Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সমবায় আন্দোলনের বিশ্ব নেতৃত্বে ভারত
অমিত শাহ

শুধুমাত্র আর্থিকভাবে উচ্চাকাঙ্ক্ষীদের নয়, সেইসঙ্গে তাঁদের সুসংহত করে অর্থনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যাপারেও সমবায় ক্ষেত্রের ভূমিকা রয়েছে। 
যাঁদের পুঁজির ঘাটতি রয়েছে, অথবা যাঁদের সামান্য অর্থ সঞ্চয় রয়েছে, তাঁদের তুলে আনার ক্ষেত্রে রূপান্তরমূলক হাতিয়ার হিসেবে সমবায় আন্দোলনের সম্ভাবনা রয়েছে বিপুল। সেই ভাবনাকে সামনে রেখে ভারত দ্রুত গতিতে কাজ করে চলেছে। 
সমবায়ের ক্ষেত্রে আমাদের দেশে দীর্ঘ ইতিহাস রয়েছে। স্বাধীনতার আগে যেভাবে সমবায় আর্থিক বিকাশের মাধ্যম হয়ে উঠেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালে তাকে আরও বৃহৎ শক্তি ও উদ্যম নিয়ে পুনরুজ্জীবিত করা হয়েছে। ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার জাতীয় স্তরে একটি পৃথক সমবায় মন্ত্রক গঠনের মাধ্যমে সমবায় ক্ষেত্রে আগে বন্ধ থাকা সমস্ত দ্বার খুলে দেওয়া হয়েছে। সমবায় ক্ষেত্রকে মজবুত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মাত্র তিনবছরের মধ্যে ভারত সমবায় ক্ষেত্রে ‘বিশ্বমিত্র’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তার ফলে ভারতের সমবায় আন্দোলন আজ এক ঐতিহাসিক মাইলফলক অর্জনের মুখে। ২০২৪-এর ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (আইসিএ) জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড গ্লোবাল কো-অপারেটিভ কনফারেন্সের আয়োজন করতে চলেছে ভারত। আইসিএ’র ১৩০ বছরের ইতিহাসে এই প্রথম ভারত আয়োজকের ভূমিকা পালন করতে চলেছে। এই সম্মেলন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ২০২৫-এ রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপনের আগেই অনুষ্ঠিত হতে চলেছে এটি। ভারতে এই সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে সমবায় আন্দোলনে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে নিল আমাদের দেশ। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে অনগ্রসর, অত্যন্ত পশ্চাৎপদ, বঞ্চিত এবং প্রান্তিক শ্রেণির মানুষকে তুলে আনার লক্ষ্যে কাজ করে চলেছে। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সমবায় আন্দোলনকে শক্তিশালী না করলে, এই ধরনের পরিবর্তন সম্ভব নয়। সমবায় প্রতিষ্ঠান, তাদের কাজকর্মকে সুসংহত করা এবং স্বচ্ছতা ও প্রতিযোগিতামুখী করার লক্ষ্যে প্রশাসনিক নীতি ও আইনের সংস্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্র ‘সহকার সে সমৃদ্ধি’ (সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি)-র লক্ষ্য হল, দেশের সমবায় প্রতিষ্ঠানগুলিকে স্বনির্ভর ও চাঙ্গা করা। সমবায় নেটওয়ার্কের সম্প্রসারণের মাধ্যমে একটি নতুন আর্থিক মডেল গড়ে উঠছে, যার একটি হল প্রধানমন্ত্রীর ৫ ট্রিলিয়ন ডলারের ভারতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনা। এই মডেল শুধুমাত্র ভারতকে অগ্রগতির পথ দেখাচ্ছে না, ওইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলিকেও উন্নয়নের কাঠামো গড়তে প্রেরণা জোগাচ্ছে। 
প্রাচীনকাল থেকে সমবায় ক্ষেত্রে ভারতের ঐতিহ্য রয়েছে, যার সঙ্গে যুক্ত রয়েছে সাংস্কৃতিক ও অর্থনৈতিক চর্চা। কৌটিল্যের অর্থশাস্ত্রে গ্রামে মন্দির বা বাঁধ নির্মাণের মতো সম্মিলিত প্রয়াসের কথা তুলে ধরা হয়েছে। একইভাবে দক্ষিণ ভারতের আর্থিক ব্যবস্থায় প্রাচীনকালের সমবায় কাঠামোর ঝলক দেখা যায়। পশ্চিমের দেশগুলিতে শিক্ষণপ্রাপ্ত বহু অর্থনীতিবিদ মনে করেন, ২১ শতকের শুরুতে সমবায়ের যে ধারণা গড়ে উঠেছিল, তা বর্তমান যুগে অচল। যদিও আমার দৃঢ় বিশ্বাস, ৩ কোটি, ৫ কোটি অথবা ১০ কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশগুলিতে যে আর্থিক মডেল গড়ে উঠেছে,  ভারতের মতো ১৪১ কোটি মানুষের দেশের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। সমৃদ্ধ দেশ গড়তে শুধুমাত্র আর্থিক অগ্রগতির সমস্ত সূচক বৃদ্ধিই আবশ্যিক নয়, সেইসঙ্গে ১৪০ কোটি মানুষের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাঁদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারের নিশ্চয়তা দিতে হবে। একমাত্র সমবায়ের মাধ্যমেই তা সম্ভব। ইতিহাসে এর বহু দৃষ্টান্ত রয়েছে। 
উদাহরণ হিসেবে বলা যায়, আমেদাবাদ জেলা সমবায় ব্যাঙ্ক গত এক শতাব্দীতে ১০০ কোটি টাকা লাভ করেছে। এর অনুৎপাদক সম্পত্তির (এনপিএ) পরিমাণ শূন্য, ওইসঙ্গে সঞ্চয়ের পরিমাণ ৬,৫০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সমবায় আন্দোলনের আরও একটি সফল উদাহরণ হল ‘আমূল’। বর্তমানে ৩৫ লক্ষ পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং এর মাধ্যমে তাঁরা মর্যাদাপূর্ণ জীবন যাপন করছেন। এইসব পরিবারের মহিলারা মূল ভূমিকা পালন করছেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার ফলে বর্তমানে আমূলের বার্ষিক লেনদেন ৮০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। চমকপ্রদ হল ওই মহিলাদের প্রাথমিক লগ্নি ১০০ টাকার বেশি ছিল না। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টিপূর্ণ নেতৃত্বে ভারতে সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করতে সরকার ৬০টির বেশি উদ্যোগ গ্রহণ করেছে। বছরের পর বছর ধরে অবহেলা এবং প্রশাসনিক অনিয়মের  কারণে অধিকাংশ প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি (পিএসিএস) আর্থিকভাবে দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই সমস্যার মোকাবিলায় সরকার পিএসিএস-এর সুযোগ-সুবিধা বাড়িয়েছে। নতুন আইন প্রণয়নের ফলে পিএসিএস-গুলি এখন ডেয়ারি, মৎস্য, শস্য মজুত এবং জন ঔষধি কেন্দ্র চালানো সহ ৩০টির বেশি বিভিন্ন ধরনের কার্যকলাপে যুক্ত।
কো-অপারেটিভ পরিমণ্ডলকে সম্প্রসারিত করতে জাতীয় স্তরে তিনটি নতুন বহুমুখী-রাজ্য কো-অপারেটিভ সোসাইটি গড়ে তোলা হয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড কৃষকদের জন্য আন্তর্জাতিক বাজারের সুবিধা উন্মুক্ত করেছে। ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড কৃষকদের জন্য উন্নতমানে বীজ সুনিশ্চিত করেছে, অতিরিক্ত হিসেবে আর্থিক সহায়তা, কর ছাড় এবং ইথানল সংমিশ্রণের মতো সরকারি উদ্যোগের মাধ্যমে সমবায় চিনি কলগুলিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। সমবায় ব্যাঙ্কিং ব্যবস্থা শক্তিশালী করতে সমবায় প্রতিষ্ঠানগুলির তহবিলকে সমবায় ব্যাঙ্কে স্থানান্তরের নীতির উপর জোর দেওয়া হচ্ছে। স্বচ্ছতা আনতে জাতীয় সমবায় ডেটা বেস-এর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। ওইসঙ্গে অনুন্নত অঞ্চলগুলিতে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সর্বাত্মক জাতীয় সমবায় নীতি প্রণয়ন করা হচ্ছে। 
২০২৪-এ আইসিএ’র সাধারণ সভা আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতি, দারিদ্র্যদূরীকরণ, লিঙ্গ সমতা এবং ইউনাইটেড নেশনস সাসটেনেবেল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনে ভারতের উল্লেখযোগ্য অবদান তুলে ধরার ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। বিশ্বজুড়ে সমবায়গুলিকে ঐক্যবদ্ধ করা এবং সকলের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এর প্রয়োজন রয়েছে। 
যেহেতু আমরা এই ঐতিহাসিক সম্মেলনের আয়োজনের জন্য তৈরি হচ্ছি, আমি সমবায় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক এবং মানব উন্নয়নে নিযুক্ত সবাইকে খোলামেলা আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আন্তর্জাতিক সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে আমরা একসঙ্গে শিক্ষা ও সহযোগিতার চেতনা ভাগ করে নিই। ‘সহকার সে সমৃদ্ধি’র প্রতি ভারতের অঙ্গীকার শুধুমাত্র একটি ভাবনা নয়, এটি হল, সম্মিলিত সমৃদ্ধি, স্থায়িত্ব ও অগ্রগতি ভাগ করে উন্নত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।
লেখক কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। 
মতামত ব্যক্তি
25th  November, 2024
মমতার স্ট্র্যাটেজির কাছে হেরে যাচ্ছে বিরোধীরা
সমৃদ্ধ দত্ত

৭৭ বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দুবার দুটি আন্দোলনের সঙ্গে সরকার বদলে যাওয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে। ১৯৫৯ সালে শুরু হয়েছিল খাদ্য আন্দোলন। কিন্তু তার প্রভাব পরবর্তী নির্বাচনে বিশেষ পড়েনি। সেই খাদ্য আন্দোলনেরই দ্বিতীয় পর্ব আছড়ে পড়েছিল ১৯৬৬ সালে। বিশদ

কানাডা এখন আর এক পাকিস্তান!
মৃণালকান্তি দাস

কানাডার ব্রাম্পটন শহরের হিন্দু সভা মন্দিরটি রয়েছে এক ব্যস্ত সড়কের পাশে। এখানকার বহু বাড়ি এখনও দীপাবলির আলোকসজ্জায় সজ্জিত। মন্দিরের পার্কিং লটের উপর দাঁড়িয়ে ৫৫ ফুট উচ্চতার হনুমান মূর্তিটি সর্বক্ষণ পুণ্যার্থীদের দিকে তাকিয়ে। বিশদ

28th  November, 2024
গতির উদ্দামতায় বাজে ধ্বংসের গান
সন্দীপন বিশ্বাস

বদলে গিয়েছে তরুণের স্বপ্ন। বহু তরুণের দু’চোখজুড়ে এখন শুধুই উদ্দাম গতির স্বপ্নরেখা। সেই গতির মধ্যে এখন তাঁরা অনুভব করেন, স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি। একটা বাইক কোম্পানির ট্যাগলাইন ছিল, ‘হাম মে হ্যায় হিরো’। এই হিরো হওয়ার জন্য এখনকার যুবকরা মনে করেন, একটা বাইকই যথেষ্ট। বিশদ

27th  November, 2024
মোদিবিহীন জয়! স্ট্র্যাটেজি বদলাচ্ছে সঙ্ঘ
শান্তনু দত্তগুপ্ত

‘রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, রাজনীতির কোন অভিজ্ঞতাটা তাঁর ছিল? আমার ছেলে বা ভাইপো যদি রাজনীতিতে আসে, আমি আটকানোর কে? আর আটকাবই বা কেন? কিন্তু এখানে আমার একটাই শর্ত থাকবে—আমার সেনাপতিদের অসম্মান তারা করতে পারবে না।’ বিশদ

26th  November, 2024
আমেরিকায় ট্রাম্পের উত্থানের প্রভাব ভারতে কেমন হবে?
পি চিদম্বরম

 

ডোনাল্ড ট্রাম্প এখনও পোটাস  (প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস) নন। আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বগ্রহণের প্রতীক্ষিত দিনটি এখনও সাত সপ্তাহ দূরে। তার মধ্যেই বিশ্বজুড়ে ‘টক অফ দ্য টাউন’ হল: ট্রাম্পের নয়া জমানার কোন প্রভাব পড়বে—বিশ্বে, আপনার দেশে, আপনার শহরে, আপনার চাকরিতে বা প্রায় সবকিছুতে।
বিশদ

25th  November, 2024
মমতা আবেগ হারিয়ে দিল চক্রান্তকে
হিমাংশু সিংহ

৬-০, এই স্কোরলাইনের সঙ্গে ময়দানের ফুটবল প্রিয় বাঙালির অন্তরঙ্গ যোগ। ছোটবেলায় ইস্ট বেঙ্গল কিংবা মোহন বাগানের সঙ্গে  বালিপ্রতিভার খেলা হলে এই একপেশে ফলাফলই ছিল দস্তুর। বাংলার উপ নির্বাচনে এই পরিণামের তাৎপর্য একটাই, রাজ্যের মানুষ বিরোধীদের আর বিশ্বাসই করে না। বিশদ

24th  November, 2024
ত্রুটি সংশোধনই যখন লক্ষ্য
তন্ময় মল্লিক

দু’বছর আগে আবাস যোজনার তালিকা তৈরির সময়েও সামনে এসেছিল বিস্তর অনিয়ম। পাকা বাড়ির, এমনকী চারতলা বিল্ডিংয়ের মালিকের নাম ছিল আবাসের তালিকায়। বাদ পড়েছিলেন দুঃস্থরা। এখন সার্ভে চলছে সেই আবাসেরই। এবারও দুঃস্থের তালিকায় জায়গা করে নিয়েছে কোটিপতি ও বহুতলের মালিকরা। বিশদ

23rd  November, 2024
বাজেটের টাকাগুলো সব যাচ্ছে কোথায়?
সমৃদ্ধ দত্ত

মাত্রাছাড়া দূষণ হলে কার ক্ষতি? যারা সরকারের সব কথা মান্য করে তাদের। অর্থাৎ ভোটের সময় ভোট দেয়। কেনাকাটা অথবা আয় করার সময় ট্যাক্স দেয়। আইনশৃঙ্খলা মেনে চলে। সোজা কথায় জনগণ। আর কাদের লাভ? এয়ার পিউরিফায়ার, মাস্ক, নিবুলাইজার এবং অ্যান্টি অ্যালার্জিক ওষুধ কোম্পানিদের। বিশদ

22nd  November, 2024
হিটলারের ক্রিকেট দর্শন!
মৃণালকান্তি দাস

টানা পাঁচ দিন খেলার পর একটি টেস্ট ম্যাচ ড্র হতে পারে? পাঁচ দিন ধরে বাইশজন মানুষ মাঠে দৌড়াদৌড়ি করার পরেও একটি ম্যাচের কোনও মীমাংসা হয়নি, এটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অ্যাডলফ হিটলার! বিশদ

21st  November, 2024
অবসরের দোরগোড়ায়?
শান্তনু দত্তগুপ্ত

‘কোনো সাম্রাজ্যই তো আজ পর্যন্ত টেঁকেনি... যে সাম্রাজ্য যতই বড় হ’ক। কিন্তু একবারের মতো যে সত্যকার রাজা হতে পেরেছে চিরকালের মতো সে বেঁচে রইল।’ —ঋণশোধ, রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্য সত্যিই এক ভয়ানক বস্তু। এতটুকু আঁচ পেলেই ক্ষমতাকে তাড়া করা শুরু হয়ে যায়। বিশদ

19th  November, 2024
মহারাষ্ট্রের অর্থনীতিকে বাঁচান
পি চিদম্বরম

বর্তমান মহারাষ্ট্র রাজ্যটি কংগ্রেস পার্টির তৈরি। বম্বে প্রদেশ থেকে মহারাষ্ট্র নামক রাজ্যের সৃষ্টি হয় ১৯৬০ সালের ১ মে। সেখানে সেদিন থেকে এপর্যন্ত মোট ২০ জন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন (ওই পদে কয়েকজন একাধিকবার বসেছেন ধরে নিয়ে)। 
বিশদ

18th  November, 2024
বিরোধীদের এমন ছত্রভঙ্গ চেহারা কবে দেখেছি?
হিমাংশু সিংহ

শতাব্দীর সেরা প্রহসন বোধ হয় একেই বলে! রাজ্যের তাবৎ বিরোধী শক্তির আজন্ম স্বপ্ন মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। কালীপুজোর রাত এলে ফাটে না একটা বাজিও। দেড় ফুটের চেয়ে উপরে ওঠে না তুবড়ির ঝিলিক দেওয়া ফুল!
বিশদ

17th  November, 2024
একনজরে
রাজ্য যোগ ও নেচারোপ্যাথি কাউন্সিলে ‘বিনা পরীক্ষা’তেই ১৯ জনকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন কাউন্সিল সভাপতি তুষার শীল। ...

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বদল করা হল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের পরিবর্তে এবার চেয়ারম্যান পদের  দায়িত্ব নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। ...

‘স্টার এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ পেল দিনহাটার শেমরক ফ্লোরেট স্কুল। সেরা কারিকুলামের জন্য তারা এই পুরস্কার পেল। গত বুধবার মুম্বইয়ে স্কুলের প্রতিষ্ঠাতা তথা প্রিন্সিপাল পারমিতা সরকারের ...

গাড়ি শিল্প ধারাবাহিকভাবে প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই দেশের কর ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো উচিত, যেখানে প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় আরও বেশি করে নিজেদের যুক্ত করতে পারে অটোমোবাইল সংস্থাগুলি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৯৬: রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন
১৭৭৫: স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন
১৭৯২: মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি
১৮৯৭: ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়
১৯১০: ট্রাফিক বাতির পেটেন্ট হয়
১৯৩৬: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৪৪: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী তথা জাদুকর পিসি সরকারের জ্যেষ্ঠ পুত্র মানিক সরকারের জন্ম
১৯৪৯: রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫১: অভিনেতা প্রমথেশ বড়ুয়ার মৃত্যু
১৯৯৩: জে আর ডি টাটার মৃত্যু
২০০১: জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসনের মৃত্যু
২০১১: লেখিকা ইন্দিরা গোস্বামীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৩ টাকা ৮৫.৩৭ টাকা
পাউন্ড ১০৫.১৭ টাকা ১০৮.৯০ টাকা
ইউরো ৮৭.৫১ টাকা ৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ অগ্রহায়ণ,১৪৩১, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী ৬/৩৩ দিবা ৮/৪০। স্বাতী নক্ষত্র ১০/৩৮ দিবা ১০/১৮। সূর্যোদয় ৬/২/৩৯, সূর্যাস্ত ৪/৪৭/১৫। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৫ মধ্যে পুনঃ ৭/২৮ গতে ৯/৩৭ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪০ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ৩/২৪ মধ্যে পুনঃ ৪/১৭ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৪ গতে ১১/২৫ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে। 
১৩ অগ্রহায়ণ,১৪৩১, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী দিবা ৮/৮। স্বাতী নক্ষত্র দিবা ১০/৪২। সূর্যোদয় ৬/৪, সূর্যাস্ত৪/৪৭। অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫১ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৭ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/২১ মধ্যে ও ১২/৩ গতে ৩/৩৮ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৫ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১১/২৬ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে।  
২৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
সন্ত্রাস সম্পূর্ণরূপে দমন করা হবে: জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

11:03:00 PM

আগামী কাল তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, দক্ষিণের রাজ্যগুলিতে জারি লাল সতর্কতা

10:38:00 PM

৫০০-র বেশি সেনার দেহ পাঠিয়েছে রাশিয়া, জানাল ইউক্রেন

10:27:00 PM

ঘূর্ণিঝড়ের জেরে পুদুচেরি বন্দরে জারি করা হয়েছে সতর্কতা

10:05:00 PM

আইএসএল: নর্থইস্টকে ১– ০ গোলে হারাল ইস্ট বেঙ্গল

09:35:00 PM

জার্মানির স্টুটগার্টে স্টেট মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি পরিদর্শন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

09:29:00 PM