Bartaman Patrika
আমরা মেয়েরা
 

কুড়ির তারুণ্যে ভরা ল্যা ক মে

পাঁচদিনের ‘ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার-ফেস্টিভ ২০১৯’-র এবারের আসরও ছিল জমজমাট। এবছর কুড়িতে পা দিল ল্যাকমে ফ্যাশন উইক। কুড়ির অভিজ্ঞতা গায়ে মেখে তারুণ্যে ভরা ল্যাকমের আসর থেকে নতুন নতুন ফ্যাশনধারার সন্ধান দিলেন আমাদের মুম্বই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।

নতুনের কেতন
প্রতিবারের মত এবারও নতুনের কেতন উড়িয়ে শুরু হয়েছিল ল্যাকমের ফ্যাশনের মহোৎসব। আইএনআইএফডি আয়োজিত এই শো-তে ছিলেন ছয় নবীন ডিজাইনার। সাহিব ভাটিয়া, গৌরব সিং, অঙ্কিতা শ্রীবাস্তব, আকাঙ্ক্ষা আগরওয়াল, মঞ্জুশ্রী সাইকিয়া ও স্ট্যানজিন পালমো। এঁদের মধ্যে সবচেয়ে নজর কাড়েন লাদাখের স্ট্যানজিন এবং অসমের মঞ্জুশ্রী। স্ট্যানজিন পালমো তাঁর সৃষ্টির মাধ্যমে লাদাখের পশমিনা, উল, সিল্ক, সুতি, লিনেন, রেয়ন তুলে ধরেন।
তিনি লাদাখি সাবেকি পোশাক ‘গোঞ্চা’-র সঙ্গে পরিচয় করান। অসমের শিল্পকে তুলে ধরেন মঞ্জুশ্রী সাইকিয়া। তাঁর ‘উরা মাকু’ মধ্যে ছিল এরি, মুগা সিল্ক, অরগ্যানিক সুতি, এবং চান্দেরির মিডি র‌্যাপ স্কার্ট, কোট-ড্রেস।

সুতির ইতিকথা
প্রতিবারের মতো এবারও ল্যাকমের দ্বিতীয় দিনে পালন করা হয় ‘সাস্টেনেবল ফ্যাশন ডে’। তাই ঝাঁ চকচকে ল্যাকমের মঞ্চে ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে গ্রামীণ শিল্পকলা কোথাও মিলেমিশে এক হয়ে গিয়েছিল। খাদি ইন্ডিয়া এই মঞ্চে নিয়ে আসে তিন সেরা ডিজাইনার, অনুজ ভুটানি, পল্লবী ধ্যানি, এবং গৌরব খানিজোকে। অনুজের আয়োজনে ছিল আরামদায়ক সালোয়ার, কামিজ, দোপাট্টা, নানান ধরনের কুর্তি, বাহারি ধুতি, শাড়ি, পাগড়ি এবং স্কার্ফ। গৌরবের পরিবেশনে সবথেকে নজর কাড়ে খাদির কম্বল ‘খেস’। পল্লবী পুরুষদের নিরাশ করেননি। এবারও ল্যাকমের আসরে নজর কাড়ে স্টেফ্যানো ফুনারি এবং পুর্ণিমা পান্ডের ‘আই ওয়াজ অা শাড়ি’। পুরনো শাড়ি দিয়ে স্টেফ্যানো এবং পূর্ণিমা স্টাইলিশ পোশাক, জুতো, ব্যাগ,পাগড়িসহ নানান জিনিস বানিয়েছেন। অল্কা শর্মা তাঁর সৃষ্টির রঙ হিসাবে বেছে নেন চা পাতা, হলুদ, ফুল সহ প্রকৃতির নানান রঙ। এই ডিজাইনার মেওয়াড় শিল্পকলা ‘ডাবু’-কে তুলে ধরেছিলেন।

বিয়ের সাজ
এবারের ল্যাকমের মঞ্চে নামজাদা ডিজাইনাররা হাজির করেছিলেন বিয়ের সাজের নতুন কথা। গৌরাঙ্গ শাহ, অর্পিতা মেহেতা,অনুশ্রী রেড্ডি, জয়ন্তী রেড্ডি সহ আরো অনেক ডিজাইনারের ডিজাইন করা শাড়ি, লেহেংগা-চোলি-তে ঝলমলিয়ে উঠেছিল ল্যাকমের আসর। মুগ্ধ করে গৌরাঙ্গ শাহের অভিনব আয়োজন। তাঁর ‘পেশওয়াই’ কালেকশনে ছিল শাড়ি, লেহেঙ্গার বৈচিত্র্য। জয়ন্তী রেড্ডির আয়োজনে ছিল র-সিল্ক, বেনারসি, শীর অরগেঞ্জা, এবং নেট দিয়ে আনারকলি, লেহেঙ্গা-চোলি, লম্বা ঝুলের কুর্তা, ধোতি সহ বিয়ের অনুষ্ঠানের পোশাকের নানান বাহার। অরগ্যাঞ্জা, সিল্ক, র-সিল্কের উজ্জ্বল লাল, শ্যাম্পেন গোল্ড, পিঙ্ক রঙের লেহেঙ্গা-চোলি ছিল তাঁর সম্ভারে। ডিজাইনার অর্পিতা মেহেতা বিয়ের মেহেন্দি, সঙ্গীত, মালা বদল সব অনুষ্ঠানের পোশাকের বাহার হাজির করেছিলেন তাঁর প্রদর্শনে। হাল্কা রঙের পোশাকেও যে কনে হয়ে উঠতে পারেন অপরূপা তা তিনি আবারও প্রমাণ করলেন। ডিজাইনার ঋধি মেহেরা উৎসবের পোশাকের প্রথাগত চিন্তাভাবনা ভাঙলেন।

শীতের বেড়ানো
সফরপ্রেমীদের জন্য ল্যাকমে সন্ধান দিল নানান পোশাকের বাহার। ‘যাযাবর’-এর বাঙালি ডিজাইনার নীলাঞ্জন ঘোষ এবং কানিকা সচদেব তাঁদের আয়োজনে রেখেছিলেন মধ্যবিত্তের সফরকালীন পোশাকের রকমারি। তাঁদের ‘চায়ে অ্যাট মুঘলসরাই জংশন’ কালেকশনে উঠে আসে নানান জীবজন্তু, কিছু ব্যস্ত স্টেশনের নাম, তাজমহল, জগন্নাথ, মীনাক্ষী মন্দির, কারিগর, মিনিয়েচার, আর্কাই, সহ আরও অনেক কিছু। খাদি, সিল্ক চান্দেরি, অরগ্যাঞ্জা, জামদানি, তসর, জর্জেট, চান্দেরির উপর বেনারসি তাঁতের নানান ধরনের জ্যাকেট, টিউনিক, লেয়ার স্কার্ট, কিমানো, লেয়ার শাড়ি ছিল তাঁদের পরিবেশনে। জনপ্রিয় ডিজাইনার রীতু কুমার এবার ল্যাকমের মঞ্চে নিয়ে আসেন সফরকালীন হাল্কা অথচ ট্রেন্ডি পোশাক। মহিলা ঘোড়সওয়ারির জন্য নতুন ধারার পোশাক এনে তিনি সকলকে তাক লাগিয়ে দেন। রীতু কুমারের শো-এর শো-স্টপার ছিলেন বলিউডের নবাগতা সুন্দরী তারা সুতারিয়া।

পাঁচমেশালি
সলিতা নন্দা পোশাকের গায়ে রঙ তুলির আঁচড় টেনে তাঁর আয়োজনকে রঙিন করে তোলেন। এ-লাইন ফ্রক, স্লিট টিউনিক, শর্ট জাম্প স্যুট, হাই নেক ফ্রক, ডিপনেক শর্ট ফ্রক, লং স্লিভলেস গাউন সহ আরও নানান পোশাকের উপর নীল, বেগুনি, গোলাপি, হলুদ, লালের আঁচড় এক নতুন শিল্পকলার জন্ম দেয়। ‘কাবেরি’-র চোখ জুড়ানো আয়োজন এই আসরের বুকে এক মুঠো তাজা হাওয়া নিয়ে আসে। তবে এদের শো-এর সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাবানা আজমি। তাঁর ব্যক্তিত্বময় উপস্থিতিতে আবিষ্ট ছিলেন সকলে। দিয়া-রাজবীর সাবেকি এমব্রয়ডারিকে নতুন রূপে পরিবেশন করেন। পুনিত বালানা-র আয়োজনে ফুটে ওঠে রাজস্থানি বাঁধনি এবং কাঁচের কাজ। পুনিতের রাজস্থানি সাজে শিল্পা শেট্টি ছিলেন যেন অষ্টাদশী।

সাহসী আশি
ওজন তাঁদের আশি বা তারও বেশি। তবুও সাহসী পোশাকে রীতিমত র‌্যাম্প কাঁপালেন এক ঝাঁক স্থূলকায় মডেল। ল্যাকমের মঞ্চে শেষ দিনের শেষ বেলায় ডিজাইনার রীনা ঢাকা আবার প্রমাণ করলেন ফ্যাশন সকলের জন্য। তিনি দেখান সাহসী পাশ্চাত্য পোশাকের রকমারি। রিস্কি এবং টিংকা ভাটিয়া-র আয়োজনেও ছিল স্থূলকায় নারী-পুরুষের জন্য সাবেকি থেকে পাশ্চাত্য পোশাকের বাহার। তাই অফসোল্ডার স্লিট গাউন পরতে শারীরিক মাপকাঠি আর কোনোও বাধা নয়।

প্রথম এবং শেষ রজনী
ল্যাকমে ফ্যাশন উৎসবের শুভ সূচনা হয় অত্যন্ত খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রার শো-এর মাধ্যমে। উৎসবের শুরুর রাতই জমকালো হয়ে ওঠে বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের দ্যুতিতে। এই রাতে তাঁর পরণে ছিল মনীশের ডিজাইন করা কালো রঙের লেহেঙ্গা-চোলির উপর রূপালী জরির কাজ। ল্যাকমের শেষ দিনের শেষ রাতেও কালো পোশাকে মোহময়ী হয়ে উঠেছিলেন আর এক বলিউড রূপসী করিনা কাপুর খান। গৌরী-নয়নিকা তাঁদের আয়োজনে ৮০ দশকের সাহসী লুক তুলে ধরেন। কালো গাউন পরে করিনা ল্যাকমের শেষ রাতকে আরও উজ্জ্বল করে তোলেন।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
31st  August, 2019
মহাষ্টমী পুজো

 মহাষ্টমী পুজোর দিন সকালে পুরোহিত আচমন করে মায়ের পুজো শুরু করেন। আসনশুদ্ধি, ভূতশুদ্ধি, মাতৃকান্যাস, প্রাণায়াম, পীঠন্যাস সমাপ্ত করে মাকে দন্তকাষ্ঠ নিবেদন করেন। তারপর শুরু হয় মায়ের মহাস্নান।
বিশদ

21st  September, 2019
মহাপূজার আঙিনায়
বলিদান

 মহাপূজার অন্যতম অঙ্গ বলিদান। বলি শব্দের অর্থ উপহার। দেবীভাগবতের মতে, একমাত্র দেবী পূজাতেই বলিদান সম্মত। অন্যত্র নয়। কারণ ব্রহ্মবিদ্যাস্বরূপিণী দেবী আমাদের স্বরূপনিরোধক এই ঘোর জীববুদ্ধি নাশ করে ব্রহ্মকারা বৃত্তিতে প্রকাশমান হন। তাই মহাদেবী বলিপ্রিয়া।
বিশদ

21st  September, 2019
সেকাল একালের
আগমনী আড্ডা

দুর্গা পুজো মানেই নতুন পোশাক, খাওয়া-দাওয়া, রাত জেগে ঠাকুর দেখা আর নির্ভেজাল আড্ডা। আড্ডা পরিকল্পনাও থাকে নানারকম। আড্ডাবাজ বাঙালির আড্ডার আসর বসে পাড়ার পুজো, বাড়ির পুজো, বা আবাসনের পুজোমণ্ডপে। নব্য প্রজন্মের কেউ বা পছন্দ করে ঘুরে বেড়িয়ে আড্ডা দিতে। বিশদ

21st  September, 2019
মহিলা মৃৎশিল্পী
ঠাকুর গড়েন চায়না পাল

 ছোটবেলায় আঁকতে ভীষণ ভালোবাসতেন চায়না। পেন বা পেন্সিল দিয়ে পাতার পর পাতা ঠাকুর দেবতার ছবি আঁকতেন তিনি। টানা টানা চোখওয়ালা সাবেকি ঠাকুরের মুখ ভরে যেত তাঁর খাতার পাতায়। বাবা যখন ঠাকুর গড়তেন সেটাও হাঁ করে দেখতেন চায়না। বিশদ

21st  September, 2019
উৎসবের ভোজ, ভোজের উৎসব 

ভোরের প্রথম আলোয় শিউলি ফুলের মন মাতানো মিষ্টি গন্ধই শুধু নয়, ভোরের বাতাসেও অকারণ পুলকের স্পন্দন। পাড়ায় পাড়ায় বাঁশ আর কাপড়ের স্তূপ। যেন উৎসবের আর উৎসাহের জোয়ার। মায়ের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে এইসব খুঁটিনাটির অনুষঙ্গগুলো।   বিশদ

14th  September, 2019
মহিলা মৃৎশিল্পী 

সুস্মিতা রুদ্রপাল মিত্র: এক দশক মানে প্রায় বারো বছর হয়ে গেল সুস্মিতা রুদ্রপাল মিত্র প্রতিমা তৈরি করা শুরু করেছেন। সুস্মিতার বেড়ে ওঠা কুমোরটুলির এক মৃৎশিল্পীর পরিবারে। বাড়িতে বাবা-দাদাদের কাজ দেখতে দেখতে বড় হয়েছেন সুস্মিতা।  বিশদ

14th  September, 2019
মহাসপ্তমী পুজোর রীতি ও আচার 

দুর্গাপুজোর মহাসপ্তমী। এই দিন প্রথমে গৃহকর্তা পুরোহিতকে কাপড় ও নানা দ্রব্য দিয়ে বরণ করে নেবেন। তারপর নবপত্রিকা স্নান। গঙ্গা বা কোনও জলাশয়ে নবপত্রিকাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে যথাযথ মন্ত্র উচ্চারণ করে দুর্গামণ্ডপে প্রতিষ্ঠা করা হয়।   বিশদ

14th  September, 2019
মহাপূজার আঙিনায় 

মহাস্নানের পর আরম্ভ হয় দেবীর পুজো। আরাধনার প্রথম ধাপ সুস্থ দেহ ও স্থির মন। সর্বাগ্রে এটি করা প্রয়োজন, না করলে দেবতার অধিষ্ঠান হতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ‘প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার— প্রথম পূজারীর ভক্তি, দ্বিতীয় প্রতিমার সৌন্দর্য, তৃতীয় গৃহস্বামীর ভক্তি।’  বিশদ

14th  September, 2019
 শহর জুড়ে আজ পুজোর মরশুম

নরম শিউলি ফুলের মতো মিষ্টি রোদ ছেয়ে আছে শহর জুড়ে। চাঁদার বই হাতে উদ্যোক্তাদের ইতিউতি উপস্থিতি, বেমক্কা জ্যাম, শপিং মল থেকে ফুটপাতে উপচানো ভিড় দেখেই অনুমান করা যায় শহর জুড়ে আজ পুজোর মরশুম। উচ্ছ্বাসে মেতে ওঠা শহরবাসী এখন কেনাকাটা করেন চুটিয়ে।
বিশদ

07th  September, 2019
 বোধনে মহাষষ্ঠী

মহাষষ্ঠীতে হয় মা দুর্গার বোধন। সকালবেলায় তিথি দেখে ষষ্ঠীপুজো হয়ে থাকলেও তিথি অনুযায়ী সন্ধেবেলায় বিল্ববৃক্ষতলে হয় দেবীর বোধন। তখন শুদ্ধাচারে, শুদ্ধাসনে, শুদ্ধবস্ত্র পরিধান করে স্বস্তিবাচন ও পাপাপনোদন করেন পুরোহিত। তিনি ঊর্ধ্ব, অধঃ পার্শ্বদ্বয় ভালো করে দেখেন ও শান্ত চিত্তে কুশ, তিল, ফল, পুষ্প দিয়ে জলপূর্ণ তাম্রপাত্র গ্রহণ করেন।
বিশদ

07th  September, 2019
মহিলা মৃৎশিল্পী কাকলি পাল

দু’ হাজার তিন সাল। কালীপুজোর ঠিক আগের ঘটনা। মৃৎশিল্পী কাকলি পালের স্বামী ঠাকুর তৈরির বায়না নিয়ে আসার পরের পরের দিন হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা যান। তখন কাকলির বড় মেয়ের বয়স সাত এবং ছোট মেয়ের এক। দুটো মেয়েকে নিয়ে কাকলি অথৈ জলে পড়েছিল।
বিশদ

07th  September, 2019
মহাপূজার আঙিনায়

মা আনন্দময়ীর আগমন। বর্ষে বর্ষে আসেন তিনি। আমাদের ঘরে-বাইরে তাঁর ছড়ানো সংসারে। শারদীয়া দেবীর আবির্ভাবের মধ্য দিয়েই জাতির আত্মশক্তির উদ্বোধন। ব্রত-পার্বণ উৎসবময় ভাবালোকে মাতৃমূর্তির এই আবির্ভাব।   বিশদ

07th  September, 2019
 ঋণ নিয়ে রোজগেরে মেয়েরা

গ্রামের মহিলাদের ঋণ দিয়ে রোজগেরে করে তুলছে ভিলেজ ফিনানসিয়াল সার্ভিস। কীভাবে এই পথে ঋণ নিয়ে রোজগেরে হয়ে ওঠা যায় তারই উপায় জানালেন সংস্থার কর্ণধার। প্রতিবেদনে কমলিনী চক্রবর্তী।
বিশদ

31st  August, 2019
 সাধারণ মানুষের জন্যেও পোশাক বানাই: অনিতা ডোঙ্গরে

নিউ ইয়র্কের সোহোর পাশাপাশি কলকাতার এলগিন রোডেও রয়েছে তাঁর শো রুম। তাঁর তৈরি করা পোশাক পরেছেন হিলারি ক্লিন্টন থেকে ডাচেস অব কেমব্রিজ পর্যন্ত। এ হেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজাইনার অনিতা ডোঙ্গরের সঙ্গে কথোপকথনে স্বস্তিনাথ শাস্ত্রী।
বিশদ

31st  August, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলি টাকা খরচ করেও তার শংসাপত্র জমা দিচ্ছে না। এ নিয়ে কারিগরি শিক্ষা ডিরেক্টরেটের তরফে বারবার চিঠি দেওয়া হয়েছে। কোনও কোনও প্রশিক্ষণকেন্দ্র চিঠি পেয়েও সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। এবার কড়া চিঠি দিল ভোকেশনাল এডুকেশন ও ...

বিএনএ, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫টি বেডের নতুন ডায়ালিসিস ইউনিটের কাজ শেষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন করিয়ে শীঘ্রই ওই ইউনিট চালু করতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এবার তার থিম পর্যটন এবং চাকরি। সেই ভাবনাকে সামনে রেখেই পর্যটন শিল্পে চাকরির পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় আজ, সোমবার থেকে চাকরির মেলা শুরু করছে পর্যটন মন্ত্রক। ...

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর কেটে গিয়েছে টানা ৪৯ দিন। এখনও থমথমে উপত্যকা। স্বাভাবিক হয়নি মানুষের জীবনযাত্রা। এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে সাপ্তাহিক বাজার বসল শ্রীনগরের রাস্তায়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদ্যাশিক্ষায় বাধা-বিঘ্ন। হঠকারী সিদ্ধান্তের জন্য আফশোস বাড়তে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭২.৭০ টাকা
পাউন্ড ৮৬.৪৪ টাকা ৯১.১২ টাকা
ইউরো ৭৬.২৬ টাকা ৮০.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৩৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯১৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  September, 2019

দিন পঞ্জিকা

৬ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ৩২/৫১ রাত্রি ৬/৩৭। আর্দ্রা ১৫/১ দিবা ১১/২৯। সূ উ ৫/২৮/৫৭, অ ৫/২৯/৪১, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৮/৪১ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ১১/৫ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৫ মধ্যে, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩০ গতে ৪/০ মধ্যে, কালরাত্রি ১০/০ গতে ১১/৩০ মধ্যে। 
৫ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ১৯/৪৮/৫৫ দিবা ১/২৪/১৪। আর্দ্রা ৫/৩৮/১৫ দিবা ৭/৪৪/৮, সূ উ ৫/২৮/৫০, অ ৫/৩১/৩০, অমৃতযোগ দিবা ৭/৭ মধ্যে ও ৮/৪১ গতে ১১/১ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ১০/৫৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৬ মধ্যে, বারবেলা ২/৩০/৫০ গতে ৪/১/১০ মধ্যে, কালবেলা ৬/৫৯/১০ গতে ৮/১৯/৩০ মধ্যে, কালরাত্রি ১/০/৩০ গতে ১১/৩০/১০ মধ্যে। 
২৩ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বৃষ: কর্মে উন্নতি। মিথুন: কর্মদক্ষতার স্বীকৃতি প্রাপ্তি। কর্কট:  ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম১৯৩২: ...বিশদ

07:03:20 PM

নদীয়ার কলেজে বোমাবাজি, জখম ২
নদীয়ার মাজদিয়া কলেজে বোমাবাজির ঘটনা ঘটল। টিএমসিপি-এবিভিপি একে অন্যের বিরুদ্ধে ...বিশদ

06:28:00 PM

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা চন্দননগরে
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলী-চুঁচুড়া পৌরসভার ...বিশদ

06:23:18 PM

ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কেমন হচ্ছে কর্মচারীদের বেতন
ক্যাবিনেটেও অনুমোদিত হয়ে গেল ষষ্ঠ বেতন কমিশন । নতুন এই ...বিশদ

05:49:00 PM

ফায়ার লাইসেন্স ফি কমাল রাজ্য
ফায়ার লাইসেন্স ফি ৯২ শতাংশ কমিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ...বিশদ

04:54:52 PM