উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
১. বয়সজনীত ম্যাকুলার ডিজেনারেশনের চান্স ৩-৪ গুণ বেড়ে যেতে পারে।
২. গ্রেভস ডিজিজ বা থাইরয়েড অপথ্যালমোপ্যাথি হতে পারে।
৩. ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রমণ করতে পারে।
৪. ড্রাই আই সিনড্রোম দেখা দিতে পারে। যারা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই রোগের সম্ভবনা বেশি।
৫. গর্ভাবস্থায় ধূমপান করলে প্রিম্যাচিওর বার্থ হতে পারে, বাচ্চার রেটিনা ইমম্যাচিওর হতে পারে।
৬. ধূমপান করলে দ্রুত ছানি পড়ার সম্ভবনা বেড়ে যায়।
৭. হতে পারে গ্লুকোমা।
৮. অপটিক নার্ভের সমস্যা দেখা দিতে পারে। যা থেকে অন্ধত্ব্য আসতে পারে।
৯. চোখের ওপরের পরতের ভিতরে জ্বালাভাব হতে পারে যাকে বলে ইউভেইটিস।
১০. ট্রানসিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক হতে পারে যার ফলে সাময়িক অন্ধত্ব দেখা দিতে পারে। একে টিআইএ বা মিনি অ্যাটাকও বলে।