Bartaman Patrika
সম্পাদকীয়
 

নির্বুদ্ধিতার পরিণাম 

নির্বুদ্ধিতার পরিণাম। নৈহাটির বিস্ফোরণকাণ্ডকে ঠিক এই ভাষাতেই ব্যাখ্যা করা যায়। কারণ বাজি হোক বা বোমা—এ ধরনের বিস্ফোরক নিষ্ক্রিয় করার বিশেষজ্ঞদের কাছ থেকে এরকম ছেলেমানুষি কাজ কি সাধারণ মানুষ আশা করেন? বিশেষত যেখানে কয়েকদিন আগেই নৈহাটিরই দেবক গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক মহিলাসহ চারজনের। এই দেবক গ্রাম ও তার পার্শ্ববর্তী গ্রামগুলিতে কুটির শিল্পের মতো গড়ে উঠেছিল ছোট-বড়-মাঝারি বাজি কারখানা। যেখানে মজুত করা ছিল টন টন বিস্ফোরক, সেগুলি বাজেয়াপ্ত করে এভাবে আনাড়ির মতো বিস্ফোরক নিষ্ক্রিয় করার বুদ্ধি মাথায় কী করে এল, তা নিয়েই সাধারণ মানুষের কৌতূহল ও উদ্বেগের অন্ত নেই!
বৃহস্পতিবার দুপুরে নৈহাটিতে যে বিস্ফোরণ ঘটে তার তীব্রতা এতটাই জোরাল ছিল যে, ওপারে চুঁচুড়া শহরের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তারপরই নৈহাটির ওই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনার গভীরতা আন্দাজ করে পুলিস এলাকা ছেড়ে পালিয়ে যায়। মানুষের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে পুলিসের গাড়িতে। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় তাদের দু’টি গাড়ি। বিস্ফোরণের জেরে দুই শিশু সহ তিন জন গুরুতর জখম হয়েছে। পুলিসের দাবি, বাজেয়াপ্ত বাজিই গত চারদিন ধরে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছিল। গঙ্গা তীরবর্তী ছাইঘাটে একটি ৭ ফুটের গর্তে এই কাজ চলছিল। যদিও এলাকাবাসীর অভিযোগ, বাজির সঙ্গে বোমাও ছিল। বিস্ফোরণে কেঁপে ওঠে শ্যামনগর থেকে নৈহাটি, কাঁচরাপাড়ার বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন পাড়ার প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু নৈহাটির দিকেই নয়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার উল্টোপাড়ের চুঁচুড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল। প্রায় ১০ কিমি দূরের ময়নাডাঙা এলাকা পর্যন্ত কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় ব্যান্ডেলেও। বিস্ফোরণের তীব্রতায় গঙ্গা তীরবর্তী বাড়িগুলির জানালা দরজার কাচ ভেঙে পড়ে, ফাটল ধরে দেওয়ালে, দরজায়। ইমামবাড়া হাসপাতাল, ক্রেতা সুরক্ষা দপ্তরের ভবন সহ অন্তত চারটি সরকারি ভবন ও ৬০০ বাড়ি ওই ঘটনায় কমবেশি ক্ষতির মুখে পড়েছে। প্রবল শব্দ ও কম্পনের উৎস আঁচ করতে না পেরে জেলা আদালত, জেলা পরিষদ ভবনে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই ভূমিকম্পের আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
আরও মারাত্মক ঘটনা হল, বিস্ফোরক নিষ্ক্রিয় করার জায়গা থেকে ১০০ মিটারের মধ্যে একটি স্কুল চলছিল। যেখানে পড়ুয়ার সংখ্যা ৭০০। তীব্র কম্পনে স্কুলের সিলিং ভেঙে পড়ে। বরাত জোরে মিড ডে মিল খাওয়ার জন্য খুদে পড়ুয়ারা তখন বাইরে ছিল। না হলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। স্কুল ছুটি না দিয়ে কীভাবে কয়েকদিন ধরে এরকম একটি বিপজ্জনক কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। জনবসতি এলাকার মধ্যে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিলেন স্থানীয়রা। কিন্তু, অভিযোগ পুলিস কারও কথায় কান দেয়নি। সঠিক পদ্ধতি মেনে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হচ্ছিল না, তা মেনে নিয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও।
বিশেষত ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত যে কোনও সামগ্রী নষ্ট করতে হলদিয়ার নির্দিষ্ট ‘ক্ষতিকারক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে’ পাঠানোর নিয়ম। এ ধরনের আইন বিশেষজ্ঞরাও মনে করেন, সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ করা হচ্ছিল। পরিবেশবিদদের মতে, এর জেরে ওই এলাকার গঙ্গার মাটি এবং জল মারাত্মকভাবে দূষিত হয়েছে। সেই ক্ষতিও খতিয়ে দেখা দরকার। বিস্ফোরণের পর সৃষ্টি হওয়া বায়ু দূষণ, সামগ্রিক পরিবেশ নষ্ট করেছে। আইনরক্ষকের এরকম কাজ কোনওভাবেই কাম্য নয় বলে তাঁরা মনে করেন।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধিতে রয়েছে, যে সমস্ত বর্জ্যতে ক্ষতিকারক রাসায়নিক বা ধাতু রয়েছে, সেগুলি কোনওভাবেই শহুরে এলাকা বা কোনও কঠিন বর্জ্য ফেলা হয়, এরকম জায়গায় নষ্ট করা যাবে না। পরিবেশবিদদের ক্ষোভ, পুলিস যে এখনও বাজি নষ্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট আইন মানছে না, তা নৈহাটির ঘটনার পর স্পষ্ট। তাঁদের দাবি, গোটা ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে, পরিবেশ দূষিত হয়েছে। এবিষয়ে পর্ষদের উচিত যথাযথ পদক্ষেপ করা।
যথারীতি এই ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন তাঁর কানে এই সংবাদ পৌঁছনো মাত্র তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। কিন্তু, বিরোধী দলগুলি অবশ্য এই সুযোগে কাদা ঘোলা করতে মাঠে নেমে পড়েছে। এরকম হাতেগরম সুযোগকে হাতছাড়া করতে চায়নি বিজেপি, কংগ্রেস ও সিপিএমও। সুতরাং, সব শেষে বলা যায়— নিন্দা, সমালোচনা, শাস্তিমূলক ব্যবস্থাই সব ভুলের অন্ত হতে পারে না। এ বিষয়ে আরও সজাগ হওয়া উচিত ছিল, ভবিষ্যতেও সজাগ থাকতে হবে।  
11th  January, 2020
যাত্রী প্রত্যাখ্যানের বদ অভ্যাস

 কোণঠাসা হয়েও শিক্ষা নেই। নেই লাজলজ্জার বালাই। যাঁদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য তাঁরা হলেন ‘নো রিফিউজাল’ লেখা বহু হলুদ ট্যাক্সির চালক। মুষ্টিমেয় কয়েকজনকে বাদ দিলে যাত্রীপ্রত্যাখ্যান বা অতিরিক্ত টাকা দাবি করাটা তাঁদের বদ অভ্যাসে পরিণত হয়েছে। বিশদ

বারবার এমন পদক্ষেপ কেন? 

একশো দিনের কাজে দেশে সেরার স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ। একবার নয়, পরপর চারবার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।
পঞ্চায়েত দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওই পুরস্কার মিলেছে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য। ওই সময়ে রাজ্যে শ্রমদিবস তৈরি হয়েছে ২৮ কোটি। 
বিশদ

21st  January, 2020
সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে 

দেবীন্দর সিং। ১৯৯০ সাল থেকে খাকি উর্দি গায়ে চাপাবার পর থেকেই তাঁর সাহস ও বীরত্বের প্রশংসা ছিল পুলিস-প্রশাসনে। উপত্যকার একাধিক এনকাউন্টারে সফল তিনি। একসময় ছিলেন পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপেও (এসওজি)। কর্মজীবনে পেয়েছেন একাধিক পুরস্কার। সেই পুলিসকর্তার সঙ্গে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের যোগ?  
বিশদ

20th  January, 2020
গুলি চালিয়ে প্রতিবাদের অধিকার হরণ গণতন্ত্র নয় 

ফের তিন বছরের জন্য বিজেপির রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ। এবং তা যাবতীয় জল্পনা উড়িয়ে। বেশ কয়েকদিন ধরেই বিজেপির একাংশ থেকে শোনা যাচ্ছিল, দিলীপ ঘোষের উপর নাকি আর আস্থা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে তাঁর জায়গায় রাজ্য সভাপতি হিসেবে অন্য কাউকে দায়িত্বে আনা হবে। আদৌ তা হল না।  
বিশদ

19th  January, 2020
জাগ্রত বিবেক 

বেশ কিছুকাল আগের একটি সিনেমায় দেখা সংলাপের কিছু কথা ঘুরেফিরে মনে আসছে। যেখানে একটি চরিত্র বলছে যে, আজকাল ট্যাক্সি চালক যাত্রীর টাকার ব্যাগ ফেরত দিলে, খবর লেখা হয়। কিন্তু, সেটাই তো তাঁর কর্তব্য। অর্থাৎ, আমাদের সমাজটা আজ সিঁড়ি বেয়ে নীচে নামতে নামতে একবারে অতলে তলিয়ে যাচ্ছে।  
বিশদ

18th  January, 2020
ফের সামনে এল নোটবন্দির ব্যর্থতা 

২০১৬ সালের ৮ নভেম্বর দিনটি ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওই দিন রাতে সমস্ত টিভি চ্যানেলে ভেসে উঠল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ। দেশবাসীর উদ্দেশে তিনি ভাষণ দেবেন। আচমকা জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন শুনে অনেকেই চমকে উঠেছিলেন।  
বিশদ

17th  January, 2020
নথির ঝঞ্ঝাট ক্রমবর্ধমান 

মোদি সরকার তার সাফল্যের অনেক ফিরিস্তি দিয়েছে। এখনও দিচ্ছে। দিয়েই চলেছে। কিন্তু তার সবটা যে সত্যি নয়, তা দেশবাসীর চেয়ে ভালো কেউ জানে না। ভারতবাসীর নিখাদ উপলব্ধিটি হল—দেশের সার্বিক অগ্রগতি অনেকদিন আগেই থমকে গিয়েছিল। এখন চলছে অবনতির বা পিছনে হাঁটার অধ্যায়। 
বিশদ

16th  January, 2020
উদ্বেগজনক রিপোর্ট 

বেকারত্বের জ্বালা সহ্য করতে না-পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন দেশের হাজার হাজার কর্মহীন মানুষ। এই উদ্বেগজনক তথ্যই উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টে। আবার, ঋণের ভারে জর্জরিত একের পর এক কৃষকের আত্মহত্যা যেন দেশে এখন আর কোনও নতুন বিষয়ই নয়।  
বিশদ

15th  January, 2020
ধর্মস্থানে রাজনীতি!

 সিএএ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসম সফর বাতিল করলেও তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন। সর্বত্র তুমুল বিক্ষোভের মধ্যেও তিনি তাঁর কর্মসূচি সম্পন্ন করে ফিরে গিয়েছেন। কিন্তু তিনি পিছনে রেখে গিয়েছেন অসংখ্য বিতর্ক এবং প্রশ্ন।
বিশদ

14th  January, 2020
মিথ্যেতেই বিশ্বাস জন্মাচ্ছে

হিটলারের জার্মানিতে প্রচারমন্ত্রী ছিলেন জোসেফ গোয়েবলস। তাঁর একটা বিখ্যাত উক্তি হল—মিথ্যে কথাও এত বড় করে বলা এবং এত বার বলা জরুরি যে মানুষ একদিন তা বিশ্বাস করতে শুরু করবে। সেই সময়ে এই উক্তির বাস্তবায়ন করেছিল জার্মান রেডিও। আজকের স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ অক্ষরে অক্ষরে সেই কাজটাই করে চলেছে।  
বিশদ

13th  January, 2020
মৌলিক অধিকারের নবদিগন্ত 

ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। ইন্টারনেট ব্যবহারও মৌলিক অধিকারের থেকে আলাদা নয়। ভারতের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্ট এভাবে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার পক্ষে সওয়াল করল। দেশের শীর্ষ আদালত বুঝিয়ে দিল, সরকারি সিদ্ধান্তের নামে নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। 
বিশদ

12th  January, 2020
আরও একটি নিষ্ফলা ধর্মঘট
দেশের প্রাপ্তি কেবল দুর্ভোগ

 আরও একটা নিষ্ফলা বন্‌ধ বা সাধারণ ধর্মঘট দেখল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। নিষ্ফলা কারণ, কংগ্রেস এবং বামেদের দাবিমতো বন্‌ধ সর্বাত্মক সফল বলে মেনে নিলেও ধর্মঘট ডাকার উদ্দেশ্য কিন্তু সফল হবে না। কারণ একটা সাধারণ ধর্মঘট বা বন্‌ধ সংশোধিত নাগরিকত্ব আইনকে খারিজ করে দিতে পারবে না।
বিশদ

10th  January, 2020
অসমের শিক্ষা 

সামসুল হক। বয়স সাঁইত্রিশ। পেশায় শিক্ষক। অসমে আঁচলপাড়া গ্রামের স্কুলে। তিনি এনআরসির একজন অফিসার। কিন্তু পরিতাপের বিষয় হল—তাঁর বোন আবিদা সিদ্দিকের নামটি নেই এনআরসি তালিকায়। স্বভাবতই পরিবারটির ঘুম ছুটে গিয়েছে। আবিদার নাম তোলার জন্য সমস্তরকম চেষ্টা করে চলেছে পরিবারটি।  
বিশদ

09th  January, 2020
এই বন্‌ধ কার স্বার্থে 

এনআরসি, সিএএ, এনপিআর প্রভৃতি ইস্যুতে প্রতিবাদ আন্দোলনে এখন উত্তাল এই দেশ। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ইস্যুতে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নেই। তাই ইতিমধ্যেই মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে পথে নেমে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। 
বিশদ

08th  January, 2020
গৃহস্থের খরচ আরও বাড়ছে 

ফের দুঃসংবাদ। এমনিতেই আলুর দর চলছিল কেজিপ্রতি ৩০ টাকার আশপাশে, পেঁয়াজ ১০০ টাকার আশপাশে। নিত্যপ্রয়োজনীয় এই দুটি জিনিস কিনতে গিয়ে মধ্যবিত্ত নাকানি চোবানি খাচ্ছিলেন। সম্প্রতি এই দুটি জিনিসেরই বাজারদর পড়তির দিকে। কিন্তু সুখ সইল না। 
বিশদ

07th  January, 2020
হারানো জমি উদ্ধারে ট্রাম্প 

ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে খতম করে নিজের হারানো জমি কতটা উদ্ধার করতে পারবেন ট্রাম্প? আমেরিকার রাজনৈতিক মহলে এই চর্চাই এখন শীর্ষে।
বিশদ

06th  January, 2020
একনজরে
 রাষ্ট্রসঙ্ঘ, ২১ জানুয়ারি (পিটিআই): শুধু ভারত নয়, বেকারত্ব বাড়ছে গোটা বিশ্বেই। এদেশে বেকারত্বের হার বৃদ্ধির অভিযোগকে মান্যতা দেয়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু বিশ্বে বেকারদের সংখ্যা যে ...

সংবাদদাতা, ইংলিশবাজার: রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে প্রচারের হাতিয়ার এখন ছাত্র-যুব উৎসব। জনস্বার্থে রাজ্য সরকার যেসব কর্মসূচি নিয়েছে সেসব নিয়ে অনুষ্ঠান পরিবেশন করে এই উৎসবে অংশগ্রহণকারীরা। মালদহ জেলাও তার ব্যতিক্রম নয়।  ...

 নয়াদিল্লি, ২১ জানুয়ারি (পিটিআই): শিরোমণি অকালি দল সরে গেলেও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে জেডিইউ। সোমবারই সেই ঘোষণা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ...

নয়াদিল্লি, ২১ জানুয়ারি: আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু করছে ভারত। গ্লেন টার্নার-রিচার্ড হ্যাডলিদের দেশে পাঁচটি টি-২০, তিনটি একদিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে বিরাট ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু
১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
১৯০১: রানি ভিক্টোরিয়ার মৃত্যু
১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
১৯৭২: অভিনেত্রী নম্রতা শিরোদকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৬ টাকা ৭২.০৬ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.২৫ টাকা
ইউরো ৭৭.৫৪ টাকা ৮০.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৪৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ মাঘ ১৪২৬, ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ত্রয়োদশী ৪৮/৩৬ রাত্রি ১/৪৯। মূলা ৪৪/৫৩ রাত্রি ১২/২০। সূ উ ৬/২২/৩৮, অ ৫/১৩/২৬, অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/০ গতে ১১/২৬ মধ্যে পুনঃ ৩/২ গতে ৪/২৮ মধ্যে। রাত্রি ৬/৫ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ২/০ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/৯ মধ্যে। কালরাত্রি ৩/৬ গতে ৪/৪৪ মধ্যে।
৭ মাঘ ১৪২৬, ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ত্রয়োদশী ৮৯/২৭/৪৪ রাত্রী ২/১৩/৯। মূলা ৪৬/৪২/৪৪ রাত্রি ১/৭/৯। সূ উ ৬/২৬/৩, অ ৫/১১/৩৯, অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১০/০ গতে ৪/৩৯ মধ্যে এবং রাত্রি ৬/১৫ গতে ৮/৫০ মধ্যে ও ২/০ গতে ৬/২৬ মধ্যে। কালবেলা ৯/৭/২৭ গতে ১০/২৮/৯ মধ্যে, কালরাত্রি ৩/৭/২৭ গতে ৪/৪৬/৪৫ মধ্যে।
 ২৬ জমাদিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: ব্যবসায় অর্থাগম হবে। বৃষ: কর্মপ্রার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। মিথুন: ব্যবসায় উন্নতি ও ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ...বিশদ

07:03:20 PM

রাস্তা সম্প্রসারণের জন্য জবরদখল উচ্ছেদ, গায়ে আগুন লাগালেন মহিলা 
রাস্তা সম্প্রসারণের জন্য জবর দখল উচ্ছেদের চেষ্টা পুলিস ও প্রশাসনের। ...বিশদ

04:27:00 PM

কলকাতা বইমেলার জন্য শুরু হল অ্যাপ, রয়েছে স্টল খুঁজে পাওয়ার সুবিধাও 

04:13:45 PM

কৃষ্ণনগরে এনআরসি বিরোধিতায় শুরু হল মিছিল, রয়েছেন রাজীব বন্দ্যেপাধ্যায় এবং মহুয়া মৈত্র 

04:02:00 PM

২০৮ পয়েন্ট পড়ল সেনসেক্স 

03:58:42 PM