Bartaman Patrika
সম্পাদকীয়
 

মোদির নয়া গ্যারান্টি

পিএফের আওতাভুক্ত কয়েক লক্ষ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত হারে পেনশন গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এজন্য ইপিএফও’র দাবিমতো মোটা অঙ্কের টাকাও যথাস্থানে জমা করেছেন তাঁরা। অথচ ঘোষিত পেনশন প্রদানের প্রক্রিয়া বন্ধ হয়েছে কোনোরকম ঘোষণা ছাড়াই। মোদি সরকারের সিদ্ধান্তে এই সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া বন্ধও করে দিয়েছে ইপিএফও। এমনকী তাদের এই মারাত্মক ত্রুটির কারণে যাঁরা দেরিতে পেনশন পাবেন, প্রাপ্য সুদটুকুও তাঁদের দেওয়া হবে না। এটাই কেন্দ্রের সিদ্ধান্ত। সম্প্রতি তথ্যের অধিকার (আরটিআই) আইনে উত্থাপিত এক প্রশ্নের জবাবে একথাই সাফ জানিয়ে দিয়েছে ইপিএফও। কিন্তু সরকার ভেবে দেখছে না, নাগরিকের কাছে কোনও খাতে একটি টাকাও তার পাওনা থাকলে তার জন্য কী পদক্ষেপ করা হতো। প্রথমত, নোটিসের পর নোটিস পাঠিয়ে ব্যতিব্যস্ত, এমনকী আতঙ্কগ্রস্ত করে তোলা হতো। অতঃপর চড়া হারে সুদসহ সেই প্রাপ্য মেটানোর জন্যই জারি হতো রাজকীয় ফরমান। সরকারের এই হুকুম অমান্যে আর্থিক জরিমানাসহ অন্য শাস্তিরও মুখে পড়তে হতে পারে হতভাগ্য নাগরিককে। কিন্তু সরকারের ক্ষেত্রে, মানে এই কড়া আইন যার তৈরি ও যে তা প্রয়োগ করে অহরহ, তার বেলা সাত খুন মাফ!  
বর্ধিত হারে পেনশনের জন্য কেন্দ্রের কাছে ইতিমধ্যেই সাড়ে ১৭ লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু এখনও পর্যন্ত ১০ হাজার জনকেও ওই পেনশন দিয়ে উঠতে পারেনি করিৎকর্মা জনদরদি সরকার। শীর্ষ আদালতের নির্দেশমতোই, আগ্রহী ব্যক্তিদের তরফে ইপিএফও’তে থোক টাকা জমা করার কথা ছিল। বর্ধিত হারে পেনশন পেতে দেরি হলে ক্ষতিপূরণ হিসেবে সেই টাকার সুদ দিতে হবে সরকারকে। কয়েক লক্ষ আবেদনকারী ওই শর্তেই বিপুল অর্থ জমা করেছেন। আর ঠিক তারপরই মুখে স্পিকটি নট ইপিএফও! এরই মধ্যে আরটিআই করে এই সংক্রান্ত জবাব দাবি করেন হিমাচল প্রদেশের এক ব্যক্তি। অজয় কাপুর নামে ওই নাগরিকের বক্তব্য ছিল, ‘২০১৭ সালের ডিসেম্বর থেকে পেনশন বকেয়া। এদিকে ২০২২ সালের নভেম্বরে সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের পেনশন পাওয়ার কথা ছিল। কিন্তু ইপিএফও তা এখনও দেয়নি।’ তাই আরটিআই মারফত প্রশ্নকর্তার জিজ্ঞাসা ছিল, ‘এক্ষেত্রে ইপিএফও কি বকেয়া সুদ দেবে?’ জবাবে শ্রমমন্ত্রকের অধীন সংস্থাটি স্পষ্ট করেছে, ‘ইপিএস সংশ্লিষ্ট কোনও বকেয়ার উপর ইপিএফওর তরফে সুদ দেওয়ার নিয়ম নেই!’ অজয় কাপুরের আরও প্রশ্ন ছিল, ‘এখন যে পেনশন পাচ্ছি, সেটি আকাঙ্ক্ষিত বর্ধিত হারে রূপান্তরিত হবে কবে?’ জবাবে সংশ্লিষ্ট সকল শ্রমিক-কর্মচারীকে যার পর নাই হতাশই করেছে ইপিএফও। তাদের বক্তব্য, ইপিএফও’র কাছে যে তথ্য রয়েছে, তাতে তাঁকে বর্ধিত হারে পেনশন দেওয়ার পরিস্থিতি নেই। প্রশাসনিক কাজকর্ম যেটুকু এগিয়েছে, তাতে এটুকুই জানানো সম্ভব। 
আরটিআইয়ের এই জবাবে স্বভাবতই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতাই বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ল বইকি। সুপ্রিম কোর্টের রায়ের পরেও বর্ধিত হারে পেনশন নিয়ে দপ্তরের অন্দরে যে অস্বচ্ছতার পাহাড় জমেছে, সেটাই প্রকারান্তরে সরকারিভাবেই জানানো হল না কি? স্বভাবতই ইপিএস-৯৫-এর আওতাভুক্ত পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি এতে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্তের বক্তব্য, বর্ধিত পেনশনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে তাঁদের সংশয় গোড়া থেকেই ছিল। এখন সুদ নিয়ে ওঠা প্রাসঙ্গিক প্রশ্নেও তাঁরা সহমত পোষণ করেন। বর্ধিত হারে পেনশনের জন্য কেন্দ্রের দাবিমতোই মোটা টাকা জমা করেছেন আগ্রহী প্রবীণরা। তাহলে যতদিন না সেই পেনশন মেলে ততদিনের জন্য কিংবা যাঁদের আবেদন ফালতু অজুহাতে খারিজ করা হচ্ছে তাঁরা কেন জমা ও আটক টাকার উপর ন্যায্য সুদ পাবেন না? শেষ জীবনের যাবতীয় সঞ্চয়, যা ফিক্সড ডিপোজিট বা অন্য কোনোভাবে সুরক্ষিত ছিল সেসব ভেঙেই তো সরকারের চাহিদা মিটিয়েছেন তাঁরা। দিল্লিতে এক অদ্ভুত সরকার গদিয়ান, তারা সামাজিক সুরক্ষার ধার ধারে না। যুব শ্রেণিকে পাইকারি হারে বেকার রেখেছে। শ্রমিককে এবং কৃষককে বঞ্চিত করেছে যথাক্রমে ন্যূনতম মজুরি এবং এমএসপি থেকে। সরকারি মদতে ধনী-গরিব এবং পুরুষ-নারীর বৈষম্য ক্রমবর্ধমান। প্রবীণ নাগরিকদের শেষদিনগুলি বা মৃত্যুও সুখের হবে না, এবার মিলল তারও ‘মোদি কি গ্যারান্টি’। তারপরেও এই সরকার কোন মুখে ‘আচ্ছে দিন’, ‘অমৃতকাল’ আনার বুলি আওড়ায়!
27th  November, 2024
করের টাকায় কর্পোরেট সেবা

গত জুলাই মাসের শেষার্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ রিপোর্ট পেশ করেন। তাতে কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (সিএফপিআইI) ভিত্তিক খাদ্য মূল্যস্ফীতির তথ্য ছিল। দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তা ছিল ৩.৮ শতাংশ। বিশদ

আন্তর্জাতিক চাপ জরুরি

সোমবার হঠাৎই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তাঁর জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে ওইদিন রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। বিশদ

28th  November, 2024
সময়ের দাবি

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তাদের সম্পর্কে বোধহয় আসল কথাটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর দলকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তাঁর টিপ্পনি, কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আঞ্চলিক দলগুলিকে ব্যবহার করছে। বিশদ

26th  November, 2024
নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে।
বিশদ

25th  November, 2024
লাল ‘দাগ’

যা  ভাবা গিয়েছিল, তাই হয়েছে। ছ’য়ে ছক্কা। বাংলায় ঝড়ের রং ফের ‘সবুজ’। লোকসভা ভোটের পর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের মতো এবারেও নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল তৃণমূল এবং তা অনেকটা ভোট বাড়িয়ে। বিশদ

24th  November, 2024
অন্ধ হলে কি...

‘জাস্টিস ফর ইন্ডিজেনাশ পিপ্‌ল।’ দেড় বছর ধরে হিংসাদীর্ণ মণিপুরে এবার ন্যায়বিচারের দাবি উঠল। চলতি মাসেই অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর, আইটিএলএফ-সহ কুকি-জো জনজাতিদের কয়েকটি সংগঠনের হাজার হাজার মানুষ কালো পোশাক ও কালো কাপড়ের মাস্কে মুখ ঢেকে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে ‘জাস্টিসের’ দাবিতে পথে নেমেছিলেন। বিশদ

23rd  November, 2024
পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। বিশদ

22nd  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। বিশদ

19th  November, 2024
অস্বস্তির ধারাবাহিকতা

২০ মার্চ, ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করেছিল ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তাতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি সরকারকে তুলোধোনাই করা হয়। বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসাবৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলিই ছিল প্রধান।
বিশদ

18th  November, 2024
চিরস্থায়ী বন্দোবস্তের কৌশল

লক্ষ্য স্থির। দলীয় এজেন্ডা মেনে ইতিমধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। ঘোষণা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির। চেষ্টায় আছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করার।
বিশদ

17th  November, 2024
বেতন ব্যবস্থা চালু হবে?

যত গুড়, তত মিষ্টি। প্রচলিত এই কথাটা একটু পাল্টে অনায়াসে বলা যায়, যত যাত্রী, তত কমিশন। বেসরকারি বাসের ড্রাইভার কনডাক্টরের জন্য ‘কুখ্যাত’ সেই কমিশন প্রথা উঠে গিয়ে এবার কি বেতন ব্যবস্থা চালু হবে?
বিশদ

16th  November, 2024
ভর্ৎসিত বুলডোজ বাবাজিগণ

এতদিন জানা ছিল যে নরেন্দ্র মোদি চমকের মাস্টারপিস। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নানা সময়ে তাঁর কিছু পদক্ষেপ, দেশবাসী তো বটেই বিশ্ববাসীকে চমকে দিয়েছে। বিশদ

15th  November, 2024
তরুণের স্বপ্নভঙ্গের চেষ্টা

মোদি সরকার চালু করেছে গালভরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০। আবার একইসঙ্গে শিক্ষাখাতে এই সরকারের বরাদ্দের পরিমাণ হতাশাজনক—জিডিপির ৩ শতাংশেরও কম! জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে গত সোমবার লখনউতে আয়োজিত এক ন্যাশনাল সিম্পোজিয়াম থেকে এই বিষয়ে খেদ প্রকাশ করা হয়। বিশদ

14th  November, 2024
নির্ভয়ে সবার ভোট

কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপ নির্বাচনের নির্ঘণ্ট বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের বদলে ওই তিন রাজ্যে উপ নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। সংশ্লিষ্ট রাজ্যগুলির মোট ১৪টি আসনের ভোট একসপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশদ

13th  November, 2024
একনজরে
‘স্টার এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ পেল দিনহাটার শেমরক ফ্লোরেট স্কুল। সেরা কারিকুলামের জন্য তারা এই পুরস্কার পেল। গত বুধবার মুম্বইয়ে স্কুলের প্রতিষ্ঠাতা তথা প্রিন্সিপাল পারমিতা সরকারের ...

নদী বাঁধ তৈরির কাজে ব্যবহৃত বল্লাতে অগ্নিসংযোগের অভিযোগ। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ইউক্যালিপটাসের বল্লা। তারসঙ্গে বহু খালি বস্তাও পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে পুরশুড়ার ...

পারথ টেস্টে ঐতিহাসিক জয় এখন অতীত। সামনে গোলাপি বলে দিন-রাতের লড়াই। অ্যাডিলেডে ম্যাচটি শুরু ৬ ডিসেম্বর। তার আগে ভারতীয় দল ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ...

রাজ্য যোগ ও নেচারোপ্যাথি কাউন্সিলে ‘বিনা পরীক্ষা’তেই ১৯ জনকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন কাউন্সিল সভাপতি তুষার শীল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৯৬: রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন
১৭৭৫: স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন
১৭৯২: মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি
১৮৯৭: ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়
১৯১০: ট্রাফিক বাতির পেটেন্ট হয়
১৯৩৬: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৪৪: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী তথা জাদুকর পিসি সরকারের জ্যেষ্ঠ পুত্র মানিক সরকারের জন্ম
১৯৪৯: রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫১: অভিনেতা প্রমথেশ বড়ুয়ার মৃত্যু
১৯৯৩: জে আর ডি টাটার মৃত্যু
২০০১: জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসনের মৃত্যু
২০১১: লেখিকা ইন্দিরা গোস্বামীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৩ টাকা ৮৫.৩৭ টাকা
পাউন্ড ১০৫.১৭ টাকা ১০৮.৯০ টাকা
ইউরো ৮৭.৫১ টাকা ৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ অগ্রহায়ণ,১৪৩১, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী ৬/৩৩ দিবা ৮/৪০। স্বাতী নক্ষত্র ১০/৩৮ দিবা ১০/১৮। সূর্যোদয় ৬/২/৩৯, সূর্যাস্ত ৪/৪৭/১৫। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৫ মধ্যে পুনঃ ৭/২৮ গতে ৯/৩৭ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪০ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ৩/২৪ মধ্যে পুনঃ ৪/১৭ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৪ গতে ১১/২৫ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে। 
১৩ অগ্রহায়ণ,১৪৩১, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪। ত্রয়োদশী দিবা ৮/৮। স্বাতী নক্ষত্র দিবা ১০/৪২। সূর্যোদয় ৬/৪, সূর্যাস্ত৪/৪৭। অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫১ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৭ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/২১ মধ্যে ও ১২/৩ গতে ৩/৩৮ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৫ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১১/২৬ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে।  
২৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
সন্ত্রাস সম্পূর্ণরূপে দমন করা হবে: জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

11:03:00 PM

আগামী কাল তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, দক্ষিণের রাজ্যগুলিতে জারি লাল সতর্কতা

10:38:00 PM

৫০০-র বেশি সেনার দেহ পাঠিয়েছে রাশিয়া, জানাল ইউক্রেন

10:27:00 PM

ঘূর্ণিঝড়ের জেরে পুদুচেরি বন্দরে জারি করা হয়েছে সতর্কতা

10:05:00 PM

আইএসএল: নর্থইস্টকে ১– ০ গোলে হারাল ইস্ট বেঙ্গল

09:35:00 PM

জার্মানির স্টুটগার্টে স্টেট মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি পরিদর্শন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

09:29:00 PM