Bartaman Patrika
সম্পাদকীয়
 

‘এনকাউন্টার-রাজ’

‘ঠোক দো’। বিজেপির ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথের প্রিয় শব্দবন্ধ। অভিযোগ, আইনশৃঙ্খলা নিয়ে জেরবার উত্তরপ্রদেশের গুন্ডা দমনে এই ‘ঠোক দো’ বা গুলি চালিয়ে দেওয়ার কথা একাধিকবার শোনা গিয়েছে যোগী আদিত্যনাথের কণ্ঠে। তাঁর পুলিস যে সেকথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে সেই তথ্যই উঠেছে রাজ্য সরকারের সদ্য প্রকাশিত রিপোর্টে। হাড়হিম করা সেই রিপোর্টে বলা হয়েছে, গত ছ’বছরে পুলিস-দুষ্কৃতীর মধ্যে ১০ হাজারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে ১৭৮ অপরাধীর। মারা গিয়েছেন ১৩ জন পুলিসকর্মীও। সংঘর্ষে দু’পক্ষের মোট ১ হাজার ৪২৪ জন গুলিবিদ্ধ হয়েছে। ২০১৭ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য ছিল তাঁর সরকার অপরাধমূলক কাজ ও দুষ্কৃতীদের বিষয়ে জিরো টলারেন্স দেখাবে। তাই রাজ্যকে অপরাধমুক্ত করতে ঢালাও ক্ষমতা দেওয়া হয় পুলিসকে। বাধ্য ছাত্রের মতো ‘ট্রিগার হ্যাপি’ পুলিস তারপর থেকে গো-বলয়ের এই রাজ্যে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হয়ে উঠেছে। গোটা উত্তরপ্রদেশে এই ‘এনকাউন্টার-রাজ’-কে ‘সাফল্য’ হিসেবেই দেখছে যোগীর প্রশাসন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এনকাউন্টার বা সংঘর্ষের ঘটনা যে আসলে যোগীর পুলিসের সাজানো চিত্রনাট্য তা বিভিন্ন ঘটনার অনুসন্ধানেই উঠে আসছে। তথ্যভিজ্ঞ মহলের একাংশের মতে, এ হল একতরফা হত্যাকাণ্ডের ঘটনা। প্রশ্ন উঠেছে, এনকাউন্টার কি আইনসিদ্ধ? আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, জীবনের অধিকার মৌলিক অধিকার। কোনও ব্যক্তির জীবনধারণের অধিকার একমাত্র আইনি পথে হরণ করতে পারে সরকার। সংবিধানেও আইনের শাসনের কথা বলা আছে। অর্থাৎ কোনও অভিযুক্তকে একমাত্র আদালতই দোষী সাব্যস্ত করতে পারে। আদালত সেই অভিযুক্তকে মৃত্যুদণ্ডও দিতে পারে। তাই যোগীর পুলিস যে কাজ করে আত্মসুখ অনুভব করছে তা আদৌ আইনসিদ্ধ কি না সেই প্রশ্নও বড় হয়ে উঠে এসেছে।
আসলে মামলা চলাকালীন গুলি চালিয়ে অভিযুক্তকে হত্যা করা, মহিলা নির্যাতন সহ নানা ক্ষেত্রে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা রক্ষার ব্যর্থতায় বিরল ‘কৃতিত্ব’ দেখিয়ে চলেছে যোগী সরকার! এটি বিজেপির ডাবল ইঞ্জিনের রাজ্য। দেখা যাচ্ছে, অপরাধের সবক্ষেত্রে এই রাজ্য দেশের মধ্যে প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে রয়েছে। ধরা যাক, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, মহিলাদের উপর অ্যাসিড হামলার ঘটনায় যোগীরাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে। ধর্ষণকাণ্ডে তৃতীয় স্থান উত্তরপ্রদেশের। দলবদ্ধ ধর্ষণে এই রাজ্য এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি বছর মহিলা খুনের ঘটনায় শীর্ষস্থানে রয়েছে যোগীর রাজ্য। উত্তরপ্রদেশের হাতরাস ও উন্নাও-এ ধর্ষণ করে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সংখ্যালঘু নির্যাতনেও এই রাজ্য নজির তৈরি করেছে।
কিন্তু এসবকে বোধ হয় ছাপিয়ে গিয়েছে যোগীর ‘এনকাউন্টার- রাজ’-এর ‘সাফল্য’! যোগীর পুলিসের দাবি, সংঘর্ষে যেসব দুষ্কৃতী মারা গিয়েছে তাদের মাথার দাম ছিল ৭৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। তালিকায় প্রথম স্থানে রয়েছে মেরঠ জোন। ৩০ শতাংশই সংঘর্ষ হয়েছে সেই জোনে। দ্বিতীয় স্থানে রয়েছে আগ্রা। সেখানে ১ হাজার ৮৪৪টি সংঘর্ষের ঘটনায় ১৪ জন দাগী অপরাধীর মৃত্যু হয়েছে। জখম ৫৫ জন পুলিসকর্মী। বোঝাই যাচ্ছে, ডাবল ইঞ্জিন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী শোচনীয় হাল। যোগীর পুলিসের এনকাউন্টার নীতি যে গোটা রাজ্যে যথেষ্ট ভয়ের বাতাবরণ তৈরি করেছে তার প্রমাণ এক প্রাক্তন বিধায়কের আদালতে করা আর্জির ঘটনা। গোটা উত্তরপ্রদেশ এখন উমেশ পালের হত্যাকাণ্ড নিয়ে সরব। এই ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে নাকি এনকাউন্টারে ইতিমধ্যে মেরে ফেলেছে পুলিস। এই ঘটনাতেই আতঙ্কে আদালতের দ্বারস্থ হয়েছেন আর এক অভিযুক্ত ওই প্রাক্তন বিধায়ক। উমেশ পাল হত্যাকাণ্ডের আরও এক অভিযুক্ত সমাজবাদী পার্টির এক বাহুবলী নেতা আবার একই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিরোধীদের প্রশ্ন, অভিযুক্তকে পুলিস মেরে দিলে আর তদন্ত চলবে কী করে? আসলে গুন্ডাদমন করতে গুন্ডামির পথই বেছে নিয়েছে পুলিস। ডাবল ইঞ্জিনের রাজ্যে আইনশৃঙ্খলার এহেন পরিস্থিতি হলেও সেখানে নীরব থাকেন বিজেপি নেতৃত্ব! অথচ ছুতোয়-নাতায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বঙ্গের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। তারই ভিত্তিতে আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্টও চেয়ে পাঠানো হয়। বাংলার পুলিস ‘দলদাসে’ পরিণত হয়েছে বলে বঙ্গ বিজেপি নেতাদের নিত্য অভিযোগ। তাঁরা যদি ডাবল ইঞ্জিনের যোগীরাজ্যের সঙ্গে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা করেন তাহলে প্রকৃত সত্যটাই সামনে আসবে। অস্বীকার করার উপায় নেই যে, পশ্চিমবঙ্গে অভিযুক্তদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। এমন কোনও ঘটনা এখানে ঘটে না বললেই চলে যেখানে পুলিসকে এনকাউন্টারের তত্ত্ব সাজিয়ে অভিযুক্তকে প্রাণে মেরে দেওয়া হয়। তাই বলতেই হয়, ধন্য ডাবল ইঞ্জিন রাজ্যের সুশাসনের মহিমা!
19th  March, 2023
আদিম রোগ

শিক্ষায় দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের এক যুবনেতার মোবাইলে ‘সোনার খনি’র সন্ধান পাওয়া গিয়েছে বলে সম্প্রতি আদালতে মন্তব্য করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। এবার প্রকাশ্যে এল বাম আমলের শিক্ষক নিয়োগের প্রেক্ষিতে এক ‘ক্যাগ’ রিপোর্ট, যার পরতে পরতেও ‘সোনার খনি’র হদিশ মিলেছে। বিশদ

অতিক্রান্ত সঙ্কীর্ণতার সব সীমা 

স্বাধীনতার ৭৫ বছর পর নিজের নামের পাশে ‘নিম্ন মধ্য আয়ের দেশ’ কথাটি লিখতে সমর্থ হয়েছে ভারত। তার আগে পর্যন্ত ভারতকে ‘গরিব’ ওরফে ‘উন্নয়নশীল’ তকমা বয়ে বেড়াতে হয়েছে। বিশদ

24th  March, 2023
দেশের মর্যাদায় জোড়া ধাক্কা

একদিনে দু-দুটি। সামনে এল ভারত সম্পর্কে বিরূপ রিপোর্ট। একটি সুখ এবং অপরটি মানবাধিকার বিষয়ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (২০২৩) ভারতকে ফের অসুখী মানুষের দেশ বলা হয়েছে। শুধু অসুখী নয়, ওই তালিকার একেবারে তলার দিকেই ঠাঁই হয়েছে আমাদের দেশের। বিশদ

23rd  March, 2023
শুধুই পশ্চিমী কুৎসা? 

এই নিয়ে দশবার। প্রকাশিত হল ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’। দশবছর আগে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা ২০ মার্চ দিনটিকে ‘আন্তর্জাতিক সুখদিবস’ হিসেবে ঘোষণা করেছিল। তারপর থেকেই শুরু হয় বিশ্বজুড়ে মানুষ কোথায় কতটা সুখের সঙ্গে বসবাস করছে, তার সন্ধান ও পরিমাপ। বিশদ

22nd  March, 2023
গোয়েন্দাগিরির নয়া কৌশল

যত দিন যাচ্ছে ততই যেন হিংস্র, বেপরোয়া হয়ে উঠছে মোদি সরকার। এতদিন দেখা গিয়েছে দেশের আইন ও বিচার বিভাগের উপর ছড়ি ঘোরাতে উঠে পড়ে লেগেছে এই সরকার। ক্যাগ, এনএসও, আরবিআই, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থাকে নানা অছিলায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। বিশদ

21st  March, 2023
রইল বাকি এক

গণতন্ত্রের তিনটি স্তম্ভ বারবার প্রশ্নের মুখে পড়েছে। মানুষের মৌলিক চাহিদা ও অধিকার যখনই বিপন্নপ্রায় হয়ে উঠেছে প্রশ্নগুলি বেশি উত্থাপিত হয়েছে তখনই।
বিশদ

20th  March, 2023
উলট পুরাণ

সাল ২০০৭। সে বছর সিঙ্গুর থেকে ন্যানো গাড়ি তৈরির কারখানা গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে গিয়েছিলেন টাটা গোষ্ঠী। সাল ২০২৩। ঝাড়খণ্ডের জামশেদপুরের তাদের একটি চালু কারখানা এরাজ্যের খড়্গপুরে তুলে এনেছে সেই টাটা গোষ্ঠী। মাঝখানে চলে গিয়েছে দেড় দশক। বিশদ

18th  March, 2023
ঐক্য ঐক্য খেলা

বিজেপির অন্দরের লড়াই আর গোপন নয়। এনডিএ নামক গেরুয়া জোটও ক্রমশ সোনার পাথরবাটিতে রূপান্তরিত হচ্ছে। তবু নরেন্দ্র মোদির স্বৈরশাসন জারি রয়েছে অবাধে। তার এক ও একমাত্র কারণ, বিরোধীদের মধ্যে অনৈক্য। গান্ধীজি আমৃত্যু সংগ্রাম করেছিলেন অস্পৃশ্যতার বিরুদ্ধে। বিশদ

17th  March, 2023
আপনা হাত জগন্নাথ!

৬৮ বছর বয়সি সুরেন্দ্র কুমার। ২০২২ সালে প্রতিমাসে হাতে পাচ্ছিলেন ২,২৩৪ টাকা। এটাই তাঁর পেনশন। এই বৃদ্ধের পরিচয় হল মধ্যপ্রদেশের ডেয়ারি ডিপার্টমেন্টে প্রাক্তন কর্মী। তিনি ওই দপ্তরে চাকরি করেছেন ৩৫ বছর। অন্যদিকে, একজন ব্যক্তি একদিনের জন্যও মধ্যপ্রদেশ বিধানসভার সদস্যপদ (এমএলএ) পেয়ে গেলে, তিনি প্রতি মাসে অন্তত ২০ হাজার টাকা পেনশন ভোগ করার অধিকারী!
বিশদ

16th  March, 2023
লাগাম পরাতে...

অভিযোগটা ক্রমে সত্যে পরিণত হয়েছে। এরাজ্যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসার খরচ কার্যত লাগামছাড়া। অনেকের মতে, বাজার অর্থনীতির নিয়ম মেনে যা হওয়া উচিত অনেকক্ষেত্রে তার চেয়েও বেশি বিল করে একশ্রেণির বেসরকারি হাসপাতাল।
বিশদ

15th  March, 2023
অসম্পূর্ণ শিক্ষার বেসাতি
শান্তনু দত্তগুপ্ত

সমাজ এবং ব্যবসার মধ্যে মিল কোথায়? দু’টি ক্ষেত্রেই পাবলিকের ভাবনাচিন্তাটাকে একটা নির্দিষ্ট ট্র্যাকে নিয়ে ফেলতে হয়। তাহলে দু’টোই সফল। আর তা না হলে দু’টোই ফ্লপ। বোঝা গেল না তো? বিষয়টাকে একটু সহজ করে নেওয়া যাক। বিশদ

14th  March, 2023
প্রশ্নের মুখে নির্বাচনী বন্ড 

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যা঩টিক রিফর্মস জানিয়েছে, গত অর্থবর্ষে দেশের সাতটি প্রধান রাজনৈতিক দল তিন হাজার কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। আরও উল্লেখ করার মতো বিষয় হল, এই টাকার ৬৬ শতাংশের বেশি এসেছে অজানা সূত্র থেকে। বিশদ

14th  March, 2023
বাড়ছে শাসকের দুর্নীতির অবকাশ

ভারত একটি ‘নিম্ন মধ্য আয়ের’ দেশ। স্বাধীনতার সঙ্গে আমাদের সাথী হয়েছিল তীব্র দারিদ্র্য। উত্তরাধিকার বলতে স্পষ্ট হয়েছিল সেটাই।
বিশদ

13th  March, 2023
নজরদারির জমিদারি

দেশে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে অনেককাল আগে। কিন্তু কেন্দ্রীয় সরকারের আচার-আচরণ দেখলে মনে হয় নরেন্দ্র মোদির হাত ধরে দেশে আবার জমিদারি ব্যবস্থা ফিরে এসেছে। স্বাধীন ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার কথা বলা আছে। এই ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যগুলির দায়িত্ব, ক্ষমতা, এক্তিয়ারের কথা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। বিশদ

12th  March, 2023
গেরুয়া রণনীতি

বিজেপির অবস্থা এখন অনেকটা ক্ষতবিক্ষত বাঘের মতো। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসতে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত মডেলকে তুলে ধরেছিল গেরুয়া শিবির। তাতে ফল মিলেছিল। বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। ২০১৯-এ জাতীয়তাবাদের আবেগ আর মোদি ম্যাজিক ছিল জেতার চাবিকাঠি। বিশদ

11th  March, 2023
আরও বড় দুর্নীতি ও অপদার্থতা 

এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যাধির নাম নিঃসন্দেহে দুর্নীতি। সেটা সরকারি ক্ষেত্রে ঘটলে ক্ষতিগ্রস্ত হতে হয় সমাজের সকলকেই এবং প্রত্যক্ষভাবে। কারণ সরকারি অর্থ ও সম্পদের মালিক কোনও ব্যক্তি বা নেতা নন, দেশের সকলে। সাধারণ মানুষ সারাজীবন ধরে নানাধরনের কর প্রদান করেন। বিশদ

10th  March, 2023
একনজরে
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন হতে হল স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জের নাককাটিগছ পঞ্চায়েতে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃতার বয়স ৪১ বছর। ...

হরিপাল থানার অন্তর্গত নালিকুল পশ্চিম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনাকে ঘিরে উত্তেজনা ছাড়াল শুক্রবার। শাসক দলের দাবি, পঞ্চায়েতকে বদনাম করতে চক্রান্ত করছে বিরোধীরা। শুক্রবার সকালে পঞ্চায়েতের এক কর্মী অফিস খুলতে এসে দেখেন জানালা ভাঙা। ...

মোদি সরকারের আমলে গত পাঁচ বছরে রেলে বেসরকারি বিনিয়োগ হয়েছে ৩০ হাজার কোটি টাকারও বেশি। শুক্রবার সংসদে এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যার ফলে রেলের বেসরকারিকরণ নিয়ে জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে। ...

সোনার গয়না ও কাঁসার বাসন পালিশ করার নামে অলঙ্কার হাতানোর ঘটনায় এবার বিহার যোগ মিলল। বাঁকুড়া জেলার একাধিক থানা এলাকায় এমন ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়ে পুলিসের। অবশেষে নাকা চেকিং করে বিহার ও পশ্চিম বর্ধমান জেলার দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৫৭০: পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন
১৫৮৬: সম্রাট আকবরের সভাসদ বীরবলের মৃত্যু
১৭৫৪: ইংরেজ কবি উইলিয়াম হ্যামিলটনের মৃত্যু
১৮৪৩: টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়
১৮৬২: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়
১৮৯৬: আধুনিক অলিম্পিক ক্রীড়ার প্রথম স্বর্ণপদক প্রদান করা হয়
১৮৯৮: স্বামী বিবেকানন্দ মার্গারেট এলিজাবেথ নোবেলকে দীক্ষান্তে নিবেদিতা নামকরণ করেন
১৯২৭: হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসের জন্ম
১৯৪৮: অভিনেতা ফারুক শেখের জন্ম
১৯৮৪: ক্রিকেটার অশোক দিন্দার জন্ম
২০১০: ভারতীয় বাঙালি আলোকচিত্রী নিমাই ঘোষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৪৮ টাকা ৮৩.২২ টাকা
পাউন্ড ৯৯.৩৬ টাকা ১০২.৮০ টাকা
ইউরো ৮৭.৫৯ টাকা ৯০.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৭,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ চৈত্র, ১৪২৯, শনিবার, ২৫ মার্চ ২০২৩। চতুর্থী ২৬/৪৮ অপরাহ্ন ৪/২৪। ভরণী নক্ষত্র ১৯/৬ দিবা ১/১৯। সূর্যোদয় ৫/৪০/২৩, সূর্যাস্ত ৫/৪৫/২৯। অমৃতযোগ দিবা ৯/৪১ গতে ১২/৫৫ মধ্যে। রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ পুনঃ ১২/৬ গতে ১/৪১ মধ্যে পুনঃ ২/২৯ গতে ৪/৪ মধ্যে। বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/১১ গতে উদয়াবধি। 
১০ চৈত্র, ১৪২৯, শনিবার, ২৫ মার্চ ২০২৩। চতুর্থী রাত্রি ৭/৩। ভরণী নক্ষত্র দিবা ৩/৫৯। সূর্যোদয় ৫/৪২, সূর্যাস্ত ৫/৪৬। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১২ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/১৫ মধ্যে ও ৪/১২ গতে ৫/৪১ মধ্যে। 
২ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মল্লারপুরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা, ধৃত ১
বীরভূমের মল্লারপুর থানার জুবুনি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ...বিশদ

03:05:16 PM

সিভিক ভলান্টিয়ারদের এক্তিয়ার নিয়ে জারি হল নির্দেশিকা
রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব কী! প্রশাসনিক ও আইনগত দিক দিয়ে ...বিশদ

02:37:00 PM

প্রশ্ন করা থামাব না, সাংবাদিক বৈঠকে বললেন রাহুল
গতকাল সাংসদ পদ খারিজের পর আজ সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস ...বিশদ

01:29:00 PM

আদালতে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত বিধায়ক-সাংসদদের সদস্যপদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা
কোনও অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর দু’বছর বা তার ...বিশদ

12:56:34 PM

দিল্লির ইডি অফিসে হাজিরা দিলেন সিউড়ির ইনস্পেক্টর মহম্মদ আলি

12:48:16 PM

আজ সাংবাদিক বৈঠক করবেন রাহুল গান্ধী
সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি ...বিশদ

12:10:06 PM