Bartaman Patrika
চারুপমা
 

চরিত্র যেমন, সাজ তেমন 

গতকাল মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রযোজিত ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবির স্টাইলিংয়ের দায়িত্বে আছেন ডিজাইনার অনুপম চট্টোপাধ্যায়। খবরে চৈতালি দত্ত।

বাংলায় এই প্রথম মহিলা পুরোহিতের গল্প নিয়ে কোনও ছবি হল। পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানালেন, ‘ছবির কেন্দ্রীয় চরিত্র শবরী। সে সংস্কৃত জানে এবং সঠিক মন্ত্র উচ্চারণ করতে পারে। তা সত্ত্বেও তাকে দিয়ে পুজো করাতে সমাজের আপত্তি। এই ছবি এরকম অনেক ট্যাবুর বিরুদ্ধে। বৈদিকযুগে কিন্তু মহিলারা পৌরোহিত্য করতেন। স্ত্রীরজ কারণে মাসে মেয়েরা চার-পাঁচটা দিন অশুচি হয়ে যায়, তাই তাঁরা পুজো করতে পারবেন না। কিন্তু কেন? এরকম পুরনো ভাবধারার বিরুদ্ধে এই ছবি।’
ছবির চরিত্রদের সাজপোশাক সম্পর্কে বলতে গিয়ে কসটিউম ডিজাইনার তথা স্টাইলিস্ট অনুপম জানান, ‘শবরীর চরিত্রে ঋতাভরীকে ফুটিয়ে তুলতে প্রচুর চিন্তাভাবনা করে কাজটা করেছি। ছবিতে ঋতাভরীর চরিত্রের অনেক শেডস আছে। সেজন্য তাঁকে বিভিন্ন রকমের সাজপোশাকে দেখা যাবে। যেহেতু শবরী অর্থাৎ ঋতাভরী একজন সাধারণ পরিবারের মেয়ে, উচ্চশিক্ষিতা, কলেজে পড়ান তাই তাঁকে শাড়ি, ব্লাউজে দেখা যাবে। তাঁর পোশাকে রুচির ছাপ আছে। প্যাস্টেল শেড থেকে শুরু করে ওয়ার্ম কালার তাঁর পোশাকে রয়েছে। বেশিরভাগ সময়ে ব্যবহার করা হ্যান্ডলুম শাড়ি পরানো হয়েছে তাঁকে। এছাড়াও মলমল, ধনেখালি শাড়িতে তাঁকে দেখা যাবে। হ্যান্ডলুম শাড়ির জমিতে বুটি অথবা উইভ রয়েছে। শাড়ির সঙ্গে সলিড কালারের রুবিয়ার ব্লাউজ আবার কখনও পেজলি কলমকারি প্রিন্টেড ব্লাউজে শবরী ধরা দেবেন। একজন সাধারণ বাড়ির মেয়ে যে ধরনের সাধারণ জামাকাপড় পরেন ঠিক সেরকম। বিয়ের আগে কলেজে যাওয়ার সময় সিলভার লুকের কসটিউম জুয়েলারির কানে ছোট দুটো স্টাড, ডান হাতে একটা-দুটো চুড়ি, বাঁ হাতে লেদার ব্যান্ডের স্লিক ঘড়ি, পায়ে ফ্ল্যাটস, সঙ্গে জুট বা কাপড়ের নানা ধরনের ব্যাগ ঋতাভরী ব্যবহার করেছেন। তাঁকে কপালে ছোট বিন্দি, মাঝে সিঁথি করে বিনুনিতে দেখা যাবে।
ছবির জন্য প্রিয়গোপাল বিষয়ী শাড়ি স্পনসর করেছে। সোনার গয়না স্পনসর করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। স্টাইলিস্ট অনুপম যেভাবে ছবিতে শবরীর বিয়ের দৃশ্যে কিছু সাবেকি গয়না ডিজাইন করে দিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সেই মতো কাস্টমাইজড করে দিয়েছে। সেইসঙ্গে ছবির কাহিনীকার তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন এবং স্টাইলিস্ট অনুপম দু’জনে মিলে নিজের বন্ধুবান্ধব ও তাদের মায়ের এবং আত্মীয়স্বজনের কাছ থেকে একশো আশিটি শাড়ি সংগ্রহ করেছেন। যার মধ্যে থেকে অনেক শাড়ি ঋতাভরী ছবিতে পরেছেন বলে শোনা গেল অনুপমের কাছ থেকে। গায়ে হলুদ দৃশ্যে শবরীকে হলুদ শাড়িতে দেখা যাবে। বিয়ের দৃশ্যে ঋতাভরীকে প্রিয়গোপাল বিষয়ী থেকে নেওয়া লাল জমিতে ছোট সোনালী বুটি ও বর্ডারের কাতান বেনারসি শাড়ির সঙ্গে হাতে ফ্রিল দেওয়া লাল ব্লাউজে দেখা যাবে। সঙ্গে লাল টোন অন টোন ওড়না। কপালে লবঙ্গ চন্দন, খোঁপায় লাল ও সোনালী জরি ফিতে কুচি করে লাগানো, পায়ে আলতা ও রুপোর চওড়া তোড়া রয়েছে। সোনার গয়নার ক্ষেত্রে মাথায় প্রজাপতি টিকলি, গলায় রুবি, পান্না সমেত ঠোকাইয়ের চোকার, গোগো হার, কানে কান, নাকে নথ, হাতে শাঁখা, পলা, ঝুড়ো চুড়ি, বালা শবরীকে পরানো হয়েছে। তবে সারা ছবিতে তাঁকে ধানের শীষ ও শঙ্খ ডিজাইনের সরু শাঁখাতে দেখা যাবে। সঙ্গে লাল পলা, সোনার গয়না। বিয়ের দৃশ্যে ঋতাভরীকে সাদা মুকুট পরানো হয়েছে। বউভাতের পরের দিন তাঁকে লাল ঢাকাই শাড়ি ও ব্লাউজে দেখা যাবে। তবে বিয়ের পর বাড়িতে তাঁকে তাঁতের শাড়ি ও রুবিয়া ব্লাউজে দেখা যাবে।
এছাড়া পৌরোহিত্য করার সময় তাঁকে নানা লুকে দেখা যাবে। বিয়ের পৌরোহিত্য করার সময় তাঁকে সাদা ও সোনালী কম্বিনেশনের করিয়াল বেনারসি শাড়ির সঙ্গে র-সিল্কের টেক্সচারড লাল ব্লাউজ ও লাল বেনারসির দোপাট্টা, মাথায় মিডিল পাটিং করা সিঁথিতে সিঁদুর, খোঁপায় জুঁই ফুল, হাতে শাঁখাপলা, বালা, কানে দুল, গলার লক্ষ্যতারার হারে দেখা যাবে। আবার বাড়ির পুজোয় লাল বর্ডার দেওয়া বেজ রংয়ের শাড়ির সঙ্গে লাল ব্লাউজ এবং সোনার গয়নায় তিনি ধরা দেবেন। সরস্বতী পুজোর সময় হ্যান্ডলুমের টোন অন টোন রানি অরেঞ্জ কালারের শাড়ির সঙ্গে পেজলি প্রিন্টেড অফ হোয়াইট কালারের ব্লাউজে তাঁকে দেখা যাবে। আবার শ্রাদ্ধে পৌরোহিত্য করার সময় সাদা সোনালী কেরালা কটন শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছেন। তাঁর পোশাকের কালার প্যালেট লাল, সবুজ, হলুদ, গোলাপী, ধুসর, বেজ, কালো ইত্যাদি।
সোহম মজুমদার ওরফে বিক্রমাদিত্যকে তাঁর ব্যবসার কাজে টেরিকট প্যান্টের সঙ্গে প্যাস্টেল কালারের চেকস শার্টে দেখা যাবে। আবার অন্য দৃশ্যে জিন্‌঩সের সঙ্গে খাদির পাঞ্জাবি পরেছেন। ঘরের দৃশ্যে ঢিলে পায়জামার সঙ্গে স্যান্ডো গেঞ্জি আবার কখনও ট্র্যাক প্যান্টের সঙ্গে টিশার্ট ব্যবহার করেছেন। বিক্রমাদিত্য সম্ভ্রান্ত, উচ্চবিত্ত পরিবারের সন্তান হলেও পোশাকে তাঁর রুচির ছাপ কম। বিয়ের দৃশ্যে কাস্টোমাইজড করা খয়েরি সুতোর হ্যান্ড এমব্রয়ডারি করা বেজ রঙের পাঞ্জাবির সঙ্গে একই রঙের জলচুরি করা ধুতি পরেছেন। সঙ্গে হাতে অনেক সোনার আংটি, গলায় হার এবং পায়ে কোলাপুরি চটিতে দেখা যাবে। সোহমের পোশাকের কালার প্যালেট পাউডার ব্লু, বেজ, গ্রে ইত্যাদি। বাড়ির দৃশ্যে পায়ে ফ্ল্যাটস চপ্পল এবং অন্যান্য সময়ে বেশিরভাগ ছবিতে তিনি ওপেন টোস শ্যু ব্যবহার করেছেন।
মানসী সিন্‌হা অর্থাৎ গুরুদাসী একজন জ্যোতিষ। তাঁকে বাড়িতে ধনেখালি শাড়িতে দেখা গেলেও প্র্যাকটিসের সময় গেরুয়া শা঩ড়ি, ব্লাউজ, চাদরে দেখা যাবে। গলায় রুদ্রাক্ষ, মোতির মালা, হাতে রকমারি স্টোলের গয়না, শিকড়, মাদুলি রয়েছে। অন্যদিকে অমরাবতী ওরফে সোমা চক্রবর্তী একজন পঞ্চায়েত প্রধান। তাঁর পরনে জুট সিল্ক কলমকারী, মধুবনী, কাঁথাস্টিচ ইত্যাদি শাড়ির সঙ্গে সলিড কালারের ব্লাউজ এবং বাইরে বেরনোর সময় কাঁধে লেদারের ব্যাগ রয়েছে। এছাড়া পুরোহিতমশাই অর্থাৎ শুভাশিস মুখোপাধ্যায়কে টোন অন টোন খাদির সবুজ বর্ডারের কমলা রঙের ধুতি, চাদর ও সাদা কুর্তায় দেখা যাবে। তবে তরজার দৃশ্যে খাঁটি তসরের জোরে দেখা যাবে। গলায় রুদ্রাক্ষ, ক্রিস্টালের মালা, কপালে লাল তিলক, চোখে চশমা। এছাড়াও চন্দ্রাদিত্য অর্থাৎ সর্বদমন ঘোষকে খাদির ধুতি, পাঞ্জাবি এবং শার্ট-প্যান্টে দেখা যাবে। অন্যান্য শিল্পী তাঁদের চরিত্র অনুযায়ী সাজপোশাক করেছেন। ছবির অন্য শিল্পীরা হলেন অম্বরীশ ভট্টাচার্য, অভিরূপ সেন প্রমুখ।
কাহিনী ও চিত্রনাট্য জিনিয়া সেন। সংলাপ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় আলোক মাইতি। সম্পাদনা মলয় লাহা। সুর অনিন্দ্য চট্টোপাধ্যায়। গান গেয়েছেন লগ্নজিতা, উজ্জয়িনী, সোমলতা আচার্য চৌধুরী, সুরঙ্গনা।
প্রযোজনা উইন্ডোজ। নিবেদনে নন্দিতা রায়। 
07th  March, 2020
জড়োয়া গয়না পুরাতন প্রসঙ্গ 

জড়োয়া গয়না ছিল আভিজাত্য, বনেদিয়ানার প্রতীক। পরিবারের অর্থ কৌলীন্য ঠিকরে পড়ত জড়োয়া গয়নার দামি পাথরের দ্যুতিতে। লিখেছেন শ্যামলী বসু।
বিশদ

28th  March, 2020
বসন্ত সাজে 

বসন্ত মানেই ফুরফুরে মেজাজ। তাই রঙিন সাজে সেজে উঠতে মন চায়। এমন দিনে কেমন হবে প্রসাধন পরামর্শ দিচ্ছেন মেকআপ এক্সপার্ট গৌরী বোস।   বিশদ

21st  March, 2020
বসন্ত এসে গেছে 

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে যখন বক্ষ দুরু দুরু, তখন কি আর বসন্ত মনে দোলা দেয়? তবু বসন্ত সম্ভারে তো চোখ রাখতেই হয়। লিখেছেন সোমা লাহিড়ী। 
বিশদ

21st  March, 2020
বসন্ত বাহার

বসন্ত মানেই রঙবাহারি শাড়ির আয়োজন। সঙ্গে সঙ্গত দিতে চাই অভিনব অলঙ্কার। লিখেছেন সোমা লাহিড়ী।  বিশদ

14th  March, 2020
লাগল যে দোল

এসে গেল দোল। রঙিন হওয়ার দিনের সাজকথায় সোমা লাহিড়ী। বিশদ

07th  March, 2020
চরিত্র যেমন সাজ তেমন

নিজের লেখা কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের পার্সেল ছবিটি ১৩ মার্চ মুক্তি পাবে। ছবিটি বিভিন্ন ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া জাগিয়েছে। এই ছবির স্টাইলিংয়ের দায়িত্বে রয়েছেন অবর্ণা রায়। খবরে চৈতালি দত্ত।  বিশদ

29th  February, 2020
ঝলমলে ফ্যাশন সন্ধ্যা 

সম্প্রতি পার্ক হোটেলে একটি অন্যরকম ফ্যাশন শো হয়ে গেল। কালার কসমেটিকস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেন মেকআপ আর্টিস্ট স্টাইলিস্ট কৌশিক-রজত। দেখে এসে বর্ণনায় চৈতালি দত্ত।  
বিশদ

29th  February, 2020
শ্রদ্ধা 

দুম করে চলে গেলেন সনৎদা। আর কখনও মোবাইল স্ক্রিনে জ্বলজ্বল করে উঠবে না তাঁর নাম। আর কখনও ফোটোশ্যুটের আগের রাতে কেউ ফোন করে জিজ্ঞেস করবেন না— ‘কাল আমরা কী কী শ্যুট করছি? এবারের থিম কী? কীভাবে কোনটা শ্যুট করলে ভালো হবে কিছু ভেবেছ?’ ভাবনার ভার পুরোটাই নিয়ে নিতেন মানুষটা।  
বিশদ

29th  February, 2020
ফ্যাশনে ফ্রিল 

ফ্যাশনে নতুন সংযোজন ফ্রিল। গত বছর থেকেই শাড়ি, কামিজ, লেহেঙ্গা সেজে উঠছে ফ্রিলের বাহারি প্রয়োগে। আজ তাই চারূপমার বিষয় ‘ফ্রিল’। লিখেছেন সোমা লাহিড়ী।  বিশদ

29th  February, 2020
হীরের গয়না পরতে খুব ভালোবাসি: পায়েল সরকার

কড়াপাক ছবিতে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের গয়না পরেছেন পায়েল। তাঁর সঙ্গে কথা বললেন চৈতালি দত্ত।  বিশদ

22nd  February, 2020
ল্যাকমের উষ্ণ পাঁচ দিন

বসন্তের উষ্ণতার ছোঁয়া প্রকৃতির আনাচেকানাচে। আগামী গ্রীষ্মে নিজেকে কীভাবে আরও উষ্ণ করে তুলবেন তারই সন্ধান দিল ল্যাকমে ফ্যাশন উইক সামার-রিসর্ট ২০২০-র আসর। ডিজাইনাররা হাজির হয়েছিলেন তাঁদের সেরা সম্ভার নিয়ে মুম্বইয়ের জিও গার্ডেনে। পাঁচ দিন ব্যাপী ফ্যাশন উৎসবে হাজির ছিলেন আমাদের মুম্বই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।
বিশদ

22nd  February, 2020
সাজো সাজো রব

শীত চলে যাওয়ার মুখে। দরজায় কড়া নাড়ছে বসন্ত। আকাশে বাতাসে ভালোবাসার সুবাস। সানাইয়ের সুরে মাতোয়ারা চারদিক। এমন বসন্ত দিনে একটু উজ্জ্বল সাজ একটু রঙিন বেশবাস না হলে চলে? আজ তাই চারূপমায় তিন তারকার সাজো সাজো রব। বর্ণনায় সোমা লাহিড়ী। 
বিশদ

15th  February, 2020
ভালোবাসার সাজে 

টেলি পর্দার দুই জনপ্রিয় তারকা জিতু কমল ও নবনীতা বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন কয়েকমাস আগে। বিয়ের পর প্রথম ভ্যালেনটাইনস ডে’তে কেমন সাজবেন জানালেন সোমা লাহিড়ীকে। 
বিশদ

08th  February, 2020
চরিত্র যেমন সাজ তেমন

মুক্তি পেয়েছে অব্যক্ত। ছবিটি বার্লিনে ইন্দো জার্মান ফিল্ম উইকে অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড, ঔরঙ্গাবাদ ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট এডিটিং অ্যাওয়ার্ড, গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে পৌলমী গুপ্ত ও গৌরব বন্দ্যোপাধ্যায়। খবরে চৈতালি দত্ত।
বিশদ

01st  February, 2020
একনজরে
সংবাদদাতা, রায়গঞ্জ: করোনায় মৃতদের দেহ দাহ করা হবে স্থানীয় শ্মশানে, এই আশঙ্কায় শ্মশানঘাটের চারদিকের রাস্তা আটকে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।   ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছিল। সেটিকে অবশ্য সরকারি মহল থেকেই ‘ভুয়ো’ বলা হয়েছে। ওই ভিডিওতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব করোনা তাড়ানোর জন্য কয়েকজন সাধুর সঙ্গে নাচ-গান করছেন বলে দেখানো হয়। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলের অপচয় বন্ধে বারবার কলকাতা পুর প্রশাসনের তরফে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, শহরের বেশ কিছু অংশে জলের অপচয়ের মাত্রা ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা বিপর্যয়ের জেরে এ রাজ্যের বাসিন্দা প্রায় দু’লক্ষ মানুষ আটকে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। এদের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তার জন্য উচ্চ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৮- রাজনীতিক জগজীবন রামের জন্ম
১৯১৬- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের জন্ম
১৯৩২ - বিশিষ্ট বাঙালী সাহিত্যিক প্রভাতকুমার মুখাপাধ্যায়ের মত্যু
১৯৫৭- কেরলে প্রথম ক্ষমতায় এলেন কমিউনিস্টরা
১৯৯৩- বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু
২০০০- রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৭- সাহিত্যিক লীলা মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.২৪ টাকা ৭৬.৯৬ টাকা
পাউন্ড ৯২.৫১ টাকা ৯৫.৮২ টাকা
ইউরো ৮১.০৩ টাকা ৮৪.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
04th  April, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২২ চৈত্র ১৪২৬, ৫ এপ্রিল ২০২০, রবিবার, (চৈত্র শুক্লপক্ষ) দ্বাদশী ৩৪/৫০ রাত্রি ৭/২৫। মঘা ২৩/৪০ দিবা ২/৫৭। সূ উ ৫/২৯/১৫, অ ৫/৪৯/৩৫, অমৃতযোগ দিবা ৬/১৮ গতে ৯/৩৬ মধ্যে। রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে। বারবেলা ১০/৭ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১/৬ গতে ২/৩৪ মধ্যে।
২২ চৈত্র ১৪২৬, ৫ এপ্রিল ২০২০, রবিবার, দ্বাদশী ২৫/৩১/০ দিবা ৩/৪৩/১২। মঘা ১৪/৫০/৩৮ দিবা ১১/২৭/৩। সূ উ ৫/৩০/৪৮, অ ৫/৫০/৫। অমৃতযোগ দিবা ৬/১৫ মধ্যে ও ১২/৫২ গতে ১/৪১ মধ্যে এবং রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে। বারবেলা ১০/৮/২ গতে ১১/৪০/২৭ মধ্যে, কালবেলা ১১/৪০/২৭ গতে ১/১২/৫১ মধ্যে।
 ১১ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৯০৮- রাজনীতিক জগজীবন রামের জন্ম১৯১৬- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের জন্ম১৯৩২ ...বিশদ

07:03:20 PM

ভূমিকম্প অনুভুত অসমে 
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝে এবার ভূমিকম্প অনুভুত হল অসমে। রিখটার ...বিশদ

11:39:32 PM

নিরোর কথা শুনেছিলাম, প্রধানমন্ত্রীকে দেখলাম, ট্যুইট ফিরহাদ হাকিমের 
প্রধানমন্ত্রীর ডাকে রবিবার রাত ন’টার সময় ন’মিনিট ঘরের আলো জ্বালিয়ে ...বিশদ

10:04:34 PM

৯ মিনিটের ‘লাইট আউট’-এর জন্য বিদ্যুৎ গ্রিডে কোনও প্রভাব পড়েনি: কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং 

09:45:20 PM

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪১১১, মৃত ১২৬: পিটিআই 

09:20:30 PM

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা রাজ্যপাল জগদীপ ধনকারের 

09:18:00 PM