Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

যুদ্ধের চাপা দামামা
পি চিদম্বরম

একটি জাতি হিসেবে, বাইরের দিকের নিরাপত্তা (এক্সটার্নাল সিকিউরিটি) এবং অভ‌্যন্তরীণ নিরাপত্তার (ইনটার্নাল সিকিউরিটি) মধ‌্যে স্বাতন্ত্র্যরচনায় আমরা যত্নবান। কোনও কারণে প্রথমটিকে ‘জাতীয়’ (ন‌্যাশনাল) আলখাল্লা পরার অনুমোদন দেওয়া হচ্ছে কিন্তু পরেরটির ক্ষেত্রে নস‌্যাৎ করা হচ্ছে সেই বিশেষ সুবিধাটি।
সচেতনভাবে বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এই দুই প্রকার নিরাপত্তাকে পরস্পরসংযোগহীন করে রাখার সুযোগ নেই। একটির পরিস্থিতির প্রভাব অন‌্যটির উপরেও পড়ে। যাই হোক, আমি বর্তমান প্রেক্ষিতেই বিষয়টির উপর আলোকপাত করব।
শুক্রবার আমি যখন এই নিবন্ধ লিখছি তখন ভারত একটি যুদ্ধ-পরিস্থিতির মধ‌্যে রয়েছে, যদিও পাকিস্তানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধটুদ্ধ হবে বলে কেউই বিশ্বাস করে না। আমাদের জানানো হয়েছে যে পাকিস্তানের একটি এফ-১৬ বিমান ধ্বংস হয়েছে এবং সম্ভবত তার পাইলটও মারা গিয়েছেন। সরকার আরও দাবি করেছে যে, তিনশোর বেশি জেহাদিকেও তারা খতম করেছে। আমার সরকারকে আমি বিশ্বাস করতে প্রস্তুত, কিন্তু দুনিয়া তার অবিশ্বাস ছাড়বে না। ভারতের একটি মিগ-২১ ধ্বংস হয়েছে এবং তার পাইলটকে পাকিস্তান বন্দি করেছে, তাঁর মুক্তিও প্রত‌্যাশিত। সরকারি বিবৃতি থেকে এটাই মনে হয় যে উভয়পক্ষই ভান করছে এবং বাস্তবে যুদ্ধ কেউই চায় না।
যুদ্ধের প্রয়োজন নেই
যুদ্ধে জড়ানোর কোনও প্রয়োজন নেই। ১৯৭১-এর মতো ভারতের উপর কোনও চাপ নেই যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে মরিয়া কোনও প্রদেশকে সাহায‌্য করতে হবে। কার্গিলের মতো ভারতের কোনও ভূখণ্ড গ্রাস করার পাকিস্তানি অপচেষ্টা নেই। উভয় দেশই জানে যে বর্তমান পরিস্থিতির জন‌্য দায়ী গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর এক জঙ্গিহামলা।
সুতরাং আমরা মূল সমস‌্যা যে সন্ত্রাস, সেই আলোচনায় আসব। সন্ত্রাসবাদ যে-কোনও দেশের অভ‌্যন্তরীণ নিরাপত্তার পক্ষে এক চরম বিপদ। ভারতও তার ব‌্যতিক্রম নয়।
ভারতের অভ‌্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয় যেসব কারণে তার একটি তালিকা দেওয়া যাক: ১. সন্ত্রাসবাদ। ২. জঙ্গি অনুপ্রবেশ। ৩. নকশালবাদ অথবা মাওবাদ। ৪. সাম্প্রদায়িক/ ধর্মীয় বিবাদ। ৫. বিচ্ছিন্নতাবাদ। ৬. সংরক্ষণ কেন্দ্রিক বিক্ষোভ। ৭. কৃষকদের বিক্ষোভ। ৮. জল এবং সীমানা নিয়ে আন্তঃরাজ‌্য দ্বন্দ্ব। ৯. ভাষা নিয়ে কলহ।
সন্ত্রাসবাদ হল বড় বিপদ
উপরে যে বিপদগুলির কথা বললাম সেগুলি গুরুত্বের ক্রমে সাজানো নয়, মনে যেমন এসেছে লিখেছি কিন্তু তাতেও সমস‌্যাগুলির ক্রমিক প্রভাবই কমবেশি প্রতিফলিত হয়েছে। সমস‌্যাগুলির সমাধানে সরকারের তুলনামূলক সাফল‌্য অথবা ব‌্যর্থতার মূল‌্যায়নও এই ক্রমসজ্জা। দৃষ্টান্ত, ১৯৬৫ সালে, হিন্দির গুরুত্বটা তামিলনাড়ুতে এক বিস্ফোরক গোছের সমস‌্যা হয়ে দাঁড়ায় এবং সেই আগুন এখনও যেন নিভেও নেভেনি, কিন্তু এই মুহূর্তে দেশের কোথাওই ভাষা সংক্রান্ত মারাত্মক বিবাদ নেই।
তালিকার শীর্ষের সন্ত্রাসবাদই (জম্মু ও কাশ্মীরে) ভারতের অভ‌্যন্তরীণ নিরাপত্তার সামনে সবচেয়ে বড় বিপদ। বছর কয়েক পূর্বে বিপদের এই জায়গাটি দখল করেছিল নকশালবাদ অথবা মাওবাদ; সেটা এখন ভালোমতোই নিয়ন্ত্রণে, যদি নির্মূল না-হয়েও থাকে। ১৯৮০-র দশকে বড় বিপদটির নাম ছিল পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদ কিন্তু বাস্তবিকই পাঞ্জাবকে ওই যন্ত্রণা থেকে মুক্ত করা গিয়েছে। বিচ্ছিন্নতাবাদ (পাঞ্জাব) নির্মূলকরণ এবং মাওবাদ নিয়ন্ত্রণের (পশ্চিমবঙ্গসহ নকশাল-উপদ্রুত রাজ‌্যগুলিতে) এই সাফল‌্যের ইতিহাস থেকে মূল‌্যবান পাঠ নেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষণীয় হল (১) প্রতিপক্ষের মোকাবিলায় দৃঢ়তা এবং সর্বাধিক শক্তি প্রয়োগ এবং (২) সেই এলাকার বাকি মানুষগুলির সঙ্গে ব‌্যবহারে স্বচ্ছতা ও সৌহার্দ‌্যের প্রকাশ।
সাম্প্রতিক শিক্ষা
আমার কাছে সবসময় একটা ধাঁধা এই যে অন‌্যত্র থেকে আমরা যে শিক্ষা নিয়েছি কেন্দ্রীয় সরকার সেটা জম্মু ও কাশ্মীরে প্রয়োগের বেলা নস‌্যাৎ করে দেয় কেন। আমার সন্দেহ, গভীর পাকিস্তান-বিদ্বেষই এর কারণ। আরও সৈন‌্যসমাবেশ এবং জঙ্গিঅনুপ্রবেশ রুখে দিয়ে সীমান্ত (আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বা এলওসি) বেশি সুরক্ষিত রাখা উচিত—এটা আমার মত। এই নিরিখে সরকারের কৃতিত্ব মোটেই ভালো নয়। ২০১৭ সালে ১৩৬ বার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং ২০১৮-র চূড়ান্ত হিসেব আসার পর দেখা যাবে পরিস্থিতির অবনতিই হয়েছে (অক্টোবরের শেষে সংখ‌্যাটি ছিল ১২৮)। আমার আরও মত এই, উপত‌্যকার জন‌্য সরকারকে অবশ‌্যই আরও কোমল মনোভাব নিয়ে এগতে হবে এবং সমস‌্যাটি যাঁদের (স্টেকহোল্ডার) তাঁদেরকেও সঙ্গে নিতে হবে। পরিবর্তে, আমাদের পথটি হল কলঙ্কিত পেশিশক্তি, সামরিক বল এবং সংখ‌্যাগরিষ্ঠের জাতীয়তাবাদ—যার একটাই ফল ফলছে—যুবরা আরও বেশি বেশি করে জঙ্গি গোষ্ঠীগুলির কব্জায় চলে যাচ্ছে (২০১৭ সালে গিয়েছিল ১২৬ জন এবং ২০১৮-র অক্টোবর পর্যন্ত পাওয়া হিসেব হল ১৬৪ জন)। এই পলিসিকে চূড়ান্ত ফ্লপই বলব, উপত‌্যকায় আরও জঙ্গিঅনুপ্রবেশ এবং আরও হতাহত তো এই নীতিরই সৌজন‌্যে।
পাকিস্তান হল বিপথে চালিত, প্রায়শ পরশ্রীকাতর এক প্রতিবেশী। তৎসত্ত্বেও এটি একটি প্রতিবেশী দেশ। যেমনটা মানতেন অটলবিহারী বাজপেয়ি এবং ড. মনমোহন সিং যেমন একসময় বলেছিলেন, ‘‘আমরা আমাদের বন্ধু বদলে ফেলতে পারি কিন্তু আমাদের প্রতিবেশী বদলে ফেলতে পারি না।’’
বিজেপি সরকার ফোকাসটাকে টেররিজম থেকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিয়েছে এবং তাতে মানুষের প্রশ্নাতীত সমর্থন দাবি করছে। আর দিনকতক বাদেই এই জিনিস আর খাটবে না এবং প্রাসঙ্গিক প্রশ্ন উঠবে। উল্টোদিকে, কংগ্রেসসহ বিরোধীদের তীব্র আক্রমণের অলজ্জিত রাজনৈতিক ভাষণ ছাড়া প্রধানমন্ত্রী একটি দিনও অতিবাহিত পারছেন না!
জম্মু ও কাশ্মীর সম্পর্কে যতটা বুঝি, সরকার যতক্ষণ না কাশ্মীর উপত‌্যকায় বিচ্ছিন্নতাবোধের মূল কারণ দূর করার ব‌্যাপারে যত্নবান হয় ততক্ষণ
পর্যন্ত ওই রাজ‌্যে জঙ্গি কার্যকলাপের বিপদ
কাটিয়ে ওঠা অসম্ভব। এটি পরিণামে আরও বড় বিপদের রূপ নেবে এবং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠবে।
বিজেপি হয়তো এমনই একটা পরিস্থিতির উদ্ভব চাইছে যে তারা দাবি করতে পারবে—পাকিস্তান ‘পরাস্ত’ হয়েছে। এইভাবেই চিত্রনাট‌্য রচনা করা হচ্ছে, কিন্তু সতর্কভাবে রচিত চিত্রনাট‌্যেও শেষরক্ষা নাও হতে পারে। কার্গিল ছিল, ছিল অপারেশন পরাক্রম, ইন্ডিয়া শ‌াইনিং প্রচার, এবং ছিলেন অটলবিহারী বাজপেয়ি। তবু, শেষ বিচারে মানুষই দেশের ভার অন‌্য একটি রাজৈনৈতিক দল এবং তার সহযোগীদের হাতে তুলে দিয়েছিল।
04th  March, 2019
সন্ত্রাসবাদীদের চক্রব্যূহে ফেঁসে
রয়েছেন ইমরান খান
মৃণালকান্তি দাস

২০১৩ সালে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছিলেন পাকিস্তানি তালিবান কম্যান্ডার ওয়ালি-উর-রেহমান। প্রতিবাদে ফেটে পড়েছিলেন ইমরান খান। সেদিন ট্যুইট করে বলেছিলেন, ‘ড্রোন হামলায় শান্তিকামী নেতা ওয়ালি-উর-রেহমানকে হত্যার মাধ্যমে প্রতিশোধ, যুদ্ধ ও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হল যোদ্ধাদের। একদমই মানতে পারছি না।’
বিশদ

অথ শ্রীমহাভারত কথা
গৌরী বন্দ্যোপাধ্যায়

আবার এক মহাভারত যুদ্ধ সমাগত। রণবাদ্য বাজিয়ে যুদ্ধের দিনক্ষণ ঘোষিত হয়েছে, আকাশে-বাতাসে সেই যুদ্ধের বার্তা ভাসছে, প্রস্তুতি চলছে নানা স্তরে, সর্বত্র সাজ সাজ রব উঠে গেছে। বাদী, সম্বাদী, বিবাদী সব দলই নানা উপায়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে। সাম, দান, দণ্ড, ভেদাদি প্রতিটি উপায়ই সমাজের নানা স্তরে নানাভাবে পরীক্ষিত হচ্ছে।
বিশদ

14th  March, 2019
ভোটজয়ে যুদ্ধের ভাবাবেগের একাল সেকাল
বিশ্বনাথ চক্রবর্তী

 পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান বাহিনীর প্রত্যাঘাত এবং পাকিস্তানের এফ-১৬ বিমানের আক্রমণ প্রতিহত করা, কোনও শর্ত ছাড়াই উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তানের খপ্পর থেকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্ত করে এনে ভারত যে শৌর্যের প্রদর্শন করেছে তা বিরাট গর্বের।
বিশদ

12th  March, 2019
গোঁফ দিয়ে যায় চেনা?
অতনু বিশ্বাস

 উইং কম্যান্ডার অভিনন্দনের অকুতোভয় সাহসিকতা আর কর্তব্যনিষ্ঠায় মোহিত ভারতবাসী। তারা খুঁজতে চায় সেই রসায়নের গূঢ় তত্ত্ব। সুকুমারী দুনিয়ার হেড অফিসের বড়বাবু তো সেই কবেই বলেছেন, গোঁফ দিয়েই নাকি চেনা যায় আমাদের সব্বাইকে। তবু, ছেলেবেলা থেকে এনিয়ে সন্দেহ আমার পুরোদস্তুর।
বিশদ

12th  March, 2019
যুদ্ধ বনাম শান্তি এবং বাঙালি মগজের অবস্থান
 

শুভময় মৈত্র: সকালবেলা দুধের ডিপোয় গভীর আলোচনা। পলিথিনবন্দি দুশো গ্রাম দই আর পাঁচশো মিলিলিটার গুঁড়ো গোলা দুধ কিনতে গিয়ে মহা বিপদে পড়তে হল। একটু আধটু লিখি সেকথা যাঁরা জানেন তাঁরা ঘিরে ধরে বললেন যে যুদ্ধ নিয়ে লিখুন যত খুশি, তবে নিজের মাথা বিক্রি করে নয়। অর্থাৎ বক্তব্য খুব পরিষ্কার। যুদ্ধের পক্ষে বা বিপক্ষে যাই লিখুন না কেন, সেটার পিছনে যেন নিজের ধান্দা না থাকে।   বিশদ

11th  March, 2019
জাতীয়তা-বিরোধী সংবাদপত্র! 

পি চিদম্বরম: রাফাল বিতর্ক থামবে না! পুলওয়ামায় জঙ্গিহামলা এবং অতঃপর ভারতীয় বায়ুসেনার প্রত‌্যাঘাতের কারণে বিতর্কটা যদি যবনিকার আড়ালে চলে গিয়ে থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সেটাকে মঞ্চের মাঝখানে এনে ফেলেছেন প্ররোচনামূলক মন্তব‌্য করে—‘‘আমাদের যদি রাফাল যুদ্ধবিমান থাকত ...।’’  বিশদ

11th  March, 2019
মমতার নামে কুৎসা করে
বাংলার ভোট জেতা যাবে?
শুভা দত্ত

 কুৎসা ছাড়া কী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক নন! তিনি সেনার মর্যাদা গৌরব বোঝেন না! তিনি পাকিস্তানের হয়ে কথা বলছেন! এসব কুৎসা ছাড়া কী? আমাদের রাজ্যে তো বটেই, গোটা দেশেও কি কেউ এক মুহূর্তের জন্য বিশ্বাস করবে এইসব? এমনকী মমতার অন্ধ বিরোধীরাও কি এমন কথা মানবে?! অসম্ভব।
বিশদ

10th  March, 2019
মিথ্যা‌ই সত্য
সমৃদ্ধ দত্ত

 এই যে কোনও আধুনিক সভ্যতার উপকরণ নির্মাণেই আমরা পশ্চিমি দেশের সঙ্গে পাল্লা দিতে পারছি না এটাই কি শেষ কথা? ভারত কি সত্যিই কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডিং-এই এক নম্বর নয়? এটা ভুল ধারণা। আমরা এক নম্বর স্থান পেয়েছি একটি আন্তর্জাতিক ইস্যুতে। সেটি হল ফেক নিউজ।
বিশদ

08th  March, 2019
ভোটবাজার: ইস্যুগুলো সব গেল কোথায়!
মেরুনীল দাশগুপ্ত

ইমরান খান বুদ্ধিমান। দুনিয়া কাঁপানো এই ক্রিকেটার আজকের হাই-টেক আন্তর্জাতিক রাজনীতিতে কতটা দর তার হিসেব না নিয়েও বলা যায়—তিনি বুদ্ধিমান এবং অবশ্যই বিচক্ষণ। তিনি জানেন, লড়াইয়ের ময়দানে কখনও-সখনও কৌশলগত কারণে এক-পা এগনোর জন্য দু-পা পিছিয়েও আসতে হয়, আসতে হতে পারে।  বিশদ

07th  March, 2019
শামিমার নাগরিকত্ব কেড়ে নেওয়া
কি আদৌ ব্রিটেনের সংস্কৃতির অঙ্গ!
রূপাঞ্জনা দত্ত

‘আমার মাত্র একটিই নাগরিকত্ব আছে। সেটাও যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমার আর কিছু থাকবে না। ব্রিটেনে যদি আমাকে শিশু সন্তানসহ ফিরতে দেওয়া হয়, তাহলে জেলে যেতেও রাজি।’ শামিমা বেগমের এই মম্তব্যই ব্রিটেনজুড়ে ঝড় তুলেছে অভিবাসী আইন নিয়ে।  বিশদ

07th  March, 2019
নীতি-যুদ্ধ-রাজনীতি
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

নৈতিক দৃষ্টিতে যে আচার-আচরণ এবং ব্যবহার ভুল বলে মনে হয়, সেই আচার-আচরণ এবং ব্যবহার রাজনৈতিকভাবে কখনও ঠিক হতে পারে না—এই সত্যটা সকলের আগে বুঝে নেওয়া ভালো। এই সত্য ভাবগত বুদ্ধিতে যতটা সহজ, কার্যত এটা ততটাই কঠিন।
বিশদ

05th  March, 2019
ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি আসন্ন ভোটযুদ্ধে মোদিজিকে কি এগিয়ে দিল?
শুভা দত্ত

 এখনও শেষ হয়নি। চলছে। পুলওয়ামার ন্যক্কারজনক জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার রেশ এখনও যথেষ্টই রয়েছে। রয়েছে প্রবল উত্তেজনাও। শুক্রবারও মেন্ধার আখনুর উরি নৌশেরা প্রভৃতি সেক্টরে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক রেঞ্জাররা দফায় দফায় গোলাগুলি চালিয়েছে এবং তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে এদিনই জঙ্গি সন্ত্রাসে ফের রক্তাক্ত হয়েছে ভূস্বর্গের মাটি—নিহত হয়েছেন সেনা আধা-সেনা ও পুলিস মিলিয়ে পাঁচজন! গুরুতর আহত নিরাপত্তাবাহিনীর চার রক্ষী।
বিশদ

03rd  March, 2019
একনজরে
 পাটনা, ১৪ মার্চ (পিটিআই): তাঁর বিজেপি ত্যাগ সম্ভবত সময়ের অপেক্ষা। তার আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করলেন শত্রুঘ্ন সিনহা। পাটনা সাহিব কেন্দ্রের এই এমপির ...

  সংবাদদাতা, নকশালবাড়ি: শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের প্রায় লক্ষাধিক বাসিন্দা আজও ডিজিটাল রেশন কার্ড পাননি। তিন বছর আগে তাঁরা খাদ্য দপ্তরে এই কার্ডের জন্য আবেদন করেছেন। কিন্তু সেই কার্ড না পাওয়ায় লোকসভা ভোটের আগে বাসিন্দাদের মধ্যে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। ...

নয়াদিল্লি, ১৪ মার্চ: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেও বিচলিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিশ্বকাপের জন্য ...

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী লোকসভা ভোটে হাওড়া জেলার ১৩ হাজার ৫৮২ জন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে ১৪১৯ জন দৃষ্টিহীন, ২৩০৬ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর
১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
১৯০৪ - স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৩৪: রাজনীতিক কাঁসিরামের জন্ম
১৯৩৭ - পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু হয় শিকাগোতে
১৯৩৯ - বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেনের মৃত্যু
১৯৭৬: অভিনেতা অভয় দেওলের জন্ম
১৯৭৭: অভিনেতা যিশু সেনগুপ্তের জন্ম
১৯৮৩: সঙ্গীতশিল্পী হানি সিংয়ের জন্ম
১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৭০ টাকা ৭০.৩৯ টাকা
পাউন্ড ৯০.৬৮ টাকা ৯৩.৯৭ টাকা
ইউরো ৭৭.২৯ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৫২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৮৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৩২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী ৪৯/৪৭ রাত্রি ১/৪৫। আর্দ্রা ৫৪/৪৫ রাত্রি ৩/৪৪। সূ উ ৫/৪৯/৫৫, অ ৫/৪১/৫৩, অমৃতযোগ দিবা ৭/২৩ মধ্যে পুনঃ ৮/১২ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/৫৬ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২২ গতে ৪/১১ মধ্যে, বারবেলা ৮/৪৮ গতে ১১/৪৬ মধ্যে, কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে।
৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী রাত্রি ৯/০/৫০। আর্দ্রানক্ষত্র রাত্রি ১১/৩২/৪৫, সূ উ ৫/৫০/২৮, অ ৫/৪০/৪৯, অমৃতযোগ দিবা ৭/২৫/১১ মধ্যে ও ৮/১২/৩২ থেকে ১০/৩৪/৩৬ মধ্যে ও ১২/৫৬/৫১ থেকে ২/৩১/২৪ মধ্যে ও ৪/৬/৬ থেকে ৫/৪০/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/১৮/৬ থেকে ৮/৫৫/২৩ মধ্যে ও ৩/২৪/৩২ থেকে ৪/১৩/১১ মধ্যে, বারবেলা ৮/৪৩/৩ থেকে ১০/১৬/৫১ মধ্যে, কালবেলা ১০/১৬/৫১ থেকে ১১/৪৫/৩৯ মধ্যে, কালরাত্রি ৮/৪৩/১৪ থেকে ১০/১৪/২৬ মধ্যে।
 ৭ রজব
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ:  উচ্চতর বিদ্যায় শুভ ফল। বৃষ: পাওনা অর্থ আদায় হবে। মিথুন: উচ্চশিক্ষায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর১৮৯২ – ...বিশদ

07:03:20 PM

দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস 
টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল কনেযাত্রীবোঝাই বাস। ...বিশদ

07:55:31 PM

২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা 
১৭টি আসন ছেড়ে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ...বিশদ

06:51:12 PM

আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা 
আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ...বিশদ

05:01:43 PM

২৬৯ পয়েন্ট উঠল সেনসেক্স

04:02:07 PM