Bartaman Patrika
সম্পাদকীয়
 

দায় মানুন মোদি

অস্বচ্ছতা এবং দুর্নীতির প্রশ্নে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এখনও প্রতিবছর ভারতের জন্য বরাদ্দ হয় নিন্দেমন্দ ও ভর্ৎসনা। নিজের ঢাক নিজে পিটিয়ে সুখী সরকার বাহাদুরের পক্ষে এই জিনিস হজম করা কঠিন। অতএব তারা এটাকে পশ্চিমা দেশের উদ্দেশ্যপ্রণোদিত আচরণ বলে নস্যাৎ করে থাকে। কিন্তু ভুক্তভোগী দেশবাসীর কাছে এসব রিপোর্টের এককণাও কুৎসা বলে মনে হয় না। বিদেশি গবেষকদের মতামতকে না-হয় সরিয়ে রাখা গেল; কিন্তু দুর্নীতির প্রশ্নে নিজের দলের এক রাজ্য সরকারকে সামনে রেখে সমগ্র প্রশাসনকে যে চরমভাবে বিঁধেছিলেন এই দেশেরই এক প্রধানমন্ত্রী! তিনি আজ প্রাক্তন এবং প্রয়াত। ১৯৮৫ সালে রাজীব গান্ধী অত্যন্ত আক্ষেপসহকারে যা বলেছিলেন তার সারার্থ হল, সরকারি কোষাগার থেকে একটি টাকা দেওয়া হলে তার মাত্র ১৫ পয়সা নির্দিষ্ট বেনিফিসিয়ারির কাছে পৌঁছয়। কায়েমি স্বার্থের কিছু লোকের মাধ্যমে স্রেফ লুট হয়ে যায় বাকি ৮৫ পয়সা। তরুণ প্রধানমন্ত্রী রাজীব কি জানতেন না, তিরটা বস্তুত তাঁর এবং তাঁর পূর্বসূরিদেরই দিকে ছুড়লেন তিনি? দেশের রাজনৈতিক মহল মুহূর্তকাল পরে তাঁকেই সমালোচনায় বিদ্ধ করবে, অনুমান হয় যে তারও সম্যক ধারণা তাঁর ছিল। এর থেকে এই সিদ্ধান্তে পৌঁছনো যায় যে, রাজীব গান্ধী নিজেকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে রাখতে প্রয়াসী ছিলেন। তিনি কথাগুলি বলেছিলেন, বিবেকের তাড়নায়, আত্মসমালোচনার মূল্যে। 
দেশের বিচার বিভাগও নিশ্চয় মেনে নিয়েছিল, এই দেশনেতার স্মরণীয় উক্তিটির অন্দরে কোনও মতলব ছিল না। পরবর্তীকালে, সুপ্রিম কোর্টসহ একাধিক আদালত দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার পর্যবেক্ষণে রাজীবের উক্তিটিকেই উদ্ধৃত করেছে। রাজীবের আক্ষেপের পর কেটে গিয়েছে ৩৭ বছর। কিন্তু দুর্নীতি রয়ে গিয়েছে তার জায়গাতেই। নিকৃষ্ট ট্র্যাডিশনে ছেদ পড়ার সামান্য লক্ষণও যে নেই, তার টাটকা প্রমাণ মোরবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের একটি স্থান। সেখানে শতাব্দী প্রাচীন একটি ঝুলন্ত সেতুর সংস্কার, কৃতিত্বের বদলে কেলেঙ্কারির চেহারা নিয়েছে। মাচ্চু নদীর উপর ঝুলন্ত সেতুটি সংস্কারের পর ৩০ অক্টোবর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তার উপর অগুনতি মানুষ উঠতেই অল্প সময় পর তাসের ইমারতের মতোই ভেঙে পড়ে। তাতে সলিল সমাধি হয় বহু মানুষের। অনেকের হদিশই মেলেনি এখনও। অর্থাৎ উপলক্ষ ঘিরে উৎসবের পরিবেশ বিষাদে ডুবে যায় নিমেষে। উদ্ধার পর্ব মোটামুটি মিটে যাওয়ার পর বিষয়টিতে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে গুজরাত হাইকোর্ট। রাজ্যের সংশ্লিষ্ট ছয়টি দপ্তরের রিপোর্ট তলব করা হয়। সেইমতো মঙ্গলবার ছিল মামলাটির শুনানি। সেখানেই বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং মোরবি পুরসভাকে ভর্ৎসনা করে উচ্চ আদালত। কোর্টের পর্যবেক্ষণে এটাই ধরা পড়েছে যে, সেতু বিপর্যয়ে ১৩৫ জনের অকাল মৃত্যুর জন্য দায়ী পুরসভার গাফিলতি। দায়টি বিশেষভাবে বর্তায় রাজ্য সরকারেরই উপর। 
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের এজলাসে, মোদি-শাহের রাজ্যের মুখ্যসচিবকে ডেকেই এই ভর্ৎসনা পর্ব চলে। আরও লক্ষণীয় নোটিস পেয়েও শুনানিতে সেদিন গরহাজির ছিল পুর কর্তৃপক্ষ। স্বভাবতই ক্ষুব্ধ বিচারপতিরা। পুরসভার এই অবাঞ্ছিত ভূমিকাকে উচ্চ আদালত ‘অতিচালাকি’ বলেও নিন্দা করেছে। তারপরই বিচারপতিরা জানতে চান, পুরসভার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি? এই মর্মে রাজ্য সরকারের কাছে নথি তলব করা হয়েছে। প্রাচীন জীর্ণ ঝুলন্ত সেতুটি সরকারি নিয়মনীতি জলাঞ্জলি দিয়ে তড়িঘড়ি উদ্বোধনের ঘটনায় কোর্ট বেজায় ক্ষুব্ধ। কোর্টেরই লক্ষণীয় তির্যক উক্তিতে তা মালুম হয়, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, টেন্ডার না ডেকে সরকার উপঢৌকন পাইয়ে দিয়েছে (বরাত পাওয়া কোম্পানিকে)!’ এই মামলায় রাজ্যের হলফনামাতেও অসন্তুষ্ট বেঞ্চ। অতঃপর হাইকোর্ট আরও কিছু কড়া পদক্ষেপ করেছে, যা রাজ্য সরকারের ভাবমূর্তির বিপক্ষে গিয়েছে। মোদি কি এখনও শুধু ভোটের অঙ্ক কষে যাবেন? নিজের ঘরের কালোকে কালো বলার সাহস সঞ্চয় করতে আর কত সময় নেবেন তিনি? দুঃখিত, দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে তাঁকে রাজীব গান্ধীর পাশেও রাখা যাচ্ছে না; মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেলরা আরও দূর গ্রহের ব্যক্তিত্ব।
17th  November, 2022
ব্যক্তিপুজো!

বিক্রির নিশ্চয়তা নেই। কিন্তু গেরুয়া শিবিরের সবচেয়ে মূল্যবান ‘ম্যাজিক পণ্য’ যে নরেন্দ্র মোদি, আর একবার যেন তা বুঝিয়ে দিল বিজেপি। কেন একথা উঠছে? নির্বাচন এলে জাতীয়, আঞ্চলিক প্রায় সব দলই ইস্তাহার প্রকাশ করে। সেটাই দস্তুর। বাংলা নববর্ষের দিন, সংবিধানপ্রণেতা আম্বেদকরের জন্মদিনকে স্মরণে রেখে রবিবার সেই ইস্তাহার প্রকাশ করেছে দেশের শাসকগোষ্ঠী।
বিশদ

শুরুর মুহূর্তেই অশুভ ইঙ্গিত

সাধারণ নির্বাচনের জন্য দেশজুড়ে ভোট নেওয়া হবে মোট সাত দফায়। প্রথম দফার ভোট গ্রহণের বাকি আর মাত্র তিনদিন। তামিলনাড়ু-সহ ১৭টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীরসহ চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গ-সহ ১৬টি রাজ্যের কিয়দংশ আসনেই ভোট নেওয়া হবে।
বিশদ

15th  April, 2024
কণ্ঠস্বরে কীসের ইঙ্গিত?

ভোটের দিন যত এগিয়ে আসছে, হিন্দু ভাবাবেগ উস্কে দিতে তত বেলাগাম হয়ে উঠছেন নরেন্দ্র মোদি! এতদিন তবু দেখা গিয়েছে, হিন্দুধর্ম, তার সনাতনী ঐতিহ্য, রামমন্দিরের মতো বিষয়গুলিকে নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন মোদি। বিশদ

14th  April, 2024
চোরাস্রোত

ভোট মানে জনমত যাচাই। আর সপ্তাহ খানেকের মধ্যে সেই জনমত যাচাই শুরু হয়ে যাবে গোটা দেশে। দেড় মাস ধরে এই যাচাইয়ের কাজ শেষ হলেই জানা যাবে, দিল্লির মসনদ এবার কার দখলে থাকবে। বিজেপির নেতৃত্বে এনডিএ জোট, নাকি বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চের হাতে। বিশদ

13th  April, 2024
আদালতের দায়িত্ব বৃদ্ধি

প্রতিষ্ঠার তিনবছরের মধ্যে একটি কোম্পানি কোনও রাজনৈতিক দলকে আর্থিক অনুদান বা চাঁদা দিতে পারবে না। ভারতে এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে প্রায় চার দশক যাবৎ। কোম্পানির তরফে রাজনৈতিক দলগুলিকে চাঁদা প্রদানের নিষেধাজ্ঞা কিছু শর্তসাপেক্ষে তুলে দিতে ১৯৮৫ সালে সংসদে ধারা ২৯৩এ সংশোধন করা হয়। বিশদ

12th  April, 2024
দুর্নীতির শিকার রাজকোষ

সারা দেশে একটি আধুনিক কর ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা শিল্প-বাণিজ্য মহল এবং অর্থনীতির পণ্ডিতরা কখনও অস্বীকার করেননি। তবে তাঁদের দাবি ছিল, এই সিস্টেম চালু করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।
বিশদ

11th  April, 2024
ফাঁকা মাঠে গোলের মতলব! 

বিজেপির ঘোষিত লক্ষ্য দেশকে ‘দুর্নীতিমুক্ত’ করে তোলা। ‘ভ্রষ্টাচারের বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণা করেই জাতীয় রাজনীতিতে পা রাখেন নরেন্দ্র মোদি।
বিশদ

10th  April, 2024
কেন্দ্রের ‘গিভ অ্যান্ড টেক’ নীতি!

‘বিশ্বের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি’ ( কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর বক্তব্য) নির্বাচনী বন্ডের তথ্য ফাঁস হতেই সব অঙ্ক কেমন জলের মতো মিলে যেতে শুরু করেছে! মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান বক্তব্য, অভিযোগের নামে নানা অজুহাতে শুধু বিরোধী নেতা-নেত্রীদের ফাঁসাতে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে।
বিশদ

09th  April, 2024
বিলম্বিত বোধোদয়

সোনিয়া গান্ধী এখন অসুস্থ। প্রত্যক্ষ রাজনীতিতে তাঁর সক্রিয় উপস্থিতি অনেক দিন যাবৎ তেমন নজরে পড়ে না। তবে তিনি যখন রাজনীতিতে ফুলফর্মে এবং দেশজুড়ে কংগ্রেসের সর্বেসর্বা ছিলেন, তখনও তাঁর লোকদেখানো হম্বতম্বি নজরে পড়েনি।
বিশদ

08th  April, 2024
হাস্যকর দাবি

পয়লা এপ্রিল দিনটির কথা মনে রেখেই কি দেশবাসীকে ফের ‘বোকা’ বানানোর চেষ্টা  করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের এক অনুষ্ঠানে তাঁর লম্বা-চওড়া ভাষণ শুনে তেমন মনে হওয়াই স্বাভাবিক। চলতি বছরে ৯০-এ পা দিল ভারতের সর্বোচ্চ ব্যাঙ্ক। বিশদ

07th  April, 2024
মোদি আমলে নব চেহারায় দুর্নীতি

ভোট এলেই একটা করে নতুন স্লোগান সামনে আনেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালে লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। বিশদ

06th  April, 2024
আত্মরক্ষা অথবা আত্মসমর্পণ

নেহরু-গান্ধী প্রবর্তিত ‘কুশিক্ষা’ ব্যবস্থা নিয়ে বরাবর আপত্তি ছিল গেরুয়া শিবিরের। তাই মোদি সরকার নিয়ে এসেছে জাতীয় শিক্ষানীতি ২০২০। কিন্তু বিরোধী দলগুলি তো বটেই, দেশের বহু শিক্ষাবিদ এই নয়া শিক্ষানীতি মেনে নিতে পারেননি। বিশদ

05th  April, 2024
অন্য ‘গ্যারান্টি’ দাবি

ইন্দিরা গান্ধী দেশজুড়ে ইমারজেন্সি জারি করেন ১৯৭৫ সালের ২৫ জুন। ‘অভ্যন্তরীণ গোলযোগ’ থেকে দেশকে রক্ষা করার অজুহাতে তিনি প্রয়োগ করেন সংবিধানের অনুচ্ছেদ ৩৫২।
বিশদ

04th  April, 2024
গণতন্ত্রের উদ্বেগের প্রতিধ্বনি

সোমবার সিবিআইয়ের ‘প্রতিষ্ঠা দিবস’ উপলক্ষ্যে ডি পি কোহলি মেমোরিয়াল লেকচারে অংশ নেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর ভাষণের বিষয় ছিল—‘ফৌজদারি মামলার বিচারে গতি আনতে প্রযুক্তির সাহায্য গ্রহণ’। আইন প্রয়োগকারী সংস্থাগুলির তরফে বেআইনিভাবে ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার সমস্যাটি তিনি নতুনভাবে সামনে আনেন সেদিন।
বিশদ

03rd  April, 2024
প্রতিশ্রুতির অভ্যাস

বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে না পারলে অথবা না চাইলে তাঁকে কী বলে? উত্তরটা খুবই সহজ, নরেন্দ্র মোদি। ইতিমধ্যে দু’বার ভোটে জিতে দশ বছর ধরে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। দু’বারই ভোটের মুখে অকাতরে প্রতিশ্রুতি বিলিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কুর্সি দখলের জন্য এই ‘ব্রহ্মাস্ত্রটি’ প্রয়োগ করতে হবে। বিশদ

02nd  April, 2024
জবাব দিতে এরপরেও দ্বিধা?

রাজনৈতিক দলগুলির তরফে তহবিল সংগ্রহ নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। পার্টিগুলিকে দুর্নামের হাত থেকে বাঁচাতে একটি ‘স্বচ্ছ’ ব্যবস্থা আবিষ্কার করেন নরেন্দ্র মোদির প্রথম অর্থমন্ত্রী অরুণ জেটলি মহোদয়। ২০১৮ সালে তিনি চালু করেন ইলেক্টোরাল বন্ড স্কিম।
বিশদ

01st  April, 2024
একনজরে
শপিং মলের পর এবার গির্জা। ফের ছুরি নিয়ে হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার আচমকা ছুরির আঘাতে আহত হয়েছেন গির্জার বিশপ সহ আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। জখম ...

একদিকে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজরা। মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে স্পিনারদের লড়াই আকর্ষণীয় ...

দেশজুড়ে আদর্শ নির্বচনী আচরণবিধি চলছে। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ওই দিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। কিন্তু বিতর্ক বেঁধেছে আবাস যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে। ...

রাজস্থানের সিকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হল। এর মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও দু’টি শিশু। জানা গিয়েছে, রবিবার দুপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্ম বা গৃহক্ষেত্রে অশান্তি মনঃকষ্ট হতে পারে। পেশাদারী কর্মে সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কণ্ঠ দিবস
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে
১৮৫০:  মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু
১৮৫৩: প্রথম ট্রেন চলল সাবেক বোম্বাইয়ের ভিক্টোরিয়া থেকে থানে পর্যন্ত
১৮৬৭: উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইটের জন্ম
১৮৮৯: অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্ম
১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
১৯৫১: লেখক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু
১৯৬৬: শিল্পী নন্দলাল বসুর মৃত্যু
১৯৭৮: অভিনেত্রী লারা দত্তর জন্
১৯৮৭: বিশিষ্ট অভিনেতা বিকাশ রায়ের মৃত্যু
২০২১: পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকির মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৯৭ টাকা ৮৪.০৬ টাকা
পাউন্ড ১০২.৭৫ টাকা ১০৫.৩৮ টাকা
ইউরো ৮৭.৭৪ টাকা ৯০.১৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী ২০/১৫ দিবা ১/২৫। পুষ্যা নক্ষত্র ৫৯/৫৩ শেষ রাত্রি ৫/১৬। সূর্যোদয় ৫/১৯/২৪, সূর্যাস্ত ৫/৫৩/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ গতে ১০/২০ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। রাত্রি ৬/৪০ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/৩০ গতে ৩/১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৫ মধ্যে। কালরাত্রি ৭/১৯ গতে ৮/৪৫ মধ্যে। 
৩ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। অষ্টমী অপরাহ্ন ৪/২৮। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/২৩। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৫/৫৫। অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৫৪ গতে ৮/২৯ মধ্যে ও ১/১২ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৬ মধ্যে। 
৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর গুলির মধ্যে দশমস্থানে দিল্লি
অতিমারির পর গোটা বিশ্বের মানুষ আরও বেশি করে বিমানে চড়েছেন। ...বিশদ

11:59:42 AM

লোকসভা নির্বাচন ২০২৪: ডায়মন্ডহারবার কেন্দ্রে অভিজিৎ দাসকে (ববি) প্রার্থী করল বিজেপি

11:40:35 AM

এক্স নিয়ে নতুন ঘোষণা মাস্কের
এক্স (টুইটার) নিয়ে বড় ঘোষণা করলেন এলন মাস্ক। নতুন এক্স ...বিশদ

11:39:38 AM

জাজপুরে বাস দুর্ঘটনা: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ওড়িশার জাজপুরের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনার ফলে ...বিশদ

11:28:53 AM

শ্রীনগরে ঝিলম নদীতে নৌকাডুবি, মৃত ৪ পড়ুয়া

11:05:52 AM

লোকসভা নির্বাচন ২০২৪: উত্তরপ্রদেশে আরও ১১টি আসনে প্রার্থী দিল বিএসপি

11:05:52 AM