Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বিশ্বাসযোগ্যতা ও বলিষ্ঠ
পদক্ষেপের এক বছর
রাজনাথ সিং

যে কোনও দেশের ইতিহাসে পাহাড়প্রমাণ পরিবর্তন দেখার সুযোগ খুব কমই আসে। ২০১৪ সালে ভারতের রাজনৈতিক ইতিহাসে এরকমই একটি বিরাট পরিবর্তন এসেছিল। দেশের মানুষ দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের হাত থেকে রেহাই পেতে চেয়েছিলেন। তাঁরা সেই সময় নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বিপুল ভোটে জয়ী করেন। একবার জিতে আসার পর আবারও জয়ের বিষয়টি ইতিহাসের নিরিখে খুব কমই দেখা যায়। পণ্ডিত জওহরলাল নেহরুর পর ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদিই হলেন দ্বিতীয় নেতা, যিনি পরপর দু’বার জনসমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং দ্বিতীয়বার আরও বেশি মানুষের আশীর্বাদ তিনি পেয়েছেন। ২০১৪ সালের ভোটের ফলাফল ছিল পরিবর্তনের। আর, ২০১৯-এর নির্বাচনের ফল সরকারের বিগত পাঁচ বছরের কাজের সমর্থনের প্রতিফলন। দেশবাসী যখন কারও উপর বিশ্বাস করেন, তখন সেই বিশ্বাসের পিছনে একটি বড় কারণ হিসেবে থাকে কোনও একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৯-এ নরেন্দ্র মোদির নেতৃত্বে যখন দ্বিতীয়বার আমাদের সরকার তৈরি হল, তখন অনেকেই মনে করেছিলেন, বিজেপির নীতিগুলির প্রতি বিশ্বাসের পাশাপাশি, মোদিজির সাহস এবং দৃঢ়তাকেও মানুষ স্বাগত জানিয়েছেন। জনসঙ্ঘের সময় থেকে আজ বিজেপির এই সময় পর্যন্ত এই বিশ্বাসযোগ্যতা অটুট রয়েছে। আর, মোদিজিও বিগত এক বছর ধরে সেই ধারাকে অব্যাহত রেখেছেন। তিনি তাঁর নিজের এবং দলের বিশ্বাসযোগ্যতা দারুণভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। আমাদের রাজনৈতিক বিচারধারা অন্যদের থেকে কতটা আলাদা, মোদিজির নানা পদক্ষেপের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।
৩৭০ ধারা, তিন তালাক, সন্ত্রাস বিরোধী আইনের পরিবর্তন এবং ভগবান রামের জন্মভূমিতে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করা নিশ্চিতভাবে ভারতের সামাজিক, রাজনৈতিক এবং সাংবিধানিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়।
মুসলমান মহিলাদের জীবন দীর্ঘদিন ধরে তালাক-এ-বিদ্দত-এর কারণে দুর্বিষহ অবস্থায় ছিল। বিগত এক বছর ধরে তাঁরা এর থেকে নিষ্কৃতি পেয়েছেন। আমার তো মনে হয়, এটা কোন সাধারণ বিষয় নয়, কারণ এখানে মহিলাদের আত্মসম্মানের বিষয়টি জড়িয়ে আছে।
ভগবান রামের জন্মভূমির বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর সমগ্র দেশ যেভাবে শান্তি, স্থিতাবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিল, নিঃসন্দেহে তা মোদি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা তো ভগবান রামের রামরাজ্যের আদর্শে বিশ্বাস করি, যেখানে প্রত্যেক মানুষের নিজ নিজ রাজনৈতিক দর্শন থাকবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন, আবার একসঙ্গে মিলেমিশে থাকবেন। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।
রাজনীতির ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা যখন সঙ্কটে এসে দাঁড়িয়েছিল, মোদিজি সেই সময় জনসাধারণের সামনে এসে দাঁড়ান। তাঁর নিরন্তর প্রয়াসে জনগণ রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পান। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে আচরণ করেছে, তা যথেষ্ট বিভ্রান্তিকর। অথচ, সরকার বিভিন্ন সময়ে লিখিতভাবে এই আইনের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলি বিভ্রান্তির সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ায় ভারতই একমাত্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমরা বিশ্ব শান্তি এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। মোদিজি নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ধর্মীয় কারণে নিপীড়িত সংখ্যালঘু মানুষদের ভারতে মাথা উঁচু করে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমার মতে যা দেশের ধর্ম নিরপেক্ষতার ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। কিন্তু সংকীর্ণ রাজনৈতিক কারণে মুসলিম সম্প্রদায়ের মানুষদের এই বিষয়ে নিরন্তর ভুল বোঝানো হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বিগত এক বছরে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর প্রথমেই কৃষক সম্প্রদায়ের সম্মান রক্ষার জন্য তাঁদের সরাসরি অর্থ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আর এরপর শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং দোকানদারদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি যখন ভারতের সামরিক দিকটি বিবেচনা করি, তখন দেখেছি সারা বিশ্বে সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলির তিন বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য চিফ অব ডিফেন্স স্টাফ রয়েছেন। গত ১৫ আগস্ট লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী ভারতে এই পদটি তৈরির কথা ঘোষণা করেন। প্রথম মোদি সরকারের সময়ে ‘এক পদ এক পেনশন’-এর বিষয়টি বাস্তবায়িত করা হয়েছিল, আর দ্বিতীয় মোদি সরকারের আমলে চিফ অব ডিফেন্স স্টাফ-এর পদটি তৈরি করা হল। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্য দেশে অস্ত্রশস্ত্র (যেমন বন্দুক ও রাইফেল) উৎপাদনের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিকে দক্ষ করে তোলার পাশাপাশি, অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল অন্তর্ভুক্ত হয়েছে ভারতের বায়ুসেনায়, যা দেশের রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে এক অভূতপূর্ব পদক্ষেপ। আমার নিজের এই অত্যাধুনিক যুদ্ধবিমানে সওয়ার হওয়ার সুযোগ মিলেছিল। এই প্রক্রিয়ায় শামিল হয়ে আমি গর্ব অনুভব করি।
আজ যখন সারা বিশ্বে মানবজাতি করোনা মহামারীর সঙ্কটের সম্মুখীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সময় অত্যন্ত সতর্কভাবে দেশজুড়ে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছিলেন— যার মাধ্যমে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমাদের ইচ্ছে এবং ক্ষমতা দু’টিই প্রকাশ পেয়েছে। গরিব শ্রমিক এবং কৃষকরা বর্তমান সময়ে এই লকডাউনের ফলে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে রয়েছেন। কিন্তু সরকার এঁদের প্রতি সহানুভূতিশীল। কোটি কোটি গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে, দরিদ্র মানুষরা বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। যার মাধ্যমে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে এই সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই প্রতিফলিত হচ্ছে।
যে কোনও গভীর সঙ্কটের সমাধান করার ক্ষমতা মোদিজি দেখিয়ে আসছেন। কৃষক আজ তাঁর নিজের ফসল যে কোনও জায়গায় বিক্রি করার অধিকার পেয়েছেন। শ্রমিকদের জন্য ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু হয়েছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সংজ্ঞা বদলানো হয়েছে। দেশে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীদিনে নিঃসন্দেহে এর ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাব।
লোকমান্য বাল গঙ্গাধর তিলক স্বাধীনতা আন্দোলনে ‘পূর্ণ স্বরাজ্য’-এর ডাক দিয়েছিলেন। এ বছর তাঁর জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রী যেভাবে আত্মনির্ভর ভারতের কথা বলছেন, আমার মনে হয় তিলকজির গত শতাব্দীর ‘স্বরাজ্য’ সঙ্কল্পকে তিনি এইভাবে বাস্তবায়িত করার উদ্যোগ গ্রহণ করেছেন। একবিংশ শতাব্দীর তৃতীয় এই শতকে আমি নিশ্চিত, দেশকে সেবা করার উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ অবশ্যই সফল হবে।
 লেখক: প্রতিরক্ষামন্ত্রী, ভারত সরকার
30th  May, 2020
আমাদেরও দম
আটকে আসছে
মৃণালকান্তি দাস

মার্কিন ভণ্ডামি! এটাই ছিল আমেরিকার প্রথম সারির সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বিশ্লেষণ। ৮ মিনিট ৪৬ সেকেন্ডের হত্যাকাণ্ড। জর্জ ফ্লয়েডের মৃত্যু রাতারাতি বদলে দিয়েছে করোনা আক্রান্ত নিস্তব্ধ আমেরিকাকে। একেই করোনার থাবায় এক লাখেরও বেশি মানুষের প্রাণহানি।
বিশদ

কিছু বৃক্ষ স্বয়ং ইতিহাস
হারাধন চৌধুরী

 টানা ৬৮ দিনের লকডাউনের নিদারুণ যন্ত্রণা সবে কাটিয়ে উঠেছি আমরা। প্রবেশ করেছি আনলক-১ পর্বে। কেন্দ্রের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী দিনে আরও দু’টি আনলক পর্ব পেরতে হবে। বিশদ

04th  June, 2020
ব্যর্থতার নামাবলি গায়ে
মোদিজির বর্ষপূর্তি
সন্দীপন বিশ্বাস

 লকডাউনের চারটে ইনিংস শেষ করে আমরা ঢুকে পড়েছি প্রথম আনলক সিজনে। করোনা বিধ্বস্ত আমাদের জীবন বইতে শুরু করেছে এক নতুন খাতে। মাত্র কয়েক মাসেই আমাদের জীবনের সামগ্রিক চালচিত্র ম্যাজিকের মতো বদলে গিয়েছে।
বিশদ

03rd  June, 2020
হিসেব মেলানো ভার
শান্তনু দত্তগুপ্ত

 সাত দু’গুণে কত হয়? উঁহু, ১৪ নয়। আপনি কখন বলছেন, তার উপর নির্ভর করছে। মানে, কাকেশ্বর কুচ্‌কুচে যদি মনে করে, আপনি বলার সময় ১৩ টাকা ১৪ আনা ৩ পাই হয়েছিল... মানে পুরোপুরি ১৪ হয়নি, তাহলে সেটাই। অর্থাৎ, হাতে একটা পেনসিল থাকছেই। বিশদ

02nd  June, 2020
সতর্ক প্রহরী
পি চিদম্বরম

ব্যারিস্টার ভি জি রো মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ছিলেন। তিনি ছিলেন বাম-মনস্ক উদার। সমস্ত ধরনের বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান, রাজনৈতিক শিক্ষা এবং শিল্প, সাহিত্য, নাটক প্রভৃতিকে জনপ্রিয় করে তুলতে তিনি পিপলস এডুকেশন সোসাইটি গড়েছিলেন।
বিশদ

01st  June, 2020
একটু সময় দিন,
পাশে দাঁড়ান
হিমাংশু সিংহ

বামফ্রন্ট সরকার ১৯৭৭ সালে ক্ষমতায় আসার পরের বছরই ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল বাংলা। ভেসে গিয়েছিল একের পর এক জেলা, দক্ষিণবঙ্গের বড় বড় শহর। কলকাতাও রেহাই পায়নি সেই বিপর্যয়ের হাত থেকে।
বিশদ

31st  May, 2020
বন্দি যখন শিশুমন
তন্ময় মল্লিক

 ‘উফ, আর পারা যাচ্ছে না। কবে যে মুক্তি পাব?’ ‘কতদিন বাজার যাইনি। এইভাবে দমবন্ধ অবস্থায় থাকা যায়?’ ‘দিনরাত গাধার খাটুনি খাটছি। তার উপর তোদের জ্বালাতন। এবার ঠাস ঠাস করে চড়িয়ে দেব।’ লকডাউনের গৃহবন্দি জীবনে এমন সংলাপ আজ প্রায় ঘরে ঘরে।
বিশদ

30th  May, 2020
বাংলার দুর্ভাগ্য
সমৃদ্ধ দত্ত

এত বড় একটা সাইক্লোনে একটি রাজ্যের বৃহৎ অংশ একপ্রকার বিধ্বস্ত হয়ে গেল, অথচ গোটা দেশের কোনও দোলাচল নেই? প্রথমদিন ট্যুইটারে সমবেদনা জানিয়েই সকলে যে যার স্বাভাবিক জীবনে ফিরে গেল? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঝাঁপিয়ে পড়ে এই ধ্বংসস্তূপ থেকে রাজ্যটাকে পুনরায় মাথা তুলে দাঁড়ানোর কোনও দৃপ্ত সহায়তা প্রতিজ্ঞাও তো দেখতে পাওয়া যাচ্ছে না।
বিশদ

29th  May, 2020
ভাবুন, সুন্দরবন নেই আর উম-পুন
বয়ে গিয়েছে কলকাতার উপর দিয়ে!
হারাধন চৌধুরী

ভাঙা যায়নি অনুন্নয়নের ট্র্যাডিশন। সামান্য উন্নয়নেও তীব্র বৈষম্য। ক্রমবর্ধমান জনসংখ্যা। চাকরিপ্রার্থীর সংখ্যাও ক্রমবর্ধমান। পরিণামে কোটি কোটি মানুষ কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন শত শত মাইল দূরে—চরম অনিশ্চয়তা আর বিপদকে সঙ্গী করে। অন্যদিকে, সঙ্কীর্ণ রাজনীতির বোড়ে হয়ে উঠেছেন দেশবাসীর প্রায় সকলে।
বিশদ

28th  May, 2020
‘আত্মসম্মান’ খ্যাত এক ভাঁড়ের রসিকতা
সন্দীপন বিশ্বাস 

অন্য দেশের রাজাদের মতো হবুরও আছে বিদূষক। অনেক বিদূষক তাঁর। তাঁদের তিনি ছড়িয়ে রেখেছেন বিভিন্ন অঙ্গরাজ্যে। তাঁরা সেই সব রাজ্যের প্রপালক। তাঁদের কাজ হল মহারাজ হবুর মুৎসুদ্দি করা। আর নানা ধরনের মন্তব্য করে অঙ্গরাজ্যের জনগণকে আনন্দ বিতরণ করা।  বিশদ

27th  May, 2020
মানবিকতার উপর
বিশ্বাসটা যেন রাখতে পারি
শান্তনু দত্তগুপ্ত

একটা ঝড়... যা পথে বসিয়েছিল সরযূ মণ্ডলকে। জানতেও পারেননি, কোথায় উড়ে গিয়ে পড়েছিল তাঁর ছাদটা। কিন্তু সে দুঃখ ছাপিয়ে গিয়েছিল এক অন্য আতঙ্ক... নির্জলা মরতে হবে না তো? জলেই তার বসত, অথচ সে জল মুখে দেওয়া যায় না... তেষ্টা মেটে না।   বিশদ

26th  May, 2020
ব্যয় করো, ঋণ করো, টাকার জোগান বাড়াও 

পি চিদম্বরম: প্রধানমন্ত্রী গত ১২ মে ২০ লক্ষ কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছিলেন, গত সপ্তাহে আমি সেটার বিশ্লেষণ করেছিলাম। বিগত সপ্তাহে অর্থমন্ত্রী পাঁচ দফায় বিস্তারিতভাবে যে ঘোষণা করেছিলেন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা পরে সেসব কাটাছেঁড়া করেছেন।   বিশদ

25th  May, 2020
একনজরে
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার দাপটে বিভিন্ন দেশ থেকে ফেরা পেশাদার ব্যক্তিদের জীবিকার সংস্থান করে দিতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। এঁদের জন্য তথ্যভাণ্ডার তৈরি করে নিয়োগকারী সংস্থা, রাজ্য সরকার এবং বণিকসভাগুলিকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ...

বেজিং, ৪ জুন (পিটিআই): চীনে একটি প্রাথমিক স্কুলে ছুরিকাহত হলেন পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুয়াংজি প্রদেশের ওঝাউ শহরের একটি সরকারি স্কুলে ওই ঘটনা ঘটেছে। ...

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বৃহস্পতিবার মালদহে তিনজনের মৃত্যু হল বজ্রপাতে। তাঁরা হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বিনু ওঁরাও (৫৫), সুলতান আহমেদ (২৩) ও মিঠু কর্মকার (৩৩)। বিনুর বাড়ি বাইশা গ্রামে। সুলতানের বাড়ি নারায়ণপুর গ্রামে ও মিঠুর বাড়ি দক্ষিণ ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেক হল চালু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতাল। চালু হয়েছে করোনা রোগীদের সুপার স্পেশালিটি ব্লক বা এসএসবি বাড়ি। কিন্তু, এরই মধ্যে কোভিডে মৃত ব্যক্তির মোবাইল উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে মেডিক্যালের সিকিউরিটি অফিসারের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম

04th  June, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৭৪ টাকা ৭৬.৪৫ টাকা
পাউন্ড ৯৩.১৩ টাকা ৯৬.৪৪ টাকা
ইউরো ৮৩.২২ টাকা ৮৬.৩১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

দৃকসিদ্ধ: ২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ৪৯/২৮ রাত্রি ১২/৪২। অনুরাধা নক্ষত্র ২৯/৩১ অপঃ ৪/৪৪। সূর্যোদয় ৪/৫৫/১২, সূর্যাস্ত ৬/১৪/৩২। অমৃতযোগ দিবা ১২/১ গতে ২/১৪ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনক্ষ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৫ মধ্যে।
২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ১/১। অনুরাধা নক্ষত্র অপরাহ্ন ৫/১২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ১১/৩৬ মধ্যে কালরাত্রি ৮/৫৬ গতে ১০/১৬ মধ্যে।
১২ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: ব্যবসায় শুভ। মিথুন: কর্মে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব পরিবেশ দিবস১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু১৯৬১: ভারতের টেনিস ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৭২ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:03:39 PM

করোনা: ইরানে একদিনে আক্রান্ত ২৮৮৬ জন
 

ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮৮৬ জন। মৃত্যু ...বিশদ

05:40:15 PM

উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট ১৮ লক্ষ টাকা 
উত্তরপাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট হল ১৮ লক্ষ টাকা। ...বিশদ

04:29:00 PM

দুর্যোগ নিয়েও রাজনীতি করা হচ্ছে: মমতা 

04:20:00 PM