Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

অন্য স্বাধীনতার লড়াই কি দুর্বল হচ্ছে?
হারাধন চৌধুরী

শেষ জনগণনা রিপোর্ট সামনে এসেছে ২০১১ সালে। ওই রিপোর্টে ভারতের যে নারীচিত্র প্রকাশিত হয়, তা ভয়াবহ। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের (এনসিপিসিআর) রিপোর্ট অনুসারে, ২০০১ পরবর্তী একদশকে ভারতে ২৯ লক্ষ বাল্যবিবাহের ঘটনা সামনে আসে। জনগণনা রিপোর্ট বিশ্লেষণের ভিত্তিতেই তারা এই নির্মম সত্য প্রকাশ করে। রিপোর্ট বলছে, এই খুদে দম্পতিদের মধ্যে ১০-১৪ বছর বয়সি কন্যার সংখ্যা ছিল ১৮ লক্ষ। আইনত নিষিদ্ধ ও অপরাধ বলে ঘোষিত হওয়ার পরেও দেশের ১৩টি রাজ্যের ৭০টি জেলায় বাল্যবিবাহ হতো ব্যাপক হারে। এমনকী, এই ধরনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিতিও বেআইনি ঘোষিত হয় ২০০৮ সালে। নয়া ওই আইনের বক্তব্য, অতিথিদের দু’বছর পর্যন্ত কারাবাস এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বাল্যবিবাহ দেখে বাধা না-দিলেও পড়তে হবে শাস্তির মুখে। এমন ক্ষেত্রে আত্মীয়, পড়শি, ঘটক, পুরোহিত প্রভৃতিকেও রাখা হয়েছে ওই বন্ধনীতে। অভিযুক্ত মহিলাদের জন্য রয়েছে শুধু অর্থদণ্ডের বিধান।
মেয়েদের এই সর্বনাশের কারণ অনুসন্ধানে দেখা যায়, ১০-১৪ বছর বয়সি ৩০ লাখের মতো মেয়েকে স্কুলেই পাঠানো হয় না। জাতীয় পরিবার স্বাস্থ্য রিপোর্টে প্রকাশ, বাল্যবিবাহচিত্র সবচেয়ে করুণ বিহারে—আঠারোর নীচেই বিয়ে হয়েছে ৬৯ শতাংশ মেয়ের। সংখ্যাটি রাজস্থানের ক্ষেত্রে ৬০। বাংলার ছবিটাও তখন রীতিমতো মন-খারাপ-করা ছিল—অপ্রাপ্তবয়স্ক কন্যার বিবাহ হার ছিল ৫৪ শতাংশ। মহানগর কলকাতাতেও প্রতি সাতটি মেয়ের মধ্যে একটি সংসারের জোয়াল কাঁধে নিত আঠারোর গণ্ডি পেরনোর আগেই। এই লজ্জার মানচিত্রে পশ্চিমবঙ্গ ছিল সপ্তম স্থানে। ইউনিসেফের হিসেবে, পৃথিবীতে বালিকা-কিশোরী বধূর সংখ্যা ভারতেই সর্বাধিক। 
তবে এই রিপোর্ট সামনে আসার আগেই, ২০০৮ সালে বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন রেখা কালিন্দী। পুরুলিয়া জেলায় ঝালদা-২ ব্লকের বড়রোলা গ্রামের এক হতদরিদ্র বিড়িশ্রমিক পরিবারের সন্তান রেখা। ১২ বছর বয়সেই তাঁর বিয়ের ব্যবস্থা করেন নিরুপায় পিতামাতা। আত্মীয়স্বজনরাও তাঁকে বিয়ের পিঁড়িতে বসাতে মরিয়া ছিলেন। কিন্তু নিজের এই সর্বনাশ মেনে নেননি রেখা—শিক্ষকদের মাধ্যমে যোগাযোগ করেন শ্রমদপ্তরে। তাতে নিজের বিয়ে রুখতে সফলই হন তিনি। খবর রাষ্ট্র হতে দেরি হয়নি। রেখার সাফল্য উজ্জীবিত করে আরও অনেক অসহায়ক কন্যাকে। বিদ্রোহের সরণিতে অতিদ্রুত দেখা মেলে সুনীতা মাহাতো এবং আফসানা খাতুন নামে আরও দুই কন্যার। তাঁরাও পুরুলিয়া জেলার সাহসিনী—জয়পুর থানার চিটাহি গ্রামের সুনীতা এবং পুরুলিয়া শহরের আফসানা। 
২০০৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রেখাকে দেশের ‘রোল মডেল’ ঘোষণা করে। রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ওই তিনজনকেই ‘সমাজ পরিবর্তনের দূত’ আখ্যা দেন। তাঁদের সঙ্গে সরাসরি কথাও বলতে চান তিনি। ১৪ মে রাষ্ট্রপতি ভবনে প্রতিভা পাতিলের সামনে তাঁদের নিয়ে যাওয়া হয়। সঙ্গে ওঁদের বাবা-মায়েরাও ছিলেন। রাষ্ট্রপতির প্রশ্নের জবাবে, পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদের সামনে, তাঁরা অভিযোগ করেন, বিপিএল হওয়া সত্ত্বেও তাঁদের কার্ড নেই। বিড়ি বেঁধে, শোনপাপড়ি বানিয়ে কোনওক্রমে সংসার চলে। তাই মেয়েরা একটু বড় হতেই তাদের বিয়ে দেওয়াই উপায়। ২০১০ সালের ২১ জানুয়ারি। প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর ভবনে আমন্ত্রণ জানিয়ে ওই তিন বিশিষ্ট বঙ্গতনয়ার হাতে তুলে দেন জাতীয় সাহসিকতা পুরস্কার। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে স্যালুট জানাতেও আমন্ত্রিত হন তাঁরা। পরবর্তীকালে রাষ্ট্রসঙ্ঘের শিশু অধিকার বিষয়ক এক ঘোষণাপত্রে রেখা কালিন্দীর নাম নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গেই উচ্চারিত হয়। 
রেখা, সুনীতা, আফসানার সাফল্য তাঁদের উত্তরসূরিদের কতটা প্রাণিত করেছে, তার প্রমাণ মেলে একের পর সাহসিনী-বিদ্রোহিণীর উত্থানের খবরে। জেলায় জেলায় বহু ছোট মেয়ে নিজ নিজ বিবাহ রুখে শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছেন। কেউ রুখেছেন থানায় ছুটে গিয়ে কিংবা বিডিওর সঙ্গে দেখা করে। কারও ক্ষেত্রে সহায় হয়েছেন তাঁদের সহপাঠী কিংবা শিক্ষকরা। মেয়েদের এই ‘অন্য স্বাধীনতার লড়াই’-তে অঞ্জলি বর্মন নামে একটি উজ্জ্বল নামও আমাদের সামনে আসে। সংবাদপত্রের পুরনো প্রতিবেদন অনুসারে, মালদহের গাজলের এই গৃহবধূ ২০১২ সালের জানুয়ারি অব্দি সাতজন নাবালিকার বিয়ে রুখে আলোড়ন ফেলে দিয়েছিলেন। গ্রামের মেয়েদের সামান্য বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে। সন্তানের জন্ম দিতে গিয়ে মারাও যাচ্ছে কেউ কেউ। আর বেঁচে গেলে জীবনটাই নষ্ট হচ্ছে অপুষ্টির অভিশাপে। স্কুল-বয়সে দেখা ঘটনাগুলি অঞ্জলিকে ভীষণ কষ্ট দিত। তাই তিনি ঠিক করেছিলেন, অনুপযুক্ত বয়সে বিয়ে করবেন না এবং অন্য মেয়েদেরও বাঁচাবেন। গ্রামে গ্রামে ঘুরে বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি জনমত গঠন করেন এবং পুলিস-প্রশাসনের সহায়তা নেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সচেতনার পাঠ দিতে গ্রামের হাটে এবং স্কুলে স্কুলে নাটকও পরিবেশন করেন। অঞ্জলি মিডিয়াকে তখন জানিয়েছিলেন, এই অন্যায় যতদিন না বন্ধ হয় তাঁর প্রতিবাদ আন্দোলন চলবে। 
কিন্তু এতসবের পরেও যে অনেকের শুভবুদ্ধির উদয় হয়নি, তারও প্রমাণ মেলে কিছু বাবা-মায়ের অবিবেচক ভূমিকায়। যেমন ২০১২ সালে পুরুলিয়ার আড়শার এক বাম নেতা তাঁর নবম শ্রেণির পড়ুয়া কন্যার নাম পাল্টে বিয়ে দেওয়ার প্ল্যান করেন। খবর পেতেই বিয়ের সন্ধ্যাতেই ওই নেতার বাড়ি হানা দেন স্থানীয় বিডিও। তখন সেখানে সুর তুলেছে সানাই, চলছে ভূরিভোজ! বিডিও সেই বেআইনি বিয়ে রুখেই ক্ষান্ত হননি, কন্যার পিতার মুচেলকাও আদায় করেন—‘আমার মেয়ে সাবালক না-হওয়া পর্যন্ত বিয়ে দেব না।’ নাবালিকার বিয়ে রুখতে গিয়ে পুলিস আক্রান্ত হওয়ারও একাধিক ঘটনা সামনে এসেছে। এই প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়ের একটি মন্তব্য (২০১১ সালে ১০ সেপ্টেম্বর সংবাদপত্রে প্রকাশিত) ফের পড়ে দেখা যেতে পারে, ‘বাল্যবিবাহ ও কন্যাভ্রূণ হত্যা বন্ধ করার মতো পর্যবেক্ষক নেই। কী শাস্তি হবে, আইনে তা স্পষ্ট নয়। ফলে গ্রামেগঞ্জে মারাত্মক চিত্রটাই বহাল রয়েছে।’ 
তারপর কেটে গিয়েছে একদশকের বেশি। ২০১৩ সাল থেকে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। প্রথম ন’বছরে উপকৃত কন্যার সংখ্যা ৮০ লক্ষাধিক। ২০১৫ সাল থেকে চলছে সবুজসাথী প্রকল্প। তার মাধ্যমে পড়ুয়ারা এ পর্যন্ত সাইকেল পেয়েছে ১ কোটির বেশি। চালু আছে মিড ডে মিল। প্রতিবছর পালিত হয় কন্যাশ্রী দিবস। ফলিত অর্থনীতির প্রাথমিক পাঠ দিতে খোলা হয়েছে ‘কন্যাশ্রী ক্লাব’। প্রতিটি ক্লাবে সরবরাহ করা হয়েছে ‘কিশোরী কিট’। চালু হয়েছে স্বয়ংসিদ্ধা প্রকল্প। বিশেষ করে কন্যাশ্রী সারা দেশের সামনে প্রতিভাত হয়েছে একটি আদর্শ প্রকল্প হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রসঙ্ঘ। শুধুমাত্র বয়ঃপ্রাপ্ত হওয়ার পরই বিবাহে উৎসাহ দিতে কোটি কোটি টাকা খরচ করে রূপশ্রী প্রকল্পও চালাচ্ছে নবান্ন। আর এই আবহেই সম্প্রতি সামনে এসেছে একটি বিপরীত চিত্র: শুধু বারুইপুর পুলিস জেলায় গত ন’মাসে ১১২টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। সুন্দরবন এবং তৎসংলগ্ন ক্যানিং, জয়নগর, কুলতলি, মৈপীঠ, গোসাবা, বাসন্তী প্রভৃতি এলাকায় হয়েছে একের পর এক বাল্যবিবাহ অনুষ্ঠান। 
এই অঞ্চলগুলি মহানগর থেকে আহামরি দূরে নয়। সেখানে হঠাৎ এই ভয়াবহ পরিস্থিতির কারণ কী? সমস্যাটি শুধু কি বারুইপুর পুলিস জেলার? করিমপুর, তেহট্ট, বনগাঁ, বসিরহাট, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট প্রভৃতি প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর এখনই নেওয়া দরকার। এ কি আত্মতুষ্টির পরিণতি, নাকি ক্লান্ত হয়ে পড়েছে প্রশাসন? অবাঞ্ছিত রাজনৈতিক ডামাডোল বৃদ্ধিই যদি প্রশাসনের ক্লান্তির অন্যতম কারণ হয়ে থাকে, সেটা নিঃসন্দেহে দুর্লক্ষণ। ভোটের রাজনীতির ঘোলাজলে এত বড় সমস্যা চাপা পড়ে গেলে তার মাশুল গোটা সমাজকে দীর্ঘমেয়াদে গুনতে হবে। এই ব্যর্থতার দায় শুধু শাসকের নয়, বিরোধীদেরও। সময় থাকতেই কাটিয়ে উঠতে হবে এই দুর্যোগ।
22nd  March, 2023
রাজনীতি, গিমিক ও একটি ‘দুর্ঘটনা’
শান্তনু দত্তগুপ্ত

এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড়া পাবে না।— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিশদ

সেঙ্গোল যেন কোনও মতেই নত না হয়
পি চিদম্বরম

মাননীয় প্রধানমন্ত্রী, বিকৃতিতে ওস্তাদগণ এবং বিজেপির বাজনদারদের দেওয়া সেঙ্গোলের চমকপ্রদ ব্যাখ্যা শুনে 
থাকলে তাঁদের সমাধি থেকেই উঠে আসবেন তিরুবল্লুবর, এলাঙ্গো আদিগল, আভাইয়ার এবং সঙ্গম কবিরা।
বিশদ

05th  June, 2023
মাত্র ৩৫ বছর বয়সেই
এক নেতার অভিষেক
হিমাংশু সিংহ

‘যিনি মানুষের মনে আশা জাগাতে পারেন তিনিই নেতা।’ কথাটা আমার নয়। বলে গিয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। সেখানে অবশ্য আদর্শ নেতার বয়সের কোনও উল্লেখ 
তিনি করেননি। কিন্তু বাংলার মানুষের মনে গত ৩৯ দিন ধরে ক্রমাগত সেই আশারই সঞ্চার করে চলেছেন এক তরুণ। ক্রমাগত কেন্দ্রের বঞ্চনা। বিশদ

04th  June, 2023
নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

03rd  June, 2023
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
জ্ঞানবাপী রাজনীতি ও ‘দেবতার জন্ম’
শান্তনু দত্তগুপ্ত

মন কী বাত নম্বর ৯৮। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে অপ্রত্যাশিতভাবে শোনা গিয়েছিল বাঁশবেড়িয়ার কথা। তিনি উৎফুল্ল হয়ে উঠেছিলেন হুগলির ত্রিবেণীর জন্য।
বিশদ

30th  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
একনজরে
হংকংয়ের যুবতী পরিচয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বন্ধুত্ব তৈরি। তারপর বন্ধুত্বের সরলতার সুযোগ নিয়ে তমলুকের যুবকের কাছ থেকে ১১ লক্ষ ৩৪ হাজার টাকা প্রতারণা করল সাইবার অপরাধীরা। ...

ডুয়ার্সের বানারহাট ব্লকের বন্ধ দেবপাড়া চা বাগানে রবিবার রাতে হাতির হামলায় মৃত্যু হয় এক প্রৌঢ়ের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিক্রম মুণ্ডা (৫১)। দেবপাড়া বাগানের সুখিয়া লাইনের বাসিন্দা ছিলেন তিনি। ...

বহুদিন ধরে ঠিকানা ইংল্যান্ড। তবে বাংলাটা এখনও ঝরঝরে দিলীপ দোশির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখতে ওভালে যাবেন। গলা ফাটাবেন টিম ইন্ডিয়ার জন্য। হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে হোয়াটসঅ্যাপ ...

আর্থিক নীতি ঠিক করতে আজ মঙ্গলবার থেকে তিনদিনের জন্য বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই বৈঠকেই রেপো সংক্রান্ত সিদ্ধান্ত নেবে তারা। তার উপর নির্ভর করবে ব্যাঙ্কগুলির ঋণ ও জমার উপর সুদের হার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পরিবারে কারও ভবিষ্যৎ নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি। আর্থিক অগ্রগতি হবে। যে কোনও কর্মে উন্নতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১০৯৯: প্রথম ধর্মযুদ্ধের শুরু, অবরোধের সূচনা জেরুজালেমে
১৬৫৪: ফ্রান্সের সিংহাসনে বসলেন রাজা চতুর্দশ লুই
১৮২৯: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউমের জন্ম
১৮৬৭: কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যু
১৯১১: লেখক নীহাররঞ্জন গুপ্তের জন্ম
১৯২৮: অভিনেতা ও রাজনীতিক সুনীল দত্তের জন্ম
১৯৪২: লিবিয়ার প্রাক্তন স্বৈরাচারী শাসক মুয়াম্মার গদ্দাফির জন্ম
১৯৫৬ সালে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী হিসাবে পরিচিতি পায়
১৯৬৭: ছ’দিনের যুদ্ধে জেরুজালেমে প্রবেশ করল ইজরায়েলি সেনা
১৯৭০: ইংরাজি সাহিত্যিক ই এম ফস্টারের মৃত্যু
১৯৭২: কবি হুমায়ুন কবিরের মৃত্যু
১৯৭৫: ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন 
১৯৮৩: কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৬ টাকা ৮৩.৪০ টাকা
পাউন্ড ৮৩.৪০ টাকা ১০৪.৩৬ টাকা
ইউরো ৮৬.৭৬ টাকা ৮৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৩৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২২ জ্যৈষ্ঠ, ১৪৩০, মঙ্গলবার, ৬ জুন ২০২৩। তৃতীয়া ৪৯/৪৮ রাত্রি ১২/৫১। পূর্বাষাঢ়া নক্ষত্র ৪৫/৪৫ রাত্রি ১১/১৩। সূর্যোদয় ৪/৫৫/১৫, সূর্যাস্ত ৬/১৪/৫৫। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১২/১ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে ৪/২৭ মধ্যে। রাত্রি ৬/৫৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ২/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪১ গতে ৩/৩৪ মধ্যে পুনঃ ৪/২৭ গতে ৫/২০ মধ্যে, রাত্রি ৮/২২ গতে ৯/৪৮ মধ্যে। বারবেলা ৬/৩৫ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৫৫ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ গতে ৮/৫৫ মধ্যে। 
২২ জ্যৈষ্ঠ, ১৪৩০, মঙ্গলবার, ৬ জুন ২০২৩। দ্বিতীয়া প্রাতঃ ৫/৩৭ পরে তৃতীয়া রাত্রি ৩/২৭। পূর্বাষাঢ়া নক্ষত্র রাত্রি ২/১। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে ও ৯/২৫ গতে ১২/৬ মধ্যে ও ৩/৪১ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৮ গতে ৩/৪১ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৮/২৯ গতে ৯/৫৪ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/৩৬ গতে ৮/৫৬ মধ্যে। 
১৬ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জন্মদিনের পার্টির বিল মেটানো নিয়ে বচসার জেরে খুন যুবক
জন্মদিনের পার্টিতে বিল মেটানো নিয়ে বচসার জেরে খুন হল এক ...বিশদ

10:41:47 AM

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত বৃদ্ধা
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধা পথচারীর। ঘটনাটি ঘটেছে, গতকাল ...বিশদ

10:39:00 AM

দেখে নিন শহরের আবহাওয়ার হাল-চাল
আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ...বিশদ

10:18:28 AM

ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিস
যৌন হেনস্তার তদন্তে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে পৌঁছল ...বিশদ

09:52:45 AM

চকোলেট খেতে চাওয়ায় মেয়েকে খুন করল বাবা
চকোলেট ও খেলনার দাবিতে অতিষ্ট হয়ে নাবালিকা মেয়ের মাথা থেঁতলে ...বিশদ

09:31:00 AM

গুজরাতে দলিত ব্যক্তির বুড়ো আঙুল কেটে নিল গ্রামবাসীরা
ভাইপো স্কুলের খেলা চলাকালীন বলে হাত দিয়েছে। এই অপরাধে এক ...বিশদ

09:18:22 AM