পেশা ও ব্যবসায় অর্থাগমের যোগটি অনুকূল। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। ... বিশদ
স্মোকড সসেজ স্যালাড
উপকরণ: চিকেন সসেজ ৫ টুকরো, হলুদ বেলপেপার ছোট ১টি, লাল বেলপেপার ছোট ১টি, ক্যাপসিকাম ছোট একটি, স্পাইরাল পাস্তা কাপ, মাঝারি সাইজের পেঁয়াজ ১টি, রসুন কুচি ১ চা চামচ, চিলি ফ্লেক্স স্বাদ মতো, টম্যাটো কেচাপ ২ টেবিল চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, মাস্টার্ড পাউডার ১ চা চামচ, ভিনিগার ১ চা চামচ, বেসিল পাতা কুচি সিকি কাপ, নুন ও চিনি স্বাদ মতো, কাঠকয়লা ছোট ১ টুকরো, ঘি চা চামচ, সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী: সাদা তেলে সসেজ ভেজে নিন। কাঠ-কয়লার টুকরো আঁচে বসিয়ে লাল করে জ্বালিয়ে নিন। এবার এটিকে বাটিতে রেখে এর ওপর ঘি দিয়ে দিন। সসেজের উপর কয়লার বাটি বসিয়ে সসেজটাকে ভারী বাটি দিয়ে ভালো করে ঢেকে আধ ঘণ্টা রেখে দিন। বাটি সরিয়ে সসেজ গোল মোটা পিস করে কেটে নিন। বেলপেপার ও ক্যাপসিকামে তেল মাখিয়ে খোলা আঁচে সামান্য পুড়িয়ে নিন। এগুলিকে টুকরো করে কেটে নিন। পেঁয়াজ মোটা টুকরো করে কেটে নিন। টম্যাটো কেচাপ, ভিনিগার, অলিভ অয়েল একসঙ্গে ছোট কাপে নিয়ে তার মধ্যে চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন চিনি, বেসিল পাতা কুচি, রসুন কুচি, মাস্টার্ড পাউডার যোগ করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিন। এই ড্রেসিং ঢাকা দিয়ে আধ ঘণ্টা রেখে দিন। কড়াইতে জল গরম করে তাতে নুন ও সামান্য তেল দিয়ে ফুটতে দিন। এতে পাস্তা দিয়ে সেদ্ধ করে নিন। তবে খেয়াল রাখবেন পাস্তা আশি শতাংশ সেদ্ধ করতে হবে। জল ফেলে পাস্তায় তেল মাখিয়ে রাখুন। সার্ভিং বোলে সসেজ, সব সব্জিও পাস্তা দিয়ে তার ওপর ড্রেসিং ঢেলে ভালো করে মাখিয়ে দিন। আধ ঘণ্টা ঢাকা দিয়ে ফ্রিজে রাখুন এরপর সার্ভ করুন।
সালামি এগ স্যালাড
উপকরণ: চিকেন সালামি ১০ টুকরো, সেদ্ধ ডিম ২টি, লাল-হলুদ বেলপেপার ১টি করে, ক্যাপসিকাম ১টি, শসা ১টি, মাঝারি আকারের পেঁয়াজ ১টি, মাঝারি আকারের শক্ত টম্যাটো ১টি, লেটুস পাতা টুকরো করা ১ বাটি।
ড্রেসিংয়ের উপকরণ: লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, মধু ১ টেবিল চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, মাস্টার্ড পাউডার ১ চা চামচ, নুন স্বাদ মতো।
প্রণালী: বেলপেপার ও ক্যাপসিকাম আঁচে সামান্য পুড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। তা বড় টুকরোয় কেটে নিন। পেঁয়াজও বড় টুকরোয় কেটে নিন। টম্যাটোর বীজ বাদ দিয়ে মোটা লম্বা টুকরোয় কেটে নিন। শসার নরম অংশ বাদ দিয়ে লম্বা টুকরো করে কেটে নিন। পাঁচটি সালামি ছোট টুকরো করে কেটে নিন। বাকি পাঁচটিকে চার টুকরো করে কাটুন। ডিমের খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিন। সার্ভিং বোলে স্যালাডের সব সব্জি একসঙ্গে নিন। এতে টুকরো করে কাটা সালামি যোগ করুন। ড্রেসিংয়ের উপকরণ স্যালাডে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। চার টুকরো করে কাটা সালামি ও সেদ্ধ ডিম দিয়ে মনের মতো করে সাজিয়ে স্যালাড পরিবেশন করুন।
হাং কার্ড সসেজ স্যালাড
উপকরণ: টক দই ২ কাপ, সসেজ ৫টি, শসা ১টি, কালো অলিভ কাপ, পেঁয়াজ কুচো কাপ। সাদা তেল পরিমাণ মতো।
ড্রেসিংয়ের উপকরণ: রসুন বাটা চা চামচ, গোলমরিচ গুঁড়ো চা চামচ, মিক্সড হার্ব ১ চা চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, পার্সলে পাতা কুচি কাপ, নুন চিনি স্বাদ মতো।
প্রণালী: সসেজ সাদা তেলে ভেজে নিয়ে চাকা চাকা করে কেটে নিন। দইয়ের জল ঝরিয়ে নিন। দই থেকে সব জল বেরিয়ে গেলে দই বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন । শসার খোসা ছাড়িয়ে গ্রেট করে ছাঁকনিতে ঢেলে সামান্য চেপে জল বের করে দিন। অলিভ গোল গোল করে কেটে নিন। ফেটানো দইয়ে সসেজ, পেঁয়াজ কুচি, শসা ও অলিভ যোগ করুন। ড্রেসিংয়ের উপকরণ একসঙ্গে নিয়ে তা গুলে নিন। দইয়ের স্যালাডের সঙ্গে এই মিশ্রণ যোগ করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
হ্যাম স্যালাড
উপকরণ: হ্যাম ১ কাপ, সেদ্ধ ডিম ১টি, মিহি করে কুচনো পেঁয়াজ কাপ, রেড বেলপেপার ছোটো ১টা (মিহি করে কুচিয়ে নিতে হবে), মেয়োনিজ ২ টেবিল চামচ, মাস্টার্ড পাউডার ১ চা চামচ, গার্লিক পাউডার চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, সুইট কিউকাম্বার রেলিশ ১ টেবিল চামচ, নুন স্বাদ মতো।
প্রণালী: সেদ্ধ ডিমটাকে ধারালো ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে নিন। হ্যাম ছুরি দিয়ে কুচিয়ে নিয়ে ফুড প্রসেসারে দিয়ে এক মিনিট ঘুড়িয়ে বের করে নিন। ডিম ও হ্যাম একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে বাকি সব উপকরণ একে একে যোগ করুন। লেটুস পাতার ওপরে এই স্যালাড ঢেলে চাইলে গার্লিক ব্রেড সহযোগেও পরিবেশন করতে পারেন।