Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

রাজধর্ম
তন্ময় মল্লিক 

যেমন কথা তেমন কাজ। উম-পুন সুপার সাইক্লোনে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, টাঙিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের তালিকা। ফেরানো হবে অবাঞ্ছিতদের হাতে যাওয়া ক্ষতিপূরণ। সেই টাকা দেওয়া হবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ ও টাকা ফেরানো। আর তাতেই তৃণমূলের পঞ্চায়েত ও ব্লক স্তরের বহু নেতার মাথা হেঁট হতে শুরু করেছে। অনেকে লজ্জায় ঘরবন্দি। এমনটাই হওয়ারই ছিল। সেটা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তারপরেও তিনি তালিকা প্রকাশের সবুজ সঙ্কেত দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত শুধু সাহসীই নয়, সৃষ্টি করেছে অনন্য নজির।
ক্ষতিপূরণের তালিকা প্রকাশের অনেক আগেই বিভিন্ন জেলা থেকে শাসক দলের নিচুতলার নেতাদের স্বজনপোষণের নানা নমুনা প্রকাশ্যে এসেছিল। তা থেকেই বোঝা যাচ্ছিল, ক্ষতিগ্রস্তদের হাতে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে হাতিয়ার করে তৃণমূলের বহু মাতব্বরই সরকারি টাকা পকেটস্থ করেছে। ‘গৌরী সেনে’র টাকা ভেবে তা আত্মীয়দের পাইয়ে দিয়েছে।
গত ২০ মে উম-পুন ঝড়ের তিন দিন পর নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করতে গিয়েই দুর্নীতির আভাস পেয়েছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর নন্দীগ্রামের বিধায়ক হিসেবে সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি নিয়ে অভিযোগ উঠছে। অনেক পাকাবাড়ির মালিকের নাম রয়েছে। আবার বহু প্রকৃত ক্ষতিগ্রস্ত বাদ পড়েছেন। কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, দোতলা, তিনতলা বাড়ির মালিকদের নাম ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে বাদ যাবে। চারজনের কমিটি তদন্ত করবে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ওয়েব সাইটে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা আপলোড করতেই ঝুলি থেকে বেরতে শুরু করেছে বেড়াল। সেই তালিকায় এমন অনেক নেতা এবং তাঁদের আত্মীয়দের নাম রয়েছে, যাঁরা লজ্জায় মুখ দেখাতে পারছেন না। অনেকে ফোন পর্যন্ত ধরছেন না। সাংবাদিকদের প্রশ্ন করার আগেই কেউ কেউ জানিয়ে দিচ্ছেন, তাঁদের অজান্তেই টাকা ঢুকেছে। তাঁরা টাকা ফেরত দিয়ে দেবেন। তবে, নন্দীগ্রামের- ২ ব্লকের আমদাবাদ পঞ্চায়েত এলাকার এক ঠিকাদার তৃণমূল নেতার জবাব শুনে অনেকেই চমকে গিয়েছেন। ওই ঠিকাদার নেতা বলেছেন, ‘আমি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করি। ২০ হাজার টাকা আমার হাতের ময়লা। ওই টাকা আমি ফেরত দিয়ে দেব।’ এমন দাম্ভিক উক্তির পর অনেকেই বলছেন, ‘চোরের মায়ের বড় গলা’ প্রবাদটা এই সমস্ত মানুষের জন্যই যথার্থ।
উম-পুনের সঙ্গে এরাজ্যের আছড়ে পড়া ঝড়গুলির মধ্যে আয়লারই অনেকটা মিল আছে। ২০০৯ সালের ২৫ মে সেই ঝড় সুন্দরবন এলাকায় ঘণ্টায় ১২০ থেকে ১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। ভেঙেছিল হাজার হাজার ঘরবাড়ি। ত্রাণ এবং ক্ষতিপূরণ নিয়ে মানুষের ক্ষোভ ছিল তুঙ্গে। মানুষের ক্ষোভের মুখে পড়ে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সিপিএম বিধায়ক গোপাল গায়েনকে কাদাজলে দৌড়তে হয়েছিল। তাতেও রেহাই পাননি। ক্ষতিগ্রস্তরা সিপিএম বিধায়কের গালে কাদামাটি লেপে দিয়েছিল।
তারপরের দিন অর্থাৎ ৩ জুন হিঙ্গলগঞ্জের ত্রাণশিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও বিক্ষোভের মুখে পড়েছিলেন। মানুষ তাঁর কাছে জানতে চেয়েছিল, বাংলাদেশের সুন্দরবন এলাকায় যদি কংক্রিটের বাঁধ তৈরি হতে পারে, তাহলে ৩২ বছর ক্ষমতায় থাকার পর বাম সরকার সেটা করতে পারল না কেন? বুদ্ধদেববাবু জবাব দিয়েছিলেন। তবে একটু ঘুরিয়ে। বলেছিলেন, ‘৩২ বছর এই এলাকার জন্য সরকার কী করেছে, তার ফাইল আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারি।’ ঝড়ে বিধ্বস্ত গৃহহীন ক্ষুধার্ত মানুষের সেকথা হজম হয়নি। এক ব্যক্তি সপাটে উত্তর দিয়েছিলেন, ‘ওসব তাপ্পি মারা কথা আমাদের বলবেন না, স্যার।’ বেগতিক বুঝে বুদ্ধদেববাবু আর কথা বাড়াননি। কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটলে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগে। সুস্থ, স্বাভাবিক জীবন আচমকা ঝড়ে যখন তছনছ হয়ে যায়, তখন সব তালগোল পাকিয়ে যায়। মানুষ অস্থির হয়ে ওঠে। দিন যত যায়, ভুক্তভোগী মানুষের ক্ষোভ ততই চরমে ওঠে। তার উপর ক্ষতিগ্রস্তদের মুখের গ্রাস, মাথার আচ্ছাদন কেড়ে নিলে তৈরি হয় জনরোষ। সেটাই স্বাভাবিক। তবুও মাতব্বরদের শিক্ষা হয় না। আসলে লুটেরাদের জামার রং বদলালেও চরিত্র বদলায় না।
এখন উম-পুনের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আয়লাতেও তার ব্যতিক্রম ঘটেনি। ঘটনাটি হিঙ্গলগঞ্জ এলাকারই। তখন ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ক্ষতিপূরণ দেওয়া হতো ১০ হাজার টাকা। প্রশাসনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের জন্য তৈরি করা হয়েছিল ১৪৭০ জন ক্ষতিগ্রস্তের নামের তালিকা। প্রশাসনের তৈরি ১১ পাতার ওই তালিকা মাঝপথে বদলে দেওয়া হয়েছিল। ভিতর থেকে তিনটি পাতা পাল্টে দেওয়া হয়েছিল। যোগেশগঞ্জ পঞ্চায়েতের ক্ষতিগ্রস্তদের ছেঁটে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সাহেবখালি পঞ্চায়েত এলাকার ৫৪ জনের নাম। বহু মানুষের লক্ষ লক্ষ টাকা লুট হয়েছিল। থানা-পুলিস হলেও শাস্তি হয়নি।
আয়লার সঙ্গে উম-পুনের প্রচুর মিল থাকলেও একটা মৌলিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা কৌশলগত। আয়লার পর ক্ষতিগ্রস্তদের অর্থ আত্মসাতের পরিকল্পনা ছিল নিখুঁত। সর পড়া দুধের কড়াই থেকে স্ট্র দিয়ে দুধ সাবাড় করা হয়েছিল। তাই বাইরে থেকে বোঝা যায়নি, ভিতরের কতটা খালি হয়ে গিয়েছে। আর উম-পুনের বেলায় গ্লাসে ঢেলে দুধ চুমুক দিয়ে খেয়েছে। ফলে মুখে, গোঁফে দুধ লেগে গিয়েছে। দুধ খাওয়ার ছাপ স্পষ্ট।
আয়লার প্রসঙ্গ টেনে আনার উদ্দেশ্য এই নয়, তৃণমূল কংগ্রেসের মাতব্বরদের আড়াল করা,
বা তাদের অপরাধ লঘু করে দেখানো। গরিব
মানুষকে বঞ্চিত করে দোতলা, তিনতলা বাড়ির মালিকদের টাকা আত্মসাতের চেষ্টা শুধু অন্যায় নয়, শাস্তিযোগ্য অপরাধ।
মাস দশেক পরেই বিধানসভা নির্বাচন। এমন এক সময়ে ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা প্রকাশ এবং অপাত্রে যাওয়া টাকা ফিরিয়ে আনার নির্দেশকে ঘিরে উত্তাল রাজ্য‌ রাজনীতি। কেউ বলছেন, মুখ্যমন্ত্রীর এই নির্দেশে খুলে যাবে ‘প্যান্ডোরা বক্সের’ ঢাকনা।
রয়েছে গাঁ উজাড় হওয়ার আশঙ্কা। আবার কেউ বলছেন, দলের দুর্নীতিগ্রস্তদের ঢিট করতে
‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতি নিয়েছেন তৃণমূলনেত্রী। তাতে দলের সংগঠনের ক্ষতি হলেও সাধারণ মানুষের আস্থা বাড়বে। তাই ঝুঁকি সত্ত্বেও তালিকা প্রকাশ যেমন সাহসী পদক্ষেপ, তেমনই রাজধর্ম পালনের অনন্য নজির।
‘রাজধর্ম পালন’ শব্দটা উচ্চারিত হলেই যে মানুষটার মুখ-চোখের সামনে ভেসে ওঠে তিনি আর কেউ নন, অটলবিহারী বাজপেয়িজি। সালটা ২০০২। অটলজি তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদি। ২৭ ফেব্রুয়ারি ভয়াবহ গোধরা কাণ্ডের জেরে গুজরাতজুড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন। অহিংসার পূজারি মহাত্মা গান্ধীর রাজ্য তৈরি করেছিল নৃশংসতার ভয়ঙ্করতম নজির। স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠেছিল সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়ার অভিযোগ।
ঠিক তেমনই এক পরিস্থিতিতে মোদিজিকে পাশে বসিয়ে অটলজি সাংবাদিক সম্মেলন করেছিলেন। শুরুতে দু’জনেরই মুখে লেগেছিল হাসি। বাজপেয়িজি বলেছিলেন, ‘রাজার কাছে বা শাসকের কাছে প্রজায় প্রজায় ভেদ হয় না। জন্ম, জাতি বা সম্প্রদায় কোনও কিছুর ভিত্তিতেই শাসক প্রজায় প্রজায় ভেদ করতে পারেন না। তিনি নিজেও রাজধর্ম পালন করছেন, গুজরাতের মুখ্যমন্ত্রীরও উচিত তেমনটাই করা।’ দলের প্রধানমন্ত্রীর এই কথায় মিলিয়ে গিয়েছিল মোদিজির মুখের হাসি। তারপর নিজেকে সামলে নিয়ে প্রধানমন্ত্রীর দিকে ফিরে চাপা গলায় মোদিজি বলেছিলেন, ‘আমিও তাই করছি, সাহেব।’ দেশের প্রথম শ্রেণীর সমস্ত সংবাদমাধ্যমের সামনে দলেরই একজন মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের বার্তা দিয়ে সেদিন অটলজি ইতিহাস সৃষ্টি করেছিলেন। দল, জাত, ধর্মের ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালনই একজন প্রকৃত প্রশাসকের কাজ, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। ভারতরত্ন সম্মান তো তাঁকেই শোভা পায়।
বাজপেয়িজির সেই ঐতিহাসিক উক্তি ভারতীয় রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে। ভবিষ্যতেও আসবে। উম-পুনে ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে ঘিরে সেই প্রসঙ্গ ফের উঠতে শুরু করেছে। অনেক বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে প্রকাশ্যে এসেছে তাঁরই দলের একাংশের সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা। তাতে দলের চরম ক্ষতি হতে পারে। সেই আশঙ্কা সত্ত্বেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়াকেই তিনি প্রাধান্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তালিকা প্রকাশের।
দলের স্বার্থ নয়, প্রাধান্য দিয়েছেন রাজধর্মকেই। 
04th  July, 2020
নিত্য নতুন ইভেন্টের
আড়ালে যত খেলা
সমৃদ্ধ দত্ত

বয়কটের আগে বুঝতে হবে যে, এখন এসব বয়কট করার অর্থ আমাদের দেশেরই ব্যবসায়ী, দোকানিদের চরম আর্থিক ক্ষতি। বিগত তিনমাসের লকডাউনে এমনিতেই জীবিকা সঙ্কটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। আমাদের এলাকার চাইনিজ প্রোডাক্ট এখন আমরা না কিনলে চীনের ক্ষতি নেই।
বিশদ

করোনা যুদ্ধে জাপানকে জেতাচ্ছে সুস্থ সংস্কৃতি 
হারাধন চৌধুরী

সারা পৃথিবীর হিসেব বলছে, করোনা ভাইরাসে বা কোভিড-১৯ রোগে মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। সেই প্রশ্নে জাপানিদের প্রচণ্ড ভয় পাওয়ার কথা। কারণ, প্রতি একশো জনের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা জাপানেই সর্বাধিক।   বিশদ

09th  July, 2020
 একাদশ অবতার
সন্দীপন বিশ্বাস

কতদিন হয়ে গেল ওইসব দামি দামি স্যুট পরা হয়নি, কতদিন বিদেশ যাওয়া হয়নি, কত বিদেশি রাজার সঙ্গে জড়াজড়ি করে হাগ করা হয়নি। সেসব নিয়ে খুবই মন খারাপ হবু রাজার।
বিশদ

08th  July, 2020
সীমান্ত বিতর্ক অছিলা, বাণিজ্য যুদ্ধ
জিততেই চীনের গলওয়ান কাণ্ড
সঞ্জয় মুখোপাধ্যায়

সীমান্ত উত্তেজনা কমাতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চীনের বিদেশ মন্ত্রীর বৈঠক আপাতত স্বস্তি দিয়েছে। কিন্তু, স্থায়ী সমাধান সূত্র মেলেনি। বরং বৈঠকের পর চীনের সরকারের বক্তব্য, দুই দেশের সম্পর্ক এক জটিল পরিস্থিতির মুখোমুখি। কী সেই পরিস্থিতি?
বিশদ

08th  July, 2020
সীমান্তেও মোদির
চমকদার রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

তারিখটা ৭ নভেম্বর, ১৯৫৯। কংকা পাসের ঘটনার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি দিয়েছেন চৌ-এন-লাই। লিখেছেন, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক এবং মোটেও কাঙ্ক্ষিত নয়।
বিশদ

07th  July, 2020
আইনের হাত থেকে
স্বাধীনতাকে উদ্ধার করো
পি চিদম্বরম

যদি কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে সে অবশ্যই কোনও ভুল করেছে। যদি কারও জামিন নামঞ্জুর হয়ে যায়, তবে সে নিশ্চয় অপরাধী। যদি কোনও ব্যক্তিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়, তবে জেলসহ শাস্তিই তার প্রাপ্য।  বিশদ

06th  July, 2020
গুরু কে, কেনই বা গুরুপূর্ণিমা?
জয়ন্ত কুশারী

কে দেখাবেন আলোর পথ? পথ অন্ধকারাচ্ছন্নই বা কেন? এই অন্ধকার, মনের। মানসিকতারও। চিন্তার। আবার চেতনারও। এই অন্ধকার কুসংস্কারের। আবার অশিক্ষারও। অথচ আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত এক একজন।   বিশদ

05th  July, 2020
জাতির উদ্দেশে ভাষণের চরম অবমূল্যায়ন
হিমাংশু সিংহ

অনেক প্রত্যাশা জাগিয়েও মাত্র ১৬ মিনিট ৯ সেকেন্ডেই শেষ। দেশবাসীর প্রাপ্তি বলতে আরও পাঁচ মাস বিনামূল্যে রেশন। শুধু ওইটুকুই। ছাপ্পান্ন ইঞ্চি বুক ফুলিয়ে চীনকে কোনও রণহুঙ্কার নয়, নিহত বীর জওয়ানদের মৃত্যুর বদলা নয় কিম্বা শূন্যে নেমে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার সামান্যতম অঙ্গীকারও নয়। ১৬ মিনিটের মধ্যে ১৩ মিনিটই উচ্চকিত আত্মপ্রচার।   বিশদ

05th  July, 2020
মধ্যবিত্তের লড়াই শুরু হল
শুভময় মৈত্র 

কোভিড পরিস্থিতি চীনে শুরু হয়েছে গত বছরের শেষে। মার্চ থেকেই আমাদের দেশে হইচই। শুরুতেই ভীষণ বিপদে পড়েছেন নিম্নবিত্ত মানুষ। পরিযায়ী শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশার কথা এখন সকলেই জানেন।  বিশদ

04th  July, 2020
উন্নয়ন  ও  চীনা  আগ্রাসনের  উত্তর  একসুতোয় গাঁথা
নীলাশিস  ঘোষদস্তিদার 

আমরা ভারতীয়রা চীনা পণ্য বয়কট করব কি না, এই প্রশ্নে অনেকেই বেশ দ্বিধায়। এই কারণে যে এত সস্তায় কেনা সাধের চীনা অ্যান্ড্রয়েড ফোনটি ছেড়ে কি দামি আই-ফোন বা অকাজের দেশি ফোন কিনতে হবে?   বিশদ

03rd  July, 2020
ভার্চুয়াল স্ট্রাইক নাকি ড্যামেজ কন্ট্রোল!
মৃণালকান্তি দাস

ভারতের কোনও রাষ্ট্রনেতা তাঁর মতো বিদেশ সফর করেননি। প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিনিয়োগ টানতে চীনে গিয়েছেন অনেকবার। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। দশ বছরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চীনে গিয়েছেন ২ বার।  বিশদ

03rd  July, 2020
চীনের নতুন পুতুলের নাম পাকিস্তান
হারাধন চৌধুরী 

পাকিস্তান ছিল আমেরিকার পুতুল। এবার সেটা হাত বদলে চীনের হয়েছে। চীনের কোনও কিছুর গ্যারান্টি নেই। যেমন তাদের কথা আর বিশ্বাসের মূল্য, তেমনি চীনা প্রোডাক্টের আয়ু। এ নিয়ে চালু রসিকতাও কম নয়।  বিশদ

02nd  July, 2020
একনজরে
সংবাদদাতা, বালুরঘাট: আগেই করোনাতে আক্রান্ত হয়েছিলেন বালুরঘাট শহরের বাইকের একটি শোরুমের এক কর্মী। এবার সেই শোরুমের আরও এক কর্মী এবং সেখানে আসা এক ক্রেতার করোনা ...

 জীবানন্দ বসু, কলকাতা: গত এক বছরে দেশের কম আয়ের শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা দেখভালের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএসআই কর্পোরেশন। এর আয় ৫ ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা ‘সিপ’ বাবদ আদায় কমল জুন মাসে। গত মাসে গোটা দেশে সিপ-এ বিনিয়োগ হয়েছে ৭ হাজার ৯২৭ কোটি টাকা। অথচ তার আগের মাসে, অর্থাৎ মে মাসে বিনিয়োগ হয়েছিল ৮ হাজার ...

বার্সেলোনা: খেতাবের দৌড়ে পিছিয়ে পড়েও লড়াই জারি বার্সেলোনার। বুধবার ক্যাম্প ন্যু’য়ে লুই সুয়ারেজের করা একমাত্র গোলে কাতালন ডার্বিতে এস্প্যানিয়লকে পরাস্ত করল কিকে সেতিয়েন-ব্রিগেড। এই জয়ের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পঠন-পাঠনে আগ্রহ বাড়লেও মন চঞ্চল থাকবে। কোনও হিতৈষী দ্বারা উপকৃত হবার সম্ভাবনা। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৫- ভাষাবিদ মহম্মদ শহীদুল্লাহর জন্ম,
১৮৯৩- গণিতজ্ঞ কে সি নাগের জন্ম,
১৯৪৯- ক্রিকেটার সুনীল গাভাসকরের জন্ম,
১৯৫০- গায়িকা পরভীন সুলতানার জন্ম,
১৯৫১- রাজনীতিক রাজনাথ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.০৪ টাকা ৭৬.৭৪ টাকা
পাউন্ড ৯২.১৪ টাকা ৯৭.১৪ টাকা
ইউরো ৮২.৯৩ টাকা ৮৭.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,০৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫১,৭১০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫১,৮১০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৭, ১০ জুলাই ২০২০, শুক্রবার, পঞ্চমী ১৬/৩০ দিবা ১১/৩৯। পূর্বভাদ্রপদ অহোরাত্র। সূর্যোদয় ৫/২/৪২, সূর্যাস্ত ৬/২১/২৷ অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। বারবেলা ৮/২২ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২১ মধ্যে।
২৫ আষাঢ় ১৪২৭, ১০ জুলাই ২০২০, শুক্রবার, পঞ্চমী দিবা ১১/২৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র অহোরাত্র। সূযোদয় ৫/২, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ মধ্যে ও ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।
১৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: ব্যবসায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। বৃষ: শরীর-স্বাস্থ্যে দ্রুত আরোগ্য। মিথুন: একাধিক উপায়ে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৮৫- ভাষাবিদ মহম্মদ শহীদুল্লাহর জন্ম,১৮৯৩- গণিতজ্ঞ কে সি নাগের জন্ম,১৯৪৯- ...বিশদ

07:03:20 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৭,৮৬২ জন, মোট আক্রান্ত ২,৩৮৬১ 

09:42:28 PM

কর্ণাটকে করোনা পজিটিভ আরও ২,৩১৩ জন, মোট আক্রান্ত ৩৩,৪১৮ 

08:09:39 PM

করোনা: রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ 
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ...বিশদ

07:40:59 PM

করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক 
করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিং ...বিশদ

07:29:30 PM