Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

লকডাউনেই থামবে করোনার অশ্বমেধের ঘোড়া
সন্দীপন বিশ্বাস

এ এক অন্য পৃথিবী। এই পৃথিবী দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো অতি দ্রুত আমরা মুখোমুখি হলাম এই অন্য পৃথিবীর। যেখানে গাছের পাতা ঝরার মতোই ঝরে পড়ছে মানুষের প্রাণ। এখন কোথায় শিক্ষা, কোথায় ব্যবসা, কোথায় অর্থ সঞ্চয়, কোথায়ই বা চাকরি! জীবন যখন অচল পয়সার মতো হয়ে যায়, তখন জীবনে এসব মূল্যহীন হয়ে যায়। এই মুহূর্তে আমাদের জীবনের একটাই লক্ষ্য। আমাদের বাঁচতে হবে। করোনার আক্রমণ থেকে রক্ষা পেতে হবে। তাই আমরা রয়েছি লকডাউনে। বাঁচার আকুতি নিয়েই বেছে নিয়েছি এই স্বেচ্ছাবন্দির জীবন। সময় আমাদের পৌঁছে দিচ্ছে অন্যতর এক জীবনদর্শনে। সেটা ভালো, না মন্দ তার জবাব দেবে আগামীকাল।
কিন্তু কেন এমন হল? কার দোষ? মানুষের কোন ভুলে আজ তার এই পরিণতি? মানুষ নিজেই তো এক শক্তিধর প্রাণী। বুদ্ধিবলে এবং বাহুবলে। অন্তত নিজেকে সে তাই ভাবে। এই গ্রহের অন্য প্রাণীদের সে পরোয়া করে না। প্রকৃতিকে কোনও মূল্যই দেয় না মানুষ। সে মনে করে তার হাতেই সবকিছু। এই পৃথিবীর নিয়ন্ত্রক সে। একটা বোতাম টিপে কোটি কোটি মানুষকে মেরে ফেলার ক্ষমতা তার আছে। সব কিছু নিমেষে ধ্বংস করে দেবার বলে সে বলীয়ান। কিন্তু মানুষ করোনা ভাইরাসকে মারতে পারছে না। অসহায়ের মতো প্রতিদিন আমরা তিল তিল করে তার কাছে আত্মসমর্পণ করছি। ৩৮ হাজার মানুষকে সে নির্মমভাবে শেষ করে দিয়েছে। আক্রান্ত প্রায় আট লক্ষ মানুষ। আরও অসংখ্য মানুষের ভবিষ্যৎ তার হাতে। তার আগ্রাসী আক্রমণের সামনে আমরা টুকরো টুকরো হয়ে যাচ্ছি। বসন্তের বাতাস জুড়ে ছড়াচ্ছে মৃত্যুর গন্ধ। মৃত্যুর এক অদৃশ্য সারিতে কি আমরা সবাই দাঁড়িয়ে আছি? এমন বসন্ত আমরা তো চাইনি! না চাইলেও এটাই বাস্তব। এটাই আজ সত্য।
একটু ভেবে দেখলেই বোঝা যাবে, এই ‘বসন্ত’ আমরাই তৈরি করেছি। অহঙ্কারী মানুষ, স্বার্থোন্মত্ত মানুষ, শক্তি মদমত্ত মানুষ। সে মনে করে এই পৃথিবী তার একার। এই পৃথিবী সে নিজেই সাজাতে পারে, আবার ধ্বংসও করতে পারে। প্রকৃতি আবার কী? ফুঃ! মানুষ গাছ কাটছে নির্বিচারে! নদীর পথ ঘুরিয়ে দিচ্ছে, পাহাড় ভাঙছে নিজের স্বার্থে, ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে জীব বৈচিত্র্যের প্রাকৃতিক শৃঙ্খল। আমাদের সভ্যতা যত এগিয়েছে, ততই পিছনে ফেলে এসেছি আমরা ব্যভিচারের উচ্ছ্বিষ্ট চিহ্ন।
তারই মূল্য বুঝি আজ আমরা চুকিয়ে চলেছি। প্রকৃতি কি আজ তবে জেগে উঠল প্রতিশোধের বাসনায়? আমরা জানি না কাল কী হবে। কিন্তু আমরা যদি মনে করি, আর কিছুদিনের মধ্যেই করোনা দুর্বল হয়ে যাবে, সে পৃথিবী থেকে পাততাড়ি গুটিয়ে চলে যাবে, তবে আমরা আবার মূর্খামি করব। এক মূর্খামির মূল্য আমরা দিচ্ছি, কিন্তু তার মূল্য চোকানোর পালা শেষ হয়নি। এ প্রসঙ্গে বিখ্যাত একজন মানুষ ডক্টর অ্যান্থনি ফাচির কথা বলব। সংক্রমণ রোগের তিনি একজন বিশ্ববিখ্যাত মার্কিন চিকিৎসক। আমেরিকা যখন দেখল করোনা তার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন ট্রাম্প তড়িঘড়ি ৭৯ বছর বয়সের এই ডাক্তারকে ডেকে এনে বললেন, ‘আমাদের দেশকে রক্ষা করুন’।
আমরা জানি, প্রথম যখন আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়, তখন মার্কিন প্রেসিডেন্ট এটাকে তেমন গুরুত্বই দেননি। বলেছিলেন, ওসব লকডাউনের দরকার নেই। রাজার সেই ভুলের মাশুল আজ গুনতে হচ্ছে। দেখতে দেখতে মৃত্যুসংখ্যা সেখানে তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের বেশি। কোথায় গিয়ে থামবে করোনার এই অশ্বমেধের ঘোড়া? একমাত্র শক্তি আছে লকডাউনের। বিচ্ছিন্নতাই আজ মানবজাতির প্রকৃত ভবিষ্যৎ।
ট্রাম্পের কথা শোনার পর খুবই অসহায় দেখাচ্ছিল ডাক্তার ফাচির চোখ দুটো। শুধু বিড় বিড় করে তিনি বলেছিলেন, ‘খুব দেরি হয়ে গিয়েছে। খুব দেরি হয়ে গিয়েছে।’ তিনি অনেক কষ্ট চেপে যে ছবিটা তাঁর অভিজ্ঞতা দিয়ে দেখতে পাচ্ছিলেন, সেটাকে ব্যক্ত করলেন। বললেন, ‘এই ভয়ঙ্কর ভাইরাসে আমেরিকার দেড় থেকে দু’ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।’ কথাটা কয়েকদিন আগেই তিনি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। সেদিন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বসেছিল জরুরি সভা। সেখানেই ফাচি একথা ট্রাম্পকে জানিয়ে দেন। প্রথমে ট্রাম্প ভেবেছিলেন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা আর নেওয়ার দরকার নেই। কিন্তু ফাচি তাঁকে বলেছেন, আমেরিকা এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার। আরও কড়া পদক্ষেপ নিতে হবে। আর মানুষে মানুষে দূরত্ব বাড়াতেই হবে। দূরত্ব তৈরি করেই এই কীটকে মারতে হবে। শুনে ট্রাম্পের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি কি নিজেকে অপরাধী ভাবছেন? একেবারে গোড়ায় সক্রিয় না হওয়াটাই কি কাল হল? দেরিতে হলেও আমেরিকা বুঝেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে, দেশটা একেবারে খালি হয়ে যাবে।
পশ্চিমী দেশগুলির এই উন্নাসিক মানসিকতা, এই আমল না দেওয়াটা আমাদের কাছে একটা বিরাট শিক্ষা হতে পারে। বিশ্বের তাবড় ধনী দেশগুলি করোনার কাছে পদানত প্রায়। আমেরিকা, ইতালি, ফ্রান্স, স্পেন। পশ্চিমী দুনিয়া তার অর্থভাণ্ডার উজাড় করেও একে প্রতিহত করতে পারছে না। সুতরাং অর্থ দিয়ে এই মুহূর্তে এই কীটকে মারা যাবে না। এটা প্রমাণিত। একমাত্র লকডাউন দিয়ে আমরা মারব করোনা কীটকে। আমরা ওদের মতো ভুল করিনি। আমরা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিয়ে এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। কেননা, আমরা জানি, এছাড়া আর কোনও উপায় নেই। যদিও আমাদের মতো দরিদ্র, কম শিক্ষিত দেশে এটা খুবই কঠিন। যে দেশে মানুষ একদিন রোজগার না করলে তাকে না খেতে পেয়ে থাকতে হয়, সে দেশে এটা মানা সত্যিই কষ্টকর। তবু আমাদের মানতেই হবে। বুঝতে হবে, মৃত্যুকে এড়াতে গেলে ঘরে থাকতেই হবে। একমাত্র এটাই পথ।
আমাদের রাজ্য সরকারও মানুষকে বুক দিয়ে বাঁচাতে নেমে এসেছে পথে। প্রতিটি মুহূর্তে মানুষের কাছে সরকার পৌঁছে যাচ্ছে। বুঝিয়ে দিচ্ছে সরকার আছে মানুষের পাশেই। রাজ্য সরকারের প্রতিটি পদক্ষেপে ফুটে উঠছে গভীর মমতা। হতেই হবে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেন মমতার এক প্রতিমূর্তি। বিশেষ করে যে কোনও সময়ে যে কোনও বিপন্ন মানুষের তিনি যেন ছায়াসঙ্গী হয়ে ওঠেন। আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেন মা দুর্গা। দশ হাতে তিনি সামলাচ্ছেন দশদিক। ফেসবুক, সোশ্যাল সাইট ঘিরে দেখতে পাচ্ছি, মানুষ তাঁর প্রতি কতটা শ্রদ্ধাশীল। এই বন্দনা গান সাধারণ মানুষেরই। সেই সারিতে বিরুদ্ধরাও রয়েছেন। যদিও এখন রাজনীতির সময় নয়, তবুও কেউ কেউ রাজনীতি করে যাচ্ছেন। কেননা ভয় পেয়েছেন তাঁরা। করোনার ভয় নয়, সে ভয় রাজনীতির অঙ্কের ভয়। এখন বসে বসে কেউ কেউ ভোটের পাটিগণিত কষছেন। ভাবছেন এই রে, যেভাবে রাজ্যবাসীর মনে মমতা সম্পর্কে নতুন আবেগ তৈরি হচ্ছে, সেটা যদি আগামীদিনে সবটাই তাঁর ভোটবাক্সে যায়? সেইসব ছিদ্রন্বেষী নেতারা থাকবেন। আমরা দেখেছি কোনও কোনও নেতা করোনা রুখতে গোমূত্র পান করিয়ে যেমন কিছু মানুষের ক্ষতি করেছেন, তেমনি নিজেদের অশিক্ষিত মানসিকতা প্রকাশ করে মানুষের হাসির খোরাক হয়েছিলেন। এই বিপন্ন সময়ে তাঁদের কাছে অনুরোধ, এখন মুখে কুলুপ এঁটে ঘরে বসে থাকুন।
এতদিন আমরা তো ধর্মের পিছনে অনেক ছুটলাম, কী হল? ইতিহাস বলছে, ধর্ম বহু ক্ষেত্রে হিংসার পথকেই প্রসারিত করেছে। আজ দেখুন এই দুঃসময়ে দেশের সব ‘জাগ্রত দেবতার’ মন্দির বন্ধ। বন্ধ অন্য ধর্মস্থানগুলি। ভগবান নিদ্রা গিয়েছেন, করোনা সইতে পারেন না। এই পরিপ্রেক্ষিতে একটি কথা মাথায় এল। সেটি হল, এই যে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে শত শত কোটি টাকার সম্পত্তি, তহবিল— সেগুলি কি মানুষের কাজে লাগানো যায় না? এইসব মন্দিরের সম্পত্তি তো মানুষের দানেই গড়ে উঠেছে। তাই আজ মানুষের দুঃসময়ে ভগবান এগিয়ে এসে সেই সম্পত্তি মানুষের সেবায় দান করুন। কিংবা যেসব ধর্মগুরু বিশাল সম্পত্তির মালিক, তাঁর সম্পত্তি নিয়ে মানুষের সেবায় লাগানো হোক। এসব সম্পত্তি বহুক্ষেত্রেই অন্যায়ভাবে তৈরি হয়েছে। গত কয়েক বছরে গুরুজিদের ইতিহাস ঘাঁটলেই তা বোঝা যাবে।
আমাদের এখন উৎসবের সময় বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, নীল পুজো, গাজন। এসবকে আমরা এখন দূরে সরিয়ে রেখে করোনাকে আটকানোর চেষ্টা করছি। এটাই ঠিক কাজ। উৎসব আবার আসবে। আবার আমরা সবাই মেতে উঠব মিলনের উৎসবে। তার আগে কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে। কেন্দ্র ও রাজ্য যেভাবে চেষ্টা করছে, তার সঙ্গে সহযোগিতা করাই এই মুহূর্তে সব থেকে বুদ্ধিমানের কাজ। আমরা যদি সহযোগিতা না করি, তবে সাফল্য কিন্তু আসবে না। সব শ্রম পণ্ড হবে। নিজেদের প্রশ্ন করুন, আমরা কি আর একটা ইতালি, কিংবা আমেরিকা বা ফ্রান্স চাই? যদি না চাই, তবে আমাদের ঘরের জীবনকেই মেনে নিতে হবে।
নাহলে মনুর বা নোয়ার নৌকার গল্পটাই সত্যি হয়ে উঠবে। পৃথিবীর প্রলয়কালে পৃথিবীর বিভিন্ন প্রজাতিকে বাঁচাতে মানুষ নৌকায় ভেসে পড়েছিল অনির্দেশ্য পথে। পুরাণ ও বাইবেলের এই কল্পকাহিনি যেন বাস্তব না হয়ে ওঠে।
01st  April, 2020
করোনার পরেও আছে এক অন্ধকার সময়
সন্দীপন বিশ্বাস

 কবি সুকান্ত ভট্টাচার্য তখন যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত। তাঁর ওই অবস্থা নিয়ে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় একটি অসাধারণ কবিতা লিখেছিলেন। ‘আমরা চাঁদা তুলে মারব কীট/... বসন্তে কোকিল কেশে কেশে রক্ত তুলবে সে কীসের বসন্ত!’
বিশদ

জরুরি দ্রুত এবং ব্যাপক জনমুখী পদক্ষেপ
সঞ্জয় মুখোপাধ্যায়

করোনা ভাইরাস ভারতীয় অর্থনীতির সামনে একই সঙ্গে একটা বড় ধাক্কা এবং কিছুটা সুযোগ দিয়ে গেল। এমনিতেই বৃদ্ধির হার কমতে কমতে ৪ থেকে সাড়ে ৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছিল। আশা করা যাচ্ছিল এবার হয়তো সেটা ৫ শতাংশের কাছে পৌঁছবে।
বিশদ

গ্যালারি শো কতদিন?
খাবার জুটবে তো?
শান্তনু দত্তগুপ্ত

 ব্যবসার কাজে হংকং গিয়েছিলেন বেথ এমহফ। কাজ সেরে পার্টি... তারপর দেশে ফেরা। মার্কিন যুক্তরাষ্ট্র। শিকাগো হয়ে যখন মিনিয়াপোলিস ফিরলেন, ততক্ষণে উপসর্গ দেখা দিয়েছে। দুই, চার, ১৬, ২৫৬... বাড়তে শুরু করল সংখ্যা। সর্দি, কাশি, জ্বর... মৃত্যু। এটাই ছিল চক্র। বিশদ

07th  April, 2020
যাও সুখের সন্ধানে যাও
অতনু বিশ্বাস

 সাম্প্রতিক ভারত সফরের দ্বিতীয় দিনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ব্যস্ত। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গিয়েছিলেন দিল্লির একটি সরকারি স্কুলে। পূর্বনির্ধারিত ‘হ্যাপিনেস ক্লাস’-এ যোগ দিয়ে ছাত্রছাত্রীদের সুখের ক্লাস দেখতে। বিশদ

07th  April, 2020
এখন সবাই জেলবন্দি
পি চিদম্বরম

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২০৫টি দেশ আক্রান্ত হয়েছে। ভাইরাস হল সংক্রমণ ঘটাতে পটু এক ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তু, যা কেবলমাত্র প্রাণীদেহের জীবিত কোষের ভিতরে প্রবেশ করে নিজের প্রতিলিপি ক্রমান্বয়ে বাড়িয়ে চলে। বিশদ

06th  April, 2020
ধর্মীয় গোঁড়ামির কাছে কি শেষে
হার মানবে করোনা বিরোধী লড়াই?
হিমাংশু সিংহ

 এই ভয়ঙ্কর মহামারীর দিনে দিল্লির নিজামুদ্দিনে লকডাউন ভেঙে প্রায় সাড়ে তিন হাজার মানুষের জমায়েত থেকে মানবসভ্যতার কী লাভ হল? কিংবা গত বৃহস্পতিবার বালুরঘাটে রামনবমীর ভিড়ে ঠাসা মেলায়? সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দিরের সামনে মানুষের লম্বা লাইনে?
বিশদ

05th  April, 2020
আত্মঘাতী খেলা
তন্ময় মল্লিক

লড়াইটা আমরা কি ক্রমশই কঠিন করে ফেলছি। লকডাউন ঘোষণার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লড়াইকে হাল্কা চালে নেওয়ার প্রবণতা স্পষ্ট। আর সেটা এই মুহূর্তে রুখে দিতে না পারলে সর্বনাশ অনিবার্য। ইতালি, আমেরিকা, স্পেনের রিপ্লে দেখতে হবে ভারতেও। প্রথমদিকে লকডাউন মানার যে মানসিক দৃঢ়তা আমরা দেখাতে পেরেছিলাম, দিন দিন তা শিথিল হচ্ছে।
বিশদ

04th  April, 2020
হাঁটার গল্প
সমৃদ্ধ দত্ত 

অনেকবার আবেদন করেও আধার কার্ড পায়নি রতু লাল। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না করা হলে রেশনও পাওয়া যায় না। সুতরাং সে রেশন পায় না। তার খুব দুঃখ ছিল, সরকারের কোনও কাগজ তার কাছে নেই বলে। সেই কষ্ট ঘুচল। অবশেষে করোনা ভাইরাসের দৌলতে এই প্রথম সরকারিভাবে একটি স্বীকৃতি পেল রতু লাল। কোনও কাগজ, সার্টিফিকেট নয়। আরও স্পষ্ট, আরও সোজাসুজি।   বিশদ

03rd  April, 2020
তাল কেটে দিল দিল্লি একাই
হারাধন চৌধুরী

একটি মাত্র শব্দ। করোনা। সারা পৃথিবীর শিরোনাম দখল করেছে। খবরের কাগজের প্রথম পাতা। বিনোদনের পাতা। খেলার পাতা। টেলিভিশনের নিউজ চ্যানেল। সব রকম সোশ্যাল মিডিয়া। এমনকী সরকারি, বেসরকারি বিজ্ঞাপনগুলিও আজ করোনাময়! সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কুশলাদি বিনিময়ের বিস্তৃত সংস্কৃতিতেও করোনা ভাগ বসিয়েছে পুরোমাত্রায়।  বিশদ

02nd  April, 2020
ঘরে থাকতে অক্ষম যে ভারত
শান্তনু দত্তগুপ্ত

 রণবীর সিং। বয়স ৩৮ বছর। ডেলিভারি এজেন্টের কাজ করতেন দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউন ঘোষণার পর হাঁটতে শুরু করেছিলেন তিনি। জাতীয় সড়ক ধরে। যেভাবে হোক গ্রামে পৌঁছতে হবে। গ্রাম মানে মধ্যপ্রদেশের কোথাও একটা... দিল্লি থেকে বহুদূর।
বিশদ

31st  March, 2020
ভীরু এবং আধখেঁচড়া
ব্যবস্থা, তবু স্বাগত
পি চিদম্বরম

গত ১৯ মার্চ, শুক্রবার প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে ২২ মার্চ, রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালন করা হবে। আমি ভেবেছিলাম প্রধানমন্ত্রী জল মাপছেন, জনতা কার্ফুর শেষে তিনি নানা ধরনের লকডাউন ঘোষণা করবেন। কিন্তু রবিবার কোনও ঘোষণা শোনা গেল না। বিশদ

30th  March, 2020
 করোনা যুদ্ধের অক্লান্ত সৈনিক ডাক্তারবাবুরা,
দোহাই ওদের গায়ে আর কেউ হাত তুলবেন না
হিমাংশু সিংহ

পৃথিবীব্যাপী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। অদৃশ্য জৈবযুদ্ধ। এলওসিতে দাঁড়িয়ে মেশিনগান হাতে কোনও সেনা নয়, রাফাল নিয়ে শত্রু ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও নয়। হাসপাতালের আইসিইউতে নিরস্ত্র ডাক্তারবাবুরা বুক চিতিয়ে এই নির্ণায়ক যুদ্ধ লড়ছেন রাতের পর রাত ক্লান্তিহীন। বিশদ

29th  March, 2020
একনজরে
 কিয়েভ (ইউক্রেন), ৭ এপ্রিল (এপি): করোনা আতঙ্কের মধ্যে চেরনোবিল পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে ইউক্রেনে আতঙ্ক তৈরি হয়েছে। পরমাণু কেন্দ্র লাগোয়া জঙ্গলে দাবানল লেগে যাওয়ার এই বিপত্তি তৈরি হয়েছে। ...

সংবাদদাতা, তপন: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অমল রায় করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দান করলেন। সোমবার তপনের বিডিও সি তামাংয়ের হাতে চেকটি তুলে দিয়েছেন অমলবাবু।  ...

 জীবানন্দ বসু, কলকাতা: করোনা কেন্দ্রিক লকডাউনের জেরে গত কয়েকদিনে তাঁদের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। পর্যাপ্ত খাদ্য-রসদের অভাবই যে তার অন্যতম কারণ, তা বলার অপেক্ষা রাখে না। ...

সংবাদদাতা, কাঁথি: গাছের ডাল কাটতে গিয়ে তা ছিটকে বুকে এসে লাগায় অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পটাশপুর থানার রামনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতের নাম লক্ষ্মণ মাইতি(৩৭)।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৫৭: বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।
১৭৫৯: ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
১৮৫৭: বারাকপুরে সিপাহি বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের ফাঁসি
১৮৯৪: সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯০২: কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯: দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে ধরা পড়লেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত
১৯৫০: ভারত পাক চুক্তি স্বাক্ষর করলেন লিয়াকত-নেহরু
১৯৫০: বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মৃত্যু
১৯৭৩: স্পেনের চিত্রশিল্পী পাবলো পিকাসোর মৃত্যু
১৯৭৬: ফুটবলার গোষ্ঠপালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.০৯ টাকা ৭৬.৮১ টাকা
পাউন্ড ৯১.৫৭ টাকা ৯৪.৮৬ টাকা
ইউরো ৮০.৬৮ টাকা ৮৩.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২৪ চৈত্র ১৪২৬, ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, (চৈত্র শুক্লপক্ষ) চতুর্দশী ১৬/২৬ দিবা ১২/২। উত্তরফাল্গুনী ৯/৩০ দিবা ৯/১৫। সূ উ ৫/২৭/২৬, অ ৫/৫০/১৬, অমৃতযোগ দিবা ৭/৫৭ গতে ১০/২৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৫/০ মধ্যে। রাত্রি ৬/৩৬ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে পুনঃ ১/৩৫ গতে ৩/৮ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/৩৩ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৪৪ মধ্যে। কালরাত্রি ৭/১৭ গতে ৮/৪৪ মধ্যে।
২৪ চৈত্র ১৪২৬, ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, চতুর্দশী ১৩/৫৮/১৪ দিবা ১১/৪/৯। উত্তরফাল্গুনী ৭/১০/১০ দিবা ৮/২০/৫৫। সূ উ ৫/২৮/৫১, অ ৫/৫০/৫৪। অমৃতযোগ দিবা ৭/৫৪ গতে ১০/২৩ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩৩ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/১/৩৬ গতে ৮/৩৪/২২ মধ্যে, কালবেলা ১/১২/৩৮ গতে ২/৪৫/২৩ মধ্যে।
১৩ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭৫৭: বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।১৭৫৯: ব্রিটিশ বাহিনী ভারতের ...বিশদ

07:03:20 PM

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক মুখ্যসচিবের 

09:27:00 PM

করোনা: বিশ্বে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষেরও বেশি রোগী
বিশ্বে করোনা যেমন কেড়ে নিচ্ছে বহু প্রাণ, তেমনি সুস্থও হয়ে ...বিশদ

08:59:28 PM

রামপুরহাটে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন সুরচিয়া জঙ্গলে আগুন, অকুস্থলে দমকলের ২টি ইঞ্জিন

08:04:00 PM

আজ হুগলি, নদীয়া, বীরভূমে ঝড়-বৃষ্টির সম্ভাবনা 

07:56:00 PM

এবার বিনামূল্যেই হবে করোনা পরীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট
অনুমোদিত সরকারি বা বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা বিনামূল্যে করা হবে। ...বিশদ

07:22:52 PM