Bartaman Patrika
চারুপমা
 

সত্যেরে লও সহজে 

রবীন্দ্রনাথ নিজেও জানতেন সত্যকে সহজে মেনে নেওয়া কত কঠিন। যেমন এই মুহূর্তে হচ্ছে আমাদের। কবিগুরুর জন্মদিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শুনশান, রবীন্দ্রসদনে কোনও সুরের মূর্ছনা নেই, কবিপক্ষ জুড়ে অনুষ্ঠানের আলো নেই - এ সত্য যেন অসহনীয়। তারই মাঝে আশার আলো জ্বালাল সোশ্যাল মিডিয়া। ইউ টিউব,ফেসবুক আর ওয়েব পেজ জুড়ে কীভাবে পালন করা হচ্ছে কবিগুরুর জন্মদিন, শিল্পীরা কে কী ভাবছেন তারই ঝলক রইল সোমা লাহিড়ীর প্রতিবেদনে।

আজ লিখতে বসে মনে পড়ে যাচ্ছে আমার কিশোরীবেলার পঁচিশে বৈশাখের দিনগুলো। ভোর হতে না হতেই আমার প্রিয় কাকিমার সঙ্গে বেরিয়ে পড়তাম জোড়াসাঁকোর পথে। চিৎপুরের ট্রামে সেদিন ভোর থেকেই ভিড়। সবাই সাজগোজ করে যোগ দিতে চলেছেন প্রাণের ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানে। জোড়াসাঁকোর প্রাঙ্গণ প্যাণ্ডেলে ঢাকা। মাটিতে বসে অনুষ্ঠান দেখার আয়োজন। নামী দামি শিল্পীরা সবাই আসতেন। গান , আবৃত্তি, শ্রুতি নাটক- সুর তাল ছন্দে কেমন যেন ঘোর লেগে যেত। এক পাতার ট্যাবলয়েড,লিটিল ম্যাগাজিন ঘুরে ঘুরে বিক্রি করত দাদা দিদিরা। অনেককে দেখেছি হাতে লিখেও কাগজ তৈরি করতে। দেখতে দেখতে শুনতে শুনতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে যেত বুঝতেই পারতাম না। শেষে কাকিমা প্রায় জোর করে বাড়ি নিয়ে যেতেন। কলেজ জীবনেও প্রতিবার গিয়েছি জোড়াসাঁকোয়, রবীন্দ্রসদনে। বড় বড় শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছি। পরবর্তীতে নিয়ম করে যাওয়া হয়ে ওঠেনি ঠিকই কিন্তু পঁচিশে বৈশাখ আসার দিন দুয়েক আগে থেকেই মনটা আকুল হয়েছে। ঠিক যেমনটা হয় প্রিয়জনের জন্মদিন এলে। তিনি যে শুধু কবিগুরু নন , তিনি যে আমাদের আত্মার আত্মীয়, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের সুখ দুঃখের সাথী। এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের কোথাও কোনও অনুষ্টান করা যাচ্ছে না। লক্ডাউন চলছে সর্বত্র । তাই বলে কি আমরা জন্মদিনে তাঁকে স্মরণ করব না? নিশ্চই করব। করছিও। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাজ করছেন শুধু তিনি। পুরো কবিপক্ষ চলবে নানা অনুষ্ঠান। এমন অনুষ্ঠানের শরিক হয়ে কেমন লাগছে শিল্পীদের? কে কী করলেন এবার? কয়েকজন প্রথিতযশা শিল্পীর মনের কথা কাজের কথা জানাই আপনাদের।
সাধক ওগো প্রেমিক ওগো পাগল ওগো...
স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
পাগলের মতো ভালোবাসি তাঁকে। শুধু এই বিশেষ দিনটিতেই নয়, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ বিপদে বিষাদে আনন্দে প্রতিবাদে তিনিই আমার সখা, তিনিই আমার অভিভাবক। এবার অন্যান্য বছরের মতো অনুষ্ঠান হচ্ছে না ঠিকই, কিন্তু আধুনিক মাধ্যম তো রয়েছে। আমি রোজ সকালে নিজের পুজোর ঘরে বসে তাঁর একটা করে গান করে ইউ টিউবে পোস্ট করি। গঙ্গাজলে গঙ্গাপুজো আর কি! তাঁর গান নিয়ে অনেক কাজ করেছি সারা জীবন ধরে। এখনও করে চলেছি । রবীন্দ্রনাথ ১৯০টি গানে সুর দিয়ে যাননি । ফলে সেগুলো অগীত থেকে গিয়েছিল । আমি ১৫০টি গানে কবির দেখানো পথেই সুর দিয়েছি। প্রতিটা গান আমি আমার শ্রদ্ধেয় অগ্রজদের শুনিয়েছি। বিশেষ করে দ্বিজেন মুখোপাধ্যায় খুব কড়া শিক্ষক ছিলেন। আমার গুরু মায়া সেন, পূরবী মুখোপাধ্যায় সকলকে শুনিয়েছিলাম সেই গান। বিশ্বভারতীর সুপ্রিয় ঠাকুর লিখিতভাবে আমার এই কাজকে স্বীকৃতি দিয়েছেন। বাকি ৪০টি গানও সুর করেছি । ভেবেছি এ প্রজন্মের যে শিল্পীরা ভালো গাইছেন তাদের দিয়ে গাওয়াব। কবির অনেক গানের সঙ্গে আমি রামায়ণের মিল খুজে পেয়েছি। সেই গান দিয়ে রামায়ণ তৈরি করেছি। গীতার দর্শনের সঙ্গে কবির অনেক সঙ্গীত মিলেমিশে এক হয়ে যায়। সেই গান দিয়ে তৈরি করেছি ‘গীতা বিতান’। কবির কাছে প্রার্থনা তিনি যেন আমাকে শক্তি দেন দেহে মনে । আরও অনেক কাজ যেন আমি করতে পারি।
আমি ভয় করব না ভয় করব না
অলোক রায় চৌধুরী
শহর থেকে শহরতলি ঘুরে চ্যানেল থেকে চ্যানেল দৌড়ে গলদঘর্ম হয়ে এবার আর রবি ঠাকুরের পুজো করতে হলো না আমাকে। সে এক অন্য উন্মাদনা। এবার ঘরে বসেই গান গেয়ে তার ভিডিও ও অডিও পাঠাতে হচ্ছে। এও পুজো। তবে নিয়মটা ভিন্ন। এর পরপরই বিদেশে অনেক অনুষ্ঠান থাকে। এবারও ছিল। সব বাতিল। এ তো ভবিতব্য। কিন্তু থেমে থাকলে তো চলবে না। দেশে বিদেশে ছড়িযে আছে আমার ছাত্রছাত্রী। তাদের এগারোজনকে নিয়ে তৈরি করেছি ‘ মরার আগে মরব না’। গতকাল থেকে আমার ওয়েব পেজে আর ইউ টিউবে শোনা যাচ্ছে এই গান। প্যারিস লন্ডন সান ফ্রানসিস্কো থেকে আমার ছাত্রছাত্রীরা গানটি গেয়ে পাঠিয়েছে। গেয়েছে এখনকার ছাত্রছাত্রীরাও। এবার এইভাবেই করলাম কবি পুজো।
তুমি কেমন করে গান কর হে গুণী
শ্রাবণী সেন
মনটা একেবারেই ভালো নেই। তিরিশ বছর ধরে কবিগুরুর জন্মদিনে গান গেয়েছি অনেক অনেক অনুষ্ঠানে। শুধু তো দিনটাতেই নয়, পুরো পক্ষ জুড়েই থাকে কতো অনুষ্ঠান। আমাদের প্রাণের মানুষের জন্মদিন পালন হয় বিশ্ব ভরে। এবার মহামারি কেড়ে নিয়েছে এই আনন্দ উত্সব আমাদের জীবন থেকে। তবে পুরোটা কেড়ে নিতে পারেনি। আধুনিক নানা মাধ্যম সহযোগিতা করেছে আমাদের। ঘরে বসে গান গেয়ে পাঠিয়ে দিচ্ছি আমরা। আমার কাছে প্রায় কুড়িটা সংস্থা থেকে গান চেয়েছিল। দিয়েছি। তবে আলাদা আলাদা করে কুড়ি বার বাড়িতে নিজের ঘরে বসে গান ভিডিও রেকর্ড করাটা খুব বিরক্তিকর। সামনে আমার প্রিয় শ্রোতারা নেই , চারিদিকে উত্সবের আবহ নেই , শ্রোতাদের আবেগ অনুভূতির প্রকাশ নেই - একা একা ঘরে বসে জন্মদিন উদযাপন করতে খুব কষ্ট হচ্ছে । পরের বছর নিশ্চই এই আঁধার দূর হবে । আলোয় আলোয় কবিকে বরণ করব সবাই মিলে ।
কে বসিলে আজি হৃদয়াসনে
মনোজ মুরলী নায়ার
কবি তো কখনও হতাশাকে প্রশ্রয় দেননি। যত দুঃখ যত মৃত্যু যত অবজ্ঞা যত বঞ্চনা এসেছে জীবনে, তা থেকে উত্তরণের পথ খুঁজে নিয়েছেন নিজেই। আমাদেরও সঙ্কটকালে নিজেদের প্রত্যয় হারালে চলবে না। কবির সাহিত্য , কবির গান , কবির বাণীকে সঙ্গী করে আমরা জয়ী হব- কবিপক্ষে এই হোক আমাদের অঙ্গীকার। আমার ' ডাকঘর' ফেসবুক পেজ থেকে রোজ রাত নটায় থাকছে রবীন্দ্রনাথের গান ও চিন্তন নিয়ে অনুষ্ঠান। রেডিও ফর্মে। এখানে অনেক এই প্রজন্মের শিল্পীর গান থাকছে । পুরো কবিপক্ষ চলবে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি।
ওগো দুখ জাগানিয়া
ব্রততী বন্দ্যোপাধ্যায়
এবার ব্যতিক্রমী রবীন্দ্র জন্মদিন উদযাপন করছি আমরা সবাই মিলে। সারা বিশ্ব যেন এক সুত্রে বাঁধা পড়েছে এবার। সবাই গৃহবন্দি। নিজের ঘরে বসে অনেকগুলো কবিতা আবৃত্তি করলাম। ভিডিও করে পাঠালাম নানান উদ্যোক্তার কাছে যাঁরা চেয়েছিলেন। সবই ডিজিটাল প্ল্যাটফর্মে। রবীন্দ্রনাথের কবিতা গান নিয়ে সারাজীবন ধরে অনেক অন্যরকম কাজ করছি। আমার প্রিয় নাটক ' রক্তকরবী ' একেবারে অন্য ফর্মে মঞ্চস্থ করেছিলাম। দর্শকের কাছে খুব কদর পেয়েছিল। আমার ব্রততী পরম্পরা থেকেও এবার মে মাস জুড়ে রবীন্দ্র জন্মোত্সব চলবে। ফেসবুক পেজে দেখা যাবে। আমার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাও অংশ নেবে এই অনুষ্ঠানে।
চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
আমার মনে হয যে কোনও সৃজনশীল মানুষ গৃহবন্দি অবস্থাতেও ঠিক মুক্তির পথ খুঁজে নেন। আর এই মুক্তির পথ ধরেই আসে নতুন সৃষ্টি। কবিগুরুর এই দর্শন এই লক্ডাউনের সময়ে উদ্বুদ্ধ করেছে আমাকে। পরবর্তী প্রজন্মকে কিছু দিয়ে যেতে চাই । তাই এই সময়ে বাংলার কবি অতুলপ্রসাদ, রজনীকান্ত, নজরুল , দ্বিজেন্দ্রলালের অনেক অপ্রকাশিত গান নিযে কাজ করছি । রবীন্দ্রনাথের অনেক গান আবার নতুন করে সাধনা করছি । অনলাইন গানের ক্লাস শুরু করেছি । দেশে বিদেশে এবার ডিজিটাল প্ল্যাটফর্মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে । অনেকগুলো অনুষ্ঠানে বাড়ি থেকে গান গেয়ে পাঠিয়েছি । বন্দি অবস্থাতেও থেমে থাকা চলবে না । চরৈবেতি হোক আমাদের মন্ত্র।
এই ভারতের মহামানবের সাগর তীরে
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়
আমার জীবন মরণ আমার হাসি কান্না আমার হর্ষ বিষাদ ঘিরে শুধু তুমি শুধু তুমি শুধু তুমি -তুমি আমার জীবন দেবতা আমার রবীন্দ্রনাথ। কবিপক্ষে তোমাকে দিলাম তোমারি ' ভারতবর্ষ ' কবিতাটি। আমার অন লাইন বাচিক শিল্প ক্লাসে বিশ্বের প্রায় সব দেশের মানুষ আছেন। তাঁদের থেকে তেত্রিশ জনকে বেছে নিয়েছি এই কবিতা আবৃত্তির জন্য। অনুষ্ঠানের সূচনা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভিডিও ডিজাইন করেছেন অর্ক চৌধুরী। এস পি সি ক্রাফটের পেজে কাল প্রকাশ পেয়েছে এটি। এছাড়াও আমি আর জয়তী চক্রবর্তী একটি বিশেষ নিবেদন করব। ১০মে ইউ টিউবে দেখা যাবে। 
09th  May, 2020
মুখ ঢেকে যায় মাস্কে 

আপাতত করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই জীবনে চলতে হবে। নানা মহল থেকে এখন উঠে আসছে এই কথাটা। ভাইরাসের সঙ্গে যুঝতে সঙ্গে রাখতে হবে অস্ত্রও। মাস্ক তার মধ্যে অন্যতম। মুখ ঢেকে রাখার এই সংস্কৃতি কীভাবে বদলে দিচ্ছে আমাদের জীবনযাপন, লিখছেন অন্বেষা দত্ত। 
বিশদ

23rd  May, 2020
‘পুরনো জীবনটা
কেউ ফিরিয়ে দিক!’

প্রশ্ন: এই লম্বা সময়টা কাটছে কী করে, মাথা কীভাবে ঠান্ডা রাখছ?
নন্দিনী: মাথা ঠান্ডা রাখাটা সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে। চারদিক থেকে এত রকম চাপ! বাড়ি বসে অফিসের কাজ। তার মধ্যে আমাদের যাঁরা সব সময় সাহায্য করেন, সেই পরিচারিকারাও আসতে পারছেন না। তাই বাচ্চাকে দেখা, রান্নাবান্না... সবই তো করতে হচ্ছে মিলিয়ে মিশিয়ে।
বিশদ

16th  May, 2020
‘তিনজনে বেশ আনন্দেই আছি’

প্রশ্ন: লকডাউনে দিন কাটছে কীভাবে? মাথা কীভাবে ঠান্ডা রাখছ?
সৃজা: সকালটা কাজ আর এক্সারসাইজ করে কেটে যাচ্ছে। প্রথমে রান্না, অবন্তিকাকে (কন্যা) খাওয়ানো, স্নান করানো এই সব চলে। তার পরে ৪৫ মিনিট ধরে ওয়েট ট্রেনিং করি। দুপুরে খাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে একটু ওয়েব সিরিজ দেখি। বিকেলে চা খেতে খেতে আমি আর অর্জুন আড্ডা দিই।
বিশদ

16th  May, 2020
রান্নাঘরের রবিঠাকুর 

পার্থজিৎ গঙ্গোপাধ্যায়: নবনীতা দেবসেন তখন খুব ছোট। বাবা নরেন্দ্র দেব ও মা রাধারানি দেবী দু’জনেই ছিলেন সাহিত্যক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত । শরৎচন্দ্র তাঁদের স্নেহ করতেন, পেয়েছিলেন রবীন্দ্রনাথের ভালোবাসা। কবির আমন্ত্রণে শিশুকন্যা নবনীতাকে নিয়ে তাঁরা একবার গিয়েছিলেন শান্তিনিকেতনে।  
বিশদ

09th  May, 2020
রান্নায় ঠাকুরবাড়ির স্বাদ  

ঠাকুরবাড়ির হেঁশেলে নানারকম রান্না হতো। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসতেন। ঠাকুরবাড়ির রান্নার কয়েকরকম রেসিপি দিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্রবধূ শুভ্রা ঠাকুর। তাঁর সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।  
বিশদ

09th  May, 2020
 ফ্রি হ্যান্ডে রোগ দূরে

 জিম বন্ধ। তাতে কী? ইচ্ছে থাকলেই উপায় হয়। বললেন প্রাক্তন মিস্টার ইন্ডিয়া ফাইনালিস্ট মডেল অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর ১০টি পরামর্শ দিয়েছেন আজ আপনাদের। লিখেছেন চৈতালি দত্ত।
বিশদ

25th  April, 2020
দ্রুত প্রতিরোধ ক্ষমতা বাড়ান

প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ১২টি জরুরি পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র। কথা বলেছেন স্নেহাশিস সাউ। বিশদ

25th  April, 2020
বাই বাই অবসাদ 

মনকে শান্ত রাখার পরামর্শে যোগাচার্য প্রেমসুন্দর দাস। লিখেছেন স্নেহাশিস সাউ। 
বিশদ

18th  April, 2020
ডিপ্রেশনের ১০ দাওয়াই 

টানা চল্লিশ দিন ঘরবন্দি থাকলে তো অবসাদ আসতেই পারে। তবে তাকে দূরে সরিয়ে দিতে হবে। উপায় কী? মনোবিদ ডাঃ রিমা মুখোপাধ্যায়ের পরামর্শ নিয়ে বিষয়টিতে আলোকপাত করলেন সোমা লাহিড়ী।  
বিশদ

18th  April, 2020
নববর্ষে স্বাস্থ্যবিধি মানার শপথ নিচ্ছি 

বললেন টলিউডের ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লক ডাউনের আগেই তিনি পাড়ি দিয়েছেন সিঙ্গাপুরে। স্বামী ছেলে মেয়ের সঙ্গে কাটবে এবার বাংলা নববর্ষের দিনটি। কীভাবে কাটাবেন আর কী কী অঙ্গীকার নেবেন জানলেন পাঠকদের।  জীবনে কখনও ভাবিনি এমন অখণ্ড অবসর পাবো। কল্পনাতেও ছিল না স্বামী ছেলে মেয়ের সঙ্গে নিভৃতে এতগুলো দিন কাটাতে পারব। করোনা ভাইরাস সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। 
বিশদ

11th  April, 2020
জড়োয়া গয়না পুরাতন প্রসঙ্গ 

জড়োয়া গয়না ছিল আভিজাত্য, বনেদিয়ানার প্রতীক। পরিবারের অর্থ কৌলীন্য ঠিকরে পড়ত জড়োয়া গয়নার দামি পাথরের দ্যুতিতে। লিখেছেন শ্যামলী বসু।
বিশদ

28th  March, 2020
বসন্ত সাজে 

বসন্ত মানেই ফুরফুরে মেজাজ। তাই রঙিন সাজে সেজে উঠতে মন চায়। এমন দিনে কেমন হবে প্রসাধন পরামর্শ দিচ্ছেন মেকআপ এক্সপার্ট গৌরী বোস।   বিশদ

21st  March, 2020
বসন্ত এসে গেছে 

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে যখন বক্ষ দুরু দুরু, তখন কি আর বসন্ত মনে দোলা দেয়? তবু বসন্ত সম্ভারে তো চোখ রাখতেই হয়। লিখেছেন সোমা লাহিড়ী। 
বিশদ

21st  March, 2020
বসন্ত বাহার

বসন্ত মানেই রঙবাহারি শাড়ির আয়োজন। সঙ্গে সঙ্গত দিতে চাই অভিনব অলঙ্কার। লিখেছেন সোমা লাহিড়ী।  বিশদ

14th  March, 2020
একনজরে
  নয়াদিল্লি, ২৮ মে: কর্মীরা করোনায় আক্রান্ত হয়ে পড়ায় তামিলনাড়ুতে উৎপাদন কেন্দ্র বন্ধ করল মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়া। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরের ওই প্ল্যান্টে গত সপ্তাহ থেকেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ...

  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি হিসেবে সুন্দরবনের ৩ হাজার ৯৯১ কিলোমিটার জঙ্গল কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে প্রায় ৪৫ শতাংশ বাদাবন ধ্বংস করে ...

 কোচি, ২৮ মে: দেশের নামী ক্রীড়াবিদদের সন্তানরা ক্রীড়াবিদ হয়েছেন, এমন উদাহরণ রয়েছে প্রচুর। কিন্তু ‘ট্র্যাক কুইন’ পিটি ঊষার পুত্র ভিগনেশ উজ্জ্বলও হতে পারতেন অ্যাথলিট। কিন্তু ...

নয়াদিল্লি, ২৮ মে (পিটিআই): ভিসার শর্ত অমান্য করে করোনার দাপটের মধ্যে নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগদানের জন্য ২৯৪ জন বিদেশির বিরুদ্ধে দিল্লি পুলিস নতুন করে আরও ১৫টি চার্জশিট জমা দেবে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় সাফল্যও হতাশা দুই বর্তমান। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। কর্মপ্রার্থীদের শুভ যোগ আছে। কর্মক্ষেত্রের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.০১ টাকা ৭৬.৭৩ টাকা
পাউন্ড ৯১.৩২ টাকা ৯৪.৫৭ টাকা
ইউরো ৮১.৯৯ টাকা ৮৫.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ মে ২০২০, শুক্রবার, সপ্তমী ৪২/২৯ রাত্রি ৯/৫৬। অশ্লেষানক্ষত্র ৫/৫ দিবা ৬/৫৮। সূর্যোদয় ৪/৫৬/৬, সূর্যাস্ত ৬/১১/৫৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৩৯ মধ্যে। রাত্রি ৮/২১ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/৩০ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৫২ গতে ১০/১৩ মধ্যে।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ মে ২০২০, শুক্রবার, সপ্তমী রাত্রি ৭/৩। মঘানক্ষত্র রাত্রি ৩/৩৬। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ দিবা ১২/৪ গতে ২/৪৫ মধ্যে এবং রাত্রি ৮/২৭ মধ্যে ও ১২/৪০ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে।
৫ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১৬ জুন খুলছে দক্ষিণেশ্বর মন্দির 

09:55:50 PM

নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ 
লকডাউন এর মধ্যেই কুলটি থানার নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ পেল ...বিশদ

09:38:00 PM

১ জুন খুলছে না বেলুড় মঠ 
করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ১ জুন থেকে খুলছে না ...বিশদ

09:23:02 PM

দিল্লিতে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৪.৬

09:16:00 PM

রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের 
রাজ্যের করোনা পরিস্থিতি, উম-পুন পরবর্তী অবস্থা ও পরিযায়ী শ্রমিক ইস্যু ...বিশদ

08:55:00 PM