Bartaman Patrika
চারুপমা
 

আসছে পুজো সাজছি তাই

পুজোর আর ৪৩ দিন বাকি। এখন থেকেই সৌন্দর্য চর্চায় মন দিন। রুক্ষ চুল, খসখসে ত্বক, ট্যান ইত্যাদি তাড়াবেন কীভাবে? পরামর্শে ল্যাকমে বিউটি ইনস্টিটিউটের একটি টিম। তাঁদের সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।

বাইরের আবহাওয়া যেমনই হোক, রোদ বা বৃষ্টি যা-ই থাকুক, শরৎ আসছে। আর প্রতি বছরই এই সময়টা বাঙালির মনে এক অসম্ভব উদ্দীপনা জেগে ওঠে। মেঘলা দিনের শেষে বৃষ্টিস্নাত নীল আকাশ এখন একটাই বার্তা বয়ে নিয়ে আসছে— বঙ্গজীবনের সেরা উৎসব দুর্গা পুজো প্রায় আগত। করোনার চোখরাঙানি সত্ত্বেও এখন সাজগোজের পালা। কিন্তু তার জন্য একটু প্রস্তুতি চাই। প্রাক পুজো বিউটি থেরাপির পরামর্শ দিলেন ল্যাকমে বিউটি ইনস্টিটিউটের পাঁচজন বিউটি এক্সপার্ট। তাঁদের মতে, করোনার কারণে আমরা সারাক্ষণ মাস্ক পরে থাকতে বাধ্য হচ্ছি। ফলে আমাদের ত্বকে নতুন ধরনের কিছু  সমস্যা দেখা যাচ্ছে, যেমন নাক ও ঠোঁটের আশপাশের অংশে একটা ট্যান পড়ছে। কপাল ও গালের রঙের সঙ্গে মাস্ক ঢাকা অংশের রঙে একটা তারতম্য ঘটছে। অনেকের আবার অতিরিক্ত ঘাম হচ্ছে বলে ঠোঁট ও চিবুকে র‌্যাশ বেরচ্ছে। ফলে এবছর পুজোর স্কিন কেয়ারে এই ধরনের সমস্যার ট্রিটমেন্ট প্রয়োজন। 

ট্যান থেকে সাবধান
প্রথমেই ট্যান তাড়ানোর উপায়গুলো বলি। বিভিন্ন ঘরোয়া প্যাকের মাধ্যমে ট্যান থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণ ত্বকের ক্ষেত্রে পরিমাণ মতো মধুর সঙ্গে ১টা গোটা পাতি লেবুর রস মিশিয়ে মুখের ট্যান পড়া অংশে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে মুখ ধুয়ে ফেলুন। পাতিলেবুর রসের ব্লিচিং এফেক্টে ত্বক সহজেই ট্যান মুক্ত হবে। বেসনের ফেস প্যাকের উপকারিতা তো সকলেরই জানা। তার সঙ্গে যদি ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা! পরিমাণ মতো জলে বেসন ও হলুদের মিক্সচার গুলে একটা ঘন পেস্ট তৈরি করে তা মুখে মেখে রাখুন আধ ঘণ্টা তারপর ধুয়ে ফেলুন। ক্রমশ দেখবেন  ট্যান চলে যাবে। এছাড়াও ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে পাতিলেবুর  রসের সঙ্গে মধুর বদলে শসার রস মেশান। তাতে সামান্য গোলাপ জল মিশিয়ে একটা লিক্যুইড তৈরি করুন। তা দিয়ে মুখ ঘষে ঘষে ধুয়ে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। মসুর ডাল বাটার সঙ্গে অ্যালোভেরার জুস মিশিয়েও মুখে লাগাতে পারেন। এই প্যাক যে কোনও ত্বকের ক্ষেত্রেই উপযুক্ত। অ্যালোভেরার জুসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়েও প্যাক তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অ্যালোভেরার রস ও মুলতানি মাটি ১:২ পরিমাণে নেবেন। খুব রোদে সারাদিন বেরতে হলে বাড়ি ফিরে এই প্যাক মেখে আধ ঘণ্টা রেখে দিন। শুধু যে ট্যান উধাও হবে তা-ই নয়, ত্বকও তরতাজা হবে। 

ভিটামিন সি  প্যাক
আমাদের শরীরে এখন বাড়তি ভিটামিন সি প্রয়োজন। করোনার সঙ্গে লড়াই করতে নাকি এই ভিটামিনের জুড়ি মেলা ভার। যাই হোক, ওষুধ ও খাবারের মাধ্যমে তো সেই ভিটামিন আমরা প্রচুর পরিমাণেই খাচ্ছি। কিন্তু সেই সঙ্গে যদি ফেস প্যাকেও এই ভিটামিন যুক্ত করা যায় তাহলে আরও ভালো হয়, তাই না? ল্যাকমের বিউটি থেরাপিস্টদের মতে, ঘরে পাতা টক দই আর অরেঞ্জ জুস দিয়ে তৈরি প্যাক নাকি ত্বকের পক্ষে দারুণ উপকারী। এতে ত্বকে পুষ্টি বৃদ্ধি হয়। ১ চামচ টকদই আর ১ চামচ কমলালেবুর রস একসঙ্গে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। তা মুখে মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা বাড়বে। টক দই ত্বক ময়েশ্চারাইজ করে আর অরেঞ্জ জুস তাতে পুষ্টি জোগায়। এছাড়াও অরেঞ্জ জুস বা লাইম জুসের সঙ্গে কর্ন স্টার্চ মিশিয়ে তা জলে গুলে নিন। এই পেস্ট মুখে মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। 
পুজোর আগে ফেস প্যাকে একটু স্ক্রাবার থাকলেও ভালো হয়। তার জন্য ভালো ফেস স্ক্রাব তো ব্যবহার করাই যায়, তাছাড়া বাড়িতেও ফেস স্ক্রাব বানানো যায়। সেই ফেস স্ক্রাবে আবার ভিটামিন সি-এর শক্তিও ভরে দিতে পারেন। তার জন্য একটা গোটা পাতিলেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। অল্প একটু বেসন দিয়ে স্ক্রাবটা সামান্য ঘন করে নিন। কিন্তু খুব একটা ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার এই দানাওয়ালা স্ক্রাব দিয়ে মুখ ঘষে ঘষে পরিষ্কার করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলবেন। 

চোখের ঔজ্জ্বল্য বজায় রাখুন
মুখের যত্ন নিতে গিয়ে চোখের কথা ভুলে যাবেন না কিন্তু। চোখ যদি উজ্জ্বল না হয় তাহলে পুজোর গোটা সাজই মাটি। তাই চোখের যত্নে আমন্ড অয়েল যুক্ত আই ক্রিম ব্যবহার করার পরামর্শ দিলেন ল্যাকমের বিউটি এক্সপার্টরা। তাঁদের কথায়, একটু ভালো কোম্পানির আমন্ড অয়েল যুক্ত আই ক্রিম ব্যবহার করতে হবে চোখের চারপাশে। বিশেষত চোখের নীচের অংশে যে ব্যাগ বা ফোলাভাব থাকে তাতে এই ধরনের ক্রিম বেশি পরিমাণে লাগালে ভালো হয়। তবে ক্রিম লাগানোর পর খুব একটা মাসাজ করা উচিত নয়। চোখের চারপাশের চামড়া খুবই সেনসিটিভ। ফলে বেশি মাসাজ করলে তা ঝুলে যেতে পারে। অতএব খুব সাবধানে চোখের চারপাশে ক্রিম লাগাতে হবে। চামড়ায় ক্রিম এমনিতেই টেনে যাবে, তা আলাদা করে ঘষার তাই বিশেষ প্রয়োজন নেই। শুধু এই ক্রিম লাগিয়ে অন্তত পনেরো মিনিট চোখ বুজে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি শোওয়ার আগে চোখের চারপাশে ক্রিম লাগানো যায়। সেক্ষেত্রে ঘুমও ভালো হয় বলে দাবি করলেন বিউটি থেরাপিস্টদের এই টিম। বাড়িতেও আই ক্রিম বানাতে পারেন। সেক্ষেত্রে আমন্ড অয়েল ১ চামচ নিন। তার সঙ্গে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট ১ চামচ মেশান। সবটা একসঙ্গে ফেটিয়ে নিলে একটা ক্রিমি লিক্যুইড তৈরি হবে। তা হাল্কা হাতে চোখের চারপাশে লাগিয়ে নিন। দিনে একবার তো বটেই যদি দু’বারও তা লাগাতে পারেন তাহলেও খুব উপকার পাবেন। এতে চোখ উজ্জ্বল হয়ে উঠবে। এই রুটিন পুজোর পনেরো বা কুড়ি দিন আগে থেকেই শুরু করে দিন। এতে চোখের চারপাশে যদি ডার্ক সার্কল থাকে তাহলে তাও চলে যাবে। 

গুণে ভরা অ্যালোভেরা
অ্যালোভেরার অনেক গুণ। ত্বকের পক্ষে তা বিশেষ উপকারী। বিভিন্ন প্যাকে তো বটেই, এমনকী, আলাদাভাবেও এই জেল বা এক্সট্র্যাক্ট মুখে, চোখের চারপাশে এবং ভ্রূ-তে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। শুধু ত্বকই বা বলি কেন? চুলের পক্ষেও এই জেল বা এক্সট্র্যাক্ট ভালো। নারকেল তেলের সঙ্গে বা অন্য কোনও ভালো হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিন ১ চামচ অ্যালোভেরা এক্সট্র্যাক্ট। তারপর তা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। তেল লাগানো হয়ে গেলে চুলের গোড়ায় অল্প মাসাজ করুন। তাতে তেল মাথায় বসে যাবে। এবার হট টাওয়েলে মাথা আধঘণ্টা ঢেকে রাখুন। দশ মিনিট অন্তর হট টাওয়েল বদলাবেন। এরপর ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি থাকবে না, গোড়া থেকে চুল মজবুত হবে এবং জেল্লাও বাড়বে। 
অনেকের স্ক্যাল্প ঘেমে র‌্যাশ বেরয়। সেক্ষেত্রে শুধু অ্যালোভেরার জুস বা এক্সট্র্যাক্ট আঙুলের ডগায় করে নিয়ে র‌্যাশের ওপর লাগালে তা কমে যাবে। অ্যালোভেরায় একটা কুলিং এফেক্ট রয়েছে। যার ফলে তা নিয়ম করে স্ক্যাল্পে লাগালে স্ক্যাল্প ঠান্ডা থাকে। তবে র‌্যাশের ওপর অ্যালোভেরা জেল বা এক্সট্র্যাক্ট যা-ই লাগান না কেন, একেবারেই ঘষবেন না। হাল্কা মাসাজও নয়। শুধু লাগিয়ে রেখে দেবেন। জেল স্ক্যাল্প টেনে নেবে, ফলে তা ধুয়ে ফেলারও ব্যাপার নেই। তবে অতিরিক্ত সর্দির ধাত যাঁদের, তাঁরা এই রস বুঝেশুনে লাগাবেন। 

নখের যত্নে নারকেল তেল
পুজোর আগে নখে রং তো লাগাতেই হবে। চাইলে পুজোর চারদিন দু’বেলা আটরকম রঙে রাঙাতে পারেন হাত ও পায়ের নখ। কিন্তু প্রতিবার রিমুভার দিয়ে নেলপলিশ তুলতে গিয়ে যদি হাত ও পায়ের আঙুলের চামড়া কুঁচকে যায়? ভয় নেই, সহজ উপায় এখন হাতের মুঠোয়। বিউটি থেরাপিস্টদের টিম জানালেন, মাত্র আধ বাটি নারকেল তেলেই রয়েছে হাত ও পায়ের সৌন্দর্যের রহস্য। নারকেল তেল অল্প গরম করে নিন। তারপর তা হাত ও পায়ের আঙুলে লাগিয়ে রেখে দিন। আঙুলের ত্বক তেল টেনে নেবে। আলাদা করে ধোয়ার দরকার নেই। তবে বাড়তি তেল আধঘণ্টা পরে নরম সুতির কাপড়ে মুছে ফেলতে পারেন। তাতেই কেল্লা ফতে। হাত ও পায়ের আঙুল থাকবে তুলতুলে নরম। নারকেল তেল গোটা হাত ও পায়েও লাগানো যায়। তাহলে আলাদা করে ক্রিম বা ময়েশ্চারাইজারেরও দরকার পড়ে না। তবে যেদিন এই তেল হাত ও পায়ে লাগাবেন সেদিন সাবান ব্যবহার করবেন না। এছাড়াও তুলোয় করে নখের চারপাশে অল্প গরম নারকেল তেল লাগিয়ে রাখুন। নখের চামড়া ওঠার সমস্যা দূর হবে। 

লিপ বাম চাই-ই চাই
পুজোর সাজে ঠোঁটের রং হয়তো বা ক্ষণে ক্ষণে বদলাবে, তবে তার যত্নে যেন ত্রুটি করবেন না। লিপস্টিক যেমনই লাগান না কেন, তার সঙ্গে চাই রোজকার ঠোঁটের যত্ন। যতবার লিপস্টিক তুলবেন ততবারই ঠোঁটে লিপ বাম লাগাবেন। আর লিপস্টিক তোলার সময়ও তা খুবই যত্ন সহকারে তুলবেন। লিপস্টিক যখন তুলবেন তখন পেট্রলিয়াম জেলি বা অন্য কোনও লিপ ক্রিম ব্যবহার করবেন। তুলোতে এই ক্রিম মাখিয়ে নিয়ে তা আলতো করে লিপস্টিকের ওপর লাগিয়ে তুলে ফেলুন ঠোঁটের রং। তারপর ভালো কোনও কোম্পানির লিপ বাম মেখে অন্তত আধ ঘণ্টা রেখে দিন। লিপ বামের ময়েশ্চার ঠোঁট টেনে নিলে তবেই তাতে আবার লিপস্টিক লাগানোর কথা ভাববেন। আর এই রুটিন রাতে শোওয়ার আগে অবশ্যই করবেন। দিনের শেষে বাড়ি ফিরে আগে ক্রিম দিয়ে লিপস্টিক তুলে ফেলুন। চোখের কাজল ও ঠোঁটের রং তুলতে অনেকেই ভুলে যান। মনে রাখবেন এতে কিন্তু ত্বকের ক্ষতি হয়।  

ঘুম আর জল
সব শেষে চাই সঠিক ঘুম আর প্রচুর পরিমাণে জল। শরীরকে হাইড্রেটেড রাখতে না পারলে কোনও ক্রিম, ময়েশ্চারাইজার, জেল বা প্যাক লাগিয়েও লাভ হবে না। ফলে শরীর সুস্থ ও সতেজ রাখতে সারা দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল পান জরুরি। নিয়ম করে এই জল যদি আপনি সারা দিনে খান তাহলে ত্বকের জেল্লা আপনিই বাড়বে। আর চাই দিনে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুম। তাহলেই দেখবেন শরীর ভালো থাকবে। চোখ-মুখও উজ্জ্বল থাকবে। বাকি যেটুকু বাইরের সৌন্দর্যচর্চা তা তো স্যালোঁয় গিয়ে সম্ভব। কিন্তু ভিতরের সৌন্দর্যে ঘাটতি হলে কোনও বিউটি থেরাপিতেই ফল পাবেন না।
28th  August, 2021
ঘরেই স্বস্তি

সাধারণ উপকরণে ফেসিয়াল হেয়ার রিমুভ কীভাবে করবেন? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

20th  April, 2024
গরমে কোন শাড়ি

রাত পোহালেই নতুন বছর। শুভ সূচনায় বেশিরভাগ মহিলাই শাড়ি পরতে পছন্দ করেন। উষ্ণ দিনে কেমন শাড়ি চলছে, খোঁজ নিলেন অন্বেষা দত্ত। বিশদ

13th  April, 2024
ঘরোয়া টোনারে স্বস্তি

মুখের ঘাম নিয়ন্ত্রণ করবেন কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য।  বিশদ

06th  April, 2024
ফ্যাশনে লিনেন

গ্রীষ্মের শুরুতেই ওয়ার্ডরোব সাজিয়ে ফেলুন পছন্দসই লিনেন পোশাকে। ক্যাজুয়াল থেকে ফর্মাল, সব পোশাকেই তা মানানসই। জানালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

30th  March, 2024
চোখ বাঁচিয়ে মেকআপ
 

চোখের মেকআপের আগে সতর্কতা কেমন হবে? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

30th  March, 2024
দোলের দিনে সাজার টিপস

দু’দিন পরে রঙের উৎসব। কীভাবে সাজবেন? লিখছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

23rd  March, 2024
কেশচর্চার নানারকম

গরমে চুলের পরিচর্যা কীভাবে করবেন? বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

23rd  March, 2024
স্নিগ্ধ বেশ

গ্রীষ্মের নানাবিধ প্রিন্ট দিয়ে ফ্যাশন করতে পারেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

16th  March, 2024
ত্বকের যত্নে টম্যাটো

ত্বকের দেখভালে কাজে লাগাতে পারেন টম্যাটো। রূপ বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

09th  March, 2024
দহন দিনের দেখভাল

মরশুম বদলের সঙ্গেই ত্বক ও চুলের যত্নের ধরন বদলান। শেহনাজ হুসেন-এর সঙ্গে কথা বলে লিখলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

02nd  March, 2024
নবাবের বাড়িতে বাঙালি পোশাক

সম্প্রতি বলিউড তারকা সইফ আলি খানের পোশাক ডিজাইন করলেন অভিষেক রায়। কেমন ছিল সেই অভিজ্ঞতা, কথা বললেন অন্বেষা দত্ত। বিশদ

24th  February, 2024
নারকেল জলে চুলের যত্ন

ডাব ও নারকেল জল দিয়ে চুলের যত্নের হদিশ দিলেন বিশেষজ্ঞ। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

17th  February, 2024
বেনারসি জ্যাকেট

শাড়ি বা অন্য পোশাকের সঙ্গে বেছে নিন মানানসই বেনারসি জ্যাকেট। কেমন সেই সাজ? বিশদ

17th  February, 2024
নানা রূপে বেনারসি

বেনারসির নকশা ও রূপের নানারকম নিয়ে মতামত জানালেন বিশেষজ্ঞরা। বিশদ

10th  February, 2024
একনজরে
কেউ আছেন পাঁচ বছর, কেউ বা দশ। তাঁরা প্রত্যেকেই বারুইপুরের ‘আপনজন’ হোমের আবাসিক। প্রত্যেকেই প্রবীণ নাগরিক। তাঁদের অনেকেই পরিবার থেকে দূরে থাকেন। মাঝেমধ্যে কেউ কেউ ...

আট ম্যাচে পাঁচটা পরাজয়। প্লে-অফের পথ ক্রমশ কঠিন হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে ...

বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে পথ আটকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টা নাগাদ চাঁচল থানার গোয়ালপাড়া এলাকার ...

মাঠের মাঝে হেলিপ্যাড তৈরি হয়েছে। প্রখর রোদে মাটি ফেটে গিয়েছে। বেলা যত গড়াচ্ছে সূর্যের তেজ ততই বাড়ছে। কিন্তু তাতে হেলদোল নেই মণিরা বিবি, প্রমীলা রায়, কবিতা রায়দের। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি ও নতুন কাজের বরাত প্রাপ্তি। আইটি কর্মীদের শুভ। মানসিক চঞ্চলতার জন্য বিদ্যাচর্চায় বাধা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস 
১০৬১: ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়
১২৭১ : মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন
১৯২৬:  যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার
১৯৪২: মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু
১৯৪৫ :সোভিয়েত সেনাবাহিনী  বার্লিনে প্রবেশ করে
১৯৫৬: লোকশিল্পী তিজ্জনবাইয়ের জন্ম
১৯৭২: চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু
১৯৭৩: ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম
১৯৮৭: বরুণ ধাওয়ানের জন্ম
২০১১: ধর্মগুরু শ্রীসত্য সাঁইবাবার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯০ টাকা ৮৩.৯৯ টাকা
পাউন্ড ১০১.৮৯ টাকা ১০৪.৫০ টাকা
ইউরো ৮৭.৯৯ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। পূর্ণিমা ০/১৫ প্রাতঃ ৫/১৯। স্বাতী নক্ষত্র ৪৬/৩০ রাত্রি ১২/৪১। সূর্যোদয় ৫/১৩/০, সূর্যাস্ত ৫/৫৬/৩৭। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৫ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১১/৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/২৭ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪২ গতে ৩/২৩ মধ্যে। রাত্রি ৮/৫৬ গতে ১০/২৭ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ৯/৫৯ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ২/২৩ গতে ৩/৪৭ মধ্যে। 
১১ বৈশাখ, ১৪৩১, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। প্রতিপদ অহোরাত্র। স্বাতী নক্ষত্র রাত্রি ১২/১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৯/২২ গতে ১১/৬ মধ্যে ও ৩/২৬ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ গতে ৯/০ মধ্যে ও ১/২২ গতে ৫/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২৭ মধ্যে এবং রাত্রি ৯/০ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/২৫ গতে ১০/০ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/২৫ গতে ৩/৪৯ মধ্যে। 
১৪ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২৮ এপ্রিল, রবিবার অবধি রাজ্যে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি, জানাল আবহাওয়া দপ্তর

03:45:13 PM

বহরমপুরে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী

03:03:21 PM

এই নির্বাচনে বিজেপি জিতলে আর দেশে নির্বাচন হবে না: মমতা

02:49:42 PM

আদালতও কিনে নিয়েছে এরা: মমতা

02:49:12 PM

২৬ হাজার চাকরি যাওয়ার প্রতিবাদে কোনও সরকারি কর্মচারী বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না: মমতা

02:48:14 PM

কেউ এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না,এটাই চ্যালেঞ্জ: অভিষেক

02:47:00 PM