Bartaman Patrika
সম্পাদকীয়
 

জয়ের হ্যাটট্রিক 

জয়ের হ্যাটট্রিক করল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি (আপ)। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রমাণ করে দিল এনআরসি, সংশোধিত নাগরিকত্ব আইনকে গ্রহণযোগ্য মনে করছে না সাধারণ মানুষ। এই নির্বাচনের অগ্নিপরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারল না বিজেপি। ভারতীয় ক্ষমতার মানচিত্রে গেরুয়ার দাপট যে ক্রমশ ফিকে হচ্ছে তা স্পষ্ট। কেজরিওয়ালের উন্নয়ন বনাম বিজেপির জাতীয়তাবাদী ইস্যুর লড়াইয়ে জয় হল সেই উন্নয়নেরই। যদিও এই নির্বাচনে বিজেপি তার আসন সংখ্যা ও ভোটের হার গত বারের তুলনায় বাড়াতে সক্ষম হয়েছে। তবু বলা যায়, নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির ভোট স্ট্রাটেজি এবারও ডাহা ফেল। ক্ষুদ্র এই রাজ্য঩টির বিধানসভা নির্বাচন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রেস্টিজ ফাইট। সেই কারণে ভোট প্রচারের আসরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁর সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ সহ দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই নির্বাচনী প্রচারে নেমে পড়েছিলেন। কিন্তু শুধু রামমন্দির নির্মাণের ঘোষণা বা জাতীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যে শক্তিশালী প্রতিপক্ষকে আদৌ ঘায়েল করা সম্ভব নয় তা প্রমাণ হয়ে গেল এই নির্বাচনের ফলাফলে। রাজ্যের উন্নয়ন, রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে যাওয়ার ফল হাতে হাতে পেয়েছেন কেজরিওয়াল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁর দল ফের পাঁচ বছরের জন্য দিল্লি রা঩জ্যের ক্ষমতায় এল। একথা ঠিক, আপ-এর আসন গত বিধানসভা ভোটের তুলনায় এবার কমেছে। একটি দল বছরের পর বছর ক্ষমতায় থাকলে অনেক সময় দেখা যায়, তাদের জনপ্রিয়তায় কিছুটা হলেও টান পড়ে। পাশাপাশি তাদের কাছে মানুষের প্রত্যাশা চাহিদাও অনেকটা বেড়ে যায়, যা হয়তো সব সময় পূরণ করা সম্ভব নয়। এক্ষেত্রে হয়তো তেমনই ঘটেছে। এবারের ভোটে আপ-এর আসন সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ার পিছনে কী কী কারণ কাজ করেছে তার পর্যালোচনা অবশ্যই পরে হবে। তবে, নিশ্চিত করে বলা যায়, দিল্লিবাসীর আস্থা সেই কেজরিওয়ালেই। শাহিনবাগের আন্দোলনও এই জয়ের পিছনে বাড়তি রসদ জুগিয়েছে। বলা ভালো, জয় হল গণতন্ত্রের।
অনেকেই হয়তো ভেবেছিলেন, দিল্লির ভোট থেকেই বিজেপি ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করছে। কারণ, এর আগে গত এক বছরে একের পর এক রাজ্য বিজেপির হাতছাড়া হয়েছে। ‘মোদি ম্যাজিক’ আর সেভাবে কাজ করছে না। কংগ্রেস-মুক্ত ভারত গড়ার প্রত্যাশায় মোদি-অমিত শাহ জুটি যতই তর্জন-গর্জন করছেন ততই দেখা যাচ্ছে, একের পর এক রাজ্য প্রায় গেরুয়া-মুক্ত হয়ে পড়ছে। ২০১৮ সালে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং সম্প্রতি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বিজেপির হাতছাড়া হয়েছে। দেখা গিয়েছে, যতই বিজেপি কোণঠাসা হয়েছে ততই তাদের রক্তচক্ষু প্রদর্শন, হুমকি, দমন-পীড়নের নীতি বেড়েছে। জেএনইউ, জামিয়া মিলিয়ায় ছাত্র আন্দোলন দমনের প্রচেষ্টা তারই নজির। দেশের মানুষ তা ভালোভাবে নেয়নি। বলা বাহুল্য, ২০২১-এ বাংলা দখলের জন্য কেন্দ্রের শাসক দল বিজেপি যতই মরিয়া হয়ে উঠুক না কেন, পশ্চিমবঙ্গ যে তৃণমূলের শক্ত ঘাঁটি সেটা বলার অপেক্ষা রাখে না। আসলে, বাংলার বিধানসভা ভোটের আগে দিল্লির ভোট ছিল বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। সর্বশক্তি প্রয়োগ করেও সেখানে তাদের মুখ পুড়েছে আর জাতীয় কংগ্রেসও শত চেষ্টা করেও দিল্লির এই ভোটে ঘুরে দাঁড়াতে পারল না। পেল না একটিও আসন! উল্টে বলা যায়, যেখানে যেখানে আঞ্চলিক দলগুলি ক্ষমতায় ছিল বা আছে সেখানে কিন্তু তারা তাদের জয়যাত্রা অব্যাহত রাখতে পারছে। এর অন্যতম কারণ, ভোটারের স্বার্থরক্ষায় গুরুত্ব আরোপ এবং রাজ্যের উন্নয়ন। শুধুমাত্র বিভাজনের রাজনীতি আর ধর্মীয় ভাবাবেগ দিয়ে যে ভোটে জেতা যায় না তা কেন্দ্রের শাসক দলের নেতাদের বোঝার সময় এসেছে। অতিরিক্ত আত্মবিশ্বাস যে পতনের কারণ হতে পারে সেই বোধোদয়ও প্রয়োজন। বিজেপির এই বোধোদয় কবে হবে সেটাই এখন দেখার।
যে-কোনও পরাজয় থেকে সেই রাজনৈতিক দল শিক্ষা নেয়। নিশ্চয় বিজেপিও এই পরাজয় থেকে শিক্ষা নেবে। দেশের অধিকাংশ মানুষ যে সিএএ, এনআরসি, এনপিআর চায় না—সেটা ভেবে দেখার বিষয়। দেশবাসী চায় দেশের অগ্রগতি, উন্নয়ন, সকলের হাতে কাজ, কর্মসংস্থান, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ইত্যাদি। চায় না কোনও ধর্মীয় বিভাজন। এই বোধোদয় শাসক দলের যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। বুঝতে হবে ‘জায়েন্ট কিলার’ কেজরিওয়ালের এই জয় এসেছে উন্নয়নের হাত ধরেই। দিল্লিবাসীর স্বার্থে বছরভর কাজ করেছেন তিনি। তাই আগামী পাঁচ বছরের জন্য দিল্লিবাসীর আস্থা তাঁর উপরেই। নিঃসন্দেহে এর ফলে জাতীয় স্তরের রাজনীতিতেও কেজরিওয়ালের গুরুত্ব আরও বেড়ে গেল।  
12th  February, 2020
বেদান্তের ব্যবহারিক দিক 

কতক মানুষ মনে করে, বেদান্ত পুরোপুরিই একটি তাত্ত্বিক শাস্ত্র, কল্পনাভিত্তিক ও বাস্তব জীবনে ব্যবহারযোগ্য নয়। এধরনের চিন্তা-ভাবনা সত্যের বিপরীত। জগতে যতরকম ‘দর্শন’ আছে, তার মধ্যে বেদান্তই সবচেয়ে বেশী ব্যবহারযোগ্য। 
বিশদ

শুরু ভারত-মার্কিন দর কষাকষি

২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে হাউডি মোদির মতোই তাঁর জন্য ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান হবে আমেদাবাদে। রেওয়াজ অনুযায়ী, বিদেশি রাষ্ট্রনেতাদের ভারত সফর কার্যত ছিল নয়াদিল্লি সফর। প্রশ্ন উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র গুজরাতে কেন? তিনি আমেদাবাদে থাকছেন মোট তিন ঘণ্টা। খরচ কত?  
বিশদ

যেতে হবে সমস্যার শিকড়ে 

অবশেষে গ্রেপ্তার করা হল পোলবার দুর্ঘটনার পুলকার মালিককে। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি মতো চারদিনের জন্য ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতেও নিয়েছে পুলিস। অর্থাৎ আইনের দিক থেকে দেখতে গেলে তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে।
বিশদ

23rd  February, 2020
মমতার অধিকার দাবি 

দিল্লির রাজনীতি-বেনিয়াদের কাছে পশ্চিমবঙ্গ চিরকালই ব্রাত্য। শিক্ষার অগ্রগতিতে বঙ্গ পথপ্রদর্শক হলেও পাশ্চাত্য শিক্ষায় ‘সভ্য’ হয়ে ওঠা হিন্দিবলয়ের অধিকাংশ সংখ্যাগুরু চিরকালই বাঙালিকে পিছনে ঠেলে রাখার চেষ্টা করে গিয়েছে। সে স্বাধীনতার আগেও, পরে তো বটেই।  
বিশদ

22nd  February, 2020
ডোনাল্ড ট্রাম্পের চোখে ভারত খারাপ হলেও নরেন্দ্র মোদি ভালো

ভালো আচরণই তো করে না ভারত। এই কথাটি যদি প্রতিবেশী দেশ পাকিস্তানের কোনও শীর্ষনেতা বলতেন, তাহলে তেমন গুরুত্ব থাকত না। কিন্তু, কথাটি বলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে ‘দাদাগিরি’তে যিনি ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।
বিশদ

21st  February, 2020
বাসযোগ্য পৃথিবীর সাধনা

মানুষ নিজেকে এই গ্রহের সর্বশ্রেষ্ঠ জীব বলে আত্মশ্লাঘা অনুভব করে। আর এই অহঙ্কার থেকেই মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে গিয়েছে যে, পৃথিবীর যাবতীয় সম্পদের উপরে শুধু তারই অধিকার। মাটি জল পাহাড় মরুভূমি বনজঙ্গল সবই মানুষের অধীন। স্বভাবতই মানুষের অধীন এই সমস্ত অঞ্চলে যত প্রাণী আছে, তারাও।
বিশদ

20th  February, 2020
প্রতিরক্ষার উচ্চপদে নারীশক্তি

 প্রায় এক দশকের লড়াইয়ের পর জয় হল নারীশক্তির। সেনা বাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার প্রশ্নে দেশের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়ে দীর্ঘদিনের বঞ্চনার যেমন অবসান ঘটল তেমনি প্রতিষ্ঠিত হল মহিলাদের সমানাধিকার। বিশদ

19th  February, 2020
রাজ্যের উপর এত গোঁসা কেন? 

ব্যাপারটা বোঝা গিয়েছিল আগেই। কিন্তু তখনও ধারণাটা প্রতিষ্ঠিত হয়নি। পরপর কয়েকটি রিপোর্ট পাওয়ার পর রোগ ধরা পড়ল। অবশ্য এ রোগ সে রোগ নয়। এই রোগটা হল, মোদিজি এবং অমিত শাহজি কেন্দ্রে যতই চুটিয়ে ব্যাটিং করুন কেন, রাজ্যস্তরের খেলায় তাঁরা বলে বলে বোল্ড আউট হচ্ছেন।   বিশদ

18th  February, 2020
নতুন করে ভাবতে হবে বিজেপিকে 

মাত্র ন’মাস আগে লোকসভা ভোটে দিল্লির ৬৫ থেকে ৭০টি বিধানসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। যেখান থেকে কেন্দ্রীয় সরকার পরিচালিত হয় এবং গত ১২ বছর ধরে যেখানে পুরসভা বিজেপির দখলে।
বিশদ

17th  February, 2020
লাভ-লোকসানের রাজনীতি 

পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে রাহুল গান্ধী একটি প্রশ্ন তুলেছেন—ওই নাশকতায় কার লাভ হয়েছিল? উত্তর দিতে পারলে কোনও পুরস্কার নেই। আট থেকে আশি সকলেই বুঝবেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতির নিশানায় এক এবং একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
বিশদ

16th  February, 2020
সভ্য ভারতে বহাল অসভ্য প্রথা

ভারত পৃথিবীর অন্যতম প্রাচীন এক সভ্য দেশ। ভারত শুধু প্রাচীন সভ্য দেশই নয়, দেশটি স্বাধীন ও সার্বভৌম। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রও ভারত। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধীর ভারত অস্পৃশ্যতাকে অপরাধ মনে করে এবং সাম্যের নীতিতে আস্থা রাখে।
বিশদ

15th  February, 2020
ঘুঘুর বাসা ভাঙলে লাভ সরকারের 

লাগে টাকা দেবে গৌরী সেন। এক শ্রেণীর সরকারি অফিসার ও কর্মীর এমন বদ্ধমূল ধারণার কারণেই অনেকসময় সরকারি কাজে দুর্নীতির জন্ম হয়। এই ভাবনা আগেও ছিল, এখনও আছে। ভবিষ্যতেও এর পরিবর্তন হওয়া কঠিন।  
বিশদ

14th  February, 2020
মড়ার উপর খাঁড়ার ঘা

একে বলে মড়ার উপর খাঁড়ার ঘা। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশছোঁয়া, তার উপর একলাফে গ্যাসের দাম বাড়ল ১৪৯ টাকা। মানুষ বাজার করবে কী করে, রাঁধবেই কী দিয়ে! এমনিতেই বাজারে গেলে মাছ ছাড়াই ১০০ টাকার সব্জি কিনলে থলি থেকে তা খুঁজে বের করতে হয়।
বিশদ

13th  February, 2020
অর্থনীতিতে আঘাত আসছে বাইরে এবং ভিতর থেকে

 ভারতের অর্থনীতি অন্য প্রতিবেশী দেশগুলির তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু দিনে দিনে সেই অর্থনীতি ভেঙে পড়ছে। অর্থাৎ অর্থনীতিতে ভারত ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। গত কয়েক বছরে কেন্দ্রের মোদি সরকারের ভ্রান্তনীতির কবলে পড়ে আজ দেশের অর্থনীতির এই দুরবস্থা।
বিশদ

11th  February, 2020
ভাইরাসের ধাক্কা গোটা দুনিয়ায় 

সম্প্রতি বিশ্বজুড়ে আতঙ্কের কেন্দ্রে একটিই নাম, করোনা ভাইরাস। তার উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের ২৪টি দেশে ২০ হাজার ৬৩০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। কোনও ওষুধ এখনও এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়নি। 
বিশদ

10th  February, 2020
সামাজিক সুরক্ষার দায় কে নেবে?

 স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক। কমানো হল এমসিএলআরও। অর্থাৎ আরও কম সুদের হারে ঋণ পাওয়ার রাস্তা প্রশস্ত হল। একের সঙ্গে অন্যটি ওতপ্রোতভাবে জড়িত হলেও প্রভাব এর দুরকম। একদিকে স্বল্প সঞ্চয়ে উৎসাহ হারাবে সাধারণ মানুষ, অন্যদিকে বিনিয়োগের সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে। বিশদ

09th  February, 2020
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে ছোট শিল্পকে আরও বেশি করে উৎসাহ দিতে রাজ্য সরকার যদি সামরিক বা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত একটি নীতি আনে, তাহলে রাজ্য উপকৃত হবে। ...

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (পিটিআই): আন্তর্জাতিক বাজারে দাম পড়ার জেরে ভারতে প্রাকৃতিক গ্যাসের দাম কমতে পারে ২৫ শতাংশ। একাধিক সূত্র মারফৎ এ খবর জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে প্রায় আড়াই ডলার কমতে পারে গ্যাসের দাম। ...

সংবাদদাতা, নকশালবাড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগ থেকে শীঘ্রই হলুদ জ্বরের টিকা দেওয়া হবে। একদিকে পর্যাপ্ত কর্মী না থাকা অন্যদিকে পাবলিক হেল্থ নার্সরা সময় মতো টিকাকরণ কেন্দ্রে আসেন না বলে অভিযোগ রয়েছে।  ...

নয়াদিল্লি ও গোয়া, ২৩ ফেব্রুয়ারি: ফের দুর্ঘটনায় পড়ল মিগ যুদ্ধবিমান। গোয়ায় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি মিগ-২৯ কে বিমান। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমানের চালক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন
১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিস ধ্বংস করে দেয়।
১৯৫৫ – অ্যাপল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম
১৯৫৯ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির জন্মদিন
১৯৬৩ চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনসালির জন্মদিন
১৯৭২ অভিনেত্রী পূজা ভাটের জন্মদিন
১৯৮২ - আর্জেন্টাইন ফুটবলার ইমানুয়েল ভিলার জন্ম
১৯৮৩ দাবারু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জন্মদিন
১৯৯৩ - ইংরেজ ফুটবলার ববি মুরের মৃত্যু
১৯৯৮ অভিনেত্রী ললিতা পাওয়ারের মৃত্যুদিন
২০১১ কমিক্স বইয়ের জনক অনন্ত পাইয়ের মৃত্যুদিন
২০১৮-দুবাইয়ের হোটেলে মৃত্যু অভিনেত্রী শ্রীদেবীর



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.৩০ টাকা
ইউরো ৭৬.০৫ টাকা ৭৯.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  February, 2020

দিন পঞ্জিকা

১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (ফাল্গুন শুক্লপক্ষ) প্রতিপদ ৪২/৫২ রাত্রি ১১/১৫। শতভিষা ২৫/৩৫ অপঃ ৪/২১। সূ উ ৬/৬/৩৯, অ ৫/৩৩/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৬ মধ্যে। বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে। 
১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, প্রতিপদ ৩৯/১১/১ রাত্রি ৯/৫০/৮। শতভিষা ২৩/১০/৫০ দিবা ৩/২৬/৪। সূ উ ৬/৯/৪৪, অ ৫/৩২/৩২। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ১০/৩৫ গতে ১২/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২১ গতে ২/৩৬ মধ্যে। কালবেলা ৭/৩৫/৫ গতে ৯/০/২৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/২৯ গতে ১১/৫১/৮ মধ্যে। 
 ২৯ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতি। বৃষ: বাড়তি বিনিয়োগ না করাই ভালো। মিথুন: কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ...বিশদ

07:03:20 PM

তাজমহলে পৌঁছলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প 

05:10:56 PM

সিএএ নিয়ে বিক্ষোভের জেরে রণক্ষেত্র দিল্লির জাফরাবাদ, গোলাগুলিতে নিহত এক পুলিস কর্মী 

04:43:21 PM

আগ্রার বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

04:29:00 PM

আমেদাবাদ থেকে আগ্রার উদ্দেশে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

03:32:00 PM