Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সমস্যাগুলি রাষ্ট্র স্বীকারই করছে না
সমৃদ্ধ দত্ত

রাগ হওয়ার কথা। বিপন্ন বোধ করাই স্বাভাবিক। বিস্মিত হওয়ার মতো অনেক পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এখন এসব ছাপিয়ে একটু একটু ভয় হচ্ছে। সাধারণ মানুষ জিনিসপত্রের দাম নিয়ে দিশাহারা। আমাদের প্রত্যেকেরই কোনও না কোনও খরচ কমাতে হচ্ছে। জমা টাকার  সুদের হার ব্যাঙ্কে যা পাওয়া যেত, সেটা কমতে কমতে তলানিতে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বিপুল পরিমাণে কমে গিয়েছে। শেয়ারবাজারে ধস নেমেছে।  বেকারত্ব রেকর্ড সৃষ্টি করছে। সরকারি  চাকরির সুযোগ ক্রমেই সঙ্কুচিত। পাড়ায় যে যুবক যুবতী একটা ব্যবসা করতে চাইছে, সে বুঝতে পারছে না যে, আজকের এই যুগে ঠিক কোন ধরনের দোকান দিলে সংসার চালানোর মতো রোজগারটা হয়ে যাবে। কোন ব্যবসাটা গত পাঁচ বছরে প্রবলভাবে লাভের মুখ দেখেছে? খুব কম। চাকরি, ব্যবসাগত প্রফেশনাল থেকে অটোচালক, সকলের মধ্যেই একটা কথা শোনা যায় যে, আগের মতো টাকা জমা জমাতে পারি না। আগের মতো রোজগারও নেই। খুব ধীরে ধীরে পেনশন ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছে। নিজের টাকা পেনশন ফান্ডে রেখে, তারপর সেখান থেকে একাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে।   রান্নার গ্যাস হাজার টাকা ছাপিয়ে গিয়েছে। যাদের ১০ থেকে ১৫ হাজার টাকা আয়, এই সংসারগুলি চলছে কীভাবে? আমাদের কোনও আন্দাজই নেই। তারা কোন খাতে কত টাকা কীভাবে ব্যয় করে? 
এই কথাগুলো তো নতুন নয়! সকলেই জানে। তাহলে আবার এরকম বিবরণ দেওয়ার দরকার কী? এখানেই ভয়ের সূত্রপাত। এই যে উপরে বর্ণিত পরিস্থিতি, এটা আমরা সকলেই  দিনযাপনে উপলব্ধি করছি।  কিন্তু  রাষ্ট্র অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই কথাগুলো মানতে চাইছে না। কখনও এই বিষয়গুলি নিয়ে আশ্বাস দিতে শুনি না। বরং উল্টে তাদের মনোভাব এমন হয় যেন, এগুলো আসলে সমস্যাই নয়। রাষ্ট্র এসব ক্ষেত্রে মানুষকে বলতেই পারে যে, হ্যাঁ, সত্যিই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমরা পেট্রল ডিজেলের দাম কমাতে পারছি না, ব্যাঙ্কে আর একটু সুদ বেশি দেওয়া দরকার সেটা ঠিক। আমরা প্রাণপণে চেষ্টা করছি। যাতে একটা কোনও সুরাহার পথ দেওয়া যায়। কিন্তু এরকম কোনও সৎ স্পষ্ট স্বীকারোক্তিই পাওয়া যায় না। বরং একদিকে যেমন রাষ্ট্র স্বীকারই করছে না এগুলো মানুষের জন্য বিপুল সমস্যা, সেরকমই তারা আবার আমাদের দৃষ্টি এসব থেকে সরিয়ে দিচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ে।
আমরা দেখতে পাই, আমাদের দৈনন্দিন সমস্যা কমানোর চেষ্টার বদলে নেহরু কিংবা ঔরঙ্গজেব কতটা খারাপ ছিলেন, সেসব কথা বলা হয় সভাসমাবেশ, সরকারি মঞ্চে। আমরা ২০২২ সালে ওসব শুনে কী করব? বেকারত্ব, মূল্যবৃদ্ধির এই চরম সঙ্কটের সময় হঠাৎ হঠাৎ দেখতে পা‌ই, দিল্লিতে, রাজস্থানে, উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সংঘর্ষ, সংঘাত বেড়ে যাচ্ছে। আমরা হঠাৎ দেখছি, হিজাব পরে মেয়েরা স্কুলে আসবে কি না, ধর্মস্থানে লাউডস্পিকার চলা উচিত কি না, হনুমান চালিশা পড়া নিয়ে বিতর্ক, এসব জাতীয় স্তরের ইস্যু হয়ে যাচ্ছে। হিন্দি রাষ্ট্রভাষা কি না এসব হয়ে যাচ্ছে ন্যাশনাল বিতর্ক। 
মাঝেমধ্যেই কেউ বলছে হিন্দি রাষ্ট্রভাষা হওয়া উচিত। সেটা নিয়ে অহিন্দি রাজ্য বনাম হিন্দিভাষী রাজ্যগুলির নাগরিকদের মধ্যে চলছে অবিরত ঝগড়া। রমজান অথবা রামনবমী। বেছে বেছে ধর্মীয় উৎসবের দিনেই কোনও না কোনও রাজ্যে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হচ্ছে নিয়ম করে। কেন? 
এসব থেকে ভয় বাড়ছে। কারণ, প্রতিদিনের সমস্যাগুলি থেকে আমাদের মন সরিয়ে নেওয়ার এই সব চেষ্টার পিছনে কোনও অন্য উদ্দেশ্য নেই তো? আমাদের দেশ আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল, যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, যথেষ্ট শক্তিশালী আছে তো? সরকারি অর্থভাণ্ডারের সত্যিই অবস্থাটা ঠিক কেমন? ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত অর্থ গচ্ছিত আছে তো? আমাদের সামান্য টাকাগুলো সব নিরাপদে রাখা থাকবে তো ভবিষ্যতের জন্য? আমরা যখন হিন্দু মুসলমান, জাতপাত, ভাষাগত সংঘাতে ক্র঩মেই নিজেদের বেশি করে যুক্ত করে ফেলছি, যখন রাজ্যস্তরেও অবান্তর সব ইস্যুতে নিরন্তর সময় নষ্ট করে চলেছি সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে, তখন আড়ালে ঠিক কী ঘটছে? আমরা শ্রীলঙ্কার ঘটনাক্রম ঠিকভাবে লক্ষ্য করছি তো? 
২০১৫ সাল থেকে ভারতের সরকারি ব্যাঙ্কগুলি লাগাতার লোকসান করে চলেছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কই মুনাফা করেছে। তাহলে সরকারি ব্যাঙ্ককে বেসরকারি হাতে বিক্রি করার পরিকল্পনা কেন? আমরা বেসরকারি ব্যাঙ্কের পরিবর্তে সরকারি ব্যাঙ্কেই অ্যাকাউন্ট করেছি কিংবা ফিক্সড ডিপোজিট রেখেছিলাম সরকারি ব্যবস্থায় আস্থার কারণে। তাহলে আমাদের সেইসব টাকা আগামী দিনে বেসরকারি হাতে চলে যাবে কেন? যেমন এলআইসির শেয়ার বিক্রি করা হয়েছে। আমাদের প্রভিডেন্ড ফান্ডের টাকা শেয়ার বাজারে খাটানো হচ্ছে। সরকারি সংস্থা, সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রশ্ন হল, হঠাৎ এত টাকার দরকার পড়ছে কেন সরকারের? ঘটিবাটি বিক্রি করে দেওয়ার মতো একটা মনোভাব তৈরি হওয়ার পিছনে কারণ কী? সরকার, রিজার্ভ ব্যাঙ্ক, সরকারি ব্যাঙ্ক, সকলের আর্থিক অবস্থাটা আসলে কেমন আছে এখন? আমরা জানতে পারছি না। তাই এই আচরণগুলো দেখে ভয় পাচ্ছি। আমরা যখন কর্মক্ষম থাকব না, তখন আমাদের কীভাবে দিন কাটবে? চাকরি অথবা ব্যবসাটাও কতদিন থাকবে? আমাদের সন্তানদের ভবিষ্যৎটা ঠিক কতটা সুরক্ষিত? কেন আমাদের অলক্ষ্যে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংরাপ্টসি আইন এসে যায়? যেখানে যে কোনও সংস্থা অনেক সহজে নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিতে পারবে! ব্যাঙ্ক দেউলিয়া হলে গ্রাহক ১ লক্ষ টাকার বদলে এবার থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, এই আইন হঠাৎ কেন করতে হল? 
রাষ্ট্র যখন তার মস্তিষ্কহীন অনুগত সেনাদের দিয়ে আমাদের মধ্যে নানারকম বিভাজনের বীজ বপন করতে থাকে, তখন ভয় হয় যে, আসলে বোধহয় কিছু গোপন করতে চায় রাষ্ট্র। তাই এভাবে আমাদের চিন্তাকে ডাইভার্ট করে দিতে চায়। রাষ্ট্র চায়, আইডেন্টিটি নিয়ে দেশবাসী যেন নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাঁটি, মারামারি, সংঘর্ষ, সংঘাত লিপ্ত থাকে। আইডেন্টিটি অর্থাৎ হিন্দু, মুসলিম, দলিত, উচ্চবর্ণ, হিন্দিভাষী, অহিন্দিভাষী, জেনারেল কাস্ট, সিডিউলড কাস্ট ইত্যাদি। এসব নিয়ে বিভাজন, অশান্তি বেড়েই চলেছে। আমরা কোনও না কোনও পক্ষ নিয়ে রাষ্ট্রের সুবিধা করে দিচ্ছি। আমাদের বুদ্ধিহীনতায় রাষ্ট্রের সুবিধা ও আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আর আমাদের জন্য কী বাড়ছে? জিনিসপত্রের দাম এবং ভবিষ্যতের  অনিশ্চয়তা!
13th  May, 2022
কামরাজ প্ল্যানেই বাজিমাতের লক্ষ্যে মোদি?
শান্তনু দত্তগুপ্ত

মমতা বন্দ্যোপাধ্যায় যেন কিছুতেই বিরোধী শক্তির সামনের সারিতে আসতে না পারেন—এটাই লক্ষ্য বিজেপির। বরং এলেবেলের স্তরে পৌঁছে যাওয়া কংগ্রেস যত খুশি গুরুত্ব পাক, ক্ষতি নেই। কিছুতেই যেন জোটের জমি শক্ত না হয়। তাহলেই মানুষ বিকল্প না খুঁজে মোদিজিতে ফের আস্থা রাখবেন। চব্বিশেও পদ্ম ফুটবে সংসদে। বিশদ

ভালো, খারাপ ও সন্দেহজনক
পি চিদম্বরম

যদি মহিলাদের একটি বড় অংশ রক্তাল্পতায় ভোগেন এবং শিশুদের মধ্যে একটি বিরাট অংশ কম ওজনের কিংবা রক্তাল্পতার শিকার হয়, পাশাপাশি অনেক শিশু স্টান্টেড অথবা ওয়েস্টেড হয়, তবে তার কারণ পর্যাপ্ত পুষ্টির অভাব। আমার মনে হয় যে খাদ্যের অভাব হল, দারিদ্র্যের একটি নির্ধারক সূচক। একজন খুদে ভগবানের সন্তান হিসেবে ওই গরিব মানুষগুলিকে এই সরকার ভুলিয়ে দিতে চাইছে। বিশদ

16th  May, 2022
মোদির শাসনে শিক্ষা
ক্রমেই ধনীর পণ্য!
হিমাংশু সিংহ

কোভিডে কত পড়ুয়া অভিভাবক হারিয়েছে, তার হিসেব কে রাখে। তাদের এখন স্কুলে পাঠাবে কে? এই ব্যাপক ড্রপ আউট সমাজের পক্ষে নিঃসন্দেহে উদ্বেগের। অথচ আর পাঁচটা ব্যর্থতা নিয়ে নির্লিপ্ত থাকার মতোই কেন্দ্রীয় সরকারের মুখে কুলুপ। সরকার বাহাদুর এখন পরবর্তী সাধারণ নির্বাচনের হিসেব নিকেশে ব্যস্ত। গরিবের ঘরে পড়াশোনার আলো জ্বেলে তো আর চব্বিশে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল নিশ্চিত হবে না। তাই সেই দিকে নজর নেই কারও। বিশদ

15th  May, 2022
দিশা দেখাতে এসে ডুবিয়ে গেলেন ‘চাণক্য’
তন্ময় মল্লিক

অমিত শাহের বঙ্গ সফরের উদ্দেশ্য ছিল দলের কোন্দল মেটানো এবং হতাশার সাগরে হাবুডুবু খাওয়া বিজেপির কর্মী-সমর্থকদের উদ্ধারের পথ বাতলানো।
বিশদ

14th  May, 2022
হলুদ ধাতুর আগুন দর
মৃণালকান্তি দাস

হলিউডের সিনেমা ‘ম্যাকানাস গোল্ড’ মুক্তি পেয়েছিল ১৯৬৯-এ। লুকিয়ে রাখা সোনার সন্ধান রয়েছে একটা ম্যাপে। সেই ম্যাপ একবার দেখেই পুড়িয়ে ফেলেছিলেন গ্রেগরি পেক।
বিশদ

12th  May, 2022
লড়াই ও জনকল্যাণ মিলিয়েই মমতা মডেল
হারাধন চৌধুরী

 

বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ হতাশ পার্টিকর্মীদের লড়াইয়ের ‘মমতা মডেল’ ফলো করার নিদান দিয়ে গিয়েছেন। তাঁদের জানা উচিত, শুকনো কথায় চিঁড়ে ভিজবে না। বাংলার মানুষের মন জয় করতে হলে বাংলার জন্য একে একে অনেক কিছু করতে হবে।
বিশদ

11th  May, 2022
গেরুয়া ভারতে মিডিয়ার
স্বাধীনতা! অলীক নয় তো?
শান্তনু দত্তগুপ্ত

কৌতূহলী চোখগুলো তাকিয়ে রয়েছে তাঁর দিকে। কানাঘুষো চলছে, ‘ম্যাডামকে প্লেনে উঠতে দেয়নি!’ তারপরই প্রশ্ন, ‘কেন?’... ‘কে এই মেয়েটা?’... ‘কী করেছে?’ ...‘টেররিস্ট নাকি?’
বিশদ

10th  May, 2022
নাগরিক বনাম রাষ্ট্র বনাম স্বাধীনতা
পি চিদম্বরম

ভারতীয় রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত হানার একটি ইচ্ছাকৃত এবং দৃঢ় প্রয়াস জারি রয়েছে। চুপিসারে জনগণকে প্রান্তে এনে ছিন্নভিন্ন করে তাদের স্বাধীনতা ও অবিচ্ছেদ্য অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২২-এ, ভারত ১৮০টি দেশের মধ্যে ১৫০-এ নেমে এসেছে। সজাগ নাগরিকেরা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ছেন, যে প্রতিষ্ঠান নিজেকে সতর্ক প্রহরী হিসেবেই বর্ণনা করেছে। স্বাধীনতা একজন ত্রাণকর্তার প্রতীক্ষায়।
বিশদ

09th  May, 2022
মমতার বাংলাকে নিয়ে অমিত
শাহদের হতাশা স্বাভাবিক
হিমাংশু সিংহ

 

বোঝা গেল, বাংলা নিয়ে অমিত শাহদের খোয়াব কেটে গিয়েছে। দু’দিনের ‘ফ্লপ’ বঙ্গ সফরই তার অকাট্য প্রমাণ। দীর্ঘ একবছর পরে এসেও দু’শো আসন জেতার কথা তাই মুখেই আনলেন না নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি।
বিশদ

08th  May, 2022
পরাজয়ের বর্ষপূর্তিতে বিজেপির ভরসা সেই কুৎসা
তন্ময় মল্লিক

এলেন, ঘুরলেন এবং প্রাণ নিয়ে নিরাপদে দিল্লি ফিরে গেলেন। অমিত শাহের বঙ্গ সফরের ক্যাচলাইন এটাই। ‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কটাক্ষে বিজেপি নেতারা টেবিল চাপড়ে মজা নিলেও বাঙালির হৃদয় হয়েছিল ক্ষতবিক্ষত।
বিশদ

07th  May, 2022
জাতীয় রাজনীতিতে বাঙালির প্রতি অবহেলা কেন?
সমৃদ্ধ দত্ত

বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে, জাতীয় স্তরের রাজনীতিতে আর বাঙালি নেতা নেই। বাঙালি রাজনৈতিক নেতানেত্রী কোনও জাতীয় স্তরের দলে এখন আর গুরুত্ব পাচ্ছেন না। 
তবে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একমাত্র বাঙালি প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের এক ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব জাতীয় স্তরে এখন অনেক বেশি। বিশদ

06th  May, 2022
আছে যুদ্ধ, আছে মৃত্যু, আছে বাণিজ্য
মৃণালকান্তি দাস

নো আর্মস বিজনেস উইদাউট এনিমিস ইজ পসিবল! শত্রু ছাড়া যুদ্ধ হয় না। যুদ্ধ ছাড়া অস্ত্র ব্যবসাও হয় না। তাই প্রথমে শত্রু বানাও, এরপর যুদ্ধ বাঁধাও। আর তারপর অস্ত্র ব্যবসার খেলা শুরু।
বিশদ

05th  May, 2022
একনজরে
দেশে জিডিপির হার চলতি অর্থবর্ষে ৭.৪ থেকে ৮.২ শতাংশের মধ্যে থাকতে পারে, মনে করছে সর্বভারতীয় বণিকসভা সিআইআই। তবে দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন বা জিডিপি ঠিক কত হবে, তা অনেকটাই নির্ভর করবে জ্বালানির দামের উপর। ...

বছরখানেক আগের কথা। এক দুষ্কৃতীর ছবির সঙ্গে ‘ওয়ান্টেড’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বেডফোর্ডশায়ার পুলিস। কয়েকদিন পরে সেই পোস্টে কমেন্ট করে দুষ্কৃতী জর্ডন কার। ...

রবিবার রাতে কালনা মহকুমা হাসপাতালের এসএনসিইউতে সাপের আতঙ্কে চাঞ্চল্য ছড়ায়। চিকৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টার ছুটে যান। ...

পুরনো পাম্পসেট। তাই ঠেলাগোঁজা দিয়ে চলছে বৃষ্টিতে জমা শহরের জল বের করার কাজ। কারণ, নদীর জল বাড়লে স্লুইস গেট বন্ধ রাখতে হয়। তখন ভরসা হয়ে ওঠে পাম্পসেট। তাই পাম্প কাজ না করলে যা হয়, তাই হচ্ছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পেশাদারি ও ব্যবসায়িক কর্মোন্নতি ও ধনাগম যোগ। শারীরিক সমস্যায় মানসিক অশান্তিভোগ। আঘাত লাগতে পারে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব তথ্য সমাজ দিবস
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
১৫৪০: শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন
১৮৯৭ : বিশিষ্ট লেখিকা সাহানা দেবীর জন্ম
১৯১৩: বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু
১৯২০: বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে
১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেলজিয়াম দখল করে জার্মানি
১৯৫১: গজল গায়ক পঙ্কজ উধাসের জন্ম 
১৯৬৫: বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্তের মৃত্যু
১৯৮৫: বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার জন্মদিন
১৯৮৮: টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জীর জন্ম
১৯৯২: টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জীর জন্ম
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৬.৫৪ টাকা ৭৮.২৭ টাকা
পাউন্ড ৯৩.০০ টাকা ৯৬.২৭ টাকা
ইউরো ৭৮.৯৯ টাকা ৮১.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  May, 2022
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ জ্যৈষ্ঠ, ১৪২৯, মঙ্গলবার, ১৭ মে ২০২২। প্রতিপদ ৩/৩৬ প্রাতঃ ৬/১৬ পরে দ্বিতীয়া ৫৫/৩ রাত্রি ৩/১। অনুরাধা নক্ষত্র ১৪/২৭ দিবা ১০/৪৬। সূর্যোদয় ৪/৫৯/৩৭, সূর্যাস্ত ৬/৬/১৭। অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৫৯ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৪/২১ মধ্যে। রাত্রি ৬/৫০ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৩৬ গতে ৩/২৮ মধ্যে পুনঃ ৪/২১ গতে ৫/১৪ মধ্যে। রাত্রি ৮/১৬ গতে ৯/৪৪ মধ্যে। বারবেলা ৬/৩৮ গতে ৮/১৬ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৯ মধ্যে। কালরাত্রি ৭/২৭ গতে ৮/৪৮ মধ্যে। 
২ জ্যৈষ্ঠ, ১৪২৯, মঙ্গলবার, ১৭ মে ২০২২। প্রতিপদ দিবা ৭/৫১। অনুরাধা নক্ষত্র দিবা ১২/৩৫। সূর্যোদয় ৫/০, সূর্যাস্ত ৬/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে ও ৯/২২ গতে ১২/২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৩০ মধ্যে এবং রাত্রি ৬/৫৮ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪২ গতে ৩/৩৬ মধ্যে ও ৪/৩০ গতে ৫/২২ মধ্যে এবং রাত্রি ৮/২৪ গতে ৯/৫০ মধ্যে। বারবেলা ৬/৩৮ গতে ৮/১৭ মধ্যে ও ১/১২ গতে ২/৫১ মধ্যে। কালরাত্রি ৭/২৯ গতে ৮/৫১ মধ্যে।  
১৫  শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: মুম্বইয়ের বিরুদ্ধে ৩ রানে জিতল সানরাইজার্স হায়দরাবাদ

11:33:20 PM

আইপিএল: মুম্বই ১০২/২ (১২ ওভার)

10:46:01 PM

আইপিএল: মুম্বই ৫৬/০ (৭ ওভার)

10:15:42 PM

আইপিএল: মুম্বইকে ১৯৪ রানের টার্গেট দিল হায়দরাবাদ

09:28:04 PM

আইপিএল: হায়দরাবাদ ১৪৮/২ (১৫ ওভার)

08:51:53 PM

আইপিএল: হায়দরাবাদ ৯৭/২ (১০ ওভার)

08:27:28 PM