Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও। যে কেপটাউনে একসময় গৃহস্থালির ব্যবহারে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার জল খরচ হতো, তা কমিয়ে ২৫ কোটি লিটারের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তাতে কি বিপর্যয় ঠেকানো যায়? শুধু কেপটাউন নয়, জলসঙ্কট আজ গোটা বিশ্বে এতটাই ভয়াবহ যে, অদূর ভবিষ্যতে এই জলের জন্যই না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়!
জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে ২০১৮-র আগের তিন বছর কেপটাউন-সহ গোটা পশ্চিম কেপ প্রদেশে বৃষ্টি হয়েছিল নামমাত্র। শহরবাসীর দৈনন্দিন চাহিদা মেটানো ও ক্রমবর্ধমান নগরায়নের ফলে ২০১৮-র জানুয়ারি মাসে এসে বোঝা গিয়েছিল, জলের ভাঁড়ারে রীতিমতো টান পড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে কেপটাউন পুরসভা ঘোষণা করে, তিন মাস পরে কেপ টাউনবাসীকে তারা আর জল সরবরাহ করতে পারবে না। ১২ মে, ২০১৮ দিনটিকে চিহ্নিত করা হয়েছিল ‘ডে-জিরো’ হিসেবে। অর্থাৎ ওই দিনের পরে শহরের কোনও কল থেকে আর জল পড়বে না। গোটা বিশ্ব এই খবরে স্তব্ধ, কেপটাউনবাসী বিভ্রান্ত ও সন্ত্রস্ত— এর পরে কী হবে?
পুরসভা হিসেব করে বলেছিল, প্রত্যেক শহরবাসীকে দৈনিক জলের ব্যবহার ৫০ লিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তার মধ্যে পুরসভা থেকে মিলবে ২৫ লিটার পর্যন্ত। একটা গাইডলাইন বানানো হয়েছিল জনগণের সুবিধার্থে। এই গাইডলাইন পোস্টারের আকারে ছড়িয়ে পড়েছিল রাস্তাঘাট, স্কুল-কলেজ, অফিস, দোকানপাট, শপিংমল সর্বত্র। প্রতি ১০-১৫ মিনিট অন্তর এফএম রেডিও, টেলিভিশনে সচেতনতা-প্রচার। এগিয়ে এসেছিল যুবসমাজ। ছড়িয়ে দিয়েছিল নতুন ট্যাগলাইন: #ওয়াটারওয়াইজ। জলজ্ঞানী। কে কীভাবে ‘জলজ্ঞানী’ হয়ে কতটা জল বাঁচাতে পারে, সেই সব ধ্যান-ধারণা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিশ্চিত আপনি ভাবছেন, এ তো কেপটাউনের গল্প। এসব জেনে লাভ কী?
যাঁরা এই প্রশ্ন তুলে জলসঙ্কটকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাঁদের ভয়াবহ ভবিষ্যতের কথা শুনিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব জিওগ্রাফি’। চলতি বছরে তাদের গবেষণাপত্রে দাবি করেছে, প্রবল গরম ও খরার মুখোমুখি হতে চলেছে বিশ্বের ৯০ শতাংশ জনসংখ্যা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘নেচার সাসটেনেবিলিটি’ পত্রিকায়। জলহাওয়া বিচার করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল গরমে স্থলভাগে জলসঙ্কট দেখা দেবে। অর্থাৎ জমিতে জলের ভাগ কমবে। খরা তৈরি হবে অবধারিতভাবে। অক্সফোর্ডের গবেষক লুইস স্লেটার জানিয়েছেন, এ ভাবে চললে সমাজের জন্য তা বিপজ্জনক। প্রভাব পড়বে বাস্তুতন্ত্রে। ধাক্কা খাবে অর্থনীতি। এবং শেষে তৈরি হবে সামাজিক বৈষম্য। গরিব মানুষ আরও গরিব হবেন। গ্রামীণ এলাকাগুলিতে ক্ষতি হবে বেশি। শুধু তাই-ই নয়, জলসঙ্কট ‘কার্বন সিঙ্ক’-এর ক্ষমতা হ্রাস করবে। ‘কার্বন সিঙ্ক’ হল অরণ্য, সমুদ্র বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশ, যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে। ফলে সে দিক থেকেও পৃথিবীর বাতাসে বিপদ ঘনাবে।
বিশ্বব্যাঙ্কের রিপোর্টও বলছে, আগামী কয়েক দশকে ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ এত তীব্র হয়ে উঠবে যে কার্যত ধ্বংসের সম্মুখীন হবে নাগরিক জীবন। তাপমাত্রা সহনশীলতার সীমা ছাড়ানোর ফলে এক একটি জনবহুল এলাকা হয়ে পড়বে বসবাসের অযোগ্য। ‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন ইন্ডিয়াজ কুলিং সেক্টর’ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে পরিবেশের উষ্ণায়ন ও তাপপ্রবাহের ফলে বৈষম্য থেকে বিপুল জীবনহানির আশঙ্কা রয়েছে। ভারতের কিছু এলাকায় তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছতে পারে যেখানে কোনওভাবেই আর মানিয়ে নিতে পারবে না মানুষ। পাশাপাশি, তীব্র খরা পরিস্থিতির আশঙ্কাও রয়েছে পুরো মাত্রায়। এখানেই শেষ নয়! খোদ ভারতের নীতি আয়োগের এক রিপোর্টে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে ২১টি ভারতীয় শহরে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার শেষ হয়ে যাবে। যার মধ্যে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে অন্তত ১০ কোটি মানুষ। ২০৩০-এ দেশের ৪০ শতাংশ মানুষ পানীয় জলের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
তবু আমরা নির্বিকার! আফ্রিকার দেশগুলিতে ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের টলাতে পারেনি। উষ্ণায়নের কারণে বিশ্বজুড়ে ধ্বংসাত্মক সাইক্লোনের বাড়বাড়ন্ততেও আমরা টলব না বলে স্থির প্রতিজ্ঞ। অভিজ্ঞতা তো অন্তত সেটাই বলে। তবুও আমরা অবাধে গাছ কাটছি। আর প্রকৃতি হারাচ্ছে তার কার্বন শোধনের ফিল্টার। যা বাড়াচ্ছে সমুদ্রের তাপ, গরম হচ্ছে পৃথিবী, গলছে হিমবাহ, বাড়ছে বন্যা এবং ধ্বংস হচ্ছে সম্পদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লাসগোর পরিবেশ রক্ষা নিয়ে আন্তর্জাতিক বৈঠক কপ ২৬-এ প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ভারত ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণের ক্ষেত্রে ‘নিট জিরো’ হয়ে উঠবে। এর মোদ্দা কথা, আমরা যা কার্বন নিঃসরণ করব তা সবুজের আচ্ছাদন ফিল্টার করে উঠতে পারবে। এটা করতে কার্বন নিঃসরণ কমাতে হবে, বাড়াতে হবে সবুজের আচ্ছাদন। কিন্তু যে হারে গাছ কাটা এখনও চলছে তাতে এই লক্ষ্যমাত্রা আমরা আদৌ ছুঁতে পারব কি না সন্দেহ। কিন্তু এর তোয়াক্কা করে কে? কারই বা এত সময় আছে? আমরা সবাই জিডিপি-তে বুঁদ। সেনসেক্সে আচ্ছন্ন। আসলে আমরা বাঁচছি আজকের জন্য। কালকের জন্য নয়। আগামীর কথা ভাবার সময় কোথায়? ভারতে ‘সবুজ বিপ্লবের’ জনক এম এস স্বামীনাথনের ভাষায় যা ‘ইকোলজিক্যাল সুইসাইড’!
গত বছরে গরমের মরশুমে তীব্র তাপপ্রবাহে পুড়েছে ইউরোপের বিস্তীর্ণ অংশ। কোথাও নদী পুরোপুরি শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে, তো কোথাও ভয়ঙ্কর দাবানলে পুড়েছে বনাঞ্চল আর তার সংলগ্ন বসতি। সম্প্রতি আবহাওয়া নিয়ে প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক রিপোর্ট বলছে, গত পাঁচশো বছরে এমন ভয়াবহ খরা দেখেনি গোটা মহাদেশ। আগামী কয়েক বছরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আগে থেকেই সতর্ক করে রাখছেন পরিবেশ বিজ্ঞানীরা। কম বৃষ্টিপাতের জন্য ব্যাহত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। তীব্র দাবদাহের ফলে মানুষের মৃত্যুর ঘটনা বাড়ছে। বহু এলাকায় খরা আর দাবানলের ফলে আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক হাজার ইউরোপবাসী। খরা পরিস্থিতি তৈরি হয়েছে মূলত ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লুক্সেমবুর্গ, মলডোভা, নেদারল্যান্ডস, সার্বিয়া, পর্তুগাল, ব্রিটেন, স্পেন, রোমানিয়ার মতো দেশে।
আমেরিকার অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও টেক্সাস টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ গবেষণা জানাচ্ছে, তাপপ্রবাহের তীব্রতা তো বাড়বেই। তার সঙ্গে এবার বাড়বে ‘হড়পা খরা’ (ফ্ল্যাশ ড্রট)-র ঘটনা, তীব্রতাও। আগের চেয়ে হড়পা খরা আরও ঘন ঘন হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল-সহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যাঞ্চলে। এই গ্রীষ্মে দু’তিন দিনের মধ্যেই মাটি ফেটে চৌচির হয়ে যাবে। ফুটিফাটা মাটিতে কোনও ফসল উৎপাদনই সম্ভব হবে না। ফলে, ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হবে ভারত-সহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মূলত কৃষিনির্ভর দেশগুলির। ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হবে উত্তর আমেরিকার মধ্যাঞ্চলের স্টেটগুলিরও। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার কমিউনিকেশন্স’-এ। হড়পা বান যেমন কোনও দিনক্ষণ মেনে, আগেভাগে ইঙ্গিত দিয়ে হয় না, হড়পা খরাও তেমনই। আগে এই ধরনের খরা বিশ্বের কোথাও নজরে পড়েনি বিজ্ঞানীদের। কিন্তু গত দু’দশক ধরে এই ঘটনা পরিলক্ষিত হচ্ছে। হড়পা খরা খুব চটজলদি হয়। আর তা হয় একেবারেই আকস্মিক ভাবে। পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোনও বিশাল এলাকার মাটি ফেটে চৌচির হয়ে যায়। সেই মাটিতে আর কোনও ফসলই ফলানো সম্ভব হয় না।
শুধু বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াই নয়, প্রকৃতির ভয়ঙ্কর ধাক্কা এসে লেগেছে রবীন্দ্র সরোবরেও। দক্ষিণ কলকাতার ‘ফুসফুস’ রবীন্দ্র সরোবর আজ বিপন্ন। সরোবরের জলস্তর যেভাবে হু হু করে নামছে, তাতে আশঙ্কিত পরিবেশবিদরা। বর্তমানে সরোবরের একাংশে চর পড়ে ঘাস জন্মেছে। গত এক বছর ধরে তেমন বৃষ্টি না হওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবরের জল এই ভাবে শুকিয়ে গেলে বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার আশঙ্কা। ফুসফুস যদি বিকল হয়, তবে শরীর কি সুস্থ থাকতে পারে? কে কাকে বোঝাবে, অপচয় যথেচ্ছ হলে কুবেরের ভাণ্ডারও নিঃশেষ হয়। কলকাতার জলসঞ্চয়ের অবস্থাও সেই রকম। গত কয়েক বছর ধরে সংবাদে প্রকাশ, কলকাতার ভূগর্ভস্থ জলস্তর উদ্বেগজনক হারে নামছে, এবং প্রস্থে কমছে গঙ্গা। অর্থাৎ, তলে তলে শুকচ্ছে শহর। তীব্র জলসঙ্কট শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। নির্জলা কেপটাউনের মতো কবে ‘ডে-জিরো’ ঘোষণা হবে, তার অপেক্ষায় মহানগরবাসী!
01st  June, 2023
অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি
হিমাংশু সিংহ

অশ্বডিম্ব থেকে শূন্য এবং তারপর মাইনাস ২। ইডির তলবে ৩ অক্টোবর যদি অভিষেক যানও রাত ৯টার আশপাশে আবার সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে তাঁকে বলতেই হবে, এবার জিজ্ঞাসাবাদের নিটফল মাইনাস ৪। হতেও পারে মাইনাস ৬। কিন্তু মমতার মতোই অভিষেকও চিরদিন আন্দোলন ও প্রতিবাদে অনড়।
বিশদ

চিচিং ফাঁক: এ কেমন চৌকিদার?
তন্ময় মল্লিক

তমলুক শহরের ধারিন্দার বাসিন্দা সোমনাথ দাস একজন কাঠমিস্ত্রি। কোনও রকমে সংসার চলে। ক্যান্সার ধরা পড়েছে তাঁর দু’বছরের মেয়ের। কী করে মেয়ের চিকিৎসার খরচ জোগাবেন, সেই চিন্তায় রাতের ঘুম উবে গিয়েছে। সম্বল বলতে ব্যাঙ্কে জমানো অল্প কিছু টাকা। বিশদ

30th  September, 2023
জল্পনার আড়ালে কি স্মৃতি ইরানি এগিয়ে?
সমৃদ্ধ দত্ত

সুরাতে চালু হবে নতুন একটি জুয়েলারি ব্র্যান্ড। সেই প্রথম আউটলেট উদ্বোধন করবেন স্মৃতি ইরানি। মিডিয়ার ভিড়। তবে সিংহভাগ‌ই এন্টারটেনমেন্ট চ্যানেল। তাদের আগ্রহ হল, তুলসীর হাতে পিস্তল দেখা গিয়েছে। তাহলে কি তুলসী নিজের ছেলেকেই গুলি করবে? বিশদ

29th  September, 2023
ভারতের সঙ্গে লড়াইয়ে বিশ্বমঞ্চে একা ট্রুডো
মৃণালকান্তি দাস

সবরমতী আশ্রমে চরকা কাটা থেকে মুম্বইয়ে শাহরুখ খানের সঙ্গে ছবি তোলা কিংবা অমৃতসরের স্বর্ণমন্দিরে রুটি বেলা— এতকিছুর পরও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফর ছিল মূষিক প্রসব! বিশদ

28th  September, 2023
পুরীর মন্দিরের রাজনীতি ও অভুক্ত জগন্নাথ
সন্দীপন বিশ্বাস

সামান্য একটা তুচ্ছ কারণে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথদেবকে ব্রেকফাস্ট করতে হল সেই বিকেল সাড়ে পাঁচটায়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া এই ঘটনা সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের মানসিকভাবে আহত করেছে।  ২০১৭ সালে মন্দিরের এক সেবায়েত অসবর্ণ বিবাহ করেছিলেন। বিশদ

27th  September, 2023
রাজ্যভাগ, পুনর্বিন্যাস ও একনায়কতন্ত্র
শান্তনু দত্তগুপ্ত

চলতি বছরের সবচেয়ে বড় রাজনৈতিক ছবির নাম কী? আপনি হয়তো বলবেন ‘জওয়ান’। কারণ, এই ছবিতে অস্ত্র দুর্নীতি আছে, কৃষক মৃত্যু, সিস্টেমের সর্বত্র কাটমানি খাওয়া, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, ইভিএম এমনকী ধর্ম ও সাম্প্রদায়িকতার নামে ভোট না দেওয়ার আবেদনও রয়েছে। বিশদ

26th  September, 2023
মহিলাদের জন্য সংরক্ষণ ক্রমাগত পিছচ্ছে
পি চিদম্বরম

ভারতের সাংবিধানিক এবং সংসদীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ তারিখগুলির মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য:
১২ সেপ্টেম্বর, ১৯৯৬: প্রধানমন্ত্রী দেবগৌড়ার সরকার সংবিধান (৮১তম সংশোধন) বিল সংসদে পেশ করেছিল। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছিল বিলটির মাধ্যমে। কিন্তু তারপর আর কোনও অগ্রগতি হয়নি।
বিশদ

25th  September, 2023
দেশে অসন্তোষ, বিপদের গন্ধ পাচ্ছেন মোদিজি
হিমাংশু সিংহ

কৃষি বিল পাশ হয়েছে, কিন্তু কৃষক খুশি হওয়ার বদলে বিদ্রোহ করেছে। এক বছর ঠায় রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে ফসল ফলানোর কারিগররা।
বিশদ

24th  September, 2023
বিল যখন স্বপ্নপূরণের ‘গাজর’
তন্ময় মল্লিক

শাস্ত্রে আছে, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণং। যে কোনও শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। দেরি করলে সেই কাজে বিঘ্ন ঘটতে পারে।
বিশদ

23rd  September, 2023
নতুন সংসদ ভবনে উদারতার আলো আসবে?
সমৃদ্ধ দত্ত

পুরনো সংসদ ভবন এবং নতুন সংসদ ভবনের মধ্যে পার্থক্য কী? অসংখ্য। কিন্তু সব কিছু ছাপিয়ে প্রধান পার্থক্য হল, আলো এবং বাতাস! সূর্যের আলো। প্রাকৃতিক বাতাস।
বিশদ

22nd  September, 2023
চীনকে চিনতে ভুল করেননি রবীন্দ্রনাথ
মৃণালকান্তি দাস

উত্তাল সময়ে চীনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। ১৯২৪ সালে। ভ্রমণ করেছিলেন ৪৯ দিন। বক্তৃতা করেছিলেন একাধিক জায়গায়। আর পরিবর্তনের সেই ঝোড়ো হাওয়ায় কী বলবেন কবি, সেই দ্বিধা ছিল তাঁর প্রথম বক্তৃতাতেই: ‘আপনাদের ধর্ম এবং প্রথা সম্পর্কে এত বিরোধী মতামতের কথা আমি পড়েছি যে, ভাবছিলাম এঁরা আমাকে কিসের জন্য আমন্ত্রণ করেছেন, এঁদের কল্যাণের জন্য কোন বাণী বহন করে নিয়ে যাওয়া আমার কর্তব্য।’ বিশদ

21st  September, 2023
রাম বাম শ্যাম সেই এক ছাদেরই নীচে
হারাধন চৌধুরী

বাংলায় একটা প্রবাদ আছে, বাঙালি কলকাতায় না গেলে কুলীন হয় না। তেমনি ভারতীয় রাজনীতিতে বাংলার গুরুত্ব। কেন্দ্রীয় ক্ষমতা পেয়েও একটা রাজনৈতিক দল জাতে ওঠে না, যদি না বাংলার ক্ষমতা অন্তত একবার দখলের কৃতিত্ব তার ঝুলিতে থাকে। বিশদ

20th  September, 2023
একনজরে
হিংসার আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। দুই পড়ুয়াকে অপহরণ ও হত্যার ঘটনায় নতুন করে অশান্ত  হয়ে উঠেছে ইম্ফল। প্রতিবাদে পথে নেমেছেন ছাত্রছাত্রীরা। অভিযোগ, তাঁদের হটাতে ...

হাত দিয়ে রাস্তার পিচ তুললেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী। রায়না-২ ব্লকের রামচন্দ্রপুর থেকে মিরপুর যাওয়ার রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে  অভিযোগ ...

মাত্র ১৪০০ টাকার জন্য নিজের বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে চাকদহের ঘোড়াস্ট্যান্ড এলাকায়। মদের আসরেই বচসার মধ্যে কুপিয়ে ...

তৃণমূল স্তরের ফুটবল উন্নতিতে বিশেষ উদ্যোগ ডেসদে কাসা এফসি’র। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ এডুকেটর পল নিয়ারির সঙ্গে হাত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রক্ষায় দিনটি শুভ। স্বামী/ পত্নী/ সন্তানের সঙ্গে আনন্দ উপভোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক প্রবীণ দিবস
১৮৫৪: চালু হল সর্বভারতীয় পোস্টাল স্ট্যাম্প
১৮৬১: বিশিষ্ট চিকিৎসক নীলরতন সরকারের জন্ম
১৯০৬: গায়ক শচীনদেব বর্মনের জন্ম
১৯১৯: গীতিকার মজরুহ সুলতানপুরির জন্ম
১৯৩৫: বিশিষ্ট সঙ্গীতশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৯৫: শিল্পপতি আদিত্য বিড়লার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৩৩ টাকা ৮৪.০৭ টাকা
পাউন্ড ৯৯.৭৮ টাকা ১০৩.২২ টাকা
ইউরো ৮৬.৪১ টাকা ৮৯.৫৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৭,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৮,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৫,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ আশ্বিন ১৪৩০, রবিবার, ১ অক্টোবর ২০২৩। দ্বিতীয়া ১০/২৭ দিবা ৯/৪২। অশ্বিনী নক্ষত্র  ৩৪/৫১ রাত্রি ৭/২৮। সূর্যোদয় ৫/৩১/২৭, সূর্যাস্ত ৫/২১/৪৫। অমৃতযোগ দিবা ৬/১৮ গতে, ৮/৪০ মধ্যে পুনঃ  ১১/৫১ গতে ৩/১ মধ্যে। রাত্রি ৭/৪৮ গতে ৯/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/২৯ মধ্যে পুনঃ ২/১৭ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫৮ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে। 
১৩ আশ্বিন ১৪৩০, রবিবার, ১ অক্টোবর ২০২৩। দ্বিতীয়া দিবা ১২/১৩। অশ্বিনী নক্ষত্র  রাত্রি ১১/৯।  সূর্যোদয় ৫/৩২, সূর্যাস্ত ৫/২৪। অমৃতযোগ দিবা ৬/২৬ গতে ৮/৪২ মধ্যে ও ১১/৪৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৪ গতে ৯/১৫ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৮ মধ্যে ও ২/১৮ গতে ৫/৩২ মধ্যে। বারবেলা ৯/৫৯ গতে  ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ১২/৫৯ গতে ২/৩০ মধ্যে। 
১৫ রবিউল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজ তেলেঙ্গানায় ১৩ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস মোদির
আজ তেলেঙ্গানার মেহেবুবনগরে বিশেষ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ...বিশদ

11:18:28 AM

২৪ ঘণ্টায় বাংলাজুড়ে রেকর্ডভাঙা বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সারা বাংলাজুড়েই ব্যাপক বৃষ্টি চলছে। ...বিশদ

11:01:05 AM

নারায়ণগড়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস, জখম ৪০
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার উকুনমারীতে জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ ...বিশদ

10:50:03 AM

শিশুহারা পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল
বিষ্ণুপুরের বরামারায় দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পরিবারের চারজনকে ...বিশদ

10:40:26 AM

এশিয়াডে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের
এশিয়ান গেমসে আবারও বড় সাফল্য পেল ভারত। রেকর্ড ভাঙা স্কোরের ...বিশদ

10:33:45 AM

বাঁকুড়ায় ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু
গতকালই বিষ্ণুপুরের বরমারায় একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে ...বিশদ

10:29:55 AM