Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদিবাবুর আপন দেশে, গণতন্ত্র সর্বনেশে
সন্দীপন বিশ্বাস

আজ থেকে ঠিক দু’শো বছর আগে সংবাদপত্রের স্বাধীনতা হরণের প্রতিবাদে রাজা রামমোহন রায় তাঁর ফারসি ভাষায় প্রকাশিত সংবাদপত্র ‘মীরাৎ-উল-আখবার’-এর পাতায় এক অগ্নিস্রাবী নিবন্ধ লিখেছিলেন। ইংরেজদের সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন যখন গণতান্ত্রিক স্বরের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছিল, তখন তিনি তাদের একেবারে ধুয়ে দিয়েছিলেন। ১৮২৩ সালের ৪ এপ্রিল প্রকাশিত সেই লেখার তীব্র কশাঘাত যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে। বিস্তৃত সেই নিবন্ধে রামমোহন রায় লিখেছিলেন, ‘আব্রু কে বা সদ্‌ খুন ই জিগর দম্ভ্‌ ঩দিহদ্‌ / বা উমেদ্‌ ই করম এ খাজা, বা দারবান মা ফরোশ’। এর মূল বক্তব্য হল, হৃদয়ের শত রক্তবিন্দু ও সোজা শিরদাঁড়া দিয়ে মানুষ যে সম্মান অর্জন করে, রাষ্ট্রের অনুগ্রহে তাকে কখনওই বিকিয়ে দেওয়া যায় না। 
দু’শো বছর পরে আজ দেশের গণতন্ত্র যখন দারুণভাবে নিপীড়িত, যখন ভয়ঙ্কর এক হাত দেশের গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করতে মরিয়া, তখন বারবার রামমোহনের সেই লেখার কথাই মনে পড়ছে। এই সময়ের বুকে দাঁড়িয়ে যে কোনও শুভবোধসম্পন্ন মানুষের মনে হতে পারে, যে দেশে আমার জন্ম, যে দেশের প্রতিটি অংশকে আমি চিনি, মোদিজির আমলের এই দেশ, আমার সেই দেশ নয়। হিংসা, কুৎসার আবর্জনায় ভরা এই দেশ, যেন আমার দেশ নয়, বিলকিস বানোর সাজাপ্রাপ্ত অপরাধীরা যে দেশে মুক্তির উল্লাসে ঘুরে বেড়ায়, সেই দেশ আমার দেশ নয়। ক্রমেই কনসেনট্রেশন ক্যাম্প হয়ে ওঠা এই দেশের আত্মার ভিতরে একই সঙ্গে ধ্বনিত হচ্ছে ক্রন্দন ও প্রতিবাদ। আমরা সেই ভারতকে ফিরে চাই।  
সেই ২০১৪ সাল থেকে গণতন্ত্রের দমবন্ধ করা পরিবেশের শুরু। বিপথগামী এই গণতন্ত্রে লক্ষ্য শুধু হিংসা, বিচ্ছিন্নতা আর মিথ্যার বেসাতির মাধ্যমে ক্ষমতা দখলের খেলা। সঙ্গে রয়েছে বিপুল টাকার তহবিলের আত্মম্ভরিতা। তাই বিপন্নতা বাড়ছে, রক্তাক্ত হচ্ছে গণতন্ত্র। বিশ্বজুড়ে ধ্বনিত হচ্ছে একনায়কতন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা। সব দেশের রিপোর্টই বলছে, মোদিবাবুর আপন দেশে, গণতন্ত্র সর্বনেশে। মোদিরাজ আজ ক্রমেই মানুষকে ঠেলে দিচ্ছে খাদের কিনারে। এখন সামনে বিজেপি, পিছনে মৃত্যু। দু’টোই বোধহয় আজ সমার্থক হয়ে উঠেছে। 
একদিন যাঁরা বুকের রক্ত দিয়ে স্বাধীনতার লড়াই করেছিলেন, তাঁদের আজ প্রায় সকলেই পিছনের সারিতে। আর সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার আশায় ইংরেজদের কাছে ‘ প্রভু, আর কোনওদিন করব না, আমাকে রেহাই দিন’ ধরনের ক্ষমাভিক্ষা চেয়ে পাঁচবার চিঠি লেখা নেতারা আজ বিরাট বড় দেশভক্ত হিসাবে স্বীকৃত হচ্ছেন! তাঁদের পার্টিই মানুষকে দেশভক্তি শেখাচ্ছে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশকে যখন ধর্মের মৌলবাদে মুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন বোঝাই যায় এর পিছনে বিজেপির কোনও নিজস্ব এজেন্ডা আছে। ভারতাত্মার সুরের সঙ্গে সেই এজেন্ডা না মিললেও জোর করে তার প্রয়োগ করার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। বিজেপি জানে স্বৈরতন্ত্রের প্রথম শর্তই হল বিরোধী স্বরকে স্তব্ধ করে দাও, তাদের হেনস্তা কর এবং দ্বিতীয় শর্ত হল গোয়েবলসের মতো অহরহ মিথ্যা প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে দাও। হিটলারের সেই অলিখিত নিজস্ব সংবিধানই আজ বিজেপির উত্থানের পথ। তার প্রক্রিয়া গোড়া থেকে ধীরে ধীরে শুরু হয়েছিল। তখন তার স্বরূপ বোঝা যায়নি। আজ সেই ঝুটা গণতন্ত্রের নখ, দাঁত বেরিয়ে এসেছে। এই দেশে রাজভক্ত ছাড়া কেউ আর গলা তুলে কথা বলতে পারবেন না। বিরুদ্ধ স্বরকে স্তব্ধ করতে একের পর এক জেলের দরজা খুলে দিচ্ছে বিজেপি সরকার। আগামী দিনে সারা দেশটাই হয়তো একটা জেলখানা হয়ে উঠবে।  
আদালতে দোষী সাব্যস্ত হলেন রাহুল গান্ধী। তাঁর দু’বছরের সাজা ঘোষণা হল। এরপর আদালত ৩০ দিনের মধ্যে তাঁকে উচ্চ আদালতে আবেদন করার সুযোগ দেয়। কিন্তু বিজেপি সরকার সেই সুযোগ দিতে রাজি নয়। তড়িঘড়ি রাহুল গান্ধীর সংসদের সদস্যপদ কেড়ে নেওয়া হল। প্রশ্ন উঠেছে, যে পদ্ধতিতে রাহুলকে সংসদ থেকে সরিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচল বিজেপি, সেখানে তাদের পদক্ষেপ কতটা যথার্থ ছিল! আইনজ্ঞদের একাংশ সাজা শুরু হওয়ার আগেই এমন চরম পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন। আসলে ভারত জোড়ো যাত্রার সাফল্য এবং সংসদে আদানি নিয়ে নানা পর্দা ফাঁসের উদ্যোগ ভালো চোখে দেখেনি বিজেপি। তাই অত্যন্ত সুকৌশলে রাহুল গান্ধীর কণ্ঠরোধ করার চেষ্টা হল। সেইসঙ্গে আরও একটা চাল দিয়ে রাখল বিজেপি, আগামী ৬ বছর নির্বাচনে যাতে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তারই চেষ্টা করা হল। 
আচ্ছা, মোদিজির কি বাবুভাই বোখিরিয়ার নামটা মনে পড়ে? না মনে পড়ার কিছু নেই। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাবুভাই তাঁরই মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। খনি কেলেঙ্কারির ঘটনায় ৫৪ কোটি টাকা চুরির অভিযোগে তাঁর তিন বছরের সাজা হয়। ২১১৩ সালে সেই সাজা পাওয়ার পর সেদিন কিন্তু নরেন্দ্র মোদি তাঁকে পদত্যাগ করতে বলেননি বা তাঁর সদস্যপদ কেড়ে নেওয়া হয়নি। অনেক পরে অবশ্য বোখিরিয়া সাজা থেকে রেহাই পান। গণতন্ত্রের ‘প্রকৃত উপাসকদের’ মধ্যেও তাহলে এই ধরনের দ্বিচারিতা দেখা যায়?    
আচ্ছা, বিজেপি যাঁকে মাঝেমধ্যেই ‘পাপ্পু’ বলে মস্করা করে, তাঁকে এত ভয় কেন মোদিজির? কেন তাঁকে সরানোর জন্য বিজেপির এই মরিয়া চেষ্টা? জানি না, আগামী দিনে এই হঠকারী সিদ্ধান্ত বিজেপির অনুতাপের কারণ হয়ে উঠতে পারে কি না! আসলে বিজেপি কী করল? আগুনকে নেভাতে গিয়ে উস্কে তার তেজ আরও বাড়িয়ে দিল। রাহুলের সদস্যপদ কেড়ে নেওয়া নিয়ে সারাদেশে বিরোধীদের মধ্যে প্রবল প্রতিবাদের ঢেউ উঠেছে। বিধানসভায় দাঁড়িয়ে কেজরিওয়াল এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর অভিযোগ, স্বাধীন ভারতে সবথেকে ‘ভ্রষ্ট’ প্রধানমন্ত্রী মোদি, স্বাধীন ভারতে সবথেকে কম লেখাপড়া জানা মানুষ নাকি আজ দেশের প্রধানমন্ত্রী। অহঙ্কার তাঁকে গ্রাস করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর কাজ মানুষকে শুধু জেলে ভরো। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বলেছেন, মোদির নতুন ভারত লাগাতার নিশানা করছে বিরোধীদের। অথচ অপরাধ করেও বিজেপি নেতাদের জায়গা হচ্ছে মন্ত্রিসভায়। 
আজ আমরা গণতন্ত্রের এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী। যেখানে নীরব মোদিদের মতো ছাপ্পা মারা চোরেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে আর রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের জেলে পোরা হবে। মমতা যথার্থ কথাই বলেছেন, বিশুদ্ধতার প্রতীক হতে চাওয়া বিজেপির মন্ত্রিসভা ও পরিষদীয় দলে কেন থাকবেন ফৌজদারি মামলায় অভিযুক্তরা? বিজেপি নেতারা কোনও জবাব দেন না। শুধু তাঁরা বলেন, চুপ, গণতন্ত্র চলছে! 
কেমন সেই গণতন্ত্রের স্বরূপ? কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য সভায় মানুষকে উত্তেজিত করে বলেন, দেশ কি গদ্দারো কো...। সমবেত জনতা দেশাত্মবোধের বাষ্পে ফুঁসে উঠে বলে, গোলি মারো শালোকো। ভক্তদের উত্তেজিত করে গণতন্ত্রের পুজো করার এ কোন ব্যুমেরাং খেলা? বিজেপির আর এক মহিলা সদস্য তিনি শত্রু নিধনের জন্য ঘরে ঘরে ছুরি শানিয়ে রাখতে বলেছেন। চারিদিকে শুধু হেট স্পিচ, সেখানে ভালোবাসার নিরুদ্ধ দ্বার। এই হেট স্পিচের বিরুদ্ধে মুখ খুলতে হয়েছে সুপ্রিম কোর্টকেও। ঠিক এই মুহূর্ত থেকেই হিংসা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার অশুভ চক্রান্ত রুখে দিতে না পারলে সোনার ভারতকে একদিন এরা ছিবড়ে করে ছেড়ে দেবে। 
আসলে বিজেপি সরকারের বিভিন্ন হঠকারী এবং অগণতান্ত্রিক সিদ্ধান্ত ধীরে ধীরে সমস্ত বিরোধী শক্তিকে এক ছাতার তলায় এনে দিল। নতুন এক উদ্দীপ্ত বিরোধী শক্তিকে দেখা যাচ্ছে। আজ সকলেই বুঝেছেন, ২৪-এর লড়াইয়ের মূল মন্ত্রই হল বিরোধীদের কাছে ‘ডু অর ডাই’। এই লড়াইকে পাথেয় করে হাতে হাত ধরে এগলে বিজেপির প্রস্থানের পথ মসৃণ হয়ে উঠতে পারে। মনে রাখা দরকার, বিজেপি ২০১৯ সালে ৩৭ শতাংশ ভোট পেয়েছিল।  সম্মিলিত বিরুদ্ধ স্বরের সামনে বিজেপি কিন্তু সংখ্যালঘু শক্তি। মাত্র পাঁচ-ছয় শতাংশ ভোট সুইং করলেই বিজেপির পতন অনিবার্য। 
সত্যকে জেলবন্দি করলেই যদি সমস্যা মিটে যেত, তাহলে তো পৃথিবীর কোনও স্বৈরশাসকেরই পতন হতো না। মধ্যযুগে স্বৈরশাসকরা সফল হয়নি, আধুনিক সময়েও তা হয়নি। হিটলাররা কিছুদিন দমন করতে পারে, কনসেনট্রেশন ক্যাম্প বানাতে পারে, কিন্তু বিনাশ তাদের হবেই। এভাবেই বুঝি বারবার ‘বিনাশ কালে বুদ্ধিনাশ’ কথাটা সত্যি হয়ে ওঠে। তাই দেশে গণতন্ত্রের যে বহ্ন্যুৎসব শুরু হয়েছে, সম্মিলিত বিরোধী শক্তির উত্থানে শেষ পর্যন্ত তা হয়ে উঠতে পারে খাণ্ডবদহন পালা। 
 
29th  March, 2023
রাজনীতি, গিমিক ও একটি ‘দুর্ঘটনা’
শান্তনু দত্তগুপ্ত

এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড়া পাবে না।— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিশদ

সেঙ্গোল যেন কোনও মতেই নত না হয়
পি চিদম্বরম

মাননীয় প্রধানমন্ত্রী, বিকৃতিতে ওস্তাদগণ এবং বিজেপির বাজনদারদের দেওয়া সেঙ্গোলের চমকপ্রদ ব্যাখ্যা শুনে 
থাকলে তাঁদের সমাধি থেকেই উঠে আসবেন তিরুবল্লুবর, এলাঙ্গো আদিগল, আভাইয়ার এবং সঙ্গম কবিরা।
বিশদ

05th  June, 2023
মাত্র ৩৫ বছর বয়সেই
এক নেতার অভিষেক
হিমাংশু সিংহ

‘যিনি মানুষের মনে আশা জাগাতে পারেন তিনিই নেতা।’ কথাটা আমার নয়। বলে গিয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। সেখানে অবশ্য আদর্শ নেতার বয়সের কোনও উল্লেখ 
তিনি করেননি। কিন্তু বাংলার মানুষের মনে গত ৩৯ দিন ধরে ক্রমাগত সেই আশারই সঞ্চার করে চলেছেন এক তরুণ। ক্রমাগত কেন্দ্রের বঞ্চনা। বিশদ

04th  June, 2023
নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

03rd  June, 2023
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
জ্ঞানবাপী রাজনীতি ও ‘দেবতার জন্ম’
শান্তনু দত্তগুপ্ত

মন কী বাত নম্বর ৯৮। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে অপ্রত্যাশিতভাবে শোনা গিয়েছিল বাঁশবেড়িয়ার কথা। তিনি উৎফুল্ল হয়ে উঠেছিলেন হুগলির ত্রিবেণীর জন্য।
বিশদ

30th  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
একনজরে
বহুদিন ধরে ঠিকানা ইংল্যান্ড। তবে বাংলাটা এখনও ঝরঝরে দিলীপ দোশির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখতে ওভালে যাবেন। গলা ফাটাবেন টিম ইন্ডিয়ার জন্য। হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে হোয়াটসঅ্যাপ ...

কলকাতা শহরে বায়ুদূষণ রোধে নতুন প্রযুক্তি নিয়ে এল ‘পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ’। গবেষণায় দেখা গিয়েছে, শহরের বায়ুদূষণের প্রায় ৫০ শতাংশ হয় রাস্তার ধুলো এবং যানবাহনের ...

পুরসভার আবর্জনা ফেলার গাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে জঞ্জাল। মূলত প্লাস্টিক বর্জ্য চুরি হচ্ছে বলে অভিযোগ। সেই সঙ্গে শহরের যত্রতত্র রাস্তার পাশে বা খোলা জায়গায় জঞ্জাল পোড়ানোও হচ্ছে দেদার। এই দুই অভিযোগের প্রেক্ষিতে এবার একাধিক কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল ...

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির দুর্নীতি মামলায় গ্রেপ্তারির বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তান। ৯ মে দেশের বিভিন্ন প্রান্তে সেনা ও সরকারি সম্পত্তিতে হামলা চালায় ইমরান সমর্থকরা। সেই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পরিবারে কারও ভবিষ্যৎ নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি। আর্থিক অগ্রগতি হবে। যে কোনও কর্মে উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১০৯৯: প্রথম ধর্মযুদ্ধের শুরু, অবরোধের সূচনা জেরুজালেমে
১৬৫৪: ফ্রান্সের সিংহাসনে বসলেন রাজা চতুর্দশ লুই
১৮২৯: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউমের জন্ম
১৮৬৭: কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যু
১৯১১: লেখক নীহাররঞ্জন গুপ্তের জন্ম
১৯২৮: অভিনেতা ও রাজনীতিক সুনীল দত্তের জন্ম
১৯৪২: লিবিয়ার প্রাক্তন স্বৈরাচারী শাসক মুয়াম্মার গদ্দাফির জন্ম
১৯৫৬ সালে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী হিসাবে পরিচিতি পায়
১৯৬৭: ছ’দিনের যুদ্ধে জেরুজালেমে প্রবেশ করল ইজরায়েলি সেনা
১৯৭০: ইংরাজি সাহিত্যিক ই এম ফস্টারের মৃত্যু
১৯৭২: কবি হুমায়ুন কবিরের মৃত্যু
১৯৭৫: ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন 
১৯৮৩: কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৬ টাকা ৮৩.৪০ টাকা
পাউন্ড ৮৩.৪০ টাকা ১০৪.৩৬ টাকা
ইউরো ৮৬.৭৬ টাকা ৮৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২২ জ্যৈষ্ঠ, ১৪৩০, মঙ্গলবার, ৬ জুন ২০২৩। তৃতীয়া ৪৯/৪৮ রাত্রি ১২/৫১। পূর্বাষাঢ়া নক্ষত্র ৪৫/৪৫ রাত্রি ১১/১৩। সূর্যোদয় ৪/৫৫/১৫, সূর্যাস্ত ৬/১৪/৫৫। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১২/১ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে ৪/২৭ মধ্যে। রাত্রি ৬/৫৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ২/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪১ গতে ৩/৩৪ মধ্যে পুনঃ ৪/২৭ গতে ৫/২০ মধ্যে, রাত্রি ৮/২২ গতে ৯/৪৮ মধ্যে। বারবেলা ৬/৩৫ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৫৫ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ গতে ৮/৫৫ মধ্যে। 
২২ জ্যৈষ্ঠ, ১৪৩০, মঙ্গলবার, ৬ জুন ২০২৩। দ্বিতীয়া প্রাতঃ ৫/৩৭ পরে তৃতীয়া রাত্রি ৩/২৭। পূর্বাষাঢ়া নক্ষত্র রাত্রি ২/১। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে ও ৯/২৫ গতে ১২/৬ মধ্যে ও ৩/৪১ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৮ গতে ৩/৪১ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৮/২৯ গতে ৯/৫৪ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/৩৬ গতে ৮/৫৬ মধ্যে। 
১৬ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ফুরফুরা শরিফে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

05-06-2023 - 05:25:00 PM

৭ ঘণ্টার মুক্তি মণীশ সিশোদিয়ার
অসুস্থ স্ত্রীকে দেখে আসার জন্য ৭ ঘণ্টা ছাড়া হল দিল্লির ...বিশদ

05-06-2023 - 04:19:16 PM

মৃত্যুকে ধামাচাপা দেওয়ার প্রতিযোগিতা চলছে: মুখ্যমন্ত্রী

05-06-2023 - 04:05:10 PM

যাঁরা ট্রমায় আছেন তাঁদের চারমাস ২ হাজার টাকা দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

05-06-2023 - 04:03:00 PM

জখমদের দেখতে কাল কটক ও ভূবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

05-06-2023 - 04:02:25 PM

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

05-06-2023 - 04:01:47 PM