Bartaman Patrika
চারুপমা
 

 চরিত্র যেমন সাজ তেমন

১০ মে মুক্তি পাবে পরিচালক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি কণ্ঠ। ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন দুই কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্ট অভিষেক রায়, অনুপম চট্টোপাধ্যায়। খবরে চৈতালি দত্ত।

ছবির গল্প সম্পর্কে জানতে চাইলে পরিচালকদ্বয় নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ল্যারিনজিয়াল ক্যান্সারকে কেন্দ্র করে এই ছবির গল্প। তবে এই ছবি মানুষের বেঁচে থাকার জয়গানের কথাই বলে। ছবির গল্পে অর্জুন ও পৃথা দু’জনেই বাচিক শিল্পী। অর্জুন রেডিও জকি, পৃথা একটি টেলিভিশন চ্যানেলের নিউজ রিডার। এদের একটি পুত্রসন্তানও আছে। নাম টুকাই। আচমকা অর্জুন এই রোগের শিকার হলে তার ভয়েস বক্স চলে যায়। তাই নিয়ে লড়াই। জীবনের মূল স্রোতে আবার অর্জুন কীভাবে ফিরে আসে তাই নিয়েই কাহিনী বিন্যাস। অর্জুনের জীবনে রোমিলা নামে একজন স্পিচ থেরাপিস্ট আসেন। তিনি অর্জুনকে মোটিভেট করতে সাহায্য করেন। এভাবে কাহিনী এগিয়ে চলে। এরপর কী হয়? তা জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানালেন পরিচালকদ্বয়।
এই ছবির হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রি শিবপ্রসাদ-পাওলির নতুন জুটিকে পেতে চলেছে। অর্জুনের ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে। পৃথার চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। রোমিলার চরিত্রের রূপদান করেছেন জয়া আহসান। অন্য শিল্পীরা হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, চিত্রা সেন, ইশিত সাহা, জিমি ট্যাংগরি প্রমুখ।
ছবির কেন্দ্রীয় চরিত্রদের সাজপোশাক সম্পর্কে কসটিউম ডিজাইনারদ্বয় অনুপম, অভিষেক সমস্বরে বলেন, ‘প্রথমেই বলব এ ধরনের গভীর ইস্যুভিত্তিক একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে পরিচালকদ্বয়ের কাছে আমরা কৃতজ্ঞ। চিত্রনাট্য বিশ্লেষণ করার সময় পরিচালকদ্বয় আমাদেরকে বোঝান যে, চরিত্র অনুযায়ী সাজপোশাক হলেও তা যেন কোনও ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়। পোশাক সর্বস্ব ব্যাপার নয়। আমরা দু’জনে মিলে-মিশে আলোচনা করে কাজটা করেছি।’
অনুপমের থেকে শোনা গেল যে, অর্জুন অর্থাৎ শিবপ্রসাদ ছবিতে যেহেতু একজন রেডিও জকি তাই তাঁর সাজপোশাকে কোনও আতিশয্য নেই। খুবই ক্যাজুয়াল জামাকাপড় তাঁকে পরানো হয়েছে যা বাস্তবে আর জে বা রেডিও জকিদের পরিধানে থাকে। ডেনিম জর্গাসের সঙ্গে রাউন্ড নেকলাইনের টি-শার্ট ও চেকস শার্ট লেয়ারিং করে তাঁকে পরানো হয়েছে। সাধারণত স্কার্ফ পুরুষদের খুব একটা ব্যবহার করতে দেখা না গেলেও অর্জুন অর্থাৎ শিবপ্রসাদকে ছবিতে স্কার্ফ ব্যবহার করতে দেখা যাবে। পুরুষদের ফ্যাশনে স্কার্ফ যে স্টাইল স্টেটমেন্ট হতে পারে তা এই ছবি দেখলে বোঝা যাবে বলে জানালেন দুই কসটিউম ডিজাইনার তথা স্টাইলিস্ট। হ্যান্ডলুম উইভ এবং লিনেন কটন ফ্যাব্রিকের এই স্কার্ফ তৈরি করা হয়েছে বলে জানালেন অভিষেক। এই স্কার্ফের কালার প্যালেট গ্রে, হোয়াইট, ইয়ালো, হোয়াইট ব্লু ইত্যাদি। সাবডিউড ও সুদিং কালারের এই স্কার্ফে রয়েছে একটি বোতাম যা দিয়েছে বাড়তি মাত্রা। কখনও স্ট্রাইপ আবার কখনও সলিড কালারের এই স্কার্ফে অর্জুনকে দেখা যাবে। অভিষেকের থেকে আরও জানা গেল যে, বহির্দৃশ্যে ডেনিমের সঙ্গে প্রিন্টেড বুশ শার্টে শিবপ্রসাদকে দেখা যাবে। প্রসঙ্গ টেনে অনুপম বলেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ট্রাউজার্সের সঙ্গে লিনেন শার্টের ওপর প্যাস্টেল শেডের ব্লেজার পরানো হয়েছে তাঁকে। ঘরের দৃশ্যে জর্গাসের সঙ্গে গ্রে, মেরুন ইত্যাদি সিঙ্গল কালারের টি-শার্টের সঙ্গে পায়ে স্লিপারে তিনি ধরা দেবেন। তবে বহির্দৃশ্যে পোশাকের সঙ্গে পায়ে লোফারস এবং ক্যানভাস কাপড়ের শ্যুতে তাঁকে দেখা যাবে। এছাড়া তাঁর বাঁ হাতে ঘড়ির সঙ্গে বিটসের রিস্টব্যান্ডে তিনি কর্মস্থলে ধরা দেবেন।’ ইতিমধ্যে ছবির ভূতের রাজার লুকের একটি পোস্টার মুক্তি পেয়েছে। এ ব্যাপারে অনুপম জানান, ‘এই লুকটা করতে আমরা দু’জনেই খুব টেনশনে ছিলাম। এই লুক আমরা রিক্রিয়েট করেছি। এটা তো সিনেমার ভগবান লেজেন্ডারি ব্যক্তিত্ব প্রয়াত সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র। আর এই লুকটা তৈরি করার সুযোগ পাওয়া গর্বের ব্যাপার। তবে আমরা দু’জনে মিলে কাজটা করলেও এক্ষেত্রে অভিষেকের কৃতিত্ব অনেকটাই বেশি।’ কথার রেশ টেনে অভিষেক বলেন, ‘সত্যি এই লুক করা আমার কাছে ছিল বিরাট চ্যালেঞ্জ। এটি ছবির দৃশ্যের একটি অংশ। এর থেকে বেশি এখন আর বলা যাবে না।’ তবে ছবিতে অর্জুন অর্থাৎ শিবপ্রসাদকে প্রথমে লম্বা চুল ও দাড়িতে দেখা গেলেও অসুখের পর ছোট স্মার্ট হেয়ার স্টাইল এবং শর্ট ফ্রেঞ্চ কাটে দেখা যাবে বলে ডিজাইনারদ্বয়ের থেকে জানা গেল।
এছাড়া ডিজাইনারদ্বয়ের কাছ থেকে পৃথা ওরফে পাওলির সাজপোশাক সম্পর্কে জানা গেল যে, ঘরের দৃশ্যে পালাজোর সঙ্গে লুজ টপ অথবা জিনসের সঙ্গে লঙ শার্টে তাঁকে দেখা যাবে। দেখে মনে হবে খুব চেনা একটি চরিত্র। তবে কর্মস্থলে তাঁকে লিনেন, হ্যান্ডলুম শাড়ির সঙ্গে প্রিন্টেড থ্রি কোয়ার্টার স্লিভ ব্লাউজে দেখা যাবে। এছাড়া ‘সবাই চুপ’ রোম্যান্টিক গানের দৃশ্যে কর্ডিনেটেড পোশাকে শিবপ্রসাদ, পাওলিকে দেখা যাবে। যেখানে পোশাকের কালার প্যালেট, হোয়াইট, পিংক হোয়াইট, ব্লু হোয়াইট, ইয়ালো হোয়াইট ইত্যাদি। ততটাই রঙের ছটা যা ক্যানভাসের মতো দেখতে। প্রসঙ্গত, প্রিয়গোপাল বিষয়ীর অন্যতম ডিরেক্টর সৌম্যজিৎ লাহা জানান, পাওলি হোয়াইট ইয়ালো কম্বিনেশনের যে মসলিন জামদানি শাড়ি পরেছেন সেটি তাঁদের তৈরি। এছাড়াও ছবিতে তাঁকে একটি বিশেষ দৃশ্যে টিস্যু বর্ডারের পিওর রেড কালারের কাঞ্জিভরমে দেখা যাবে, যা তাঁদের সংস্থার। তাঁদের সংস্থার এক্সক্লুসিভ রেঞ্জের লিনেন, হ্যান্ডলুম, ঢাকাই জামদানি শাড়িতে পাওলিকে ছবিতে দেখা যাবে। তবে পাওলিকে খুব সিম্পল লুকে দেখা যাবে। বেশির ভাগ পিওর সিলভার গয়নায় পাওলিকে দেখা যাবে এবং কুন্দনের গয়নায়ও তিনি ধরা দেবেন বলে জানালেন ডিজাইনারদ্বয়। এছাড়াও এই দুই ডিজাইনারের থেকে জানা গেল যে, রোমিলা অর্থাৎ জয়া আহসানকে ভেজিটেবল ডাই, হ্যান্ডলুম উইভ ফ্যাব্রিকের ম্যাক্সি ড্রেস, লঙ ড্রেস, একটু ওয়েস্টার্নজইড সিলোয়েটম পরানো হয়েছে। তাঁর পোশাকের কালার প্যালেট ইয়ালো, পিংক, হোয়াইট, প্যাস্টেল অরেঞ্জ ইত্যাদি। এছাড়া তাঁর হাতে ডায়মন্ড সলিটেয়ার আংটি, গুচি ব্র্যান্ডের ঘড়ি এবং লুই বুটিন ব্র্যান্ডের ব্যাগ শোভা পাবে।
এছাড়া কনীনিকাকে একটু ফাঙ্কি জুয়েলারি সঙ্গে লঙ ড্রেস, প্যানেল ড্রেস এবং লেয়ারিং পোশাকে দেখা যাবে। প্রসঙ্গত বলা প্রয়োজন শাড়ি ছাড়া বেশির ভাগ জামাকাপড় অনুপম, অভিষেক তৈরি করেছেন। এছাড়া চিত্রা সেনকে সরু পাড়ের সাদা জমির শাড়িতে দেখা যাবে।
কাহিনী ও চিত্রনাট্য নন্দিতা রায়, সংলাপ শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ক্যামেরায় শুভঙ্কর ভড়, সম্পাদনা মলয় লাহা, সুরকার অনুপম, অনিন্দ্য, প্রসেন। গান গেয়েছেন অনুপম, অনিন্দ্য, সাহানা বাজপেয়ী, প্রস্মিতা পাল, তুষার দেবনাথ, প্রসেন। প্রযোজনা উইন্ডোজ।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
04th  May, 2019
চরিত্র যেমন সাজ তেমন

আগামী ২৪ মে মুক্তি পাবে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি দুর্গেশগড়ের গুপ্তধন। এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন কসটিউম ডিজাইনার অভিষেক রায়। খবরে চৈতালি দত্ত।
বিশদ

11th  May, 2019
বৃষ্টিবিহীন বৈশাখী দিন

 গনগনে রোদ্দুর যেন দগ্ধ করছে শরীর। এমন বৃষ্টিছাড়া দিনে সুতি ছাড়া অন্য কোনও শাড়ি পরতে মন চায় না। এমনই চারটি সুতির শাড়িতে সেজেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া আর্থ অভিনেত্রী রেশমী ঘোষ। তাঁর সাজ কথায় সোমা লাহিড়ী।
বিশদ

11th  May, 2019
ঝলমলে ত্বকের জন্য
হাত বাড়ান লেবুতে

নিয়মিত নিজের যত্ন নেওয়ার থেকে ভালো আর কিছু হতে পারে না। সবারই মন চায় নিজেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মেলে ধরতে। কিন্তু দৈনন্দিন ঘর সংসার বা অফিসের কাজ সামলে দিনের শেষে ক্লান্ত বোধ হয়। এমনকী সময় করে পার্লারে গিয়ে রিল্যাক্স করার মতো সুযোগটারও খুব অভাব।
বিশদ

11th  May, 2019
 ঠাকুরবাড়ির পুরুষ-সাজ

জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের পুরুষদের সাজ-পোশাক ছিল একেবারে অন্যরকম। কবিগুরুর জন্মদিনের পুণ্যলগ্নে কবি ও তাঁর পরিবারের পুরুষদের সাজ নিয়ে আলোচনায় শ্যামলী বসু।
বিশদ

04th  May, 2019
 শুভদিনে সালঙ্কারা

 ৭ মে অক্ষয় তৃতীয়া। এই পুণ্য লগ্নে কেমন হবে সাজ? পরামর্শ দিচ্ছেন সোমা লাহিড়ী। বিশদ

04th  May, 2019
ফ্যাশন ডেস্টিনেশন
পাহাড়চুড়ো

দারুণ অগ্নিবাণে যখন প্রাণ ওষ্ঠাগত তখন ফ্যাশন ফোটোশ্যুটের উদ্দেশে বরফরাজ্যে পাড়ি দিলেন মেকআপ আর্টিস্ট-স্টাইলিস্ট কৌশিক-রজত। পাহাড় মানেই পশ্চিমী পোশাক এই ধারণা ভ্রান্ত প্রমাণ করতে তাঁরা বেছে নিলেন শাড়ি আর পাঞ্জাবি। উত্তর সিকিমের চীন সীমান্তের কাছে কীভাবে ফোটোশ্যুট হল তার গল্প শোনাচ্ছেন সোমা লাহিড়ী।
বিশদ

20th  April, 2019
চরিত্র যেমন সাজ তেমন 

শতাব্দীর প্রাচীন কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসকে নিয়ে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হচ্ছে। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী ও ভাবনা সৌম্য পাকড়াশী ও সৌভিক চক্রবর্তীর। শতাব্দীর প্রাচীন কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসকে নিয়ে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট সান বাংলা চ্যানেলে প্রতিদিন সন্ধে ৬টায় সম্প্রচারিত হচ্ছে। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী ও ভাবনা সৌম্য পাকড়াশী ও সৌভিক চক্রবর্তীর।
বিশদ

13th  April, 2019
যুগলে বর্ষ আবাহন

পুরনো বছরের সব মালিন্য মুছে ফেলে নতুন পরিকল্পনায় নতুন সাজে নতুন বছরকে সমৃদ্ধ করে তোলার শুভক্ষণ বৈশাখের প্রথম দিনটি। কেমন সাজে নতুন বছরকে বরণ করবেন জানাচ্ছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি ভাস্বর চট্টোপাধ্যায় ও সোনালি চৌধুরী। বর্ণনায় সোমা লাহিড়ী।
বিশদ

13th  April, 2019
বাংলার তাঁতে বর্ষবরণ 

আসছে ১৪২৬। বাংলার নতুন বছরকে স্বাগত জানতে সেজে উঠুন বাংলার ঐতিহ্যবাহী তাঁতবস্ত্রে। অভিনেত্রী সৌমিলী বিশ্বাস সেজেছেন তাঁর প্রিয় বাংলার তাঁতের শাড়িতে। বর্ণনায় সোমা লাহিড়ী। 
বিশদ

06th  April, 2019
 চৈত্র দিন চৈত্র রাত

 দখিনা বাতাস যতই উথাল পাথাল করুক ধরিত্রী তবু সূর্যদেবের উত্তাপের সঙ্গে যেন পাল্লা দিতে পারে না। তাই চৈত্রের দিন হোক বা রাত, সাজে চাই স্নিগ্ধতার পরশ। আজ অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় সেজেছেন তেমনই স্নিগ্ধ সাজে। সাজের বর্ণনা দিচ্ছেন সোমা লাহিড়ী।
বিশদ

30th  March, 2019
ফলে রূপ বৃদ্ধি

১. যাঁদের ত্বক স্বাভাবিক তাঁরা ৬ চামচ কলার পেস্টের সঙ্গে ২ চামচ মধু ও একটু ময়দা মিশিয়ে মুখ, গলা, ঘাড় ও হাতে লাগাতে পারেন।২. যাঁদের খুব শুষ্ক ত্বক তাঁরা ৬-৭ চামচ কলার পেস্ট, ২ চামচ দুধের সর ও একটু ময়দা মিশিয়ে লাগাবেন। চল্লিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে। বিশদ

30th  March, 2019
চরিত্র যেমন সাজ তেমন  

২১ মার্চ মুক্তি পেয়েছে যশ, মিমি জুটির ছবি মন জানে না। ছবির কাহিনী ও পরিচালনা শগুফতা রফিকের। যশ, মিমির পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন জয়ন্তী সেন। খবরে চৈতালি দত্ত। 
বিশদ

23rd  March, 2019
আনন্দ বসন্ত সমাগমে

বসন্ত মানেই উৎসব আর আনন্দ। আনন্দ দিনে সাজও হওয়া চাই উজ্জ্বল বর্ণময়। আজ অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় সেজেছেন বসন্ত উৎসবের সাজে। বর্ণনায় সোমা লাহিড়ী।
বিশদ

23rd  March, 2019
স্বভূমিতে ফ্যাশন শো

ইন্দো-ব্রিটিশ স্কলারস অ্যাসোসিয়েশন এবং জে ডি বিড়লা ইনস্টিটিউটের যৌথ প্রয়াসে স্বভূমিতে একটি ফ্যাশন শো হয়ে গেল। মূলত দারিদ্র্য সীমার নীচে থাকা ছাত্র-ছাত্রীদের উন্নতিকল্পে চ্যারিটির জন্য এই ফ্যাশন শো করা হয়েছিল।
বিশদ

23rd  March, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোট শেষ হয়ে গিয়েছে গত ৬ এপ্রিল। কিন্তু, এখনও হাওড়া জেলায় ভোটের চুলচেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব। কোন বিধানসভা এলাকা থেকে কত লিড আসবে বা কোন বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হতে পারে, তা নিয়ে ব্লক ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 রোম, ১৪ মে: বয়স ৩৭, ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ডস্ল্যাম খেতাব। রজার ফেডেরার এখনও টেনিস উপভোগ করছেন। তিনি আরও ম্যাচ খেলতে চান। মে মাসের শেষে ফরাসি ...

কলম্বো ও রাষ্ট্রসঙ্ঘ, ১৪ মে (পিটিআই): ন্যাশনাল থাওহিত জামাত (এনটিজে) সহ আরও দু’টি মুসলিম চরমপন্থী মৌলবাদী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল শ্রীলঙ্কার সরকার। প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা সোমবারই এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এনটিজে ছাড়া বাকি দু’টি সংগঠন হল জামাতে মিলাতে ইব্রাহিম  এবং ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে ভাবনা-চিন্তা করে বিষয় নির্বাচন করলে ভালো হবে। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। কারও সঙ্গে মতবিরোধ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৫৯: নোবেলজয়ী ফরাসি পদার্থ বিজ্ঞানী পিয়ের কুরির জন্ম
১৯০৫: কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৬৭: অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬৫ টাকা ৭১.৩৪ টাকা
পাউন্ড ৮৯.৭৪ টাকা ৯২.৯৯ টাকা
ইউরো ৭৭.৭৩ টাকা ৮০.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১৩/৫৮ দিবা ১০/৩৬। উত্তরফাল্গুনী ৫/৩৯ দিবা ৭/১৬। সূ উ ৫/০/৩৬, অ ৬/৫/১৮, অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/৭ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে পুনঃ ১/২২ গতে উদয়াবধি, বারবেলা ৮/১৬ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে, কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৮ মধ্যে।
৩১ বৈশাখ ১৪২৬, ১৫ মে ২০১৯, বুধবার, একাদশী ১০/৫১/২১ দিবা ৯/২১/২২। উত্তরফাল্গুনীনক্ষত্র ৩/২৩/৩৫ দিবা ৬/২২/১৬ পরে হস্তানক্ষত্র ৫৯/৫৮/৫১, সূ উ ৫/০/৫০, অ ৬/৬/৪২, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৮ মধ্যে ও ১/৪৭ গতে ৫/২০ মধ্যে এবং রাত্রি ৯/৪৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/২২ মধ্যে, বারবেলা ১১/৩৩/৪৬ গতে ১/১২/১ মধ্যে, কালবেলা ৮/১৭/১৮ গতে ৯/৫৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৭/১৮ গতে ৩/৩৯/৪ মধ্যে। 
৯ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: সৎ পরামর্শ মতো চললে ভালো হবে। বৃষ: বুঝে শুনে বিনিয়োগ করলে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম১৮৫৯: নোবেলজয়ী ফরাসি ...বিশদ

07:03:20 PM

বন্ধ হলদিয়া বন্দর 
শ্রমিক বিক্ষোভে স্তব্ধ হয়ে হলদিয়া বন্দর। বন্দর বন্ধ হওয়াতে অচলাবস্থা ...বিশদ

10:17:37 PM

এমন নির্বাচন কমিশন জম্মে দেখিনি: মমতা
বিজেপি যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। এমন নির্বাচন কমিশন ...বিশদ

09:22:00 PM

 অমিত শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: মমতা

09:17:27 PM

জরুরী সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী 

09:16:21 PM