Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

অতঃ কিম্‌
মেরুনীল দাশগুপ্ত

প্রশ্নটা অনিবার্যভাবেই উঠছে। চারদিকের পরিবেশ পরিস্থিতিই সাধারণ জনমনে প্রশ্নটা তুলে দিচ্ছে। শুধু তাই নয়, কখনও-সখনও অপ্রত্যাশিত ঘটনার আকস্মিক ধাক্কায় প্রশ্নটা জিজ্ঞাসার সীমা ছাড়িয়ে কার্যত আমাদের বিস্ময়ে বিহ্বল করে দিচ্ছে। হচ্ছেটা কী! পুলওয়ামার অমন ভয়ঙ্কর কাণ্ড হল, উরি হল, তারপর দু-দুটো সার্জিকাল স্ট্রাইক হল, পরমাণু বোমা নিয়ে আন্তর্জাতিক চাপান উতোর চলল কিছুদিন, স্পষ্ট বোঝা গেল— কেবল সামরিক সামর্থ্যেই নয় দেশের সংহতি ও অখণ্ডতা রক্ষার নীতিগত দিক থেকেও ভারত এখন অনেক কঠিন কঠোর অনেক বলশালী, ঢিল মারলে পাটকেলের চেয়েও বিধ্বংসী কিছু প্রাপ্তি অসম্ভব নয় এবং ভারতের এই অবস্থানকে সন্ত্রাস-বিরোধী বিশ্ব একবাক্যে সমর্থন জানাল, আমেরিকা রাশিয়া ফ্রান্সের মতো শক্তিধরেরা সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা দিল, ক’দিন আগে সিরিয়ার বরিশা গ্রামে মার্কিন বাহিনীর হাতে আইএসের প্রধান বাগদাদি নিকেশ সেই বার্তার যাথার্থ্যও বুঝিয়ে দিল স্পষ্ট করে, তার আগেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সংঘ-সভায় তাদের সন্ত্রাস-বিরোধী অবস্থানের দুর্বলতার জন্য রীতিমতো নিন্দিত সমালোচিত হল, কাশ্মীরে সীমান্ত সন্ত্রাস বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পাক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ল, হুঁশিয়ারিও উড়ে আসতে লাগল— তারপরও ফের এক ব্যাপার!
আবার জঙ্গি হানা! আবার রক্তাক্ত কাশ্মীর! আবার পাঁচ-পাঁচটা নিতান্ত নিরীহ নিরপরাধ তাজা প্রাণ চলে গেল! এবং ঘটনাচক্রে হতাভাগ্যদের পাঁচজনই এই বাংলার বাসিন্দা। কী অপরাধ করেছিল তারা? পেটের জ্বালা ঘর-সংসারের দায় মেটাতে দুটো টাকা রোজগারের আশায় তারা গিয়েছিল দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে আপেল বাগানের কাজে। একদা শান্তির ভূস্বর্গ যে এখনও যথেষ্ট ভয়ঙ্কর সেকথা কে না জানেন? কিন্তু সেই ভয়ঙ্করের জঙ্গি বীভৎসতা যে আপেল বাগানও এভাবে রক্তাক্ত করে দেবে তা হয়তো বিশ্বাস করতে পারেনি ওই পাঁচ হতভাগ্য। অবশ্য এই পাঁচজনই নয়, গত কয়েকদিনে জঙ্গিদের হামলায় আরও জনাপাঁচেক প্রাণ হারিয়েছেন ওই কাশ্মীরেই। এই হতভাগ্যদের কেউ ট্রাক চালক কেউ ব্যবসায়ী কেউ সামান্য শ্রমিক। গত সোমবার উত্তর কাশ্মীরের সোপরে জঙ্গিদের গ্রেনেড হামলায় কুড়িজনেরও বেশি ঘায়েল হলেন। এদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক! হয়েই চলেছে! দেখে শুনে মনে হচ্ছে, ওই জঙ্গিদের কাছে কে কী বলছে থোড়াই কেয়ার! বিশ্বজোড়া প্রতিবাদ আমেরিকা রাশিয়ার মতো শক্তিধরদের হুঁশিয়ারি ভারতের কড়া মনোভাব সশস্ত্র প্রতিক্রিয়া— কোনও কিছুকেই যেন তোয়াক্কা করছে না ওই নরকের কীটগুলো! ভূস্বর্গ জুড়ে নিরীহ মানুষ খুনের নারকীয় কাণ্ড ঘটিয়েই চলেছে!
কিন্তু, ভারতই হোক কি আমেরিকা রাশিয়া— সামরিক শক্তির তো অভাব নেই! ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে যাতে অশান্তি ছড়াতে না পারে তার জন্য বিপুল সংখ্যায় সেনা সেখানে মোতায়েন করা হয়েছে। কাশ্মীরি জনতার নিরাপত্তার স্বার্থে যে যে ব্যবস্থা করা দরকার সেনাবাহিনী সব করেছে। অন্তত খবর তেমনই। অবশ্য, সেই ‘ব্যবস্থা’ নিয়ে নানা মহলে ইতিমধ্যেই নানা সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। জঙ্গি দমনের নামে তল্লাশির নামে সেখানে নাকি আম পাবলিককে হেনস্তা করা হচ্ছে, নানান কড়াকড়ি বাড়াবাড়িতে স্বাভাবিক জনজীবনের অভাবে ধুঁকছে গোটা রাজ্য ইত্যাদি ইত্যাদি নানাবিধ অভিযোগের ফলঝুরি ৩৭০ বিলোপের পর থেকেই ঝরছে! সে সবের সত্যতা কতটা আছে বা নেই সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু, একটা প্রশ্ন মনে জাগছেই— এত বজ্র আঁটুনির মধ্যেও কি গোরো আলগা আছে কিছু? না হলে সোপরে বাসস্ট্যান্ডে গ্রেনেড ছুঁড়ে কী করে পালায় জঙ্গি? সাম্প্রতিকে দেখা যাচ্ছে জঙ্গিরা সাধারণ মধ্য বা নিচুতলার মানুষজনকেই টার্গেট করছে— বাস ড্রাইভার, শ্রমিক, ছোট-মাঝারি ব্যবসায়ী ইত্যাদি। তো, এ সত্য যদি সামান্য কটা খবর পড়ে লোকে এই বাংলায় বসে বুঝতে পারেন তবে ঘটনাস্থলে প্রহরারত ভারতের দুর্দান্ত চৌখস সেনাবাহিনী ও তাঁদের কর্তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে দিনের পর দিন এই অকারণ প্রাণহানি রোধ করা যাচ্ছে না কেনও?
কেউ কেউ বলছেন, রাজনীতি। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই অভিযোগ উঠেছে। ওই সমালোচকদের বক্তব্য, নির্বাচন এলেই নাকি কাশ্মীরে অশান্তি ছড়ায় আর তা ঠেকাতে সেনা সক্রিয় হয়! সম্প্রতি মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনের দিকে লক্ষ রেখেই নাকি কিছুদিন আগে সীমান্তে ফের গোলাগুলি চলেছে। যাঁরা এই কথা বলেছেন, তাঁরা ভোটফল বেরনোর পর আর তেমন রা কাড়ছেন না। তার কারণটি বলা বাহুল্য। দুই রাজ্যের কোনওটিতেই নরেন্দ্র মোদিজি’র পদ্ম বাহিনী প্রত্যাশিত ফল পায়নি। দুই রাজ্যে বিজেপি’ই সরকারে থাকবে কিন্তু তার পথ এবার অন্তত কুসুমাস্তীর্ণ হল না— যথেষ্ট কাঠখড় পোড়াতে হল। কেন হল? যদি কাশ্মীর এবং জঙ্গি ইস্যু দিয়েই ভোট জেতা যেত তাহলে তো হওয়ার কথা নয়। কেউ কেউ বলছেন, ওই দুই রাজ্যে যথেষ্টভাবে মোদিজিকে ব্যবহার করা হয়নি তাই ঠিকঠাক ফল ফলেনি। এবং এতদ্বারা নাকি এটাই প্রমাণ হয়— মোদিজি ছাড়া বিজেপি অচল। ইন্দিরা গান্ধীর আমলে একসময় যেমন ধুয়ো উঠেছিল— ইন্দিরা ইজ ইন্ডিয়া তেমনি ওঁরা বলতে চান— বিজেপি মানেই মোদিজি।
কিন্তু, মুশকিলটা হল— এঁরা কেউ ভোটদাতা জনতার মুখের ছবিটা খেয়াল করছেন না! করলে দেখতে পেতেন সেখানে দেশ জোড়া মন্দার ছায়া কতটা ঘনীভূত, সেই ছায়ায় কালোমুখ মানুষ তাঁদের ঘর সংসার পরিবার পরিজনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় কতটা গ্রস্ত। তাঁরা অনেকেই জানেন, বিশ্ব বাজার জুড়েই এখন একটা মন্দার হাওয়া বইছে। কিন্তু তাঁদের একাংশের বক্তব্য মনমোহন সিংয়ের আমলে আমেরিকার মতো মহা অর্থনীতি যখন মন্দায় কাহিল হয়েছে ভারত তখনও বহাল তবিয়তে কাজকাম ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছে। এখন তবে কী হল? কেন অর্থনীতি নিয়ে এত সংশয়? নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে আরও— তাহলে কি সত্যিই এ দেশে গরিবের অর্থ সামর্থ্য বাড়েনি!? সেজন্যই বাজার ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে? অন্যদিকে মহারাষ্ট্রে একটি ব্যাঙ্কের ঘট উল্টোনো থেকে বিএসএনএল সমেত সর্বত্র বেসরকারিকরণের জল্পনা গাড়ি শিল্পে মন্দা সোনার দাম লাফিয়ে বাড়া ইত্যাদি প্রভৃতিতে একটা যে অস্থিরতা তৈরি হয়েছে দেশ জুড়ে তা-ই বা অস্বীকার করবেন কে?
আজকাল পথেঘাটে কান পাতলেই শোনা যাচ্ছে, লোকে বলছে— কী চাইছেন বলুন তো?! গরিব মধ্যবিত্তরা কি দেশে থাকবে না? হু হু করে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ, তার জমিতে বিশ-চল্লিশ তলা উঠে যাচ্ছে, কোটি কোটিতে বিকোচ্ছে মুনাফা উঠছে! স্থায়ী চাকরির ভবিষ্যৎ নিয়েও নিশ্চিন্তে থাকা যাচ্ছে না— বেসরকারিকরণের খাঁড়া ঝুলছে রেলের মতো বিশ্বের সর্ববৃহৎ সরকারি প্রতিষ্ঠানে! শিক্ষা বিশেষত উচ্চশিক্ষাও মহার্ঘ থেকে মহার্ঘতর হয়ে যাচ্ছে রোজ প্রতিদিন! তাহলে কি গরিব, মধ্যবিত্তের ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাবে না ভবিষ্যতে! কী চাইছে বলুন তো সরকার? সরকার বলছে, ভালো দিনের কথা। ভালো দিন নিশ্চয়ই চাই। কিন্তু, তার নমুনা কি এই— চারদিক জুড়ে কেবল সমস্যা আর সমস্যা! আমার এক বন্ধু বলছিলেন, একদম ঠিক। লোকে এবার জানতে চাইছে। চাইবে না? সামান্য একটা ভিটামিন সি ট্যাবেলেটের ১৫টার পাতা ছিল ১৫ টাকা। এক লাফে সেটা হয়েছে ৬০ টাকা! আর একটা কী কাশির সিরাপ শুনলাম ৩০ টাকা থেকে এক ধাক্কায় একশো! শুধু পশ্চিমবঙ্গে নয় কিন্তু, গোটা দেশেই। সুতরাং, গোটা দেশের সাধারণ মানুষের ভাবনা আমাদের থেকে আজ আর আলাদা নয়। ভোটে এই ভাবনারই প্রতিফলন ঘটছে। মহারাষ্ট্র হরিয়ানাতেও তার ব্যতিক্রম হয়নি। আসলে আজকাল মানুষ কী ভাবছে সেটা ভাবেন ক’জন নেতা? সকলে তো ধরেই নিয়েছেন— এ আমার লোক আর ও ওদের। ব্যস। হয়ে গেল। কিন্তু এই হিসেব আর বেশি মিলবে না। আমার বন্ধুটির এই মন্তব্য এককথায় উড়িয়ে দেওয়া যায় কি? বিদ্বজ্জনেরা কী বলবেন জানি না তবে সাধারণজনেরা এই কথাগুলোই রাস্তাঘাটে আলাপে আড্ডায় ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। তাঁরা এও বলছেন, কাশ্মীরে এত সহজে স্বচ্ছন্দে সন্ত্রাসের এমন উপদ্রবের কারণগুলো সংশ্লিষ্ট সকলে জানেন। সে সব নিয়ে বিস্তর রচনাবলি লিখিত ও পঠিত হয়েছে। নতুন করে বলার নেই। বলার যেটা তা হল— এখনও কারণগুলো যথারীতি আছে, ভূস্বর্গে সন্ত্রাসের সূচনার এত এত বছর বাদেও! এবং, তার জন্যই কাশ্মীর উপত্যকা জুড়ে সীমান্তের এপারে-ওপারে সারাক্ষণ একটা চাপা উত্তেজনার বাতাবরণ, গোলাগুলি সেনা কারফু বিপর্যস্ত জীবন আর একের পর এই ঘটনায় বলি হচ্ছেন সাধারণ মানুষজন! শেষ বলি বাংলার পাঁচ হতভাগ্য।
বাঙালির পুজো মরশুম প্রায় শেষ। মহামায়ার আবাহন বিসর্জন কেন্দ্র করে বাঙালির ঘরে বাইরে যে মহোৎসবের সূচনা হয়েছিল, বান ডেকেছিল আনন্দের তার রেশ এখন অনেকটাই ফিকে। এবং, গত রবিবার মা কালীর বন্দনা শেষে আর পাঁচটা বছরের মতো এবারও ছুটি ফুরনো কাজের বাঁশি বেজে উঠেছে গোটা বঙ্গে। আফিস কাছারি থেকে বাণিজ্য ফিরতে শুরু করেছে চেনা ছন্দে। কিন্তু, মুর্শিদাবাদে ওই পাঁচ হতভাগ্যের পরিবার কি সহজে ফিরতে পারবে জীবনের চেনা ছন্দে? তার চেয়েও বড় কথা, এভাবে আর কতদিন! আর কত ঘর খালি হলে কাশ্মীরে জঙ্গি যন্ত্রণা মিটবে, ভূস্বর্গ ফিরে পাবে তার মহিমা! উত্তর মেলে না। অপেক্ষার রাত শুধু বেড়ে যায়। অতঃ কিম্‌।
31st  October, 2019
পঞ্চাশোর্ধ্বে বানপ্রস্থ?
অতনু বিশ্বাস

 পঞ্চাশ ছুঁই-ছুঁই হয়ে একটা প্রায় বৃদ্ধ-বৃদ্ধ ভাব এসেছে আমার মধ্যে। সেটা খুব অস্বাভাবিক হয়তো নয়। এমনিতেই চারপাশের দুনিয়াটা বদলে গিয়েছে অনেক। চেনা-পরিচিত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো হঠাৎ যেন বড় হয়ে গিয়েছে। আমাকে ডাকনাম ধরে ডাকার লোকের সংখ্যাও কমে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে।
বিশদ

ফজলুর রহমানের উত্থান, ইমরানের মাথাব্যথা
মৃণালকান্তি দাস

ক্ষমতা টলমল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের! সরকারের অপদার্থতা, ভোটে রিগিং এবং আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের পদত্যাগের দাবি তুলেছেন জমিয়াত উলেমা-এ-ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমান।  
বিশদ

08th  November, 2019
ঐতিহাসিক নভেম্বর বিপ্লব: ফিরে দেখা
জিষ্ণু বসু

৭ নভেম্বর মধ্যরাত্রে বলশেভিকরা এই ডুমার সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করে। ত্রোৎস্কির নেতৃত্বে বলশেভিকদের এই অভিযানে সহায়তা করেছিলেন ‘জার্মান গোল্ড’ দিয়ে কেনা সরকারি আধিকারিক ও সৈনিকদের একাংশ। গণতন্ত্র সমাপ্ত হওয়ার পরে, ৮ নভেম্বর অজ্ঞাতবাস থেকে আত্মপ্রকাশ করেন ভ্লাদিমির ইলিচ উলিওনভ ওরফে লেনিন।
বিশদ

07th  November, 2019
ঘরে ঘরে হানাদার 
শান্তনু দত্তগুপ্ত

উওটার স্লটবুম আমস্টারডামের একটি কাফেতে ঢুকলেন। সঙ্গে একজন ডাচ সাংবাদিক। কাফেতে ওয়াই-ফাই চলছে। স্লটবুম একটি চেয়ার টেনে বসে তাঁর ল্যাপটপটা খুললেন। পাশে ছোট কালো রঙের একটা ডিভাইস।  বিশদ

05th  November, 2019
মর্ত্যলোক থেকে ঘুরে গিয়ে শিবের কাছে রিপোর্ট জমা দিল টিম-দুর্গা
সন্দীপন বিশ্বাস

মর্ত্য থেকে ফিরে প্রতিবারই শিবের কাছে টিম-দুর্গা একটা করে রিপোর্ট জমা দেয়। ‘পিতৃগৃহং পরিক্রমণং সন্দেশম্‌’ ফাইলে সেই রিপোর্ট জমা পড়ে এবং শিব সেই রিপোর্ট পড়ে মর্ত্যধামের গতিপ্রকৃতি সম্পর্কে অবহিত হন। এবারও যথারীতি প্রত্যেকে তাঁদের রিপোর্ট ‘মহাদেব অ্যাট কৈলাস ডট কমে’ পাঠিয়ে দিয়েছেন। ওটা শিবের ই-মেল অ্যাড্রেস। 
বিশদ

04th  November, 2019
অবরুদ্ধ কাশ্মীরে বিদেশিদের সফর, রহস্যময়ী
ম্যাডি শর্মা ও পাঁচ বাঙালির নৃশংস হত্যা 
হিমাংশু সিংহ

কাকতালীয় ঘটনা হলেও সত্যি! বাংলার পাঁচ শ্রমিককে অপহরণ করে নৃশংসভাবে খুন করার দিনেই নরেন্দ্র মোদি সরকারের সৌজন্যে অবরুদ্ধ কাশ্মীর সফর করেছেন একঝাঁক বিদেশি প্রতিনিধি।
বিশদ

03rd  November, 2019
বন্ধ হোক মৃত্যুকে রাজনীতির পণ্য বানানো
তন্ময় মল্লিক

জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মাইকেল মধুসূদন দত্ত। শৈশবের গণ্ডি ছাড়াতে না ছাড়াতেই অমর কবির এই কবিতা প্রথম শিখিয়েছিল, জন্ম আর মৃত্যু এক সুতোয় বাঁধা। ভাবসম্প্রসারণ লিখতে গিয়ে শিখেছিলাম, জীবনের অবশ্যম্ভাবী পরিণতিই হল মৃত্যু। আধ্যাত্মিক মনোভাবাপন্ন মানুষের মতে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন।   বিশদ

02nd  November, 2019
চীনা সাম্রাজ্যবাদ
সমৃদ্ধ দত্ত

 কোনও এক সময় শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশে। কিন্তু পরবর্তীকালে প্রধানত বিহারের বিষহরি উৎসবের প্রধান হস্তশিল্প হিসাবে জনপ্রিয় হয়ে যায় মঞ্জুষা। ভাগলপুরে ব্রিটিশ আমলে মঞ্জুষা শিল্প এতটাই খ্যাতি ও বাণিজ্য পেয়েছিল যে, এমনকী ম্যানচেস্টারেও নিয়ম করে যেত ওই সিরিয়াল আর্ট। বিশদ

01st  November, 2019
ভূস্বর্গে বাংলার পাঁচ শ্রমিকের মৃত্যুই
বুঝিয়ে দিল কাশ্মীর ভালো নেই
সন্দীপন বিশ্বাস

 প্রত্যেকেরই একটা নিজস্ব উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য যাতে সফল হয়, তার একটা পন্থাও থাকে। উদ্দেশ্য অনেক সময় ঠিক থাকলেও দেখা যায় বহু ক্ষেত্রে পদ্ধতির ভুল থাকে। তাতে উদ্দেশ্য সফল হয় না। উল্টে তা আরও অনেক সমস্যা ডেকে আনে। কাশ্মীরে সেই ঘটনাই ঘটেছে। বিশদ

01st  November, 2019
বেসরকারিকরণ: অর্থনীতি এবং রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

 মোদি সরকারের সাংসারিক হালচালটা একবার দেখে নেওয়া যাক। দেশের জিডিপি নেমে গিয়েছে ৫ শতাংশে। বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বাধিক। ফলে কর্মসংস্থান তৈরি তো হচ্ছেই না, পাশাপাশি বাজারদর হু হু করে বাড়ছে। ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি স্বপ্ন বেচার সওদাগর। বিশদ

29th  October, 2019
উৎসবের সুন্দরবন
সুব্রত চট্টোপাধ্যায়

 সোদপুরে এবার ঠাকুর দেখতে গেছেন? ওখানকার ওয়াটার-সাইড পুজোমণ্ডপে এবারের থিম ছিল বনবিবি দুর্গা। সেখানে দেখানো হয়েছে সুন্দরবনের কাঠুরে-মৎস্যজীবীদের জীবন। থিম দেখে কতটুকুই বা বুঝবেন ওদের। প্র্যাকটিক্যালি মৎস্যজীবীরা ট্রলার-ডুবিতে কত যে মরছে, জঙ্গলে যাওয়ার ছাড়পত্র পাওয়া নিয়ে কত যে ওদের ভোগান্তি-অশান্তি! অবশ্য উৎসবের মুখে (২১.০৯.১৯) জেলা প্রশাসন কাকদ্বীপে গিয়ে এফডি নয়ন ও দশভুজা নামের ট্রলার দুটির নিখোঁজ ২৩টি মাছ-মারা পরিবারের মুখে হাসি ফোটাতে ২ লাখ টাকার চেক দিয়েছেন। এটাই বা মন্দ কী! তবু পরিবারগুলো সেদিন কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু উৎসবে কিছুটা চাঙ্গা হলেও হয়েছে তারা।
বিশদ

29th  October, 2019
প্রতিবেশীর আতঙ্ক বাড়াতে আইএস
জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানই
মৃণালকান্তি দাস

আমেরিকা কি সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে অভিযানে বড় কোনও সাফল্য পেয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ট্যুইট সেই জল্পনা ছড়িয়ে পড়েছে। মার্কিন সময় শনিবার রাতে ট্রাম্প ট্যুইটারে লেখেন, ‘এইমাত্র খুব বড় একটা ঘটনা ঘটল।’ তার মধ্যেই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে সংবাদমাধ্যমকে জানান, ‘‘মার্কিন সময় রবিবার সকাল নটায় বিরাট ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’’  
বিশদ

28th  October, 2019
একনজরে
বিএনএ, বহরমপুর: মুর্শিদাবাদে বিজেপির মণ্ডল কমিটি গঠন নিয়ে নব্য ও আদিদের মধ্যে কোন্দল তুঙ্গে উঠেছে। দ্বন্দ্বের কারণে তারা বহরমপুর উত্তর এবং দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতির নাম চূড়ান্ত করতে পারেনি।  ...

 বিএনএ, বারাকপুর: কয়েকজন মহিলার সাহস ও তাৎক্ষণিক বুদ্ধির ফলে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ট্রেন লাইনে ফাটল দেখে লাল গামছা দেখিয়ে আপ বারাকপুর লোকাল দাঁড় করালেন মহিলারা। ...

সংবাদদাতা, বালুরঘাট: বোল্লাকালী তাঁকে মূর্তি গড়তে স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পেয়েই ২০১১ সাল থেকে বোল্লাকালীর সুউচ্চ প্রতিমা তৈরি করছেন বালুরঘাটের মাঝিগ্রামের মৃৎশিল্পী হিমাংশু মহন্ত। ২০১১ সালের আগে তাঁর বাবা ভবেন মহন্ত বোল্লাকালীর মূর্তি গড়তেন।  ...

 নয়াদিল্লি, ৮ নভেম্বর (পিটিআই): আর্থিক বৃদ্ধির পূর্বাভাস নিয়ে আগেই অশনি সঙ্কেট শুনিয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাঙ্ক। এবার আর্থিক মন্দা থাবা বসাল ভারতের আন্তর্জাতিক রেটিংয়ে। রেটিং প্রদানকারী সংস্থা মুডিজ দেশের রেটিং স্থিতিশীল (স্টেবল) থেকে কমিয়ে নেতিবাচক (নেগেটিভ) করে দিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

নতুন কোনও কর্ম পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ। খেলাধূলায় কৃতিত্ব। বাক্যে ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৮: স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের জন্ম
১৮৬২: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের মৃত্যু
১৮৬৭: বিজ্ঞানী মেরি কুরির জন্ম
১৮৮৮: নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমনের জন্ম
১৯২৩: সাহিত্যিক ও সমাজসেবী অশ্বিনীকুমার দত্তের মৃত্যু
১৯৫৪: অভিনেতা কমল হাসানের জন্ম
১৯৭১: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্ম
১৯৭৯: অভিনেত্রী রাইমা সেনের জন্ম

07th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৮৯.৬৮ টাকা ৯২.৯২ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৬১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২২ কার্তিক ১৪২৬, ৯ নভেম্বর ২০১৯, শনিবার, দ্বাদশী ২২/৬ দিবা ২/৪০। উত্তরভাদ্রপদ ২২/৪৬ দিবা ২/৫৬। সূ উ ৫/৪৯/২, অ ৪/৫১/৫৪, অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে পুনঃ ৭/১৭ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৮ গতে ২/২২ মধ্যে, বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি, কালরাত্রি ৬/২৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি।
২২ কার্তিক ১৪২৬, ৯ নভেম্বর ২০১৯, শনিবার, দ্বাদশী ২১/১২/৩৯ দিবা ২/১৯/৫। উত্তরভাদ্রপদ ২৪/২৩/৮ দিবা ৩/৩৫/১৬, সূ উ ৫/৫০/১, অ ৪/৫২/৪৩, অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে ও ৭/২৮ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৩ মধ্যে এবং রাত্রি ১২/৪৩ গতে ২/২৯ মধ্যে, বারবেলা ১২/৪৪/১৩ গতে ২/৭/৩ মধ্যে, কালবেলা ৭/১২/৫১ মধ্যে ও ৩/২৯/৫৩ গতে ৪/৫২/৪৩ মধ্যে, কালরাত্রি ৬/২৯/৫৩ মধ্যে ও ৪/১২/৫১ গতে ৫/৫০/৪০ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ। বৃষ: কর্মে পদোন্নতির সম্ভাবনা। মিথুন: অর্থপ্রাপ্তির ...বিশদ

07:11:04 PM

আজ বিমানবন্দর থেকে বিশেষ বাস পরিষেবা

 বুলবুলের জেরে বন্ধ কলকাতা বিমানবন্দর। তাই বিমানবন্দরে থাকা যাত্রীদের ফেরাতে ...বিশদ

07:36:49 PM

সাগরে আছড়ে পড়ল বুলবুল 
সাগরদ্বীপে ঘণ্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল। এর ...বিশদ

06:45:00 PM

আদালতের রায় খোলা মনে স্বীকার করেছে দেশ: মোদি 

06:12:01 PM

ভবিষ্যতের জন্য কাজ করতে হবে: মোদি 

06:12:00 PM

আসুন সবাই মিলে নতুন ভারত নির্মাণ করি: মোদি 

06:12:00 PM