Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সংসদীয় গণতন্ত্রের ধ্বংসযজ্ঞ চলছে
পি চিদম্বরম

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংস্থা ফ্রিডম হাউস ভারতকে ‘আংশিকভাবে মুক্ত গণতন্ত্র’-এর স্তরে রেখেছে। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে অবনমন বলেই ধরতে হবে। অন্যদিকে, সুইডেনের ভি-ডেম ইনস্টিটিউট ভারতকে ‘ইলেক্টোরাল অটোক্রেসি’ আখ্যা দিয়েছে। ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচকে, ভারত নেমে এসেছে ৫৩ নম্বরে। এই পতনের পিছনে সংসদের উভয় কক্ষ এবং কক্ষ দুটির সদস্যদের ভূমিকা রয়েছে। 
আমার সংক্ষিপ্ত তালিকায় পাঠকরা তাঁদের পর্যবেক্ষণ যোগ করতে পারেন, কীভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের অবনমন ঘটেছে। এখানে আমার তালিকা:
১. বিরোধী দলের সদস্যরা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ জরুরি বিষয় রাজ্যসভার কার্যপ্রণালী বিধির বিধি ২৬৭ (লোকসভার ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে) অনুসারে আলোচনা করার দাবি জানান। গত কয়েক মাসে, জনস্বার্থে গুরুত্বপূর্ণ জরুরি বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য উভয় কক্ষে বহুবার এই বিধি অনুসারে দাবি জানানো হয়েছে। তার মধ্যে ভারতে চীনা অনুপ্রবেশ থেকে শুরু করে হিন্ডেনবার্গ রিসার্চ এলএলসি রিপোর্ট পর্যন্ত অনেক বিষয়ই ছিল। কিন্তু অধ্যক্ষ প্রতিটি প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। উপসংহার: ভারতের সংসদের হিসেবে, ‘জনস্বার্থে গুরুত্বপূর্ণ জরুরি বিষয়’ এমন কিছু নেই, যার আলোচনার জন্য সেইদিনের নির্দিষ্ট কার্যসূচি বাদ রাখা প্রয়োজন। আপনাকে বিশ্বাস করতে হবে যে, ভারতীয় জনগণ এতটাই নিরাপদ, সুরক্ষিত এবং সন্তুষ্ট যে তাদের কোনও উদ্বেগ এবং জরুরি ভিত্তিতে সংসদে আলোচনার যোগ্য কোনও বিষয়ই নেই।
রাষ্ট্রপতির ক্ষমতাপ্রাপ্ত প্রধানমন্ত্রী 
২. প্রধানমন্ত্রী যদি লোকসভার সদস্য হন, তবে তিনি সেই সদনের নেতা। ১৭তম লোকসভার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের উভয় কক্ষে তিনি খুব কমই উপস্থিত থাকেন। প্রতিবছর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বিতর্কের জবাব দেন তিনি। অন্যকোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন বলে আমি অন্তত মনে করতে পারছি না। সংসদে উত্থাপিত প্রশ্নগুলির জবাব দেন না প্রধানমন্ত্রী মোদি। তাঁর তরফে সাধারণত একজন মন্ত্রীই জবাব দেন। (প্রতি বুধবার হাউস অফ কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকে। ভাবি, আমরাও যদি সেটা পেতাম।) সংসদে মোদিজির দৃষ্টিভঙ্গি জওহরলাল নেহেরু, মনমোহন সিং বা অটলবিহারী বাজপেয়ির থেকে ভীষণ অন্যরকম। এই প্রধানমন্ত্রী ‘প্রেসিডেন্সিয়াল’ হয়ে গিয়েছেন। যদি প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্সিয়াল হন এবং তাঁরা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তবে ভারত বেশিদিন সংসদীয় গণতন্ত্র থাকবে না।
৩. হাউস অফ কমন্সের অধিবেশন চলে বছরে ১৩৫ দিন। ২০২১ সালে লোকসভার অধিবেশন হয়েছিল ৫৯টি এবং রাজ্যসভা বসেছিল ৫৮ দিন। ২০২২ সালে দুটি কক্ষেরই অধিবেশন সংখ্যা কমেছে—লোকসভা এবং রাজ্যসভা, প্রতিটিরই অধিবেশন হয়েছে ৫৬টি করে। বিঘ্ন ঘটার কারণে অনেকগুলি অধিবেশন বরবাদও হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে বিখ্যাত হয়ে গিয়েছে অরুণ জেটলির একটি উক্তি, ‘ইচ্ছাকৃত বাধার সৃষ্টি (অবস্ট্রাকশনিজম) হল বৈধ সংসদীয় কৌশলের অঙ্গ।’ ২০১০ সালে শীতকালীন অধিবেশনের পুরোটাই একজন মন্ত্রীর পদত্যাগ এবং একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবিতে বরবাদ হয়ে গিয়েছিল। সেই অধিবেশনে বরাদ্দ সময়ের মাত্র ৬ শতাংশ লোকসভা এবং ২ শতাংশ রাজ্যসভা ব্যবহার করতে পেরেছিল। কৌশল পরিমার্জিত হয়েছে দেরিতে। চলতি বাজেট অধিবেশনে (দ্বিতীয়ার্ধে) সরকার পক্ষই প্রতিদিন বিঘ্নসৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে। অধিবেশনের দিনের স্বল্পতা এবং অধিক বাধাবিঘ্ন সংসদের অধিবেশনকে অপ্রাসঙ্গিক করে তুলবে। কোনওরকম বিতর্ক ছাড়াই বিলগুলো পাশ হতে পারত (সময়বিশেষে অতীতেও তা হয়েছে)। আমরা এমন একটি দিনের কথা ভাবতে শুরু করতে পারি—যখন পার্লামেন্ট বছরে কয়েকটি মাত্র দিন ‘বসবে’, কোনও বিষয়ে বিতর্ক হবে না, এবং সব বিল পাশ হয়ে যাবে হল্লা ও বিশৃঙ্খলার ভিতর দিয়ে। 
বিতর্ক ছাড়াই সংসদ
৪. সংসদের দুটি কক্ষই হল বিতর্কের মঞ্চ। ভারতের পার্লামেন্টে অনেক বিখ্যাত বা স্মরণীয় বিতর্ক হয়েছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধে ভারতের পরাজয় হয়েছিল অপমানজনক। সংসদে বিতর্ক হয়েছিল তা নিয়ে। হরিদাস মুন্ধরার কোম্পানির শেয়ারে এলআইসির বিনিয়োগ সংক্রান্ত অভিযোগ নিয়ে বিতর্ক হয়েছিল। বোফর্স কামান আমদানির অভিযোগ নিয়ে বিতর্ক হয়েছিল বহুবার। বিতর্ক হয়েছিল বাবরি মসজিদ ধ্বংস ইস্যুতে। প্রতিটি বিতর্ক শেষ হয়েছে কোনওরকম ভোটাভুটি ছাড়াই। সংসদীয় গণতন্ত্রে, সরকারের পক্ষে বিতর্ককে ভয় পাওয়ার দরকারই নেই। কারণ সংখ্যাগরিষ্ঠ সদস্য সবসময় তো তারই পক্ষে থাকবে, এটাই ধরে নেওয়া যায়। তবুও আজকের সরকার বিতর্কের অনুমতি দিতেই রাজি নয়। একটি পুরনো সত্য এই যে, ‘বিরোধীদের কিছু বক্তব্য থাকবে এবং সরকারের থাকবে একটি পন্থা।’ আমি নিশ্চিত যে, সরকার দিশেহারা হওয়ার ভয় পায় না। সরকার যে ভয়টা পায় তা হল, বিরোধীদের বক্তব্যের ভিতর দিয়ে অপ্রিয় ও অস্বস্তিকর কিছু সত্য প্রকট হয়ে পড়বে। ভারত কি বিতর্কহীন সংসদীয় যুগের দিকে যাত্রা করেছে? আমি এই ভয়টাই পাই। আমার আশঙ্কা সত্য প্রমাণিত হলে, আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে, ভারতের সংসদীয় গণতন্ত্রের বিদায় অনুষ্ঠান আসন্ন।
৫. কল্পনা করুন, সংসদের একটি অধিবেশন ডাকা হয়েছে। ভাবুন, সমস্ত সদস্য ওই মহান সদনে সমবেত হয়েছেন। আরও কল্পনা করুন যে, সমস্ত সদস্য একজন নেতা নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন, যিনি হবেন এই সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি। সেই প্রার্থীর বিরোধিতা করে কোনও ভোট পড়ছে না। ভোটদানে কেউ বিরতও নন। আসলে, অন্য প্রার্থীও আছেন। এই ফলাফলকে দেশ উদযাপন করছে ‘পিপলস ডেমোক্রেসি’-র বিজয় হিসেবে। ভারতে এটা হতে পারে কি? এটা হতে পারে, কারণ আমরা দৃঢ় পদক্ষেপে একদলীয় শাসনের দিকেই এগচ্ছি। যদি ১৫টি রাজ্য একটি দলের শাসনে থাকে এবং সেই দলটি (এবং তার অবিচল বন্ধুরা) যদি লোকসভায় ৩৬২ জন সদস্য ও রাজ্যসভায় ১৬৩ জন সদস্য জিতিয়ে আনতে পারে, তবে ভারতের পক্ষে আর একটি ‘পিপলস রিপাবলিক’ হয়ে ওঠা ঠেকানো যাবে না। সৌভাগ্যবশত, সেই ভয়ঙ্কর সম্ভাবনা এখনও কিছুটা দূরে, তবে এটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত যেদিন ‘পিপলস রিপাবলিক’ হয়ে উঠবে, সেদিন ভারতের সংসদীয় গণতন্ত্র চির বিশ্রামকক্ষে প্রবেশ করবে। 
 লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত 
20th  March, 2023
নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
জ্ঞানবাপী রাজনীতি ও ‘দেবতার জন্ম’
শান্তনু দত্তগুপ্ত

মন কী বাত নম্বর ৯৮। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে অপ্রত্যাশিতভাবে শোনা গিয়েছিল বাঁশবেড়িয়ার কথা। তিনি উৎফুল্ল হয়ে উঠেছিলেন হুগলির ত্রিবেণীর জন্য।
বিশদ

30th  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
রাজনীতি যখন মার্কেটিং
শান্তনু দত্তগুপ্ত

সাবানের বিজ্ঞাপন। আটের দশকের শেষে দূরদর্শনে খেলা বা সিনেমা দেখার ফাঁকে উদয় হতো তার। সেই সময়ের নামজাদা কোনও নায়িকা, তিনি সাবান মাখছেন, আর সুন্দর হয়ে উঠছেন।
বিশদ

23rd  May, 2023
একনজরে
মার্কিন বায়ুসেনা অ্যাকাডেমির স্নাতকদের সমাবর্তন চলছে। কলোরাডোর সেই মঞ্চে হাজির প্রেসিডেন্ট জো বাইডেন। একে একে স্নাতকরা এসে তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন। সেই সময়েই হঠাৎ ছন্দপতন। ...

শুক্রবার সকালে শান্তিপুরে দাদার তালাবন্ধ বাড়ি থেকে মিলল ভাইয়ের রক্তাক্ত দেহ। মৃতের নাম উত্তম প্রামাণিক(২৭)। গলার নলি কাটা অবস্থায় বন্ধ ঘরে তাঁর দেহ পড়েছিল। মৃতের স্ত্রী মুক্তি প্রামাণিকের অভিযোগ, স্বামীকে বাড়িতে ডেকে তাঁর ভাশুর খুন করেছে। ...

রুহ আফজা শরবত প্রস্তুতকারক সংস্থা হামদর্দ ল্যাবরেটরিজ লিমিটেডের অধীন হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন সম্প্রতি অভিযোগ করে, তাদের শরবতের একপ্রকার নকল হচ্ছে। দিল আফজা নাম দিয়ে একটি পণ্য বাজারে এসেছে, যা দেখতে ঐতিহ্যবাহী রুহ আফজার বোতলের মতোই। ...

৫জি সুবিধাযুক্ত ‘এফ২৩’ মোবাইল নিয়ে এসেছে ওপো। ২৪ হাজার ৯৯৯ টাকার এই ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি এবং অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং ব্যবস্থা। সংস্থাটির দাবি, এই ফোনে মাত্র ১৮ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সামাজিক কল্যাণকর্মে সামাজিক স্বীকৃতি আর সন্মান। গৃহ পরিবেশে চাপ। আর্থক প্রগতি বজায় থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৭৮৯: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৫: ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম
১৯৩৬: ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
১৯৪৬ : ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
১৯৪৭ : বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করে।
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু
১৯৬১:  রথীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: ভাষা বিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মহম্মদ আলির মৃত্যু
২০২০: বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগরের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৬৮ টাকা ৮৩.৪২ টাকা
পাউন্ড ১০১.০০ টাকা ১০৪.৪৩ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
02nd  June, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
02nd  June, 2023

দিন পঞ্জিকা

১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী ১৯/৪৩ দিবা ১২/৪৯। স্বাতী নক্ষত্র ৪/৫৩ দিবা ৬/৫৩। সূর্যোদয় ৪/৫৫/৩০, সূর্যাস্ত ৬/১৩/১৫। অমৃতযোগ দিবা ১২/০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনঃ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৪ গতে ১০/১৪ মধ্যে। 
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০, শুক্রবার, ২ জুন ২০২৩। ত্রয়োদশী দিবা ১১/৩। স্বাতী নক্ষত্র প্রাতঃ ৫/২৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৬ মধ্যে। 
১২ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:30:59 PM