Bartaman Patrika
সম্পাদকীয়
 

করোনা-যুদ্ধের অভিমুখ  

আজ, ২৪ জুন বুধবার। ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ের ঠিক তিন মাস পূর্ণ হচ্ছে। একবিংশ শতকের দু’দশক পার হতে আর বাকি ছ’মাস। সন্দেহ নেই, এটা যোগাযোগ এবং তথ্যের স্বর্ণযুগ। প্রযুক্তির কল্যাণে সারা দেশের তো বটেই, গোটা পৃথিবীর অভিজ্ঞতা আমাদের সামনে প্রতি মুহূর্তে উঠে আসছে। করোনার বিরুদ্ধে যুদ্ধের কোথায় কতটা সাফল্য, ব্যর্থতাই-বা কী—আমরা জেনে যাচ্ছি। বাকিটা কীভাবে মোকাবিলা করতে হবে, এসব থেকে সেটা স্থির করতে সুবিধা হচ্ছে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষ উপলব্ধি করছে যে, কোভিড-১৯ এমন একটি অসুখ তার বিরুদ্ধে কারও একার লড়াই যথেষ্ট নয়। যদি দাবি করা হয়, একা ডাক্তার ও নার্স লড়ছেন, তা ঠিক হবে না। তেমনি সরকার, ওষুধ সংস্থা কিংবা রোগীও একা কৃতিত্ব দাবি করতে পারবেন না। করোনার বিরুদ্ধে যোদ্ধা আসলে সবাই। তার মধ্যে সাফাই কর্মী থেকে পরিবহণ কর্মী, এমনকী যে মানুষটিকে নীরব নিষ্ক্রিয় দর্শক বলে মনে হচ্ছে, তিনিও এই গৌরবের বন্ধনীতে ঢুকে পড়ছেন। কারণ, কিছু মানুষ সরাসরি কাজ করছেন, বাকিরা জরুরি স্বাস্থ্যবিধি মেনে সহায়তা করছেন। করোনা এমন এক অসুখ, যেখানে পাশের মানুষটির স্বাস্থ্যবিধি মান্য করা বা না-করার উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ, অতি সংক্রামক এই ব্যাধিটার বিরুদ্ধে যুদ্ধে প্রথম লক্ষ্য তো চিকিৎসা নয়। প্রথম লক্ষ্য হচ্ছে, মহামারীর ছড়িয়ে পড়া ঠেকানো। সংক্রমণ সাফল্যের সঙ্গে ঠেকাতে পারলেই সবচেয়ে বড় কাজটি করা হবে।
চিকিৎসা করে একটি দেশ কতজনকে সুস্থ করতে পারবে? বিশেষ করে দেশটির নাম যদি ভারত হয়? এখানে জনসংখ্যা ১৩৫ কোটি! মানুষ গণহারে সংক্রমণের শিকার হলে চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা অসম্ভব। রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে হলে প্রতিটি মানুষের সমান সহযোগিতা কাম্য। রোগলক্ষণ দেখা দিলেই ডাক্তার দেখাতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, আদৌ কোভিড-১৯ পজিটিভ কি না। সংক্রমণ নিশ্চিত হলে রোগীকে অন্যদের থেকে অবশ্যই পৃথক রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট পরিবারটিকেও নিয়মানুসারে চলতে হবে। এর জন্য ভীত বা লজ্জিত হওয়ার কিছু নেই। সরকার আছে। সরকারি ব্যবস্থা আছে। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা অন্তত পশ্চিমবঙ্গে ক্রমশ ভালো হচ্ছে। এখানে সুস্থতার হার জাতীয় মানে তো বটেই, আন্তর্জাতিক মানেও উল্লেখযোগ্য।
এ হল রুপালি রেখা। কিন্তু, উল্টো পিঠে খারাপ কিছুও যে অপেক্ষা করে। সরকারের এই আন্দাজ নির্ভুল। সমাজে কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষও আছে। তারা লড়াইয়ের অভিমুখটা যেন উল্টো দিকে ঘুরিয়ে দিতে চায়। আসল লড়াই যে শুধু রোগের বিরুদ্ধে, সেটা তারা ভুলে যায়। তার ফলে কোনও কোনও ক্ষেত্রে লড়াইটা রোগীর বিরুদ্ধেই হয়ে যাচ্ছে! সুচিকিৎসায় সুস্থ হয়ে ওঠা মানুষকে সমাজ গ্রহণ করতে অস্বীকার করছে। এমনকী, কিছু মানুষের সঙ্গে ‘সামাজিক বয়কট’-এর মতোই আচরণ করা হচ্ছে! সুস্থ হয়ে ওঠা ব্যক্তির বাড়িতে লিখে দেওয়া হচ্ছে—‘করোনা বাড়ি’ বা ‘করোনা ফ্ল্যাট’! তাঁদের গলি বা পাড়াকেও অমনভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি, কুসংস্কারের চূড়ান্ত রূপ হল নির্মমতা, নিষ্ঠুরতা। যেমনটা অতীতে যক্ষ্মা বা কুষ্ঠ রোগমুক্ত অনেক মানুষের ক্ষেত্রে করা হয়েছে। ডাইন সন্দেহে প্রহার বা হত্যার ঘটনা এখনও বন্ধ হয়নি। এসব সভ্যসমাজের কলঙ্ক। তাই করোনা-মুক্ত মানুষের সঙ্গে বিরূপ আচরণ অবিলম্বে বন্ধ হওয়া জরুরি। করোনা রোগীর চিকিৎসা ও শুশ্রূষার সঙ্গে যুক্ত কিছু চিকিৎসক এবং নার্সের সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এতে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। ডাক্তার এবং নার্সরা চিকিৎসা করতে ভয় পাবেন। আরও বড় বিপদ হল, এমন পরিণতির আশঙ্কায় অনেক মানুষ রোগ চেপে গিয়ে সমাজের বিপদও বাড়াতে পারেন। এই ব্যাপারে আমাদের সকলকেই বাস্তববোধ নিয়ে চলতে হবে। প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে সরকারকেও। অন্যথায়, এই মহৎ লড়াইটা বিপথগামী হয়ে যেতে পারে।  
24th  June, 2020
সতর্কতা, নাকি অন্য কারণ

 এ যেন ভাসুর ভাদ্দর বউয়ের সম্পর্ক! ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ানে সংঘর্ষের পর সর্বদল বৈঠকে চীনের নাম না করে তিনি বলেছিলেন, কেউ ভারতীয় ভূখণ্ডে ঢুকে বসে নেই, তাঁবুও তৈরি করেনি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে লাদাখের প্রসঙ্গ টানলেও চীনের নাম নিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশদ

কেন্দ্রের অমানবিক নিয়ম

 করোনা পরিস্থিতি পৃথিবীর প্রায় সব দেশের উন্নয়ন প্রক্রিয়া বানচাল করে দিয়েছে। সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে কাজের বাজারে। বাঁধাধরা সরকারি চাকরিতে নিযুক্ত মানুষের সংখ্যা খুব কম। বেশিরভাগ মানুষ কাজ করেন বেসরকারি শিল্প, ব্যবসা-বাণিজ্য কিংবা পরিষেবা ক্ষেত্রে।
বিশদ

29th  June, 2020
চিকিৎসা খরচ ও মানবিক সরকার

 কথায় বলে, বসে খেলে রাজার ধনও একটা সময় পর নিঃশেষিত হয়ে যায়। আমরা ভারতবাসী। আমরা বঙ্গবাসী। আর্থ-রাজনীতিক তত্ত্ব ভিন্নমত পোষণ করতে পারে। কিন্তু বাস্তবটা হল, ভারত একটা গরিব দেশ। তার ভিতরে পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক অবস্থান গড়পড়তা।
বিশদ

28th  June, 2020
হুঙ্কারেই সুর বদল

 কারও সর্বনাশ হলে অনেকের পৌষ মাস হয়। ঝড়-বন্যা-ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় হলে লক্ষ লক্ষ মানুষ সব হারিয়ে পথে বসেন। তাঁদের অন্ন-বস্ত্র-বাসস্থান ফিরিয়ে দিতে ত্রাণবাবদ কোটি কোটি টাকা বরাদ্দ করে সরকার। বিশদ

27th  June, 2020
ওষুধের অপপ্রয়োগের বিপদ

 ওষুধ আমরা একাধিক উপায়ে নিয়ে থাকি। ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন, সিরাপ, মলম, স্যালাইন, ইনহেলার প্রভৃতি। যে-কোনও ওষুধ সবসময় ভালো চিকিৎসকের পরামর্শ মতোই ব্যবহার করা উচিত। অন্যথায় সব ওষুধই অতি মাত্রায়, কম মাত্রায় (অনিয়মিত-সহ) এবং অপ্রয়োজনে নেওয়া হতে পারে।
বিশদ

26th  June, 2020
বাংলার উত্তরণ

কথায় আছে, যারে দেখতে নারি তার চরণ ব্যাঁকা। এ রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থা নিয়ে যাঁরা সরকারের শাপশাপান্ত করেন, গেল গেল রব তোলেন—এই রিপোর্ট তাঁদের কপালে ভাঁজ ফেলবে নিশ্চিত।
বিশদ

25th  June, 2020
সেনার স্বাধীনতা 

সাজ সাজ রব। মনে হতে পারে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে যেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আকাশে নজরদারি বিমানের আনাগোনা, ঘুরপথে সাঁজোয়া গাড়ির অবিরাম যাওয়া-আসা, পার্বত্য এলাকায় লড়াইয়ে পারদর্শী সেনা সমাবেশ। এভাবেই চীনের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ভারত।  
বিশদ

23rd  June, 2020
শহিদের প্রাপ্য 

জন্মাবার পর থেকে মানুষ প্রথম যে জিনিসটা খোঁজে তা হল নিরাপত্তা। সদ্যোজাত শিশুকে প্রথম নিরাপত্তা দেন মা। মাকে আগলে রাখেন বাবা। অর্থাৎ মা-বাবার মিলিত যত্নে একজন মানুষ নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পায়। কিন্তু, এই মা-বাবাকে কেন্দ্র করে যে আস্ত একটা পরিবার তাকে নিরাপত্তা দেয় কে? 
বিশদ

22nd  June, 2020
যথারীতি ঐক্যবদ্ধ ভারত 

ভারত একটি সুপ্রাচীন সভ্যতার নাম। অতীতে পৃথিবীকে দু’টি ভাবে চিনত মানুষ। একটি অংশের নাম ভারত। অন্য অংশের নাম বহির্ভারত। সবচেয়ে সুসভ্য ও সমৃদ্ধশালী অংশের পরিচয় ছিল ভারত। যে সামান্য রাজনৈতিক মানচিত্রের অংশ হিসেবে আজ আমরা বসবাস করছি, সেটাকে কেন্দ্র করেই চতুর্দিকে বহু বিস্তৃত ছিল সেই ভারতবর্ষের ধারণা। 
বিশদ

21st  June, 2020
বাংলা ব্রাত্য 

পিছু ছাড়ছে না বঞ্চনা। করোনা ও উমপুনের জোড়া ধাক্কায় বিপর্যস্ত এই রাজ্যের জন্য কেন্দ্র উপুড়হস্ত হবে—এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু কোথায় কী! বিপদের সময়ে রাজ্যেরই বকেয়া পাওনা ৫৩ হাজার কোটি টাকা চেয়েছিল নবান্ন।  বিশদ

20th  June, 2020
সম্পর্ক ভালো হচ্ছে সর্বস্তরে 

এপ্রিলের গোড়ায় দেশবাসীর মন খারাপ হয়ে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের একটি কথায়। সংস্থাটির পর্যবেক্ষণ ছিল যে, লকডাউন পর্বে দেশে গার্হস্থ হিংসা বেড়েছে! অর্থাৎ হিংসা বেড়েছে পরিবারগুলির মধ্যে। বাড়ির দুর্বল সদস্যরা সবল সদস্যদের হাতে আগের চেয়ে বেশি হিংসার শিকার হচ্ছেন।  
বিশদ

19th  June, 2020
বিশ্বাসভঙ্গের ট্র্যাডিশন 

কোনও আগ্নেয়াস্ত্রের ঝঙ্কার নয়, বিমান থেকে গোলাবর্ষণও নয়। স্রেফ লোহার রড, পেরেক লাগানো লাঠি আর পাথর ছিল অস্ত্র। তা দিয়েই ভারতের অন্তত ২০ জন সেনাকে খতম করে দিল চীনের সেনাবাহিনী। ভারতের প্রত্যাঘাতে চীনের ক্ষয়ক্ষতি অবশ্য বেশি।  বিশদ

18th  June, 2020
কোন ভয়ে বাদ বাংলার মুখ্যমন্ত্রী? 

করোনার দাপটে ভারতের আর্থ-সামাজিক পরিস্থিতি টলমল। বিশেষ করে শিল্প ও পরিষেবা ক্ষেত্র প্রায় মুখ থুবড়ে পড়েছে। আর্থিক বৃদ্ধির হার ক্রমশ তলানিতে। এমনিতেই দেশ বেকার সমস্যায় জর্জরিত ছিল। করোনা পরিস্থিতিতে কয়েক কোটি শ্রমিক-কর্মচারীর চাকরি চলে গিয়েছে।
বিশদ

17th  June, 2020
আয় বাড়ানোর ফন্দি!

 এও যেন এক ধরনের ‘মোদি-ম্যাজিক’। আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমছে, তখন আমাদের দেশের সরকারের পরিকল্পনাহীনতায় টানা আট-ন’দিন ধরে পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে। প্রশ্ন হল কেন?
বিশদ

16th  June, 2020
বন্ধু নেপালকে ফেরাতেই হবে

 নেপাল দেশটির ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হিমালয় কন্যা নেপালের কোনও সমুদ্র সীমান্ত নেই। দেশটির দু’দিকে এশিয়ার দুই বৃহৎ শক্তির অবস্থান—উত্তরে চীন এবং দক্ষিণ-পূর্ব-পশ্চিমে ভারত। রাজতন্ত্রের বিলোপসহ নতুন সংবিধান গ্রহণের আগে অবধি নেপাল ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র।
বিশদ

15th  June, 2020
মানুষের কষ্ট বাড়বে

২৫ মার্চ লকডাউন চাপিয়ে দেওয়া হয়েছিল ২১ দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়ে। কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। বরং কোভডি-১৯ সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে সমস্ত রকম অনুমান, আশঙ্কা নস্যাৎ করে দিয়ে। বিশদ

14th  June, 2020
একনজরে
ইসলামাবাদ: ভুয়ো লাইসেন্স রাখার অপরাধে আড়াইশো জনের বেশি পাকিস্তানি পাইলট ও বিমানকর্মীকে সাসপেন্ড করল একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ...

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার রাতে কল্যাণী-চাকদহ রাজ্য সড়কে আলাইপুরের কাছে গাছের গুঁড়ি ফেলে প্রায় ১৫টি গাড়িতে ডাকাতি করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে কয়েকজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ঘণ্টাখানেক অবরোধ করা হয়। ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...

সুব্রত ধর, শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনার ‘সন্ত্রাস’ ক্রমশ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে শহরে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। এবার কোভিড মোকাবিলায় প্রস্তুত করা হল অ্যাকশন প্ল্যান। সোমবার দার্জিলিং জেলা প্রশাসন ও শিলিগুড়ি পুলিস কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব এই কর্মসূচির ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM