Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

আমেরিকায় মধ্যবয়সের
সঙ্গী সোশ্যাল মিডিয়া
আলোলিকা মুখোপাধ্যায়

যে বয়সে পৌঁছে দূরের আত্মীয়স্বজন ও পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা ক্রমশ আগের মতো সম্ভব হয় না, সেই প্রৌঢ় ও বৃদ্ধ-বৃদ্ধার জীবনে ইন্টারনেট এক প্রয়োজনীয় ভূমিকা নিয়েছে। প্রয়োজনীয় এই কারণে যে, নিঃসঙ্গতা এমন এক উপসর্গ যা বয়স্ক মানুষদের শরীর ও মনের উপর প্রভাব ফেলে। ডাক্তাররা বলেন—এই বয়সে কিছু সামাজিক আদানপ্রদান না থাকলে মানসিক বিষণ্ণতা ছাড়াও মস্তিষ্কের কাজকর্মও চর্চার অভাবে ব্যাহত হয়। সে জন্যে আমেরিকার মধ্য ও প্রৌঢ় বয়সের পুরুষ ও মহিলাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিনটারেস্ট, লিংকডিন ইত্যাদির মধ্যে দিয়ে আত্মীয়তা, বন্ধুত্ব, সামাজিকতা, প্রফেশন্যাল ক্ষেত্রেও যোগাযোগ রক্ষা ও মতামত বিনিময় সহজ হচ্ছে। ইনস্টাগ্রামে সংযুক্ত আছেন প্রায় ৩.৮ মিলিয়ন মানুষ। এমনই এক নব্বই বছরের বৃদ্ধা তাঁর নাতনির মেয়ের উদ্যোগে কয়েকবছর আগে সামাজিক একাকিত্ব থেকে মুক্তি পেয়েছেন। সে সময় স্বামী ও একমাত্র সন্তান মারা যাওয়ার পরে শোক নিঃসঙ্গতা, মানসিক কষ্টেই দিন কাটত। নাতনির মেয়ে তাঁর এমন ছবি তুলে অন-লাইনে পোস্ট করল, যেখানে তাঁকে ‘প্রশান্তির প্রতীক’ বলে মনে হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এমন প্রতিক্রিয়া হল যে শুধু হাজারখানেক লোকের সঙ্গে অনলাইনে যোগাযোগ নয়, তিনি বিজ্ঞাপন কোম্পানি থেকে ডাক পেলেন। বৃদ্ধাদের উপযুক্ত পোশাক, রোদ-চশমা, লাঠি আর কোষ্টকাঠিন্যের ওষুধের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গেল। ভালো উপার্জনও হল। তবে তাঁর কাছে সব থেকে বড় পুরস্কার ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। এই ভাবেই এক নাতির ছবি তোলার বাতিক থেকে ৮৮ বছরের ঠাকুমার রান্নাবান্না পিয়ানো বাজিয়ে গান গাওয়ার চলমান ছবি ইউটিউবে ঢুকে গেছে। লক্ষ লক্ষ সমঝদারের প্রশংসাবাণী পড়ে ঠাকুমা অভিভূত। তাও প্রথমে ভেবেছিলেন শুধু নিজের শহরেই লোকে তাঁকে দোকানে বাজারে দেখে চিনতে পারছে। নাতি হেসেই অস্থির। শুধু এই টাউনে নাকি? সারা পৃথিবীর লোক তোমার গান শুনছে।
সামাজিকভাবে ‘গৃহীত’ হওয়ার চেয়েও অনেক বৃদ্ধ-বৃদ্ধা চান তাঁদের সাংসারিক শাখা, প্রশাখা, বিশেষত নাতি, নাতনিদের খবর পেতে এবং খবর দিতে। এক কোরিয়ান ঠাকুর্দা থাকেন ব্রাজিলে। দুই নাতি থাকে নিউইয়র্কে। নাতনি থাকে সাউথ কোরিয়ায়। দাদুর একা একা সময় কাটত না। ছবি এঁকে তিন নাতি-নাতনিকে ইনস্টাগ্রামে পোস্ট করতেন। যা শুধু নিজের প্রিয়জনদের জন্যে এঁকেছেন, তাই-ই-ক্রমশ ইনস্টাগ্রামের মাধ্যমে প্রায় চল্লিশ হাজার দর্শকের প্রশংসা পেয়েছে।
এ ভাবেই পূর্বপ্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে নিজের সাধ্যমতো কিছু বিতরণ করতে পারেন। সে গল্প হোক, গান হোক, ছবি হোক, উপদেশ, শুভকামনা, সবই তাঁদের হৃদয় থেকে উৎসারিত। ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান মুহূর্তেই তা পৌঁছে দেয়।
ভ্রমণপিপাসু এক পঞ্চাশোর্ধ্ব দম্পতি গত দশ বছর ধরে সারা আমেরিকা, কানাডা, মেক্সিকো ইত্যাদি গাড়ি চালিয়ে বেড়িয়েছেন। ইদানীং যাচ্ছেন ইউরোপের নানা দেশে। এঁদের ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক। এঁরা কখনও চাকরি থেকে ছুটি নিয়ে তারপর অবসর নিয়ে দেশ ভ্রমণ আর তার সঙ্গে ‘জিপসি নেসটার’ নামে ব্লগ পাঠিয়ে যাচ্ছেন। ব্লগের মাধ্যমে পৃথিবীর ৩৬ হাজার ভ্রমণপিপাসুর কাছে পৌঁছে গেছেন। ‘জিপসি নেসটার’ অর্থাৎ ডেভিড আর ভেরোনিকা জেমস নামে প্রৌঢ় দম্পতির ছবি আর ভ্রমণবৃত্তান্ত দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই দেশ/বিদেশে বেরিয়ে পড়ছেন। ভ্রমণ তাঁদের একসূত্রে বেঁধেছে।
প্রৌঢ় শ্রমজীবী এক ছোট কন্ট্র্যাকটরও যে কীভাবে সোশ্যাল মিডিয়ার সাহায্যে লক্ষ লক্ষ লোককে অনুপ্রাণিত করতে পারেন, এসেনশিয়াল ক্র্যাফটসম্যান (ইউটিউব)-এর দর্শকরা তা জানেন। বাষট্টি বছরের স্কট ওয়ার্ডসওয়ার্থ-এর চল্লিশ বছরের কন্সট্রাকশন ব্যবসা। বছর তিনেক আগে নিজের দোকানে কাঠের কাজ করছিলেন। ছেলে তার ভিডিও তুলে ইউটিউব-এ দিয়েছিল। তারপর তাঁর পরিশ্রমসাপেক্ষ কাজ কর্মের আরও কিছু ভিডিও ওইভাবে দিয়েছিল। এর আশাতীত প্রতিক্রিয়া হল। ক্রমশ ৩২ মিলিয়ন লোক ইউটিউবের মাধ্যমে তাঁর করাত চালিয়ে গাছ কাটা থেকে শুরু করে কাঠ ও লোহার তৈরি জিনিস-এর কর্মপদ্ধতি দেখেন। ওই পেশার জন্যে শিক্ষা নেন। এক সামান্য কন্ট্র্যাকটরের জীবনে এই স্বীকৃতির মূল্য অনেক।
বয়সের সঙ্গে সঙ্গে বাহ্যিক রূপ, যৌবন, কর্মক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, শেষ হয়ে যাওয়ার দুর্ভাবনায় যে মিড লাইফ ক্রাইসিস-এর উপসর্গ দেখা দিতে পারে সেই সমস্যার সমাধানের জন্যেও সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেওয়া যায়। ‘কালেকটিভ কনসাসনেস, অর্থাৎ সম্মিলিত সচেতনতার শামিল হয়ে কিছু মানবিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা শুরু করা যায়। যুক্তি, প্রতিযুক্তি, সমাধানের চিন্তা থেকে পরোক্ষভাবে ও সোশ্যাল অ্যাকটিভিজম-এ অংশ নেওয়া যায়। এ জাতীয় বেশ কয়েকটি ইনস্টাগ্রাম-এ অনেক চিন্তাশীল মানুষ যুক্ত আছেন।
আমেরিকায় সেলিব্রেটিদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কথা এ লেখায় অপ্রাসঙ্গিক। প্রচার ও আত্মপ্রচারের প্রয়োজনে জনসাধারণের মধ্যে এর ভূমিকা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। সমালোচনা করে বলা হয় ‘ফেসবুক’ অ্যাকাউন্ট কারও মধ্যে আত্মপ্রেম, আত্মপ্রসাদ বাড়াতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভ দিকটির পরিবর্তে প্রৌঢ় বয়স্কদের কথায় ফিরে যাওয়া যাক। এঁদের মধ্যে সাহিত্যস্পৃহা আর কৌতুকবোধ যেমন আছে, সেরকম আছে সঙ্গীতপ্রীতি। কেউ ‘ব্লগ’-এ সাহিত্যচর্চা করছেন। পত্র, পত্রিকায় লেখা ছাপা না হোক, দেশ/ দেশান্তরে ফেসবুকে পাঠক পাওয়া যাচ্ছে। রসিক বুড়োর দল সকাল বিকেল ‘জোকস’ বিতরণ করছেন। এই বয়সে রসে বশে থাকার জন্যেই তো এমন উৎসাহ।
আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও প্রফেশন্যাল জগতের সঙ্গে যোগসূত্র রাখতে সাহায্য করে লিংকডিন। কেউ কর্মজীবনে অবসর নিয়ে থাকুন বা নাই থাকুন, প্রফেশন্যাল লোকজনদের সঙ্গে সংযুক্ত থাকেন।
মধ্যবয়সে বিভিন্ন বিনোদন, পত্রপত্রিকা ও বইপড়া, সিনেমা দেখা, গানবাজনা শোনা, এমনকী ধর্মকথা শোনার জন্যেও অনলাইন-এর সহায়তা পাওয়া যায়। এখানে অবসরপ্রাপ্ত বাঙালিদের প্রায় সকলেরই একটা সাপ্তাহিক রুটিন আছে। নিত্যদিন পশ্চিমবঙ্গের খবর পড়ার পরে কোনও কিছু একটা দেখা বা শোনা হল। আজ দুটো বাংলা সিনেমা, তো কাল প্রচুর গান শোনা। পরশু রাতে নিউইয়র্কের রামকৃষ্ণ মিশনের স্বামীজির বেদান্ত ব্যাখ্যা (ইউটিউব)। বাকি কিছুটা সময় ফেসবুক, ই-মেইল। দেশ-দেশান্তরে আত্মীয়, বন্ধুদের খবর দেওয়া-নেওয়া। শুধু মনে একটা দুঃখ। এঁদের অধিকাংশেরই দাদু, ঠাকুমা, এমনকী বাবা-মা বেঁচে থাকতেও ঘরে ঘরে স্মার্ট ফোন ছিল না, ফেস্‌টাইম ছিল না...।
সব শেষে প্রশ্ন আসছে, প্রৌঢ় বয়সে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকা কি ভালো? মানুষ কি ঘরকুনো হয়ে পড়ছে না? পাশের প্রতিবেশীকে এড়িয়ে দূরের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, প্রয়োজনীয় পারিবারিক ও সামাজিক দায়মুক্ত থাকার চেষ্টা করছে?
ডাক্তার, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা বয়স্ক মানুষের অতিরিক্ত অন-লাইন প্রীতি একেবারেই সমর্থন করছেন না। তাঁদের সম্মিলিত অভিমত মস্তিষ্ক চর্চার প্রয়োজনে লাগাতর বসে থাকা শরীর-স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইন্টারনেটে বসে থাকার নেশা শরীরে আলস্য সৃষ্টি করে। চোখের ক্লান্তি ছাড়াও রাতে বেশিক্ষণ জেগে থাকার প্রবণতা থেকে ঘুমের ব্যাঘাত ঘটে। পর্যাপ্ত ঘুম হয় না। এ বিষয়ে এঁদের কিছু উপদেশ আছে। সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকতে হলে শুধু নিজের কথা শোনানো নয়, অন্যদের কথা জানতে হবে। এ আদান-প্রদানের পথ। তবে সকলের সব কিছু দেখে, শুনে যে বিশ্বাস করতে হবে। তাও কিন্তু নয়। মত বিরোধ, অতিরিক্ত মন্তব্যপ্রকাশ এড়িয়ে চলা উচিত। নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখা দরকার। কারণ ফেসবুকে বেশি ব্যক্তিগত খবর দিলে এমনকী কবে কোথায় যাওয়া বা থাকা হবে, সে খবর দেওয়া সম্পর্কেও সতর্ক থাকা দরকার। কারণ স্ক্যামার বা অপরাধীরা সুযোগের সন্ধানে থাকে। কোনও ভাবে ওই পোস্টিং থেকেই ব্যক্তিগত তথ্য চুরি করে সোশ্যাল সিকিউরিটি নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর ইত্যাদি পেয়ে যেতে পারে। ‘সার্ভে ডেটা’ বিক্রির ব্যবসা এই অপরাধীদের প্রধান কাজ। গত বছরেও ১৬.৭ মিলিয়ন লোকের এভাবে আইডেনটিটি চুরি গেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল সিকিউরিটির ভাতা, সর্বত্র এদের করালগ্রাসের ফলে মানুষের আর্থিক বিপর্যয় ঘটছে।
এ সমস্ত কারণে সতর্ক হওয়া প্রয়োজন। তবে সোশ্যাল মিডিয়া যে যুগান্তর এনেছে, অন্তর্জালের সেই বন্ধনে বাঁধা পড়ে প্রৌঢ় জীবনে একাকিত্ব দূর হচ্ছে প্রযুক্তির এও এক অবদান।
14th  September, 2019
বিপদ যখন ওষুধে
শান্তনু দত্তগুপ্ত

 সামান্য জ্বর জ্বর ভাব হলে কি ডাক্তার দেখাবেন? নাকি পাড়ার ওষুধের দোকানে গিয়ে বলবেন, দাদা একটা ক্যালপল দিন তো...! নিশ্চিতভাবে পরেরটা। ক্যালপলের জায়গায় ক্রোসিন, প্যারাসেফ হতেই পারে, কিন্তু ৮০ শতাংশ গ্রাহকই ‘প্যারাসিটামল’ দেওয়ার কথা বলেন না। প্যারাসিটামল অর্থাৎ ওষুধটির জেনেরিক নাম। আর ক্যালপল বা ক্রোসিন হল প্যারাসিটামলেরই ব্র্যান্ড নেম। আর এই দুই নামের সঙ্গেই জড়িয়ে ওষুধের নানা গোপন কাহিনী। কেন? বিশদ

স্বঘোষিত ‘ধর্মগুরু’ জিম জোন্সের নাম আজ ক্যালিফোর্নিয়ায় মুখে আনাও পাপ!
মৃণালকান্তি দাস

জিম জোন্সের নাম শুনেছেন? এ এক স্বঘোষিত ধর্মগুরুর গল্প। যাঁর বিশ্বাসের উপর ভর করে আত্মহত্যার আড়ালে এক নিদারুণ গণহত্যার সাক্ষী হয়েছিল আমেরিকা। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি দরিদ্র পরিবারে জিমের জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন বেশ বুদ্ধিমান এবং কিছুটা অদ্ভুত স্বভাবের। কিশোর বয়স থেকেই ধর্মের প্রতি তাঁর টান ছিল প্রবল।
বিশদ

23rd  September, 2019
অসহিষ্ণুতা
জিষ্ণু বসু

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৯৭০ সাল। অতি বামপন্থী ছাত্র সংগঠন পরীক্ষা বয়কটের ডাক দিয়েছে। কেন? কী কারণ? কারণটা অদ্ভুত। কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। রুখে দাঁড়িয়েছিলেন এক সিংহহৃদয় মানুষ। অধ্যাপক গোপালচন্দ্র সেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের প্রবাদপ্রতিম অধ্যাপক এই ছাত্রদরদি মানুষটি অস্থায়ীভাবে উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন। 
বিশদ

23rd  September, 2019
পুজোর মুখে
শুভা দত্ত

পুজো আসছে। মাঝে আর মাত্র ক’টা দিন—তারপরই শুরু হয়ে যাবে দেবী দুর্গার আরাধনায় মত্ত বাঙালির উৎসব যাপন। আমাদের বিশ্বাস, সেই উৎসবের আনন্দ কোলাহলে আলোর বন্যায় জনস্রোতে ক’দিনের জন্য হলেও এনআরসি হোক কি যাদবপুর, কি সারদা নারদা রাজীব কুমার—সব তলিয়ে যাবে। চিহ্নমাত্র থাকবে না। এতদিন তাই হয়েছে—এবারও তার ব্যতিক্রম হবে না।
বিশদ

22nd  September, 2019
এনআরসি, সংখ্যালঘু ভোট ও বিজেপি
তন্ময় মল্লিক

‘এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আরও বেশি করে বিজেপির ছাতার তলায় নিয়ে আসতে হবে। সেই মতো গ্রহণ করতে হবে যাবতীয় কর্মসূচি।’ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিজেপির বঙ্গ নেতৃত্বকে এই কথাগুলি যিনি বলেছিলেন তিনি আর কেউ নন, ‘গেরুয়া শিবিরের চাণক্য’ অমিত শাহ।
বিশদ

21st  September, 2019
সরকারি চাকরির মোহে আবিষ্ট সমাজ
অতনু বিশ্বাস

সমাজ বদলাবে আরও। আমি বা আপনি চাইলেও, কিংবা গভীরভাবে বিরোধিতা করলেও। সরকারি বা আধা-সরকারি চাকরির নিরাপত্তার চক্রব্যূহ ক্রমশ ভঙ্গুর হয়ে পড়বে আরও অনেকটা। এবং দ্রুতগতিতে। গোটা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে এ এক প্রকারের ভবিতব্যই। একসময় আমরা দেখব, চাকরি বাঁচাতে গড়পড়তা সরকারি চাকুরেদেরও খাটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরেদের মতো। সরকারি চাকরির নিশ্চিন্ত আশ্রয়ের নিরাপত্তার ‘মিথ’ ভেঙে চুরচুর হয়ে পড়বে। এবং সে-পথ ধরেই ক্রমে বিদায় নেবে পাত্রপাত্রী চাই-য়ের বিজ্ঞাপন থেকে ‘সঃ চাঃ’ নামক অ্যাক্রোনিম।
বিশদ

21st  September, 2019
আলোচনার অভিমুখ
সমৃদ্ধ দত্ত

 প্রাচীন বিশ্বের বিভিন্ন সভ্যতায় দেখা যায় সম্রাটরা অসীম ক্ষমতার অধিকারী প্রমাণ করার জন্য অতি প্রাকৃতিক শক্তি সম্পন্ন হিসেবে নিজেদের প্রতিভাত করতেন। এর ফলে প্রজা শুধু সম্রাটকে যে মান্য করত তাই নয়, ভয়ও পেত, সমীহ করত। প্রাচীন মিশরে শতাব্দীর পর শতাব্দীর ধরে ফারাওরা নিজেদেরই ঈশ্বর হিসেবে ঘোষণা করতেন।
বিশদ

20th  September, 2019
হিন্দু বাঙালির বাড়ি ভাঙছে, হারাচ্ছে দেশ 
শুভময় মৈত্র

জয় গৃহশিক্ষকতা করেন, বাড়ি সিঁথি মোড়ের কাছে, বরানগরে। নিজেদের তিরিশ বছরের পুরনো বাড়ি, সারানোর প্রয়োজন। একান্নবর্তী পরিবার, দাদা বড় ইঞ্জিনিয়ার। তিনি আর একটি ফ্ল্যাট কিনেছেন কাছেই। 
বিশদ

20th  September, 2019
বাংলায় এনআরসি বিজেপির স্বপ্নের পথে কাঁটা হয়ে দাঁড়াবে না তো 
মেরুনীল দাশগুপ্ত

লোকসভা ভোটে অপ্রত্যাশিত ফলের পর বাংলার বিজেপি রাজনীতিতে যে জমকালো ভাবটা জেগেছিল সেটা কি খানিকটা ফিকে হয়ে পড়েছে? পুজোর মুখে এমন একটা প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের আমজনতার মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে। 
বিশদ

19th  September, 2019
জন্মদিনে এক অসাধারণ নেতাকে কুর্নিশ
অমিত শাহ

 আজ, মঙ্গলবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিন। অল্প বয়স থেকেই মোদিজি নিজেকে দেশের সেবায় উৎসর্গ করেছেন। যৌবন থেকেই তাঁর মধ্যে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নে কাজের একটি প্রবণতা লক্ষ করা যায়। দরিদ্র পরিবারে জন্মগ্রহণের কারণে মোদিজির শৈশবটা খুব সুখের ছিল না। বিশদ

17th  September, 2019
ব্যাঙ্ক-সংযুক্তিকরণ কতটা সাধারণ মানুষ এবং সামগ্রিক ব্যাঙ্কব্যবস্থার উন্নতির স্বার্থে?
সঞ্জয় মুখোপাধ্যায়

অনেকগুলি ব্যাঙ্ক সংযুক্ত করে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে আনা হল আর সংযুক্তির পর চারটি এমন বেশ বড় ব্যাঙ্ক তৈরি হল, আকার আয়তনে সেগুলিকে খুব বড় মাপের ব্যাঙ্কের তকমা দেওয়া যাবে। এসব ঘোষণার পর অর্থমন্ত্রীর বক্তব্য, এতে দেশের অর্থনীতির খুব উপকার হবে।  
বিশদ

16th  September, 2019
রাজনীতির উত্তাপ কি পুজোর আমেজ
জমে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?
শুভা দত্ত

 পরিস্থিতি যা তাতে এমন কথা উঠলে আশ্চর্যের কিছু নেই। উঠতেই পারে, উঠছেও। বাঙালির সবচেয়ে বড় উৎসবের মুখে প্রায় প্রতিদিনই যদি কিছু না কিছু নিয়ে নগরী মহানগরীর রাজপথে ধুন্ধুমার কাণ্ড ঘটে, পুলিস জলকামান, লাঠিসোঁটা, কাঁদানে গ্যাস, ইটবৃষ্টি, মারদাঙ্গা, রক্তারক্তিতে যদি প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাতে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ব্যবসাপত্তর উৎসবের মরশুমি বাজার কিছু সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে তবে এমন কথা এমন প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক।
বিশদ

15th  September, 2019
একনজরে
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ বন্ধ হয়ে গেল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, ক্রীড়াসূচি তৈরি হওয়ার পর তিনটি ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয় ডিভিশন লিগ। তিনটি ক্লাবকে তারজন্য শোকজও করা হয়েছে।  ...

 জম্মু, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীরে বিজেপি ও আরএসএস নেতা খুনে অভিযুক্ত তিন জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিস। নাসির আহমেদ শেখ, নিশাদ আহমেদ এবং আজাদ ...

সংবাদদাতা, কাঁথি: কোথাও থিম আলো, আবার কোথাও দুই সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। কোথাও সবুজ বাঁচানো ও জল সংরক্ষণের বার্তা, আবার কোথাও প্রতিমা নয়, নিজের মায়ের মধ্যেই দুর্গাকে দেখার আহ্বান। এগরা শহরের পুজোয় এবারও বিভিন্ন ক্লাব নানা থিমের ডালি নিয়ে হাজির। শহরে ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশার আঁতুড়ঘর হিসেবে সল্টলেকে নয়া আতঙ্ক থানাগুলি। সম্প্রতি বিধাননগর পুরসভার পক্ষ থেকে সল্টলেক পূর্ব থানায় বিশেষ অভিযান চালানো হয়। তাতেই ধরা পড়েছে, থানার বিল্ডিং এবং ক্যাম্পাসের চারপাশে একাধিক জায়গায় জমা জল রয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 

23rd  September, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৪ টাকা ৭১.৮৪ টাকা
পাউন্ড ৮৭.০৪ টাকা ৯০.২৩ টাকা
ইউরো ৭৬.৭৭ টাকা ৭৯.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৯০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ২৮/৩ অপঃ ৪/৪২। পুনর্বসু ১২/৩৪ দিবা ১০/৩১। সূ উ ৫/২৯/১৭, অ ৫/২৮/৩৯, অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/৫৩ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৮ মধ্যে, কালরাত্রি ৬/৫৯ গতে ৮/২৮ মধ্যে।
 ৬ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ১৫/৩৮/২২ দিবা ১১/৪৪/৩১। পুনর্বসু ৩/২৭/১৪ দিবা ৬/৫২/৪, সূ উ ৫/২৯/১০, অ ৫/৩০/৩০, অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে ও ৪/৪৫ গতে ৫/২৯ মধ্যে, বারবেলা ৬/৫৯/২০ গতে ৮/২৯/৩০ মধ্যে, কালবেলা ১/০/০ গতে ২/৩০/১০ মধ্যে, কালরাত্রি ৭/০/২০ গতে ৮/৩০/১০ মধ্যে।
২৪ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: শেয়ার বাজারে আজ কিছুটা বিনিয়োগ করতে পারেন। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

07:03:20 PM

হাওড়ায় আত্মঘাতী পঞ্চম শ্রেণীর পড়ুয়া 
স্কুল থেকে বাড়ি ফিরে শৌচাগারে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণীর এক ...বিশদ

08:54:53 PM

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন 

07:26:05 PM

হরিপালের নন্দকুঠিতে পথ দুর্ঘটনায় মৃত ৩ 
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন। ...বিশদ

06:28:27 PM

চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গেলেন জসপ্রিত বুমরাহ 
অনুশীলনের সময় চোট পেলেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। চিকিৎসকরা ...বিশদ

05:17:56 PM