Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মহারাষ্ট্রের অর্থনীতিকে বাঁচান
পি চিদম্বরম

বর্তমান মহারাষ্ট্র রাজ্যটি কংগ্রেস পার্টির তৈরি। বম্বে প্রদেশ থেকে মহারাষ্ট্র নামক রাজ্যের সৃষ্টি হয় ১৯৬০ সালের ১ মে। সেখানে সেদিন থেকে এপর্যন্ত মোট ২০ জন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন (ওই পদে কয়েকজন একাধিকবার বসেছেন ধরে নিয়ে)। তাঁদের মধ্যে পাঁচজন ছাড়া বাকি সবাই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা। (শারদ পাওয়ারকেও কংগ্রেসি বলে ধরেছি, কেননা তিনি একবার কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে আইএনসি (সোশ্যালিস্ট) নামক একটি বিচ্ছিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছিলেন)। কংগ্রেস বিরোধী শিবিরের যে পাঁচজন মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁরা হলেন—মনোহর যোশী, নারায়ণ রানে, দেবেন্দ্র ফড়নবিস, উদ্ধব থ্যাকারে এবং একনাথ সিন্ধে। এই লেখা পর্যন্ত মহারাষ্ট্র রাজ্যটির বয় ৬৪ বছর ৬ মাস ও ১৭ দিন। মুখ্যমন্ত্রীর কুর্সি এই পাঁচজনের দখলে রয়েছে তার মধ্যে প্রায় ১৫ বছর। বাদবাকি বছরগুলিতে কংগ্রেস দলের কোনও একজন করে মুখ্যমন্ত্রীই সরকারকে নেতৃত্ব দিয়েছেন।
রাজ্য বিধানসভার পূর্ববর্তী নির্বাচন হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। গত পাঁচবছরে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হয়েছেন মোট তিনজন! তাঁদের মধ্যে, দেবেন্দ্র ফড়নবিস ও একনাথ সিন্ধে রয়েছেন ‘মহাযুতি’তে এবং উদ্ধব থ্যাকারে মহা বিকাশ আঘাড়ি বা এমভিএ’র সঙ্গে রয়েছেন। শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি’র এমভিএ জোটের দু’বছর ২১৪ দিনের শাসনকাল (২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত) বাদ দিলে, ২০১৪ সালের ৩১ অক্টোবর থেকে এরাজ্যে ক্ষমতা ভোগ করেছে বিজেপি। শিবসেনা এবং এনসিপি’তে ভাঙন ধরাবার কৌশল করে বিজেপি। তার ফলে এমভিএ সরকারের পতন ঘটে। অতঃপর ক্ষমতা দখল করে বিজেপির তৈরি জোট সরকার (মহাযুতি)।  
রাজ্যটি এখন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলেছে। সেখানে ভোটগ্রহণ আগামী পরশু, ২০ নভেম্বর। শেক্সপিয়রের একটি উক্তির নিহিত সত্য আমার মনে পড়ছে, ‘...ভালো জিনিসটি প্রায়ই মজ্জাগত হয়ে থাকে।’ অতীত গৌরবের জন্য কেউ ভোট দেয় না। আজকের মহারাষ্ট্র কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং এর ভবিষ্যৎই-বা কী—এই নির্বাচনে সমর্থন বা বিরোধিতা হবে এই প্রশ্নকে সামনে রেখে। 
অর্থনীতির হাল 
অর্থনীতি প্রসঙ্গে নিঃসন্দেহে এটাই সত্য যে, শিল্পায়নে মহারাষ্ট্রকে দেশের মধ্যে ১ নম্বর জায়গায় পৌঁছে দিয়েছিল যে দল তার নাম কংগ্রেস। কিন্তু সাম্প্রতিক অতীতে রাজ্যটি ‘উন্নয়নের’ বিভিন্ন মাপকাঠিতে পিছিয়েই গিয়েছে। সংশ্লিষ্ট কিছু পরিসংখ্যানেই রয়েছে তার প্রমাণ:
ক্রমবর্ধমান বেকারত্ব 
দেশে যুবদের মধ্যে বেকারত্বের হার ১০.৮ শতাংশ। বেকারত্বের হার ১১.১ শতাংশ শহুরে মহিলাদের ক্ষে঩ত্রে। মহারাষ্ট্রে বেশিরভাগ কর্মসংস্থান হল স্বনিযুক্তিমূলক (সেলফ-এমপ্লয়মেন্ট)। নানা সময়ে চাকরির বিজ্ঞাপন বেরয় আর সামান্য কয়েকটি পদে সরকারি চাকরির পিছনে ছুটছেন হাজারে হাজারে প্রার্থী। ১১ লক্ষাধকি প্রার্থী একযোগে আবেদন করেছেন ১৮,৩০০ পুলিস কনস্টেবল/ড্রাইভার এবং ৪,৬০০ তালাতি (গ্রাম আধিকারিক) পদের জন্য। কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করে যেসব বিশ্বমানের ব্যবসা, তারা মহারাষ্ট্রে আমন্ত্রিত হয়ে প্রতিষ্ঠান গড়তে রাজি ছিল, ক্ষমতার উচ্চাসন থেকে সেগুলিকে পরে গুজরাতে উঠে যেতে প্রলুব্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে দুটি দৃষ্টান্ত হল—টাটা-এয়ারবাস ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট ফ্যাক্টরি এবং বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি। ‘ভারতের বাণিজ্যিক রাজধানী’ হিসেবে মুম্বইয়ের বহুকালের গর্ব কেড়ে নেওয়ার জন্য ‘গিফট সিটি’কে বিশেষ আইন ও সুযোগ-সুবিধা প্রদানসহ জোরপূর্বক প্রচারের আলোয় তুলে আনা হচ্ছে। উল্লেখ্য, গান্ধীনগরের গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিকে সংক্ষেপে জিআইএফটি বা গিফট সিটি বলা হয়। 
মারাত্মক অব্যবস্থাপনা
মহারাষ্ট্রের অর্থনীতির দুর্দশাকে আমি দুটি রেফারেন্স দিয়ে তুলে ধরব। জেলাগুলির মধ্যে বিস্তৃত বিভাজনমূলক চারটি স্বতন্ত্র অঞ্চল রয়েছে মহারাষ্ট্রে। অত্যন্ত সমৃদ্ধ জেলাগুলি হল—মুম্বই, পুনে ও থানে। অন্য প্রান্তে রয়েছে নাদুরবার, ওয়াশিম, গড়চিরোলি, যবতমাল, হিঙ্গোলি এবং বুলদানা। খুব ধনী জেলাগুলির নেট ডিস্ট্রিক্ট ডোমেস্টিক প্রোডাক্ট (এনডিডিপি)-এর পরিমাণ অত্যন্ত গরিব জেলাগুলির তিনগুণ। মাথাপিছু এনডিডিপির ফারাক মারাত্মক বেড়ে গিয়েছে! মাথাপিছু এনডিডিপির তফাত ২০১১-১২ সালে ছিল ৯৭,৩৫৭ টাকা। সেটি বেড়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা হয়ে গিয়েছে ২০২২-২৩ সালে। তার পরিষ্কার মানে, রাজ্যের ন্যায়সঙ্গত উন্নয়নে (ইকুইটেবল ডেভেলপমেন্ট) সরকার চরম অবহেলা করেছে।
আর একটি উদাহরণ হল কৃষকদের দুর্দশা। ২০২৩ সালে মহারাষ্ট্রে ২,৮৫১ জন কৃষকের আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছিল। কেন্দ্রীয় সরকারের পেঁয়াজ-নীতির দিকে তাকান। প্রথমত, পেঁয়াজ রপ্তানি সরকার নিষিদ্ধ করেছিল। কৃষকের প্রতিবাদের ঠেলায় নিষেধাজ্ঞা সরকার তুলে নিয়েছে বটে কিন্তু তারপরই চাপিয়ে দিয়েছে ন্যূনতম রপ্তানি মূল্য (মিনিমাম এক্সপোর্ট প্রাইস) এবং ৪০ শতাংশ হারে রপ্তানি শুল্ক (এক্সপোর্ট ডিউটি)। এর ফলে পেঁয়াজ চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একইসঙ্গে ভারত হারিয়েছে তার সংশ্লিষ্ট আন্তর্জাতিক বাজার। জুলাই মাসে স্বাভাবিক রপ্তানির পরিমাণ ১৫ লক্ষ টন, সেখানে এবছর রপ্তানি হয়েছে মাত্র ২.৬ লাখ টন।
মহারাষ্ট্রের অর্থনীতির বিরাট অব্যবস্থাপনার উদাহরণ রয়েছে ভূরি ভূরি। ‘ডাবল ইঞ্জিন’ সরকারের বড়াইটা নিতান্তই ফাঁপা। প্রথম ইঞ্জিন ট্রেনটিকে গুজরাতের দিকে নিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় ইঞ্জিন এমন ভারী হয়ে গিয়েছে যে তাকে টেনে নিয়ে যাওয়াই এখন অত্যন্ত কঠিন কাজ। নারী-পুরুষ নির্বিশেষে একজন ভোটারের যদি যথাযথ অর্থনৈতিক চিন্তাচেতনা থাকে তবে তিনি সেই প্রার্থী এবং দলকেই ভোট দেবেন, যিনি মহারাষ্ট্রের অর্থনীতিকে যাবতীয় বিবেচনার ঊর্ধ্বে রাখবেন। মহারাষ্ট্রের অর্থনীতি এতটাই মূল্যবান একটি ‘পুরস্কার’ যে, সেটি যেকোনও পরিস্থিতিতে উপেক্ষিত অথবা হাতছাড়া হয়ে যেতে পারে। 
• লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
18th  November, 2024
মমতার স্ট্র্যাটেজির কাছে হেরে যাচ্ছে বিরোধীরা
সমৃদ্ধ দত্ত

৭৭ বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দুবার দুটি আন্দোলনের সঙ্গে সরকার বদলে যাওয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে। ১৯৫৯ সালে শুরু হয়েছিল খাদ্য আন্দোলন। কিন্তু তার প্রভাব পরবর্তী নির্বাচনে বিশেষ পড়েনি। সেই খাদ্য আন্দোলনেরই দ্বিতীয় পর্ব আছড়ে পড়েছিল ১৯৬৬ সালে। বিশদ

কানাডা এখন আর এক পাকিস্তান!
মৃণালকান্তি দাস

কানাডার ব্রাম্পটন শহরের হিন্দু সভা মন্দিরটি রয়েছে এক ব্যস্ত সড়কের পাশে। এখানকার বহু বাড়ি এখনও দীপাবলির আলোকসজ্জায় সজ্জিত। মন্দিরের পার্কিং লটের উপর দাঁড়িয়ে ৫৫ ফুট উচ্চতার হনুমান মূর্তিটি সর্বক্ষণ পুণ্যার্থীদের দিকে তাকিয়ে। বিশদ

28th  November, 2024
গতির উদ্দামতায় বাজে ধ্বংসের গান
সন্দীপন বিশ্বাস

বদলে গিয়েছে তরুণের স্বপ্ন। বহু তরুণের দু’চোখজুড়ে এখন শুধুই উদ্দাম গতির স্বপ্নরেখা। সেই গতির মধ্যে এখন তাঁরা অনুভব করেন, স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি। একটা বাইক কোম্পানির ট্যাগলাইন ছিল, ‘হাম মে হ্যায় হিরো’। এই হিরো হওয়ার জন্য এখনকার যুবকরা মনে করেন, একটা বাইকই যথেষ্ট। বিশদ

27th  November, 2024
মোদিবিহীন জয়! স্ট্র্যাটেজি বদলাচ্ছে সঙ্ঘ
শান্তনু দত্তগুপ্ত

‘রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, রাজনীতির কোন অভিজ্ঞতাটা তাঁর ছিল? আমার ছেলে বা ভাইপো যদি রাজনীতিতে আসে, আমি আটকানোর কে? আর আটকাবই বা কেন? কিন্তু এখানে আমার একটাই শর্ত থাকবে—আমার সেনাপতিদের অসম্মান তারা করতে পারবে না।’ বিশদ

26th  November, 2024
আমেরিকায় ট্রাম্পের উত্থানের প্রভাব ভারতে কেমন হবে?
পি চিদম্বরম

 

ডোনাল্ড ট্রাম্প এখনও পোটাস  (প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস) নন। আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বগ্রহণের প্রতীক্ষিত দিনটি এখনও সাত সপ্তাহ দূরে। তার মধ্যেই বিশ্বজুড়ে ‘টক অফ দ্য টাউন’ হল: ট্রাম্পের নয়া জমানার কোন প্রভাব পড়বে—বিশ্বে, আপনার দেশে, আপনার শহরে, আপনার চাকরিতে বা প্রায় সবকিছুতে।
বিশদ

25th  November, 2024
সমবায় আন্দোলনের বিশ্ব নেতৃত্বে ভারত
অমিত শাহ

শুধুমাত্র আর্থিকভাবে উচ্চাকাঙ্ক্ষীদের নয়, সেইসঙ্গে তাঁদের সুসংহত করে অর্থনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যাপারেও সমবায় ক্ষেত্রের ভূমিকা রয়েছে। 
বিশদ

25th  November, 2024
মমতা আবেগ হারিয়ে দিল চক্রান্তকে
হিমাংশু সিংহ

৬-০, এই স্কোরলাইনের সঙ্গে ময়দানের ফুটবল প্রিয় বাঙালির অন্তরঙ্গ যোগ। ছোটবেলায় ইস্ট বেঙ্গল কিংবা মোহন বাগানের সঙ্গে  বালিপ্রতিভার খেলা হলে এই একপেশে ফলাফলই ছিল দস্তুর। বাংলার উপ নির্বাচনে এই পরিণামের তাৎপর্য একটাই, রাজ্যের মানুষ বিরোধীদের আর বিশ্বাসই করে না। বিশদ

24th  November, 2024
ত্রুটি সংশোধনই যখন লক্ষ্য
তন্ময় মল্লিক

দু’বছর আগে আবাস যোজনার তালিকা তৈরির সময়েও সামনে এসেছিল বিস্তর অনিয়ম। পাকা বাড়ির, এমনকী চারতলা বিল্ডিংয়ের মালিকের নাম ছিল আবাসের তালিকায়। বাদ পড়েছিলেন দুঃস্থরা। এখন সার্ভে চলছে সেই আবাসেরই। এবারও দুঃস্থের তালিকায় জায়গা করে নিয়েছে কোটিপতি ও বহুতলের মালিকরা। বিশদ

23rd  November, 2024
বাজেটের টাকাগুলো সব যাচ্ছে কোথায়?
সমৃদ্ধ দত্ত

মাত্রাছাড়া দূষণ হলে কার ক্ষতি? যারা সরকারের সব কথা মান্য করে তাদের। অর্থাৎ ভোটের সময় ভোট দেয়। কেনাকাটা অথবা আয় করার সময় ট্যাক্স দেয়। আইনশৃঙ্খলা মেনে চলে। সোজা কথায় জনগণ। আর কাদের লাভ? এয়ার পিউরিফায়ার, মাস্ক, নিবুলাইজার এবং অ্যান্টি অ্যালার্জিক ওষুধ কোম্পানিদের। বিশদ

22nd  November, 2024
হিটলারের ক্রিকেট দর্শন!
মৃণালকান্তি দাস

টানা পাঁচ দিন খেলার পর একটি টেস্ট ম্যাচ ড্র হতে পারে? পাঁচ দিন ধরে বাইশজন মানুষ মাঠে দৌড়াদৌড়ি করার পরেও একটি ম্যাচের কোনও মীমাংসা হয়নি, এটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অ্যাডলফ হিটলার! বিশদ

21st  November, 2024
অবসরের দোরগোড়ায়?
শান্তনু দত্তগুপ্ত

‘কোনো সাম্রাজ্যই তো আজ পর্যন্ত টেঁকেনি... যে সাম্রাজ্য যতই বড় হ’ক। কিন্তু একবারের মতো যে সত্যকার রাজা হতে পেরেছে চিরকালের মতো সে বেঁচে রইল।’ —ঋণশোধ, রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্য সত্যিই এক ভয়ানক বস্তু। এতটুকু আঁচ পেলেই ক্ষমতাকে তাড়া করা শুরু হয়ে যায়। বিশদ

19th  November, 2024
বিরোধীদের এমন ছত্রভঙ্গ চেহারা কবে দেখেছি?
হিমাংশু সিংহ

শতাব্দীর সেরা প্রহসন বোধ হয় একেই বলে! রাজ্যের তাবৎ বিরোধী শক্তির আজন্ম স্বপ্ন মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। কালীপুজোর রাত এলে ফাটে না একটা বাজিও। দেড় ফুটের চেয়ে উপরে ওঠে না তুবড়ির ঝিলিক দেওয়া ফুল!
বিশদ

17th  November, 2024
একনজরে
নদী বাঁধ তৈরির কাজে ব্যবহৃত বল্লাতে অগ্নিসংযোগের অভিযোগ। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ইউক্যালিপটাসের বল্লা। তারসঙ্গে বহু খালি বস্তাও পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে পুরশুড়ার ...

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বদল করা হল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের পরিবর্তে এবার চেয়ারম্যান পদের  দায়িত্ব নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। ...

‘স্টার এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ পেল দিনহাটার শেমরক ফ্লোরেট স্কুল। সেরা কারিকুলামের জন্য তারা এই পুরস্কার পেল। গত বুধবার মুম্বইয়ে স্কুলের প্রতিষ্ঠাতা তথা প্রিন্সিপাল পারমিতা সরকারের ...

গাড়ি শিল্প ধারাবাহিকভাবে প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই দেশের কর ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো উচিত, যেখানে প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় আরও বেশি করে নিজেদের যুক্ত করতে পারে অটোমোবাইল সংস্থাগুলি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৯৬: রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন
১৭৭৫: স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন
১৭৯২: মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি
১৮৯৭: ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়
১৯১০: ট্রাফিক বাতির পেটেন্ট হয়
১৯৩৬: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৪৪: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী তথা জাদুকর পিসি সরকারের জ্যেষ্ঠ পুত্র মানিক সরকারের জন্ম
১৯৪৯: রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫১: অভিনেতা প্রমথেশ বড়ুয়ার মৃত্যু
১৯৯৩: জে আর ডি টাটার মৃত্যু
২০০১: জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসনের মৃত্যু
২০১১: লেখিকা ইন্দিরা গোস্বামীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৩ টাকা ৮৫.৩৭ টাকা
পাউন্ড ১০৫.১৭ টাকা ১০৮.৯০ টাকা
ইউরো ৮৭.৫১ টাকা ৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ অগ্রহায়ণ,১৪৩১, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী ৬/৩৩ দিবা ৮/৪০। স্বাতী নক্ষত্র ১০/৩৮ দিবা ১০/১৮। সূর্যোদয় ৬/২/৩৯, সূর্যাস্ত ৪/৪৭/১৫। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৫ মধ্যে পুনঃ ৭/২৮ গতে ৯/৩৭ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪০ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ৩/২৪ মধ্যে পুনঃ ৪/১৭ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৪ গতে ১১/২৫ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে। 
১৩ অগ্রহায়ণ,১৪৩১, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী দিবা ৮/৮। স্বাতী নক্ষত্র দিবা ১০/৪২। সূর্যোদয় ৬/৪, সূর্যাস্ত৪/৪৭। অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫১ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৭ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/২১ মধ্যে ও ১২/৩ গতে ৩/৩৮ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৫ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১১/২৬ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে।  
২৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
সন্ত্রাস সম্পূর্ণরূপে দমন করা হবে: জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

11:03:00 PM

আগামী কাল তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, দক্ষিণের রাজ্যগুলিতে জারি লাল সতর্কতা

10:38:00 PM

৫০০-র বেশি সেনার দেহ পাঠিয়েছে রাশিয়া, জানাল ইউক্রেন

10:27:00 PM

ঘূর্ণিঝড়ের জেরে পুদুচেরি বন্দরে জারি করা হয়েছে সতর্কতা

10:05:00 PM

আইএসএল: নর্থইস্টকে ১– ০ গোলে হারাল ইস্ট বেঙ্গল

09:35:00 PM

জার্মানির স্টুটগার্টে স্টেট মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি পরিদর্শন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

09:29:00 PM