Bartaman Patrika
চারুপমা
 

মডেল: কৌশাম্বী চক্রবর্তী, দিয়া মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পাল, ছবি: অরিজিৎ দত্ত, শুভাশিস পাচাল, পোশাক: রাহুল সর্দার, আয়োজক: মধুরিসা শীল, ব্যবস্থাপনা: রাজ বন্ধন, মেকআপ: মল্লিকা দাস, সুপ্রভা দাস, পম্পা, গ্রাফিক্স : সোমনাথ পাল

কাঁথা কথা

কাঁথা কাজের নকশায় শৈল্পিক ছোঁয়া লেগেছে। শাড়ি ছেড়ে তা এখন কুর্তি, পাঞ্জাবি বা স্টোলেও স্পষ্ট। কাঁথা কাজের নানা বৈচিত্র্য নিয়ে লিখেছেন কমলিনী চক্রবর্তী।

শান্তিনিকেতনে আমার কুটিরের দালানে বসে আছেন অসীমা দেবী। বয়স তা প্রায় আশির কাছাকাছি হবে। তাই বলে সেলাইয়ের নেশাটা ছাড়তে পারেননি। তবে এখন আর আগের মতো মাটিতে উবু হয়ে বসে ঘণ্টার পর ঘণ্টা সেলাই করতে পারেন না। চেয়ারে বসেই ছাত্রীদের সেলাই শেখান আজকাল অসীমা। কোলে তার রংবেরঙের সুতোর ঝাঁপি। সূচে সুতো পরানো, হাতে একটুকরো কাপড়। আর সেই কাপড়েই বন্দি করেন কল্পনার জগৎখানা। কখনও পাখি ওড়ান সূচের টানে কখনও বা নদীর স্রোতে বইয়ে দেন রঙিন মাছ। সবই কাপড়ের এফোঁড় ওফোঁড় দিয়ে রান সেলাইয়ের কাজ। নিজের নেশার কথা জানতে চাইল অসীমা বলেন বাংলাদেশের এই শিল্পটার শুরু কিন্তু সেই বৈদিক যুগ থেকেই। তখন মুনি ঋষিরা কাঁথা কাজের নকশায় কাপড় সেলাই করতেন গায়ে দেওয়ার জন্য। তাতে কারুকাজের বিশেষ বহর ছিল না বটে তবু সেলাইয়ের মাধুর্য ছিল অপূর্ব। সোজা টানে ছোট রান দেওয়া যে কতটা শিল্প নৈপুণ্যের দাবি রাখে তা যে না করেছে, তাকে বোঝানোই দায়। তবে আজ যে এই শিল্প অন্য এক মাত্রা পেয়েছে তাতেই তিনি খুশি। বললেন, ক্রমশ কাঁথার নকশায় নানারকম প্রাচুর্য দেখা দিল। পশু, পাখি, মাছ, এমনকী সিনারি পর্যন্ত আঁকা হতে লাগল রানের টানে। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছল কাঁথা কাজের কদর। 
কাঁথার রূপ বদল
বারো হাতের জাদুতেই কাঁথার নকশা সবচেয়ে বেশি খোলে এই ধারণা বঙ্গসমাজে সর্বত্র। কিন্তু এমন শিল্পকে কি শুধুই একটা গণ্ডিতে আটকে রাখা যায়? নাকি রাখা উচিত? শুধুই শাড়ির কবলে থাকলে বিদেশ পর্যন্ত তার মহিমা ছড়াবে কী করে? তাই খানিকটা সময়ের তাগিদে আর খানিকটা প্রয়োজনেই কাঁথা কাজকে শাড়ি ছাপিয়ে অন্যত্র নিয়ে গেলেন কাঁথা কারিগররা। আজ তাই আমরা শাড়িতে নেই। বরং কুর্তি, পাঞ্জাবি বা স্টোলে আছি। এই প্রসঙ্গে দক্ষিণাপণের খাদি ইন্ডিয়ার তরফে অশোকবাবু জানান, নয়ের দশকের মাঝামাঝি থেকে শেষ নাগাদই এই চলটা শুরু হয়েছিল। পাঞ্জাবিতে আরও পরে। প্রথম দিকে সালোয়ার কামিজের কাট পিসে ভরাট কাঁথার নকশা থাকত।  ক্রমশ তা গলার কাছে, হাতে বা কামিজের নীচের অংশে ঠাঁই পেল। এই যে কামিজের  নীচের অংশে কাঁথার নকশা, তা কিন্তু অনেকটাই অবাঙালি ধাঁচে তৈরি। অর্থাৎ অবাঙালি স্টাইলে কামিজের নীচে বা দামানে কারুকাজের রেওয়াজ রয়েছে। পরবর্তীতে বাঙালি মেয়েরাও সেই স্টাইলের অনুকরণে কামিজের নীচের দিকে ভরাট কাজ করাতে শুরু করলেন। কামিজের নীচের দিকে কাঁথা কাজের কদরও তখন থেকেই বাড়তে লাগল। এছাড়া আবার ভরাট কাজের নকশা ছাড়াও রোজকার ব্যবহারের জন্য হাল্কা কাজও মনে ধরল মহিলামহলে। তখন থেকেই গলার কাছে কাঁথার কাজ জনপ্রিয় হয়ে ওঠে। তখনও সিল্ক বা তসর ছাড়িয়ে সুতি পর্যন্ত পৌঁছয়নি কাঁথার নকশা। কিন্তু ক্রমশ দেখা গেল আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশের জন্য সুতির কাপড়ই শ্রেষ্ঠ। অতএব সিল্ক ছেড়ে কাঁথা কাজের সুতিতে অবতরণ।  
নকশার নানা রূপ
২০০০ সাল থেকে নিজস্ব বুটিক   চালান অনন্যা সিংহ। বললেন পরনে ফিউশন ওয়্যার যবে থেকে জনপ্রিয় হয়ে উঠেছে তবে থেকেই কাঁথা কাজের নকশায় বদল এসেছে। নেকলাইনে ভরাট কাজ আর সারা গায়ে অল্প ফুলেল নকশা পছন্দ করছেন নব্য  যুগের তরুণীরা। জিন্স বা স্ট্রেট প্যান্ট সব কিছুর সঙ্গেই এই ধরনের নকশা মানানসই। আবার লেগিংস দিয়েও পরা যায়। এই ফিউশনই কাঁথা কাজকে দোপাট্টা বা স্টোলেও নিয়ে এসেছে। উজ্জ্বল রং, ওয়েস্টার্ন লুক এইসবই স্টোলের নকশার ক্ষেত্রে বেশি মাথায় রাখা হয়। তারই সঙ্গে আবার টুকরি এমব্রয়ডারি স্টাইলও এখন কাঁথার স্টোলে ইন ফ্যাশন। অনেক রঙের কাপড় কেটে জুড়ে তৈরি এই স্টাইল। জিন্স বা লেগিংস সবেতেই দারুণ মানানসই।  কাঁথা কাজ করা একেবারে এথনিক লুকের দুপাট্টাও পাবেন এখন। তবে সেগুলো মূলত ভারতীয় পোশাকের সঙ্গেই বেশি চলে। সেক্ষেত্রে মোটিফে প্রকৃতি বা ফিগার যা কিছু‌ই থাকতে পারে। অনেক সময় আবার স্টোলের ক্ষেত্রে হাল্কা তসর রঙের কাপড়ের ওপর কনট্রাস্ট একরঙা সুতোর কাজ চোখে পড়ে। এই ধরনের স্টোল সব পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। 
ছেলেদের ট্রেন্ডি আউটফিট
ছেলেদের জন্য ট্রেন্ডি পোশাকের খোঁজেই প্রথম কাঁথার কাজের দিকে নজর দেন সেরিনিটি বুটিকের কর্ণধার সৈকত বন্দ্যোপাধ্যায়। কাজে নিজস্বতাই তাঁর ইউএসপি। ডিজাইনার শর্বরী দত্তর কাজ দেখেই অনুপ্রেরণা পান সৈকত। বরাবর আঁকতে পারতেন। ফলে সেটা একটা বাড়তি প্লাস পয়েন্ট তাঁর কাজে। অভিনব নকশা, কাজের নতুনত্ব সবই নিজের আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলেন। সামান্য একটা ফুলের মোটিফেও অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম ব্যবহার করেন। ছেলেদেরও স্টাইলের ওপর হক আছে তাই না? সেই কথা ভেবেই সৈকতের কাঁথা কাজের সূত্রপাত। তবে ছেলেদের পোশাকে ডিজাইন করা একটু কঠিন। ফুলেল নকশা বা ফিগার কোনওটাই এক্ষেত্রে খাটে না। তাই সৈকত ঝুঁকলেন জিওমেট্রিক ডিজাইনের দিকে। তার সঙ্গে পুরনো দিনের ক্লাসিক মডেল যুক্ত হল। তাজ মহলের জাফরির নকশা বা অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্ন পুরুষালি পোশাকে আনল বৈচিত্র্য। গাঢ় কাপড়ের ওপর হাল্কা সুতোর রানের টানে তৈরি করেন বিচিত্র সব ছবি। সাধারণত রঙিন সুতোর উজ্জ্বল নকশা করা হয় হাল্কা রঙের ফ্যাব্রিকের ওপর। কিন্তু বেস ফ্যাব্রিকটাই যদি একটু উজ্জ্বল হয়? তাতে কি খুলবে না হাল্কা সুতো কাজ? নিজেই নিজেকে প্রশ্ন করে এই নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন ডিজাইনার। পুরুষ পোশাকে অন্য লুক এল সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর সেই সঙ্গে ছেলেরাও হয়ে উঠল স্টাইলিশ। 
পাঞ্জাবি ছাড়াও জিন্সের সঙ্গে ছেলেরা এখন শর্ট কুর্তাও পড়ছেন। এমন কুর্তায় অবশ্যই নকশার নানা ধরন লক্ষ করা যায়। কথাও শুধুই গলার কাছে কাজ থাকে, কোথায় কাজের পরিধি হাতা পর্যন্ত পৌঁছয়। সেক্ষেত্রে অনেকে আবার নেকলাইনে অল্প কাজের পাশাপাশি হাতা জুড়ে ভরাট কাজ পছন্দ করেন। তবে পুরুষালি লুক বজায় রাখতে এই ধরনের পোশাকে কাঁথা কাজের একটা প্যাটার্ন থাকে। সাইড থেকে টানা কাজ হতে পারে, ভিন্ন স্টা‌ই঩লের নেকলাইনে কাজ করা থাকতে পারে। কিন্তু সারা গায়ে ভরাট  কাজ এক্ষেত্রে ততটা চোখে পড়ে না।   
টুকরো কাপড়ে বোনা রান সেলাইয়ের নকশা এখন শিল্পে পরিণত। অনবরত ভাবনা চলছে ডিজাইন ঘিরে। সুঁচসুতোর টানে কাঁথার নকশা তাই দেশ ছাপিয়ে বিশ্বময়। 
 গ্রাফিক্স : সোমনাথ পাল
01st  May, 2021
ঘরেই স্বস্তি

সাধারণ উপকরণে ফেসিয়াল হেয়ার রিমুভ কীভাবে করবেন? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

গরমে কোন শাড়ি

রাত পোহালেই নতুন বছর। শুভ সূচনায় বেশিরভাগ মহিলাই শাড়ি পরতে পছন্দ করেন। উষ্ণ দিনে কেমন শাড়ি চলছে, খোঁজ নিলেন অন্বেষা দত্ত। বিশদ

13th  April, 2024
ঘরোয়া টোনারে স্বস্তি

মুখের ঘাম নিয়ন্ত্রণ করবেন কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখলেন স্বরলিপি ভট্টাচার্য।  বিশদ

06th  April, 2024
ফ্যাশনে লিনেন

গ্রীষ্মের শুরুতেই ওয়ার্ডরোব সাজিয়ে ফেলুন পছন্দসই লিনেন পোশাকে। ক্যাজুয়াল থেকে ফর্মাল, সব পোশাকেই তা মানানসই। জানালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

30th  March, 2024
চোখ বাঁচিয়ে মেকআপ
 

চোখের মেকআপের আগে সতর্কতা কেমন হবে? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

30th  March, 2024
দোলের দিনে সাজার টিপস

দু’দিন পরে রঙের উৎসব। কীভাবে সাজবেন? লিখছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

23rd  March, 2024
কেশচর্চার নানারকম

গরমে চুলের পরিচর্যা কীভাবে করবেন? বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

23rd  March, 2024
স্নিগ্ধ বেশ

গ্রীষ্মের নানাবিধ প্রিন্ট দিয়ে ফ্যাশন করতে পারেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

16th  March, 2024
ত্বকের যত্নে টম্যাটো

ত্বকের দেখভালে কাজে লাগাতে পারেন টম্যাটো। রূপ বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

09th  March, 2024
দহন দিনের দেখভাল

মরশুম বদলের সঙ্গেই ত্বক ও চুলের যত্নের ধরন বদলান। শেহনাজ হুসেন-এর সঙ্গে কথা বলে লিখলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

02nd  March, 2024
নবাবের বাড়িতে বাঙালি পোশাক

সম্প্রতি বলিউড তারকা সইফ আলি খানের পোশাক ডিজাইন করলেন অভিষেক রায়। কেমন ছিল সেই অভিজ্ঞতা, কথা বললেন অন্বেষা দত্ত। বিশদ

24th  February, 2024
নারকেল জলে চুলের যত্ন

ডাব ও নারকেল জল দিয়ে চুলের যত্নের হদিশ দিলেন বিশেষজ্ঞ। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

17th  February, 2024
বেনারসি জ্যাকেট

শাড়ি বা অন্য পোশাকের সঙ্গে বেছে নিন মানানসই বেনারসি জ্যাকেট। কেমন সেই সাজ? বিশদ

17th  February, 2024
নানা রূপে বেনারসি

বেনারসির নকশা ও রূপের নানারকম নিয়ে মতামত জানালেন বিশেষজ্ঞরা। বিশদ

10th  February, 2024
একনজরে
ধুবুড়ির কালবেলায় একটি ছোট ক্যাম্প অফিসে ডাঁই করে রাখা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এইআইইউডিএফের ফ্ল্যাগ। এত ফ্ল্যাগ কবে লাগাবেন? ক্যাম্পের কর্মী আনিমুল হক খানিক গম্ভীর গলায় বলে উঠলেন, ‘ওই ফ্ল্যাগ না লাগালেও আমাদের কিছু হবে না। ...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ। শুক্রবার কর্তারপুর সাহিব গুরুদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ...

তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সংকট। শুক্রবার ক্ষোভে হরিরামপুর-ইটাহার রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা। হরিরামপুর থানার বিশাল ...

ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়ল ভাঙড়ে। এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। কোথাও তাঁকে অশান্তির কারিগর তকমা দেওয়া হয়েছে, কোথাও আবার ঘুরিয়ে বহিরাগত বলে পোস্টার সাঁটানো হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে শুভ। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মসূত্রে দূররাজ্য বা বিদেশ গমন হতে পারে। আনন্দানুষ্ঠানে যোগদান ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৬: পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে
১৭৭০: আজকের দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৪৪: বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যাযয়ের জন্ম
১৮৭৯: ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র প্রয়াত হন 
১৮৮৯: ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ হিসেবে ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়
১৮৮৯: জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের জন্ম
১৯০৫: অগ্নিযুগের বিপ্লবী, সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদারের জন্ম
১৯১২: আইরিশ লেখক ব্রাম স্টোকারের মৃত্যু
১৯১৮: বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্ম
১৯২০: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্ম 
১৯৪৬: সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়
১৯৪৮: বলিউড অভিনেত্রী ববিতার জন্ম
১৯৫০: রাজনীতিক তথা অন্ধ্রপ্রদেশের ১৩তম মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর জন্ম
১৯৫২: বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ সুধীরলাল চক্রবর্তীর মৃত্যু
১৯৬০: বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের মৃত্যু
১৯৭২: চাঁদের মাটিতে নামল অ্যাপোলো ১৬
১৯৭২: বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জন্ম
১৯৯৯: কলেরাডোর কলম্বাইন হাইস্কুলে ১৩ জনকে হত্যা করে আত্মহত্যা করল এরিক হ্যারিস এবং ডিলান কেবোল্ড
২০১৩: চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৫০ 
২০১৯ : বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০২.৫৮ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৭.৭৯ টাকা ৯০.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী ৪৩/৩৫ রাত্রি ১০/৪২। পূর্বফল্গুনী নক্ষত্র ২২/০ দিবা ২/৪। সূর্যোদয় ৫/১৬/৬, সূর্যাস্ত ৫/৫৫/৫। অমৃতযোগ দিবা ৯/৮ গতে ১২/৫১ মধ্যে। রাত্রি ৮/১১ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ৬/৫১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে পুনঃ ৪/২০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২০ মধ্যে পুনঃ ৩/৫১ গতে উদয়াবধি।
৭ বৈশাখ, ১৪৩১, শনিবার, ২০ এপ্রিল ২০২৪। দ্বাদশী রাত্রি ১০/৫৮। পূর্বফল্গুনী নক্ষত্র দিবা ২/৪৩। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে। কালবেলা ৬/৫১ মধ্যে ও ১/১১ গতে ২/৪৬ মধ্যে ও ৪/২১ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/২১ মধ্যে ও ৩/৫১ গতে ৫/১৬ মধ্যে। 
১০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বালুরঘাটের তৃণমূল প্রার্থী  বিপ্লব মিত্রর সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

04:26:00 PM

এনআরসি-ক্যা-ইউসিসি না চাইলে বিজেপিতে একটাও ভোট নয়: মমতা

04:25:16 PM

একমাত্র তৃণমূল তখন অসমে গিয়েছিল, কিন্তু ওরা ঢুকতে দেয়নি: মমতা

04:24:33 PM

ভোট কেটে সুবিধা করতে এটা বিজেপির প্ল্যান: মমতা

04:12:44 PM

মোদি সরকার বাংলার টাকা বন্ধ করে দিল, কংগ্রেস-সিপিএম মুখ খোলেনি: মমতা

04:11:59 PM

আমের ফসল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করে দিয়েছি: মমতা

04:10:39 PM