Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বাইশে উত্তরপ্রদেশে কুড়ি
দফায় ভোট হবে তো!
হিমাংশু সিংহ 

প্রার্থী তালিকা প্রকাশ হতে শুরু করেছে। খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে আবেগে ভাসছে নন্দীগ্রাম। সব পক্ষই বলছে, খেলা হবে। বাংলা ও বাঙালির ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর নির্ণায়ক খেলা। বহিরাগত শক্তি বনাম হাসিমুখে ঘরের মেয়ের লড়াই। তবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়েই খেলতে হবে। তাকে আক্রান্ত করে, জখম করে নয়। সিঙ্গল ইঞ্জিনে আস্থা রেখেই বীরদর্পে যুগ যুগ ধরে ছুটছে বাংলা। ডবল ইঞ্জিনে শরীর গরম হয়ে শেষে রক্ত বমি হতে পারে। তাই বাঙালিকে সেরাটাকেই বেছে নিতে হবে।
গণতন্ত্রে নির্বাচন আসবে যাবে। জয় পরাজয়ও যথারীতি থাকবে। কিন্তু সেই শক্তিকেই জয়ী করতে হবে যারা বাংলাকে চেনে, বাংলার মাটির ঘ্রাণ যাদের শিরায় উপশিরায় রক্তে। অচেনা বহিরাগতদের মিথ্যে ঢং আর ভড়ং-এ ভুললে সর্বনাশ। এই ক্ষমতা দখলের খেলা যেন জাতির বুকে চিরস্থায়ী অভিশাপ হয়ে না দাঁড়ায়। গভীর ক্ষত সৃষ্টি করেই কায়েমি নীচ স্বার্থ হাসিল করতে হয়। আর তা ত্বরান্বিত করতে ইতিহাসের সেই অভিশপ্ত সন্ধিক্ষণেই মাতৃজঠর থেকে জন্ম হয় মীরজাফরদের। দমবন্ধ ত্রিবেদী, সেচ হারানো বন্দ্যোপাধ্যায়, কিছুই না পাওয়া বঞ্চিত অধিকারীদের! মুখোমুখি যুদ্ধ নয়, শুধু একটা ভোট জিততে বেছে বেছে মীরজাফর কিনে বাজিমাতের চেষ্টা চলছে পুরোদমে। বঙ্গভঙ্গের ১১৬ বছর পর যা বাংলা ও বাঙালির সামনে নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। এবারের ভোটরঙ্গ সেই চ্যালেঞ্জেরই উত্তরের অপেক্ষায়।
ইতিহাসের ঘাত-প্রতিঘাতে বাঙালি অনেক কিছু হারিয়েছে। স্বাধীনতার ৬ বছর আগেই চলে গিয়েছেন রবীন্দ্রনাথ। বীর সুভাষ কোথায় তা জানা নেই ১৯৪৫ থেকে। এখনও দেশমাতার শ্রেষ্ঠ সন্তানকে হন্যে হয়ে খুঁজে চলেছে বাংলা। এভাবেই হারাতে হারাতে পিছিয়ে পড়েছে গোটা জাতি। অভিশপ্ত দেশভাগ বাঙালির বুকে এক ছিন্নমূল অস্তিত্বের কালো দাগ লেপে দিয়েছে। এখন শেষ সম্বল তার আদ্যন্ত বেঁচে থাকার রসদ, উজ্জ্বল প্রাণবন্ত সংস্কৃতিটুকু। সবুজ গ্রাম। অনাবিল বয়ে যাওয়া প্রাণসুধা। আর বিশ্ব বিস্তৃত বাঙালিয়ানা। ডিজিটাল দৌড়ে যা আজ ছড়িয়ে পড়েছে অনন্ত চরাচরে। এই গ্রহের প্রায় প্রতিটি অণু-পরমাণুতে। ফের শক-হূন-পাঠান-মোগল আর বহিরাগত বর্গীর হানাদারিতে তাকে কিছুতেই নষ্ট হতে দেওয়া চলবে না। বাংলা থেকে ১৬০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে কেউ রিমোটে আমাদের পরিচালনা করবে, এই ব্যবস্থা বাঙালির বুকে কুঠারাঘাতের চেয়েও বিষময় হবে। কোনওভাবেই পশ্চিমবঙ্গকে অবাঙালি প্রধান রাজ্য করা চলবে না। পানের পিকের দুঃসহ ঘিনঘিনে সংস্কৃতি আমদানি করা রুখতে হবে। এই বঙ্গের জীবনবোধকে সম্মান দিয়ে এবং অন্তরাত্মাকে অক্ষত রেখেই নির্বাচনের মাঠে খেলতে হবে। তাই দলের প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলার জননেত্রী ঠিকই
বলেছেন, যতই বাধা আসুক, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। চাপ তাঁকে কোনওদিন কোণঠাসা করতে পারেনি। তাই মুখে হাসি নিয়েই প্রত্যয়ী নেত্রীর শপথ, ২২১ আসনে জিতে তিনিই ফিরছেন ক্ষমতায়।
বাকিটা সময় বলবে, আগামী ২ মে।
খেলায় অংশ নিয়ে অস্তিত্বরক্ষার তাগিদে
ধোপদুরস্ত বাম বুদ্ধিজীবীরাও যদি সাম্প্রদায়িক আলখাল্লায় শরীর ঢাকে, খাল কেটে রাজ্যে কুমির ঢোকায়, তাহলে তো ঘোর বিপদ। অথচ ধর্মনিরপেক্ষতার আড়ালে তাই হচ্ছে। পাশেই মধু আহরণের লোভে বহিরাগত চিড়েতন, হরতন, ইস্কাবনদের সনাতন ছন্দে নর্তন! সেই সঙ্গে বিকৃত গলায় সোনার বাংলা গড়ার ডাক দিয়েও প্রতিদিন বাংলার স্বর্ণালি ইতিহাসের ভুল তথ্য পেশ। মায় রবীন্দ্রনাথের জন্মস্থান পর্যন্ত ভুল বলছেন সর্বভারতীয় সভাপতি! এই ভুল শুধু লজ্জার নয়, তীব্র হতাশারও। এদের হাতে বাংলার ভবিষ্যৎ তুলে দেবেন?
জীবনানন্দের বাংলায় এই ফাল্গুনে বসন্তের গন্ধ মেখে পলাশ শিমুল পারিজাত কৃষ্ণচূড়ায় সেজে খেলার ময়দান পুরোদমে প্রস্তুত। কিন্তু যত গোল বাধছে রেফারি আর আম্পায়ারকে নিয়ে। ভোট পরিচালনায় কঠোর হোন, আপত্তি নেই। মমতা তো বলেই দিয়েছেন, দরকারে ২৯৪ দফায় ভোট হোক। দেশের সব কেন্দ্রীয় বাহিনীর গন্তব্য হোক বাংলা। কুচ পরোয়া নেই। কারণ ইতিহাসে শেষ কথা বলে মানুষই, বাহিনী নয়। বিশ্ব কাপ ফুটবলে ‘ভগবান’ মারাদোনার হাতে লেগে বল নেট ছুঁয়েছিল। তা নিয়ে শোরগোল বড় কম হয়নি। আর বাংলার এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রেফারি যদি অদৃশ্য চাপে আঙুলটা একটু বাঁকানোর খেলায় নামেন তাহলে? সবাই প্রতিবাদে সরব হবেন, না তখনও চুপ করে থাকবেন। এমনিতেই ভোটযন্ত্র নিয়ে সন্দেহ আর সংশয়ের শেষ নেই। তার উপর দাবি উঠেছে সব কেন্দ্রেই বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাট পরীক্ষা করে দেখতে হবে। যাতে করে বৈজ্ঞানিক রিগিংয়ের ছায়া থেকে আসন্ন নির্বাচনকে অন্তত কিছুটা মুক্ত করা যায়। সেই সঙ্গে প্রত্যেককে নিজের ভোট নিজে দেওয়ার শপথ নিতে হবে। বাংলার স্বার্থেই এবার একটা ভোটও নষ্ট করা চলবে না।
পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে এবার ভোট হচ্ছে আট দফায়। আর ২৩৪ আসনের তামিলনাড়ুতে মাত্র একদফায়। নিশ্চয়ই ওখানে খুন জখম রাহাজানি রাজনৈতিক আকচাআকচির রেকর্ড একেবারে শূন্য। কোথাও কোনও গণ্ডগোল, হাঙ্গামা নেই। নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এবং অতীত পরিসংখ্যান খতিয়ে দেখেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোট করতে হচ্ছে। ভোটের একমাস আগে থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে রাজ্যের এক একটি জেলা। সবই বিরোধীদের অভিযোগের ভিত্তিতে।
ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। কোনও রাজনৈতিক দল ও ক্ষমতাসীন সরকারের প্রভাব সেখানে পড়ে না। পড়ার কথাও নয়। সংবিধানের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রেখেই বছরের পর বছর কাজ করে আসছে এই সংস্থাটি। এই সংস্থার শীর্ষে যে তিনজন কমিশনার কাজ করেন তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। এঁদের মধ্যেই একজনকে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। উত্তর প্রদেশ ও কাশ্মীরের তুলনায় বেশি দফায় ভোটের সিদ্ধান্তটি নিশ্চয়ই সুচিন্তিতভাবেই তাঁরা নিয়েছেন।
কিন্তু কমিশনের উপর পূর্ণ আস্থা রেখেই বলি, অপরাধের পরিসংখ্যান কি সেই কথা বলে? যোগীর রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেই বাংলার চেয়ে ভালো নয়। মোটেই সুরক্ষিত নয় নারীদের সম্মান। হাতরাস, বুলন্দশহর, কানপুর, মিরাট অপরাধীদের স্বর্গরাজ্য। সমাজবিরোধীদের দৌরাত্ম্যও কয়েকগুণ বেশি। খুন, জখম, গুলি সব জলভাত। অথচ
সেখানে বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচন হয়েছে মাত্র সাত দফায়। ভোট ঘোষণার পর পরই কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষক এবং পুলিস কর্তাদের
দিয়ে রাজ্যটাকে এভাবে ঘিরে ফেলতে হয়নি। উত্তরপ্রদেশে বিধানসভার আসন সংখ্যা ৪০৩। আর পশ্চিমবঙ্গে ২৯৪। অর্থাৎ বাংলায় আসন সংখ্যা ১০৯টি কম। তথাপি বাংলায় এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে চার দিক দিয়ে মুড়ে আট দফায় ভোট হচ্ছে। শেষ পর্যন্ত কত বাহিনী আসবে তার হিসেব এখনও নেই। যদি সাধারণ পাটিগণিতের হিসেব মানতে হয় তাহলে বাংলায় আট দফায় ভোট হলে উত্তরপ্রদেশে নিশ্চিতভাবে ন্যূনতম পনেরো থেকে কুড়ি, কিংবা তারও বেশি দফায় ভোট হওয়া উচিত। মমতা ২৯৪ দফায় ভোটে রাজি, যোগী আদিত্যনাথ এবার কী বলবেন? বলা বাহুল্য, বাংলায় যেখানে ৭ কোটি ৩২ লক্ষ ভোটার, উত্তরপ্রদেশে সেখানে ভোটার সংখ্যা ১৪ কোটিরও বেশি। তাহলে কমিশনই বলুক যোগীর রাজ্যে ঠিক ক’দফায় ভোট হওয়া উচিত!
পরিসংখ্যান যাই বলুক, ডবল ইঞ্জিন যোগীর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিশেষ প্রশ্ন তুলতে দেখা যায় না স্বরাষ্ট্র মন্ত্রককেও। খুন-খারাপি, ধর্ষণ, রাজনৈতিক অপরাধ পাল্লা দিয়ে বাড়তে থাকলেও মোদি-অমিত শাহরা তা বড় একটা চোখে দেখতে পান না। যেমন কর্ণাটকের এক প্রভাবশালী মন্ত্রীর বেনজির অপরাধও শাসকের নজরে আসে না। কী করেছেন কর্ণাটকের ওই মন্ত্রী? নাম রমেশ জারকিহোলি। তিনি কর্ণাটক সরকারের জলসম্পদ মন্ত্রী। এক মহিলাকে নিজের দপ্তরে কাজ দেওয়ার নাম করে দিনের পর দিন সহবাস ও অত্যাচার করেছেন। অথচ ইয়েদুরাপ্পার ডবল ইঞ্জিন কর্ণাটক সরকার তা দেখতেই পায়নি। নিজের দলের লোক বলেই সাতখুন মাফ। আবার যাবতীয় প্রোটোকল ভেঙে কর্তব্যরত এক নার্সকে বাড়িতে ডেকে করোনার টিকা নিয়েছেন কর্ণাটকেরই আর এক মন্ত্রী। ডবল ইঞ্জিন বলে সাতখুন মাফ! এই একচোখা এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব কতদিন চলবে? পশ্চিমবঙ্গের মানুষ এই বৈষম্য কতদিন নীরবে সহ্য করবেন?
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসেবই বলছে মোদি জমানায় গোটা দেশে মহিলাদের উপর অপরাধ বেড়ে চলেছে। ২০১৯ সালে মহিলাদের উপর সংগঠিত অপরাধের সংখ্যা ছিল ৪ লক্ষ ৫ হাজার ৮৬১। ২০১৮ সালের সঙ্গে তুলনা করলে বৃদ্ধির হার ৭.৩ শতাংশ। তাহলে? যাঁরা সোনার বাংলা গড়ার আওয়াজ তুলছেন, আর ক্ষমতা দখল করতে বিভাজন আর সাম্প্রদায়িক জিগির তুলছেন, তাঁদের বলি বাঙালিকে এ যাত্রায় ছেড়ে দিন। বাঙালি নিজের সোনার ভবিষ্যৎ নিজেই তৈরি করে নিতে পারবে। তার জন্য কোনও গুজরাতির আশ্বাস আর হাওয়াই জাহাজ চেপে এসে মিথ্যে আস্ফালনের দরকার নেই। প্রয়োজন নেই কোনও যোগী মার্কা ভণ্ডের দৌরাত্ম্যের। বাংলাকে অপমান ও দুয়ো দেওয়ার আপনি কে? কী করেছেন বাংলার জন্য? বাংলা ও বাঙালি তার ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে জানে। মওত কা সওদাগরের আশীর্বাণীর পরোয়া সে করে না। এই নির্বাচন তাই বাঙালি সংস্কৃতির উপর বাইরের আঘাত চিরতরে শেষ করারও অগ্নিপরীক্ষা। 
07th  March, 2021
‘আপ রুচি খানা’
মৃণালকান্তি দাস

দ্বারকার ক্ষত্রিয়ভূমিতে মদ্য-মাংসের বারণ ছিল না, তার প্রমাণ মহাভারতে আছে। আর অযোধ্যার পথেঘাটে ছিল সুরা-মদের ছড়াছড়ি। বলে গিয়েছেন বাল্মীকি।
বিশদ

লক্ষ্মীর ভাণ্ডার বনাম ছাপ্পান্ন ইঞ্চির ভাঁওতা
সন্দীপন বিশ্বাস

নমস্কার, আমি আপনার ব্যাঙ্কের ম্যানেজার বলছি। আপনার অ্যাকাউন্টে একটু আগে একটা বিদেশি লটারির পুরস্কার বাবদ ১৫ লক্ষ টাকার পুরস্কার ঢুকেছে। কিন্তু অ্যাকাউন্টে একটা সমস্যা থাকায় টাকাটা ঢুকছে না। আপনার কাছে একটা ওটিপি নম্বর যাচ্ছে, সেটা আমাকে বলে দিলেই আপনার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকে যাবে।  বিশদ

17th  April, 2024
লক্ষ্য উত্তরবঙ্গ: মমতার প্রকল্প আছে, মোদির?
শান্তনু দত্তগুপ্ত

রাস্তাঘাটে আম জনতার সঙ্গে কথা বলছেন সঞ্চালক। প্রত্যেকের জন্য প্রশ্ন একটিই, গত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকারের এমন তিনটি কাজ বলুন, যার মাধ্যমে আপনি সরাসরি উপকৃত হয়েছেন।
বিশদ

16th  April, 2024
এক জাতি, এক নির্বাচন: সন্দেহজনক তত্ত্ব
পি চিদম্বরম

ইস্তাহার হল একটি লিখিত ঘোষণা। তাতে থাকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে কিছু ইচ্ছা এবং মতামত। এই প্রসঙ্গেই মনে আসে ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা এবং ১৯৪৭-এর ১৪-১৫ আগস্ট জওহরলাল নেহরুর সেই বিখ্যাত ‘ভাগ্যদেবতার সঙ্গে অভিসারের সংকল্প’ ভাষণের মতো দৃষ্টান্তগুলি।
বিশদ

15th  April, 2024
৪০০ নামুমকিন, তবু মরিয়া ‘গোয়েবলস’
হিমাংশু সিংহ

নির্বাচন কত বড় ‘মাইন্ড গেম’ তার অকাট্য প্রমাণ এবারের লড়াই। নরেন্দ্র মোদি জানেন, কোনও অঙ্কেই ৪০০ আসন জেতা সম্ভব নয়। দক্ষিণ ভারত না সাথ দিলে ৩০০ অতিক্রম করাও কঠিন। উত্তর ভারতে দু’-চারটে রাজ্যে হিসেব না মিললে ২০০-র আগেই কিংবা সামান্য ওপরে থমকে যেতে পারে বিজেপির রথ। বিশদ

14th  April, 2024
আমে-দুধে মেশায় আইএসএফ এখন ‘আঁটি’
তন্ময় মল্লিক

ডুবন্ত মানুষ বাঁচার আশায় খড়কুটোকেও আঁকড়ে ধরে। একুশের নির্বাচনে সেই আশায় ডুবন্ত সিপিএম আইএসএফকে আঁকড়ে ধরেছিল। বাংলার রাজনীতিতে টিকে থাকার জন্য ব্রিগেডের জনসভায় অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীর হাতে মাইক্রোফোন তুলে দিয়েছিলেন মহম্মদ সেলিম। বিশদ

13th  April, 2024
অশ্বমেধের ঘোড়া বনাম এক নারীর লড়াই
সমৃদ্ধ দত্ত

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ৫০ বছরে পা দিল। ৫০ বছর ধরে তাঁর রাজনৈতিক ও সামাজিক উত্থান এক চমকপ্রদ ঐতিহাসিক রেফারেন্স। বিশেষত পুরুষতান্ত্রিক ভারতীয় রাজনীতিতে এক নারী হিসেবে ক্রমে শীর্ষে পৌঁছনো প্রায় বিরল। বিশদ

12th  April, 2024
ইতিহাসমেধ যজ্ঞের শেষ পরিণতি কী?
মৃণালকান্তি দাস

সদ্য ক্ষমতায় বসা নরেন্দ্র মোদি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী তখন স্মৃতি ইরানি। ২০১৪-র অক্টোবর মাস। দিল্লির মধ্যপ্রদেশ ভবনে মন্ত্রীকে ডেকে এনে প্রায় সাত ঘণ্টা বৈঠক করেছিলেন আরএসএস নেতারা। বৈঠকে সুরেশ সোনি, দত্তাত্রেয় হোসাবোলে ছাড়াও শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সঙ্ঘের বিভিন্ন শাখার নেতারাও উপস্থিত ছিলেন।
বিশদ

11th  April, 2024
অর্থ পরে, আগে আস্থা ফেরান মোদি
হারাধন চৌধুরী

পূর্ববর্তী দুটি লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছিলেন। এবার তাঁর প্রচারের ক্যাচলাইন ‘গ্যারান্টি’। কখনও কখনও তিনি শুধু ‘গ্যারান্টি’তেই থেমে নেই, ‘গ্যারান্টিরও গ্যারান্টি’ দিচ্ছেন! পুরো শরীরী ভাষা উজাড় করে দিয়ে প্রধানমন্ত্রী বলে চলেছেন, ‘আজ পুরা হিন্দুস্থান জানতা হ্যায়, দুনিয়া ভি মানতা হ্যায়, মোদি কি গ্যারান্টি মতলব গ্যারান্টি পুরা হোনে কি গ্যারান্টি!’
বিশদ

10th  April, 2024
ফ্যাক্টর নারীশক্তি, গ্যারান্টিও
শান্তনু দত্তগুপ্ত

জওহরলাল নেহরুর হাতে সময় যে বেশি নেই, তার আভাস অনেক আগে থেকেই পেয়েছিলেন কংগ্রেসের ‘বস’রা। তাই বছর দুয়েক ধরে নিজেদের গুছিয়ে নিতে পেরেছিলেন। বরং সময় দেননি লালবাহাদুর শাস্ত্রী। কে হবেন প্রধানমন্ত্রী? বিশদ

09th  April, 2024
বিপন্ন সাংবিধানিক নৈতিকতা
পি চিদম্বরম

দুর্নীতির অভিযোগে একজন কর্তব্যরত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার একইসঙ্গে আইনি, রাজনৈতিক এবং সাংবিধানিক সমস্যা। এটা আরও এমন একটা বিষয় যা সংবিধানের লিখিত বয়ানবহির্ভূত এবং এর সঙ্গে জড়িয়ে গিয়েছে সাংবিধানিক নৈতিকতার দিক। 
বিশদ

08th  April, 2024
ডায়মন্ডহারবারে বিজেপি’র প্রার্থী নেই কেন?
হিমাংশু সিংহ

মুখে বড় বড় কথা, লড়াই করার নেতা নেই, দমও নেই। শনিবার দুপুরে এই লেখা যখন লিখছি তখনও ডায়মন্ডহারবারে প্রার্থীই ঘোষণা করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রণেভঙ্গ দিয়েছেন সিপিএমের মদতপুষ্ট নৌশাদ সিদ্দিকিও। বিশদ

07th  April, 2024
একনজরে
১৩ দিনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে চারটি জনসভা ও  একটি রোড শো করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সভা করে গিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ...

আটের দশকের শেষ দিক। নাইজেরিয়া থেকে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন দীর্ঘদেহী মিডিও। নাম এমেকা এজুগো। পরবর্তীতে ১৯৯৪ বিশ্বকাপে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। ময়দানের তিন প্রধানের ...

পিছনে লেগে রয়েছে ইডি। চীনা ভিসা দুর্নীতি মামলায় ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চার্জশিটও জমা পড়েছে আদালতে। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সমালোচনা ...

নির্বাচনী কাজে চরম ব্যস্ততা রয়েছে পুলিসের। এছাড়া ভোট আবহে নিত্যদিন বিভিন্ন সভা থেকে মিছিলে নিরাপত্তার ব্যবস্থা সহ নাকা চেকিংয়ে চরম ব্যস্ত পুলিস-প্রশাসন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

রাজনীতিক ও পেশাদারদের ব্যস্ততা বাড়বে। বয়স্করা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ধনযোগ আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ঐতিহ্য দিবস
১৮০৯: ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্ম
১৮৫৩: এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়
১৮৮৮: সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের জন্ম
১৯১৬: অভিনেত্রী ললিতা পাওয়ারের জন্ম
১৯৩০: ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে
১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু
১৯৫৮ - ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শালের জন্ম
১৯৬২: অভিনেত্রী পুনম ধিলনের জন্ম
১৯৬৩: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফিল সিমন্সের জন্ম
১৯৭১: কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন
১৯৮০: জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে
১৯৮১: সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী তথা বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম সেই নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু
১৯৮৬:  স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষের মৃত্যু
১৯৯২: ক্রিকেটার কেএল রাহুলের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৭.৪৮ টাকা ৮৯.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  April, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী ৩০/৩৫ অপরাহ্ন ৫/৩২। অশ্লেষা নক্ষত্র ৬/৩৮ দিবা ৭/৫৭। সূর্যোদয় ৫/১৭/৪৩। সূর্যাস্ত ৫/৫৪/১৬। অমৃতযোগ রাত্রি ১২/৪৪ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। বারবেলা ২/৪৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১/০ মধ্যে। 
৫ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪। দশমী রাত্রি ৭/৫। অশ্লেষা নক্ষত্র দিবা ৯/৫২। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৬ গতে ৫/৫৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৭ গতে ১/২ মধ্যে। 
৮ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: পাঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই

11:50:54 PM

আইপিএল: ২১ রানে আউট হরপ্রীত ব্রার, পাঞ্জাব ১৮১/৯ (১৯ ওভার) টার্গেট ১৯৩

11:46:48 PM

আইপিএল: ৬১ রানে আউট আশুতোষ শর্মা, পাঞ্জাব ১৬৮/৮ (১৭.১ ওভার) টার্গেট ১৯৩

11:36:00 PM

আইপিএল: ২৩ বলে হাফসেঞ্চুরি আশুতোষ শর্মার, পাঞ্জাব ১৫১/৭ (১৫.৩ ওভার) টার্গেট ১৯৩

11:22:48 PM

আইপিএল: ৪১ রানে আউট শশাঙ্ক সিং, পাঞ্জাব ১১১/৭ (১২.১ ওভার) টার্গেট ১৯৩

11:02:15 PM

আইপিএল: ৯ রানে আউট জীতেশ শর্মা, পাঞ্জাব ৭৭/৬ (৯.২ ওভার) টার্গেট ১৯৩

10:48:50 PM