Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

দেশের অপমান নিয়েও রাজনীতি!
হিমাংশু সিংহ

রাজনীতি আমাদের মজ্জায়। দুর্নীতি, লোভ আর উচ্চাকাঙ্ক্ষা শিরায় শিরায়। ডানবাম সবাই এই দোষে কমবেশি দুষ্ট। শিক্ষা নিয়ে রাজনীতি বড় কম হয়নি। ধর্ম, সম্প্রদায় নিয়েও লড়াই সপ্তমে। অর্থনীতি, সমাজনীতি, কর্মসংস্থান, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, দুর্নীতির আমি তুমি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সবই সঙ্কীর্ণ দলীয় আকচাআকচির শিকার। এমনকী পবিত্র মন্দির-মসজিদও। কিন্তু এই তেইশ সালের বাজেট অধিবেশনের একদম অন্তিম পর্বে নতুন এক ইস্যু রাজনীতির উত্তপ্ত ময়দানে সাড়া ফেলে দিয়েছে। কোনও কেলেঙ্কারি নয়, টাকার নয়ছয় নয়, উন্নয়নের ধারাপাত নয়, স্রেফ দেশের অবমাননা। সরকার ও বিরোধী দু’তরফই যেখানে কাঠগড়ায়, সেখানে দেশমাতার অপমান যে সংসদ পণ্ড করার অস্ত্র হতে পারে (পড়ুন দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার!) তা জানা গেল এই অমৃতকালে এসে। সরকার পক্ষ মানে শাসক বিজেপি রাহুল গান্ধীর লন্ডনের মাটিতে করা মন্তব্যকে হাতিয়ার করে রে রে করে আসরে নেমেছে। সর্বত্র গেল গেল রব। ভারত জোড়ো যাত্রা ফেরত রাহুল বিদেশে সফরে গিয়ে বলে এসেছেন, দেশে গণতন্ত্র বিপন্ন। সংসদের ভিতরে বিরোধীদের বলতে দেওয়া হয় না। যদিও বা বলার সুযোগ মেলে মাইকের সুইচই বন্ধ করে দেওয়া হয়। নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। কিন্তু তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত অধিবেশন অচল করে রাখার কৌশল কি সুস্থ সংসদীয় প্রক্রিয়ার পরিচয় বহন করে। শুক্রবার লোকসভা টিভি মিউট হয়ে গিয়েছে। সরকার পক্ষ বলছে যান্ত্রিক ত্রুটি। কিন্তু এমন হাতে গরম প্রমাণ বিরোধীরা ছাড়বে কেন? তাই আগামী ৬ এপ্রিল বাজেট অধিবেশনের শেষপর্যন্ত কাজ কতটা স্বাভাবিক হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। বলা বাহুল্য, সরকার পক্ষ নিজেই যখন অধিবেশন অচল রাখার কারিগর, তখন একটা সন্দেহ কিন্তু জাগেই। এই সুযোগে গলাবাজির আড়ালে ঢাকা পড়ে যায় আদানির সঙ্গে যোগ, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, মন্দা, গ্রামের চাষবাসের সঙ্কট নিয়ে আলোচনা। দিনের পর দিন অধিবেশন পণ্ড হলে লাভ কার? কে না জানে আসল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার অপর নামই রাজনৈতিক কৌশল। 
কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেশের অপমান করছে কারা? শুধুই কংগ্রেস, শুধুই বিরোধীরা? আমি যদি মনে করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। ১৪০ কোটি দেশের মানুষকে যেভাবে তিনি সুখে শান্তিতে রেখেছেন, উন্নয়ন করেছেন, তাতে আলবাত যোগ্য। এতবড় দেশে যেভাবে কোভিডের টিকাকরণ সম্পন্ন হয়েছে, তা তাঁর সাফল্য বটেই। কিন্তু আমার চাওয়াটা তো সব নয়। ঘোষণাটা আসতে হবে নোবেল কমিটি থেকে। তবেই দেশের গৌরব, সম্মান যা কিছু। নোবেল কমিটির উপ প্রধান অ্যাসলে তোজে দিল্লিতে এসেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে একটি বিবৃতি দিয়েছেন। শুধু ইউক্রেন যুদ্ধ নয়, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মোদিজি ও ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেছেন। এটুকু ঠিক ছিল। একথা ঠিক, আমাদের রাষ্ট্রনায়ক যেমন দেশের সর্বত্র চরকিপাকের মতো ঘুরেছেন, তেমনই বিদেশে নিজের একটা মর্যাদার স্থান তৈরি করেছেন। বিদেশি শক্তি আজ ভারতকে যথেষ্ট সম্ভ্রমের চোখে দেখে, এটাই গেরুয়া শিবিরের দাবি। একজন গর্বিত দেশবাসী হিসেবে তা মেনে নিতে বাধা নেই। উত্তর-পূর্ব ভারতে আগের অনেক প্রধানমন্ত্রীরই পা পড়েনি। কিন্তু মোদি গিয়েছেন। আবার ইউরোপ, আমেরিকাতেও ইতিবাচক ভূমিকা পালন করেছেন। জি-২০তে এখন আমাদের প্রধানমন্ত্রীই নেতৃত্বে আসীন। 
এটুকু গৌরবগাথা ও তার আকাশচুম্বী আস্ফালন ঠিকই ছিল। কিন্তু একটা ফেক নিউজ ছড়িয়ে গত বৃহস্পতিবার বেলা গড়াতেই যা হল, তা তাঁর পদের অপমান। দেশের তো বটেই, আরও দুঃখের সেই ভুয়ো খবর নিয়ে এক শ্রেণির লোকের তিল কে তাল করার প্রচেষ্টা, উদ্বাহু হওয়া। যখন কে দেশের অপমান করেছেন, এই প্রশ্নে সংসদ এক সপ্তাহেরও বেশি প্রায় অচল, তখন এই ঘটনা কি বিদেশের সামনে আমাদের মুখ উজ্জ্বল করবে? একথা অস্বীকার করার জায়গা নেই, নরেন্দ্র মোদি আমাদের অনেক কিছু দিয়েছেন। সাহস দিয়েছেন, তেজ দিয়েছেন, নুইয়ে পড়া মেরুদণ্ড জুড়ে দিয়েছেন, জোট রাজনীতির অবসান ঘটিয়ে দশকেরও বেশি সময় ধরে একদলীয় শক্তিশালী সরকার দিয়েছেন। নোটবন্দি উপহার দিয়েছেন। জিএসটি দিয়েছেন। কিন্তু তা বলে নোবেল কমিটির অন্যতম কর্তার দিল্লি সফরের সময় এমন এক ভুয়ো খবর ছড়িয়ে কারা দেশের ভাবমূর্তির ক্ষতি করল, তার তদন্ত হবে না? প্রোঅ্যাক্টিভ সিবিআই, আইবি 
সমেত পোড়খাওয়া এজেন্সি ও তার গোয়েন্দারা এর দুধ কা দুধ, পানি কা পানি করতে আসরে নামবে না। ওসব না হয় ছেড়েই দিলাম। একটা কথা চালু আছে, দুঁদে গোয়েন্দা অজিত দোভালই নাকি বর্তমান মোদি সরকারের চোখ-নাক-জিহ্বা। একমাত্র অমিত শাহকে ছেড়ে দিলে আর কোনও কেন্দ্রীয় মন্ত্রীও 
ধারেভারে তাঁর সমকক্ষ নন। সরকারের অঘোষিত নাম্বার থ্রি! তাহলে তিনি তাঁর প্রাণাধিক প্রিয় রাষ্ট্রনায়ককে জড়িয়ে দেশের এই অপমানের পর এখনও চুপ কেন?
‘সংসদ হচ্ছে গণতন্ত্রের মন্দির’, কথাটা আমার নয়, স্বয়ং নরেন্দ্র মোদির। প্রায় ৯ বছর আগে সেই মন্দিরে মাথা ঠুকে তিনি প্রবেশ করেছিলেন ক্ষমতার অলিন্দে। সেখানে দাঁড়িয়ে সেই তিনিই যদি আগের জমানাকে ছোট করতে ‘লস্ট ডেকেড’ আখ্যা দেন, তা 
দেশের পক্ষে অবমাননাকর নয় কি? কিংবা রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী নেহরুজিকে অহরহ কটাক্ষ। নেতা আসে, নেতা যায়, পোশাকের রং বদলায়, শাসনের ঢঙ বদলায়, কিন্তু দেশটা, দেশের মানুষ একই 
থাকে। স্বাধীনতা লাভের পর ৭৫ বছরের শাসন ব্যবস্থার অর্ধেকেরও বেশি সময় যে দেশটা কংগ্রেস শাসনে ছিল, তা অস্বীকার করার জায়গা নেই। 
সেই অতীতকে অস্বীকার করার অর্থ দেশের 
ইতিহাস, দেশের গৌরবকেই খাটো করা। কোনও রাজনৈতিক দলকে মুছে দিতে গিয়ে দেশের অতীতকে অস্বীকার করলে আখেরে গরিমা বাড়ে না। সমগ্র জাতিটাই ছোট হয়ে যায়!
তবে একইসঙ্গে কংগ্রেসকে আরও পরিণত মনের পরিচয় দিতে হবে। শাসক দলকে আক্রমণ করার অর্থ দেশকে ও তার সরকারকে অপমান করা নয়। তাই যে সংসদে তিনি বিদেশ যাওয়ার আগেও বক্তৃতা দিয়ে গিয়েছেন, চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সেখানে কোনমুখে তিনি বলেন, কাউকে বলতেই দেওয়া হয় না। আসলে এই বক্তব্যের কোনও ভিত্তি নেই। বিরোধীরা বলতে উঠলে সংসদের মাইক বন্ধ করে দেওয়া হয়, এই অভিযোগেরও প্রমাণ দিতে হবে। রাহুল গান্ধী বৃহস্পতিবার আরও একটি বড় অস্ত্র তুলে দিয়েছেন বিজেপির হাতে। হঠাৎই বলে ফেলেছেন, ‘দুর্ভাগ্যজনক হল আমি একজন সংসদ সদস্য।’ পাশে বসা প্রবীণ নেতা এমপি জয়রাম রমেশ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এতদিন রাজনীতি করার পরও যদি মেন্টর কিংবা টিউটর নিয়ে সাংবাদিক সম্মেলন করতে হয়, তাহলে তা শুধু কংগ্রেস নয়, দেশের বিরোধী রাজনীতিরই দুর্ভাগ্য। ভুললে চলবে না এত ক্ষয়, বিপর্যয়ের পরও বিজেপিকে ছেড়ে দিলে কংগ্রেস একমাত্র জাতীয় দল। কংগ্রেসকে টুকরো টুকরো করে সেই ভোটব্যাঙ্ককে যত আঞ্চলিক দলের মধ্যে ভেঙে দেওয়া যায়, মোদি-অমিত শাহের হাসি তত চওড়া হওয়া নিশ্চিত। কারণ ১৮টা ছোট দল মিলে কেন্দ্রে সরকার চালানো খুব সোজা কাজ হবে না। নানা স্বার্থের সংঘাতে সেই মধুচন্দ্রিমা যে অচিরেই ভাঙতে বাধ্য, তা বিলক্ষণ বোঝে গেরুয়া নেতৃত্ব। তাই কংগ্রেস সহ বিরোধীদের অণু-পরমাণুতে বিভক্ত করার খেলা চলতেই থাকবে। কিন্তু সরকার আর বিরোধী পক্ষের এই ক্ষমতা দখলের নোংরা খেলার মাঝে পড়ে দেশের প্রান্তিক মানুষের কী লাভ? চাকরি নেই, রোজগার নেই, একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা। আদার ব্যাপারীর জাহাজের খোঁজ করে লাভ কী? সাধারণের লক্ষ্য তো একটু শাকান্ন জোগাড় করা, মার্সিডিজ নয়!
তবু পাঁচ বছর অন্তর সাধারণ নির্বাচন আসে। জনগণ আর একবার নেতাদের মিথ্যে আশ্বাসের শিকার হয়। দইয়ের ফোঁটা পরে বুথে যায়। তারপর নেতার অবস্থা বদলায়, দোতলা বাড়ি চকমকে মাল্টিস্টোরেড হয়, ঝাঁ চকচকে গাড়ির লাইন লাগে। ‘বোকা’ জনগণ থাকে সেই তিমিরেই। এই হচ্ছে ভারতীয় রাজনীতির চলমান বারোমাস্যা। আমেরিকার ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয় তাহলে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারির রিপ্লে দেখাও অসম্ভব নয়। আসল সমস্যা, বেঁচে থাকার লড়াই থেকে চোখ ঘোরাতে আবার সাত সকালে দুম করে সার্জিকাল স্ট্রাইক। বালাকোটের সময় পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি এতটা শোচনীয় অবস্থায় ছিল না। কিন্তু এই মুহূর্তে ওদের অর্থনীতি ভেঙে পড়েছে। বিদেশি মুদ্রা ভাণ্ডার তলানিতে। ধুরন্ধর নেতারা জানেন, দেশের অপমানের সঙ্গে জাতীয়তাবাদকে উস্কে দিতে পারলে ওই টনিকে তৃতীয়বার কেন্দ্রের কুর্সি দখলে চোনা ফেলার সাধ্য কার? নেতামাত্রই জানে আম জনগণের স্মৃতি বড্ড দুর্বল! তাই একই ফাঁদে ফেলার বারবার চেষ্টা।
19th  March, 2023
মাত্র ৩৫ বছর বয়সেই
এক নেতার অভিষেক
হিমাংশু সিংহ

‘যিনি মানুষের মনে আশা জাগাতে পারেন তিনিই নেতা।’ কথাটা আমার নয়। বলে গিয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। সেখানে অবশ্য আদর্শ নেতার বয়সের কোনও উল্লেখ 
তিনি করেননি। কিন্তু বাংলার মানুষের মনে গত ৩৯ দিন ধরে ক্রমাগত সেই আশারই সঞ্চার করে চলেছেন এক তরুণ। ক্রমাগত কেন্দ্রের বঞ্চনা। বিশদ

নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

03rd  June, 2023
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
জ্ঞানবাপী রাজনীতি ও ‘দেবতার জন্ম’
শান্তনু দত্তগুপ্ত

মন কী বাত নম্বর ৯৮। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে অপ্রত্যাশিতভাবে শোনা গিয়েছিল বাঁশবেড়িয়ার কথা। তিনি উৎফুল্ল হয়ে উঠেছিলেন হুগলির ত্রিবেণীর জন্য।
বিশদ

30th  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
একনজরে
ইউকো ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র দায়িত্ব পেলেন অশ্বিনী কুমার। পয়লা জুন তিনি এই দায়িত্ব নিয়েছেন। এতদিন তিনি ইন্ডিয়ান ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। ...

থাইল্যান্ড ওপেন থেকে বিদায় লক্ষ্য সেনের। শনিবার শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় বাছাই কুনলাভুত ভিটিডস্যামের কাছে দৌড় থামল ভারতীয় তারকার। প্রথম গেম জিতেও শেষরক্ষা হল না লক্ষ্যর। ...

অ্যাসবেসটসের ছাউনি দেওয়া মাটির ঘরের সামনে চার বছরের পুত্র সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন শিল্পী খাতুন। বারবার তাঁর চোখ যাচ্ছিল ফোনের দিকে। এই বুঝি স্বামী সফিক কাজির ভিডিও কল এল! আদরের ছেলেকে দেখতে চাইবে। বাবাকে ফোনের ওপারে দেখে হাসি থামবে না ...

ঢোলাহাট থানার রামচন্দ্রনগর থেকে প্রায় দু’হাজার পাখির দেহাংশ উদ্ধারের ঘটনায় ধৃত সালাউদ্দিন মিরকে ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল কাকদ্বীপ আদালত। শনিবার এসিজেএম কাকদ্বীপ ওই নির্দেশ দেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার আর প্রভূত অর্থাগম। কুটুম্বের সঙ্গে মতান্তর বিতণ্ডার যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান
১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৪৬: সঙ্গীতশিল্পী এস.পি. বালসুব্রহ্মণ্যমের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম 
২০২০:কিংবদন্তি চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৬ টাকা ৮৩.৩০ টাকা
পাউন্ড ১০০.৯৩ টাকা ১০৪.৪০ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ জ্যৈষ্ঠ, ১৪৩০, রবিবার, ৪ জুন ২০২৩। পূর্ণিমা ১০/৪১ দিবা ৯/১২। অনুরাধা নক্ষত্র ০/২১ প্রাতঃ ৫/৪ পরে জ্যেষ্ঠা নক্ষত্র ৫৬/৯ রাত্রি ৩/২৩। সূর্যোদয় ৪/৫৫/১৮, সূর্যাস্ত ৬/১৪/৫। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৪১ মধ্যে রাত্রি ৭/৩৯ মধ্যে পুনঃ ১০/৩০ গতে ১২/৩৮ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৫ মধ্যে।
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০, রবিবার, ৪ জুন ২০২৩। পূর্ণিমা দিবা ৯/৬। অনুরাধা নক্ষত্র প্রাতঃ ৫/১২ পরে জ্যেষ্ঠা নক্ষত্র শেষরাত্রি ৪/২৬। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৬/৪৩ গতে ৯/২৫ মধ্যে ও ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৬ গতে ১২/৪২ মধ্যে। বারবেলা ৯/৫৬ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৭ গতে ২/১৮ মধ্যে।
১৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

03-06-2023 - 07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

03-06-2023 - 06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

03-06-2023 - 04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:30:59 PM