Bartaman Patrika
আমরা মেয়েরা
 

আমি জীবন সংগ্রামী: স্নেহা দাস

কামিনী আর জ্যোৎস্নার মধ্যে বড়ই বিরোধ। কামিনী জ্যোৎস্নাকে সহ্য করতে পারে না। কিন্তু জ্যোৎস্নার জীবনে বারবার খারাপ সময় এলেও শেষপর্যন্ত সে কামিনীকে হারিয়ে দেয়। এরপর কামিনী ছলে বলে কৌশলে সেই রাজ্যের রাজার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেয়। এবং চক্রান্ত করে সবাইকে মেরে ফেলে আর জ্যোৎস্নাকে বন্দি করে কারাগারে। এরপর কেটে যায় ষোলোটা বছর... এভাবেই এগিয়ে চলেছে সান বাংলার মেগা ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্নার কাহিনী। আজ আমরা জ্যোৎস্না তথা স্নেহা দাসের মুখোমুখি।
 অভিনয়ে এলেন কীভাবে?
 ২০১৪ থেকে ২০১৫ —এই এক বছর আমি মডেলিং করেছিলাম। তারপর পড়াশোনার জন্য সেটা বন্ধ করে দিয়েছিলাম। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে একটা ফোটো শ্যুট করেছিলাম। সেই ছবি দেখার পরই সিরিয়ালের পরিচালক আমায় অভিনয় করার অফারটা দেন।
 আপনার প্রথম অভিনয় কী?
 ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ই হচ্ছে আমার প্রথম মেগা ধারাবাহিক। এটা সান বাংলায় দেখানো হচ্ছে। এখানে আমি জ্যোৎস্নার চরিত্রে অভিনয় করছি।
 প্রথম শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন?
 আমার প্রথম শ্যুটিং কালিম্পংয়ে ডান্স দিয়ে শুরু হয়েছিল। আমি যেহেতু নাচের ‘ন’-ও জানি না তাই একটা উত্তেজনা হচ্ছিল মনে মনে। তবে শুরুর আগে বেশ কয়েকদিন কোরিওগ্রাফারের কাছে আমাকে নাচ প্র্যাকটিস করতে হয়েছিল। আমাকে ওঁরা খুব সাহায্য করেছেন। এরপর আমার নাচতে বা অভিনয় করতে কোনও অসুবিধা হয়নি। তবে একটা ভয় তো লেগেছিলই। কিন্তু শেষ পর্যন্ত ভগবানের ওপর ভরসা করে নাচটা করেই ফেলেছিলাম।
 চরিত্রটা কতটা উপভোগ করছেন?
 বেদের মেয়ে জ্যোৎস্নাটা একটা আইকনিক মুভি। তাই এটা করতে খুবই ইন্টারেস্টেড ছিলাম। প্রথম প্রথম চরিত্রটা একটু কঠিন লাগছিল। চরিত্রটাতে নিজেকে ঢালতে একটু সময় লেগেছিল। কিন্তু আমার ডিরেক্টর, কো-অ্যাক্টররা আমাকে খুব সাহায্য করেছে। আর এখন চরিত্রটার প্রতি একটা টান এসে গিয়েছে। তাই চরিত্রটাও এখন নিজের মধ্যে বসিয়ে নিতে পেরেছি।
 যখন অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবলেন, তখন বাড়িতে কোনও সমস্যা হয়নি?
 হয়েছিল বইকি। ভীষণ সমস্যা হয়েছিল। যেহেতু আমার পরিবারের কেউই এই জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, তাই প্রথম দিকে আমার অভিনয়ে আসা কেউ মেনে নেননি। সবাই ভয় পেয়েছিলেন। কিন্তু যখন আউটডোরে মাকে নিয়ে যাই তখন মা দেখেছিল সমস্ত টিম একটা পরিবারের মতো। তারপর সবার ভয় কেটে যায়।
 আপনারা কয় ভাই বোন?
 আমি একা।
 পড়াশোনা কোথায় করেছেন?
 আমি সোদপুরের মেয়ে। ওখানকার সুশীলকৃষ্ণ শিক্ষায়তন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছি। এরপর ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করেছি।
 ছোটবেলায় কেমন ছিলেন?
 ছোটবেলায় একাই বড় হয়েছি। বাবা-মা দু’জনেই কাজে বেরতেন। আমাদের একটু অার্থিক টানাটানি ছিল। কষ্টের মধ্যে যেহেতু বড় হয়েছি তাই এটুকু বুঝতে পেরেছিলাম যে বাবা-মা আমাকে ভালো রাখার জন্য খাটছেন। আর তখন থেকেই ভেবে রেখেছিলাম আমিও বড় হয়ে আমার বাবা-মায়ের পাশে দাঁড়াব। ছোটবেলা থেকেই আমার মধ্যে এই মূল্যবোধটা তৈরি হয়ে গিয়েছিল।
 প্রেম করছেন নাকি?
 হ্যাঁ, সে তো করছিই। আমি পরের বছর বিয়ে করতে চলেছি। ওর নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়। ও হোটেল ম্যানেজমেন্টে আছে। আমরা দু’জনেই বন্ধু ছিলাম। হঠাৎ করেই আমাদের আলাপ হয়। আর এই আলাপ থেকে বন্ধুত্ব এবং প্রেম। এরপর দু’বাড়িতে জানাজানি হয় এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
 আপনার বাড়িতে কে কে আছেন?
 আমি, বাবা আর মা।
 রান্না করতে পারেন?
 হ্যাঁ। সব ধরনের রান্না করতে পারি। আসলে রান্না করতে আমার ভালো লাগে। যখনই ইচ্ছে হয় তখনই কিছু না কিছু বানিয়ে ফেলি। বিরিয়ানি ছাড়া আমি যা যা এ পর্যন্ত রান্না করেছি সবগুলোই সবার খুব পছন্দ হয়েছে।
 এখন তো অনেক রোজগার করছেন, রোজগারের টাকা কীভাবে খরচ করেন?
 আমি ব্যয়বহুল জীবনযাপন করি না। যেটুকু দরকার সেটুকুই খরচা করি। ভবিষ্যতের জন্য জমানোর চেষ্টা করছি।
 নিজের টাকায় বাড়ি করা বা গাড়ি কেনার ইচ্ছে নেই?
 একটা তো স্বপ্ন আছেই। নিজের একটা ছোট বাড়ি হবে একটা গাড়ি হবে। তবে আগে আমি একটা ছোট সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনব, কিনে ড্রাইভিংটা শিখব। তারপর ভালো একটা নতুন গাড়ি কিনব।
 আজ যে আপনি অভিনেত্রী হয়েছেন, এই অভিনেত্রী হওয়ার পেছনে কার অবদান বেশি?
 সবার। আমার বাবা-মা, আমার বয়ফ্রেন্ড, দিদা সবাই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। এদের সাহায্যেই আমি আজ এখানে আসতে পেরেছি।
 আগের জীবনের সঙ্গে এখনকার জীবনের ফারাক কতটা? লোকে যখন চিনতে পারে কেমন লাগে? নিজের লাইফ স্টাইল কতটা বদল করেছেন?
 সবাই যখন কাজের প্রশংসা করে তখন ভালো লাগে। কারণ আমি অডিয়েন্সের জন্যই কাজটা করি। যখন দর্শক বলে ভালো লাগছে, তখন খুব আনন্দ হয়। আর বদল বলতে গেলে সেরকম কিছু হয়নি। শুধুমাত্র আগে আমি আমার পরিবারকে অনেক সময় দিতে পারতাম। এখন কাজের চাপে সেটা কম হয়ে গেছে। তাই একটু খারাপ লাগে।
 পশুপাখি ভালোবাসেন?
 ভালোবাসি, তবে দূর থেকে। আসলে আমার একটা অ্যানিমাল ফোবিয়া আছে। তাই পশুপাখি ধরতে ভয় পাই।
 বর্তমান সমাজে মেয়েদের অবস্থান কেমন বলে আপনার মনে হয়?
 এখন সবাই চাইছে মেয়েদের একটা জায়গায় পৌঁছে দিতে। কিন্তু সমাজ একটা মেয়েকে এখনও মেয়ে বলেই মনে করে। কিছুদিন আগে হায়দরাবাদে যে ঘটনাটা ঘটল, কিংবা এ ধরনের আরও যে ঘটনাগুলো ঘটছে যেগুলো দেখে বোঝা যায় একদল বিকৃত মানুষ মেয়েদের এখনও ভোগ্যবস্তু হিসেবেই দেখে। অনেকে বলেন যে মেয়েরা অনেক কিছু করতে পারে। মেয়েরা এই, মেয়েরা সেই, এগুলো না বলে আগে তাদের সম্মান দেওয়া উচিত। সবার বাড়িতে মা-বোন আছে। যখন রাস্তা দিয়ে একটা মেয়ে যায় তখন সমাজের উচিত তাকে সম্মানের চোখে দেখা। এটা না হলে মেয়েদের অবস্থান কখনওই বদলাবে না।
 আজকালকার সিরিয়ালগুলোতে মহিলাদের বড্ড বেশি করে ভিলেনের চরিত্রে দেখানো হচ্ছে। সত্যি কি সমাজেও মহিলারা এতটাই জটিল-কুটিল? কী মনে হয় আপনার?
 না। এতটা বোধহয় হয় না। আসলে দর্শকরা এ ধরনের নেগেটিভ চরিত্র দেখতে পছন্দ করেন। তাই হয়তো এতটা জটিল কুটিল চরিত্র দেখানো হয়। আমাদের ডেলি লাইফে কিছু কিছু ঝামেলা লেগেই থাকে। কিন্তু তাই বলে এরকম নয়। এগুলো মানসিকতার উপর নির্ভর করে। আর টিভির ব্যাপারটা পুরোপুরি দর্শকের চাহিদার উপর নির্ভর করে। তার সঙ্গে বাস্তবের মিল থাকবে এমনটা ভাবাই উচিত নয়।
 ভূত আর ভগবানে বিশ্বাস আছে?
 হ্যাঁ আছে। আমার মনে হয় পজিটিভ এনার্জি থাকলে তাকে কাউন্টার করার জন্য একটা নেগেটিভ এনার্জিও থাকবেই। ফলে ভগবান থাকলে ভূতও থাকবে।
 সিনেমায় অভিনয় করতে চান? স্বপ্নের চরিত্র কী?
 হ্যাঁ অবশ্যই করতে চাই। আপাতত সব ধরনের চরিত্রকেই আমি ফিল করতে চাই। আমি একটা চ্যালেঞ্জিং চরিত্র করতে চাই যেখানে আমি আমার অ্যাক্টিংয়ের স্কিলটাকে ফুটিয়ে তুলতে পারব।
 পরজন্মে বিশ্বাস আছে? পরজন্মে কী হয়ে জন্মাতে চান?
 ভূত আর ভগবান যদি থেকে থাকে তবে পরজন্মও থাকবে। তবে আমি এ নিয়ে বিশেষ কিছু ভাবিনি। আপাতত এ জন্মটাই তো আগে ভালোভাবে বাঁচি।
 অবসর সময়ে কী করেন?
 অবসর সময়ে সিনেমা দেখি, টিভিতে বিভিন্ন সিরিজ দেখি, বন্ধুদের সঙ্গে কথা বলি, পরিবারকে সময় দিই।

এক নজরে
জন্মতারিখ: ১০ জুন ১৯৯৪
ডাকনাম: সোনা
রাশি: মিথুন
প্রিয় অভিনেতা: নওয়াজউদ্দিন সিদ্দিকি
প্রিয় অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন
প্রিয় সিনেমা: গুপি গাইন বাঘা বাইন
প্রিয় গায়ক: অরিজিৎ সিং
প্রিয় গায়িকা: শ্রেয়া ঘোষাল
হবি: গান করা
প্রিয় খাবার: বাঙালি খাবার
প্রিয় ফল: আম
প্রিয় ফুল: গোলাপ
বিশেষ ইচ্ছা: বাবা-মায়ের স্বপ্ন পূরণ করা
প্রিয় রং: গোলাপি, সাদা
প্রিয় বন্ধু: শরণ্যা, প্রীতি
প্রথম প্রেম: আমার মা মিনতি দাস
স্মরণীয় মুহূর্ত: যখন প্রথম টিভিতে নিজেকে দেখেছিলাম।
জীবনের সংজ্ঞা: কষ্ট করে নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়া।
ভালোবাসার সংজ্ঞা: জীবন
নিজের সম্পর্কে মতামত: জীবন সংগ্রামী। যে তার জীবন সংগ্রামে এগিয়ে যাচ্ছে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য।
সাক্ষাৎকার: কাকলি পাল বিশ্বাস
15th  February, 2020
মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

20th  April, 2024
ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  April, 2024
৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

20th  April, 2024
মহিলা পরিচালিত বুথ

মহিলাদের সমানাধিকারের দাবি ভারতে নতুন নয়। তাকে মান্যতা দিতেই চলতি লোকসভা নির্বাচনে কান্নুরের মাহে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সামলাবেন মহিলা কর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিস, বয়ঃজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যকারী হিসেবে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক— সব বিভাগই সামলাবেন মহিলারা। বিশদ

20th  April, 2024
আইএএস অনন্যার প্রেরণা কোহলি

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত মঙ্গলবার ফলপ্রকাশ করে। এ বছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন একজন মহিলা। তেলেঙ্গানার ডোনুরু অনন্যা রেড্ডি। বিশদ

20th  April, 2024
মিস মিসেস ইন্ডিয়া

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বিশদ

20th  April, 2024
চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
  বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী 

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সাবিত্রী জিন্দাল এই উপমার আদর্শ উদাহরণ। ফোর্বসের প্রকাশিত তালিকায় ভারতের সবথেকে ধনী মহিলা সাবিত্রী। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৩৫৫০ কোটি মার্কিন ডলার। বিশদ

06th  April, 2024
স্বেচ্ছামৃত্যুর আবেদনে ডাচ তরুণী

জোরায়া টের বেকের বয়স ২৮। নেদারল্যান্ডসের একটি ছোট গ্রামে থাকেন। এই ডাচ তরুণী আইনের সাহায্য নিয়ে নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছুক। এমন খবর শিরোনামে আসতেই জোরায়াকে নিয়ে হইচই শুরু হয়েছে নানা মহলে। বিশদ

06th  April, 2024
তর্ক-বিতর্ক: বাচ্চার মোবাইল আসক্তির জন্য

চলছে নতুন বিভাগ ‘তর্ক বিতর্ক’। সন্তানের মোবাইল ব্যবহারের নেপথ্যে বাবা-মা। — এই মতের পক্ষে ও বিপক্ষে পাঠকদের মতামত বেছে নিয়েছি আমরা। পরের পর্বে আপনিও জানাতে পারেন আপনার মতামত। বিশদ

30th  March, 2024
একনজরে
একাধিক মামলায় তিনি ছিলেন পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’। জানুয়ারিতেই তাঁর নামে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। শেষপর্যন্ত, থাইল্যান্ডে ধরা পড়লেন নয়ডার স্ক্র্যাপ মাফিয়া তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রবি কানা। ...

৫ কোটি টাকা ‘তোলা’ চেয়ে নতুন জঙ্গি সংগঠন কেএলও (কোচ ন্যাশনালিস্ট) এবার সরাসরি হুমকি চিঠি দিল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। ...

কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে। ...

লক্ষ্য মহিলা ভোট নিজেদের দিকে আনা। সেই লক্ষ্যে সন্দেশখালির মহিলাদের সামনের সারিতে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পকে নিয়ে প্রচারের কৌশল তারা ভোঁতা করতে উদ্যত হয়েছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM