Bartaman Patrika
চারুপমা
 

গ্রেসফুলি বয়স
বাড়লে ক্ষতি কী?

 জন্মদিনের রাতে সিঙ্গাপুর থেকে সাক্ষাৎকার দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কথা বলেছেন সোমা লাহিড়ী।

ঋতুপর্ণা, তুমি এখনও জানো না আজ তোমার সবথেকে কাছের মানুষটি সিঙ্গাপুরের ঝলমলে পাঁচতারা হোটেলে তোমার জন্মদিন সেলিব্রেট করার জন্য একটা পার্টির আয়োজন করেছেন গোপনে। তোমাকে সারপ্রাইজ দেবে বলে কেউ কিচ্ছুটি জানায়নি। এমনকী তোমার পুচকে মেয়েটাও মাকে চমকে দেবে বলে চুপিচুপি বাবা আর দাদার সঙ্গে অনেকরকম প্ল্যান করেছে। ৭ নভেম্বর তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাব আর একটা ইন্টারভিউ নেব বলে যখন হোয়াটস অ্যাপ কল করেছিলাম তখন তোমার কন্যাই ফোনটা ধরেছিল। তার থেকেই এই গোপন তথ্য পেয়েছি। তাকে কথা দিয়েছিলাম ন’তারিখের আগে কাউকে জানাব না। দ্যাখো কথা রেখেছি রিশোনা। আজ জমজমাট পার্টি হোক। প্রিয়জনদের নিয়ে খুব আনন্দ করো এই শুভ কামনা রইল।

 এবার জন্মদিনটা সিঙ্গাপুরে কাটল। কেমন হল সেলিব্রেশন?
 গত দু’তিন বছর ধরেই জন্মদিনটায় সিঙ্গাপুরে থাকছি। এখন এখানেই তো আমার আসল সংসার। সঞ্জয় তো কাজের সুবাদে অনেকদিনই সিঙ্গাপুরবাসী। কিন্তু এখন আমার ছেলে মেয়েও এখানে থাকে। ওদের বাবার ইচ্ছে এখানেই ওরা পড়াশোনা করুক। কলকাতায় থাকলে আমি তো সেভাবে ওদের সময় দিতে পারি না। বরং এখানে এলে ওদের সঙ্গে অনেকটা সময় মজা করে কাটাতে পারি। এইসময় ওদের স্কুলে তো ছুটি থাকে না। সঞ্জয়ও ব্যস্ত। তাই নিজের জন্মদিন তো বটেই সঞ্জয়ের জন্মদিন, বাচ্চাদের জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি প্রত্যেকটা অকেশনে চলে আসি সিঙ্গাপুরে। সেইভাবেই পুরো বছরের প্ল্যান করে সিঙ্গাপুরের টিকিট বুক করে রাখে সঞ্জয়।
 কেক কাটা হল?
 ছ’তারিখে আমার এখানকার বন্ধুরা আমাদেরকে সপরিবারে নেমন্তন্ন করেছিল। ওখানেই কেক কাটা হয়েছে রাত বারোটায়। খুব হই-হুল্লোড় হয়েছে। বাচ্চারাও মজা করেছে। সঞ্জয় আমাকে কেক খাইয়েছে। ছবি তুলেছে ছেলে।
 আর সাত তারিখে জন্মদিনের দিন কী করলে?
 সিঙ্গাপুরে আমার অনেক শুভানুধ্যায়ী বন্ধু আছে, জানো তো। ওরা দুপুরে আমাকে নেমন্তন্ন করেছিল। প্রচুর খাওয়া দাওয়া আর গল্পগুজব হল। সন্ধেবেলা এখানকার শ্রীরামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। ঠাকুরের সামনে বসে থাকলে মনটা যেন শান্ত নিস্তরঙ্গ হয়ে যায়। বাড়ি ফিরতেই ছেলে নিজের হাতে তৈরি খুব সুন্দর একটা বার্থ ডে কার্ড দিল। মেয়ে একটা টেডি বিয়ার এনে বলল তোমার জন্য কিনে এনেছি বাবার সঙ্গে গিয়ে। মনটা ভরে গেল। চোখে জল এসে গিয়েছিল আনন্দে।
 আর সঞ্জয় কী দিলেন?
 সঞ্জয় তো সবসময় সারপ্রাইজ দিতে ভালোবাসে। এখনও কিছু দেয়নি। তবে বাবা আর ছেলেমেয়ে মিলে যা গুজুর গুজুর করছে আমি সিওর কোনও বিশেষ প্ল্যান আছে। (হাসি) মনে হচ্ছে স্পেশাল সেলিব্রেশন উইথ স্পেশাল গিফট।
 শুনলাম মাঝে মাত্র একটা দিনের জন্য কলকাতায় এসেছিলে। ছবির প্রমোশন আর জরুরি মিটিং সেরে রাত একটায় বাড়ি ফিরে ভোর চারটের ফ্লাইট ধরেছ সিঙ্গাপুরের। এতো ছোটাছুটি-ক্লান্তি আসে না?
 (খুব হাসতে হাসতে) নাহ্। বলতে পারো ক্লান্তিটা অ্যাজেন্ডার মধ্যে রাখি না। ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। মনে হয় এটা আমার স্বভাব হয়ে গিয়েছে। আর তাড়াতাড়ি কাজ শেষ করে নিজের ছেলেমেয়ে স্বামীর কাছে ফেরার আনন্দই অন্যরকম। আমি তো মানুষ। অভিনেত্রী হয়েছি বলে আমার অনুভব আমার এক্সপ্রেশন আমার ভালো লাগা মন্দ লাগা তো অতিমানবীয় হয়ে যেতে পারে না। অন্তত আমার ক্ষেত্রে তা হয়নি। স্টারডাম আমার অন্তরের অনুভূতিকে কখনও দাবিয়ে রাখতে পারেনি।
 এই যে স্টারডম বললে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘টলি-কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত— এটা তোমার কাছের মানুষরা কীভাবে নিয়েছেন?
 সঞ্জয় সবসময় আমাকে বুস্টআপ করার চেষ্টা করেছে। ও এবং আমার শ্বাশুড়ি মায়ের সাপোর্ট না পেলে আমি এতদূর পৌঁছতে পারতাম না। তবে আমারও কিছু দোষ আছে। আমি কাজের নেশায় এতটাই বুঁদ হয়ে যাই যে অনেক সময় পরিবারের কথা, প্রিয়জনদের দেখভালের কথা, তাদের আদর আবদারের কথা ভুলে যাই। তাই মান অভিমান চলতেই থাকে আমাদের। কখনও ছেলে অভিমান করে, কখনও সঞ্জয় ভুল বোঝে, কখনও মেয়ে আমাকে কাছে না পেয়ে কান্নাকাটি করে। দেখে মায়ের (শাশুড়ি) মনেও কষ্ট হয়। সম্বিত ফিরলে আমিও কষ্ট পাই। তবে শেষমেশ আমি আমার পরিবারের কাছেই ফিরে যাই। বুঝতে পারি ওরা আমাকে ভালোবাসে বলেই তো কাছে পেতে চায়।
 যে কোনও পরিস্থিতিতে দেখেছি তোমার মুখের হাসি অটুট থাকে। মাথা এত ঠান্ডা রাখো কী করে? ধ্যান, প্রাণায়াম করো?
 (হাসতে হাসতে) ধ্যান প্রাণায়াম করার সময় কই? তবে রোজ সকালে (যখনই উঠি না কেন) উঠে ভগবানের কাছে দশমিনিট প্রার্থনা করি। এই দশটা মিনিট আর কিছু ভাবি না। আমি সম্পূর্ণভাবে পজেটিভ মনের মানুষ। কোনও কিছু হবে না বা করা যাবে নাতে বিশ্বাস করি না। একটা উইল পাওয়ার যেন সবসময় আমাকে টেনে নিয়ে যায়। আর হাসিমুখে তো থাকতেই হবে। আমার কাজই যে সকলকে আনন্দ দেওয়া।
 রূপচর্চার সময় পাও?
 নাহ্, তাও পাই না। ওই বেসিক যেটুকু না করলে নয়, ততটুকুই। যেমন রাতে মেকআপ তুলে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগাই। মাঝে মধ্যে বেসন, মধু আর দুধ মিশিয়ে মুখে কুড়ি মিনিট লাগিয়ে রাখি। চুলে মাঝে মাঝে অয়েল মাসাজ করি। ব্যাস ওইটুকুই। কোনওরকম আর্টিফিশিয়াল থেরাপিতে বিশ্বাসী নয়। গ্রেসফুলি বয়স বাড়লে ক্ষতি কী?
 কিন্তু বয়স তো তোমার বাড়ছে না। ধরে রেখেছো কী করে?
 (হো হো করে হেসে) আমি খুব নিয়ম মেনে কোনও কিছু করি না বটে, তবে আমার কয়েকটা প্লাস পয়েন্ট আছে। আমি মদ সিগারেট খাই না। চা কফিও পরিমিত খাই। কড়া ডায়েট চার্ট ফলো না করলেও পরিমাণে কম খাই। প্রচুর ফল আর জল খাই। কখনও মেজাজ হারাই না। যে কোনও ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। আর পেসেন্স, পেসেন্স, অ্যান্ড পেসেন্স— এটাই আমার ভালো থাকার মূলমন্ত্র।
 দূরত্ব প্রিয়জনের সঙ্গে সম্পর্কে দূরত্ব আনে — এই মিথ তুমি ভাঙলে কী করে?
 পুরোপুরি ভাঙতে পেরেছি কি? তা আমার প্রিয়মানুষরাই বলতে পারবেন। তবে এর জন্য আমাকে সবসময় লড়াই করে যেতে হচ্ছে। ইন্ডাস্ট্রির অনেক মানুষ, আমার বেশ কিছু আত্মীয়-স্বজন, আমি যাদের বিশ্বাস করতাম এমন অনেক বন্ধু এই দূরত্বের সুযোগ নিয়ে আমাদের সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করেছে। সম্পর্কে ভাঙন ধরেছে— এ কথাও সর্বসমক্ষে প্রচার করেছে। আজও করে চলেছে। তাদের বিরুদ্ধেই আমার সংগ্রাম চলছে, চলবে।
 মেয়ে তো বেশ বড় হয়ে গিয়েছে। আমার ফোনটা রিসিভ করেছিল, খুব গল্প করল...
 (আবার খুশির মেজাজে ফিরে) গজু আমার খুব বুঝদার মেয়ে। ক্লাস টু’তে ভর্তি হয়েছে সিঙ্গাপুরের স্কুলে। ওদের স্কুলের একটা অনুষ্ঠানের জন্য নাচের রিহার্সাল চলছে। ওদের প্রিন্সিপাল ম্যাম আমাকে দায়িত্ব দিয়েছেন সকলকে নাচ শেখানোর। রোজ স্কুলে যাচ্ছি মেয়ের সঙ্গে। খুব মজা হচ্ছে।
 সিঙ্গাপুরেও তো তোমার অনেক বন্ধু হয়ে গিয়েছে?
 হ্যাঁ। আমি বুঝেছি এরাই আমার আসল বন্ধু। আমাদের ফ্যামিলি বন্ডিংকে দৃঢ় করেছে এরাই। আমি যখন এখানে থাকি না তখন ওরাই আমার ছেলেমেয়ের মনিটরিং করে। আমাকে প্রতিদিন ফোন করে বলে চিন্তা না করতে।
 আজ সঞ্জয় কোনও স্পেশাল বার্থ ডে পার্টি থ্রো করছে নাকি?
 (খুব খুশি মাখানো গলায়) গজু বলেছে বুঝি? হতেও পারে। হলে সব জানাব। এখন রাখি তাহলে।
09th  November, 2019
আজ সরস্বতী-সাজ 

শীত শেষের দামামা বেজে গিয়েছে। আসন্ন মাঘের শুক্লা পঞ্চমী তিথি। বসন্তের এই শুভ সূচনা লগ্নে কেমন হবে সাজ জানাচ্ছেন সোমা লাহিড়ী।  বিশদ

25th  January, 2020
বিয়ের কনের সাজবদল 

বাঙালি কনের ঐতিহ্য বজায় রেখে অথচ একঘেয়ে সাজ থেকে বেরিয়ে নতুন রকমের সাজে কনেকে সবার কাছে আকর্ষণীয় করে তোলার পরামর্শ দিলেন এস্থেটিশিয়ান ও মেকআপ আর্টিস্ট রুবি বিশ্বাস। লিখেছেন পাপিয়া মণ্ডল। 
বিশদ

18th  January, 2020
বেনারসির সাতকাহন 

সারা বছর জিনস টিশার্ট আর কুর্তি কামিজে দৌড়ঝাঁপ করা মেয়েটি বিয়ের ক’টা দিন কনে বউটি। বিয়ে আর বউভাতের রিসেপশনের সন্ধেতে কন্যে যেন রাজকন্যে। ট্র্যাডিশনাল বাঙালি কনের সাজের মাধুর্যে অভিভূত বিশ্ব। তাই গয়নায়, বেনারসিতে, মেকআপে আমরা ধরে রাখতে চাই বাঙালি ঐতিহ্য, বাঙালি ঘরানা। কী দেখে বেনারসি কিনবেন জানাচ্ছেন সোমা লাহিড়ী। 
বিশদ

18th  January, 2020
পার্টির মধ্যমণি 

শীতের সান্ধ্য পার্টি হোক বা বিয়ের রিসেপশন, কেমন সাজে হয়ে উঠবেন অনন্যা জানালেন সোমা লাহিড়ী।  বিশদ

11th  January, 2020
স্টাইলে সাজুন উইন্টারে 

শীতকাল মানেই জমাটি পার্টি, পিকনিক, আবছা রোদ গায়ে মেখে ইতিউতি ঘুরে বেড়ানো। এমন খুশির দিনে পোশাক হওয়া চাই স্টাইলিশ, চমকদার, রঙে রঙে রঙিন। সঙ্গে মেকআপ, হেয়ারস্টাইল ও অ্যাকসেসরিজও হওয়া চাই মানানসই। পথ দেখালেন সোমা লাহিড়ী। 
বিশদ

04th  January, 2020
নিউ ইয়ারে ইংলিশ স্টাইল 

নিউ ইয়ার’স ইভের পার্টিতে একটু সাহেবি কেতা চাই-ই। জানাচ্ছেন সোমা লাহিড়ী।  বিশদ

28th  December, 2019
 কচিদের ক্রিসমাস

ক্রিসমাস মানেই সান্টা ক্লজ আর উপহারের ঝুলি। ক্রিসমাস মানেই শীত রোদ গায়ে মেখে হুটোপাটি। ক্রিসমাস মানেই হইহই। ক্রিসমাস মানেই পিকনিক, কমলালেবু আর কেক। আর ক্রিসমাস মানেই জাঁকালো শীত আর ফ্যাশনদার সোয়েটার। রঙিন গরমজামা গায়ে চড়িয়ে ছুটির মেজাজে এদিক সেদিক ঘোরাঘুরি। ক্রিসমাসের এই ঘোরাঘুরি কিন্তু ফ্যাশনদার শীত পোশাক ছাড়া অসম্পূর্ণ। বিশদ

21st  December, 2019
স্টাইলিশ শাল স্টোল 

তিনটি তিন ধরনের শাল, স্টোল ও র‌্যাপারের কথায় সোমা লাহিড়ী।  বিশদ

14th  December, 2019
স্টাইলিশ উইন্টার মুড 

শীত আসছে। বাতাসে হিমের পরশ। মুডটা এমনিই ভালো হয়ে যায়। আর মুড যখন ভালো তখন স্টাইল তো জমবেই। স্টাইলিশ উইন্টার ওয়্যারের খবরে সোমা লাহিড়ী। 
বিশদ

30th  November, 2019
চরিত্র যেমন সাজ তেমন 

১৩ ডিসেম্বর মুক্তি পাবে পরিচালক অভিরূপ ঘোষের ছবি জম্বিস্থান। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পোশাক পরিকল্পনার দায়িত্বে স্বয়ং পরিচালক। খবরে চৈতালি দত্ত। 
বিশদ

23rd  November, 2019
জ্যাকেটে জমজমাট হেমন্ত 

হেমন্তের হিমেল হাওয়ায় জ্যাকেট এল নতুন সাজে। ফ্যাব্রিক থেকে ডিজাইন সব কিছুতেই বেশ বদল হয়েছে এবার। কেমন সেই বদল? ছবিতে লেখায় রইল সেই হেমন্ত স্পেশাল জ্যাকেটের হদিশ। হদিশ দিলেন সোমা লাহিড়ী। 
বিশদ

23rd  November, 2019
পাঞ্জাবিতে জমে যাক আড্ডা 

সব বয়সের সবার প্রিয় পাঞ্জাবি। ঠিক আড্ডার মতোই বাঙালির পছন্দের পোশাক পাঞ্জাবি। পাঞ্জাবির গল্প বলছেন সোমা লাহিড়ী।  বিশদ

16th  November, 2019
অভিনব ফ্যাশন শো
ন্যাশনাল প্যাজেন্ট ইন্ডিয়া 

একসঙ্গে পা মিলিয়ে সাত পা হাঁটলে বন্ধুত্বের অঙ্গীকার করতে হয়। মাত্র সাত পা নয় ওঁরা একসঙ্গে পা মিলিয়ে অনেক পা হাঁটলেন আর হাঁটতে হাঁটতে এই বার্তাই পৌঁছে দিলেন সমাজের কাছে, যে ওঁদের বন্ধুত্বের দাবি নারী, পুরুষ, রূপান্তকরকামী নির্বিশেষে মানবতার সঙ্গে। ওঁরা তাই লিঙ্গভেদ মানেন না, শুধু আস্থা রাখেন ‘মানুষ’ শব্দটার ওপর।  
বিশদ

09th  November, 2019
হলুদ দিয়ে রূপটান

নিয়মিত নিজের যত্ন নেওয়া থেকে ভালো আর কিছু হতে পারে না। সবারই মন চায় নিজেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মেলে ধরার। কিন্তু দৈনন্দিন ঘর সংসার বা অফিসের কাজ সামলে দিনের শেষে ক্লান্ত বোধ হয়। এমনকী সময় করে পার্লারে গিয়ে রিল্যাক্স করার মতো সুযোগটারও খুব অভাব। আবার সবার পক্ষে সম্ভব হয় না নানারকম বিউটি প্রোডাক্টস কিনে সময় নিয়ে রূপচর্চা করার। বিশদ

09th  November, 2019
একনজরে
 আগ্রা, ২৫ জানুয়ারি: কথায় বলে প্রেমের কোনও বয়স হয়না। এই প্রবাদবাক্যটি ফের একবার বাস্তবে ধরা পড়ল। আর তার ঘটল খোদ তাজমহলেরই শহর আগ্রায়। যার রূপকার ...

 ওয়াশিংটন: আরও একবার রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে আসেন
১৯৩৬: জনগণের জন্য লন্ডনে শুরু হল বিবিসি-র সম্প্রচার
১৯৩৯: আমেরিকায় নিয়মিতভাবে টেলিভিশন সম্প্রচার শুরু
১৭৮২ – বাঁশের কেল্লা খ্যাত বিপ্লবী তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম
১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯৬৯: অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯: চিত্রপরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৮৬: বিশিষ্ট সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৯: ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামনের মৃত্যু
২০০২ - নাইজেরিয়ার লেগোস শহরে এক বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ হাজারেরও বেশি মানুন গৃহহীন হন।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৬৪ টাকা ৭২.৩৪ টাকা
পাউন্ড ৯১.৭৩ টাকা ৯৫.০২ টাকা
ইউরো ৭৭.৩৫ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
26th  January, 2020

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। বৃষ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে ...বিশদ

07:03:20 PM

গিরিশ পার্ক এলাকায় ১১ মাসের শিশুকে অপহরণের অভিযোগ

04:55:03 PM

আনন্দপুরে একটি বাড়িতে ঢুকে মহিলাকে বেঁধে লুটতরাজ দুষ্কৃতীদের, তদন্তে পুলিস 

04:18:31 PM

৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানের গজনিতে ভেঙে পড়ল বিমান

04:15:59 PM

৪৫৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:11:36 PM