Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

আমেরিকায় মধ্যবয়সের
সঙ্গী সোশ্যাল মিডিয়া
আলোলিকা মুখোপাধ্যায়

যে বয়সে পৌঁছে দূরের আত্মীয়স্বজন ও পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা ক্রমশ আগের মতো সম্ভব হয় না, সেই প্রৌঢ় ও বৃদ্ধ-বৃদ্ধার জীবনে ইন্টারনেট এক প্রয়োজনীয় ভূমিকা নিয়েছে। প্রয়োজনীয় এই কারণে যে, নিঃসঙ্গতা এমন এক উপসর্গ যা বয়স্ক মানুষদের শরীর ও মনের উপর প্রভাব ফেলে। ডাক্তাররা বলেন—এই বয়সে কিছু সামাজিক আদানপ্রদান না থাকলে মানসিক বিষণ্ণতা ছাড়াও মস্তিষ্কের কাজকর্মও চর্চার অভাবে ব্যাহত হয়। সে জন্যে আমেরিকার মধ্য ও প্রৌঢ় বয়সের পুরুষ ও মহিলাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিনটারেস্ট, লিংকডিন ইত্যাদির মধ্যে দিয়ে আত্মীয়তা, বন্ধুত্ব, সামাজিকতা, প্রফেশন্যাল ক্ষেত্রেও যোগাযোগ রক্ষা ও মতামত বিনিময় সহজ হচ্ছে। ইনস্টাগ্রামে সংযুক্ত আছেন প্রায় ৩.৮ মিলিয়ন মানুষ। এমনই এক নব্বই বছরের বৃদ্ধা তাঁর নাতনির মেয়ের উদ্যোগে কয়েকবছর আগে সামাজিক একাকিত্ব থেকে মুক্তি পেয়েছেন। সে সময় স্বামী ও একমাত্র সন্তান মারা যাওয়ার পরে শোক নিঃসঙ্গতা, মানসিক কষ্টেই দিন কাটত। নাতনির মেয়ে তাঁর এমন ছবি তুলে অন-লাইনে পোস্ট করল, যেখানে তাঁকে ‘প্রশান্তির প্রতীক’ বলে মনে হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এমন প্রতিক্রিয়া হল যে শুধু হাজারখানেক লোকের সঙ্গে অনলাইনে যোগাযোগ নয়, তিনি বিজ্ঞাপন কোম্পানি থেকে ডাক পেলেন। বৃদ্ধাদের উপযুক্ত পোশাক, রোদ-চশমা, লাঠি আর কোষ্টকাঠিন্যের ওষুধের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গেল। ভালো উপার্জনও হল। তবে তাঁর কাছে সব থেকে বড় পুরস্কার ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। এই ভাবেই এক নাতির ছবি তোলার বাতিক থেকে ৮৮ বছরের ঠাকুমার রান্নাবান্না পিয়ানো বাজিয়ে গান গাওয়ার চলমান ছবি ইউটিউবে ঢুকে গেছে। লক্ষ লক্ষ সমঝদারের প্রশংসাবাণী পড়ে ঠাকুমা অভিভূত। তাও প্রথমে ভেবেছিলেন শুধু নিজের শহরেই লোকে তাঁকে দোকানে বাজারে দেখে চিনতে পারছে। নাতি হেসেই অস্থির। শুধু এই টাউনে নাকি? সারা পৃথিবীর লোক তোমার গান শুনছে।
সামাজিকভাবে ‘গৃহীত’ হওয়ার চেয়েও অনেক বৃদ্ধ-বৃদ্ধা চান তাঁদের সাংসারিক শাখা, প্রশাখা, বিশেষত নাতি, নাতনিদের খবর পেতে এবং খবর দিতে। এক কোরিয়ান ঠাকুর্দা থাকেন ব্রাজিলে। দুই নাতি থাকে নিউইয়র্কে। নাতনি থাকে সাউথ কোরিয়ায়। দাদুর একা একা সময় কাটত না। ছবি এঁকে তিন নাতি-নাতনিকে ইনস্টাগ্রামে পোস্ট করতেন। যা শুধু নিজের প্রিয়জনদের জন্যে এঁকেছেন, তাই-ই-ক্রমশ ইনস্টাগ্রামের মাধ্যমে প্রায় চল্লিশ হাজার দর্শকের প্রশংসা পেয়েছে।
এ ভাবেই পূর্বপ্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে নিজের সাধ্যমতো কিছু বিতরণ করতে পারেন। সে গল্প হোক, গান হোক, ছবি হোক, উপদেশ, শুভকামনা, সবই তাঁদের হৃদয় থেকে উৎসারিত। ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান মুহূর্তেই তা পৌঁছে দেয়।
ভ্রমণপিপাসু এক পঞ্চাশোর্ধ্ব দম্পতি গত দশ বছর ধরে সারা আমেরিকা, কানাডা, মেক্সিকো ইত্যাদি গাড়ি চালিয়ে বেড়িয়েছেন। ইদানীং যাচ্ছেন ইউরোপের নানা দেশে। এঁদের ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক। এঁরা কখনও চাকরি থেকে ছুটি নিয়ে তারপর অবসর নিয়ে দেশ ভ্রমণ আর তার সঙ্গে ‘জিপসি নেসটার’ নামে ব্লগ পাঠিয়ে যাচ্ছেন। ব্লগের মাধ্যমে পৃথিবীর ৩৬ হাজার ভ্রমণপিপাসুর কাছে পৌঁছে গেছেন। ‘জিপসি নেসটার’ অর্থাৎ ডেভিড আর ভেরোনিকা জেমস নামে প্রৌঢ় দম্পতির ছবি আর ভ্রমণবৃত্তান্ত দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই দেশ/বিদেশে বেরিয়ে পড়ছেন। ভ্রমণ তাঁদের একসূত্রে বেঁধেছে।
প্রৌঢ় শ্রমজীবী এক ছোট কন্ট্র্যাকটরও যে কীভাবে সোশ্যাল মিডিয়ার সাহায্যে লক্ষ লক্ষ লোককে অনুপ্রাণিত করতে পারেন, এসেনশিয়াল ক্র্যাফটসম্যান (ইউটিউব)-এর দর্শকরা তা জানেন। বাষট্টি বছরের স্কট ওয়ার্ডসওয়ার্থ-এর চল্লিশ বছরের কন্সট্রাকশন ব্যবসা। বছর তিনেক আগে নিজের দোকানে কাঠের কাজ করছিলেন। ছেলে তার ভিডিও তুলে ইউটিউব-এ দিয়েছিল। তারপর তাঁর পরিশ্রমসাপেক্ষ কাজ কর্মের আরও কিছু ভিডিও ওইভাবে দিয়েছিল। এর আশাতীত প্রতিক্রিয়া হল। ক্রমশ ৩২ মিলিয়ন লোক ইউটিউবের মাধ্যমে তাঁর করাত চালিয়ে গাছ কাটা থেকে শুরু করে কাঠ ও লোহার তৈরি জিনিস-এর কর্মপদ্ধতি দেখেন। ওই পেশার জন্যে শিক্ষা নেন। এক সামান্য কন্ট্র্যাকটরের জীবনে এই স্বীকৃতির মূল্য অনেক।
বয়সের সঙ্গে সঙ্গে বাহ্যিক রূপ, যৌবন, কর্মক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, শেষ হয়ে যাওয়ার দুর্ভাবনায় যে মিড লাইফ ক্রাইসিস-এর উপসর্গ দেখা দিতে পারে সেই সমস্যার সমাধানের জন্যেও সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেওয়া যায়। ‘কালেকটিভ কনসাসনেস, অর্থাৎ সম্মিলিত সচেতনতার শামিল হয়ে কিছু মানবিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা শুরু করা যায়। যুক্তি, প্রতিযুক্তি, সমাধানের চিন্তা থেকে পরোক্ষভাবে ও সোশ্যাল অ্যাকটিভিজম-এ অংশ নেওয়া যায়। এ জাতীয় বেশ কয়েকটি ইনস্টাগ্রাম-এ অনেক চিন্তাশীল মানুষ যুক্ত আছেন।
আমেরিকায় সেলিব্রেটিদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কথা এ লেখায় অপ্রাসঙ্গিক। প্রচার ও আত্মপ্রচারের প্রয়োজনে জনসাধারণের মধ্যে এর ভূমিকা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। সমালোচনা করে বলা হয় ‘ফেসবুক’ অ্যাকাউন্ট কারও মধ্যে আত্মপ্রেম, আত্মপ্রসাদ বাড়াতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভ দিকটির পরিবর্তে প্রৌঢ় বয়স্কদের কথায় ফিরে যাওয়া যাক। এঁদের মধ্যে সাহিত্যস্পৃহা আর কৌতুকবোধ যেমন আছে, সেরকম আছে সঙ্গীতপ্রীতি। কেউ ‘ব্লগ’-এ সাহিত্যচর্চা করছেন। পত্র, পত্রিকায় লেখা ছাপা না হোক, দেশ/ দেশান্তরে ফেসবুকে পাঠক পাওয়া যাচ্ছে। রসিক বুড়োর দল সকাল বিকেল ‘জোকস’ বিতরণ করছেন। এই বয়সে রসে বশে থাকার জন্যেই তো এমন উৎসাহ।
আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও প্রফেশন্যাল জগতের সঙ্গে যোগসূত্র রাখতে সাহায্য করে লিংকডিন। কেউ কর্মজীবনে অবসর নিয়ে থাকুন বা নাই থাকুন, প্রফেশন্যাল লোকজনদের সঙ্গে সংযুক্ত থাকেন।
মধ্যবয়সে বিভিন্ন বিনোদন, পত্রপত্রিকা ও বইপড়া, সিনেমা দেখা, গানবাজনা শোনা, এমনকী ধর্মকথা শোনার জন্যেও অনলাইন-এর সহায়তা পাওয়া যায়। এখানে অবসরপ্রাপ্ত বাঙালিদের প্রায় সকলেরই একটা সাপ্তাহিক রুটিন আছে। নিত্যদিন পশ্চিমবঙ্গের খবর পড়ার পরে কোনও কিছু একটা দেখা বা শোনা হল। আজ দুটো বাংলা সিনেমা, তো কাল প্রচুর গান শোনা। পরশু রাতে নিউইয়র্কের রামকৃষ্ণ মিশনের স্বামীজির বেদান্ত ব্যাখ্যা (ইউটিউব)। বাকি কিছুটা সময় ফেসবুক, ই-মেইল। দেশ-দেশান্তরে আত্মীয়, বন্ধুদের খবর দেওয়া-নেওয়া। শুধু মনে একটা দুঃখ। এঁদের অধিকাংশেরই দাদু, ঠাকুমা, এমনকী বাবা-মা বেঁচে থাকতেও ঘরে ঘরে স্মার্ট ফোন ছিল না, ফেস্‌টাইম ছিল না...।
সব শেষে প্রশ্ন আসছে, প্রৌঢ় বয়সে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকা কি ভালো? মানুষ কি ঘরকুনো হয়ে পড়ছে না? পাশের প্রতিবেশীকে এড়িয়ে দূরের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, প্রয়োজনীয় পারিবারিক ও সামাজিক দায়মুক্ত থাকার চেষ্টা করছে?
ডাক্তার, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা বয়স্ক মানুষের অতিরিক্ত অন-লাইন প্রীতি একেবারেই সমর্থন করছেন না। তাঁদের সম্মিলিত অভিমত মস্তিষ্ক চর্চার প্রয়োজনে লাগাতর বসে থাকা শরীর-স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইন্টারনেটে বসে থাকার নেশা শরীরে আলস্য সৃষ্টি করে। চোখের ক্লান্তি ছাড়াও রাতে বেশিক্ষণ জেগে থাকার প্রবণতা থেকে ঘুমের ব্যাঘাত ঘটে। পর্যাপ্ত ঘুম হয় না। এ বিষয়ে এঁদের কিছু উপদেশ আছে। সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকতে হলে শুধু নিজের কথা শোনানো নয়, অন্যদের কথা জানতে হবে। এ আদান-প্রদানের পথ। তবে সকলের সব কিছু দেখে, শুনে যে বিশ্বাস করতে হবে। তাও কিন্তু নয়। মত বিরোধ, অতিরিক্ত মন্তব্যপ্রকাশ এড়িয়ে চলা উচিত। নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখা দরকার। কারণ ফেসবুকে বেশি ব্যক্তিগত খবর দিলে এমনকী কবে কোথায় যাওয়া বা থাকা হবে, সে খবর দেওয়া সম্পর্কেও সতর্ক থাকা দরকার। কারণ স্ক্যামার বা অপরাধীরা সুযোগের সন্ধানে থাকে। কোনও ভাবে ওই পোস্টিং থেকেই ব্যক্তিগত তথ্য চুরি করে সোশ্যাল সিকিউরিটি নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর ইত্যাদি পেয়ে যেতে পারে। ‘সার্ভে ডেটা’ বিক্রির ব্যবসা এই অপরাধীদের প্রধান কাজ। গত বছরেও ১৬.৭ মিলিয়ন লোকের এভাবে আইডেনটিটি চুরি গেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল সিকিউরিটির ভাতা, সর্বত্র এদের করালগ্রাসের ফলে মানুষের আর্থিক বিপর্যয় ঘটছে।
এ সমস্ত কারণে সতর্ক হওয়া প্রয়োজন। তবে সোশ্যাল মিডিয়া যে যুগান্তর এনেছে, অন্তর্জালের সেই বন্ধনে বাঁধা পড়ে প্রৌঢ় জীবনে একাকিত্ব দূর হচ্ছে প্রযুক্তির এও এক অবদান।
14th  September, 2019
জন্মদিনে এক অসাধারণ নেতাকে কুর্নিশ
অমিত শাহ

 আজ, মঙ্গলবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিন। অল্প বয়স থেকেই মোদিজি নিজেকে দেশের সেবায় উৎসর্গ করেছেন। যৌবন থেকেই তাঁর মধ্যে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নে কাজের একটি প্রবণতা লক্ষ করা যায়। দরিদ্র পরিবারে জন্মগ্রহণের কারণে মোদিজির শৈশবটা খুব সুখের ছিল না। বিশদ

17th  September, 2019
ব্যাঙ্ক-সংযুক্তিকরণ কতটা সাধারণ মানুষ এবং সামগ্রিক ব্যাঙ্কব্যবস্থার উন্নতির স্বার্থে?
সঞ্জয় মুখোপাধ্যায়

অনেকগুলি ব্যাঙ্ক সংযুক্ত করে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে আনা হল আর সংযুক্তির পর চারটি এমন বেশ বড় ব্যাঙ্ক তৈরি হল, আকার আয়তনে সেগুলিকে খুব বড় মাপের ব্যাঙ্কের তকমা দেওয়া যাবে। এসব ঘোষণার পর অর্থমন্ত্রীর বক্তব্য, এতে দেশের অর্থনীতির খুব উপকার হবে।  
বিশদ

16th  September, 2019
রাজনীতির উত্তাপ কি পুজোর আমেজ
জমে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?
শুভা দত্ত

 পরিস্থিতি যা তাতে এমন কথা উঠলে আশ্চর্যের কিছু নেই। উঠতেই পারে, উঠছেও। বাঙালির সবচেয়ে বড় উৎসবের মুখে প্রায় প্রতিদিনই যদি কিছু না কিছু নিয়ে নগরী মহানগরীর রাজপথে ধুন্ধুমার কাণ্ড ঘটে, পুলিস জলকামান, লাঠিসোঁটা, কাঁদানে গ্যাস, ইটবৃষ্টি, মারদাঙ্গা, রক্তারক্তিতে যদি প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাতে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ব্যবসাপত্তর উৎসবের মরশুমি বাজার কিছু সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে তবে এমন কথা এমন প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক।
বিশদ

15th  September, 2019
মোদি সরকারের অভূতপূর্ব কাশ্মীর পদক্ষেপ পরবর্তী ভারতীয় কূটনীতির সাফল্য-ব্যর্থতা
গৌরীশঙ্কর নাগ

 এই অবস্থায় এটা অস্বীকার করার উপায় নেই যে, ৩৭০ ধারা বিলোপ পর্বের প্রাথমিক অবস্থাটা আমরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্য দিয়ে অতিক্রম করেছি।
বিশদ

14th  September, 2019
ব্যর্থতা নয়, অভিনন্দনই
প্রাপ্য ইসরোর বিজ্ঞানীদের
মৃণালকান্তি দাস

 কালামের জেদেই ভেঙে পড়েছিল ইসরোর রোহিনী। না, তারপরেও এ পি জে আব্দুল কালামকে সে দিন ‘ফায়ার’ করেননি ইসরোর তদানীন্তন চেয়ারম্যান সতীশ ধাওয়ান! বলেননি, ‘দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কালামকে’! তার এক বছরের মধ্যেই ধরা দিয়েছিল সাফল্য। ধাওয়ানের নির্দেশে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেই কালাম-ই। তাঁর কথায়, ‘ওই দিন আমি খুব গুরুত্বপূর্ণ পাঠ পেয়েছিলাম। ব্যর্থতা এলে তার দায় সংস্থার প্রধানের। কিন্তু,সাফল্য পেলে তা দলের সকলের। এটা কোনও পুঁথি পড়ে আমাকে শিখতে হয়নি। এটা অভিজ্ঞতা থেকে অর্জিত।’ বিশদ

13th  September, 2019
রাষ্ট্রহীনতার যন্ত্রণা
শান্তনু দত্তগুপ্ত

ভিক্টর নাভরস্কি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আবিষ্কার করলেন, তিনি আচমকাই ‘রাষ্ট্রহীন’ হয়ে পড়েছেন। কারণ, তাঁর দেশ ক্রাকোজিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির কাছে মানবিকতার নিরিখে ক্রাকোজিয়ার আর কোনও ‘অস্তিত্ব’ নেই।
বিশদ

10th  September, 2019
জাতির গঠনে জাতীয় শিক্ষানীতি
গৌরী বন্দ্যোপাধ্যায়

 অভিধান অনুসরণ করে বলা যায়, পঠন-পাঠন ক্রিয়াসহ বিভিন্ন অভিজ্ঞতালব্ধ মূল্যবোধের বিকাশ ঘটানোর প্রক্রিয়াই শিক্ষা। জ্ঞানকে বলা হচ্ছে অভিজ্ঞতালব্ধ প্রতীতি। শিক্ষা দ্বারা অর্জিত বিশেষ জ্ঞানকে আমরা বিদ্যা বলি। কালের কষ্টিপাথরে যাচাই করে মানুষ আবহমান কাল ধরে নিজ অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশিকে পরবর্তী প্রজন্মের জন্য পুস্তকের মধ্যে লিখে সঞ্চিত করে গেছে।
বিশদ

09th  September, 2019
আন্তর্জাতিক সম্পর্কের শতবর্ষে ভারত প্রান্তিক রাষ্ট্র থেকে প্রথম দশে, লক্ষ্য শীর্ষস্থান
বিশ্বনাথ চক্রবর্তী

 প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির মুখে উড্রো উইলসন সমেত বিশ্বের তাবড় নেতারা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে শঙ্কিত হয়ে পড়েন। যুদ্ধের রাহুর গ্রাস থেকে এই সুন্দর পৃথিবীকে কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে তাঁরা চিন্তিত ছিলেন। উইলসন বুঝতে পেরেছিলেন মানুষের মগজে রয়েছে যুদ্ধের অভিলাষ। যুদ্ধভাবনা মুছে ফেলে শান্তিভাবনা প্রতিষ্ঠা করা দরকার।
বিশদ

09th  September, 2019
পুজোর মুখে বিপর্যয়: ঘরে বাইরে

 দুর্ঘটনা বিপর্যয় তো আর জানান দিয়ে আসে না! নেপালের ভূমিকম্প কি আমাদের আয়েলার মতো প্রাকৃতিক বিপর্যয়ে কত মানুষ ঘর-সংসার সব হারিয়ে রাতারাতি সর্বস্বান্ত হয়েছেন, কত সংসার উজাড় হয়ে গেছে—শত চেষ্টাতেও সেই ক্ষত পুরোটা পূরণ করা গিয়েছে কি? যায়নি। এই বউবাজারে রশিদ জমানার সেই ভয়ানক বিস্ফোরণের পর কত লোকের কত সর্বনাশ হয়েছিল—কজন তার বিহিত পেয়েছিলেন? মেট্রো রেলের সুড়ঙ্গ কাটতে গিয়ে সেপ্টেম্বরের শুরুতে বউবাজারে বাড়ি ধসে যে ক্ষতি বাসিন্দাদের হল তাতে তাই ‘অপূরণীয় ক্ষতি’ বললে কিছুমাত্র ভুল হয় না। বিশদ

08th  September, 2019
বন্ধ হোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত দখল
তন্ময় মল্লিক

পঞ্চায়েত কারও চোখে স্থানীয় সরকার, কারও চোখে উন্নয়নের হাতিয়ার, কারও চোখে চোর তৈরির কারখানা। পঞ্চায়েত সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও একটা ব্যাপারে প্রায় সকলেই এক মত, পঞ্চায়েত আসলে মধুভাণ্ড। এই মধুভাণ্ডের নাগাল পাওয়া নিয়েই যত মারামারি, বোমাবাজি, খুনোখুনি। এই পঞ্চায়েতই নাকি এবার পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে ওলট-পালটের নাটের গুরু।
বিশদ

07th  September, 2019
অজানা ভবিষ্যৎ
সমৃদ্ধ দত্ত

টাকা কোথায় গেল? একের পর এক গ্রামবাসীর টাকা উধাও। সকলে সেই অফিসে আবার গেলেন। তারা এবার ভালো করে কম্পিউটার চেক করে বললেন, তোমাদের আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটা তো চেঞ্জ হয়েছে। এখানে নতুন এক অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওখানেই গেছে টাকা। প্রমোদকুমাররা জানেই না কোথায় নতুন অ্যাকাউন্ট! এক সহৃদয় ব্যাঙ্ককর্মী আবিষ্কার করলেন মোবাইল সার্ভিস প্রভাইডার কোম্পানি পেমেন্ট ব্যাঙ্ক চালু করেছে। ওই যে ফোনে আধার নম্বর চাওয়া হল এবং প্রমোদকুমাররা গিয়ে লিংক করিয়ে এলেন, আসলে ওই আধার নম্বরের মাধ্যমে তাঁদের অজ্ঞাতেই তাঁদের নামে পেমেন্ট ব্যাঙ্ক ‌অ্যাকাউন্ট চালু হয়ে গিয়ে সেই অ্যাকাউন্টই শো করতে শুরু করেছে সরকারি দপ্তরে। আর সব টাকা সেখানে যাচ্ছে।
বিশদ

06th  September, 2019
নিজেকে জিজ্ঞেস করো, দেশের জন্য কী করতে পার
মৃণালকান্তি দাস

হোয়াইট হাউস-এর  পবিত্রতা নষ্ট করার দুর্নাম জুটেছিল কি না বেচারি বিল ক্লিন্টনের!‌ তখনও নাকি মার্কিন আম জনতা মুখ বেঁকিয়ে বলেছিল,  কোথায় মেরিলিন মনরো,  আর কোথায় মনিকা লিউইনস্কি!‌ তবে, মনরো–কেনেডির এই প্রেম রীতিমত ঢাক–ঢোল পিটিয়ে উদ্‌যাপিত হয়েছে মার্কিন গণজীবনে। ১৯ মে ১৯৬২। কেনেডির আসল জন্মদিনের ১০ দিন আগেই উৎসব হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে। ১৫ হাজার অতিথির তালিকায় তাবড় রাজনীতিক ও হলিউড সেলেবদের ছড়াছড়ি। বিরাট কনসার্টে মারিয়া কালাস,  এলা ফিটজেরাল্ড-এর মতো ডাকসাইটে শিল্পীদের পাশাপাশি মেরিলিন মনরো!‌ ইতিহাস হয়ে গিয়েছে সেই সন্ধ্যায় মনরোর গাওয়া  ‘হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার প্রেসিডেন্ট’।  
বিশদ

06th  September, 2019
একনজরে
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া শিল্পশহরে একদিন আগেই শুরু হয়ে গেল বিশ্বকর্মাপুজো। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক বড় শিল্পসংস্থার পুজো উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ...

 ইসলামাবাদ, ১৭ সেপ্টেম্বর (পিটিআই): আংশিক স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়ম শরিফ। দলের সহ সভানেত্রী পদে থাকার ক্ষেত্রে তাঁর আর কোনও বাধা রইল না। তবে, দলের কার্যকরী কোনও পদে তিনি বসতে পারবেন না। ...

বিশ্বজিৎ দাস, কলকাতা: রাজ্যবাসীকে ডেঙ্গুর বিপদ থেকে বাঁচাতে এ বছর ৪৭৫ কোটি টাকা খরচ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর। শুধু ডেঙ্গু মোকাবিলাতেই এই বিপুল ...

সংবাদদাতা, নবদ্বীপ: দরিদ্রতাকে উপেক্ষা করে নবদ্বীপের অষ্টম শ্রেণীর ছাত্র রাজ দেবনাথ রাজ্য স্কুল গেমস প্রতিযোগিতায় জিমন্যাস্টিক বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে। খুশির হওয়া নবদ্বীপে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে অশান্তি সম্ভাবনা। মাতৃস্থানীয় কারও শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যা-শিক্ষায় উন্নতি।প্রতিকার— ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস
১৫০২ - কোস্টারিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস
১৮৯৯- সাহিত্যিক ও চিন্তাবিদ রাজনারায়ণ বসুর মৃত্যু
১৯৫০- অভিনেত্রী শাবানা আজমির জন্ম
১৯৭৬- ব্রাজিলের ফুটবলার রোনাল্ডোর জন্ম
২০০৬- ফুটবলার সুদীপ চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.০২ টাকা ৭২.৭৩ টাকা
পাউন্ড ৮৭.৬০ টাকা ৯০.৮০ টাকা
ইউরো ৭৭.৬২ টাকা ৮০.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৪৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ আশ্বিন ১৪২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, চতুর্থী ৩১/৫১ সন্ধ্যা ৬/১২। অশ্বিনী ৩/১১ দিবা ৬/৪৪। সূ উ ৫/২৭/৩১, অ ৫/৩৪/৪১, অমৃতযোগ দিবা ৬/১৫ মধ্যে পুনঃ ৭/৪ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৪৪ মধ্যে। রাত্রি ৬/২২ গতে ৭/১০ মধ্যে পুনঃ ৮/৪৫ গতে ৩/৫ মধ্যে, বারবেলা ৮/২৯ গতে ১০/০ মধ্যে পুনঃ ১১/৩১ গতে ১/১ মধ্যে, কালরাত্রি ২/২৯ গতে ৩/৫৮ মধ্যে।
৩১ ভাদ্র ১৪২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, চতুর্থী ২৪/৪০/১০ দিবা ৩/১৯/১৪। অশ্বিনী ০/৫/৪৪ প্রাতঃ ৫/২৯/২৮, সূ উ ৫/২৭/১০, অ ৫/৩৬/৩০, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৯/৩১ গতে ১১/১০ মধ্যে ও ৩/১৮ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৩ মধ্যে ও ১/৩১ গতে ৫/২৭ মধ্যে, বারবেলা ১১/৩১/৫০ গতে ১/৩/১ মধ্যে, কালবেলা ৮/২৯/৩০ গতে ১০/০/৪৪ মধ্যে, কালরাত্রি ২/২৯/৩০ গতে ৩/৫৮/২০ মধ্যে। 
১৮ মহরম 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। বৃষ: অগ্নি, বিদ্যুৎ থেকে সতর্ক হওয়া ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস১৫০২ - কোস্টারিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস১৮৯৯- ...বিশদ

07:03:20 PM

মোদিকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না পাকিস্তান
 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার ...বিশদ

08:02:00 PM

দ্বিতীয় টি২০: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির 

06:40:25 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো কথা হয়েছে: মমতা 
দীর্ঘ দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন ...বিশদ

05:31:00 PM

খানাকুল ও পুরশুড়া থেকে তৃণমূলে যোগ দিলেন ১২জন
 

খানাকুল ও পুরশুড়া থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ১২ জন ...বিশদ

05:15:00 PM