাবের কারণ কী? কী বলছেন মনস্তত্ত্ববিদ।
মনস্তত্ত্ববিদ রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সোশ্যাল সাইকোলজি মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই শাস্ত্রে Stereotyp (স্টিরিওটাইপ) বলে একটি কথা আছে। স্টিরিওটাইপ অর্থাৎ প্রচলিত ধারণা। সেই ধারণার কোনও মানুষ, জাতি বা বিজ্ঞানের সঙ্গে মিল নাও থাকতে পারে। মহিলাদের ক্ষেত্রে একটি স্টিরিওটিপিকাল (Stereotypical) কিছু ধারণা মানুষের মধ্যে রয়েছে। সেইসব ধারণা অনুযায়ী তারা পেটে কোনও কথা রাখতে পারে না। শুধু মেয়েলি গসিপ করে ইত্যাদি।
আগেকার দিনের মহিলারা পুরুষদের সঙ্গে বিশেষ দূরত্ব রক্ষা করেই চলতেন আর নিজেদের অন্দরমহলেই আবদ্ধ করে রাখতেন। তাই ঘরোয়া আলোচনাই তাঁদের কথাবার্তার মুখ্য উপাদান ছিল। সেই থেকেই এমন স্টেরোটাইপ তৈরি হয়েছে। সব মহিলা সমান নয়। আগেও সমান ছিল না। এখনও তাই। এর সঙ্গে চাকরি করা বা না করার যেমন সম্বন্ধ নেই, তেমনই সমাজের স্তরেরও কোনও সম্বন্ধ নেই। গসিপ করা না-করাটা ব্যক্তিগত রুচির ওপর নির্ভর করে। সাধারণত হাই সোসাইটি এবং মধ্যবিত্ত মহিলাদের মধ্যে গসিপ করা, একের কথা অন্যের কাছে লাগানোর প্রবণতা বেশি দেখা যায়। তুলনামূলকভাবে যে সব মহিলারা শ্রমিকের কাজ করেন তাঁদের মধ্যে এই স্বভাব ততটা লক্ষ করা যায় না।
মানুষের লাইফস্টাইল, তার নিজের পছন্দ-অপছন্দ, মূল্যবোধ প্রভৃতি তার চরিত্রের প্রধান দিক। তাই সব মহিলা একই রকম হবে, ভাবাটা বোকামি।
আজকের নারী প্রাচীন গণ্ডি ভেঙে অনেক পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে। তাই আজ আর তাদের সম্পর্কে বিশেষ কোনও একটা প্রচলিত ধারণা পোষণ করাটা ঠিক নয়।
পরিশেষে এটাই বলব যে, মেয়েলি আচার-ব্যবহার সম্পর্কে যে ধারণা লোকের মনে গেঁথে আছে তা মূলত প্রচলিত। সেই ধারণা ভাঙতে না পারলে মেয়েরা সমাজে উন্নতি করতে পারবে না।
কাকলি পাল বিশ্বাস 
28th  March, 2020
মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

20th  April, 2024
ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  April, 2024
৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

20th  April, 2024
মহিলা পরিচালিত বুথ

মহিলাদের সমানাধিকারের দাবি ভারতে নতুন নয়। তাকে মান্যতা দিতেই চলতি লোকসভা নির্বাচনে কান্নুরের মাহে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সামলাবেন মহিলা কর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিস, বয়ঃজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যকারী হিসেবে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক— সব বিভাগই সামলাবেন মহিলারা। বিশদ

20th  April, 2024
আইএএস অনন্যার প্রেরণা কোহলি

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত মঙ্গলবার ফলপ্রকাশ করে। এ বছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন একজন মহিলা। তেলেঙ্গানার ডোনুরু অনন্যা রেড্ডি। বিশদ

20th  April, 2024
মিস মিসেস ইন্ডিয়া

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বিশদ

20th  April, 2024
চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
  বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী 

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সাবিত্রী জিন্দাল এই উপমার আদর্শ উদাহরণ। ফোর্বসের প্রকাশিত তালিকায় ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৩৫৫০ কোটি মার্কিন ডলার। বিশদ

06th  April, 2024
স্বেচ্ছামৃত্যুর আবেদনে ডাচ তরুণী

জোরায়া টের বেকের বয়স ২৮। নেদারল্যান্ডসের একটি ছোট গ্রামে থাকেন। এই ডাচ তরুণী আইনের সাহায্য নিয়ে নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছুক। এমন খবর শিরোনামে আসতেই জোরায়াকে নিয়ে হইচই শুরু হয়েছে নানা মহলে। বিশদ

06th  April, 2024
তর্ক-বিতর্ক: বাচ্চার মোবাইল আসক্তির জন্য

চলছে নতুন বিভাগ ‘তর্ক বিতর্ক’। সন্তানের মোবাইল ব্যবহারের নেপথ্যে বাবা-মা। — এই মতের পক্ষে ও বিপক্ষে পাঠকদের মতামত বেছে নিয়েছি আমরা। পরের পর্বে আপনিও জানাতে পারেন আপনার মতামত। বিশদ

30th  March, 2024
একনজরে
কেউ আছেন পাঁচ বছর, কেউ বা দশ। তাঁরা প্রত্যেকেই বারুইপুরের ‘আপনজন’ হোমের আবাসিক। প্রত্যেকেই প্রবীণ নাগরিক। তাঁদের অনেকেই পরিবার থেকে দূরে থাকেন। মাঝেমধ্যে কেউ কেউ ...

আট ম্যাচে পাঁচটা পরাজয়। প্লে-অফের পথ ক্রমশ কঠিন হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে ...

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন নাইমা খাতুন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর চেয়ারে বসলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর অনুমোদনের পরই ...

মাঠের মাঝে হেলিপ্যাড তৈরি হয়েছে। প্রখর রোদে মাটি ফেটে গিয়েছে। বেলা যত গড়াচ্ছে সূর্যের তেজ ততই বাড়ছে। কিন্তু তাতে হেলদোল নেই মণিরা বিবি, প্রমীলা রায়, কবিতা রায়দের। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। আইটি কর্মীদের শুভ। মানসিক চঞ্চলতার জন্য বিদ্যাচর্চায় বাধা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 
১০৬১: ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়
১২৭১ : মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
১৯২৬:  যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার
১৯৪২: মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু
১৯৪৫ :সোভিয়েত সেনাবাহিনী  বার্লিনে প্রবেশ করে
১৯৫৬: লোকশিল্পী তিজ্জনবাইয়ের জন্ম
১৯৭২: চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু
১৯৭৩: ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম
১৯৮৭: বরুণ ধাওয়ানের জন্ম
২০১১: ধর্মগুরু শ্রীসত্য সাঁইবাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯০ টাকা ৮৩.৯৯ টাকা
পাউন্ড ১০১.৮৯ টাকা ১০৪.৫০ টাকা
ইউরো ৮৭.৯৯ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। পূর্ণিমা ০/১৫ প্রাতঃ ৫/১৯। স্বাতী নক্ষত্র ৪৬/৩০ রাত্রি ১২/৪১। সূর্যোদয় ৫/১৩/০, সূর্যাস্ত ৫/৫৬/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৫ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/২৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২৩ গতে ৩/৪৭ মধ্যে। 
১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। প্রতিপদ অহোরাত্র। স্বাতী নক্ষত্র রাত্রি ১২/১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২২ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২২ গতে ৫/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৫ গতে ১০/০ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৫ গতে ৩/৪৯ মধ্যে। 
১৪ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২৮ এপ্রিল, রবিবার অবধি রাজ্যে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি, জানাল আবহাওয়া দপ্তর

03:45:13 PM

বহরমপুরে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

03:03:21 PM

এই নির্বাচনে বিজেপি জিতলে আর দেশে নির্বাচন হবে না: মমতা

02:49:42 PM

আদালতও কিনে নিয়েছে এরা: মমতা

02:49:12 PM

২৬ হাজার চাকরি যাওয়ার প্রতিবাদে কোনও সরকারি কর্মচারী বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না: মমতা

02:48:14 PM

কেউ এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না,এটাই চ্যালেঞ্জ: অভিষেক

02:47:00 PM